এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৬:২৩450455
  • মাওরি ভাষায় পেঁচাকে রুরু বলে।  আমাদের এক মাওরি  বন্ধু আছেন, তিনি নিজেকে "te  ruru " ("টে রুরু ") বা " শ্রী পেঁচা" বলে থাকেন। তিনি সুপন্ডিত এবং অসাধারণ গায়ক।

  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৫:৪০450454
  • একক বহুদিন সাইটে আসেন না। আশা করি ভালো আছেন।
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৫:৩৮450453
  • সত্যিকারের প্যাঁচার স্নান করার ভিডো দেখলাম ফেবুতে। চমৎকার জল ঝাপ্টিয়ে স্নান করছে। ঃ-)
  • অরিন | 161.65.237.26 | ১৭ জুলাই ২০২০ ০৫:১৩450452
  • কবি বলেছেন,

    "প্রথম পাতাটি ভরা পেঁচায় পেঁচায়, 

    ভাটিয়ালি তে তাই সবাই চেঁচায় । "

    ;-)

  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৪:৪১450451
  • প্রথম পাতাটা এত বদলে গেছে গুর্চয়ের? এত এত মাটির প্যাঁচা দেখে ঘাবড়ে গেছিলাম। ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৪:৩১450450
  • দীপাঞ্জন, চীনের ব্যাপারটা একটু খোঁজ করুন তো ডীপ স্টেটের কাছে! ব্যাপারটা কী হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না।
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৪:৩০450449
  • কোন ব্যাটা রে আতোজকে চিরঘুমের দেশে পাঠিয়েছিলি? হিম্মত থাকে তো সামনে আয়।
    ভবদুলালবাবু, শুনছেন? আপনার ডবল ডিমাই অক্টাভো টা আনুন তো।
    ঃ-)
  • অরিন | 161.65.237.26 | ১৭ জুলাই ২০২০ ০৩:৫৯450448
  • @S:"একটা কথা এলেবেলে ঠিক বলেছেন যে সেকালে বাংলা সুবা ছিল সাবকন্টিনেন্টের সবথেকে বড়লোক সাবডিভিশান।"

    দারুণ আলোচনা হচ্ছে। 

    আমি নিউজিল্যাণ্ডের কলোনীর ইতিহাস , বিশেষ করে ভারত  নিউজিল্যাণ্ড সম্পর্ক পড়তে গিয়ে দেখছি যে সেযুগে (১৭৭০-)ইংরেজের পূর্ব এশিয়া এবং প্যাসিফিক অভিযান করার সময় চট্টগ্রামের স্থানীয় নাবিক, বিশেষ করে লস্করদের  গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। লশকর ব্যতীত  ইংরেজের বার বার নৌঅভিযান করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কলোনী প্রতিষ্ঠা করা সম্ভব হত না। এবং বহু লশকর ইংরেজের জাহাজে নিউজিল্যান্ড পৌঁছনোর পর বে অফ আইল্যাণ্ডে এসে মাওরীদের মাঝে নিরুদ্দেশ হয়ে যেত। মাওরীদের সঙ্গে আর বাঙালীর সঙ্গে ইংরেজের কলোনী প্রতিষ্ঠার স্ট্র্যাটেজির মিল আছে। 

    যাই হোক,যেটা বলতে চাইছি, সেই সময় সুবে বাংলা শুধু সমৃদ্ধই ছিল না, বস্তুত চীন, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার হয়তবা প্যাসিফিকের করিডোরও ছিল। মনে করে দেখুন, ওয়ারেন হেস্টিংস পাঞ্চেন লামার সঙ্গে চুক্তি করে তিব্বতের রাস্তা খোলার চেষ্টা করেছিলেন। বাংলা দখল না করলে সম্ভব ছিল না। 

  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০২:২৬450447
  • ভারতীয় সমাজকে, তার পাস্ট-প্রেজেন্ট-পোস্ট-পোস্টমডার্ন সব বুঝতে গেলে দেখুন - সীতা আউর গীতা -- হেমা আছে, আর্ড্ডির মিউজিক আছে -- (উফ! কি দিলাম, আকাকে বিট)
  • অর্জুন | 223.223.149.155 | ১৭ জুলাই ২০২০ ০২:১০450446
  • না, কাজে ব্যস্ত ছিলাম। এছাড়া কদিন ভয়ানক পরিশ্রম যাচ্ছে । এলিয়ট  গীতা সম্পর্কে কি বলেছেন সেটা নিয়ে এই মুহূর্তে মাথা ব্যথা করছি না। গীতা নিয়ে আপনি কিছু তথ্য পেশ করেছেন। তথ্যসূত্র দেননি । আপনার বিব্লিওগ্রাফির কথাও উল্লেখ করেননি। কিন্তু আপনার কথা শুনে উইলকিন্সের তথ্যটা কনক্লুসিভ বলেই মনে হয়েছে। 

    আপনি কিছু তথ্য ঘেঁটে কনক্লুশনে এসে ইতিহাস সাজাতে থাকেন কিনা জানিনা। নিশ্চয় নয় । কিন্তু ব্যাপার হল ইতিহাসের সন্ধান করার সময় একটা অনিশ্চয়তা থাকা ভাল। পুরো বিষয়টা তৈরি হলে তারপর কনক্লুশন । ইতিহাসে ওভাবে কিছু কনক্লুশন হয়ও না । 

    যাইহোক, আপনার লেখা না পড়লে কিছু মন্তব্য পড়ে ব্যাপারটা একদম পরিষ্কার হচ্ছেনা । অপেক্ষা থাকল। 

    এখানে অনেকেই সপ্তদশ, অষ্টাদশ শতকের ভারতীয় ইতিহাস নিয়ে আলোচনা করছেন । পঞ্চদশ শতকে প্রি ইউরোপীয় ইনভেশনের সময় সাউথ এশিয়ার একটি কমন রিজিওনল  আইডেন্টিটি ছিল কিনা বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার ও নেপালের বাসিন্দারা সকলেই নিজেদের 'হিন্দুস্তানি' ভাবত কিনা এ নিয়ে একটি ব্রিলিয়ান্ট বই এ বছর প্রকাশিত হওয়ার কথা । ব্রিটিশরা ভারতকে 'ইন্ডিয়া' করেছে বলে যে বহুলচর্চিত ঐতিহাসিক দাবী তার সত্যতা চ্যালেঞ্জ করবে এই বই ।  ইউরোপীয়দের পূর্বেই একটা কমন পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি হয়েছিল, সে সবের ইতিহাস সেই বইয়ে থাকবে।  পরে বিস্তারিত বলব । 

  • aka | 2600:1005:b11a:e6ac:1913:e091:edcb:8402 | ১৭ জুলাই ২০২০ ০২:০৯450445
  • মানে হল গিয়ে গীতা আসলে কলোনিয়াল এটা হল পোস্ট কলোনিয়াল হ্যাঙ্গওভার।

    উফফ কি দিলাম।
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:5476 | ১৭ জুলাই ২০২০ ০১:৫১450444
  • এলেবেলে উবাচ --
    কিন্তু আমি গীতাকে দেখছি উপনিবেশের টুল হিসেবে এবং রামমোহন-বঙ্কিম-তিলক এই তিন মহারথী উইলকিন্সের গীতা পড়েই তাঁদের যাবতীয় বাকতেল্লা মেরে গেছেন।
    *****

    এটা স্পষ্ট যে উনি (বঙ্কিম) সংস্কৃত পণ্ডিত দের গীতা নিয়ে টিকা ও ভাষ্য ভালো করে অধ্যয়ন করেছিলেন। উইলকিন্স এর গীতাও পড়েছিলেন। অন্যান্য পাশ্চাত্য দার্শনিক দের বিভিন্ন মতবাদ ও পড়েছিলেন। সেটাই ওনার মতোন সংস্কৃত ও ইংলিশ জানা প্রাজ্ঞ ব্যক্তির পক্ষে স্বাভাবিক। যাতে করে কিছু অমীমাংসিত জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়।খালি উইলকিনস পরে বাক তাল্লা দেন নি।এটা এলেবেলে বাবুর মাধুরী।

    বঙ্কিম এর চিঠির অংশ --

    অতএব যে সকল পণ্ডিতগণ গীতার ব্যাখ্যা বাঙ্গালায় প্রচার করিয়াছেন বা করিতেছেন, আমি তাঁহাদিগের প্রতিযোগী নহি; যথাসাধ্য তাঁহাদিগের সাহায্য করি, ইহাই আমার ক্ষুদ্রাভিলাষ। আমিও যত দূর পারিয়াছি, পূর্ব্বপণ্ডিতদিগের অনুগামী হইয়াছি। আনন্দগিরি-টীকা-সম্বলিত শঙ্করভাষ্য, শ্রীধর স্বামীর কৃত টীকা রামানুজভাষ্য, মধুসূদন সরস্বতীকৃত টীকা, বিশ্বনাথ চক্রবর্ত্তী-কৃত টীকা ইত্যাদির প্রতি দৃষ্টি রাখিয়া এই টীকা প্রণয়ন করিয়াছি।

    https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://advocatetanmoy.com/2020/03/30/preface-of-bhagavad-gita-bankim-chandra-chattopadhya/amp/&ved=2ahUKEwjUpKHHwNLqAhVRyDgGHZ70CYcQFjAAegQIARAC&usg=AOvVaw3uCbDgGx5DWXQtxtycrTd9&cf=1
  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০১:৩৬450443
  • সিএস,
    "... কারণ কলোনি হওয়া শুরু হয়েছে, পরাধীনতা শুরু হয়েছে ১৭৫৭ থেকে..."

    সেটা ঠিক আছে, কিন্তু আগে কি প্ল্যান ছিল, নাকি সলিড কোনো প্ল্যান ছিল না, প্ল্যান বলতে - দু চারটে ট্রেডিং পোস্ট বসানো হবে, ব্যবসা হবে, একটু আধটু এদিক-ওদিক এনক্রোচমেন্ট - তারপর দেখা যাবে - এরকম কিছু।

    ব্রিটিশ পার্লামেন্ট একটা বিল/অ্যাক্ট পাশ করে, অফিসিয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ে নেয় অনেক পরে, বোধহয় ১৭৭০-৮০ সময়ে।
  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০১:২৯450442
  • এলেবেলে,
    লিখুন না এই সময়টা নিয়ে, এই ধরুন ১৬৫০-১৭৫০ ---- এই এক্শো বছর -- সিগনিফিক্যান্ট কি কি ঘটছিল --- যেমন একটা জিনিস আমরা জানি - সেন্ট্রাল অ্যাডমিন্সট্রেশন (দিল্লি দরবার) দুর্বল হয়ে পড়্ছিল ।
  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০১:২৫450441
  • এগজ্যাক্টলি !
    চার্নক পূর্ব ভারতে এসেছিল সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি ১৬৫৮ নাগাদ, হুগলির কাশিমবাজারে, পাট্নায় শোরা ফ্যাক্টরি ছিল, আরও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সেটলমেন্ট - তখনও দিল্লিতে শাহজাহান আছেন, ঐ সালেই ঔরঙ্গজেব-এর হাতে ক্ষমতা গেল। এর পরে ৩২ বছর ফাস্ট ফরোয়ার্ড। ১৬৯০ সালে কলকাতায়। তার বছর দুয়েক বাদে চার্নকের মৃত্যু।

    তো, এই তিন দশক ধরে - কি হয়েছিল।

    তারপরে ধরো ১৬৯০-১৭৫০/৬০ --- পঞ্চাশ/ষাট বছর --- কি হচ্ছিল। কেন হচ্ছিল।
  • এলেবেলে | 202.142.96.193 | ১৭ জুলাই ২০২০ ০১:২০450440
  • এলসিএম, পলাশি-পূর্ব বাংলা নিয়ে বই আছে। বাংলা ও ইংরেজি - দুটো ভাষাতেই।

  • S | 2a0b:f4c1:2::250 | ১৭ জুলাই ২০২০ ০১:২০450439
  • ডাচদের মূল ট্রেডিং পার্টনার বা পোস্ট ছিল বাংলা। সেটা বৃটিশদের ক্ষেত্রে কিছুটা পরে হয়েছে। একটা আর্টিকল বলছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই ইম্পেরিয়েলিস্ট আর এক্সপ্যানশনিস্ট বিহেভিয়ার হঠাত খুব বেড়ে গেছিল ১৬৭০ আর ১৬৮০ থেকে। এর দুধরনের কারণ দেখিয়েছে - সাবকন্টিনেন্টের রাজনীতি আর ইংল্যন্ডের রাজনৈতীক পরিস্থিতি।

    আমার ধারণা ওরা অনেকদিন ধরেই কলোনি তৈরী করার কথা ভাবছে। আর চেস্টাও করেছে। সেটা পলাশীতে হঠাত সাকসেসফুল হয়ে যায়।
  • এলেবেলে | 202.142.96.193 | ১৭ জুলাই ২০২০ ০১:১৮450438
  • আমি পরশু থেকে অবাক হচ্ছি কেবল একটা বিষয়ে। সেটা হচ্ছে আলাদা গ্রন্থ শব্দবন্ধটি কি এতই দুরূহ?

    ভাষ্য বহুদিন আগে থেকেই ছিল। কিন্তু আমি গীতাকে দেখছি উপনিবেশের টুল হিসেবে এবং রামমোহন-বঙ্কিম-তিলক এই তিন মহারথী উইলকিন্সের গীতা পড়েই তাঁদের যাবতীয় বাকতেল্লা মেরে গেছেন। যেখানে হিন্দু পুনরুত্থানবাদীদের রমরমা, যারা বঙ্কিমকে বন্দে মাতরমের জন্য আইকন বানাতে চাইছে; সেই ন্যারেটিভটাকেই যদি ঝাড়ে-বংশে বিনাশ না করা যায় তাহলে ম্যানেজমেন্টে গীতা লাগে কি লাগে না সেটা বেশি জরুরি নাকি এটা?

    ওদিকে অর্জুন বোধায় এলিয়ট গীতা নিয়ে কী বলেছেন তার সন্ধানে ব্যস্ত!

  • সিএস | 2405:201:8803:bfcd:a114:3fcf:b126:54c9 | ১৭ জুলাই ২০২০ ০১:১৬450437
  • lcm সেরকম বইপত্তর আছে। পুরোন বাংলা বই আছে, পরের বইও নিশ্চয়। কিন্তু ভারতের ইতিহাসে, কলোনির ইতিহাসে সেগুলো প্রয়োজনীয় নয়, কারণ কলোনি হওয়া শুরু হয়েছে, পরাধীনতা শুরু হয়েছে ১৭৫৭ থেকে। সমাজ আর ইতিহাসবিদের ঝোঁকটা কোথায় তার ওপর নির্ভর করে কী লেখা হবে।
  • সিএস | 2405:201:8803:bfcd:a114:3fcf:b126:54c9 | ১৭ জুলাই ২০২০ ০১:১০450436
  • ট্রেডিং পোস্ট নিয়ে সম্রাট বা নবাবের সাথে ঝামেলা অথবা ডাচ, ফরাসী ও ইংরেজদের মধ্যে ঝামেলা হামশাই হত। সৈন্য রাখা সেই জন্য। জোব চার্ণক তো শায়েস্তা খাঁর কাছে সেরকম ক্যাল খেয়েই হুগলী, হিজলি, কলকাতা ছুটে বেড়ালো।
  • সিএস | 2405:201:8803:bfcd:a114:3fcf:b126:54c9 | ১৭ জুলাই ২০২০ ০১:০৬450435
  • সুরাত, বম্বে, মাদ্রাজ, মসলিপট্টন, কটক, বালেশ্বর মোটামুটি এই এতগুলো জায়গা ঘুরে ইংরেজরা খাস বাংলায় পৌছয়। এগুলো সবই হয় ব্যবসা বাড়ানোর জন্য অথবা এক জায়গায় ব্যবসা ভালো না হলে অন্য জায়গায় যাওয়া। একেবারে বাংলায় তো পৌছয়নি, বিবিধ কারণ থাকতে পারে অথচ পর্তুগীজরা মনে হয় আগে থেকে বাংলায়।
  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০১:০৬450434
  • তবে সিএস-এর একটা কথা আমারও মনে হয় -- পলাশীর যুদ্ধের (১৭৫৭) পর ১৯০ বছর ধরে কি কি হয়েছিল - সেগুলো যেমন ঘটনাসূত্রে বাঁধা - বহু আলোচিত -
    কিন্তু সেই তুলনায়, ১৬০৮-১৭৫৭ এই পিরিয়ডে বৃটিশরা/কোম্পানি কি করছিল -- সেটা নিয়ে তত কথা শোনা যায় না। অফ কোর্স তখন তো তার বণিক ছিল, তবু - ব্যাক্গ্রাউন্ড টা...
  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০১:০২450433
  • না, তুমি ঠিকই বলেছ। ১৬৮০-১৭০০ র মধ্যে একবার ট্রাই করেছিল চট্টগ্রামে ট্রেডিং পোস্ট বসাতে, মোঘল ফোর্স হঠিয়ে দিয়েছিল। এই রকম খুচরো ট্রাই ওরা সারা ভারত জুড়ে করেছে ১৬০৮ থেকে শুরু করে।
  • S | 2405:8100:8000:5ca1::242:706c | ১৭ জুলাই ২০২০ ০১:০২450432
  • লসাগুদা, উইকি বলছে অ্যাঙ্গলো-মুঘল যুদ্ধ হয়েছে ১৬৮৬-১৬৯০।

    একটা কথা এলেবেলে ঠিক বলেছেন যে সেকালে বাংলা সুবা ছিল সাবকন্টিনেন্টের সবথেকে বড়লোক সাবডিভিশান।
  • lcm | 2600:1700:4540:5210:2513:852e:637f:cc71 | ১৭ জুলাই ২০২০ ০০:৫৮450431
  • বড়েস,
    চট্টগ্রামে কোম্পানির লোকেদের সঙ্গে জমির দখল নিয়ে ওখানকার আরকান/মগ জমিদারদের লড়াই - সেটা মনে হয় অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে (১৭৫০-১৮০০)। মানে ১৬৯০-এর আগে নয়।
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:5476 | ১৭ জুলাই ২০২০ ০০:৫০450430
  • আমার তো পলাশীর যুদ্ধের পরের অংশ আরো আকর্ষণীয় লাগে।পলাশীর যুদ্ধের পর,মীরজাফর গদিতে বসে, নবাব হয়।পরিবর্তে ক্লাইভ কে, ২৪পরগনা ও কলকাতার জমিদারি দেওয়া হয় ও দু কোটি টাকা দেওয়া হয়।

    এখন মজার ব্যাপার হলো,মীরজাফর যা ভেবেছিল,তার চেয়ে অনেক কম ধন্ সম্পদ ছিল,সিরাজ এর।তাই ক্লাইভ কে কিছু নগদ ও কিছু  জুয়েলারি তে পাওনা মেটানো হয়।

    এ পর্যন্ত গপ্পো ঠিক ছিলো।কিন্তু মীরজাফর এর উচিত ছিলো,প্রাপ্য না দেওয়া বা দিলেও কিছু দিনের মধ্যেই কেড়ে নেওয়া।অন্তত রাজনীতি তাই বলে। কারণ মীরজাফর এর সৈন্য সংখ্যা ছিল ত্রিশ হাজার আর ক্লাইভের মাত্র তিন হাজার!

  • সিএস | 2405:201:8803:bfcd:4d55:7b5b:1b9b:d82a | ১৭ জুলাই ২০২০ ০০:৪৭450429
  • ইতিহাসের ঘটনার মধ্যে যোগ থাকতে পারে, যে যোগ তৈরী করাই ইতিহাসবিদের কাজ, সেটা করার জন্য সে আবার তথ্য ব্যবহার করে, সেটা করতে গিয়ে কোনটা নেবে কোনটা নেবে না সেসব সিদ্ধান্ত নিতে হয়, তথ্য আর ঘটনা তো একটা জঙ্গল, সে জঙ্গল পুরোটাই পাঠকের কাছে হাজির করলে পাঠক পালাবে, ফলে কিছু গাছ হাজির করতে হয় আর এসব করে সে একটা সময় বা ঘটনার বিশ্লেষণ করতে পারে কিন্তু জগতজোড়া ছকের হদিশ দিতে পারা ঐতিহাসিকের পক্ষে সম্ভব নয়। নানা রকমের প্রশ্ন আর ফাঁক এসে পড়ে।
  • S | 2405:8100:8000:5ca1::26d:d81b | ১৭ জুলাই ২০২০ ০০:৪১450428
  • পলাশীর আগেও চেস্টা করেছিল তো। চট্টগ্রামে। বোধয় সেখানকার পোর্ট আর হুগলী নদীর কন্ট্রোলের জন্য। পারেনি। সেই আবার বাংলাই ছিল মূল টার্গেট।
  • সিএস | 2405:201:8803:bfcd:4d55:7b5b:1b9b:d82a | ১৭ জুলাই ২০২০ ০০:৩১450427
  • পোহালে শর্বরী ইত্যাদি লাইনটি, এর প্রেক্ষিত তো পলাশীর যুদ্ধ যা ঐতিহাসিকের কাছেও বা কবির কাছেও বিশেষ কারণ এই ঘটনার সূত্র ধরেই ইংরেজদের হাতে ক্ষমতা এল, প্রথমে অর্থনৈতিক, সেখান থেকে জায়গা দখল, ডাচ বা ফরাসীদের সরিয়ে দেওয়া, ক্রমশঃ ভারত দখল, পরাধীনতা, কলোনি, শোষণ। ইতিহাসের এটি বড় ঘটনা কারণ এটা দিয়ে পরে অন্য পরিস্থিতিকে বিশ্লেষণ করা যায়, কিন্তু এই ঘটনায় পৌছতে গেলে বা তার পরের পরিস্থিতিতে পৌছবার জন্য যে এই ঘটনাকে প্রথম ধাপ হিসেবে ইংরেজরা মনে করেছিল তার প্রমাণ কোথায় ? ইতিহাসের যুক্তির মধ্যে কজালিটি থাকে, পলাশীর যুদ্ধ দিয়ে পরবর্তী কালের পর পর ঘটনায় যে কজালিটি তৈরী করা যায় কিন্তু পলাশীর যুদ্ধে অংশ নেয়ার কজালিটি না আনতে পারলে এই ঘটনা যে তাদের প্ল্যানের অঙ্গ সেটা প্রমাণ হবে কী করে ?
  • Apu | 2401:4900:3146:605a:e52a:2346:7b0c:4c27 | ১৭ জুলাই ২০২০ ০০:২৫450426
  • আমাদের এদিকে অবস্থা বেশ খারাপ। উত্তরপাড়া,বরানগর, আড়িয়াদহ । রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

    SBI র এক কর্মীর করোনা ধরা পড়লো। বেলুড়মঠ SBI বন্ধ।

    আজ থেকে দোকান পাট আবার এক বেলা খোলা শুরু হল । বেশ কিছু দিন দু বেলাই দোকান খুলছিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত