এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | 162.158.150.63 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০১431880
  • আতোজকে বলার ছিল। নেটফ্লিক্স থাকলে "জামতাড়া" সিজন -১ (মোট দশটা এপিসোড) দেখতে নিতে পারো।
  • S | 162.158.106.71 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৫৩431879
  • শুনেছিলাম যে জাভা ইন্দোনেশিয়ার অঙ্গ হবে কি হবেনা, সেই তক্ক যখন চলছে ইউ এনে, তখন এক পক্ষ রামায়ণের রেফারেন্স দিয়েছিল।

    তবে রামায়ণে লেখা ছিল যে ভারতের দক্ষীণে লন্কা। তার মানে শ্রীলন্কা তিন হাজার বছর আগেও ভারতের দক্ষীণেই ছিল। সোনা ছিল কিনা কেউ কনফার্ম করতে পারবেন?
  • S | 162.158.106.71 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৭431878
  • যেদুটো সিরিজ রিসেন্টলি দেখেছি নেটফ্লিক্সে। দুতই ডার্ক রোম্যান্টিক থ্রীলার। ইউ। এন্ড অব দ্য এফিং ওয়ার্ল্ড। বিশেষ করে এন্ড অব দ্যয় জেসিকা বার্ডেনের অভিনয়ের তুলনা হয়্না।

    আর আমাজন প্রাইমে ফ্যামিলি ম্যান দেখলাম মনোজ বাজপায়ির। ভালই তো লাগলো।
  • সে | 162.158.150.63 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৬431877
  • শুধু নতুন জেনারেশন কি বোম্বে দিল্লি নয়, সারা দুনিয়ায় অধিকাংশ লোকই ভাষাদিবস খায় না মাথায় দেয় জানে না। ভাষাদিবসের দরকারটাই বা কী, এই নিয়েও অনেকের মনে সন্দেহ। মাতৃভাষার জন্য লোকে প্রাণ দিয়েছে শুনে কয়েকজন হেসে ফেলল এখানে (যেখানে বসে আছি সেখানে আশেপাশে)। এরা খুবই বুদ্ধিমান এবং মাতৃভাষা সংক্রান্ত কোনো অতিরিক্ত অনুভূতি নেই।
    বাঙালীরা যে বুদ্ধি কম ধরে, তা নয়, বাঙালীরা জেনেছিল মাতৃভাষা ব্যবহার করতে না পারা কাকে বলে। সেই অনুভূতিবোধ থেকেই ভাষা আন্দোলন।
    আমরা তো এক দশক আগেও হোমোদের নিয়েও খুব রগড় করেছি, জোক মেরেছি। আবার এখন পোলিটিক্যালি কারেক্ট হয়ে গেছি।
    সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ইজরায়েলকে প্রোজেক্ট বলা যাবে না, মাতৃভাষাজনিত সেন্টিমেন্ট থাকবে না, অবনঠাকুর, শরদিন্দু, যার পারব পোঁদে লাগব।
  • S | 162.158.106.71 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৪431876
  • ইয়ঙ্গ শেল্ডন ভালো হয়নি। জিম পেরশনের (বড় শেল্ডন) প্রোডাকশান। ভালো প্রিমাইস ছিল। কিন্তু জমেনি।
  • S | 162.158.106.71 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৩431875
  • বিগ ব্যাংগ থিয়োরি দেখেছি। আগে। খুব ভালো লাগতো একসময়। শেষ দুয়েকটা সিজন আর দেখা হয়নি। বড্ড ঋপিটেটিভ হয়ে গেছে। দেখলে মজা হয়, কিন্তু কোনও ছাপ ছাড়েনা আর। অনেকটা ফ্রেন্ডসের মতন, কিন্তু বেটার।

    বেস্ট কমেডি সিরিজ এখনও অবধি অ্যারেস্টেড ডেভালাপমেন্ট। কিন্তু দেখতে গেলে প্রচুর মাথা খাটাতে হয়। প্রত্যেকটা সীনে একাধিক লেয়ারের কমেডি। সেটা বোঝাও একটু কঠিন, কারণ অনেকসময় রেফারেন্সটাই জানিনা।

    কেউ পারলে মডার্ণ ফ্যামিলি দেখতে পারেন। বা ব্ল্যাকিশ। দারুন। আর অবশ্যই অফিসের প্রথম ২-৩ টে সিজন। আমি বৃটিশ ভারশনটা দেখিনি, শুনেছি আরো ভালো।
  • একক | 162.158.118.235 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৯431874
  • ভাসুক না, ভাসা নিয়ে সমস্যা নয় ত। সমস্যা হাহাকার নিয়ে। বাংলা যেখানে কাজের ভাশা সেই গ্রাম গঞ্জে বহাল তবিয়তে বেচে আচে। চাট্টি শহুরে জনতা গেল গেল করে কান্দচে গুদমঘরে উই ধরার দু্স্বপন দেকে।
  • সে | 162.158.150.99 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২১431873
  • বাইবেলকেও ইতিহাস হিসেবে মেনে নিয়ে ইজরায়েল প্রোজেক্ট চলছে। সেই দেখাদেখি রামায়নকেও...
  • de | 162.158.159.49 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৫431872
  • ভাগ্যিস এদেশে থাকি -
    এমন খাসা একখান বস্তু -
    উদিকে দেখলাম ইয়ং শেল্ডনও এয়েচে -
  • de | 162.158.159.49 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৪431871
  • কোথায়? এখানে কেউ নামও শোনেনি - আমার মেয়েদের জেনারেশনে একবার জিগিয়ে দেখুন - অন্য কোন দিবসের থেকে ভাষা দিবসে ভাসা ভালোই -
  • র২হ | 172.68.146.169 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৬431870
  • এই জিনিসটা নতুন আবিষ্কার করেছি তাই আগ বাড়িয়ে বললাম আরকি।

    আমি এদিক ওদিক উঞ্ছবৃত্তি করে সিরিজ শেষ করার পর দেখি নেটফ্লিক্সে এসেছে। আবার ওদিকে গিয়ে দেখি নেই। 

  • র২হ | 172.68.146.169 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৪431869
  • বড়েসের দেশে নেটফ্লিক্সে বিবিটি নেই, শুধু এশিয়াতে দেখাচ্ছে।

  • একক | 162.158.119.58 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪০431868
  • উফ এই ভাশাদিবস। সারাদিন শউরে লোকে কেন্দে মল
  • de | 162.158.155.115 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৮431867
  • বড়েস কি বিগ ব্যাং থিওরি দেখেছেন নেটফ্লিক্ষে? আমি যদিও অনেকদিন আগে অল্প দেখে রেখে দিয়েছিলাম - এখন পুরোটা দেখছি, বেশ লাগছে -
  • r2h | 162.158.23.114 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৬431866
  • :D :D

  • de | 162.158.158.180 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৩431865
  • সময়ের সাথে সাথে দেখার ধরণ পাল্টায় - ওই ১৪-১৫ তে যখন শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাস পড়তাম - তখন অসম্ভব ভালো লাগতো - এখন অবিশ্বাস্য ন্যাকা লাগে -

    অথচ বঙ্কিমবাবুতে এখনো মেটিরিয়াল খুঁজে পাই -
  • de | 162.158.158.180 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৮431864
  • ইতিহাস পড়তে আর পরীক্ষা দিতে জঘন্য লাগতো - মাধ্যমিকের পর হাঁফ ছেড়ে বেঁচেছিলাম -
    গল্পের মতো করে না বল্লে আমি ইতিহাস পড়িনা -

    সবাইকে শুভ ভাষা দিবস!
  • একক | 162.158.119.46 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০৯431863
  • সেসে কিনা কবি হোমোদের দোষ দিলেন ঃ(
  • r2h | 162.158.22.75 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪৬431862
  • হুঁ, সেটাই বলছি, আমার মা মাটি মানুষ সব্চে ভালো আর অন্যরা সব বিচ্ছিরি, এটা উদ্ভট খেয়াল।

    হোমো স্যাপিয়েন্স আর নিয়েনডারথালরা পাশাপাশি গুহায় থাকে, হোমোরা ওদের দাঁত উঁচু বলে গিয়ে মেরে দিয়ে এল, তখন পর্যন্ত তাও মেনে নেওয়া যায়, তখনো বুদ্ধিশুদ্ধি পাকেনি।

    "আমরা ভালো লক্ষ্মী সবাই, তোমরা ভারি বিশ্রী,
    তোমরা খাবে নিমের পাঁচন, আমরা খাবো মিশ্রী।
    আমরা পাবো খেলনা পুতুল, আমরা পাবো চমচম।
    তোমরা তো তা পাচ্ছো না কেউ, পেলেও পাবে কম কম।
    আমরা শোব খাট-পালঙে, মায়ের কাছে ঘেষটে,
    তোমরা শোবে অন্ধকারে, একলা ভয়ে ভেস্তে।
    আমরা যাবো জামতাড়াতে, চড়বো কেমন ট্রেইনে,
    চেঁচাও যদি ‘সঙ্গে নে যাও’, বলবো ‘কলা, এই নে!’
    আমরা ফিরি বুক ফুলিয়ে, রঙিন জুতোয় মচমচ,
    তোমরা হাঁদা নোংরা ছিছি, হ্যাংলা নাকে ফঁচফঁচ।
    আমরা পরি রেশমি জরি, আমরা পরি গয়না,
    তোমরা সেসব পাও না বলে, তাও তোমাদের সয়না।
    আমরা হবো লাটমেজাজী, তোমরা হবে কিপটে,
    চাইবে যদি কিচ্ছু তখন, ধরবো গলা চিপটে! "
  • o | 172.68.133.173 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪১431861
  • আর রোম্যান্টিসিজম বলতে মনে পড়ে গেল। শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাসে সব চেয়ে জঘন্য লাগে এই রোম্যান্স। বোধহয় তুমি সন্ধ্যার মেঘে, দিব্যি অতীশ দীপংকর দিয়ে শুরু হল, ওমা দু-পা যেতেই দীপংকর-টিপংকর হাওয়া। ভদ্রলোক বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করেছেন। শরদিন্দুর আবার এমনি নায়ক নায়িকার বিয়ে হয়ে গেল, ল্যাটা চুকে গেল, তা নয়, জামাই বাবু টাইপের লোক আসবে, শ্যালিকার সঙ্গে বোকা-বোকা রসিকতা করবে, এ মানে নেওয়া যায় না। টিপিক্যাল আশির দশকের বাংলা সিনেমা। একটা বিয়ে লাগিয়ে দিলে ৩০-৪০ মিনিট আর স্ক্রিপ্ট নিয়ে ভাবতে হবে না। :-)
  • o | 172.69.22.85 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৩৩431860
  • টেক্সট বইয়ের বাইরে বেশিরভাগ লোকের ইতিহাসের পার্সেপশন জনপ্রিয় সাহিত্য থেকেই তৈরি হয়। এবার রাজকাহিনী, শরদিন্দু সবই খুব সুন্দর, সে বংকিমও সুন্দর, কিন্তু পাঠক চ্যালেঞ্জড হচ্ছে কি? নাকি তার ন্যাশনালিস্ট পজিশন আরো পোক্ত হচ্ছে? ধরুন সেই সময় পড়তে গিয়ে মধু দত্ত থেকে এম এস ডাট, এর মাঝখানে বাবার সঙ্গে টাসল ইত্যাদি হাবিজাবি গপ্পো পড়ে অ্যানেকডোটের শূন্যতাপূরণ হচ্ছে, পাঠক গালে হাত দিয়ে ভাবছে, দেখেছ এইভাবে ওরা আমাদের ছেলেগুলোকে কেরেস্তান করে দিত। তার কনক্লুশন বদলাচ্ছে না, চ্যালেঞ্জড হচ্ছে না কোথাও। সুনীল তো লেফট লিবেরাল, কিন্তু বিজেপি আসুক না আসুক, এইটা সমস্যার। সেদিন এইজন্যই ইলিয়াসের কথা তুলেছিলাম। মুক্তিযুদ্ধ-টুদ্ধ ঠিক আছে, কিন্তু মধ্যবিত্তকেও ছাড়ছেন না। প্যারালাল ডিসকোর্সকে স্পেস দিচ্ছেন। পাঠক চ্যালেঞ্জড হচ্ছে, অস্বস্তিতে পড়ছে। এইটা সাহিত্যের দায়িত্ব, সাহিত্য এটা যেভাবে পারে, অ্যাকাডেমিক ইতিহাস চর্চা সেই অডিয়েন্স কোনোদিন পাবে না।

    আর নিজের দেশেও মা সবাইকে যে সমান স্নেহ করেননি, সেটা শওকত আলী পড়লেই বোঝা যায়। বাঙালির অবশ্য রাজপুত, মারাঠাদের মত গৌরবগাথা নেই, এট্টু অরাজনৈতিক মন ছুঁয়ে যাওয়া নস্ট্যালজিয়া আছে। ঃ-)))
  • S | 162.158.107.114 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১২431859
  • "ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ "

    এইটা যিনি লিখেছিলেন, তিনি কিধরনের স্টাডি করেছিলেন এই ব্যাপারে?
  • r2h | 162.158.22.75 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৭431858
  • মারাঠা, রাজপুত এদের সব জাতীয়তাবাদের খাতিরে প্রোমোট করেছে লোকজন, রাজকাহিনীর মত অসম্ভব সুন্দর বই আর কটা আছে। গল্প, সাহিত্য, রোমান্টিসিজম এইসব হিসেবে তুলনাহীন।

    তবে ইতিহাস দেখতে গেলে তো খালি নিজেদের মধ্যে মারপিট, বিশ্বাসঘাতকতা, বাইরে গিয়ে ডাকাতি। কিন্তু ডাকাতদের নামের পেছনে খান শাহ এইসব থাকলে তারা ভোসলে পাঠক পন্ডিত এইসব ডাকাতদের থেকে বেশি খারাপ, সেটা আজকের দিনে গোলমেলে।

    যদিও এটা বোধয় গত কয়েক দশকের বদলানো পার্সেপশনে ফল, এমনিতে ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ লাইনে, অন্য দেশের ভাই মা'রা কম স্নেহ করেন, সুতরাং বহিরাগতরা একটু বেশি খারাপ, তাতে খুব সমস্যা ছিল না আগে। কিন্তু বিজেপি এসে গোলমাল করে দিয়েছে।
  • S | 162.158.107.114 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৬431857
  • দেশের ইতিহাস চর্চার একটা বড় সমস্যা হল বিগত কয়েকশো বছর ধরে যেসব ক্যারেক্টার প্রধান জায়্গা নিয়ে রেখেছে, তারা সব বিদেশী-বিধর্মীরা। হিন্দু প্রধান উত্তর ভারতে যারা খুবেকটা জনপ্রিয় নয়, অন্তত এই মুহুর্তে। ঃ))

    উল্টো ক্রোনোলজিতে গেলেঃ নেহেরু, গান্ধী, ইংরেজ, মুঘল, শের শাহ। সেই চৌহানের পরে একদম ডাইরেক্ট মোদি। মাঝখানে কেউ নেই। ভগত সিং, সাভারকার, নেতাজীকে নিয়ে বড্ড কনফিউশান। বাকীরা বড্ড রিফর্মিস্ট।

    দক্ষীণ ভারতে যদিও হিন্দু প্রধান কিছু রাজ্য ছিল টিল, কিন্তু সেখানে আবার দুটো সমস্যা। এক, উত্তর ভারতীয়দের সেই নিয়ে কোনও উৎসাহ নেই। দুই, ইংরেজদের সঙ্গে যুদ্ধটা করেছিল সেই এক টিপু।

    তাই রামায়ন-্মহাভারতকে ইতিহাস বলতে হচ্ছে। সেখানে হিন্দু ছাড়া কেউ নেই। কিন্তু সেখানেও একটা সমস্যা। সেটাকে ইতিহাস বললে, তার কাঁটা ছেড়া হবে। সেখানে বালী বধ, সেকেন্ড অগ্নি পরীক্ষা, লীলাখেলা, দ্রৌপদী, কর্ণ, যুদ্ধ প্রচুর ইস্যুতে ভক্তিভাব চটে যায়। আসলে একইঅ সঙ্গে ধর্ম গ্রন্থ আর ইতিহাস বই বলে চালানো খুবই সমস্যার। এইটা এখনও সল্ভ করে উঠতে পারেনি আইটি সেল।

    তাই এখন একমাত্র ভরসা রাজপুত আর মারাঠারা। বিগত কয়েক বছর ধরে সেই ভরসাকেই এনক্যাশ করছে বলিউড।
  • o | 162.158.255.93 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৭431856
  • পার্টিশনের ইতিহাস স্কুলের বইতে পাইনি। আজাদ হিন্দ হল, নৌ বিদ্রোহ হল, দেশ স্বাধীন হয়ে গেল। একটু আধটু ডায়রেক্ট অ্যাকশন ডে-ফে ওসব জিন্না করেছেন ব্যাস এইটুকু। পরের চ্যাপ্টার‍ সংবিধান। ওটা ভাল করে পড়তে হবে কারণ শর্ট কোশ্চেন আসবে। এই তো আমাদের স্কুলের শিক্ষা। :-)
  • S | 108.162.246.112 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৯431855
  • ইতিহাস প্রশ্নের সবথেকে সমস্যা হল কত তারিখ, কোন সন, কোন সাল। বাকীগুলো তো ভাট দিয়ে সামলে নিতাম। ক্লাসে ইম্প্লিকেশানস নিয়ে তেমন কোনও আলোচনাই হয়্না, খুব কম স্কোপ।

    এখন এটাও সত্যি যে এখানে আমরা প্রায় সকলেই মাধ্যমিকের পরে ইতিহাস টেক্সট বই আর পড়িনি। তাই ঐ বয়সে ঐ গল্পের মতন ইতিহাসই ঠিক আছে।
  • g | 162.158.119.44 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৯431854
  • ঠিক ই মাইরি ও। অনেক তা ঝর ঝরে কলমের বাংলা সাহিত্যে নিয়মিত ঋদ্ধ হবার মতো। :-(((
  • o | 172.68.189.168 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৯431853
  • জাতি নির্মাণের ইতিহাস ইত্যাদি খুবই ঠিক কথা, কিন্তু তার আগে একটা কথা আছে। ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস চর্চা যেটা স্কুলের বইতে থাকে, পুরু ডায়লগ মারলেন, বাবর কামান দাগলেন, হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে গেলেন, শের শাহ খালি হাতে বাঘ মারলেন, এইটা ইতিহাস চর্চার থেকে অনেক বেশি 'দাদুর একটা ঘড়ি ছিল' টাইপের অ্যানেকডোট সংগ্রহ করতে শেখায়। পরে সেটাই 'দাদুর একটা ঘোড়া ছিল' হয়ে যায়। যে দেশে স্কুলের ইতিহাস মাস্টারকে দেওয়া সবচেয়ে বড় কমপ্লিমেন্টটি হচ্ছে 'উনি একদম গল্পের মত করে ইতিহাস পড়ান, একেবারে চোখের সামনে ছবির মত ফুটে ওঠে', সেখানে মনে হয় না ইতিহাসটা ইস্যু। ঃ-)))
  • g | 162.158.118.133 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৪431852
  • *কেন ইতিহাস আলোচনা হিসেবে সহ্য করতে হবে?
  • :-) | 162.158.166.86 | ২১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৯431851
  • কিন্তু ভুদেব মুখোপাধ্যায়কে 'পরতে' বলা বা চাওয়া কি ঠিক হচ্ছে? 'পড়তে' বললে বেশী ভাল হয় বোধহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত