এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 162.158.187.84 | ০৭ মে ২০২০ ০২:১৭444486
  • অপুঅ,
    তাহলে ওরা উপকারী ভূত। খাবার দিয়ে ভ্যানিশ হয়ে যায়। ঃ-)
  • অপু | 162.158.23.100 | ০৭ মে ২০২০ ০২:১০444485
  • না পৌরসভা  থেকে  বোধহয় নিয়োগ করেছে। বাইকে করে আসে।তাড়াতাড়ি জিনিসপত্র দিয়েই উইন্ড মানে হাওয়া হয়ে যায়।

  • অর্জুন | 172.68.146.217 | ০৭ মে ২০২০ ০২:০১444483
  • মাতাল | 141.101.98.193 | ০৭ মে ২০২০ ০১:৫৭444482
  • মোদের দেশ মদেই বেশ*
     

    ঠিক জানি না দিন নাকি রাত নাকি এ ভোরবেলা?
    ঘোরের মধ্যে দেখছি কেবল মদের দোকানই খোলা!
    আকাশেরও মুখ ভার,
    কঠিন সময় যে কার? 
    কে যাবি রে মদ কিনতে দেরী করিস না মেলা,
    মাতাল সময় করিস না ভয় দেশকে শুধু সামলা!

    রোদের দোকান বন্ধ কেন, সূর্য কি তবে একলা?
    মনে হচ্ছে দেখছি দূরে মদের দোকান তো খোলা!
    লাইনে বড্ড ভিড়, 
    মাতালের বিড়বিড়-
    “খোল তাড়াতাড়ি কেন এতো দেরী করিস না বেশী ঝামেলা, 
    নেশা ছুটে গেলে বাড়ি যাবো চলে পস্তাবে দেশ, শালা!”   

    অর্থনীতির চাপ কে আর নেবে বাপ নেবে শুধু মাতালগুলা, 
    দাম যাইহোক গিলবে না ঢোক যেন কতো পয়সাওয়ালা?
    সব চিন্তার শেষ, 
    নেশায় চলবে দেশ,
    শুধু মেঘে মেঘে বাড়বে বেলা সঙ্গে টাকার খেলা, 
    ঘুমাও সকলে জেগেছে মাতালে মদের দোকানও খোলা! 

    মুদির দোকানে চানাচুর ছাড়া নেই আর কোন মশলা, 
    ওষুধ দোকানে নেই কোন ভিড় দেশে নেই রোগ জ্বালা!
    নেই ক্ষুধা নেই তেষ্টা,
    উধাও করোনা কেসটা,
    আছে মাস্ক পরা মদো মানুষেরা আর কিছু ঠেলাওয়ালা, 
    ঘুমের মধ্যে দেখছি কেবল মদের দোকানই খোলা!
    ***

  • বিগত | 162.158.158.126 | ০৭ মে ২০২০ ০১:৫৩444481
  • কিরা লি। ডাকনাম ড্যানি ড্যানিয়েলস্... 
    একজন আমেরিকান পেইন্টার কাম ডিজিটাল আর্টিস্ট।
    টাইপোগ্রাফিক পয়েন্টালিজম (ক্যালিগ্রাফির মাধ্যমে লিরিক্স কিংবা শব্দকে চিত্রে রূপান্তর) -র মতো অত্যাধুনিক আর্ট ফর্মের উপর ওনার কাজ প্রশংসিত হয়েছে বিশ্ব জুড়ে বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের দ্বারা।

    নিজের শিল্পের ক্ষেত্রে কিরা ওরফে ড্যানি ব্যাবহার করেন নিজের আসল নামটিই। গত মাসে ক্যালিফোর্নিয়া আর্ট গ্যালারিতে নিজের একক প্রদর্শনীর মাধ্যমে উপার্জিত অর্থের অধিকাংশ তিনি দান করেন বিভিন্ন চ্যারিটেবল ট্রাস্ট এবং উইমেন এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনে। বিশ্ব জুড়ে লকডাউনের সময় নিজের আঁকা ছবিগুলি অনলাইনে বিক্রী করে সেই অর্থ তিনি দান করলেন কোরোনা মোকাবিলায় নিযুক্ত হসপিটালগুলোতে।

    ওহঃ হ্যাঁ! ঠিক ধরেছেন। উনিই সেই ড্যানি ড্যানিয়েলস্...

    গুগলের মোস্ট সার্চড পর্নস্টারের তালিকার শীর্ষে থাকা অন্যতম একটি নাম। মডেলিং ও অভিনয় জগতে পা রেখে একাধিক বার মলেস্টেশনের স্বীকার হওয়া ড্যানি পরে পর্ন ওয়ার্ল্ডকেই বেছে নেন নিজের কর্মক্ষেত্রে হিসাবে। মাত্র দশ বছরের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সর্বত্র ট্রেন্ডিং হতে থাকা এই ক্যালিফোর্নিয়ান পর্নস্টারের নামের পাশে রয়েছে পর্নহাবের প্রায় 250 মিলিয়ন ভিউজ।

    তবে একটা গোটা প্রজন্ম প্রায় মুগ্ধ যার রূপের মায়াতে সেই ড্যানি ড্যানিয়েলস্ এর লাস্যময়ী রূপের মুগ্ধতার মাঝে তবু কোথাও কখনো ফিকে হয়ে পড়েনি কিরা লি'র শিল্পী সত্তা। 
    দু'বছর আগে আর্ট কলেজ ড্রপ আউট কিরা আজও নিজের হাজারও ব্যস্ততার জীবন থেকে অনেক দূরে সরে গিয়ে তার ক্যালিফোর্নিয়ার বাড়িতে বসে নিরিবিলিতে ছবি আঁকে। ক্যালিগ্রাফি করে। মায়ের সাথে, পরিবারের সাথে সময় কাটায়। নিজস্ব প্রদর্শনী করে। উপার্জিত অর্থের দ্বারা করে যথাসম্ভব দরিদ্র ও দুস্থ মানুষের উপকার ও সেবা। 

    কারণ কিরা'র আলাদা করে কখনো কোনো স্বীকৃতি, খ্যাতি, পরিচিতি কিংবা গ্রহণযোগ্যতার কোনরূপ কোনো প্রয়োজন পড়েনি। তার পরিচয় একটাই। সে একজন 'শিল্পী'...
     
    আর 'শিল্পী'রা কখনোই ফিকে হয়ে পড়তে শেখেনি...

  • অনুকূল | 162.158.159.53 | ০৭ মে ২০২০ ০১:৫২444480
  • জনস্বাস্থ্য নিয়ে মানুষের হয়তো বা একটু আগ্রহ তৈরী হয়েছে। তাই, সবাই মরবিডিটি, মর্টালিটি ইত্যাদি নানা সূচক নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন। এই প্রসঙ্গে একটু কথা বলা যেতেই পারে। 
    Centre for disease control disease specific death rate  র যে সংজ্ঞা দিয়েছেন তা দেখে নেওয়া যাক-
    Disease specific death rate is the ratio of death occurring due to a disease in a specific time and midinterrval population during that time. Midinterval population can be calculated in one hundred thousand or one thousand. Time interval is usually one year but can change.

    তাহলে মোট মৃত্যুকে মোট কেস দিয়ে ভাগ করলেই মৃত্যু হার বের হয় না। সংবাদপত্রের বিক্রি বাড়ে কিন্তু সেই পরিমান আতঙ্ক ও বাড়ে।

    একটা অতিমারির মধ্যে আমরা রয়েছি। চিকিৎসকরা সর্বত্র প্রাণপণ লড়াই করছে। এই সময় সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও সরকারের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রয়োজন আরো একটু দায়িত্বশীল হওয়া। সার্স, মার্স ও এবোলার তুলনায় কোভিড অনেক কম সাংঘাতিক। কিন্তু যে আতঙ্ক তৈরী  হয়েছে  ও ক্রমাগত মৃত্যুর খবরে যে আতঙ্ক ক্রমে ক্রমে আরো বাড়ছে তার ফলশ্রুতিতে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের দৈনন্দিন কাজ যেমন বাজার করতে অসুবিধা হচ্ছে, অনেকের দুধ বন্ধ হয়েছে, সামাজিক বয়কট পর্যন্ত করা হচ্ছে।

    অথচ, মর্টালিটি, মরবিডিটির কচকচি ও চিকিৎসা সংক্রান্ত আলোচনা টিভির স্টুডিও তে না করে বেরোজগার, কর্মহীন মানুষের কষ্ট, শিশুসহ মায়েদের দীর্ঘ্য পদযাত্রা, অনাহার মৃত্যু, সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা, রেশন কেলেঙ্কারি, নেতার বাড়ীতে মজুতদারী, সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা এইসব নিয়ে আলোচনা করতে দেখছি না। আরো বিস্ময়কর হল, চিকিৎসা বা সংক্রমণ নিয়ে আলোচনাতেও কোন ডোমেন স্পেলাশিষ্টকে দেখছি না। স্টুডিও তে বসে নিজের নিজের মত জাহির করছেন কখনো সার্জেন কখনো হেপাটলিস্ট, কখনো হার্ট স্পেশালিষ্ট। এর ফলে সব কিছু নিয়েই আতঙ্ক আরো বাড়ছে।

    বিদেশের তুলনায় এখন পর্যন্ত নিছক সংখ্যার নিরিখে আমাদের কম মানুষ মারা গেছেন। কিন্তু, অতিমারির অর্ধেক ঔ আমরা এখনো অতিক্রম করিনি। এখন ও অনেক পথ বাকি আছে। কি হবে কেউ জানেনা, সবকিছু ভবিষ্যতের গর্ভে। যদি এই হারে কেস বাড়ে হাসপাতাল গুলি ভর্তি হয়ে যাবে, চিকিৎসক পাওয়া যাবে না, বেড পাওয়া যাবে না। রোগ যত কম ভয়ানক হোক শতকরা হিসেবে আক্রান্তের তিন শতাংশ হাসপাতালে ভর্তির দরকার হলে স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। আমাদের স্বাস্থ্য ব্যয় কম, শয্যা কম, চিকিৎসক কম, আইসিইউ ব্যবস্থা আরো কম। তবু,  এখন ধৈর্য ধরতে হবে। সাবধানে থাকতে হবে। কোন প্ররোচনা তেই বাইরে ভীড় করবেন না।

    চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে বিতর্ক এখন না তৈরী না করে অন্যসব সামাজিক ইস্যু নিয়ে আলোচনা হোক। চিকিৎসা ও জনস্বাস্থ্য নিয়ে কথাবার্তা নিশ্চয়ই সবাই বলবেন। নিজেদের ধারনা বলার চেয়ে অনেক বেশি দরকার বৈজ্ঞানিক মতামতের আদানপ্রদান। স্বাস্থ্য বাজেট বাড়ানো, জনস্বাস্থ্য ব্যয় বৃদ্ধি ও সবার জন্য অভিন্ন ও সমমানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে দাবী তোলা দরকার।

  • Atoz | 162.158.187.160 | ০৭ মে ২০২০ ০১:৪৯444479
  • অপু,
    তোমাদের জিনিসপত্র কারা পৌঁছে দিচ্ছেন? পুলিশরা?
  • বিচি ত্র | 141.101.98.107 | ০৭ মে ২০২০ ০১:৩৮444478
  • লকডাউন এর মধ্যে দক্ষিণ কলকাতার শ্রী কলোনি বাজারে রাস্তার একটি কুকুরকে জোর করে মুখ বেঁধে এক খাসির মাংস বিক্রেতা দোকানদার তার দোকানে ঢোকায় কাটবে বলে, ইতিমধ্যেই স্থানীয় প্রতিবেশীদের চোখে পড়ে যাওয়াতে, তারা কুকুরটিকে বার করে আনে এবং পুলিশে খবর দেওয়া হয়.অভিযুক্তকে নেতাজি নগর পুলিশ স্টেশন থানায় নিয়ে গেছে. আরো বেশ কিছু কুকুর পাওয়া যাচ্ছেনা বলে জানা গেল. আর এই লকডাউন এ সময়ও সে প্রতিদিন দুটো কচি পাতা কেটে বিক্রি করেছে যেখানে কোথাও কোন পাঁঠার মাংস পাওয়া যাচ্ছে না.. তাহলে ও এতদিন কি খাইয়েছে???????

  • অপু | 162.158.23.22 | ০৭ মে ২০২০ ০১:২৬444477
  • আটোজ :)))

    ব্রণের কনসেপ্ট টা বেশ পছপছ হল :))

  • অভিযুক্ত আত্মহত্যা করেছে মানেই | 162.158.159.49 | ০৭ মে ২০২০ ০০:৫৯444475
  • অভিযোগ মিথ্যে এরকম মনে করার কোন কারণ নেই | দেখা গেছে যে সমস্ত ক্ষেত্রে সামাজিক লজ্জার পরিমান বেশি এবং আগের সম্মান ফিরে পাওয়া সম্ভব নয় , সেখানে পার্পেট্রেটর রা সুইসাইড বেছে নেয় | যেমন একটা ডকুমেন্টেড এরিয়া হলো বাবাদের দ্বারা চাইল্ড এবিউস | ট্রায়াল চলাকালীন বাবা আত্মহত্যা করেছে ও সেই কারণে বাচ্চাকে বাকি জীবন একে তো বাবার হাতে যৌন হেনস্থা তার ওপর বাপের মৃত্যুর কারণ দুই বয়ে নিয়ে চলতে হয়েছে | কমবয়েসীরা পার্পেট্রেটর হলেও একইরকম ভাবে সোশ্যাল শেমিং এর ভয় , আইনের ভয় সব একসঙ্গে কাজ করে | কাজেই , অপরাধীকে কল করার সঙ্গে সঙ্গে তাকে সাইকোলোজিকালি কোয়ারেন্টাইন করা জরুরি | ভিকটিম এবং অভিযুক্ত উভয়ের প্রথম যেটা দরকার তা হলো কাউন্সেলিং | তারপর , অন্য কিছু | এভাবে এগোলে , সত্যিটা স্বীকার করানোও অনেক সহজ হবে | ই
  • Atoz | 162.158.187.84 | ০৭ মে ২০২০ ০০:৫১444474
  • অপু, একেবারে গোলগাল মুখ যাদের, তাদের চন্দ্রবদন বলা যায়। পূর্ণচন্দ্র । আর চাঁদের গায়ে ক্রেটার রিজ খাঁজ ভাঁজ যা আছে, সেরকম করতে গেলে ব্রণ খুঁটে খুঁটে করতে হবে।
  • Atoz | 162.158.187.84 | ০৭ মে ২০২০ ০০:৪৭444473
  • আরে অপু, তোমরা তো প্রায় যুদ্ধের মতন অবস্থায়। একদিকে ব্যারিকেড, একদিকে খোলা। সাবধানে থেকো। আশা করা যায় কিছুদিনের মধ্যেই অবস্থার উন্নতি হবে।
  • S | 108.162.245.81 | ০৭ মে ২০২০ ০০:৪৭444472
  • সীবীচে বালি থাকে। তাহলে বালীতেও সীবীচ আছে?
  • অপু | 162.158.23.88 | ০৭ মে ২০২০ ০০:৪৫444471
  • আহা

    চন্দ্রবদন = চাদ 

    সিম্পিল :)))

  • অপু | 162.158.23.88 | ০৭ মে ২০২০ ০০:৪৩444470
  • আমরা প্রচুর চাপের মধ্যে। আটোজ তুমি তো আমার বাড়ি এসেছো। আমাদের বাড়ির গলি থেকে বের হলে ডানদিকে ব্যারিকেড। বা দিক টা খোলা। ওদিক দিয়ে ই একদম বাড়িতে জিনিস পৌছে দিয়ে যাচ্ছে।

  • Atoz | 162.158.187.84 | ০৭ মে ২০২০ ০০:৪২444469
  • এতক্ষণে লক্ষ করলাম। হানিমুনকে হামিমুন করে দিয়েছিলাম। কী কান্ড! ঃ-)
    মুনকে হামি দেওয়া/খাওয়া খুব চাপের। ঃ-)
  • de | 141.101.98.133 | ০৭ মে ২০২০ ০০:২৮444468
  • হামিমুন - ঃ-)) দারুণ শুনতে লাগলো এতোজ -

    ওভার আর আন্ডার - এক্সপোজারের দুটো দিকই খারাপ - মানুষকে মানুষ বলে সম্মান করাটা ছোটো থেকে না শিখলে, মুশকিল হয়!
  • সুইসাইড | 162.158.165.31 | ০৭ মে ২০২০ ০০:০১444466
  • এই সুইসাইড করা ছেলেটার কথা পড়ে এই কেস মনে পড়ে গেল। যদিও কেসটা নিয়ে তেমন কোন হইচইই হয়নি।
    সত্যি মিথ্যে জানা নেই, অনেকেই পরে লিখেছিলেন, মিটু সমর্থক অনেক মহিলাই, যে মিথ্যা অভিযোগ ছিল, এই করে মিটু আন্দোলনের ক্ষতি হয়ে যাচ্ছে। জেনুইন কেসগুলো লোকে বিশ্বাস করবেনা। তবে ইনি হ্যারাসড ফিল না করলে ডিপ্রেশনেই বা যাব্রন কেন, সুইসাইডই বা কেন। এঁকে তো পুলিশেও ধরছিল না! ইনি অভিযোগ অস্বীকারও করেছিলেন।
    https://www.indiatoday.in/movies/celebrities/story/filmmaker-ftii-metoo-found-hanging-kolkata-flat-1470831-2019-03-05

    এদিকে সুইসাইড করা দিল্লির ১৪ বছরের ছেলেটাকে বয়েজ লকার রুমের সদস্য বানিয়ে দিয়ে লোকজন বেশ হয়েছে বলে নেচে চলেছে! কোন খবরে কিন্তু লেখা নেই যে এ ওই লকার রুমের পার্ট ছিল। অন্য পোস্টের কথা লেখা।
    https://m.hindustantimes.com/gurugram/named-in-metoo-post-gurugram-teen-kills-self-say-police/story-caUHBHJzevYSTX1eUJdsMI.html
  • অর্জুন | 172.69.134.182 | ০৬ মে ২০২০ ২৩:৪২444465
  • সারা পৃথিবী এখন 'করোনাময়' ।  গুরু' তার থেকে বাদ যায় কি করে! 

  • Atoz | 162.158.187.196 | ০৬ মে ২০২০ ২৩:৪১444464
  • অপু, বালী তে যেখানে লোকে হামিমুনে যায়, সেইখানে নাকি তোমার চেনাজানা আছে? একলপ্তে চল্লিশ কি পঞ্চাশ বিঘে ব্যবস্থা করে দেবে? জমি টমি কিনে রিসোর্ট বানানো যাবে। ঃ-)
  • অপু | 162.158.165.207 | ০৬ মে ২০২০ ২৩:৩৫444463
  • গুরু এখন স্বাভাবিক ভাবেই বড় ই

    করোনাময় :))

  • Atoz | 162.158.187.196 | ০৬ মে ২০২০ ২৩:২০444462
  • আজ্ঞে না হে অর্জুন। রিয়েল এস্টেট। এই একটু আগেই যার কথা কইছিলেন এস এম আর ডিসি। তরমুজ ফলাতে বলছিলেন, ভাটীখানা তৈরী করতে বলছিলেন। ঃ-)
  • Atoz | 162.158.187.196 | ০৬ মে ২০২০ ২৩:১৮444461
  • ঠিক বলেছেন ও। একেবারে নারদ নারদ। নিজেরা নিজেরাই বাওয়াল করে মর আপদ ও আপদনীরা। ক্ষমতার ক্ষীর যারা খাবে, যে নেপোরা দই খাবে, তারা ঠিকই নিজেদের মতন যাতে খেতে পারে। গ্যালারিতে বসে সুখে দেখতেও পারে বাওয়ালগুলো।
  • অর্জুন | 172.69.135.57 | ০৬ মে ২০২০ ২৩:১৪444460
  • "টাকা মাটি মাটি টাকা।" অর্থাৎ টাকা মাটিতে ফেলে দিন। কেউ না কেউ কুড়িয়ে নেবে। @আতোজ 

  • o | 108.162.219.173 | ০৬ মে ২০২০ ২৩:১৪444459
  • তো সেই মেয়েরাও নিজেদের কথা জানিয়ে পোস্ট করে দিলেই তো হল। মিটু ক্ষতিকর কেন হতে যাবে, মিটু দারুণ জিনিস। পোস্টমডার্ন সোসাইটিতে বোধায় প্রথম সাকসেসফুল বিপ্লব। সিম্পল কনসেপ্ট, তুমি একটা ইনএফিশিয়েন্ট সিস্টেম বানিয়ে রেখেছ, আমি তার মধ্যে দাঁড়িয়েই তোমাকে বাওয়াল দেব। ফ্যান্টাস্টিক কনসেপ্ট। ইদিকে সংসদীয় বামেদের মাথায় এখনও বিপ্লব মানেই ইনকিলাব জিন্দাবাদ।

  • অর্জুন | 172.69.134.182 | ০৬ মে ২০২০ ২৩:১১444458
  • অনেক কাল বাদে উকি মারলাম এখানে। সবার কি খবর ? 

  • Atoz | 162.158.187.198 | ০৬ মে ২০২০ ২৩:১০444457
  • ডিসি,
    "টাকা মাটি মাটি টাকা।" এইটা কক্ষনো ভুলবেন না। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত