এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুকি | 162.158.166.18 | ০৪ এপ্রিল ২০২০ ১৩:২০440979
  • এই সব ব্যাপারগুলো দেখে আমি খুব একটা আশ্চর্য না, অনেকদিন ধরেই দেখে আসছি। আমার অবাক হওয়াটা মূলত কিছু 'চেনাশোনা' লোকেদের ভাব প্রকাশ দেখে। সাহিত্য, বিজ্ঞান চর্চা, বা আঁতলামো দেখে যাদের কোন সময় সমমানসিকতা সম্পন্ন বলে ভাবতে শুরু করেছিলাম!
  • হখগ | 162.158.50.219 | ০৪ এপ্রিল ২০২০ ১২:৪৯440978
  • *****চাল ডাল আলুর প্যাকেট
  • হখগ | 162.158.50.219 | ০৪ এপ্রিল ২০২০ ১২:৪৮440977
  • লোকজন বেশিরভাগই খুবই পেটি মাইন্ডেড ফ্র্যাঙ্কলি। কাজের লোকের কত সুবিধা, ঘরে বসে মাইনে, এই সব জোকস পাচ্ছি, অনবরত, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এর কাছ থেকে।:--((((, চাঁদা তুলতে গেছিলাম এখানে পাড়ার ছেলেরা চাল বাল আলুর প্যাকেট কিছু দুস্থ পরিবার কে দিচ্ছে শুনে, এত কম চাঁদা উঠল, মানে পুরো ফুস হয়ে গেলাম, কয়েকজন ম্যানেজ দিল যা পারে। এর পরে সারা আর চাঁদা তে যাবনা নিজেরা দুতিনজন যা পারব করব। লজ্জা র একশেষ।
  • অর্জুন | 162.158.165.173 | ০৪ এপ্রিল ২০২০ ১২:৪৪440976
  • বাংলার অর্থনৈতিক ইতিহাস নিয়ে বই খুঁজছি। জানালে বাধিত হব।

  • র২হ | 172.69.135.201 | ০৪ এপ্রিল ২০২০ ১২:৩৭440975
  • সেটাই, এখন এই পরিস্থিতিতে এসব বেরিয়ে পড়ছে। এগুলো খুবই ডিপ রুটেড।
  • S | 162.158.107.230 | ০৪ এপ্রিল ২০২০ ১২:৩২440974
  • "গরীব লোক অলস মূর্খ উদ্যমহীন ইত্যাদি।"
    জীবনে সফল লোকেরা অন্যদের সম্বন্ধে অনেকসময়ই এরকম ভাবে।
  • S | 162.158.107.230 | ০৪ এপ্রিল ২০২০ ১২:২৩440973
  • ইলেকট্রিসি কম হওয়ার কোনও কারণই নেই। সবথেকে বড় কনজিউমাররা সব বন্ধ বা প্রায় বন্ধ। স্কুল-কলেজ- অফিস-এয়ারপোর্ট-স্টেডিয়াম-থিয়েটার-ট্রেন-কারখানা-কনস্ট্রাকশান।
  • r2h | 162.158.166.56 | ০৪ এপ্রিল ২০২০ ১২:১৮440972
  • এই বাজারে এ ও অনেক। কদিন আগে ফেস্বুকে একটা পোস্ট খুব নিন্দিত হয়েছিল, যাদের হাতে একুশদিনের রসদ জোগাড় করার টাকাকড়ি নেই তাদের জন্যে জীবনের দায় নেওয়ার দরকর কী। এইটা কেউ একটা পোস্ট করেছিল, লোকে ধরে নিন্দাও করেছে। কিন্তু এরকম আসলে অনেকেই ভাবে। গরীব লোক অলস মূর্খ উদ্যমহীন ইত্যাদি। সুযোগ পেলে বেরোয় আরকি। লকডাউনে মানুষকে পুলিশের লাঠিপেটা, চার হাত পায়ে হাঁটানো - এইসব নিয়ে উল্লাসও অনেকটা হয়তো এসবেরই এক্স্টেনশন, লোকটা কেন বেরিয়েছিল তা জানার প্রয়োজন নেই, বা আমরা খাবো না চা - (এই ভিডিও করার ভিজিলান্তেপনা ও পাবলিক শেমিং ন্যক্কারজনক হলেও এর দৌলতে অনেক মজাদার মিম, ম্যাশাপ হয়েছে, এটা আমি স্বীকার করি) এইসব শেয়ার।

    এখন তো অস্বাভাবিক সময়। এরকমই মানসিকতা দেখা যায় যখন কোম্পানীগুলিতে লেঅফ হয় এবং লোকজন ছাঁটাই হয়। ছাঁটাই হওয়া লোকেদের প্রতি থেকে যাওয়া লোকেদের সহানুভূতি খুব কমা দেখা জায়, স্কেল আপ, নিজেকে উপযুক্ত রাখা, এইসব নিয়েই চর্চা হয় বেশি, হেরোর দলে ফেলে দেওয়া হয় সহজেই তাদের।
    পরিযায়ী শ্রমিক তো অনেক দূরের মানুষ।

    বিধাতার রুদ্ররোষে
    দুর্ভিক্ষের দ্বারে বসে
    ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান।
    ...
  • S | 162.158.107.230 | ০৪ এপ্রিল ২০২০ ১২:১৪440971
  • রোজ সকালে হোয়াতে এদের কাছে আইটি সেলের থেকে গোবর-গোচনার মিশ্রণ আসে।
  • হখগ | 162.158.50.219 | ০৪ এপ্রিল ২০২০ ১২:১৩440970
  • আসতেই পারে, এ শালাদের বিশ্বাস নেই।
  • সুকি | 162.158.165.211 | ০৪ এপ্রিল ২০২০ ১১:৫৪440969
  • ডিসি,
    তাহলে তো মনে হচ্ছে বিশেষ মেসেজ এসে গেছে অলরেডি কি ভাবে কাউন্টার করতে হবে সেই ব্যাপারে!
  • dc | 162.158.50.241 | ০৪ এপ্রিল ২০২০ ১১:৪২440968
  • "আমি আমার চারপাশ দেখে হাল ছেড়ে দিয়েছি। সেই দিন আমি কতগুলি উচ্চশিক্ষিত লোকের সাথে কি কথা প্রসঙ্গে 'ভুল' করে ওই গ্রামের দিকে কি ভাবে মানুষ কষ্ট পাচ্ছে, ইকনমি ভেঙে গেছে, বাড়িতে আমাদের মাঠের কাজ করার লোকেরা আসছে পয়সা ধার নিতে - এক সপ্তাহের মধ্যেই জমানো টাকা শেষ, এখন চাল-ডাল কেনার পয়সা নেই - এই সব একটু বলার চেষ্টা করলাম। আমাকে সব বলল, এগুলো লকডাউন এর জন্য হয় নি, আগের সব সরকারের অবহেলার ফল!"

    যাকলা, একেবারে ঠিক এই তর্কটাই কাল সন্ধেবেলা আমার একটা হাউসিং সোসাইটির হোয়াতে হলো! লাস্ট অবধি কয়েকজন মিলে বললো এখন গরীবরা কষ্ট পাচ্ছে কারন লাস্ট সত্তর বছরে কিছু হয়নি! বিশ্বাস না হলে স্ক্রিনশট দেখাতে পারি! :d
  • | ০৪ এপ্রিল ২০২০ ১১:০৮440967
  • সুকি,
    সে ত গুরুর কিছু তক্কো দেখলেও বোঝা যায় লোকের ভাবনাচিন্তা আর এম্প্যাথির দৌড়।
  • | ০৪ এপ্রিল ২০২০ ১১:০৫440966
  • কেলোদাদা
    কালকেই আবিষ্কার করলাম যে বেশ কিছু লোক মনে করে চালডালের মত বিদ্যুতও ঘরের থুড়ি গ্রিডের কোণায় জমিয়ে রাখা যায় আর দরকারমত দুতিন আঁজলা বের করে খরচ করা যায়।
  • সিংগল k | 162.158.50.254 | ০৪ এপ্রিল ২০২০ ১০:২৪440964
  • ডিমনিটাইজেশন নাহয় গোপোন ব্যপার ছিল।কাউকে বলা যেত না। ৯৯৯ এর দীপাবলীও কি তাই? মাননীয় প্রধানমন্ত্রীজীকে একাই ডিশিসন নিতে হল। কাকপক্ষীটি আগে জানতে পারল না , যে কি ঘোষনা করতে চলেছেন মাননীয় মোদীজী!

    আমি অবশ্য ৫০ হার্ৎজ সাইকেলেই বিদ্যুত পাচ্ছি, সন্ধেবেলা ভোল্টেজ ড্রপ করার সমস্যাও নেই। দেখা যাক পাঁচ এ কি হয়।
  • সুকি | 172.68.146.199 | ০৪ এপ্রিল ২০২০ ১০:০৪440963
  • দমু-দি,

    আমি আমার চারপাশ দেখে হাল ছেড়ে দিয়েছি। সেই দিন আমি কতগুলি উচ্চশিক্ষিত লোকের সাথে কি কথা প্রসঙ্গে 'ভুল' করে ওই গ্রামের দিকে কি ভাবে মানুষ কষ্ট পাচ্ছে, ইকনমি ভেঙে গেছে, বাড়িতে আমাদের মাঠের কাজ করার লোকেরা আসছে পয়সা ধার নিতে - এক সপ্তাহের মধ্যেই জমানো টাকা শেষ, এখন চাল-ডাল কেনার পয়সা নেই - এই সব একটু বলার চেষ্টা করলাম। আমাকে সব বলল, এগুলো লকডাউন এর জন্য হয় নি, আগের সব সরকারের অবহেলার ফল!
  • S | 162.158.106.95 | ০৪ এপ্রিল ২০২০ ০৮:৩১440961
  • The local singer was hired by the Gujarat Police to cheer people up amid the lockdown

  • PT | 162.158.50.254 | ০৪ এপ্রিল ২০২০ ০৮:১৪440959
  • আমার রান্নাদিদি এপিএল আর কাউন্সিলার বিপিএল!!! ঢপ দিয়ে যায় চেনাঃ
    "খড়্গপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী রীতা শর্মার স্বামী অবসরপ্রাপ্ত রেলকর্মী। দুই ছেলে চাকরি করেন। কিন্তু তাঁর পরিবারের চারজনেরই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ এর রেশন কার্ড (বিপিএল উপভোক্তার কার্ড) রয়েছে।... " https://www.anandabazar.com/district/midnapore/allegation-over-distribution-of-ration-in-lockdown-crisis-1.1131231
  • S | 162.158.106.95 | ০৪ এপ্রিল ২০২০ ০৮:১০440957
  • হ্যাঁ লাগে। কারণ এটা কমেডি আর পান্চিং আপ করা হচ্ছে। একজন প্রচন্ড পাওয়ারফুল মানুষ হওয়া সত্ত্বেও তাকে পেডেস্টালে বসানো হচ্ছেনা, বরন্চ মাটিতে নিয়ে আসা হচ্ছে। ট্রাম্পের পলিসির জন্য যাদের সর্বনাশ হচ্ছে তাদের নকল করলে ভালো লাগবে না। মোদির ক্ষেত্রে এইটাই ইন্ডিয়াতে করা যায় না। অথচ ভেবে দেখুন বাজপেয়ীর নকল করত বহু লোক। শেখর সুমন একদম ন্যাশনাল টিভিতে করত। বাকীদের তো হতই। কিন্তু মোদির একটুও নকল করলে আপনি টার্গেট হয়ে যাবেন। গণতন্ত্রে কমেডি (ইনক্লুডিং শক্তিশালী লোকেদের মিমিক্রি-ক্যারিকেচার) খুব জরুরী। সো দ্যাট যাদের হাতে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছে (পুলিশ, মিলিটারি, বাজেট, বুরোক্র‌্যাসি, কোর্ট সবকিছু), তারা কখনও না ভোলে যে দে আর যাস্ট অফিস হোল্ডার। ঐ ক্ষমতাগুলো ঐ অফিসের, ওদের নিজের নয়।
  • অরিন | ০৪ এপ্রিল ২০২০ ০৭:৪৯440956
  • "ট্রাম্প ইম্পার্সোনেশনের মধ্যে এটাই সবচেয়ে ভালো লাগে -"

    একজন মানুষ কে ভেঙ্গানো হচ্ছে, আপনার বা আপনাদের ব্যাপারটা ভালো লাগে? ভারী অদ্ভুত মানসিকতা তো?
  • b | 162.158.50.219 | ০৪ এপ্রিল ২০২০ ০৭:৩৭440955
  • মিনিস্ট্রি অফ হিউম্যান ডেভেলপমেন্টের সেক্রেটারি সমস্ত সেন্ট্রাল ইনস্টিটিউটে মেল করেছেন। তাতে প্রধান বিষয়বস্তু ২ টো ঃ
    ১) কোভিডকে কিভাবে আয়ুর্বেদ দিয়ে ঠেকানো যায়
    ২) ৫ তারিখ রাত ৯টার সময়ে ৯ মিনিট আলো জ্বালান। ভাগ্যক্রমে লিখেছে students are requested....
  • দীপাঞ্জন | 172.68.142.244 | ০৪ এপ্রিল ২০২০ ০৭:০৫440953
  • ট্রাম্প ইম্পার্সোনেশনের মধ্যে এটাই সবচেয়ে ভালো লাগে -

    https://twitter.com/JLCauvin/status/1242515702688485376?s=20
  • দীপাঞ্জন | 172.68.142.244 | ০৪ এপ্রিল ২০২০ ০৭:০৫440954
  • ট্রাম্প ইম্পার্সোনেশনের মধ্যে এটাই সবচেয়ে ভালো লাগে -

    https://twitter.com/JLCauvin/status/1242515702688485376?s=20
  • S | 108.162.246.202 | ০৪ এপ্রিল ২০২০ ০৪:৪১440952
  • Sailors cheer for Navy captain who sounded coronavirus alarm.

    The commander of a US aircraft carrier hit by a major outbreak of coronavirus was ousted after writing a memo warning that decisive action was needed to save the lives of the ship's crew.
  • S | 162.158.106.95 | ০৪ এপ্রিল ২০২০ ০৪:৩৮440951
  • ইজরায়েলের মোট জনসংখ্যা মাত্র ৯০ লক্ষ। চীন থেকে খুব কম লোক যায় বোধয়।
  • অরিন | ০৪ এপ্রিল ২০২০ ০৪:৩৩440950
  • "অরিন, ইজরায়েলে এত কম সংক্রমণ আর প্রাণহানি সংখ্যাও খুবই কম।"

    কম বেশী, এ কথাগুলো তো আপেক্ষিক, আপনি হয়ত আমেরিকা/ইতালির তুলনায় বা চীনের তুলনায় বলতে চাইছেন । আমার কাছে ৭৫০০ হাজারের মত কনফারমড কেস, ৩৯ জনের মৃত্যু, ইজরায়েলের মত দেশে অনেকটাই বলে ধরতে হবে। ইজরায়েলে প্রথম কেস ধরা পড়েছিল ২০শে ফেব্রুয়ারী, ডায়মন্ড প্রিনসেস জাহাজের এক অভিযাত্রী থেকে। তাঁর জেরুসালেমে একটি খেলনার দোকান ছিল, পরে সেই দোকানটি ইজরায়েলে একটি ছোট এপিসেন্টারে পরিণত হয়।
    ইজরায়েল সরকার কিন্তু শুরু থেকেই ততপর ছিল। জানুয়ারী মাসের শেষে, যখন ২৩ শে জানুয়ারী চীন উহান শহর বন্ধ করার সিদ্ধান্ত নেয়, প্রায় সমসাময়িক ইজরায়েল চীন থেকে প্লেন আসা বন্ধ করে দেয় (তুলনায়, নিউ জিল্যান্ড প্লেন আসা বন্ধ করে ৮ই ফেবরুয়ারী)। ইজরায়েলে প্রথম থেকেই জমায়েতের ব্যাপারে কড়াকড়ি নিষেধাজ্ঞা শুরু করে, প্রচুর টেস্ট করাতে থাকে, যার জন্য এদের মাথাপিছু মৃত্যু সংখ্যা দেখে কম মনে হচ্ছে। শুধু তাই নয়, ১৯ শে মারচ, জরুরী অবস্থা জারী করে প্রায় দেশ লকডাউনের পরিস্থিতি তৈরী করে, ২৫ শে মার্চ থেকে সেল ফোনে ইনফেকশন ট্র্যাক করতে থাকে, গণহারে মাসক পরতে বলে দেশের লোককে, অনেকটা সাউথ কোরিয়ার মত করে প্রথম থেকেই রে রে করে নেমে পড়েছে। যার জন্য কিছুটা হলেও কন্ট্রোলে আছে পরিস্থিতি।

    যে সব দেশে দেখবেন কম টেস্ট হচ্ছে, সেখানে প্রকৃত ছবি বোঝা সম্ভব নয়, দেখে মনে হবে এ সব দেশে বুঝি ইনফেকশন কম। তাছাড়া যে সব দেশ পৃথিবীর অন্যান্য দেশ থেকে অপেক্ষাকৃতভাবে বিচ্ছিন্ন, কম টুরিস্ট, বিদেশে যাতায়াত কম, তাদেরও এই এক ব্যাপার, যার জন্য মনে হতে পারে যে ওসব দেশে ইনফেকশন কম হয়েছে। যে সব দেশে অসুখ চেপে যাওয়া হচ্ছে, সেখানেও এই এক কেস, যারা খুব সীমিত ডেফিনেশন অনুযায়ী টেস্ট করাচ্ছেন (যেমন ভারত), দেখবেন দেখে মনে হবে কম কেস, কম মৃত্যু । এই জন্য মিডল ইস্টে প্রকোপ কম বলতে কি বলতে চাইছেন বুঝলাম না, কারণ কিছু না হলেও শুধু ইরানেই ৫০, ০০০ এর ওপর কনফারমড কেস, ৩,০০০ এর বেশী মানুষ মারা গেছেন । এদের মধ্যে সৌদি আরব প্রথম থেকে কড়াকড়ি শুরু করে, মক্কা শহরে নিষেধাজ্ঞা চালু হয়ে যায়, এমনকি ইন্দেনেশিয়া থেকে আগত একটি প্লেনকে জেড্ডায় নামতে দেওয়া হয়নি (তার পরের দিন ইন্দোনেশিয়া ঘোষণা করে তাদের প্রথম কেস) ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত