এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 2402:3a80:a2e:11a6:0:1e:400c:b801 | ০৫ জুলাই ২০২০ ১৩:২৪449064
  • r2h,আপনি কি আমার কিছু পয়েন্ট এর সঙ্গে একমত হলেন?

    আপনি পুরোনো লোক,একারণেই বলা,আমাকে অনেকেই কাঁচা খিস্তি করেছে এবং তাঁরা স্থায়ী নামে লিখে থাকেন।প্রতিবাদের বদলে,তাঁদের একদল স্থায়ী নামে লেখা লেখক গণ প্যাম্পার করে গেছেন।তারা পরস্পর কে চেনেন এবং প পি চু।

    দুই,পিটি কে খারাপ কথা বলা বা মিথ্যেবাদী বলার প্রেক্ষিতে আমি প্রতিবাদ করেছিলাম।

    তিন,অর্জুন কে একতরফা পেছনে লাগার প্রেক্ষিতে আমি ই প্রতিবাদ করেছিলাম।কারণ অর্জুন কাউকে খারাপ কথা বলে নি।ওঁর বক্তব্য কারো অস্বস্তিকর লাগতেই পারে। ব্রতীন এর ক্ষেত্রেও তাই।প্রায় একতরফা আক্রমণ।

    গুরুতে একই পরিচয়ে লেখে মানেই খারাপ কথা বলেন না,ব্যক্তি আক্রমণ করেন না, প পি চু তে অংশ নেন না,এমন তো নয়।

    আমি গত তিন দিনের মধ্যে দেখলাম আমার ওপর ব্যক্তি আক্রমণের নমুনা! জাস্ট কোন প্রভোকেশন ছাড়াই।অজানা নিকের আড়ালে নিশ্চয়,পরিচিত পুরোনো লোকজন ই লুকিয়ে আছেন।দুম করে টপকে কোন অজানা লোক আমার নাম উল্লেখ করে এমন মন্তব্য করবে বলে তোর মনে হয় না।যাঁরা আই পি বিশেষজ্ঞ,তাঁরা নিশ্চয় বলতে পারবেন।তাঁদের থেকেও তো কিছু বলতে দেখি নি।

  • অর্জুন | 223.223.149.126 | ০৫ জুলাই ২০২০ ১৩:২৩449063
  • আসলে  জুলাই ২০২০ ১৩:১৫

    এই এসে গেছে 'গুরু'র মাইনেহীন চাকর । 

  • এলেবেলে | 202.142.71.83 | ০৫ জুলাই ২০২০ ১৩:২৩449062
  • এই দ্যাখেন বলতে বলতে এক ভবদুলাল চলে এয়েচেন! আমার নাকি হোঅ্যাটসআপ আর ভীষণ মাথ্যাব্যথা গুরুর লোকজনদের ওপরে বদলা নেওয়ার!! হ্যা হ্যা হ্যা হ্যা। কোথায় লাথ? গুরুর ফেসবুকে? তাই আমাকে বইমেলায় রৌহিন বলেছিলেন বুঝি "আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে"' টাইপের কিছু একটা? হ্যাঁ, রৌহিনের নাম করলাম। যাতে রৌহিন সেটাকে ডিনাই করে আপনার দলপাকানোকে সাট্টিফি দিয়ে যান। কেমন?

  • অর্জুন | 223.223.149.126 | ০৫ জুলাই ২০২০ ১৩:২০449061
  • @aranya  ০৫ জুলাই ২০২০ ০২:৫৩

    আপনাকে আসলে বলিনি । আপনার মেসেজের সঙ্গে আমি সহমত । হিউম্যানিটিজ সংক্রান্ত আলোচনা করতে খুব ভালই লাগছিল। এখানে এই আলোচনায় ইচ্ছুক ব্যক্তিদের লিমিটেড পার্টিসিপেশন থাকলে সেটা এগোতে পারত। সেটা হবার নয়   

  • ## | 37.111.238.40 | ০৫ জুলাই ২০২০ ১৩:১৬449060
  • Ekjon 3 4  page upload korlen

    Onno ra bollen porbo na osob logic dekhan 

    Tarpor boi er ad  niye alap vese gelo.#

  • আসলে | 2a0b:f4c2:2::1 | ০৫ জুলাই ২০২০ ১৩:১৫449059
  • দেবোত্তম এখানে ফেসবুকের লাথখাবার বদলা নেয়। কয়েকবছর আগে ঈপ্সিতা কেন ব্লক করেছে কোন এক গ্রুপে সেই নিয়ে এখানের টইতে কাঁদুনি গেয়েছিল। নিয়মিতই এটা করে। যারা ফেসবুকে ওই গ্রুপগুলোতে নেই তারা ভাবে আহা কেমন কিচ্ছু বলে নি।
    অর্জুন এক হ্যাংলা হামবড়া ফোঁপরা আইটেম। নিজেই আমি কি সুন্দর দেখতে আমার সাথে আপনাদের ভাব করতে ইচ্ছা হয় না এইসব করেছে। আসলে ত গুরুচন্ডালি,প্রকাশনীতে পাত্তা পাবার চেষ্টা।
    ব্রতীন্দাস অর্জুন দেবোত্তম এরা একদল হয়ে ফেসবুকে হোয়াটস্যাপে ঘোঁট পাকিয়ে বেড়ায়। তাই এত ইমেল আর ফোন্নাম্বার চালাচালির ঘটা।
    এসেম নোংরা বুড়ো তাই এই দলটায় ভিড়ে গেছে।
  • এলেবেলে | 202.142.71.83 | ০৫ জুলাই ২০২০ ১৩:১৫449058
  • টিজার আবার কী? মানে কী? আপনি ওটা পড়ে আমাকে উদ্ধার করবেন, তাই? এখানে এসেম বিদ্যাসাগর নিয়ে কিছু বলছিলেন-টলছিলেন, সে প্রসঙ্গে দুটো কথা লিখেছি। তাতে গাত্রদাহ হলে ইগনোর করুন। এখানে আরও অনেক জিনিস হপ্তাব্যাপী চলতে থাকে তো চলতেই থাকে। সেটা টিজার? কই আমরা অচেনা নিকের আড়াল থেকে কাদা ছুঁড়ি না তো। তাহলে? আমি এখানে বড়েস বলার সঙ্গে সঙ্গে তাঁর সুপরামর্শ মেনে সেই নিয়ে তার পরে একটি শব্দও ব্যয় করিনি। আমার ঠ্যাকা পড়েছে টিজার করতে। আমি বলেই দিয়েছি পড়লে পড়বেন, না পড়লে পড়বেন না। তো?

  • অর্জুন | 113.21.66.214 | ০৫ জুলাই ২০২০ ১৩:১৪449057
  • @r2h 

    ট্রোলিং র যে জাস্টিফিকেশন দিল তাতে কিছুদিন আগে আপনিই দেখলাম 'ছিঃ এটা বলা যায় না, অমানবিক, অবমাননাকর' বিশেষণে বিশেষিত করেছিলেন। 

    ট্রেো ও খিল্লির স্যাংশন দু পক্ষই থেকেই থাকবে তাহলে । তখন আবার অসব বলতে আসবেন না। 

  • r2h | 2405:201:8805:37c0:fcb0:3f98:99d0:fd0c | ০৫ জুলাই ২০২০ ১৩:০৮449056
  • এলেবেলে, হ্যাঁ, ওটা আমি আপনার আগাম ঘোষণা, টিজার নিয়ে বললাম (আসলে কাল না পরশু কেউ একজন ভবদুলাল কোট করলো, তাই মনে হলো, না হলে ভবদুলালের অন্তঃসারশূণ্যতা আপনার নেই মোটেই)।

    এসেম, ঐগুলো পাতি নোংরামি, কিন্তু স্থায়ী পরিচয়ের বাইরে যারা লেখে তাদের নিয়ে কিছু বলার মানে নেই।

    আর নতুন পুরনো এইসবের আমি ঘোরতর বিরোধী, ওসবের একেবারে কোন মানে হয় না।
  • ## | 37.111.238.40 | ০৫ জুলাই ২০২০ ১৩:০৭449055
  • Ekjon arek jon ke oshudh dite bollo

    Oshudh wala o tar dol monishi der

    Manyo koren. Karo biruddhe sadharon manusher kichu bolar right nei

  • ## | 37.111.238.40 | ০৫ জুলাই ২০২০ ১৩:০৪449054
  • ami dekhechi

  • sm | 2402:3a80:a2e:11a6:0:1e:400c:b801 | ০৫ জুলাই ২০২০ ১৩:০৪449053
  • r2h এর পোস্টের প্রেক্ষিতে লিখছি।
    আপনার পোস্ট --

    এখানে এক এসেমকে দেখি দুমদাম লোককে গাড়ল পাগল মিথ্যেবাদী মুর্খ এসব বলে দেন, এছাড়া, স্থায়ী পরিচয়ে যাঁরা লেখেন তাঁরা মোটের ওপর সেন্সিবল লোকজন, হুটহাট ব্যক্তি আক্রমন কেউ করেন না, তর্ক বিতর্ক বেশি উত্তপ্ত হয়ে যাওয়া সে অন্য কথা।

    ----
    -- আপনি গত সাত দিন এর পোস্ট ঘেঁটে দেখান sm কাউকে অকারণে গালি দিয়েছে। আমি আজ অবধি কাউকে কাঁচা খিস্তি দিই নি। আপনি যেগুলো লিখলেন সে সব ও এসেছে খোঁচার পরিবর্তে বা পোস্ট চালা চালির সময়।
    এবার আপনাকে দেখাচ্ছি, গত সাত দিনে আমার ওপর কিছু বিশেষণ বর্ষিত হয়ে ছে,যাদের সঙ্গে আমার বিতর্ক ই, হয় নি।আচমকা এসেছে।অজানা নিকের আড়ালে।কোন প্রতিবাদ কেউ করেছে দেখিনি।
    আর আমার ওপর বর্ণিত কাঁচা খিস্তি র বিবরণ খুঁড়ে বার করতে চাই না। আপনি পুরোনো লোক।খুঁজলে প্রচুর উদাহরণ পাবেন।
    বিচারক হওয়া খারাপ কিছু না।একপেশে হলে অস্বস্তি কর।এই আর কি!

    ))) | 2a0b:f4c1::8 | ০২ জুলাই ২০২০ ০০:০৩448735
    এই গাধাগরু এসেমটা বাংলা ভাষায় কম গুরুত্বের সাথে ব্যাকরণ কৌমুদিকে মিলিয়েছে। ওরে তোর গুগুলদেবতাকে জিগেশ করে নে না রে বুড়ো।
    ---
    এই | 2405:8100:8000:5ca1::390:84dd | ০৩ জুলাই ২০২০ ১৮:৪২

    আরেক গাড়ল। সমকামিতার কথা সিএস লিখেছে রন্টিপাগলা কই
    ---
    আহেম | 2a00:1838:36:66::e72a | ০৩ জুলাই ২০২০ ২৩:১০94845
    ভাটে টইয়ে সর্বত্র এসএমের বালপনা আর নেওয়া যাচ্ছে না।
  • অর্জুন | 113.21.66.214 | ০৫ জুলাই ২০২০ ১৩:০৩449052
  • @a  ০৫ জুলাই ২০২০ ১০:০৫

    'আমি একাই একশো কোটি -- এটা আমি ভাবছিলাম মোদিজি বলেছেন। পরে দেখলাম পুরো কে এল পি ডি' 

    'কে এল পি ডি' কি বুঝিনি । গুগল করলাম । তা কথাটা ফুল ফর্মে বললেই তো হত ! 

  • এলেবেলে | 202.142.71.83 | ০৫ জুলাই ২০২০ ১২:৫৮449051
  • থ্যাঙ্কিউ হুতো। এবারে রইল জগ্যিদাস বা ভবদুলাল। তো তাঁদের যদি সেসব ভেবে-টেবে খিল্লি করার বাসনা জাগে, তাহলে ওকে। কিন্তু জগ্যিদাস বা ভবদুলালদেরও পাল্টা তল্পিবাহক কিংবা তামুক সাজুনে বলার হক আছে। সেই খিল্লি নেওয়ার ধক থাকলে নাও, নাহলে ফোটো। এটা কারও বাপের জমিদারি নয়। প্লেন অ্যান্ড সিম্পুল। নাহলে এখানে টিকে থাকা যাবে না। ওসব নতুন-পুরনোর এলিটিজম দেখিয়ে লাভ নেই।

  • r2h | 2405:201:8805:37c0:fcb0:3f98:99d0:fd0c | ০৫ জুলাই ২০২০ ১২:৫৭449050
  • হ্যাঁ, সে তো আমিও তাই মনে করি। কাউন্টার করতে হলে তথ্য টথ্য দিয়েই করা উচিত, না হলে মানে হয় না। এবং কলোনিয়াল হ্যাংওভার নিয়ে ওঁর স্ট্যান্ডের সঙ্গে অনেকটাই আমি একমত। কিন্তু তিন মাস আগে থেকে টিজার দিলে কেউ যদি বোর হয়ে যায় তবেই বা কী করা!
  • S | 2a0b:f4c2:1::1 | ০৫ জুলাই ২০২০ ১২:৫৬449049
  • এই মহান ব্যক্তিদের মূর্তি বানানোর ব্যাপারটা অনেকটা গার্লফ্রেন্ডের নামে হাতে ট্যাটু করার মতন।
  • এলেবেলে | 202.142.71.83 | ০৫ জুলাই ২০২০ ১২:৫৪449048
  • ডিসি, আগে আমি হুতোর থেকে শুধু এটুকু শুনে নিতে চাই, উনি মন্তব্যটা আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন কি না। বাকি কথা পরে।

  • r2h | 2405:201:8805:37c0:fcb0:3f98:99d0:fd0c | ০৫ জুলাই ২০২০ ১২:৫৩449047
  • না, এলেবেলের কোন ব্যক্তি আক্রমন আমারো চোখে পড়েনি। মানে ঐতিহাসিক ব্যক্তিদের কথা আলাদা। সমষ্টিগত আক্রমন মাঝে মাঝে করেন, তবে সে লোকজনের গান্ধী বা বিদ্যাসাগরপ্রীতিতে রেগে গিয়ে।
    এলেবেলের লেখা নিয়ে আমার আগ্রহ আছে, সে তো আগেই বলেছি।
  • dc | 103.195.203.240 | ০৫ জুলাই ২০২০ ১২:৫২449046
  • R2h কি ভবদুলালপনা মানে গান্ধী বা বিবেকানন্দ সংক্রান্ত পোস্টগুলোর কথা বললেন? আমার মনে হয় সেগুলো কাউন্টার করলেই হয়। শুধু গুগলের ভরসায় না থেকে বই টই বা পেপার থেকে রেফারেন্স তুলে দিলেও হয়।

    আমার একটা কথা মনে হয়, ঐতিহাসিক ব্যাক্তিদের প্রত্যেককে নিয়েই ডিসকোর্স দরকার। ব্যক্তি পুজো না করে পুরোটা নিয়ে আলোচনা করা উচিত। পিটিদা যেটা বললেন, কনটেক্সটাও খেয়াল রাখা উচিত, আবার দরকার পড়লে রি-ইভ্যালুয়েশানও করা উচিত। এই জন্যই আমি কারুর মূর্তি বানানোর বিপক্ষে ঃ-)
  • অর্জুন | 113.21.66.214 | ০৫ জুলাই ২০২০ ১২:৫০449045
  • @সম্বিৎ বাবু, 

    'তাহলে ভেবে দেখুন আপনি কি সেরকম কিছু মনোভাব নিজের অজান্তেই দেখিয়ে ফেলেছেন? বনেদিয়ানার গর্ব করেছেন? পান্ডিত্যের গর্ব করছেন? ইত্যাদি। কাম উইথ কনফিডেন্স বাট উইথ মডেস্টি টু।' 

    অর্থাৎ কাউকে যদি দোষী প্রমাণিত করা হয় তাহলে তাকে আগে প্রমাণ করতে হবে সে দোষী নয় ! এতো একেবারে পার্লামেন্টে 'মোটাভাইয়ের' echoধ্বনি ! 

    তা আপনি হঠাৎ যদুনাথ বসুর টই খুলেছিলেন কেন ? সেটা ইতিহাসচর্চা ছিল বুঝি ? নাকি নিজের বংশ গৌরব প্রমাণে উঠে পড়ে লেগেছিলেন ? সেটা নিয়েও তো বলা যেতে পারে !! সেখানে একটি পরিবারের সদস্যদের ইতিবৃত্ত ছাড়া আর তো কিছুই পাওয়া যায়নি ! 

    আপনার যেমন 'যদুনাথ বসু' আছেন, অন্যের তো থাকতে পারে ! পারে না ? 

    নিজের বেলায় আঁটিসাটি ! পরের বেলায়...................! 

    আমার আভিজাত্য নিয়ে এর আগেও আপনি ভাষা চাতুরীতে রসিকতা করেছেন । সেটা বেশ স্পোর্টংলি নিয়েছিলাম । 

    আমার মন্তব্য যদি অহংকারী, ইগোইস্টিক, বাগাড়ম্বর মনে হলে সমপ্লি- লার্ণ- টু- ইগ্নর।

    আমার ইয়ুজ্যুল মেসেজ গুলোয় আমি আমার কথা বলি। সেখানে কাউকে উদ্দেশ্যে আক্রমণ করিনা। আক্রমণটা করতে বাধ্য হই  যখন দেখি আমার বিরুদ্ধে কেউ (পরিচয় প্রকাশে হিম্মতহীন কিছু কীট) নিজে বা সদলে এসে আসর মাতাতে শুরু করেন। আর আপনারা সেসব বসে বসে আমদ সেবন করেন । 

    আপনার যেমন নিধু বাবু থেকে রাধু বাবু, অ্যামেরিকান পলিটিক্স থেকে ভারতীয় অর্থনীতি সবেতেই অবারিত বিচরণ, সে খ্যামতা অন্যদেরও আছে, সেটা  মেনে নিতে শিখলেই ল্যাঠা চোকে আরকী ! 

  • এলেবেলে | 202.142.71.83 | ০৫ জুলাই ২০২০ ১২:৪৯449044
  • হুতো, আপনার 'নোংরামি হচ্ছে'-টা আমাকে বলা? এটুকু বললেই হবে।

  • dc | 103.195.203.240 | ০৫ জুলাই ২০২০ ১২:৪৭449043
  • আমি যতোটুকু দেখেছি, এলেবেলে আগে থেকে গায়ে পড়ে কাউকে ব্যক্তি আক্রমন করেননি। কোথও কোন পোস্ট হয়তো খোখে পড়েনি, তবে এলেবেলেকে সেরকম মনে হয়নি। আর অনেকগুলো নিক থেকে বাজেভাবে খোঁচানোর পর কিছু মন্তব্য করেছেন সেটা দেখেছি, কিন্তু সেটা অনেকটাই ওই খোঁচানোর রিয়্যাকশান।
  • r2h | 2405:201:8805:37c0:fcb0:3f98:99d0:fd0c | ০৫ জুলাই ২০২০ ১২:৩৯449042
  • হুম। কিন্তু মুশকিল হলো এসবের কিছু কিছু এক্সটার্নাল ফেসবুক কানেকশন আছে, আমি খুব সম্যক জানি না যেহেতু অত আনাগোনা নেই, কিন্তু সেসব আছে, নানান লোকের নানান পুরনো এবং বাইরের স্কোর সেটল করার থাকে, গুরুর অ্যানোনিমিটির সুযোগ এখানে কেউ কেউ নেয় বলে ধারনা।

    সে অন্য কথা। কিন্তু সমবেত চাটা বা প্রকারান্তরে বুলিইংএর অভিযোগের সত্যি মানে হয় না। মানে, জগ্যিদাসের মামার মত করলে লোকে খিল্লি করবে না? সিরিয়াসলি?

    এখানে এক এসেমকে দেখি দুমদাম লোককে গাড়ল পাগল মিথ্যেবাদী মুর্খ এসব বলে দেন, এছাড়া, স্থায়ী পরিচয়ে যাঁরা লেখেন তাঁরা মোটের ওপর সেন্সিবল লোকজন, হুটহাট ব্যক্তি আক্রমন কেউ করেন না, তর্ক বিতর্ক বেশি উত্তপ্ত হয়ে যাওয়া সে অন্য কথা।

    কিন্তু সমবেত খিল্লি বা আক্রমন - মিলিত কন্সেন্সাস বা কমন ফ্যাকটর একেকটা ফোরামের থাকে। চাড্ডি গ্রুপে গিয়ে বিমান বসুর প্রশংসা করলে লোকে চাটবেই, সিপিএমের গ্রুপে গিয়ে স্মৃতি ইরাণীর প্রশংসা করলেও তাই। একইরকম ভাবে, জগ্যিদাসের মামা বা ভবদুলালপনা করলেও, অধিকাংশ লোকের খিল্লিবাসনা হবে, কী আর করা।
  • S | 2405:8100:8000:5ca1::3c0:1f84 | ০৫ জুলাই ২০২০ ১২:৩৩449041
  • এইটা দেখুন। অন্তত কমেডির জন্য। ভালো কম্পাইলেশান করেছে।

  • dc | 103.195.203.240 | ০৫ জুলাই ২০২০ ১২:১২449040
  • এলেবেলের পোস্টটা দেখলাম, r2h এর সাথে একমত, অনেক কমেন্টই নোংরামো।

    এলেবেলের গান্ধী, বিবেকানন্দ বা অন্যদের নিয়ে কিছু বক্তব্য আছে, মেনলি যা বুঝেছি উনি এই ঐতিহাসিক ব্যক্তিদের কনট্রিবিউশান কতোটা সেসব নিয়ে ভিন্নমত পোষন করেন। আর সেভাবেই লেখেন। সেটা উনি করতেই পারেন। ওনার লেখা ঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কারুর যদি মনে হয় উনি ভুল বলছেন বা লিখছেন, সেই ভুলটা পাল্টা যুক্তি দিয়ে দেখিয়ে দিলেই তো হয়! ব্যক্তিগত আক্রমন করার কি দরকার?
  • অর্জুন | 113.21.69.215 | ০৫ জুলাই ২০২০ ১১:৫৫449039
  • আজ 'গুরু'তে অ্যাড ফ্রেশ ফ্লাওয়ারস অ্যান্ড চকলেটস । :-) 

  • S | 2405:8100:8000:5ca1::156:2a94 | ০৫ জুলাই ২০২০ ১১:৫৪449038
  • হ্যাঁ এই বিলটা নিয়েই ইন্ডিয়ানদের সঙ্গে সমস্যা। নইলে ড্রিমস অ্যাক্টের অন্যতম প্রবক্তা এবং বর্ডারে ইমিগ্রান্টদের খারাপ অবস্থার বিরুদ্ধে অনেক কথা বলেছেন।
  • দীপাঞ্জন | 2601:647:5600:1820:65b5:7467:5f50:3fca | ০৫ জুলাই ২০২০ ১১:৩৭449037
  • ডারবিন কে চাপ দেওয়া হচ্ছিলো s386 বিলটা সেনেটের ভোটে আনার জন্য | পাস্ হলে দেশভিত্তিক গ্রিন কার্ড-এর কোটা উঠবে, অপেক্ষা করতে করতে চাকরি বদলানো সহজ হবে | ডারবিনের বক্তব্য ছিল, সেনেটে রিপাবলিকান মেজরিটি তার ওপর তখন ইম্পিচমেন্টে ট্রায়াল চলছে, পাস হবার চান্স কম , আপাতত অপেক্ষা করাই ভালো | ডারবিন খুব একটা প্রো-ইন্ডিয়ান বা প্রো-ইমিগ্রেশন না, কিন্তু ট্যাক্টিকালি ভুল বলেননি | কিন্তু ভারতীয় গ্রুপ গুলো ভাবছিল নাথিং টু লুস, রিপাবলিকান দের থেকে কিছুই পাবার নেই, এর পরেও যে পরিস্থিতি বদলাবে তারই বা নিশ্চয়তা কোথায়? সেই নিয়ে মতান্তর, উতোর-চাপান | তবে আমি খুব ক্লোজলি ফলো করিনি, ভুলও হতে পারে |
  • cb | 49.197.125.57 | ০৫ জুলাই ২০২০ ১১:২৭449036
  • ওকে এস।  তবে রিপাবলিকানরা কি ডিক ডারবিনেরও লেফটে ইমিগ্রেশন নিয়ে? নাকি ওদিক থেকে একবারই কিছু হবে না বলে ডিক ডারবিনকে চাপ দেওয়া হচ্ছিল?     

  • এলেবেলে | 202.142.71.177 | ০৫ জুলাই ২০২০ ১১:২৭449035
  • প্রথম কথা আমি এলেবেলে। এর পরে অকারণে 'দা' 'দি' 'বাবু' 'বিবি' 'মিঞা' কিস্যু লেখার দরকার নেই। আমি এখানে একদম প্রথমে মানে প্রায় পাঁচ বছর আগে স্বনামে একটি মাত্র লেখা পোস্ট করেছিলাম। তখন যেমন অনেকেই ্নবাগত একজন না-লেখককে স্বাগত জানিয়েছিলেন, তেমনই অনেকেই তাকে তাচ্ছিল্ল্যে ভরিয়ে দিতে কার্পণ্য করেননি। তার মধ্যে অন্যতম ছিলেন একক। তাঁকে একটা কারণেই আমি মনে রেখেছি আজও। তিনি একটি দীঈর্ঘ মন্তব্য করেছিলেন একদম শুদ্ধ বানানে, কোনও টাইপো ছাড়াই! সম্ভবত ওটাই এককের এক ও একমাত্র শুদ্ধ বানানে মন্তব্য!!!

    তখন থেকেই গুরুর কিছু লোকের চরিত্রলক্ষণ আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। তারপরে নিকের আড়ালে দিব্যি ছিলাম। গণ্ডগোল ঘটায় আমারই এক অতি ঘনিষ্ঠ জন, যিনি পাইকে আমার পরিচয় জ্ঞাপন করেন অকারণে। যদিও তার আগে পাই আমার সঙ্গে এখানে যোগাযোগ করতে চাইলেও আমি আড়ালেই ছিলাম। এখন দেখছি ওই পরিচয়ই আমার কাল হল! আমার নাম নিন, আপত্তি করব না। ওটা এমন কিছু গোপনীয় বিষয় নয়। কিন্তু এথিক্স বলে একটা ব্যাপার আছে। সেটা লঙ্ঘিত হলে খারাপ লাগে। আর এসেম, আমাকে কম ব্যক্তি আক্রমণের সম্মুখীন হতে হয়নি। যাঁরা আমাকে আক্রমণ করেছেন তাঁদের নাম-ধাম আমি জানি না এমনটা নয়। কয়েকজনের অনেক হাঁড়ির খবর সম্পর্কেও সম্যক ওয়াকিবহাল, কিন্তু রুচিবিকার এখনও হয়নি। তাতে কেউ যদি হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুডের কথা বলেন, তবে তা-ই।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত