এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০০:১৮450425
  • রঞ্জনদা,
    আসলে আমি অনেক বাঙালিকে দেখেছি - যার ব্যাপারটা ভাল করে ডিটেইলসে খেয়াল করেন না - অবশ্য আমাদের স্কুলের ইতিহাসে খানিকটা সেইরকম পড়ানো হয়েছে - যেন পলাশীর যুদ্ধের আগে বৃটিশরা ভারতে আর কোথাও ছিল না - জব চার্ণকের জাহাজ লাগল সুতানুটিতে - সেই যেন প্রথম বৃটিশ কেউ এদেশে এলেন - খানিকটা ভাস্কোডাগামার গোয়াতে আসার মতন।
    ব্যাপারটা যে তা নয় - ১৭৫৭-র পলাশির যুদ্ধের ১৫০ বছর আগে থেকে বৃটিশরা আসতে থাকে ভারতে, কলকাতার অনেক আগে থেকে বৃটিশরা ট্রেডিং পোস্ট তৈরি করে গুজরাত, মাদ্রাজ, বম্বেতে -- এবং, কলকাতা বৃটিশদের ফাইনাল ডেরা হয়ে ওঠে এই জন্য নয় যে বাংলা ছিল ভারতের মধ্যে সোনার রাজ্য, ইন ফ্যাক্ট - উল্টো - এখানে ছিদ্র ছিল, যে ছিদ্র দিয়ে অ্যাডমিন্সট্রেশনে দখল নেওয়া গিয়েছিল -- এটা বলার পরে এক জায়গায় কিছু বাঙালি আমাকে বেশ সন্দেহের চোখে দেখেন, যেন ফেক নিউজ ছড়াচ্ছি :-)
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:5476 | ১৭ জুলাই ২০২০ ০০:১৭450424
  • আমার এখনও মনে হচ্ছে,এলেবেলে ভুলটা কোথায় বুঝতে চাইছেন না।আগেও লিখেছি,মহাভারতের পার্ট হলেও ,গীতার আলাদা গুরুত্ব ছিলো হাজার বছর ধরে।তাই ওই অংশ টুকু নিয়ে এতো ভাষ্য,টিকা ইত্যাদি।এমন কি অনুবাদ ও। গীতার প্রচুর সংযোজন ও হয়েছে।আদিতে ছিলো,মাত্র ৬০টি শ্লোক। বর্তমানে ৭০০ টি। এর মধ্যে বেশ কিছুটা, উপনিষদের নির্যাস।

    এসব খালি পণ্ডিত দের মধ্যেই সীমাবদ্ধ ছিলো না।কথকতার মাধ্যমে সাধারণ জনগন ও মূল নির্যাস এর সঙ্গে অবহিত ছিলো।

     যেমন,আমরা মহাভারত জেনেছি কিছুটা পড়ে,বেশ কিছুটা শুনে। এখনকার জেনারেশন টিভি সিরিয়ালের মাধ্যমে।

  • S | 2405:8100:8000:5ca1::235:60cc | ১৭ জুলাই ২০২০ ০০:১৬450423
  • ইয়োরোপিয়ানরা দেশ দখল করতে শুরু করেছে ১৬০০ থেকে। আমেরিকাতে। আর সাউথ আফ্রিকাতেও ঐ শতাব্দির মাঝামাঝি। ইন্ডিয়াতে প্রথমদিকে ঝামেলা করেনি কারণ জানতো যে যুদ্ধে হেরে যাবে। কিন্তু বৃটিশরা তো ইন্ডিয়াতে নানা আছিলায় যুদ্ধ শুরু করেছে পলাশীর অনেক আগে থেকে।
  • @রঞ্জন | 2405:8100:8000:5ca1::393:c706 | ১৭ জুলাই ২০২০ ০০:১৬450422
  • এলেবেলে প্রিন্টেড বইয়ের কথা বলছেন।
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:5476 | ১৭ জুলাই ২০২০ ০০:০৭450421
  • আমার মতে আর্লি ডিটেকশন অফ হাইপক্সিয়া ইজ দ্যা কি! এর পর পরই আসবে,অক্সিজেন দেওয়া,স্টেরয়েড দেওয়া,এন্টি ভাইরাল ট্রাই করা ও নন ইনভেসিভ ভেন্টিলেশনে সুইচ করা। খুব দরকার পড়লে,তখনই, ইন্টিউবেট করে ভেন্টিলেশন।

    এসব করলে বেশ কিছু প্রাণ বাঁচবে। যদি এন হেই চ এস এর স্টাডি ঠিক হয়, প্রথম থেকে স্টেরয়েড ইউজ করলে,আমেরিকাতেই প্রায় চল্লিশ হাজার প্রাণ বাঁচতো।

    ওই স্টাডির পর এখন ও জানি না আমেরিকা আর ব্রেজিলে ডেকসামেথাজন ইউজ করে,কতোটা সুফল পাচ্ছে?

  • রঞ্জন | 182.64.117.165 | ১৭ জুলাই ২০২০ ০০:০৫450420
  • আমার মনে হয় এলসিএম ঠিক জায়গাটা ধরেছেন।

    কেননা অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন্স এবং প্রিন্সিপলস অফ মর‍্যালিটি বইদুটোতে উঠতি মার্কেন্টাইল ক্যাপিটালিজম এবং স্মিথের তিরস্কার নিইয়ে ওইরকমই ছবি ফুটে উঠছে।

  • রঞ্জন | 182.64.117.165 | ১৭ জুলাই ২০২০ ০০:০১450419
  • S,

    ঠিক, গোড়াতে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে  ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এলেম বেশি ছিল।

    @এলেবেলে,

        যদি উইলকিন্সের আগে গীতার স্বতন্ত্র অস্তিত্ব ছিল না তবে ৮শতাব্দীতে শংকর, ১১ শতাব্দীতে রামানুজ পরে মধ্বাচার্যরা ওর উপরে আলাদা করে ভাষ্য, টীকা ও দীপিকা লিখলেন কীকরে? যদি বলেন ও তো মহাভারতের অঙ্গ হিসেবে ছিল। সে তো উইলকিন্সের অনুবাদের পরেও ছিল ।

      সাহেবের অনুবাদের পরে গীতা  স্বতন্ত্র গ্রন্থের মর্যাদা পেল আর  প্রায় একহাজার বছর আগে শংকর ইত্যাদির ভাষ্য সত্ত্বেও সেটা স্বতন্ত্র গ্রন্থ ছিল না? বোধহয় আপনার কথা বা যুক্তি-পরম্পরা বুঝতে পারছিনা।

         

  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০০:০০450418
  • ব্রিটিশ ইস্ট ইন্ডিয় কোম্পানির ভারত অভিযানে - বাংলা অনেক, অনেক পরে এসেছে সিনে, যদিও বাংলার রাজনৈতিক গুরুত্ব খুব বেশি হয়ে দাঁড়ায় পরে।

    ১৬০০ শতাব্দীর শুরু থেকে কোম্পানি বিজনেসের চেষ্টা শুরু করে - গুজরাটের সুরাট থেকে। ১৬০৮ সালে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ গালে গুজরাটে - সুরাটে। তখন বাংলা সিনেই নেই।

    ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে সঙ্গে পূর্ব ভারতের সম্পর্ক নেই, ভারতের সঙ্গেও তেমন সম্পর্ক নেই, ঐ নামের সূত্র ছিল - Company of Merchants of London trading into the East Indies ।

    থমাস রো - ব্রিটেনের দূত হিসেবে এসেছিলেন - তিনি চেষ্টা করেছিলেন জাহাঙ্গীর-কে ইম্প্রেস করে সুরাটের ফ্যাক্টরির বিজনেস লাইসেন্স আর ট্যাক্সের ব্যাপারে ছাড় পাওয়ার জন্য।

    পুরো শতাব্দী ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরপর সেটআপ খোলে - সুরাট (১৬০৮), তারপরে মাদ্রাজ (১৬৩৯), তারপরে বম্বে (১৬৬৮), এবং তারপরে শেষে কলকাতা (১৬৯০) ।

    দেশ দখলের পরিকল্পনা তেমন কিছু শুরু তে ছিল না, স্রেফ বিজনেস - বৃটিশরা বণিকের জাত, পাতি বাংলায় যাকে বলে বানিয়া। বণিকের মানদণ্ড তখনও রাজদন্ড রূপে দেখা দেয় নি, সম্ভাবনাও তেমন ছিল না।

    এরপর, এরা দেখে যে বাংলায় তখন অ্যাডমিনস্ট্রেশন দুর্বল, মুর্শিদাবাদে লোকাল কন্ট্রোল নেওয়া সম্ভব। আর সেন্টারে মোঘল অ্যাডমিন্সট্রেশনে একটু দুর্বল হয়ে আসছে। যদিও তত শিওর ছিল না। তবু ট্রাই করেছে।

    বেসিক্যালি বাংলার দুর্বল অ্যাডমিনস্ট্রেশন, তখনকার পলিটিক্যাল/সোশ্যাল/ইকনমিক্যাল সিচুয়েশন - এখানে ছিল সেই ছিদ্র - যেখান থেকে সূচ হয়ে ঢুকে...।
  • aka | 2600:1005:b11a:e6ac:1913:e091:edcb:8402 | ১৭ জুলাই ২০২০ ০০:০০450417
  • আমার আশন্কা অবস্থা হাতের বাইরে।
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:5476 | ১৬ জুলাই ২০২০ ২৩:৫৮450416
  • আই সি এম আর কে এই মুহূর্তে ব্যাপক হারে সেরোলোজি ও র্যাপিড এন্টিজেন টেস্ট পুশ করতে হবে।

  • aka | 2600:1005:b11a:e6ac:1913:e091:edcb:8402 | ১৬ জুলাই ২০২০ ২৩:৫৫450415
  • আমেরিকায় হাল খারাপ, তবে এখানে তাও বেসিক পরিষেবা পাওয়া যাবে বলেই আশা করি এখনও। অন্তত অক্সিজেন লাগলে তার বন্দোবস্ত হবে, হসপিটাল স্যাচুরেটেড হচ্ছে তাও এখনও ম্যানেজেবল।

    ট্রাম্প ও তার সমর্থকগণ যতক্ষণ আছে ততক্ষণ আমেরিকা বিপ্দজ্জনক জায়গা।
  • aka | 2600:1005:b11a:e6ac:1913:e091:edcb:8402 | ১৬ জুলাই ২০২০ ২৩:৫৩450414
  • ভারতের করোনা নিয়ে এই কঠিন পরিস্থিতির জন্য আইসিএমারের দায়িত্ব প্রচূর। শুরু থেকে ডিনায়াল মোডে, এখানে বেশি টেস্টিঙ্গের দরকার নেই। ভারতে ভাইরাসের প্রকোপ কোন এক বিশেষ কারণে কম ইত্যাদি।

    কেরালা মডেল প্রমোট করার বদলে ডিনায়ালে চলে গিয়েছিল।
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:5476 | ১৬ জুলাই ২০২০ ২৩:৫০450413
  • আকা, বয়ষ্ক নিকটজন থাকলে,সাবধানে থাকতে বলুন।সাবধানের মার নেই।অনেক সময় বয়ষ্ক লোকজন খুব নিয়ম পালন করছেন ভাবেন।অর্থাৎ বাড়ি থেকে বেরোচ্ছেন না,নিয়মিত ঔষধ খাচ্ছেন ইত্যাদি।

    কিন্তু বেসিক ভুল যেটা করছেন, তা হলো কখনো বাইরের লোক বা কাজের লোক এলে,মাস্ক ছাড়া কথা বলছেন বা কাছে এগিয়ে যাচ্ছেন।

    কোভিড হলেও ভয় না পেয়ে,চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চলতে হবে।পালস অক্সিমিটার কিনে, নিজেই নিজের স্যাচ্যুরেশন দেখতে হবে।

    কম মাত্রা হলে,ডাক্তারকে সঙ্গে সঙ্গে রিপোর্ট ও তাঁর পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি।তবে খুব খুব সত্যি কথা হলো, আই সি ইউ বা ক্রিটিক্যাল কেয়ার এর বেড তুলনায় খুব কম।কলকাতার বাইরে আরো কম। 

    তা,আমেরিকায় হাল কেমন?উন্নতি হয়েছে?

  • S | 2405:8100:8000:5ca1::23b:3806 | ১৬ জুলাই ২০২০ ২৩:৪৮450412
  • গুরুর সাইটটা ক্রমশ রিটেইল ই-কমার্স সাইটের মতন হয়ে যাচ্ছে। যারা ডিজাইন করছে, তাদের বোধয় ঐ সেক্টরে পারদর্শিতা।
  • S | 2405:8100:8000:5ca1::23b:3806 | ১৬ জুলাই ২০২০ ২৩:৪৫450411
  • হ্যাঁ সেটাই দেখছি। একটা অ্যাকাউন্ট বলছে যে একসময় মুর্শিদাবাদ এবং আশে পাশের অন্চল পুরো গ্লোবাল জিডিপির ৫% জেনারেট করত। দুনিয়ার সর্বকালের সবথেকে ভ্যালুয়েবল কোম্পানি হল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রায় ৮ ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ (অ্যাপেলের ৫ গুন)। সেই কোম্পানির মূল কাজই ছিল বাংলার সাথে কাপড়ের ব্যবসা করা।
  • aka | 162.44.245.32 | ১৬ জুলাই ২০২০ ২৩:৩১450410
  • আচ্ছা আইসিএমআর কি এখনও বলে চলেছে যে ভারতে কমিউনিটি ট্রান্সমিশন হয় নি? ভারতের কোভিড সিচুয়েশন ভয়ংকর রূপ ধারণ করছে। খুবই আশংকার মধ্যে রয়েছি, আর যারা ওখানে রয়েছে তাদের জন্য কি বন্দোবস্ত করা যায় বুঝছি না।

    ১) কোন হসপিটাল ভর্তি নিচ্ছে না
    ২) অ্যাম্বুলেন্স ইত্যাদি পাওয়া কঠিন হয়ে পড়েছে
    ৩) তার ওপর কোভিড হয়েছে শুনলে লোকে একঘরে করে দিচ্ছে।
  • এলেবেলে | 202.142.96.193 | ১৬ জুলাই ২০২০ ২৩:২৯450409
  • হে হে পালটিচাঁদ, এখনও বলিতেছি গীতা নামে আলাদা কোনও গ্রন্থ উইলকিন্সের আগে ছিল না। ওটা বুঝতে হয় নতুবা খিল্লি করে টাইম পাস হয়!!

    বড়েস বাংলার অফুরান ধনসম্পদ। মুর্শিদাবাদ দেখে ক্লাইভের তাক লেগে গিয়েছিল। ফরসা মানে গন গনা গন নেভার রিটার্ন!

  • b | 14.139.196.11 | ১৬ জুলাই ২০২০ ২৩:২৭450408
  • ইস্ট কথাটি সম্ভবতঃ ওয়েস্ট ইন্ডিজ ( মানে কলম্বাসীয় আমেরিকা) থেকে তফাৎ করার জন্যে। কারণ ফ্রেঞ্চ /ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি আমেরিকার সাথেই ব্যবসা করত।
  • Palti | 2405:8100:8000:5ca1::23a:b84d | ১৬ জুলাই ২০২০ ২৩:২৬450407
  • এলেবেলে | 202.142.71.133 | ১৫ জুলাই ২০২০ ০০:২০450163

    রামমোহন রায়ের জন্মের আগে ‘ভগবদ্গীতা’ বলে কোনও ‘গ্রন্থ’ দুনিয়ার কোত্থাও ছিল না। না সংস্কৃত, না বাংলা বা ইংরেজি কোনও ভাষাতেই নয়। মহাভারতের অংশ হিসেবে ‘কৃষ্ণ ও অর্জুনের কথোপকথন’ অবশ্য ছিল। কিন্তু আলাদা করে তার গুরুত্ব ছিল না।

    গীতার জন্মদাতা চার্লস উইলকিন্স।

    এলেবেলে | 202.142.71.6 | ১৬ জুলাই ২০২০ ১৯:৩০450440

    রঞ্জনবাবু, গীতা থাকবে না কেন? বহাল তবিয়তেই ছিল। শুধু সে অশিক্ষিত ইংরেজের সংস্কৃত জ্ঞানের কৃপাপ্রার্থী ছিল না।

    sm দাদা, এনার সংগে না এনগেজ করলেই নয়?
  • S | 2405:8100:8000:5ca1::283:ee8f | ১৬ জুলাই ২০২০ ২৩:২৪450406
  • ইন্টারেস্টিং। বাংলা কেন বলুন তো? মানে একটা কারণ হয়ত ফার্টাইল ল্যান্ড। কিন্তু আর কি কারণ থাকতে পারে। আর ফরসা মানে বুঝলাম না।
  • এলেবেলে | 202.142.96.193 | ১৬ জুলাই ২০২০ ২৩:১৭450405
  • বড়েস ভারত নয় স্পেসিফিক্যালি বাংলা। আট আটটা ইউরোপীয় দেশের কোম্পানির নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে তারা কলোনি বানাবে না তো কোথায় বানাবে? ওদিকে আমেরিকা ফরসা। নেপোলিয়নের দাপটে ইউরোপও ফরসা। ফলে থাকে কেবল আফ্রিকা, লাতিন আমেরিকা ও বাংলা (প্রথমে) তথা ভারত (পরে)।

  • এলেবেলে | 202.142.96.193 | ১৬ জুলাই ২০২০ ২৩:১১450404
  • আমি পলিটিক্স অফ ডিসমিসাল আদৌ করছি না। ডনিগর তো সংগ্রহে আছেই, অস্ত্রভাণ্ডারে আরও অনেক কিছুই আছে যাতে সাহেবদের সংস্কৃত চর্চার মুখে ঝামা ঘষে দেওয়া যায়। কাজেই...

  • এলেবেলে | 202.142.96.193 | ১৬ জুলাই ২০২০ ২৩:০৮450403
  • ভাবি আসব না কিন্তু এসে পড়ি। অর্জুন, আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র না? এলিয়ট গীতাকে কী বলেছিলেন জানেন? ভাটে অত রেফারেন্স আমি দেব না। সবাইকে নিজের মতে আনার বা রেফারেন্সের হরির লুঠ দেওয়ার বাসনাও নেই। তাতে আপনি কনক্লুসিভ বললেন না কী বললেন ওতে অন্তত আমার কিছু এসে যায় না।

    আমি এলিয়টের গীতা পড়াকে শ্রদ্ধার চোখে দেখি। কেন দেখি সেটা আপনি বলবেন ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে। 

  • অর্জুন | 223.223.146.81 | ১৬ জুলাই ২০২০ ২২:০০450402
  • ডনিগরের হিন্দুইজম নিয়ে বইটি সমাদৃত এবং বিতর্কিত  বড্ড দাম বেশী তাই পড়া হয়নি । কিন্তু Diana Eck 'India: a sacred geography' হিন্দু তীর্থ ও তীর্যাযাত্রা সম্পর্কিত । খুব সুখপাঠ্য । 

    এখানে আরেকটা ব্যাপার অবাক করে আমাকে।  যেটা আমার dismissive লাগতে পারে সেটাই পুরোটা খারাপ ! এটা তো একদম রাইট উইং মেন্টালিটি । তাহলে আমাদের পূর্ব পুরুষ যারা গীতা পড়ে মুগ্ধ হয়েছিলেন  they were all stupid people ? 

    এই politics of dismissal টা খুব ভয়ংকর !  এবং সেটা ইতিহাসচর্চা  নয়। 

  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:5476 | ১৬ জুলাই ২০২০ ২২:০০450401
  • আর খোদ মহেন্দ্রনাথ দত্ত লণ্ডনে বিবেকানন্দ গ্রন্থে লিখছেন '১৮৮৭ সাল পর্যন্ত বাংলাদেশে গীতার বিশেষ প্রচলন ছিল না।' বিবেকানন্দের উৎসাহে হরমোহন মিত্র কালীপ্রসন্ন সিংহের মহাভারত থেকে গীতা অংশটি আলাদা করে নিয়ে মূল ও বঙ্গানুবাদ সমেত ছাপাতে শুরু করেন। 'তাহা হইতে বাংলাদেশে গীতার খুব প্রচলন হইল এবং লোকে সাগ্রহে পড়িতে লাগিল।' সে হিসাবে আমরা গীতা পড়ছি মাত্র ১৩৩ বছর।

    ----
    রঞ্জনবাবু,এটা এলেবেলে র উক্তি। উনি স্পষ্ট করে বলেছেন ১৮৮৭ সালের আগে গীতার সঙ্গে বাঙালির পরিচয় ছিল না।
    আমার প্রশ্ন রামকৃষ্ণ এর মতন মুখ্যু সুখ্যু লোক গীতা নিয়ে প্রশ্ন করেন কি ভাবে???
    উনি এও বলেছেন, গীতা নাম টাই সাহেব দের দেওয়া। এর স্বপক্ষে কোন রেফারেন্স নেই।
    ওনার যা কিছু বক্তব্য,তার একটাই রেফারেন্স হচ্ছে মহেন্দ্রনাথ দত্তের চিঠি।
    আমি বহু রেফারেন্স দিয়েছি যেখানে অন্য ভাষায় গীতার অনুবাদ হয়েছে।
    দশম শতাব্দী থেকে বহু লোক গীতার ব্যাখ্যা ও টিকা নিয়ে পুঁথি লিখেছেন।তাতে গীতা শব্দবন্ধ এর উল্লেখ আছে।
    Abhinavagupta (c. 1000 CE) Edit
    Abhinavagupta was a theologian and philosopher of the Kashmir Shaivism (Shiva) tradition.[280] He wrote a commentary on the Gita as Gitartha-Samgraha, which has

    Vanamali Mishra (1685 CE), Gitagudharthacandrika is quite similar to Madhvacharya's commentary and is in the Dvaita Vedanta tradition
  • S | 2405:8100:8000:5ca1::238:a4b9 | ১৬ জুলাই ২০২০ ২১:৫৮450400
  • চীন আর ভারত হল ইয়োরোপীয়ানদের আলটিমেট ডেস্টিনেশানস। প্রচুর রিসোর্স। এই দুটো দেশে আসতে গিয়েই বাকী সব জায়্গায় তাদের প্রসার এবং কলোনী স্থাপন। সাউথ আফ্রিকা তো অরিজিনালি ভারতগামী জাহাজগুলোর রেস্টিং স্টেশান। মধ্যপ্রাচ্যেরও তাই রোল। ওটা ছিল রোড ওয়ে টু ইন্ডিয়া অ্যান্ড চায়না। আমেরিকা তো আবিষ্কারই হল ঘুরপথে ইন্ডিয়া আসার তাড়নায়। পরবর্তিকালেও ইয়োরোপীয়ানরা আমেরিকাকে ওরিয়েন্ট যাওয়ার পথ হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। মানে ইয়োরোপ থেকে জাহাজে আমেরিকার ইস্ট কোস্ট। সেখান থেকে স্থল পথে ওয়েস্ট কোস্ট। তারপর ওয়েস্ট কোস্ট থেকে জাহজে শাংহাই।
  • | ১৬ জুলাই ২০২০ ২১:৫০450399
  • হ্যাঁ দুবার কোরাপশানের কেস হয়েছিল মনে হচ্ছে। বই দেখতে হবে।
  • অর্জুন | 223.223.146.81 | ১৬ জুলাই ২০২০ ২১:৪৯450398
  • @এলেবেলে, তার সব তথ্যসূত্র দেননি এখনো । কিছু তথ্যের উল্লেখ করে ছেড়ে দিয়েছেন । সেগুলো পড়ে আমার পুরোটাই চূড়ান্ত সিলেক্টিভ মনে হচ্ছে । মহেন্দ্রনাথ দত্তের চিঠি থেকে একটি উল্লেখ, বিবেকানন্দ আর চার্লস উইলকিন্স ।  গীতার সঙ্গে ইন্ডোলজি সবিশেষ যুক্ত । তাই ইন্ডোলজি চর্চার ইতিহাসটাও এখানে খুব গুরুত্বপূর্ণ । 

    এশিয়াটিক সোসাইটির জার্নাল, অ্যানাল অব ভাণ্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইন্সটিটিউট (পুনে), দ্য কোয়াটার্লি জার্নাল অব দ্য মিথিক সোসাইটি (ব্যাঙ্গালুড়ু),  বুলেটিন, ডেকন কলেজ (পুনে), কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভারততত্ত্ব বিভাগ বন্ধ হয়ে গেছে কিন্তু সেই বিভাগের অ্যানুয়ল জার্নাল এসব ভাল করে ঘাঁটতে হবে । এসব আপনি পড়েছেন কিনা জানিনা। কিন্তু এগুলো বিস্তৃত াবে না পড়ে অন্তত ঘেঁটে কোনো কনক্লুশনে আসা উচিতও নয় এবং সম্ভবও নয় বলে আমি মনে করি । 

    আমার জানা উপরে উক্ত প্রতিষ্ঠান বাদে আরো কিছু গবেষণা কেন্দ্র অবশ্যই আছে । 

    অ্যামেরিকানরা গীতা পড়বে না কেন ? প্রভুপাদের কৃপায় অনেকেই পড়েছে । এখন ইস্কনের জন্যে পড়ছে । এখনো বেশ কিছু অ্যামেরিকান ভারততত্ত্ববিদ আছেন যাদের কাজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে- ডায়না এল এক (Eck), ওয়েন্ডি ডনিগর , শেলডন পোলক । 

  • রঞ্জন | 182.64.117.165 | ১৬ জুলাই ২০২০ ২১:৪৮450397
  • এস এম,

     অবশেষে এলেবেলে তো নিজের বক্তব্যকে কোয়ালিফাই করেছেন। "রঞ্জনবাবু, গীতা থাকবে না কেন? বহাল তবিয়তেই ছিল। শুধু সে অশিক্ষিত ইংরেজের সংস্কৃত জ্ঞানের কৃপাপ্রার্থী ছিল না"। এই বক্তব্যতে তো আপনার আমার আপত্তি হওয়ার কথা নয় । 

    এস,

     একদম ঠিক। পয়সা বানানোর খেলাকে একটু ধূপের ধোঁয়া দিয়ে আড়াল করা। বাবা  রামদেব যার জ্বলজ্যান্ত উদাহরণ।

  • S | 2405:8100:8000:5ca1::281:92ed | ১৬ জুলাই ২০২০ ২১:৪২450396
  • ক্লাইভের বিরুদ্ধে কোরাপশানের ইয়ে হয়েছিল না?

    একটা অবজারেভেশান। এই ইন্ডিয়া আর চীনের বৈভব দেখে ইয়োরোপীয়ানদের মাথা ঘুরে যাওয়ার ঘটনাটা মনে হচ্ছে আবার শুরু হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত