এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯৪৮৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 458912.167.34.76 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৩489703
  • অনেকটা এসকালেট হয়ে গেছে তো ব্যাপারটা। যাস্ট আ ফিউ স্টেপস ফ্রম ফুল ফ্লেজড ওয়ার।

    আম্রিগা, রাশিয়া, চীন চুপ করে বসে আছে কেন?
    নাকি পিছনে কথাবার্তা চলছে? ডিপ্লোম্যাটিক কোনো মেজর মুভমেন্ট হয়েছে এর মধ্যে?
  • দ্রি | 236712.247.4578.202 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৪৪489705
  • ইন্টারন্যাশানাল কমিউনিটির নানারকম অ্যাজেন্ডা আছে। পাকিস্তানে এখন ইউএস ইনফ্লুয়েন্স কমছে। চাইনীজ ইনফ্লুয়েন্স বাড়ছে। চাইনীজ টাকা ঢুকছে। এছাড়া সৌদি মানি তো আছেই। এখন একটা রাশিয়া, চীন, ইরান, সিরিয়ার অ্যালায়েন্স তৈরী হচ্ছে। ইন্ডিয়াও এই অ্যালায়েন্সে ঢুকতে পারত, যদি এই পাকিস্তানের সাথে ঝামেলাটা না থাকত। ইউএস এটা বোঝে। তাই পাকিস্তানকে লুজ করে এখন ইন্ডিয়াকে দলে টানতে চাইছে। পাকিস্তানের এক অ্যাম্বাস্যাডার তো ভারতের এই অ্যাডভেঞ্চারিজমের জন্য আমেরিকার উসকানিকে দায়ী করেছেন। রিসেন্টলি পম্পেওর সাথে অজিত দোভালের আলোচনাও মিডিয়াতে এসেছে। পম্পেও নাকি দোভালকে এই টেররিস্ট ক্যাম্পে স্ট্রাইক এন্ডোর্স করেছেন। (https://www.aninews.in/news/national/general-news/support-indias-air-strike-on-jem-terror-camps-in-pakistan-us-secretary-to-nsa-ajit-doval20190228101743/)

    আমেরিকার পার্স্পেক্টিভ থেকে কিছু জিওপোলিটিকাল কন্সিডারেশানও আছে। আমেরিকা এখন ভেনেজুয়েলা আক্রমণের তাল করছে। গুয়াইদোকে দিয়ে ক্যু করানোর চেষ্টা তো ফেইল করল। এখন বিরাট বিরাট ট্রাকে করে জোর করে এইড ঢোকানোর চেষ্টা করছে। সাপোজেডলি সেগুলো নাকি ভেনেজুয়েলার মানুষকে রক্ষা করবে। ভেনেজুয়েলার মানুষকে রক্ষা করতে চাইলে অবশ্য ভেনেজুয়েলান তেলের কোম্পানীর ওপর স্যাংশান তোলা উচিত, সিটগোর অ্যাসেট আনফ্রিজ করা উচিত, লন্ডনে রাখা ভেনেজুয়েলান সোনা ফেরত দেওয়া উচিত। সেসব না করে বিরাট বিরাট ট্রাক পাঠানোটা একটু পারভার্স। যাইহোক, কেস হল ভেনেজুয়েলা ওসব ঢুকতে দেবে না। বর্ডারে মারামারিতে দুয়েকটা ট্রাক পুড়ে গিয়েছিল। সেই পোড়া ট্রাকের ছবিতে দেখা গেছে এইড ট্রাকে মেডিসিনের বদলে ছিল প্রচুর পরিমাণ চেইন, পেরেক এইসব। আসলে রেজিম চেঞ্জের খেলা এতদিন খেলার পর ট্রিকগুলো সবাই ধরে ফেলেছে। এগুলো হল ট্রোজান হর্স। খাবারদাবারের সাথে নানারকম মারামারি করার সরঞ্জাম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। যাতে করে সরকারের বিরোধীরা ভায়োলেন্ট প্রোটেস্ট শুরু করতে পারে। মলোটভ ককটেল, গোলাগুলি অ্যান্ড সো ফোর্থ। পেরেক, চেইন এইগুলো সম্ভবত ব্যারিকেড বানানোর কাজে ব্যবহৃত হত। এই এক জিনিষ হয়েছিল ইউক্রেনে। মারামারি, এবং কেওস যখন খুব বেড়ে যাবে, কিছু লোক মরবে, তখন আমেরিকা ইন্টারভেনশানের এক্সকিউজ পাবে।

    যাইহোক ইউএসের এই প্ল্যান অপোজ করছে রাশিয়া ভোকালি, এবং চীন সাইলেন্টলি। ইন ফ্যাক্ট, ভেনেজুয়েলায় চীনের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। ভারত পাকিস্তানের একটা বড় ইনসিডেন্ট হলে চীন এতে বিজি হয়ে যেত, ডিসট্র্যাক্টেড হত। তাতে ইউএসের ভেনেজুয়েলা প্ল্যান এক্সিকিউট করতে সুবিধে হত।
  • দ্রি | 236712.247.4578.202 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫৩489706
  • একটু অড শোনালেও ভারতের পাইলট বন্দী হয়ে শাপে বর হয়েছে। আপাতত কিছুদিনের জন্য ডিএস্কালেশান হল বলে মন হচ্ছে। যদি শুধু প্লেন ভেঙ্গে পড়ত, আর পাইলট বন্দী না হত, এতক্ষণে আবার অ্যাটাক শুরু হয়ে যেত।

    আর পাকিস্তানও পাইলটকে ছেড়ে দিয়ে খুব বিচক্ষণ কাজ করছে। আসলে পাকিস্তান এখন ফুল ফ্লেজেড যুদ্ধ অ্যাফোর্ড করতে পারে না। ভারত পাকিস্তান কেউই পারে না। পাকিস্তান একেবারেই পারে না। আর কত লোন নেবে?
  • দ্রি | 568912.220.120112.27 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৫489707
  • তবে এখন মনে হচ্ছে ভারত যে ক্লেম করেছিল পাকিস্তানের একটা এফ-১৬ ভেঙ্গে পড়েছে, সেটা ঠিক হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।

    টুইটারে কিছু ভিডিও, স্টিল ফোটো এসেছে, যাতে করে মনে হয় এটা হলেও হতে পারে।

    এইখানে দেখা যাচ্ছে ইউনিফর্মড পাকিস্তানি আর্মি একটা ভেঙ্গে পড়া প্লেনের পার্টস ট্রাকে লোড করছে।

    https://twitter.com/MdShafiKhatana/status/1101001860864004096

    সেই ভিডিওর কিছু স্টিল নিয়ে নিতিন গোখলে নামে এক ডিফেন্স অ্যানালিস্ট ক্লেম করছেন, ওটা এফ-১৬ এর ইঞ্জিন। এটা অবশ্য আম জনতার পক্ষে বোঝা সম্ভব নয়। ইঞ্জিনের ছবি দেখে এয়ারক্রাফট বলে দেওয়া, এটা প্রোফেশানালদের পক্ষেই সম্ভব।

    https://twitter.com/nitingokhale/status/1101008776973377536/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1101008776973377536&ref_url=https%3A%2F%2Fsputniknews.com%2Fasia%2F201902281072828764-india-pakistan-air-strike%2F

    এছাড়া জিনিউজ ইন্ডিয়ান সাইড থেকে পাওয়া AIM-120 AMRAAM মিসাইলের টুকরোর ছবি পাবলিশ করেছে। এই মিসাইল এফ-সিরিজের (এফ১৪, এফ১৫, এফ১৬) ফাইটার প্লেনেই ফিট করা থাকে।

    https://zeenews.india.com/india/indian-army-recovers-wreckage-of-amraam-missile-fired-by-pakistans-f-16-fighter-jets-2184285.html

    এইসব দেখে মনে হয় প্লজিবল এক্সপ্লানেশান হল, পাকিস্তান ইন্ডিয়ান এয়ারস্পেসে ঢুকলে ইন্ডিয়ান ফাইটাররা ওদের চ্যালেঞ্জ করে। একটা মিগ-২১ এবং একটা এফ-১৬ ভেঙ্গে পড়ে। দুটোই পাকিস্তান সাইডে পড়ে।

    শুরুতে বোধহয় পাকিস্তান ভেবেছিল দুটোই ইন্ডিয়ান প্লেন। তাই মেজর জেনারেল গফুর শুরুতে দুটো ভারতীয় প্লেন শুটডাউনের কথা বলেছিলেন প্রেস কনফারেন্সে।



    শুধু তাই নয়, তিনি দুটো পাইলট ধরার কথাও বলেছিলেন, যেটা পরে রিট্র্যাক্ট করা হয়। সম্ভবত, অন্য পাইলট পাকিস্তানের নিজেরই ছিল, ভেঙ্গে পড়া এফ-১৬ এর। গফুর অন্য একটা ভারতীয় প্লেনের কথাও বলেন, কিন্তু স্বীকার করেন তাতে পাকিস্তানের কোন ইন্টার‌্যাকশান ছিল না। ওটা সম্ভবত সেই মিগ-১৭ চপার। ভারতীয় বয়ানের (যান্ত্রিক গোলোযোগ) সাথেও এটা মিলে যাচ্ছে।
  • S | 458912.167.34.76 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২০489708
  • এস সি ও যে বানানো হলো, তার কি হলো? চীন-রাশিয়ার কি সে নিয়ে কোনো উৎসাহ নেই? বলেছিলো ন্যাটোকে ব্যালেন্স করবে। অবশ্যি ন্যাটো কি আর থাকবে?

    ভেনেজুয়েলাতে কি রাশিয়ান আর্মি রয়েছে এখন? তাহলে আম্রিগা নিজে ঢুকবেনা।

    রাশিয়া আর চীন মিলে তো মোটামুটি নর্থ আম্রিগা ছাড়া বাকিসবকটা কন্টিনেন্টকেই গিলে নিয়েছে।
  • দ্রি | 568912.220.120112.27 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২১489709
  • পাকিস্তান কেন এফ-১৬ ইউজ করেছে এ কথা অস্বীকার করল (ডনেও এই অস্বীকারের কথা ছাপা হয়েছে) সেই নিয়েও কিছু স্পেকুলেশান এসেছে বাজারে। ২০১৬ এ নাকি পাকিস্তান আমেরিকা থেকে এফ-১৬ পেয়েছিল এই কন্ডিশানে যে কেবল মাত্র টেররিজমের সাথে লড়ার জন্যই এটা ব্যবহার করা যাবে। ভারতের বিরুদ্ধে এটা ব্যবহার করাটা ওরা পাবলিক করতে চায়নি। তবে, বিশেষ করে ভারতের সাইডে পাওয়া ঐ আমরাম মিসাইলের টুকরোটা বেশ ইনক্রিমিনেটিং।
  • দ্রি | 568912.220.120112.27 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৬489711
  • না, রাশিয়ান আর্মি মনে হয়না আছে। কিন্তু খুব অল্প কিছু রাশিয়ান মিলিটারী কনট্র্যাক্টর আছে। কিন্তু আমেরিকা যা করার বকলমে করবে আপাতত। কলাম্বিয়ান গুন্ডা টুন্ডা দিয়ে।
  • S | 458912.167.34.76 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৭489712
  • রাশিয়ান কন্ট্রাক্টার থাকলে কলোম্বিয়ান মাফিয়াকে তো পিষে দেবে দুদিনে।
  • দ্রি | 568912.220.120112.27 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২৯489713
  • রাশিয়া চীন ইকনমিকালি গিলে নিতে পারে, যদিও সেটাও ডাউটফুল। কিন্তু মিলিটারীলি ইউএস এখনও হেজিমনি। ইউএসের কটা ওভারসীজ বেস আছে যোগ করুন। তারপর রাশিয়া আর চীনের কটা আছে হিসেব করুন। তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে।
  • S | 458912.167.34.76 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪০489714
  • কিন্তু তাতে লাভটা কি হচ্ছে? এক সৌদি ছাড়া এইমুহুর্তে মিডল ইস্টে আম্রিগার কেউ বন্ধু নেই। সেন্ট্রাল এশিয়া তো কবেই গেছে। ওয়েস্ট এশিয়াতে এক ইজরায়েল। আম্রিগার হাত থেকে ইরাক চলে গেলে নেক্সট স্টপ হবে সৌদি। এম্বিএসের সঙ্গে পুতিনের যা বন্ধুত্ব তাতে কদিন বাদে সৌদি এমনিতেও অন্যদিকে হেলবে। তাছাড়া সৌদি নতুন ক্লায়েন্ট খুঁজছে তেল বেচার জন্য।

    ইস্ট ইয়োরোপে রাশিয়া বিরুদ্ধ একটা হাওয়া থাকলেও, ক্রাইমিয়া নিয়ে রাশিয়া ডেমোনস্ট্রেট করে দিয়েছে যে বেশি ট্যাঁ-ফোঁ করলে কি অবস্থা হবে। জার্মানী মোটামুটি নিউট্রাল পজিশানের দিকে হেলছে। স্ক্যান্ডেনেভিয়ানরা এমনিতেই ভয়ে ভয়ে থাকে। এক ফ্রান্স আর ইউকে রয়েছে রেজিস্ট করার জন্য।

    অস্ট্রেলিয়াতে চীনের ইনফ্লুয়েন্স বাড়ছে। আফ্রিকাতেও তাই। তবে এগুলো মুলতঃ ইকনমিক এবং কিছুটা পলিটিকাল।

    ইস্ট এশিয়াতে সাউথ কোরিয়া আর জাপানকে মোটামুটি ডিজেনফ্র্যান্চাইজ্ড করার দিকে এগোচ্ছে আম্রিগা। কদিন পরে বেস না সড়ালেও, হালকা করে দেবে।
  • T | 342323.191.5656.89 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৪489716
  • পাক এফ-১৬ ভেঙে পড়তেই পারে। কিন্তু ডিফেন্স অ্যানালিস্টটির দৌড় নিয়ে সন্দেহ আছে। স্ট্যান্ডার্ড টার্বোফ্যানের ছবি দেখিয়ে দাবীটা হাস্যকর, যখন গুচ্ছের ফাইটার প্লেন একই ধরণের টার্বোফ্যান এঞ্জিন ব্যবহার করে।

    কিন্তু দ্রি সায়েব, জনতা দাবী করছে যে কিছু এফ-১৬ জর্ডনের হাত ফেরতা কেনা। আমেরিকার চাপানো শর্ত সেক্ষেত্রে খাটে না। সেগুলোই নাকি ব্যবহার হয়েছে এইবার।
  • দ্রি | 677812.10.900900.200 | ০১ মার্চ ২০১৯ ০০:০২489717
  • গুচ্ছের হলে হবে না। এটা এফ-১৬ না হলে কী হবে? মিগ হবে। সেকেন্ড মিগ যার কথা ভারত স্বীকার করছে না।

    মিগের ইঞ্জিন আর এফ-১৬ এর ইঞ্জিনের ছবি দেওয়া আছে। মিগের ইঞ্জিনের গায়ে সার্কুলার থ্রেড আছে, যেটা মিগের ইঞ্জিনে নেই। আর ক্র্যাশ সাইটে যে ইঞ্জিন কাভার পাওয়া গেছে তাতে ঐ ইন্টার্নাল থ্রেড ছিল। এই হল ঐ ভদ্রলোকের নেট বক্তব্য।

    পাকিস্তান কিন্তু এখনও দুটো প্লেন নামানোর কথা রিট্র্যাক্ট করেনি। দুটো পাইলট রিট্র্যাক্ট করলেও।

    কেস হল ঐ সেকেন্ড প্লেনটা কার? শুরুতে আমি ভেবেছিলাম মিগ-১৭ চপার। কিন্তু ওটার কথা গফুর সেপারেটলি বলেছেন।
  • দ্রি | 677812.10.900900.200 | ০১ মার্চ ২০১৯ ০০:০৯489718
  • হ্যাঁ, সৌদিকে নতুন ক্লায়েন্ট তো খুঁজতেই হবে। আমেরিকা এখন তেলে সেলফ সাফিসিয়েন্ট। সৌদি তেল, ভেনেজুয়েলার তেল, কিছুরই দরকার নেই। আমেরিকা-সৌদি রিলেশানশিপ এখন রিডিফাইন্ড হচ্ছে।

    আমেরিকার বন্ধু আর কে কবে ছিল? হয় ভয়ে, নয় লোভে পাশে ঘুরঘুর করত। যদি লোন দেয়, যদি অস্ত্র দেয়। এখন লোনেও কম্পিটিশান, অস্ত্রেও কম্পিটিশান। বন্ধু তো কমবেই।

    তার ওপর আমেরিকার পাহাড় প্রমাণ ডেট। পাওয়ার স্ট্রাকচার তো রিডিফাইন্ড হবেই। সুস্ঠুভাবে না হলে ভায়োলেন্ট যুদ্ধ করে হবে।
  • T | 342323.191.8912.175 | ০১ মার্চ ২০১৯ ০০:১৪489719
  • যে এফ ১৭ ও তো হতে পারে।
  • দ্রি | 677812.10.900900.200 | ০১ মার্চ ২০১৯ ০০:১৭489720
  • তাহলে জে এফ ১৭ এর ইঞ্জিন কেমন দেখতে হয়।

    তাহলেও পাকিস্তানের স্বীকার করা উচিত ছিল ওদের একটা প্লেন লস হয়েছে। পাকিস্তান বলেছে তাদের কোন প্লেন ড্যামেজ হয় নি।

    আরো দেখতে হবে জে এফ ১৭ এ আমরাম ফিট করা থাকে কিনা।
  • T | 561212.112.4578.134 | ০১ মার্চ ২০১৯ ০৯:২৬489721
  • রাশিয়ান এঞ্জিন। ঐ থ্রেডের দাগও আছে। ঃ) সেটা কতা না। কিন্তু মিগ ২১ দিয়ে এফ ১৬ নামানো একটু বাড়াবাড়িই লাগছে। যদি ঘটে থাকে তাহলে এই পাইলটটি বিশেষভাবে বায়ুসেনার সম্পদ।
  • amit | 340123.0.34.2 | ০১ মার্চ ২০১৯ ০৯:৩৯489722
  • ওয়ার মানেই তো প্রোপাগান্ডা। দু পক্ষই যত পারবে ফেক নিউস ছড়াবে অন্য পক্ষের ড্যামেজ নিয়ে। সেখানে আপনেরা এতো প্লেন এর মডেল ধরে ধরে ক্রেডিবিলিটি খুঁজছেন কেন ?
  • S | 458912.167.34.76 | ০১ মার্চ ২০১৯ ০৯:৪১489723
  • এফ-১৬ তেমন মারাত্মক কিসু না। অতিবই খাজা পেলেন। ৪০ বছরের পুরোনো। ফোর্থ জেনারেশন হলেও মিগ-২১ (সেকেন্ড জেনারেশন) এর থেকে হয়তো এট্টু বেটার। হলিউড ওটি দেখিয়ে দেখিয়ে পপুলার বানিয়েছে। আর সারা দুনিয়া গাধার মতন কিনেছে। আম্রিগা বিক্রি করেছে মানে ওটিকে ওরা নিজেরাও ফালতুই মনে করে। নইলে বিক্কিরি করতো না।

    গডজিলা আর ডাইনো মারার জন্য এফ-১৬ খুব ভালো। এফ-৩৫ টি খুব কাজের জিনিস। সেইজন্যই তো এতো সতো মৌ টৌ করেও আম্রিগা কাউরে কিছুতেই দিতেই চায়্না। শুধু ঝুলিয়ে যায়।
  • S | 458912.167.34.76 | ০১ মার্চ ২০১৯ ১৫:২৮489724
  • ট্রাম্পের প্রাক্তন লইয়ার এবং ফিক্সার মাইকেল কোহেন কঙ্গ্রেসে টেস্টিফাই দিয়েছে। ট্রাম্পের বহু কুকীর্তির কথাই ফাঁস হচ্ছে।

    ম্যাথিউ গেইটজ (রিপাব্লিকান কঙ্গ্রেসম্যান) এইভাবে কোহেনকে থ্রেট/ব্ল্যাকমেইল করেছিলো এই টেস্টিমনি থেকে আটকানোর জন্য। এইটা একজন আম্রিগান কঙ্গ্রেসম্যানের টুইটঃ

    Do your wife & father-in-law know about your girlfriends? Maybe tonight would be a good time for that chat. I wonder if she’ll remain faithful when you’re in prison. She’s about to learn a lot...”
  • দ্রি | 6767.146.3490012.33 | ০২ মার্চ ২০১৯ ২১:৪৮489725
  • "ওয়ার মানেই তো প্রোপাগান্ডা। দু পক্ষই যত পারবে ফেক নিউস ছড়াবে অন্য পক্ষের ড্যামেজ নিয়ে। সেখানে আপনেরা এতো প্লেন এর মডেল ধরে ধরে ক্রেডিবিলিটি খুঁজছেন কেন ?"

    আসলে কী হয়েছিল এটা জানতে চেষ্টা করাটা রীডারশিপের একটা বড় কম্পোনেন্ট। আমরা যা বিশ্বাস করি সেগুলো তো ফ্যাক্টের এগেনস্টে যাচাই করে নিতে হয়। এটা যদি কেউ করতে রাজি না থাকে তাহলে ব্যাপারটা ঠাকুরদেবতায় বিশ্বাসের মতই হয়ে যায়। ফ্যাক্ট হল কষ্ঠিপাথর।

    যেমন ধরুন, যদি বলা হয়, পুলওয়ামার কান্ডটা কে ঘটালো। ঘটালো ইন দা সেন্স, কার মাস্টারমাইন্ড। অনেকেই বলবেন জয়েশ এ মহম্মদ। কিন্তু হোয়াট ইজ দা এভিডেন্স? অনেকে বলবেন, জয়েশ তো নিজেই স্বীকার করেছে। স্বীকার করেছেন মানে কী? জয়েশের স্পোকসপার্সন জানিয়েছে? সেটা কি আমরা ভেরিফাই করেছি? কোন ভিডিও আছে? যেখানে জয়েশের কেউ প্রেস কনফারেন্স করে জানাচ্ছে? বা কোন সোশাল মিডিয়ায় জয়েশ জানিয়েছে? আমি পাইনি। শুধু দেখেছি ইনসিডেন্টের কিছুক্ষণ পর থেকেই সব মিডিয়ায় এই কথাটা বলা শুরু হয়। কথা হল, ইজ দ্যাট প্রুফ এনাফ। আর জয়েশ যদি স্বীকারও করে, তার থেকে কতটা কনক্লুসিভলি বলা যায় যে সত্যিই জয়েশ রেসপন্সিব্‌ল। এমনও তো হতে পারে জয়েশ জাস্ট ক্রেডিট নেওয়ার লোভে এই কথা চাউর করেছে। সোজা কথা এই কথা যদি আমরা পাকিস্তানকে বলি, পাকিস্তান কি মেনে নেবে শুধু এইটুকুর বেসিসে জয়েশ দায়ী? আই থিংক ইউ নীড মোর দ্যান জাস্ট দিস। অন্তত একটা ইন্টারসেপ্টেড ফোনকল ফ্রম সাম জয়েশ লীডার। অথবা আরডিএক্স কে সাপ্লাই করল তার এভিডেন্স ইত্যাদি। এটা একটা খুব বড় ঘটনা। এর প্রপার ইনভেস্টিগেশান হওয়া উচিত। স্পেসিফিকস। এই ব্ল্যান্কেট দোষরোপ নয়।

    অন্য এক্সট্রীমে কেউ হয়ত বলবে এটা নিশ্চয়ই মোদির কাজ। কোন এভিডেন্স ছাড়া এটা বলাও ঠিক না। প্রথমে অন্তত কিছু একটা এভিডেন্স বার করতে হবে এটা বলতে গেলে।

    আমি এ ব্যপারে শুধু একটা জিনিষই পেয়েছি। আদিল আহমেদ দরের একটা ওয়েব পেজ আছে। সেখানে তার বন্দুক ধরা একটা ছবি আছে। আর তার দুই ফ্রেন্ড আছে। আসাদ আলাউদ্দিন খিলজি এবং এ আর গালিব। এই দুজনকে আপাতদৃষ্টিতে পাকিস্তানী র‌্যাডিক্যাল মনে হতে পারে। একটা অদ্ভুত ব্যপার হল আদিলের ফেসবুক পেজ ২৬শে ফেব্রুয়ারী লাস্ট আপডেটেড হয়েছে। যেখানে ও মারা গেছে তার আগে। তার মানে অন্য কারো কাছে তার পেজের অ্যাকসেস আছে।
  • দ্রি | 568912.220.120112.58 | ০২ মার্চ ২০১৯ ২২:০২489727
  • অথবা এই বালাকোট স্ট্রাইকে দেশবাসীকে যা বলা হয়েছিল সেটা কি অ্যাচীভড হয়েছে?

    একটু একটু করে মিডিয়ায় আসতে শুরু করেছে যে পাহাড়ের গায়ে কিছু গর্ত হয়েছে বেসিকালি।

    http://greatgameindia.com/forensic-satellite-analysis-balakot-airstrike/

    একটা ভিডিওতে দেখা যাছে একটা একতলা বাড়ির স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে। তাতে যে লোকগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রামবাসী বলেই মনে হল। অস্ত্রশস্ত্র আছে বলে মনে হল না। বোঝা গেল না মাসুদ আজহারের এই মাদ্রাসাটা ঠিক কোথায়। মাদ্রাসা, মানে একটা স্কুলে টেররিস্ট স্টুডেন্ট আর টীচাররা রাত্রিবেলা শোয়? সেইজন্য বোম ফেলতে গেছিল? মানে অফিশিয়াল ন্যারেটিভটা ঠিক খাপে খাপে মিলছে না।

    আর বমিংটা যদি এতই ফিজুল হয়, তাহলে কিন্তু অন্য দেশের সভার্নিটি লঙ্ঘন করার গ্রাউন্ড খুব ফ্র্যাজাইল। টেররিজ্‌ম ব্যাপারটা এই নতুন ট্রেন্ড শুরু করেছে। একটা দেশ অন্য দেশের পার্মিশান ছাড়াই সেখান বমিং করবে টেররিস্ট মারার বাহানায়। এই কালচার শুরু করেছে ইউ এস, বৃটেন, ইজরায়েল। ইট ইজ আ স্লিপারি স্লোপ।
  • দ্রি | 568912.104.012312.4 | ০২ মার্চ ২০১৯ ২২:১৫489728
  • আবার অন্যদিকে পাকিস্তানও মনে হয় ওদের মিসহ্যাপটা চেপে যেতে চাইছে। লন্ডন বেসড এক লয়ার খালিদ উমর পোস্ট করেছেন ফেসবুকে। ওনার বক্তব্য পাকিস্তানী উইং কম্যান্ডার শাহজাজ উদ্দিনের এফ-১৬ চালাচ্ছিলেন। তাঁর প্লেন ভেঙ্গে পড়ে। ওদিকে অভিনন্দনের প্লেনও ভেঙ্গে পড়ে। অভিনন্দন বেঁচে যান। কিন্তু শাহজাজ নিজের দেশের মাটিতে পড়েও অত লাকি হন নি। গ্রামবাসীরা ওকে ইন্ডিয়ান পাইলট ভেবে পিটিয়ে মেরে ফেলেছিল।

    At times, reality is stranger than fiction.

    The PAF F16 Wg Cdr Shahzaz Ud Din of No 19 Squadron flying F-16s killed in action yesterday on 27 February was the son of Air Marshal Waseem Ud Din, DCAS (Operations) of PAF. IAF Wg Cdr Abhinandan (who is the son of an IAF Air Marshall) shot down the F16 flown by the son of the PAF Air Marshall before his own Mig 21 Bison was hit by Pakistani anti aircraft gunfire and was downed and captured.

    So two sons of Air Marshals fought it out mid-air up in the skies..... Wg Cdr Abhinandan (IND) in MIG & now Late, Wg Cdr Shahzaz Ud Din(PAK) in F-16. Both fell from the skies, one could not survive.

    The sad part is that the Pakistani pilot who ejected in the Pakistani occupied part of J&K was hurt but alive when landed but was lynched (beaten mercilessly nearly to death) by the mob who took him as a fallen Indian. When it was identified as ‘our own man’ and taken to hospital, he could not survive. Nothing can be more heartbreaking than the untimely termination of a young life. My heartfelt Condolences to the family of Shahzaz.

    The Indian pilot is returning home tomorrow to his family.

    https://www.facebook.com/520145030/posts/10158397550900031?sfns=mo

    এটা যদি সত্যি হয় এর চেয়ে স্যাড আর কিছু হয় না। যুদ্ধের বিচিত্র নেচার খুব স্টার্কলি প্রতিভাত হয়।

    এইখানে একটা স্কেচি ভিডিও আছে জাতে মনে হচ্ছে দুটো পাইলট প্যারাশুটে করে পড়ছে। সম্ভবত এটাই এফ-১৬ থেকে। এফ-১৬ দুজন পাইলট চালায়।

  • S | 458912.167.34.76 | ০২ মার্চ ২০১৯ ২৩:২৬489729
  • জৈশ যে স্বীকার করেছে সেটা মনে হয় ভ্যালিড। ওরা ওদের চেনা মিডিয়া আউটলেটে জানিয়ে দেয়। স্পোক্সপার্শন আছে। ইত্যাদি। তাছাড়া মোডাস অপারেন্ডি একদম পাক ইন্টেলিজেন্সের নকলে। সেটা নিয়ে আসল সমস্যা নয়।

    আসল প্রশ্ন হলো এটা যে হবে সেটার আগে থেকে অনেকগুলো সিগনাল ছিলো। সেগুলোকে ডোভাল ইগনোর করেছে। কেন?
  • দ্রি | 9000112.70.010112.20 | ০৩ মার্চ ২০১৯ ০১:০৬489730
  • রিসেন্টলি একটা রিপোর্ট এসেছে ফার্স্টপোস্টে এক ইতালিয়ান জার্নালিস্ট ফ্র্যান্চেস্কা মারিনার। তাতে বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীর মতে জনা ৩৫ বালাকোট বমিংএ মারা গেছে। প্রাক্তন আইএসাই অফিসার কর্নেল সালিম নাকি মারা গেছেন। কর্নেল জারার জাক্রি নাকি ইন্জিওর্ড হয়েছেন। মুফতি মৈন এবং উসমান ঘানি নাকি মারা গেছেন।

    Eyewitnesses present at the site of India's 26 February bomb strikes against a Jaish-e-Muhammad base say they saw up to 35 bodies being transported out of the the site by ambulance hours after the attack. The dead, they recounted, included 12 men who were said to have been sleeping in a single temporary shack, and several individuals who had earlier served in Pakistan's military.
    ...
    A former Pakistani Inter-Services Intelligence (ISI) officer known locally as "Colonel Salim" was killed in the bombing, sources said, while a "Colonel Zarar Zakri" was injured. Mufti Moeen, a Jaish-e-Muhammad instructor from Peshawar, and improvised explosive device-fabrication expert Usman Ghani were also killed in the bombing.

    The largest single cluster of fatalities, the eyewitnesses said, were 12 Jaish-e-Muhammad fidayeen trainees, who were living in a single temporary earth-and-wood building that was flattened in the bombing.

    https://www.firstpost.com/india/eyewitnesses-say-indian-air-strike-on-balakot-killed-dozens-of-terrorists-including-former-isi-agents-6182671.html

    বারো জন ফিদায়েঁ ট্রেনিও মারা গেছে?
  • S | 458912.167.34.76 | ০৩ মার্চ ২০১৯ ০১:৪৩489731
  • সবই তো বুঝলাম। কিন্তু ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটেজ রিলিজ করছে না কেন? সবই তো ভিডিও ক্যামেরায় তোলা আছে।

    ইলেক্শনের ঠিক আগে আগে রিলিজ করবে?
  • S | 458912.167.34.76 | ০৩ মার্চ ২০১৯ ০১:৪৮489732
  • OIC তে ইন্ডিয়াকে ইনভাইট করে নিয়ে গিয়ে গালি দিয়েছে।

    In a sharply-worded statement, the OIC hit out at what it called "intensified Indian barbarities since July 2016", "Indian terrorism" and "illegal detentions and disappearances" in Jammu and Kashmir.
  • দ্রি | 568912.220.120112.60 | ০৩ মার্চ ২০১৯ ০২:১১489733
  • ২৮শে ফেব্রুয়ারী মৌলানা আম্মারের ভয়েস রেকর্ডিং ও জয়েশের কিছুটা ক্ষয়্ক্ষতির দিকে ইঙ্গিত করে। টাইমস নাওয়ের আস্ফালনটা যদিও একটু অবসীন।

  • দ্রি | 8912.85.2390012.253 | ০৭ মার্চ ২০১৯ ১৪:৫৭489734
  • মাসুদ আজহারের ভাই মুফতি আবদুর রউফ এবং ছেলে হাম্মাদ আজহারকে পাকিস্তানে গ্রেপ্তার করা হল। এদের দুজনের নাম নাকি ভারতের পাঠানো ডসিয়েতে ছিল। সব মিলিয়ে জয়েশের ৪৪ জনকে ধরা হয়েছে।

  • দ্রি | 8912.85.2390012.253 | ০৭ মার্চ ২০১৯ ১৫:০৫489735
  • পাকিস্তানের ফরেন মিনিস্টার মাহমুদ কুরেশি কিছুইন আগেই সিয়েনেনে ইন্টারভিউতে জানিয়েছিলেন মাসুদ আজহার পাকিস্তানেই আছেন, কিন্তু অসুস্থ।



    কিছুদিন আগে গুজব উঠেছিল যে তিনি মারা গেছেন। সেটা সম্ভবত বেঠিক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন