এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bodhisattvagc dasgupta | ১০ ডিসেম্বর ২০২১ ০২:১৪491674
  • এল সি এম , আমি পার্টির ‌‌‌‌‌‌প্রচারের জন্য ছবি ব্যবহার‌ করি , তাতে স্পেসের সমস্যা তোমাদের হলে তোমাদের প্রুনিং পলিসি অনুযায়ী ব্যবস্থা নিও অসুবিধা নাই। তবে তাতে ডিক্লূয়ারড পলিসির ভেতরে বা বাইরে বায়াস দেখলে সমালোচনা করব।  :-))))))))
  • bodhisattvagc dasgupta | ১০ ডিসেম্বর ২০২১ ০২:০৯491673
  • ****সেসব পরামর্শ কর্মসূচী তে যা রূপান্তরিত হয়েছে তা কাকতালীয়। কারণ সমস্যা যেহেতু জানা সমাধান প্রচেষ্টা সমান্তরাল হবেই। 
  • bodhisattvagc dasgupta | ১০ ডিসেম্বর ২০২১ ০২:০৬491672
  • ****সূত্রে=স্তরে
  • bodhisattvagc dasgupta | ১০ ডিসেম্বর ২০২১ ০২:০৫491671
  • *মিত্ররা = মিথ্যা হবে
  • bodhisattvagc dasgupta | ১০ ডিসেম্বর ২০২১ ০২:০৩491670
  • জনৈক সিপিএম কর্মী সমর্থক | 5.2.69.50 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২১৪৯ 
     
    ১- পরামর্শে র জন্য ধন্যবাদ
    ২- আমি গত ৩৫ -৪০বছর সিপিএম পার্টিকে নির্বাচনে সমর্থন করছি। বুথ স্তরের সংগঠনে। এর মধ্যে গত ১৫ বছর মতো হালতু অঞ্চলে। গত কয়েকবছরে আমার ভূমিকা সম্পর্কে , তার আগে বীরভূমে, খোঁজ নিয়ে বাকি পরামর্শ দিন। আমি কোনদিন ই সাংঘাতিক কেউকেটা ছিলাম না ,  তবে নেম ড্রপ করা অল্প সল্প যায়। নেতাদের কাছে খোঁজ নিন তাঁরা আপনাকে গুরুত্ব দিলে খোঁজ নিয়ে ফীডব্যাক দেবেন। 
    ৩. গুরু চন্ডালি একটা বাংলা সামাজিক মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে হালে। এর আগে এটা একটা ব্লগ চ্যাট ও ওয়েবজিন হিসেবে চলত। সেখানে সেরকম লেখাপত্র হত, তর্ক ও হত। সামাজিক মাধ্যম হিসেবে এটি চালু হবার পরে আমি পার্টির ডিজিটাল প্রচার মেটেরিয়াল, বিশেষতঃ কৃষক আন্দোলন সংক্রান্ত সাধারণ ভাবে বাম প্রচার মেটেরিয়াল  শেয়ার করার জন্য একটি থ্রেড খুলি। সেখানে প্রথম পোস্ট করার আগে থেকে পার্টি কে এবং আমাকে অকথ্য গালাগাল করা হয়। 
    এখন অনলাইন দুনিয়ায় এটা নতুন না, আমার এতে খুব সাংঘাতিক খারাপ লাগে না। আমি নন পার্টিজান লেখা লিখেও ভুল ভাল কমেন্ট বহু পেয়েছি। বাম বিরোধী বাঙালি বিষয়টা নতুন না। তবে বহুদিনের পরিচিত ব্যবহাযকারীরা তখন নাম গোপন করে এক ই কাজ করেন তখন একটু খারাপ লাগৈ। তবে সুখের কথা এটি শুধু সিপিএম প্রসঙ্গে না , শুধু বামপন্থীদের র নানা রাজনৈতিক পজিশন সম্পর্কে না , যেকোনও প্রসঙ্গে ই পরপষ্পরকে আক্রমণ। করার জন্য কতিপয় ব্যবহারকারি এটা করে থাকেন। অনলাইন দুনিয়ায় কমেন্টস সেকশনে উত্তেজনা পূর্ণ ব্যবহার নতুন কিসু না। গুরু চন্ডালি যারা চালান বা চালিয়েছেন তারা এসব নিজেরা করেন‌না, বা করলেও বোঝার উপায় নেই , পরিকল্পনা করে উৎসাহ দেন একথা বলা অন্যায় হবে। মিত্ররা হবে। কোনো এভিডেন্স নেই। উল্্টো দিকে এই এভিডেন।স আছে আকচুয়ালি খুব ই সজ্জন ভালো বিবেকবান মানুষ। এবং, যত্ন করে একটা সৃজনশীল কাজের জায়গা রাজনৈতিক আলোচনার জায়গা তারা গড়তে চান। কিন্তু তাতে সব ব্যবহারকারী হয়তো সবসময়ে উৎসাহ পান‌না, সিপিএম সমর্থকের প্রচারকে আ্যটাক করে হয়তো আনন্দ পান‌। আই গেস দে হ্যাভ দ্য রাইট টু আ্যটাক আ্যন্ড আই উইল কন্টিনিউ টু চুজ মেথড আন্ড টাইমিং অফ অনলাইন ডিফেন্স। 
    ৪. আমি সিপিএম এর মেম্বার বা সরকারি প্রচারক কখনোই হব না। কারণ আমি তখন খুশি সমালোচনা ও করব , আর সদস্য বনাম নেতা বা বিক্ষুব্ধ বনাম ক্ষমতাসীন বা সাধারণ ও গ্ল্যামার ইত্যাদি ভাগ না করেই করব । যখন প্্রচার করা যাবে করব যখন যাবেনা তখন সমালোচনা করব।
    অন্যান্য শুধু না এই পত্রিকার এডিটেড সেকশনে তার এভিডেন্স পিওয়া যাবে তবে তাই করি নাম গোপন টা আমি করিনা , সৎ বা বদ উদ্দেশ্যে ;-)))))))
    ৫. আমার দিকে থেকে সামান্য কিছু পরামর্শ উচ্চতম সূত্রে মাঝে মাঝেই যায়, পঠিত হয় এরকম খবর ও পেয়েছি তবে খুব স্বাভাবিক ভাবেই কর্মসূচি তে রূপান্তর হয়েছে মা তার। কাকতালীয় বা অন্য কোনো ভাবে সে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এটাই স্বাভাবিক এতে আমি সংক্ষোভ এর কোনো কারণ দেখি না। এখানে পোস্টার বা ডিজিটাল প্রচার অব্যাহত থাকবে, ব্যক্তিগত উদ্যোগেই থাকবে।  এখানে সিপিএম এর‌প্রচির দেখে কাউকে উদ্বূদ্ধ করার ইচ্ছা নেই সমম্ভাবনাও নেই, কিন্তু পার্টি কি প্রচার করছে তাতে সমর্থন করি বা না করি তার একটা ঝাঁকি দর্শন বাংলা সামাজিক মাধ্যমে দেওয়া উদ্দেশ্য , ব্যবহারকারী হিসেবে। বিজ্ঞাপন দাতা হিসেবে কাজ করতে চাইলে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। 
    ৬. পরের বার পরিচয় দিয়ে কথা বলবেন।
     
     
  • lcm | ১০ ডিসেম্বর ২০২১ ০১:১৮491668
  • যে কথা বলছিলাম, ঐ গান্ধীর ৩৫০০০+ চিঠি - ঐ ১০০ খন্ডের ৫৩ তম খন্ডের প্রথম পাতা - এটা গান্ধীকে লেখা চিঠি, লিখেছেন ক্যালিফোর্নিয়া থেকে হেনরি ইটন - এরকম অনেকের সঙ্গে চিঠিতে কথোপকথন আছে - এর মধ্যে থেকে গান্ধীর চিঠি গুনে কেউ বের করেছেন - তেমন কঠিন কাজ নয় - কিন্তু ৩৫০০০ সংখ্যাটা বেশ - রবীন্দ্রনাথের লেখায় কোন শব্দ কতবার ব্যবহার হয়েছে তাই নিয়ে কারা একটা এনালিসিস কারবার চেষ্টা করেছিল 
     
     
    বাই দ্য ওয়ে, এখানে ৯৮ খন্ডের  pdf রয়েছে 
  • এলেবেলে | ১০ ডিসেম্বর ২০২১ ০১:০৩491667
  • হ্যাঁ, ওই গৌতম ভদ্রের গুজরাতি আর লেনি গর্ডন তো আজ থেকে শুনছি না। আর CSSS-এর বিষয়টাও আজই প্রথম শুনলাম।কিন্তু ওসব থেকে কী মোদ্দা বস্তুটা খাড়া হল, সেটা পড়ার সৌভাগ্য এখনও হয়নি। আপনার হুজ হু-দের সঙ্গে পরিচিতি দিনের শেষ আমাকে কী দিতে পারল, আমার সেইটা নিয়ে আগ্রহ আছে। 
  • অর্জুন | 27.131.208.58 | ১০ ডিসেম্বর ২০২১ ০০:২৬491666
  • এই ইনফর্মেশন বুমের যুগে এহেন দাবি করা বেশ কৌতুকপ্রদ। আজ্ঞে না, এই বিষয়ে আমাকে সর্বপ্রথম অবহিত করেন কল্লোলবাবু মানে কল্লোল দাশগুপ্ত। বইমেলায় গুরুর স্টলের সামনে দাঁড়িয়ে। তখন সদ্য আমার গান্ধীর লেখাটা এখানে শেষ হয়েছে। কল্লোলবাবুর বয়ান অনুযায়ী, গান্ধীর গুজরাতিতে লেখা চিঠি মূলে পড়ার জন্য গৌতম ভদ্র মশাই গুজরাতির শিক্ষক খুঁজছিলেন। সেই ভাষা উনি বছর তিনেকের মধ্যে রপ্ত করে ফেলেছেন, তেমনটা কোথাও পড়িনি।
     
    আর আমি যখন গান্ধীকে নিয়ে লিখেছি, তখন থেকেই জানি গান্ধীর গুজরাতি ও ইংরেজি ভার্সন আলাদা হত। সেই দক্ষিণ আফ্রিকা থেকেই। এমনকি হরিজন পত্রিকাতেও সেম কেস। ওই লেখার শেষে প্রতিটা পর্বে কেসিসাহেব-কথিত ১০০ খণ্ডের গান্ধী রচনাবলির লিঙ্কও দেওয়া থাকত। কাজেই গান্ধীর চিঠিপত্র খুঁজে বের করা মোটেই কষ্টকর নয়। যেটা কষ্টকর, সেটা হল তার ভিত্তিতে কিছু একটা খাড়া করা।
     
    গৌতম ভদ্র আমাকে ২০১৮ য় CSSSর  যদুনাথ ভবনে নিজের ঘরে প্রায় পাকড়াও করে নিয়ে গিয়ে বলছিলেন গান্ধী  গবেষণার জন্যে গুজরাতি শেখার প্রয়োজনীয়তা। বলেছিলেন গুজরাতি শিখে গুজরাতি ভাষায় প্রকাশিত 'হরিজন' বাংলায় অনুবাদ করতে। পাশে ছিলেন মনস্বিতা সান্যাল। 
  • অর্জুন | 27.131.208.58 | ১০ ডিসেম্বর ২০২১ ০০:১৬491665
  • কয়েকজন ওয়াটসঅ্যাপে  ২০/২৫ গ্রুপে যুক্ত থাকে এবং সারাদিন মেসেজ টাইপ করে যায় । 
     
    ঘুম থেকে উঠে, ঘুমতে যাওয়ার আগে অবধি। 
  • এলেবেলে | ১০ ডিসেম্বর ২০২১ ০০:১৫491664
    • অর্জুন | 27.131.208.58 | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:৫৯491633
      • ০৯ ডিসেম্বর ২০২১ ২২:১৯491613
      • ইতিহাসবিদের নাম গৌতম ভদ্র। এবং তিনি গুজরাতি না শিখেই এই সুইপিং স্টেটমেন্টটা দিয়েছেন। যদিও তাতে কিছুই প্রমাণিত হয় না।
      • এ তথ্যটি আমিই দিয়েছি। কি করে জানলেন উনি গুজরাতি জানেন না? 
     
    এই ইনফর্মেশন বুমের যুগে এহেন দাবি করা বেশ কৌতুকপ্রদ। আজ্ঞে না, এই বিষয়ে আমাকে সর্বপ্রথম অবহিত করেন কল্লোলবাবু মানে কল্লোল দাশগুপ্ত। বইমেলায় গুরুর স্টলের সামনে দাঁড়িয়ে। তখন সদ্য আমার গান্ধীর লেখাটা এখানে শেষ হয়েছে। কল্লোলবাবুর বয়ান অনুযায়ী, গান্ধীর গুজরাতিতে লেখা চিঠি মূলে পড়ার জন্য গৌতম ভদ্র মশাই গুজরাতির শিক্ষক খুঁজছিলেন। সেই ভাষা উনি বছর তিনেকের মধ্যে রপ্ত করে ফেলেছেন, তেমনটা কোথাও পড়িনি।
     
    আর আমি যখন গান্ধীকে নিয়ে লিখেছি, তখন থেকেই জানি গান্ধীর গুজরাতি ও ইংরেজি ভার্সন আলাদা হত। সেই দক্ষিণ আফ্রিকা থেকেই। এমনকি হরিজন পত্রিকাতেও সেম কেস। ওই লেখার শেষে প্রতিটা পর্বে কেসিসাহেব-কথিত ১০০ খণ্ডের গান্ধী রচনাবলির লিঙ্কও দেওয়া থাকত। কাজেই গান্ধীর চিঠিপত্র খুঁজে বের করা মোটেই কষ্টকর নয়। যেটা কষ্টকর, সেটা হল তার ভিত্তিতে কিছু একটা খাড়া করা।
  • lcm | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:৫৮491663
  • চিঠিপত্রের সংখ্যা নিয়ে একটা কোশ্চেন আছে - এই যে গান্ধীর ৩৫,০০০ চিঠির কথা হচ্ছে, এই সংখ্যাতে কি সব গান্ধীর নিজের লেখা চিঠি, নাকি এর মধ্যে গান্ধীকে লেখা অন্যান্য ব্যক্তির চিঠিও আছে।

    কারণ, পুজো সংখ্যায় অপ্রকাশিত চিঠিপত্র নিয়ে লেখাগুলোয় দেখেছি, কোনো বিখ্যাত ব্যক্তির লেখা এবং তাঁকে লেখা - দুরকম জিনিস দিয়েই লেখা ভরানো হয়।
  • | 2406:7400:63:2e62::101 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:৫৭491662
  • কমি কুত্তা টা মনে হয় আজকের জন্য পালিয়েছে | কাল আসলে          আবার লাথি মারবো ||
  • একক | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:৪৭491661
  • আরে আমরা সারাদিনে কত কত মেইল করি,  চ্যাট আর মেসেজ ত করেই চলেচি। 
     
    সে যুগে দিনে খান তিন পাঁচেক চিঠি লিখে ফেলা এমন কী!!  যে সময়ের যা দস্তুর,  অন্য সময়ে শুনলে মনে হয় কী না জানি ব্যপার।  
     
    গান্ধী ফেসবুক এ ঢুকলে হিমশিম খেয়ে যেতেন কিনা কিন্তু জানা যায়না ঃ))
  • | 2406:7400:63:2e62::101 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:৩৭491660
  • এটা দারুন ....:) 
  • dc | 27.62.33.76 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:৩০491659
  • এসেনেলঃ 
     
  • অর্জুন | 27.131.208.58 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২৫491658
    • সিএস | 49.37.32.64 | ০৯ ডিসেম্বর ২০২১ ২২:৪০491618
    • অর্জুন, আমি কোন সোর্স জানি না। ওটা আমি অনুমান করলাম, সব চিঠি কি আর নিজে লিখতেন ? হয়ত কেউ  খসড়াটা লিখে আনল , নিতান্ত কেজো চিঠিগুলো , উনি দেখে দিলেন , তারপর ফেয়ার কপি অন্য কারোর । 

      ৬২ বছরে যদি ৩৫ হাজার চিঠি নিজের লেখে তাহলে দিনে কতগুলো, সে যদুবাবু হিসেব করবেন।
    • একেবাড়ে১০০% তো কোন কিছুই হয়না। মহাদেব দেশাইয়ের ছেলে নারায়ণ দেশাই বলেছেন গান্ধী এক সাথে পাঁচ ছ টা চিঠি ডিকটেট করতেন বিভিন্ন জনকে। হিটলারকে লেখা চিঠির ডিকটেশন উনি নিয়েছিলেন।  
  • | 2406:7400:63:2e62::101 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২৪491657
  • এই আরেকটি লালু শুওরের বাচ্চার আগমন | ভালো ভালো 
  • dc | 27.62.33.76 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২৪491656
  • কাল কমেডিয়ান আর কমেডি শো নিয়ে এতো পোস্ট করলাম, এসএনএল কি করে বাদ দিলাম কে জানে! আর মাইক মায়ার্স! 
  • 4z | 184.145.134.184 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২২491655
  • কেসিদা, তাহলে মেসেঞ্জারে তোমাকে যোগাযোগ করছি বা মেলে। 
  • জনৈক সিপিএম কর্মী সমর্থক | 5.2.69.50 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২১491654
  • কসবা এলাকায় সিপিএম এর জনগণ ও ছেলেমেয়েদের মোটামুটি চিনি, শুধু কসবা নয়, কসবা, যাদবপুর, ঢাকুরিয়া - একটা আন্দাজ আছে। পার্টি হোলটাইমার ছিলাম এক সময়। খাতায় নাম আছে এখনও।
    বোধিসত্ত্ব আপনি যদি সত্যিই অনলাইন প্রচারে হেল্প করতে চান তাহলে কথা বলুন। এরকম খাপছাড়া ভাবে ডেসপারেটলি এদিক ওদিক ছবি না সেঁটে, এরকমভাবে ভালগার কনভারসেশনে নিজেকে এনগেজ না করে, ডিজিটাল মিডিয়ায় প্রচার নিয়ে সিরিয়াস আলোচনা, সিস্টেমেটিক্যালি কাজ করার চেষ্টা চলছে। আপনই বোধহয় আইটি প্রফেশনের লোক, আপনারা আসলে সুবিধে হবে। এ নিয়ে সুজনদা এবং অন্যান্যদের সঙ্গে কথা বলুন।
  • | 2406:7400:63:2e62::101 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২১491653
  • রাত হয়েছে তো , তাই সিপিএম এর বিচি তে চুলকানি হচ্ছে |
  • kc | 188.70.28.45 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২০491652
  • ফোজ্জি, আছি। তবে কতক্ষণ এই নয়েজের বাজারে থাকব জানিনা।
  • kc | 188.70.28.45 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:২০491651
  • ফোজ্জি, আছি। তবে কতক্ষণ এই নয়েজের বাজারে থাকব জানিনা।
  • অর্জুন | 27.131.208.58 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:১৮491650
  • এটা ঠিক কি হচ্ছে !! আর  বোধিসত্ত্ব দাশগুপ্ত সিপিএমের  পুরভোট প্রচারের ছবিই বা অনবরত দিয়ে যাচ্ছেন কেন ? 
  • | 2406:7400:63:2e62::101 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:১৬491649
  • ধর্মাবতার , এই ব্যক্তি টি আমাদিগের পবিত্র বামপন্থি পশ্চাৎ দেশ মারিয়া থাকে | উহাকে দশ দিন এর ফাঁসি দেওয়া হোক |
  • | 2406:7400:63:2e62::101 | ০৯ ডিসেম্বর ২০২১ ২৩:১২491647
  • আহা , IPC মেসোর আগমণ ( নাকি মাসি ?) 
    তা কেস টা ফাইল হোল ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত