এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 174.251.169.106 | ০৬ জানুয়ারি ২০২২ ১২:০৬493634
  • সইত্যের খাতিরে জানিয়ে রাখা ভালো ১১ টা বেয়াল্লিশের মতো কৌতূহল আমার নাই। জানিই যে ওই দশ বারোর লিস্টিতে আমার চিহ্নটুকুও থাকবেনা। নিজের চর্কায় তেল মানে উদরে সিঙ্গাড়া জিলিপি দেওয়াই কত্তব্য। 
  • এলেবেলে | 202.142.119.208 | ০৬ জানুয়ারি ২০২২ ১২:০৩493633
  • হ্যাঁ, পারতাম। মানে ইয়ার্কি মারতে পারতাম। কিন্তু রেসিডেন্ট গুরুদের এই চরম মৌলবাদী অবস্থান (মানে যা কিছু আমাদের ভালো লাগছে না সেসব সরিয়ে ফেলা হোক বা সরাসরি ডাম্পিং গ্রাউন্ডে চলে যাক, কেবল আমরাই ছড়ি ঘোরাই দিনরাত) এবং প্রচণ্ড রকমের মরাল মেসোমশাইদের বক্তব্য দেখে-ফেখে সেই মুডটা আসেনি। আমার অপারগতার জন্য আবারও দুঃখপ্রকাশ করছি। এই করে ডিডি বিদায় নিয়েছেন, কল্লোলবাবুও আর আসেন না, একলহমা পুরো সরে গেছেন, পিটিস্যারকে তাড়ানো হয়েছে। কিন্তু এই একচেটিয়া বাণিজ্য কায়েম করার ঘৃণ্য অভিপ্রায় দেখিয়ে আমার মুখ বন্ধ রাখা যাবে না।
  • | ০৬ জানুয়ারি ২০২২ ১১:৫০493632
  • @রমিত, গ্রেট ইন্ডিয়ান কিচেন বেশ অনেকদিন আগে দেখেছি তো। প্রচুর লোকেই দেখেছে। সেই নিয়ে লেখা টেখাও হয়েছে কিছু। সম্প্রতি দেখলাম ১৪ পীকস মিশন ইমপসিবল। দুর্দান্ত বললে কম বলা হয়। শুধু সামিট করার আগের অংশগুলো যদি আরেকটু দিটেলে দিত খুব ভাল লাগত। এইটে অবশ্য হিমালয় ও প্রবতারোহণে আগ্রহীদের জন্য রেকোমেন্ডেড। 
  • | ০৬ জানুয়ারি ২০২২ ১১:৪৭493631
  • আহা সত্যি সত্যি আপনের কাছে উত্তর চাই নি। এই পুরানো পাবলিক  খুপি কনফিডেন্টলি বলল কিন, তো ক্লিয়ারলি e আপনার লেখাগুলোও পড়ে নি। জাস্ট এসে তপ্ত কড়ায় আলু পুড়িয়ে গেল। আপনিও চাট্টি ইয়ার্কিই মারতে পারতেন। 
     
    যাই হোক দ্যাট রিমাইন্ডস মি  আমার ছেঁড়াকাথাটাও আপডেট হয় নি বেশ কিছুকাল। এইবারে করে ফেলতে হবে। 
  • কুতুহল | 154.16.171.167 | ০৬ জানুয়ারি ২০২২ ১১:৪২493630
  • দশ-বিশজনের নাম বলুন। বোতীন কোতায়?
  • এলেবেলে | 202.142.119.208 | ০৬ জানুয়ারি ২০২২ ১১:৪০493629
  • দুঃখের বিষয় রেসিডেন্ট গুরুর বৃহত্তম অংশই ধনেপাতার ক্যাশমেমো, ভানটা অবিশ্যি ষোলো আনার ওপর আঠারো আনা। অনেকদিন হয়ে গেল তো। কেবল দশ-বিশজন আছেন যাঁদের লেখা বা মন্তব্য মনোযোগ দিয়ে পড়ার মতো। নতুবা সবই ওই ছেঁড়া ক্যাঁথার চচ্চড়ির এপিঠ আর ওপিঠ।
  • বাবারে | 107.189.11.228 | ০৬ জানুয়ারি ২০২২ ১১:৩৪493628
  • রন্টির ধৈর্য, তার আবার বাঁধ। নটেশাকের ক্যাশমেমো, তার জন্য আরটিজিএস।
  • এলেবেলে | 202.142.119.208 | ০৬ জানুয়ারি ২০২২ ১১:৩১493627
  • দ-দি মাফ করবেন। যে কথা আমি নিজে লিখিনি তার দায়ভার আমি নিতে পারব না। আমি নিজে যা লিখেছি তাই নিয়ে হাজারটা প্রশ্ন করুন, আমি আপনাকে অবশ্যই তার উত্তর দেব। ইন ফ্যাক্ট আমি ডেস্কটপ থেকে গুরু করি, কাজেই আমার আগের মন্তব্যকারীর মন্তব্যটি আমার চোখে পড়েনি।
  • এলেবেলে | 202.142.119.208 | ০৬ জানুয়ারি ২০২২ ১১:২৬493626
  • এই হচ্ছে কাল রাতের ঘটনাক্রম ---

    ২৩:৩৯ দেখবি আর জ্বলবি, লুচির মত ফুলবি।

    ০০:০৫ ডোম পুরোহিত

    ০০:০৫ রামমোহন ত এলবেলের মত গবেট ছিল না। 

    ০০:২৪ মহায় আপুনার রেস্টুরেন্ট চালানো প্রকাশককে বলুন কলাবতী মুদ্রার সাইট বানাতে।

    ০০:৫১ যদিও এর জন্য একশ্রেণীর গর্দভ বিদ্যাসাগরকে ব্রিটিশ দের ধামাধরা বুর্জোয়া শিক্ষাব্যবস্থার প্রতিষ্ঠাতা বলে গাল পাড়ে।

    এবারে আমার ধৈর্যের বাঁধ ভাঙে। এদের মধ্যে দীপ গুরুর প্রায় সমস্ত বিরোধীকেই মাতব্বর, ছাগল, পাঁঠা, গর্দভ বলায় রীতিমতো অভ্যস্ত। কেউ কিস্যু বলে না।
     
    আমি আমার মতে অটল থাকব, আপনি আপনার মতে অটল থাকতেই পারেন। কিন্তু আমাকে উদ্দেশ্য করে আমাকে আক্রমণ করে কিছু লিখলে আমাকে তার উত্তর দিতে হবে। সেখানে কেউ তিন পয়সার জানকারিকে তেত্রিশ টাকার ভান দেখালে আমি মেনে নিতে রাজি নই।
     
    এর আগে গুরুতে এই পরিমাণ নিননিছার উপদ্রব দেখিনি। এরা নামটিকে আড়াল করে যাকে যা খুশি নয় তাই বলতে ওস্তাদ। কেউ কিস্যু বলে না।
     
    এখানে কোনও লেখক আজ পর্যন্ত নিজের লেখার লিঙ্ক দিয়েছেন কি না, সেটা কেউ কেউ মনে করতে পারেননি। না-ই পারেন। কিন্তু এখানে কি কোনও লিখিত (বা অলিখিত) নিয়ম আছে যে সেটা এই জীবনে এখানে আর কেউ দিতে পারবে না? যদি থাকে তাহলে সেটা প্রকাশ্যে জানানো হোক। আপাত উদারতার মুখোশটা তাতে অন্তত উন্মোচিত হবে। আর লিঙ্কে দিপীকা পাড়ুকোনও ছিল না, লিঙ্কটা পানুরও ছিল না - সেটা সবিনয়ে মনে করিয়ে দিলাম।
     
    তবে দুর্দান্ত মন্তব্য করেছেন ০৪:২০ - খোলা ভাটিয়া৯তে এইসব অসভ্যতা, গালাগালি দেখতে বিশ্রী লাগে।

    এ মালটাকে ডিডি সরাসরি সাইটে না আসার কথা বলেছিলেন না? এ মালটা আমাকে নিয়ে অন্য একজনের সঙ্গে কলতলার ঝগড়ার আসর বসিয়েছিল না? এ মালটা সমর সেন নিয়ে হ্যাহ্যাহিহি করেছিল না? আগে মালটার খিস্তিট্যান নাম ছিল না? এখন নাম ভাঁড়িয়ে এসেছে না? হরি হে দীনবন্ধু। শেষে এ মালটাকেও সিরিয়াসলি নিতে হবে?

     

    গুরু কোনও পারিবারিক আশ্রম নয়। এখানে কে কোথায় পড়ে, কার মেয়ে কতবড় হল, কোথায় ওমিক্রনের থাবা আর কোথায় বাইডেনের বাবা - এই এনারাই ক্লাব কালচারের গুষ্টির তুষ্টি নাশ করার জন্য সচেতনভাবে কেউ কেউ বিদ্রোহ করবে। যাঁরা রামু-বিদু-রবি-সুভাষের চর্চা নিয়ে তিতিবিরক্ত, তাঁদের সবার আগে বুঝতে হবে তাঁদের ক্লাব কালচার বাকিদের কতটা বিরক্ত করতে পারে। প্রসঙ্গত কোভিডের প্রথম দিকে পাতার পর পাতা ধরে সেই নিয়ে অনন্ত গ্যাঁজলা ওঠার প্রত্যক্ষদর্শী আমি। কাজেই নিজেদের ইস্যুটাই যে পৃথিবীর একমাত্র ইস্যু নয়, এটা বোঝার দরকার আছে।

  • | ০৬ জানুয়ারি ২০২২ ১১:০৩493625
  • লোকজন 'গুরু ছেড়ে দিয়েছি আর লিখি না' ইত্যাদি ফাটিয়েও আবার ঘুরেফিরে আসে এইটে দেখতে খুপি মজা লাগে। :-) 
  • | ০৬ জানুয়ারি ২০২২ ১১:০৩493624
  • কিন্তু রঞ্জনদা, আমি ডিসি বোধি স্বাতী আমরা যে এলেবেলের লেখা যথেষ্ট পাত্তা দিয়ে পড়লাম মন্তব্য করলাম। রঞ্জ্নদা এগারো ভল্যুম পাঠ  প্রতিক্রিয়া লিখে ফেললেন সেসবই কিচ্ছুই না। হায় হায় হায়। 
    তবে কী করিলে এই পাপের প্রাচিত্তির হইবে? হ্যাঁগা এলেবেলে? 
  • পুরনো পাপী | 200.55.245.139 | ০৬ জানুয়ারি ২০২২ ১০:৫৫493623
  • এলেবেলে বিজ্ঞাপন দিন আর যাই করুন, উনি ঠিক করেছেন। বেশ করেছেন। গুরুতে বেসিকেলি পরিচিত লোকের বাইরে কারো লেখা পাত্তা দেওয়া হয়না। এই হিপোক্রিসি আজকের নয়। ভাটে গুরুর রেসিডেন্ট পয়সাওলা লোকেরা নিজেদের খাওয়াদাওয়া, ঘোরা বেড়ানো, বিলাস প্রমোদ ইত্যাদি নিয়ে গরিমা দেখায়। বাইরের লোককে তুচ্ছতাচ্ছিল্য করে। আবার এরাই বিদেশে নিরাপদ দূরত্বে বসে গরীবের মসিহা সাজে। বাইরের লোক গুরুতে এসে চুপচাপ অপমান সইতে থাকে নয়ত আসা ছেড়ে দেয়। এলেবেলে প্রতিবাদ করেছেন বেশ করেছেন। অত্যাচারী রোমানদের বিরুদ্ধে স্পার্টাকাস একদিন ফুঁসে উঠবেই।
     
    আর শুদু সৈকতের লেখার লিংক নয়, গানের লিংকও আসে। অমন বেসুরো হেড়ে গলার গান শুনে লোকে আহাবাহা করতে পারে গুরুতে না এলে জানা যেত না।
  • kc | 188.236.163.154 | ০৬ জানুয়ারি ২০২২ ১০:৫৪493622
  • গঙ্গাসাগর নিয়ে আজ রাজ্য সরকার হাই কোর্টে উত্তর দেবে।
  • | ০৬ জানুয়ারি ২০২২ ১০:৪১493621
  • মিঠু এদিকে লোকজন গড়াগড়ি দিয়ে কাঁদছে ছেলেপুলেরা স্কুলে যেতে ভুলে যাচ্ছে বলে। ওদিকে আরেকদল রেগেমেগে বলে চলেছে শিক্ষক শিক্ষিকারা নাকি বাড়ি বাসেই বেতন নিয়ে চলেছে, তাতে আবার এঁরা ভীষণ রেগে (সঙ্গত কারণেই) চেঁচামেছি করছেন। 
     
    মাঝখান থেকে গঙ্গাসাগর মেলা বন্ধের কোনও কথাবার্তা শুনছি না যেটা বেশ ভয়ের ব্যপার। 
  • kc | 188.236.163.154 | ০৬ জানুয়ারি ২০২২ ১০:৩৫493620
  • কাতার ভারতকে এক্সেপশনাল রেড লিস্টে ফেলেছে, তার মানে যে কোনও দিন কাতার এয়ারওয়েজ বন্ধ হবে। এমিরেটসও তাই করবে। সামনের দুমাস আবার কঠিন হতে চলেছে। বাড়ির বয়স্করা অসুস্থ হলে কি যে হবে!!
  • খ্যা খ্যা | 192.42.116.15 | ০৬ জানুয়ারি ২০২২ ১০:২৩493619
  • হ্যা গো ফাকা কলসি  ঠিক বলেচ। যাও উইকি থেকে অনুবাদ করে আমি লিকিচি বলে গর্জে ওঠো হুউউউউম্মম্ম গদায়ায়াম
  • অর্জুন | 43.231.243.77 | ০৬ জানুয়ারি ২০২২ ১০:১৫493618
  • @ম
     
    পড়ুন
     
    এই কমেন্ট গুলো কিন্তু গুরুর আসলি ভাইরাস। 
     
    আরে অনেক কিছু তো বললেন, আমার তো তাও অনেক কিছু আছে। আপনার তো ব্যাসিক ইজ্জত টাই শূন্য। 
     
    এতো ফাঁপা যে পরিচয় পর্যন্ত  দেওয়া যায়না। 
     
    গুরুর authority বা যাই হোক, তাদের এগুলোর প্রতি দৃষ্টি নিঃক্ষেপ করতে বলি। 
  • | ০৬ জানুয়ারি ২০২২ ১০:০৯493617
  • কলকাতায় আপাতত ইউকের ফ্লাইট ধোকা বন্ধ হইছে। শুনছি মাহারাষ্ট্রের ফ্লাইটও বন্ধ করবে। কি জ্বালা তাহলে আবার সেই ব্যাঙ্গালুরু বা ভুবনেশঅর ঘুরে আলাদা পিএনার নিয়ে যেতে হবে। 
  • হে হে | 2a0b:f4c2:1::1 | ০৬ জানুয়ারি ২০২২ ১০:০৩493616
  • মাকাল ফল এলবোর কুষ্ঠি খুড়ছে। :-))
    তুমি  বাওয়া একেবারেই ঠনঠনে কলসি।  এলবো ১০টা ১৫টা বই পড়ে রেফ দেয় (এবার পড়ে কি বোঝে সে আরেক খোরাক) কিন্তু পড়ে। ঠনঠনে কলসি কেবলই গোলপোস্ট সরায় আর কেলাসের গব্ব করে। তা নিজের পেটে বিদ্যে না থাকলে  মামা কাকা পিসি  ডেকে রিফ্লেকটেড আলোতে আলোকিত হতে হয়।
    গুরু কত্তিপক্ষ এই খোরাককটাকে পুষে রাখে যেন।
  • অর্জুন | 43.231.243.77 | ০৬ জানুয়ারি ২০২২ ০৯:৫৩493615
  • যদুনাথ সরকার মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস লেখার জন্যে চল্লিশ বছর গবেষণা করেছিলেন। শিখেছিলেন ফার্সি, আরবী, মরাঠী, গুজরাতি, উর্দু.... 
     
    রোমিলা থাপার সোমনাথ ও শকুন্তলা বিষয়ে লিখতে কাটিয়েছেন কয়েক দশক। শিখেছেন সংস্কৃত। 
     
    সম্প্রতি সুপ্রিয়া গান্ধী দারাশুকোর জীবনী লিখতেও বেশ কয়েক কাটালেন। যুদ্ধ আক্রান্ত সিরিয়ায় পর্যন্ত আরকাইভ ঘাঁটতে গেলেন। 
     
    আর কেউ এক দু বছরের মধ্যে 5/6 জনের জীবনী লিখে ফেলছে। 
  • অর্জুন | 43.231.243.77 | ০৬ জানুয়ারি ২০২২ ০৯:৩৬493614
  • @ম, 
    কোন প্রফেশনে পরকীয়া বেশী হয়, সে লিস্টে দেখলাম ডাক্তার, নার্স, ইকোনমিস্ট, চলচ্চিত্র জগৎ। ইকোনমিস্টদের টা জেনে মজা লাগল। আমাদের দুই নোবেল লরিয়েট তার জলজ্যান্ত প্রমান। 
  • | 2601:247:4280:d10:c93d:7672:6514:5c15 | ০৬ জানুয়ারি ২০২২ ০৯:২৮493613
  •  কেসি,আচ্ছা।এটা জানতাম না।
  • kc | 188.236.163.154 | ০৬ জানুয়ারি ২০২২ ০৯:২৫493612
  • হপ্তায় একটা এয়ার ইন্ডিয়া, ইউকে থেকে কলকাতা যেত। পুজোর  আগে শুরু হয়েছিল, শনিবার ছাড়ত।
  • অর্জুন | 43.231.243.77 | ০৬ জানুয়ারি ২০২২ ০৯:০৭493611
  • আজ টেস্ট করাবো। 
     
    বয়স্ক বাবা, মাকে নিয়ে থাকি।  বাবার কদিন খুব ঠান্ডা লাগায় কাল টেস্ট করানো হল। মা এখনো ঠিক। যিনি রান্না করে তাকে মানা করে দিলাম।  
  • Abhyu | 47.39.151.164 | ০৬ জানুয়ারি ২০২২ ০৮:৪৮493610
  • অর্জুন আশা করি তাড়াতাড়ি জ্বর কমে যাবে।
  • Amit | 121.200.237.26 | ০৬ জানুয়ারি ২০২২ ০৮:৪৫493609
  • হ্যা ,  জলদি টেস্ট করিয়ে নিন পারলে। আর রেজাল্ট জানা অবধি হোম ইসোলেশনে থাকা ভালো। 
  • | 2601:247:4280:d10:c93d:7672:6514:5c15 | ০৬ জানুয়ারি ২০২২ ০৮:৪২493608
  • অর্জুন, টেস্ট করিয়ে নেবেন। সাবধানে থাকুন।
  • অর্জুন | 43.231.243.77 | ০৬ জানুয়ারি ২০২২ ০৮:৩৮493607
  • @ম আর @অমিত বাবুকে অনেকদিন বাদে দেখলাম। আমার কাল থেকে জ্বর। এখন ১০০। 
     
    আমার বোনের কাছে শুনলাম স্যানফ্রন্সিসকোয় দোকান পাটে খুব ভিড়। ওরা মাঝে উইকেন্ডে খুব বেড়াচ্ছিল। এখন আবার বন্ধ।
  • | 2601:247:4280:d10:c93d:7672:6514:5c15 | ০৬ জানুয়ারি ২০২২ ০৮:৩৬493606
  • চোতরা হলো বিচুটি/ বিছুটি পাতার বাঙাল নামঃ-)
  • চুতরা কেন? | 2a0b:f4c0:16c:9::1 | ০৬ জানুয়ারি ২০২২ ০৮:৩৫493605
  • ক্যানো ক্যানো এই যে মাস্টেররা কেবলই  খিস্তিখেউড় তুইমুই করে এ ত ছাত্তরদের তুশ্চু করতে করতেই স্বভাবে বসে যায় তাই না? এই এলবেল দিপচাড্ডি পিটি*** এরা তো সব্বাই মাস্টের আর অন্যদিকের লোকজনকে তুশ্চু করতে করতে গরু ছাগল ল্যাজ তুলে বোস টাইপ বলা এদের লব্জি হয়ে দাঁড়িয়েছে।
    থালে হতেই পারে কোন পেশা হয়ত এমন করে পরকিয়াও অভ্যেসে ঢুকিয়ে দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত