এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2601:247:4280:d10:215f:8de:c419:b45f | ১৭ জুলাই ২০২০ ০৯:৫৬450485
  • অরিন,  অনেক ধন্যবাদ

  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৯:৩৩450484
  • "কোস্টাল এরিয়াতে স্নোফল হয়?"

    হয় তো  । 

    এখানে সমুদ্রএর জল এতটাই ঠান্ডা যে নেমে চান করার কথা ভাবা যায় না, সার্ফিং করতে গেলে wetsuit  ছাড়া উপায় নেই । বহু বছর আগে টিমারু  নাম একটি শহরে দেখবার মতন বরফ পড়েছিল সমুদ্রের তীর অবধি বরফে ঢেকে গিয়েছিলো, আমি ছবি দেখেছি শুধু।  তবে শীতকালে যখন তখন বরফপড়ে , ইদানিং দু এক বছর একটু কমেছে।  

  • @অরিন | 192.42.116.16 | ১৭ জুলাই ২০২০ ০৯:২৬450483
  • কোস্টাল এরিয়াতে স্নোফল হয়?

  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৯:২২450481
  • সেই দূর আন্টার্কটিকা থেকে সাঁতরে সাঁতরে আসে ঐ পেঙ্গুইনরা?

     কিছু মনে হয় ঐভাবে আসে।  তবে নিউ জিল্যান্ড মূল ভূখণ্ড আর আন্টার্টিকা র মধ্যে রস সমুদ্রের আগে বহু sub  antarctic  island  আছে।  এদের অনেকেই সেখান থেকেও আসতে পারে।  

  • | 2601:247:4280:d10:215f:8de:c419:b45f | ১৭ জুলাই ২০২০ ০৯:১৯450480
  • অরিন, খোলা যাচ্ছে না

  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৯:১৫450479
  • পলাশীর প্রান্তরে তো তারপরে গেল।
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৯:১৩450478
  • কিন্তু মাদ্রাজের ব্যাপারটা তো ---ক্লাইভ ওইখানেই আগে গিয়েছিল না?
  • dc | 103.195.203.1 | ১৭ জুলাই ২০২০ ০৯:০৮450477
  • "আসলে আমি অনেক বাঙালিকে দেখেছি - যার ব্যাপারটা ভাল করে ডিটেইলসে খেয়াল করেন না - অবশ্য আমাদের স্কুলের ইতিহাসে খানিকটা সেইরকম পড়ানো হয়েছে - যেন পলাশীর যুদ্ধের আগে বৃটিশরা ভারতে আর কোথাও ছিল না"

    এলসিএমদা আমিই তো এরকম ছিলাম! কলেজ টলেজে পড়ার সময়ে আমার আইডিয়া ছিলো যে ইংরেজরা বাংলাতেই প্রথম এসেছিলো, পলাশীর যুদ্ধে জেতার পরেই ভারত দখল করে নেয় (ক্লাস টেনের পর আর কোন ইতিহাসে বই খুলে দেখিনি, তার ফল আর কি)। এবার চাকরি করতে সুরাট গেছি, সেখানে একজন বয়স্ক ভদ্রলোক একদিন আমাকে বলেন যে আমাদের এই শহরেই কিন্তু ব্রিটিশরা প্রথম এসেছিলো, সেই ষোলশো সালে। শুনে আমি তো চমকে চোদ্দ! ওনাকে বলতেও গেছিলাম, তা কেন, ওরা তো প্রথমে কলকাতায় গেছিল, তারপর বোধায় এসব দিকে এসেছিল।

    তার অনেক অনেক পরে জানতে পেরেছি ব্রিটিশরা সুরাট, বোম্বে, মাদ্রাজ ইত্যাদি শহরেও গেছিল।
  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৯:০৭450476
  • @lcm :" নিউজিল্যান্ডে কি একটা হাঙ্গি ডিনার আছে, মাটিতে গর্ত করে আগুন জ্বালিয়ে মাংস-টাংস রেখে মাটি চাপা দিয়ে কিভাবে যেন করে। ওটা খেয়েছেন কখনও?"

    অনেকবার। 

    মাওরি দের উৎসব অনুষ্ঠানে ভোজ আপ্যায়নের  ঐটাই রীতি। মাওরি ভাষায় খাওয়া দাওয়া কে "কাই " বলে ।   হাঙি  (উচ্চারণ: হাইঁ, চন্দ্রবিন্দু র অবস্থান টা  নজর করবেন   ) । মাটিতে গর্ত করে আগুন জ্বালিয়ে তারপর পাথর দিয়ে নিভু  নিভু আঁচে গর্তের মধ্যে  নানারকম শাকসবজি রাঙালু  মাছ  মাংস  দিয়ে তারপর কাঠ ইত্যাদি দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দেওয়া, তারপর রান্না হয়ে গেলে বের করে নিয়ে খাওয়া দাওয়া  । আজকাল কাজ  সহজ ও দ্রুত করার জন্যে অবিশ্যি "hangi  oven " পাওয়া যায়, তাতে অবিশ্যি আসল পদ্ধতিতে রান্না করার স্বাদ পাওয়া যায় না।  মাটিতে গরম পাথরে দমে  রান্না হয়।  বিশেষ করে মাছ খেতে দারুন লাগে।  অন্য রকম।  

  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৯:০২450475
  • সেই দূর আন্টার্কটিকা থেকে সাঁতরে সাঁতরে আসে ঐ পেঙ্গুইনরা?
  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৮:৫৬450474
  • " কিংবদন্তীর মাউই ছিপ ফেলে হেইয়ো হেইয়ো করে দ্বীপটা কি টেনে তুল্লেন এমনি এমনি? ভালো না হয়ে যায় কোথা? ঃ-)"

    ভালো বললেন।

    মাউই  এর মায়ের নাম "তরঙ্গা ", :-),  আমার কাছে বেশ লাগে ভাবতে যে সমুদ্রের ঢেউ ( আমাদের "তরঙ্গ "?) নাকি মাউই  কে বড়  করেছে।  

    যে মাছটাকে সে টেনে তুলেছিল সেইটা  উত্তর দ্বীপ, মাউই এর নৌকোটা হলো দক্ষিণ দ্বীপ।  আরো একটা দ্বীপ আছে, সেখানে ঘন  জনবসতি নেই, তার নাম stuart  island  । সেও ভারী  সুন্দর । তারপর সমুদ্র অপার , ওধারে এন্টার্কটিকা। 

  • lcm | 99.0.80.158 | ১৭ জুলাই ২০২০ ০৮:৪৯450473
  • আচ্ছা অরিন, নিউজিল্যান্ডে কি একটা হাঙ্গি ডিনার আছে, মাটিতে গর্ত করে আগুন জ্বালিয়ে মাংস-টাংস রেখে মাটি চাপা দিয়ে কিভাবে যেন করে। ওটা খেয়েছেন কখনও?
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৮:৪৪450472
  • অতি ভালো দ্বীপটি। কিংবদন্তীর মাউই ছিপ ফেলে হেইয়ো হেইয়ো করে দ্বীপটা কি টেনে তুল্লেন এমনি এমনি? ভালো না হয়ে যায় কোথা? ঃ-)
  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৮:৩৯450471
  • নিউ জিল্যান্ডে  বন্য প্রাণী বিশেষ নেই, শুধু পাখি।  সাপ খোপের ভয় নেই।  এক ধরণের বিষাক্ত মাকড়শা শুধু আছে, তাও  সব জঙ্গলে নেই।  যা প্রাণী সবই প্রায় সায়েবের ঢোকানো , যেমন বুনো শুওর, হরিণ । মাওরিরা যখন এসেছিলো তখন কুকুর নিয়ে এসেছিলো, আর সায়েবরা কুকুর নিয়ে আসে।  

  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৮:২৭450470
  • "আরে অরিন, কিউয়ি পাখি? সত্যি সত্যি ঘুরে বেড়ায়? আমার ধারণা ছিল লুপ্তপ্রায়"

    নানা , লুপ্তপ্রায় কেন হবে,তাঁরা দিব্যি ঘুরে বেড়ান ।  বহাল তবিয়তে আছেন।  

    তবে সব সময় তো তাঁর বা তাঁদের দেখা পাওয়া যাবে না, তাঁরা  রাতের পাখি, এমনকি চিড়িয়াখানাতে তাঁকে দেখতে গেলেও যে ঘরে তাঁকে দেখতে হবে, সেখানে টুঁ   শব্দটি  করা চলবে না, ক্যামেরায় ফ্ল্যাশ লাগানো চলবে না।  ঘন অন্ধকারে নিভু আলোয় তাঁকে দেখতে হবে।  জঙ্গলে ও  তাই।  রাতে ক্যাম্প করে থাকলে গভীর জঙ্গলে খুব রাতের দিকে তাঁর গলার আওয়াজ পাবেন, পা টিপে টিপে ক্যাম্প থেকে বেরোলে দেখবেন তিনি মাটি থেকে খুঁটে খুঁটে পোকা খেয়ে বেড়াচ্ছেন।  তবে মানুষকে বিশ্বাস করেন।  

  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৮:১৯450469
  • টুনটুনির নামটা চমৎকার, হিহি। ঃ-) ঃ-)
  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৮:১৭450468
  • @ম :

    দেখুন তো ডাউনলোড  করতে পারেন কি না? জিপ ফাইল 

    https://ecloud.global/s/CP54WQAQMJKaGcA

    যদি না হয়, তাহলে একটু জানাবেন প্লিজ।  

    @Du ,  ঠিক বলেছেন, এখানকার পাখিরা দেখতেও একটু অন্য রকমের । 

    (আগের লেখাটায় একটা নাম ভুল লিখেছি, টুই  নামের পাখিটা bellbird  নয়, bellbird  হচ্ছ কোরিমাকো  । টুই  এর ও ভারী মিষ্টি আওয়াজ। )

    যেমন ছোট বুনো মুরগি, তার নাম ওয়েকা ("weka ") ।

    আবার "কাকাপো" যেমন আছে, তেমন "কাকা" ও আছে. কাকা ও এক ধরণের টিয়া, কাকা উড়তে পারে, কাকাপো পারে না। কাকা যেমন আছে, "কাকী" ও আছে, কাকী জলের পাখি, ইংরেজিতে "stilt " , কালো রঙের।  

    আরেক ধরণের মুরগি আছে ঘন নীল রঙের , যখন তখন আমাদের এদিকের রাস্তায় দেখতে পাই রাস্তা পেরিয়ে মহা ব্যস্ত হয়ে এদিক ওদিক যাচ্ছে , তার নাম "পুকেকো"  । ভারী মিষ্টি দেখতে।  

    আবার, আমদের দেশের  পায়রা , এখানে  অনেক রকম প্রজাতির পায়রা আছে।  এক প্রজাতির পায়রা কে মাওরিরা বলে "পারেয়া ", :-), । আবার আরেক রকমের  জংলী পায়রা কে মাওরিরা বলে কেরু।  

    এক ধরণের  হলুদ মাথাওয়ালা  পাখি আছে, আজ সকালেই বাড়ির বাগানে ঘোরাঘুরি করছিলো, তার মাওরি নাম "মহুয়া"।

    আমাদের দেশের  টুনটুনি পাখির মাওরি নাম "হিহি"।  

    :-)  

  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৮:০২450467
  • কাকাপো শুনে খুব চমৎকার লাগল, কাকাতুয়া মনে পড়ল। ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৮:০১450466
  • আরে অরিন, কিউয়ি পাখি? সত্যি সত্যি ঘুরে বেড়ায়? আমার ধারণা ছিল লুপ্তপ্রায় ওই পাখি, শুধু স্পেশাল চিড়িয়াখানায় কিছু আছে। ঘুরে বেড়ায় শুনে এত ভালো লাগল।
  • Du | 47.184.21.53 | ১৭ জুলাই ২০২০ ০৭:৪৮450465
  • বাহ। ওদিককার প্রানী আর পাখিরা দেখতে ও একটু অন্য ধরনের তাই না?
  • | 2601:247:4280:d10:215f:8de:c419:b45f | ১৭ জুলাই ২০২০ ০৭:৪৫450464
  • হ্যাঁ হ্যাঁ। 

  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৭:২১450463
  • @S : "@অরিণ, একসময় চট্টগ্রামে বড় শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল। আর এটা ঘটনা যে চট্টগ্রাম পোর্ট (পরে কোলকাতা পোর্ট) ছিল ইন্ডিয়া, ইস্ট এশিয়া, আর এশিয়া প্যাসিফিকের অন্যতম করিডোর।"

    ভালো বলেছেন। ভারত একমাত্র দেশ যার নামে  একটি মহাসাগরের নামকরণ করা হয়েছে।  আর ভারতের মধ্যে বাংলা  , যার নাম  করে একটি উপসাগর।  

  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৭:১০450462
  • "কারুর কাছে কায়রো ট্রিলজির নরম কপি আছে? 

    থাকলে জানাবেন"

    আমার কাছে আছে ।

    চাই ?

  • অরিন | ১৭ জুলাই ২০২০ ০৬:৫৪450461
  • মাওরি ভাষায় পাখিদের নাম  শুনতে মিষ্টি  ।

    পেঁচা যেমন রুরু ("রু রু" করে ডাকে বলে), বড়  সুন্দর   টিয়াপাখি আছে,তার নাম "কিয়া"।  কিয়া পাখিরা ভারী মিশুকে, মানুষকে এতটুকু ভয় পায়  না । সবথেকে লাজুক আর শুধু রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, সে পাখি, কিউয়ি  পাখি।  সে আবার  উড়তেও পারে না ।  আরো আরেক রকম টিয়া, সে  ও উড়তে পারে না, তার নাম "কাকাপো" । বড়  বড়  হলুদ চোখ অলা  পেঙ্গুইন , আন্টার্কটিকা  থেকে সাঁতরে নিউ জিল্যান্ডে ডিম পাড়তে  আসে, তাদের নাম হোইহো । আরেক রকমের পাখি, এতো মিষ্টি ডাক, ডাক শুনলে মনে হবে কোথাও যেন মৃদুস্বরে  ঘন্টা বাজছে , তার নাম "টুই " (ইং : bellbird) | 

  • | 2601:247:4280:d10:215f:8de:c419:b45f | ১৭ জুলাই ২০২০ ০৬:৫১450460
  • কারুর কাছে কায়রো ট্রিলজির নরম কপি আছে? 

    থাকলে জানাবেন

    ধন্যবাদ

  • প্রথম পাতা | 185.220.101.195 | ১৭ জুলাই ২০২০ ০৬:৪৯450459
  • id: 1 - Name: Bob - Address: 1000 Bob Builder St
    id: 2 - Name: Jim - Address: 5590 Bengali St
    id: 3 - Name: Priya - Address: 7890 Indian Rice Rd

    আর কেউ দেখতে পাচ্ছেন এইসব?

  • S | 2a0b:f4c2:1::1 | ১৭ জুলাই ২০২০ ০৬:৪৪450458
  • @অরিণ, একসময় চট্টগ্রামে বড় শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি ছিল। আর এটা ঘটনা যে চট্টগ্রাম পোর্ট (পরে কোলকাতা পোর্ট) ছিল ইন্ডিয়া, ইস্ট এশিয়া, আর এশিয়া প্যাসিফিকের অন্যতম করিডোর। বোধয় র‌্যাঙ্গুন আর কেডাহও ছিল। তখন এই জায়্গাগুলো ছিল গ্লোবাল লজিস্টিক্স হাব (পরে যেটা সিঙ্গাপুর আর হংকং হয়েছে)। কারণ তখনও আমেরিকার উপর দিয়ে রূটটা তৈরী হয়নি। আর পানাম ক্যানেল তো সেদিনের গল্প। ফলে চীনে জল পথে পৌঁছতে গেলে জিব্রাল্টার, কেপ হোপ, মরিশাস, কলোম্বো ঘুরে, মাদ্রাজ হয়ে চট্টগ্রাম। সেখান থেকে হয়ত মালাকা স্ট্রেইট ইত্যাদি বা সব জিনিস স্থলপথে যাবে। এই রূটের কিছুটা এখনও আছে, বাংলা বাদ গেছে।
  • Du | 47.184.21.53 | ১৭ জুলাই ২০২০ ০৬:৩৫450457
  • মেমারি থেকে প্রথম হবার আনন্দে আজ নিমো গ্রামের আরেকটা পর্ব এলে ভালো হত।
  • Atoz | 151.141.85.8 | ১৭ জুলাই ২০২০ ০৬:২৬450456
  • রুরু! কী দারুণ নাম!
    শুনেছিলাম একরকমের হরিণকে রুরু হরিণ বলে। এটা অবশ্য ভারতীয় ভাষায়।
    বাংলায় একধরণের প্যাঁচাকে যে সুদর্শন বলে, জীবনানন্দ পড়েও বুঝিনি বহুকাল। পরে ব্যাখ্যা শুনে বুঝলাম। "সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত