এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • o | 172.69.22.85 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০২432120
  • সাচা ব্যারনের কমেডি বড্ড গ্রস লাগে। আরেকজন আছে। ডাগ স্ট্যানহোপ। যাচ্ছেতাই লেভেলের গ্রস। আমার সাইনফেল্ডই ভাল লাগে। ইন্টেলিজেন্ট অব্জার্ভেসন শুনে একটু মুচকি হাসলুম, ওইটুকুই। আমেরিকান পলিটিক্যাল কমেডি এখন আর পোষায় না তেমন। বরং ইন্ডিয়ান পলিটিক্যাল কমেডি দারুণ লাগে। কারণ মুন্ডু যাবার রিস্ক আছে। :-)
  • একক | 141.101.98.9 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৮432119
  • কিন্তু বাস্তোবে সেটা হয়্না। পাব্লিক আসোলে একরোকোম ফল্স সেন্স ওফ জস্টিস আকড়ে থাকে, হুইচ টেল্স ইউ, ধোরুন জোদি জানা জায়, কোঙ্গ্রেস টাকা দিয়ে কুনাল কামরা কে প্রোমোট করে সেটা খুবি ছি ছি ব্যাপর। তখোন আর ও ট্রু কমেডিয়ান থাক্বে না।

    তো এই ফল্স মোরলিটির বাসোরঘরেই সেশ ওবধি এমোন ইন্ভেস্টোর ঢোকে, জে কুনাল কাম্রা বিজেপির রালী দুটোতেই টাকা ঢালে ঃ))) লিবরল মোরলিটির নিওতি আর কি।

    তো, সেই জন্যেই বোল্চিলুম, কারা টকা ঢলে তদের অবিস্কার কোরে কোনো ইউরেকানন্দ নাই ঃ) পর্ভর্শন ই সাম্হোয়র এল্স এন্ড ডিপ রুটেড।
  • একক | 162.158.159.77 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪০432118
  • বিরোধিপক্ষের স্পনসর থাকে, হুইচ ইজ এক্চুঅলি গুড। সবাই টাকা বা বুদ্ধি লাগিয়ে সবার নামে কমেডি নাবাতে পার্লে, সেটাকে বরোঙ্গ সত্যিকারের অস্ত্র ভাবা জেত।
  • Atoz | 162.158.187.190 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩১432117
  • এঁদের স্পনসর করে কারা? এইসব শোগুলো বানাতে, মাল-মেটেরিয়াল যোগাড় করতে, সাজসজ্জা পরাতে ইত্যাদি প্রভৃতিতে তো মালকড়ি অনেক লাগে!
  • একক | 162.158.158.20 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৩432116
  • তবে আমার নিজের প্রচুর সন্দেহ আচে এই তথাকথিত কমেডি, বিসেশ করে মিডিয়া আশ্রিত পলিটিক্যাল সাটায়ারের জগত নিয়ে। এগুল সেরিব্রাল পপকরন হিসেবে দেকি, ট্রু রেজিস্ট্যান্স বলে বিস্বাস করি না। আমার মনে হয়, অপ্রেসিভ পাওয়ার জখন বিশাল বড় তখন, কমেডি এক্টা নরমালাইজেশন টুল এ কনভার্ট হয়ে যায়। জাস্ট এনাদার শপ। অপ্রেশন সঝ্য করার খমতা বাড়ায় শুধু, আর কিছু না, এন্ড ইন আ ভেরি পারভারট ওয়ে, অথরিটিকে মোর এক্সেপ্টিবিল করে।

    এসব ভাবা ঠিক নয় হয়ত। পারসনালি আই লভ কমেডি এন্ড, এস্ট্যাব্লিশ্মেন্ট এর এগেইন্সট এ খিল্লি তম কমিক এটাক কেও সাপরট দিয়ে জাব, কিন্তু অই আর কি,,,
  • Atoz | 162.158.186.155 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫১432115
  • ঈশ, বাঙালি এত দুর্বল না হলে "কহেন কবি কালিদাস" এর মতন "কহেন ব্যারন সাশা" করতে পারত। ঃ-)
  • একক | 141.101.98.93 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৭432114
  • কহেনের কাজের পরিধি বিশাল। শুধু কমেডি শও নয়, দ্য ডিক্টেটর মুভি টা পোস্ট চ্যাপ্লিন পলিটিক্যাল স্যাটায়ার মুভিতে মাইল স্টন। অনেকবার রিভিউ লিখব ভেবেও ল্যাদ কাটিয়ে লেখা হয়নি। দুরদান্ত কাজ।

    তবে প্রচুর ব্যালান্সিং এক্ট খেলে। ইস্রারেয়েলের ব্যাপারে এড়িয়ে জায়। শাশা ব্যারন শুধু একজন কমেডিয়ান নয়, পাওয়ার লবিতে এক্সট্রিম কানেকশন ওয়ালা লোক। দ, হি আরন্ড ইট। যখন, কাজাখস্তান সিরিজ করত তখন এত পাওয়ারফুল ছিলো না।

    লুকিং ফরয়ারড ফর হিজ আপকামিং মুভি অন সসাল মিডিয়া এন্ড যাকারবারগ।
  • S | 108.162.246.130 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৬432113
  • আরেকজনের নাম না করলে পুরো কথা শেষ হয়্না। তিনি হলেন সাশা ব্যারণ কোহেন। লোকটা অনবদ্য শেপ শিফ্টার। অসাধারণ সব আইডিয়া নিয়ে রিয়েল লাইফ কমেডি নিয়ে আসেন। স্ট্যান্ডাপ কমেডির থেকে অনেক বেশি কারেজিয়াস। ডেলি শো ছাড়া একমাত্র উনিই এনিমি টেরিটরিতে গিয়ে কন্টেন্ট নিয়ে আসেন। এছাড়া লোকটা দারুন অভিনেতা। তবে উনার কাজ গ্লোবাল ইস্যু নিয়ে, শুধু আম্রিগা সেন্ট্রিক নয়। তাছাড়া সাধারণ লোকের জন্য প্যালেটবলও নয়। আর কয়েক বছর পর যেমন লোকে জনি কার্সনের কথা আর হয়তো তেমন মনেও রাখবে না, তেমনিই কোহেন যে কতবড় কমেডিয়ান সেটার সঠিক মুল্যায়ণ হবে।
  • একলহমা | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০৭432112
  • S | 108.162.246.130 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫২
    ক্ক
  • S | 108.162.246.130 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৫২432111
  • আসলে ডেইলি শো থেকেই বলা যেতে পারে কেবল টিভিতে নিউজ, পলিটিকাল স্যাটায়ারের সূচনা। ক্রেইগ কিলবর্ণ শুরু করে। তারপরে জন স্টিউয়ার্ট চালায় ২০১৫ অবধি। এখনকার লেট নাইট টিভি শোর বেস্ট পলিটিকাল স্যাটায়ারিস্টরা প্রায় সবাই জন স্টিউয়ার্টের শিষ্য। কোলবার্ট, ওলিভার, উইলমোর, সামান্থা বী, নোয়া খুবই নাম করেছে।

    এর বাইরে যে দুজনের নাম করতেই হয় তারা হল সেথ মায়ার্স এবং অবশ্যই বিল মেহর। এর মধ্যে বিল মের ইজ ব্রুটাল, অনেকদিন ধরেই। বাকীরা মোটামুটি ট্রাম্পের সময় এসেই খাপ খুলেছে। যেমন জিমি কিমেল।

    বাকী লেট নাইট টিভি শোএর লোকেরা মোটামুটি জনি কার্সনের মডেল ফলো করেছে। লেটারম্যান, লেনো তার মধ্য উল্লেখজনক। এখনও জিমি ফ্যালন, কোনান, জেমস কর্ডনরাও এখন তাই করছে। শুক্তর মতন অল্পেকটু পলিটিক্স রাখে।

    রিসেন্টলি যাদের পলিটিকাল স্যাটায়ার খুব ভালো লাগছে তারা হল হাসান মিনহাজ আর জিম জেফরি। আর অবশ্যই এসেনেল। সেই তুলনায় বোধয় সর্বকালের সবথেকে সফল স্ট্যান্ডাপ কমেডিয়ান সাইনফিল্ড অনেকটাই অ্যাপলিটিকাল।
  • Atoz | 108.162.237.57 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২১432110
  • টুপিতে হয়তো লিখে নিচ্ছে ট আর ম আর স্মাইলি।
    ঃ-)
  • | 162.158.158.252 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৬:২১432109
  • জন স্টিউয়ার্ট আমার মনে হয় আমেরিকার পপুলার কালচারে একটা বড় ওয়াটারশেড , তার আগের বড় কমেডিয়ান রাত কত পোলিটিকাল না। আমার তো মনে হয় ব্রিটিশ কমেডি তে মন্টি পাইথন দের মত ও একটা আলাদা ফেনোমেনোন, ওর কাছে ডন রিকলস কে আমার ভ্যারাইটি শো প্রেজেন্টার মনে হয়।
  • Amit | 162.158.2.115 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৫:২৭432108
  • আহমেদাবাদ থেকে এক বন্ধু হোয়াটস্যাপ এ বললো কালকে যে সব গুজ্জু ভাই এরা রটিয়ে বেড়াচ্ছে যে ট্রাম্প আর মোদী খুব তাড়াতাড়ি চুক্তি করতে চলেছে যে আমেরিকায় যেতে গেলে ইন্ডিয়ান দের ডাইরেক্ট ভিসা অন এরাইভাল দেবে। আর ভিসার জন্যে এপলাই করতে হবে না। আনন্দ দেখে কে আর লোকজনের।

    লোক কে এখন আর জোর করে টুপি পড়াতে হয়না। লোকে মাথা বাড়িয়ে বসে আছে।
  • S | 162.158.107.114 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৫৫432107
  • আমেদাবাদের মেয়র সিওলের ছবি দিয়ে সেটাকে আমেদাবাদ বলে চালানোর চেস্টা করেছিল টুইটারে। বেচারী ধরা পড়ে গেছে।
  • S | 108.162.245.129 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৭432106
  • বাংলা রনজি ট্রাফির সেমিতে উঠলো।
  • S | 108.162.246.244 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০০432105
  • জন স্টিউয়ার্ট গুরুদেব লোক। এরা সব যোগ্য সন্তানাদি হয়েছে। জন ফক্স নিউজকে যা ধুয়েছিল। ওকে খুব দরকার ছিল ট্রাম্প প্রেসিডেন্সির সময়।
  • o | 162.158.255.147 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:৩৯432104
  • হ্যাঁ, অলিভারকে ভালই লাগে। তবে ওর বস জন স্টুয়ার্ট আরো বেটার ছিল।
  • Du | 172.69.68.170 | ২৫ ফেব্রুয়ারি ২০২০ ০০:১১432103
  • বিবিসিতে এক মহিলা ট্রাম্পকে নিয়ে ভারতীয়দের উচ্ছাস জানানোতে করেসপন্ডেন্ট ড্রাই ভাবে জিজ্ঞেস করলো ট্রাম্পকে নিয়ে ভারতীয়দের এত উচ্ছাসের কারনটা কি? তখন ব্যাকট্র‌্যাক করে ইউএস, বেস্ট ডেমোক্র‌্যাসি এইসব বলতে লাগলো।
  • S | 162.158.107.184 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৭432102
  • S | 162.158.107.184 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৬432101
  • জন অলিভার কেন প্রিয় তার তিনটে উদাহরণ দিই।

    ১) ট্রাম্প যেহেতু বেশ কিছু ব্যাপার জানতো না। যেমনঃ নিউক্লিয়ার ট্রায়াড। ওলিভার ওয়াশিংটন এলাকায় ফক্স অ্যান্ড ফেন্ডে (এই প্রোগ্রামটা ট্রাম্প দেখে এবং অনেক সময় লাইভ চলাকালীন নিজে থেকে ফোন করে কথা বলে) অ্যাড স্লট কিনে ট্রাম্পের জন্য এডুকেশনাল অ্যাড চালাতো।

    ২) হোবোফোব মাইক পেন্স একটা বই লিখেছিল দুটো র‌্যাবিটকে নিয়ে। ওলিভার সেইটা দেখে একইরকম একটা বই পাবলিশ করে যেখানে দুটো র‌্যাবিট সেমসেক্সের। সেই বইটা অনেক বেশি বিক্রি হয়।


    ৩) পারলে এইটা দেখে নিন।

    বা এইটা।


    জন ওলিভার ইজ পিওর জিনিয়াস। কারেজ কাকে বলে সেটা ওলিভার দেখিয়ে দিচ্ছে।
  • S | 108.162.246.244 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৭432100
  • ওটা স্লো বার্ণ টেকনিক। কাঁকড়া যেমন করে রান্না করতে হয়। ফলে বহু মোদিভক্ত পুরো এপিসোড দেখে বসেছে। সেল্ফ ডেপ্রিকেশান ইত্যাদি করতে হয় ইকুয়াল অপুরটিনিটি অফেন্ডার ক্লজ রাখার জন্য।

    নইলে ঐ মতন অ্যাক্টিভ আর কেউ নয়।
  • | 172.69.135.105 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৭432099
  • দিল্লির খুনি গুন্ডা দের কারোর শাস্তি ছেড়ে দিন , মিনিমাম ধরপাকড় হলে অবাক হব। ট্রাম্প সফর শেষ হলে আরো গন্ডগোল হবে।
  • | 172.69.135.105 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২২432098
  • জন অলিভার এর প্রবলেম হল পয়েন্টে আসতে একটু বেশিই সময় নেয় , স্টিল গুড। তবে ব্রিটিশ কমেডিয়ান তো , ট্রেনিং ভালো। স্নোডেন ইন্টারভিউ টা অবশ্য সিরিয়াস ছিলো। আমার কেন জানি অলিভার কে একটু ভীতু লাগে, বোধ অন সোসাইটি এন্সেড পলিটিক্স। সেল্ফ ডেপ্রিকেশন দিয়ে ভয় টা ম্যানেজ দেয়।
  • | 162.158.167.193 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৪432097
  • S | 108.162.246.244 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৫432096
  • সিএনেন দেখছি হাত ধুয়ে বার্ণী স্যান্ডার্সের পিছনে পড়েছে। সাউথ ক্যারোলাইনা প্রাইমারিতে বাইডেন না জিতলে যে বার্ণীই ক্যান্ডিডেট হবেন, সে ব্যাপারে নিশ্চিত। তাই শেষ চেস্টা।
  • o | 172.69.22.205 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:২৭432095
  • অলিভারের এপিসোডটা ভাল লেগেছে। গুজরাটের স্কুলে অমন রেসিস্ট ভাট পড়ায় জানতুম না।
  • S | 162.158.106.101 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৩432093
  • জন ওলিভার মোদিকে টেম্পোরারি সিম্বল অব হেট বললো।
  • | 162.158.166.56 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৪৪432092
  • কিন্তু ট্রাম্প ওই হাউডি মোদীর জন্য গভর্নমেন্টের এক পয়সাও খচ্চা করে নি। এখানে মোদী একেরে আহ্লাদে মুক্তকচ্ছ হয়ে আমাদের ট্যাক্সের টাকায় ১০০ কোটি খসিয়ে দিল।
  • aka | 162.158.79.148 | ২৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩৪432091
  • বার্ণি খুড়ো একটু কম রেগে থাকলে পারে তো, এইরকম রেগে থাকলে কাজ করবে কি করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত