এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জয়প্রকাশ সারস্বত | 13.233.101.134 | ০৫ জুলাই ২০২০ ১৪:৩৯449095
  •  ভেবে দেখলাম এই গুরুক্যাচাল মেটাবার একটাই উপায় , যদি সবাই আবার একজোট হয়ে আমার এই ক্ষুদ্র জনশিক্ষা প্রকল্পের বিরোধিতা করেন , তাই নিয়ে এলাম এই প্রতিবেদন , আশা করি সবাই একসাথে তেলেবেগুনে জ্বলে উঠে আবার হাতে হাত মিলিয়ে সারস্বত মুক্ত গুরু সংগঠনে এগিয়ে আসবেন 

    প্রতিবেদন -

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেহ’তে সেনা হাসপাতাল পরিদর্শন ঘিরে বিভিন্ন কুৎসা ছড়ানোর মোক্ষম জবাব দিল ভারতীয় সেনাবাহিনী। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নমোকে ঘিরেজে সমালোচনা চলছে তা অত্যন্ত বিদ্বেষমূলক, ভিত্তিহীন। এমনটাই মত ভারতীয় সেনা জওয়ানদের।গত শুক্রবার গালওয়ানে ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আচমকাই লাদাখে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এরপর তিনি লেহ’তে সেনা হাসপাতাল পরিদর্শনে যান। মোদির সেনা হাসপাতাল পরিদর্শন ঘিরে একের পর এক কুৎসা মন্তব্য উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে মোদিকে এমন সব প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে যে, ওটা সেনা হাসপাতাল  নাকি শ্যুটিংয়ের সেট? জওয়ানদের পোশাকের হাতা বেরিয়ে কেন?  কেউ প্রশ্ন তুলেছেন যে, ভেন্টিলেটর, অক্সিজেন নেই কেন? কারও প্রশ্ন,কেন চিকিৎসার কোনও সরঞ্জাম দেখা যাচ্ছে না? কেউ কেউ বলেন, আসল জওয়ান তো?  না অভিনেতাদের বসানো হয়েছে! এই পরিস্থিতিতে ভারতীয় সেনা এক বিবৃতি দিয়ে জানাল যে, বিভিন্ন মহল থেকে অপ্রমাণিত, বিদ্বেষমূলক এবং ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। তা অত্যন্ত দুর্ভাগ্যের।

  • দীপাঞ্জন | 2601:647:5600:1820:65b5:7467:5f50:3fca | ০৫ জুলাই ২০২০ ১৪:৩৯449094
  • "এ এক অদ্ভুত পজিশন ওয়াড়া!!! " - সেটা ঠিক , চাপ দুদিক থেকেই আনা উচিত ছিল | তবে আপাতত সবই বন্ধ অন্তত বছর দু-তিন | H1B ই দিচ্ছে না, আর গ্রিন কার্ড |
  • র২হ | 2401:4900:104e:210e:3065:43a1:672e:a70b | ০৫ জুলাই ২০২০ ১৪:২৬449093
  • জগ্যিদাস, দুলিরাম, শ্যামচাঁদ। পাগলাদাশু পড়ে ফেললাম ফাঁকতালে।

  • অর্জুন | 223.223.149.126 | ০৫ জুলাই ২০২০ ১৪:২৫449092
  • কৃষ্ণা বসুকে নিয়ে একটা স্মৃতিচারণ লিখেছিলাম । আতোজ ও আরও কয়েকজন পড়েছিল । অনেকেরই ভাল লেগেছিল। 

    'পিসি' নন 'মাসিমা' ডাকতাম।  সৌভাগ্যবতী । কভিড নাইনটিনের দুর্দিন দেখার ঠিক আগেই চলে গেলেন । 

  • S | 2a0b:f4c1::6 | ০৫ জুলাই ২০২০ ১৪:২৪449091
  • মাকালফল, ভবদুলাল এইগুলো গালাগালি? ছি ছি। বাড়িতে মা-বোন নেই নাকি?
  • অর্জুন | 223.223.149.126 | ০৫ জুলাই ২০২০ ১৪:২১449090
  • এখানে অনেক মাকালফলও অন্যদের ভবদুলাল আখ্যা দিচ্ছে । 

    অনেককাল বাদে একটা মজার রোববার পাওয়া গেছে । 

    আমি ঠ্যাংর ওপর ঠ্যাং তুলে পেটের ওপর ল্যাপটপাচ্ছি আর আচার খাচ্ছি । ঃ-)) 

  • S | 2a0b:f4c1::6 | ০৫ জুলাই ২০২০ ১৪:১৭449089
  • পুরোনো ঝাল মেটাই তো। যেমণ ঈশানদার উপর আমার অনেকদিনের ক্ষার। পরিবর্তন এখনও হজম করতে পারিনি। খ'দার উপরেও ছিল। কিন্তু তিনি তো প্রথমে মিইয়ে গেলেন, তারপর এখন আসেনই না। কিন্তু সেটা নিজের নামে না মেটালে অন্য লোক বুঝবে কি করে যে ঝাল মেটালাম। আড়াল থেকে গাল দেওয়াতে কোনও আনন্দ নেই। এমনিতেই এখানে যথেষ্ট আড়াল আছে। মাঝে মধ্যে তো মনে হয় কোলকাতায় গিয়ে লোকের বাড়ির উঠোনে গিয়ে খিস্তি দিয়ে আসি। কিন্তু কোরোনা এসে সেসব প্ল্যান ভেস্তে দিয়েছে।
  • র২হ | 2401:4900:104e:210e:3065:43a1:672e:a70b | ০৫ জুলাই ২০২০ ১৪:১৫449088
  • কী মুশকিল, আমি কী রায় দানের অথরিটি নাকি।

    তবে এই ক্যাওটা মিটলে সত্যিই স্বস্তি পাই। 

  • S | 2a0b:f4c1::6 | ০৫ জুলাই ২০২০ ১৪:১২449087
  • আচ্ছা দেবোত্তম কি এলেবেলে?
    আমি ফেসবুকে নেই। ফেসবুক নামটাই বড্ড অশ্লীল।
  • এলেবেলে | 202.142.71.83 | ০৫ জুলাই ২০২০ ১৪:১১449086
  • আচ্ছা আমি কাটলাম। কৈফিয়ত দিয়েছি, হুতো নিজে বলেছেন আমি ব্যক্তি আক্রমণ শুরু করিনি। মিটে গেছে ঝামেলা।

  • দীপাঞ্জন | 2601:647:5600:1820:65b5:7467:5f50:3fca | ০৫ জুলাই ২০২০ ১৪:০৯449085
  • আমি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে যাই, কাউকে চিনিও না এখানে, শুধু ব্রতীনকে সাত বছর বয়েস থেকে চিনি, তাই ওই কমেন্টটা গায়ে লাগলো একটু |
  • sm | 2402:3a80:a2e:11a6:0:1e:400c:b801 | ০৫ জুলাই ২০২০ ১৪:০৯449084
  • ফেসবুক এ ঘোঁট পাকানোর ব্যাপারে আমি অন্তত নেই।ফেসবুক ই নেই--))

  • S | 2a0b:f4c1::6 | ০৫ জুলাই ২০২০ ১৪:০৯449083
  • আমার লিন্ক আপাতত নেদারল্যান্ডস, সুইডেন, জার্মানী হয়ে যাচ্ছে। মাস্কড আর ট্রান্কেটেড আইপি অ্যাডরেস চেনেনা বোঝেনা? আউটসোর্সিং বন্ধ হয়ে যাবে তো।
  • dipanjan | 2601:647:5600:1820:65b5:7467:5f50:3fca | ০৫ জুলাই ২০২০ ১৪:০৫449082
  • না "ট্রিক" কমেন্ট করলেন,তাই দেখলাম - অবাক হবেন ইত্যাদি |
  • এলেবেলে | 202.142.71.83 | ০৫ জুলাই ২০২০ ১৪:০৫449081
  • আমি এ কথা বড়েস লিখতে পারেন সেটা খোদ বড়েস বললেও বিশ্বাস করব না। ইঙ্গিতটা খুব কুরুচিপূর্ণ এবং তাঁর যে কোনও কারণেই হোক আমাদের তিনজনের ওপরে খার আছে। আর গোটা এপিসোডে ব্রতীনবাবুকে জড়ানো খুবই নিন্দনীয়।

  • র২হ | 2405:201:8805:37c0:c546:5aff:eeb7:88f7 | ০৫ জুলাই ২০২০ ১৪:০৩449080
  • আইপিটা ট্রাঙ্কেটেড তো, অসংখ্য ম্যাচ আসবে।

    কী বাজে ক্যাও শুরু হয়েছে উফ।

  • S | 2a0b:f4c1::6 | ০৫ জুলাই ২০২০ ১৪:০০449079
  • না ওটা আমি না। দীপান্জন কি টর নামক ব্রাউজারের খোঁজ রাখে? এইরকম বোকা বোকা আইপি সার্চ করেছে।

    আর এখানে কাউকে খিস্তি মারার ইচ্ছা থাকলে নিজের নামেই মারবো, সে ক্ষমতা আমার আছে।
  • রাধুবাবু | 163.172.61.40 | ০৫ জুলাই ২০২০ ১৩:৫৩449078
  • আজ্ঞে কুকুরের পেটে ঘি সয়না ওজ্জুনবাবু।

    তা আপনার কিশ্না পিসিমা আর সুগত মামা ভাল আছেন? গুম্নামির বাওয়ালে হড়কে যাননি তো ?

  • dipanjan | 2601:647:5600:1820:65b5:7467:5f50:3fca | ০৫ জুলাই ২০২০ ১৩:৫২449077
  • আসলে = S?

    আসলে | 2a0b:f4c2:2::1 | ০৫ জুলাই ২০২০ ১৩:১৫

    ব্রতীন্দাস অর্জুন দেবোত্তম এরা একদল হয়ে ফেসবুকে হোয়াটস্যাপে ঘোঁট পাকিয়ে বেড়ায়। তাই এত ইমেল আর ফোন্নাম্বার চালাচালির ঘটা। 
    এসেম নোংরা বুড়ো তাই এই দলটায় ভিড়ে গেছে।

    Google Search query

    2a0b:f4c2:2::1 site:guruchandali.com 

    Search results -

    S | 2a0b:f4c2:2::1 | ১৮ মে ২০২০ ১৫:১১
    S | 2a0b:f4c2:1::1 | ১৮ জুন ২০২০ ০০:২৯

    S2a0b:f4c2:2::1 | ১৭ জুন ২০২০ ০০:১৫


     

  • cb | 49.197.125.57 | ০৫ জুলাই ২০২০ ১৩:৫১449076
  • S/দীপাঞ্জন,  মিচ ম্যাককোনেল ওই বিল তো এমনিতেই সেনেটে ভোটের জন্য তুলতো না, ডারবিন তো জানে সেটা। 

     তবে তার জন্য রীতিমতো ডারবিনকে এনিমি অফ দা ইন্ডিয়ানস বানিয়ে প্রচার চোখে লাগছিল।  রিপাবলিকানদের সাতখুন মাফ কারণ ওদের সাথে আলোচনা করে কোন লাভ নেই - এ এক অদ্ভুত পজিশন ওয়াড়া!!!                 

  • ## | 37.111.238.40 | ০৫ জুলাই ২০২০ ১৩:৪৯449074
  • Sobai dekhi puraton hisab chukachche

    notun young chele meye esob dekhle bhoy i pabe

    Oder eto time nei.

    Ei jonno ekhankar member der average bolchilen 40+

    Bujhlum

  • এলেবেলে | 202.142.71.83 | ০৫ জুলাই ২০২০ ১৩:৪৮449073
  • প্রশ্নচিহ্ন এতদিন কোথায় ছিলেন? তার আগের কথাগুলো বেমালুম চেপে গেলে হবে? প্রচুর ভদ্রতা করেও লাভের লাভ কিছুই হয়নি। ওগুলো তার আফটার শক।

  • ? | 2402:3a80:a4f:9d4e:0:64:af69:4a01 | ০৫ জুলাই ২০২০ ১৩:৪৪449072
  • এগুলো কোন ব্যক্তিদের বলা হয়েছিল? এই ডাক্তার, প্রযুক্তিবিদ, মেলায় বইয়ের স্লিপ কাটা লেখক হতে চাওয়া পাব্লিক? এগুলি কি আক্রমণের পর্যায়ে পড়বে?
    ডাক্তার কি ঐন্দ্রিল ভৌমিক না জয়ন্ত ভট্টাচার্য না বিষাণ বসু?
    ইতিহাস লেখা প্রযুক্তিবিদ কারা?
    বইমেলায় স্লিপ কাটা ওয়ান্নাবি লেখকেরা কারা?

    এলেবেলে | ০৩ জুলাই ২০২০
    এবারে আমার ধৈর্যের বাঁধ ভাঙল।

    মানে গাঁড়লগিরিরও একটা লিমিট থাকে। সেটাকেও এঁরা ক্রস করে গেলেন।
    এখানে প্রযুক্তিবিদ ইতিহাস লিখে ফাটিয়ে দিচ্ছে। সেই ইতিহাসে হাজার ছ্যাঁদা থাকলেও কেউ রা অবধি কাড়ে না, কাউন্টার তো দূর কি বাত। তো তাঁরা সেসব লিখতে টিখতে পারবে। কারণ ঘরেলু মামলা। এক ডাক্তার এখানে হুলিয়ে পোবোন্দো লিখছে ফি সপ্তাহে। সেটা জায়েজ। কিন্তু এতে অসুবিধা কেন? না এঁরা বলেছেন গান্ধীর হাগায় শুধু দুর্গন্ধ ছিল তাই নয়, তাঁর পাদেও সেসব ছিল-টিল।

    এখন গুরুর মার্কামারা চণ্ডীমণ্ডপে থেলো হুঁকো হাতে প্রগাঢ় পণ্ডিতরা সেসব মানবেন কেন? পড়বেন তো না-ই, মানবেনও না। কারণ তাঁরা সর্বশক্তিমান। দুনিয়ার হেন জিনিস নেই যা তারা জানেন না এবং শেষ মন্তব্যটা করতে পারেন না। আর তাঁদের স্যাঙাত হিসেবে আছেন কিছু তামুক সেজে দেওয়া তল্পিবাহক। যাঁদের দুটো কাজ - খিল্লি এবং বইমেলায় বই-এর স্লিপ কেটে লেখক সাজার দুর্মর বাসনা। তো তাঁরা লিখবেন। আর হুঁকো হাতে পণ্ডিতরা বলে যাবেন গান্ধী জীবনে কোনও দিন পাদেননি তাই নয়, তাঁর হাগাও চন্দন সুবাসিত ছিল। আমরা সেসব যত্ন করে বাড়িতে রেকে দিইচি। বললেই হপে?
  • অর্জুন | 223.223.149.126 | ০৫ জুলাই ২০২০ ১৩:৪৩449071
  • অভিজাত সংস্পর্শ নিয়ে কি ঈর্ষা আর অবসাদ ! আহারে ! 

    কার পেটে যেন কি হজম হয়না !!! 

  • রাধুবাবু | 163.172.61.40 | ০৫ জুলাই ২০২০ ১৩:৪০449070
  • রাধুবাবু মানে শাঁটুলবাবু হে। যেখানে ওজ্জুন বলেছিলেন সবার ভাগ্যে অভিজাত সংস্পর্শ জোটে না। তারপরই খ্যা খ্যা খো খো এবং অতঃপর ওজ্জুনের লেজেগোবরে হওয়া।

  • অর্জুন | 223.223.149.126 | ০৫ জুলাই ২০২০ ১৩:৩৮449069
  • 'এবং তাঁরা কেউই কপালে স্টিকার নিয়ে ঘোরেন না। যদি কেউ ঘোরেন, তাহলে তিনি খিল্লিত হবেন - এই আমার পজিশন। তিড়িং বিড়িং হাত-পা ছুঁড়ে বা ঠোঁট ফুলিয়ে খিল্লিত হওয়া থেকে রেহাই পাওয়া যাবে না।' 

    পুরোটাই লিখে দিতে পারতেন । 'আমিও সেই খিল্লিবাজ দলে অন্তর্ভুক্ত । 

    আপনার কিছু আলোচনায় যুক্তি অনেকটা এরকম । 'আমি এই বইটার নাম শুনিনি। আমি এই লেখকের কথা জানিনা। সেসব বই ও লেখকের রেফারেন্স দেওয়া চলবে না, ব্যাস।'  

  • সম্বিৎ | ০৫ জুলাই ২০২০ ১৩:৩৩449068
  • " তা আপনি হঠাৎ যদুনাথ বসুর টই খুলেছিলেন কেন ? সেটা ইতিহাসচর্চা ছিল বুঝি ? নাকি নিজের বংশ গৌরব প্রমাণে উঠে পড়ে লেগেছিলেন ? সেটা নিয়েও তো বলা যেতে পারে !! সেখানে একটি পরিবারের সদস্যদের ইতিবৃত্ত ছাড়া আর তো কিছুই পাওয়া যায়নি !  "

    সেরকম মনে হলে একশোবার বলবেন, ঠেকাচ্ছে কে?

    " আপনার যেমন নিধু বাবু থেকে রাধু বাবু, অ্যামেরিকান পলিটিক্স থেকে ভারতীয় অর্থনীতি সবেতেই অবারিত বিচরণ, সে খ্যামতা অন্যদেরও আছে, সেটা  মেনে নিতে শিখলেই ল্যাঠা চোকে আরকী !  "

    রাধুবাবু কে এবং তাঁর সম্বন্ধে আমি কী বলেছি জানিনা। অ্যামেরিকান পলিটিক্স ও ভারতীয় অর্থনীতি নিয়ে বিরাট কোন ডিসকোর্স রেখেছি বলেও মনে পড়ে না। আমার অ্যাকচুয়ালি কিছুতেই অবারিত বিচরণ নেই। কিছু বিষয়ে অন্য বিষয়ের থেকে বেশি উৎসাহ আছে। তাই সেই নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আগেই বলেছি আমি গন্ডুষ-জলের-সফরী। গুরুতে প্রচুর লোক আছেন যাঁরা জ্ঞানে ও বিদগ্ধতায় অনেক তাবড় লোকের কান কাটতে পারেন বলে আমার বিশ্বাস, এবং তাঁরা কেউই কপালে স্টিকার নিয়ে ঘোরেন না। যদি কেউ ঘোরেন, তাহলে তিনি খিল্লিত হবেন - এই আমার পজিশন। তিড়িং বিড়িং হাত-পা ছুঁড়ে বা ঠোঁট ফুলিয়ে খিল্লিত হওয়া থেকে রেহাই পাওয়া যাবে না।

  • ট্রিক | 149.129.97.215 | ০৫ জুলাই ২০২০ ১৩:৩০449067
  • একটা ট্রিক বলে যাই। যেকোন আইপি কপিপেস্ট করুন গুরুর সার্চে। তারপর গুগল কাস্টম সার্চ মারুন। কে 'আসলে' কে বেরিয়ে আসবে। কখনো কখনো খুব অবাক হতে পারেন অবিশ্যি।

  • sm | 2402:3a80:a2e:11a6:0:1e:400c:b801 | ০৫ জুলাই ২০২০ ১৩:২৮449066
  • #তো

    #দেখালাম

  • অর্জুন | 223.223.149.126 | ০৫ জুলাই ২০২০ ১৩:২৭449065
  • 'ভবদুলাল' দের তাও একটা জাত থাকে । 

    এইগুলো ভাঙা বাড়ির  বাথরুমের শেওলা । 

    কভিড ১৯ র ভ্যাকসিন বেরোলেও এই  নোংরাগুলো পরিষ্কার করার অ্যাসিড আবিষ্কার হতে দেরী আছে । 

    কারই বা এত সময়। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত