এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯৪৬২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 236712.158.566712.165 | ০৭ আগস্ট ২০১৯ ১২:৫৪489769
  • ওবামা কোথায় কোথায় যুদ্ধ বাঁধিয়েছে?
  • sm | 124512.101.780112.71 | ০৭ আগস্ট ২০১৯ ১২:৫৭489771
  • মধ্যপ্রাচ্যে।
  • S | 236712.158.566712.165 | ০৭ আগস্ট ২০১৯ ১২:৫৮489772
  • মধ্যপ্রাচ্যে ওবামা কোন যুদ্ধটা লাগিয়েছে? ইরাক আর আফঘানিস্তান থেকে সেনা সড়ানো শুরু হয়েছে ওবামার আমলেই।
  • S | 236712.158.566712.165 | ০৭ আগস্ট ২০১৯ ১৩:০৩489773
  • ওবামার আমলেই ২০১১ সালে ইরাক যুদ্ধ অফিসিয়ালি শেষ করে দেওয়া হয়। এর পরে আম্রিগা মধ্যপ্রাচ্যে যেসব কনফ্লিক্টে জড়িয়ে আছে সেখানে আইসিস জড়িত আছে। এবং আইসিসের বিরুদ্ধে আম্রিগা যথেষ্ট বল প্রয়োগ করেনি বলেই ওবামার সমালোচনা করা হয়।
  • PM | 236712.158.676712.226 | ০৭ আগস্ট ২০১৯ ২১:৪৩489774
  • লিবিয়া যুদ্ধ তো ওবামার আমলেই ।২০১১ সালে গদ্দাফি কে মারা হয় , সেটা ওবামার আমল

    ওদিকে সিরিয়ায় আমারিকার ইন্টারভেন্সন শুরু হয় ২০১৪ সালের সেপটেম্বরে সেটাও ওবামার আমল।

    ট্রাম্প কে কোনো ভাবে গ্লোরিফাই করার কোনো মানেই নেই। কিন্তু ওবমাও ধোতু ছিলো না মোটেই।

    তবে হ্যা , ইরানের সমস্যা মেটানোর চেষ্টা প্রশংসার দাবী রাখে, আর ইজরায়েলকে খুব ই কড়কে দিয়েছিলো। আর সে জন্যেই ডেমোক্রাটদের আজ এই করুন হাল বলে আমার ধারনা। ট্রাম্প রিয়েল পলিটি বুঝে দ্বিগুন উৎসাহে ইজরায়েল কে জড়িয়ে ধরে
  • S | 236712.158.566712.205 | ০৭ আগস্ট ২০১৯ ২২:১০489775
  • লিবিয়াতে (মধ্যপ্রাচ্য নয়) আম্রিগার ইনভলভমেন্ট খুবই সীমিত। ইটালি আর ফ্রান্সের উৎসাহ অনেক বেশী ছিল। মুল রোল ওরাই প্লে করেছিলো। সিরিয়াতে আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ্ড হয়েছে মুলতঃ আইসিসের কারণে। এবং নো বুটস অন দ্য গ্রাউন্ড।
  • PM | 236712.158.566712.103 | ০৭ আগস্ট ২০১৯ ২২:৫৩489776
  • দুটো জায়গাতেই NATO ইন্ভলভ্ড যাতে আমেরিকা লিডারশিপ পজিসনে। NATO ২৫০০০ এর বেশী বার বম্বিঙ্গ করেছে লিবিয়ায়। ওবামা কখনো তার বিরোধীতা করে কোনো বক্তব্য রাখেন নি।

    From the beginning of the intervention, the initial coalition of Belgium, Canada, Denmark, France, Italy, Norway, Qatar, Spain, UK and US expanded to nineteen states, with newer states mostly enforcing the no-fly zone and naval blockade or providing military logistical assistance. The effort was initially largely led by France and the United Kingdom, with command shared with the United States. এতে ওবামা কি করে দায়িত্বমুক্ত হন বুঝি নি

    "সিরিয়াতে আমেরিকা ডাইরেক্টলি ইনভলভ্ড হয়েছে মুলতঃ আইসিসের কারণে। এবং নো বুটস অন দ্য গ্রাউন্ড।"

    অ । জয় ওবামার জয় ঃ)
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৯ ০১:১৭489777
  • ওবামার আমলে চোরাগোপ্তা যুদ্ধ, কাঠি করা সব বেড়েছে। হিলারি অসম্ভব হকিশ, ওবামা মদত দিয়েছে। পিংক রেভোলিউশন না ঢপের কাঠি লিবিয়ায়, ইজিপ্টে - সব ওই আ্যডমিনিস্ট্রেশনের দান।

    ওবামার আমলে যত ইমিগ্র‍্যান্ট বিতাড়িত হয়েছে, ডিটেনড হয়েছে, ট্রাম্পের নম্বর তার তুলনায় অনেক কম।

    ওবামা কিছু মহাপুরুষ নন।
  • S | 237812.68.454512.192 | ০৮ আগস্ট ২০১৯ ০১:৩৩489778
  • ওবামার আগে বা পরে তাহলে আম্রিগা কোনওদিনও চোরাগোপ্তা যুদ্ধ, কাঠি করেনি। ইতিহাসে পাতিহাস। বুশ আমলে দুটো ফুল ফ্লেজ্ড নেভার এন্ডিং যুদ্ধ আর সেখানে ওবামার ড্রোন অ্যাটাকের তুলনা হচ্ছে। বাহ। ট্রাম্প এসেই ইরান ডীল আর ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে সড়ে যায়।

    According to an analysis by the Migration Policy Institute, more than 12 million people were "deported" -- either removed or returned -- from the US during the Clinton administration. More than 10 million were removed or returned during the Bush administration. Far fewer -- more than 5 million -- were removed or returned during the Obama administration.

    .... argues that Obama prioritized deporting people convicted of serious crimes and recent arrivals who had no criminal records.

    https://edition.cnn.com/2019/07/13/politics/obama-trump-deportations-illegal-immigration/index.html

    ট্রাম্পের আমলে নিয়ম করে দেওয়া হয়েছিলো যে ইমিগ্রেশন কোর্টে এমনকি টডলারদেরও ডিফেন্ড করতে হবে। লিন্ক দিই - নইলে আবার লোকজন আম্রিগায় বসেও এইসব খবর রাখেনা।

    https://www.texastribune.org/2018/06/27/immigrant-toddlers-ordered-appear-court-alone/
  • S | 237812.68.454512.192 | ০৮ আগস্ট ২০১৯ ০১:৩৯489779
  • এইসব চিন্তাভাবনার ফলই সর্বত্র দেখতে পাওয়া যাচ্ছে। ইম্পারেফেক্ট হিউম্যান বিয়িং আর মনস্টারের পার্থক্য বুঝতে চাইছে না লোকজন।
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৯ ০২:২৮489780
  • ওবামা নোবেল পীস লরিয়েট। বুশ নোবেল পীস পায়নি। ক্লিন্টনও না। বড় বুশ? নাহ। রেগান? নোপ। কার্টার পেয়েছেন, কিন্তু প্রেসিডেন্সির পরে।

    ওবামা ট্রাম্প নয় - নয়ই তো, কেয়া পালিশ। কিন্তু ওবামাকে যেভাবে মেসিহা হিসেবে দেখান হয়, তার কানাকড়িও তিনি নন। ফরেন পলিসিতে কোন প্রেসিডেন্টই আ্যমেরিকার স্ট্র‍্যাটেজিক অবজেক্টিভ থেকে সরতে পারবেন না, মুখে যতই বলুন। এবং আ্যমেরিকার স্ট্র‍্যটেজিক অবজেক্টিভ গ্লোবাল রিসোর্স আর মার্কেটের ওপর কব্জা।
  • S | 237812.68.454512.192 | ০৮ আগস্ট ২০১৯ ০২:৩১489782
  • কোন দেশের সেটা স্ট্র‍্যটেজিক অবজেক্টিভ নয়? আম্রিগা পারে তাই করেছে। চীন এখন পারছে তাই শুরু করেছে। ভারত যেখানে যেটুকু পারে, করেছে এবং করে। ওটা চিরকালই সারা দুনিয়ার সব রাষ্ট্রের অবজেক্টিভ।

    আমরা মুখ বুজে সেইসব লুঠ করা রিসোর্স গিলেও নিই।
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৫২489783
  • এ কথা নাদানরা যত শিগগির বোঝে যে ঠিক এই কারণেই স্ট্রাকচারালি যে দেশ যত আঁট সে দেশে কোন এক হেড অফ স্টেটের পক্ষে মেসিহা হয়ে যাওয়া সম্ভব নয়, তত তাড়াতাড়ি বালখিল্য সাধন-ভজন-পূজন-আরাধনা থেকে বেরোন যাবে।
  • S | 236712.158.566712.173 | ০৮ আগস্ট ২০১৯ ০৪:০৪489784
  • ওবামা আর ট্রাম্পের পার্থক্যটা না বুঝতে পারাটা খুবই বিচক্ষণতার পরিচয়। ওবামা নোবেল পেয়েছিলো প্রেসিডেন্সির শুরুতে। কেন দিয়েছিলো, এখনও বুঝিনি অবশ্যি।
  • Atoz | 236712.158.788912.68 | ০৮ আগস্ট ২০১৯ ০৪:৫১489785
  • আগেভাগেই দিয়ে রেখেছিল আরকি, যাতে ভালো ভালো কাজ করেন।
  • T | 237812.68.454512.132 | ১১ অক্টোবর ২০১৯ ১৮:২৪489786
  • হেঁইও
  • PM | 237812.69.563412.15 | ১২ অক্টোবর ২০১৯ ০৮:৫৮489787
  • দ্রি র ফাকিবাজির সুযোগ নিয়ে, সউদি কাল দুটো ইরানি তেল জাহাজে মিসাইল দেগেছে
  • avi | 236712.158.1234.161 | ১২ অক্টোবর ২০১৯ ০৯:০১489788
  • সিরিয়ায় ঢুকে গেছে তুর্কী ফৌজ, রোজাভার শেষ দশা, ডাক্তারবাবু কী করেন দেখার, ইরানের ট্যাঙ্কারে মিসাইল পড়েছে জেদ্দা পোর্টের কাছে, ইউএস আর ইইউ প্রি-WWII ফ্রান্স আর ব্রিটেনের মতো হয়ে শুভবুদ্ধি আর মরাল বুলি বলছে, ইউএন বেশ লীগ অব নেশনস হয়ে গেছে মোটামুটি, চীন সেযুগের আমেরিকার মতো আইসোলেশনে, ভারত সেসময়ের ভারতের মতোই লেবুলঙ্কা আর হিন্দুমুসলিম করে যাচ্ছে.... এই বাজারে দ্রি গেলেন কোথা?
  • S | 890112.162.674523.58 | ১২ অক্টোবর ২০১৯ ০৯:০৩489789
  • টার্কি সিরিয়ায় অবস্থিত আম্রিগার এক কনভয়ের উপরে হামলা করেছে।
  • avi | 236712.158.1234.151 | ১২ অক্টোবর ২০১৯ ০৯:৫১489790
  • রাশিয়ার স্ট্যান্ড কী? আসাদের বক্তব্যই বা কী?
  • lcm | 236712.158.565623.225 | ১২ অক্টোবর ২০১৯ ১০:১৬489791
  • ঐতিহাসিক ত্রানকর্তা হয়ে উঠবে পুতিন - টার্কি, সিরিয়া, কুর্ড - তিন গ্রুপের লিডারদের (এরডোগান, আসাদ, কোবানে) নিয়ে মিটিং-এ বসবে পুতিন, সঙ্গে থাকবে ইরান (রৌহানি)। ত্রিপাক্ষিক চুক্তি করে দেবে।

    টার্কি-কে খুব শাস্তি দেবে ওয়েস্ট (ইউএস+নাটো), স্যাংশনের বন্যা বয়ে যাবে টার্কির ওপর - কিন্তু পুতিন বুকে টেনে নেবে এরডোগান-কে (টার্কি-কে) --- রাশিয়া/টার্কি/ইরান এক হয়ে অল্টারনেটিভ পাওয়ার তৈরি করে মিড্‌ল ইস্টে ওয়েস্টকে চ্যালেঞ্জ করবে - চায়না পরোক্ষ সমর্থন দেবে। সৌদি চাপে পড়বে, পুতিন চাইবে সৌদিকে পাওয়ার ইকোয়েশনে আনতে।

    আরও কি কি যে হবে, গুণে দেখতে হবে।
  • S | 236712.158.780112.66 | ১২ অক্টোবর ২০১৯ ১০:৩৯489794
  • পুতিন চাইছে তেলের দেশগুলোকে আম্রিগার হাতের বাইরে নিয়ে যেতে। ইরান, ইরাক, সৌদি, ভেনেজুয়েলা পুতিনের হাতে চলে গেলে আম্রিগা খুব চাপের পড়বে। এমবিএসের সঙ্গে পুতিনের খুব দোস্তি। সিরিয়া আর টার্কির মধ্যে দিয়ে মিডল ইস্ট টু ইয়োরোপের পাইপলাইনগুলো গেছে, ফলে এই দুটো দেশ খুবই গুরুত্বপূর্ণ।
  • S | 236712.158.780112.66 | ১২ অক্টোবর ২০১৯ ১০:৪৪489795
  • আম্রিগার মসনদে ট্রাম্পকে বসিয়ে ন্যাটোকে পাড়ার ফুটবল ক্লাবে পরিণত করে দিয়েছে।
  • T | 236712.158.1234.135 | ১২ অক্টোবর ২০১৯ ১৩:৫৮489796
  • এই অবস্থায় ঘনাদাকে দরকার ছিল। :)
  • b | 236712.158.566712.59 | ১২ অক্টোবর ২০১৯ ১৪:১৫489797
  • গাসপদিন ডস তো? সেদিন দেখলাম সাইবেরিয়াতে গোপাল গেঞ্জি আর জাঙ্গিয়া পরে মর্ণিং ওয়াক করছেন, পেছনে পেছনে একটা টি-৩৪ ট্যাঙ্ক বডিগার্ড হিসেবে যাচ্ছে।
  • S | 890112.162.564523.225 | ১৩ অক্টোবর ২০১৯ ০০:৩৩489798
  • চারদিন আগেই কিন্তু ট্রাম্প ওয়াজ ওকে ফর টার্কি টু ইনভেড সিরিয়া অ্যান্ড কিল কার্ডস। বলেছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কার্ডরা নাকি নাজিদের সঙ্গে ছিল (বাজে কথা), তাই তাদের শাস্তি দেওয়া হবে। এখন বলছে টার্কিরা তেমন কিছু করলে, আমি ওদের অর্থনীতি ধ্বংস করে দেব, ইত্যাদি।
  • দ্রি | 162.158.18.111 | ২৮ জানুয়ারি ২০২০ ২৩:৩৭729519
  • কাসেম সুলেমানিকে খুন করায় প্রায় যুদ্ধ বেধে গিয়েছিল।

    করোনাভাইরাস নামক এক ডিজাইনার ভাইরাস এসে গেল।

    হুয়াওয়ের ব্যাপারে ইউএসের সাথে একমত হচ্ছে না ইউকে, ইইউ।
  • দ্রি | 162.158.158.254 | ৩০ জানুয়ারি ২০২০ ২০:৪০729522
  • ব্রেক্সিট মেনে নিল ইইউ। ১১ মাসের কাউন্টডাউন শুরু হয়ে যাবে কাল থেকে।

    ইউক্রেনে পরোশেঙ্কোর এমবেজলমেন্ট ইনভেস্টিগেশান শুরু হল। https://www.rt.com/news/479526-ukraine-poroshenko-investigated-embezzlement-stealing/

    ইউক্রেনের প্রসিকিউটর ভিক্টর শোকিন জো বাইডেনের ক্রিমিনাল ইনভেস্টিগেশান ডিম্যান্ড করলেন। https://www.rt.com/news/479535-biden-burisma-shokin-criminal-probe/ ইনিই সেই প্রসিকিউটর যাকে ফায়ার করার ব্যবস্থা করেছিলেন বাইডেন, বুরিসমাকে ইনভেস্টিগেট করার অপরাধে।


    আফঘানিস্তানে একটা মিলিটারী প্লেন ভেঙ্গে পড়ল। https://www.rt.com/news/479319-us-confirm-plane-crash-afghanistan/
  • দ্রি | 172.68.132.34 | ০৪ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩২729563
  • Biorxiv তে একটা নন পিয়ার রিভিউড পেপার আপলোড করেছিল আইআইটি দিল্লির বায়োসায়েন্স ডিপার্টমেন্টের এক টীম। তাতে বলা আছে এই রিসেন্ট করোনাভাইরাসে এইচাইভি ভাইরাসের জিন সিকোয়েন্সের একটা টুকরো ইনসার্ট করে দেওয়া হয়েছে এমন সম্ভাবনা আছে। https://www.biorxiv.org/content/10.1101/2020.01.30.927871v1 এই পেপার আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড প্রেশার দেওয়া হয় পেপারটি উইথড্র করার জন্য। এবং ফাইনালি পেপারটি উইথড্র করা হয়।

    কিন্তু আশ্চর্য্য ব্যাপার হল চীনে করোনাভাইরাসে আক্রান্ত রুগীদের চিকিৎসায় এইচাইভির ড্রাগস ব্যবহার হচ্ছে!

    China is using AbbVie Inc’s HIV drugs as an ad-hoc treatment for pneumonia caused by the novel coronavirus while the global search for a cure continues.

    https://www.bloomberg.com/news/articles/2020-01-26/china-names-abbvie-s-hiv-drugs-in-treatment-plan-for-new-virus

    করোনাভাইরাসের কারন হিসেবে শুরুতেই বলা হয়েছিল চাইনীজ ফিশমার্কেট, বাদুড়ের স্যুপ ইত্যাদির কথা।

    পয়েন্ট টু বি নোটেড হল উহানে বায়োসেফটি লেভেল ৪ ল্যাব আছে, যেই ক্যাটেগোরির ল্যাব হল এসেনশিয়ালি বায়ো ওয়ারফেয়ার ল্যাব।

    মাস ছয়েক আগে, Chinese researcher escorted from infectious disease lab amid RCMP investigation

    https://www.cbc.ca/news/canada/manitoba/chinese-researcher-escorted-from-infectious-disease-lab-amid-rcmp-investigation- ১।৫২১১৫৬৭

    এবং, Xiangguo Qiu — who was escorted out of the Winnipeg lab in July amid an RCMP investigation into what's being described by Public Health Agency of Canada as a possible "policy breach" — was invited to go to the Wuhan National Biosafety Laboratory of the Chinese Academy of Sciences twice a year for two years, for up to two weeks each time.

    https://www.cbc.ca/news/canada/manitoba/national-microbiology-lab-scientist-investigation-china-1.5307424

    এছাড়া, A Harvard University professor was charged Tuesday with lying about his ties to a Chinese-run recruitment program and concealing payments he received from the Chinese government for research.

    https://time.com/5773366/harvard-professor-arrested/

    সেনেটার টম কটন তাঁর স্পীচে করোনাভাইরাসের সম্ভাব্য সোর্সের লিস্টে উহানের বায়োল্যাবকেও রেখেছেন।


    ইন্টারন্যাশানাল ট্রিটি ব্যানিং বায়ো ওয়ারফেয়ারের এক অথার ফ্রান্সিস বয়েল আরো বেশী ডিরেক্টলি হিন্ট করলেন।


    ইন্ডিয়াতে, The government has ordered an inquiry into a study conducted in Nagaland by researchers from the U.S., China and India on bats and humans carrying antibodies to deadly viruses like Ebola, officials confirmed to The Hindu.

    https://www.thehindu.com/news/national/study-on-bats-and-bat-hunters-of-nagaland-come-under-the-scanner/article30722099.ece
  • দ্রি | 108.162.246.52 | ০৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩২729605
  • সিরিয়া ইদলিবের কিছু অংশ কব্জা করল টেররিস্টদের হাত থেকে রিসেন্টলি। সেখান থেকে আম্রিকান অস্ত্র, সৌদি ওষুধ ইত্যাদি পাওয়া গেছে।

    Syrian Arab Army units have found US-made weapons and ammunition, and medicines made in Saudi Arabia and Kuwait at the positions and caches of terrorist organizations in the towns of Mardikh and Kafr Amim in Idleb southeastern countryside after crushing terrorism in them.

    https://sana.sy/en/?p=184530

    ডিক্লাসিফায়েড সিআইএ ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে যে লিবিয়া ডিস্টেবিলাইজ করার পর লিবিয়ায় ব্যবহৃত অস্ত্রশস্ত্র সিরিয়ায় নিয়ে আসা হয়েছিল। বেনগাজি থেকে সিরিয়ার বানিয়াস এবং বোর্জ ইসলাম পোর্টে।

    http://www.judicialwatch.org/wp-content/uploads/2015/05/JW-v-DOD-and-State-14-812-DOD-Release-2015-04-10-final-version.pdf

    এবং ফলোয়িং ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে করা কারা সিরিয়ান অপোজিশানকে সাপোর্ট করেছিল।

    http://www.judicialwatch.org/wp-content/uploads/2015/05/Pg.-291-Pgs.-287-293-JW-v-DOD-and-State-14-812-DOD-Release-2015-04-10-final-version11.pdf
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন