এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.39.151.164 | ৩১ মার্চ ২০২২ ০৮:৫৭499291
  • হুতোর ট্রোলবাহিনী খ্যামা দিয়েছে?
  • dc | 122.164.79.44 | ৩১ মার্চ ২০২২ ০৮:৫৩499290
  • সিআইয়ের টাকা, প্রধানসেবকের টাকা, গুরুর টাকা...জীবনে কতো টাকাই যে পেলাম না! :-(
  • dc | 122.164.79.44 | ৩১ মার্চ ২০২২ ০৮:৪৯499289
  • ওদিকে আজকের তাজা খবরঃ পুটিন নিজের জেনারালদের ওপরেই খুব রাগ করেছে। ইউক্রেনে ঢুকে পড়ে এখন রাশিয়ান আর্মি যেভাবে ল্যাজেগোবরে হচ্ছে, তাতে রাগ তো হবেই। 
  • lcm | ৩১ মার্চ ২০২২ ০৮:৩৯499288
  • বি ,
    ইয়েস, নীরেনবাবু 
  • r2h | 134.238.14.27 | ৩১ মার্চ ২০২২ ০৮:৩৬499287
  • আমার অত খাঁই নেই। ওর থেকে সামান্য একটু পেলেই আমার জামবাগানট বাড়িয়ে নেওয়া যেত। এত বছর ধরে গুরুর সঙ্গে আছি, একটা পয়সা বখড়া পেলাম না।

    অভ্যু, ছবিগুলো তো আমার কাছেও নেই, কোত্থেকে আর দেবো - যখন এসব জায়গায় তুলেছিলাম তখন ভেবেছিলাম ডিজিটাল আলমারি অনন্ত। তারপর কত কম্পিটার বদলে গেল, বাড়ি বদলের সময় যেমন দস্তাবেজ আসে আর ছোটবেলার পত্রিকা হারিয়ে যায় তাই হলোঃ)
  • b | 117.194.79.57 | ৩১ মার্চ ২০২২ ০৮:২৩499286
  • এল সি এম , নীরেন  চক্কত্তি .
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০৭:০২499285
  • আমাদের শিব্রামবাবু স্বয়ং বলে গেছেন, "সীমের মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, ধামার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর।" ঃ-)
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০৬:৫৫499284
  • যদুবাবু,
    সীম? হ্যাঁ? মানে আমাদের শীতকালে সীমলতা মাচায় তুলে দিলে যে মোটা মোটা সীম হয়, সেই সীম ? সরষেবাটা দিয়ে তরকারি খাওয়া যায় যেগুলোর? আর পরে দানা শক্ত হলে সেগুলোর তরকারিও হয়? এই সীম কেন মহাবিশ্বে পাওয়া যাবে না?
  • S | 2405:8100:8000:5ca1::253:f7be | ৩১ মার্চ ২০২২ ০৬:৪৬499283
  • না না ওসব আইল্যান্ড ফাইল্যান্ডে হবেনা। গুচর যখন এতই টাকা, তখন একটা প্ল্যানেট কিনুক। এই প্ল্যানেটে বোর হয়ে গেছি।
  • যদুবাবু | ৩১ মার্চ ২০২২ ০৬:২৫499282
  • অভ্যুদাঃ দারুণ দারুণ ... এই আজ সকালেই "হুতোর কাজ" টইটা আমি আর প্যালারাম দেখছিলাম। হুতোদা আগমার্কা জিনিয়াস, কত্থা হবে না। 

    আমি তো বহুদিন গুরুতে নীপা থেকে থেকে শেষে একদিন এসে লগিন-টগিন খুলে বসলাম, কিন্তু এইটা খুব-ই মনে হয় যে একটা সত্যি স্বর্ণযুগ ছিলো, সে হয়তো আজ থেকে আট-দশ বছর আগে, ঐ টইগুলোতে টাইম ক্যাপসুলের মত, সেপিয়া রঙের গ্রূপ ফটোর মতো সেইগুলো ধরা আছে। সেই সময় পার্টিসিপেট করিনি বলে একটু যে আফশোস হয় না তা নয়। 

    @অ্যাণ্ডরঃ কল্পবিজ্ঞান তো আপনার এরিয়া অফ এক্সপার্টিজ - আর আপনাদের সেই টইটা খুব এঞ্জয় করছিলাম বাই দ্য ওয়ে। 
    তাও, 'আজ যদি আমাকে জিগ্যেস করেন', আমি বলবো কলম্বাস যেমন ভাবতেন পৃথিবীর মডেল ঐ স্মল ওয়ার্ল্ড, মাঝে শুধু জল, আমরাও হয়তো সেইরকম একটা স্মল ইউনিভার্স ভাবি, কে জানে? তবে আমার এইসব ব্যাপারে স্ট্রিক্টলি ন ভাষ্যতি করা উচিত কারণ আমার দৌড় ঐ ব্ল্যাকবোর্ড পজ্জন্ত, মহাবিশ্বের কিছুই জানি না। খালি জানি যে একটা টিভি ইন্টারভিউতে কে যেন বেশ বলেছিলেন মহাবিশ্বে ওনার প্রিয় সব্জি সীম পাওয়া যায় না, তাই উনি কিছুতেই যাবেন না। 

    আচ্ছা জয়দার অনেকদিন সাড়া পাই না। আশা করি ভালো আছো। 
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০৫:৩১499281
  • অন্য গ্যালাক্সিতে না, আমাদের গ্যালাক্সিতেই।
  • Abhyu | 47.39.151.164 | ৩১ মার্চ ২০২২ ০৫:৩০499280
  • পর্দা চিরে মারমার ঠাসঠাস প্রসঙ্গে - যেডি এই টইটা দেখেছিস? https://www.guruchandali.com/comment.php?topic=12356&srchtxt=%&page=1#pages

    হুতোবাবুর ছবিগুলো নেই,আর উনি বললেও আর দেবেন না বলেই মনে হয় :(
  • Amit | 121.200.237.26 | ৩১ মার্চ ২০২২ ০৫:২৯499279
  • অনেকগুলো এক্সপ্লানেট পেয়েচে তো যেখানে পৃথিবীর সাথে সিমিলারিটি আছে। সেই গোল্ডিলক'স ফর্মুলা। সেগুলো অবশ্য সবই অনেক দূরে  অন্য গেলাক্সিতে। 
     
    স্যাটার্ন এর উপগ্রহ টাইটান এসবে তো রিচ মিথেন সোর্স আছে প্রেডিক্ট করেছে। আমাদের জলের লেকের মতো বিশাল বিশাল মিথেন লেক। হয়তো কার্বন বেসড কোনো মাইক্রোবিয়াল লাইফ ফরমস ওসব এক্সট্রিম ক্লাইমেট এও ফর্ম হতেই  পারে। এখনো কত কি জানার বাকি আছে। 
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০৫:২৩499278
  • একটা ব্যাপার খেয়াল করেছেন? এতগুলো গ্রহ উপগ্রহ ডোয়ার্ফ গ্রহ ইত্যাদি আমাদের এই সৌরজগতেই, অথচ পৃথিবী বাদে সবকটা কেমন হয় আগুনিবেগুনি গরম অথবা শুকনো ঠান্ডা পাথুরে অথবা স্রেফ বরফজমাট? আর একটাতেও পৃথিবীর মতন পরিবেশ তো থাকতে পারত? মঙ্গল বা সেরেস বা বৃহস্পতির কোনো উপগ্রহ বা অন্য কোথাও? এক্সোপ্ল্যানেট যেগুলো পাচ্ছে অন্য অন্য নক্ষত্রের চারপাশে, সেগুলোও যদি এরকম বেরোতে থাকে, তাহলে তো চিত্তির! লোকে তো বলতে পারে, এই পৃথিবীটাও টেরাফর্মিং প্রোজেক্ট ছিল, এই একটাতেই করেছে, বাকীগুলোতে হাত দেয় নি। হয়তো গোটা গ্যালাক্সিতে এরকম গোটা ত্রিশ কি পঞ্চাশ টেরাফর্মিং করেছে।
  • যদুবাবু | ৩১ মার্চ ২০২২ ০৪:৫৮499277
  • @অমিতবাবুঃ  সেই মার্ভেলের একটা সিনেমা বেরিয়েছিলো গার্জেনস অফ গ্যালাক্সি, সে ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহটহ নিয়ে ঝঞ্ঝাঁট। সেইটা দেখে আমার এক বন্ধু বলেছিলো বাকি সব ঠিক আছে কিন্তু ওই পিটার ক্যুইলের হেডফোন-টা যে এতো বছর ধরে দুই কানেই কাজ করছে এইটা এক্কেবারে অবিশ্বাস্য। 

    কোটি x কোটি শূন্যের ব্যাপারটা অবিশ্বাস্য শুনে মনে পড়লো। :D 
  • যদুবাবু | ৩১ মার্চ ২০২২ ০৪:৫২499276
  • আচ্ছা আমিও একটা কবিতা পড়াই। কবিতার নামেই কবির নাম আছে। 

  • Amit | 121.200.237.26 | ৩১ মার্চ ২০২২ ০৪:৪৯499275
  • ইয়ে কোটি x কোটি হলে তো শুন্যের চাপে সরকার উল্টে যাওয়ার কথা। এমনিতেই ভাঁড়ে মা ভবানী অবস্থা। 
  • যদুবাবু | ৩১ মার্চ ২০২২ ০৪:৪৬499274
  • এতো অল্প আকাঙ্ক্ষা? শুধুই অতিথিনিবাস? 

    আমি তো ভাবছিলাম ভূমধ্যসাগরের উপরে একটা ছোটোখাটো দ্বীপ কিনবেন ওয়াঁরা, আর আমার জন্য কলসি করে কয়েকটি পারদাচিরস মার্মোরেটাসের চারাপোনা। আমার উনির আবার হাঙরে খুব ভয়। 

    অবশ্য কোটি কোটি মানে কি কোটি x কোটি না কোটি + কোটি? 
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০৪:২৫499273
  • শুনলাম গুর্চ নাকি কোটি কোটি টাকা পেয়েছে সরকার থেকে? প্রশ্ন হল, এই টাকায় সমুদ্রের তীরে একটা বড় অতিথিনিবাস (থাকা ও খাওয়ার ব্যবস্থাযুক্ত, সঙ্গে বড় বড় বাগান থাকলে আরও ভালো) তৈরী করা হবে কি হবে না?
  • যদুবাবু | ৩১ মার্চ ২০২২ ০৪:২১499272
  • খুঁজে পেলাম নেটে, "বৃদ্ধের স্বভাবে" 

    আমার অবশ্য কিছুই মনে ছিলো না, ছবিটা গল্পের মত মনে ছিলো, আমার হয়েছে যাকে বলে বৃদ্ধের স্মৃতিশক্তি। 
  • lcm | ৩১ মার্চ ২০২২ ০৩:২৩499271
  • যদুবাবু - ইয়েস!  নীরেন্দ্রনাথ। কবিতার নাম মনে নেই, বৃদ্ধের ... সামথিং 
  • যদুবাবু | ৩১ মার্চ ২০২২ ০৩:০৮499270
  • @লসাগু-দাঃ মিস করে গেছিলাম। নীরেন্দ্রনাথ, না? :) এতো হন্টিং কবিতা ভোলা সম্ভব নয়। 

    @&/ঃ হ্যাঁ, স্ট্রিক্ট ভাববাচ্যে বললে, ভালোই হয়। তবে, কার এতো এনথু ইত্যাদি? 
  • যদুবাবু | ৩১ মার্চ ২০২২ ০২:৪১499269
  • @&/ঃ হ্যাঁ। এক-কালে, মানে সে অনেক কাল আগে এক কালে, আবৃত্তি করতাম 'মা নিষাদ'। এখন খাবলা খাবলা মনে আছে। 

    @ব্রতীনদাঃ তাইত্তো। দুখেদা কিন্তু সত্যিই সবসময় জানে ঠিক কোন লেখা, কোন কবিতা এই মুহূর্তের জন্য উপযুক্ত :) 
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০২:৩৮499268
  • নানা কবিতা -সাম্প্রতিক ও অতীতকালের-- একত্রে জড়ো করে টইয়ে তুলে রাখা হলে ভালো হয়। সঙ্গে যদি ফুটনোটে কবে কী পরিস্থিতিতে এইসব লেখা হয়েছিল, তা থাকে, তাহলে আরও ভালো।
    ঃ-)
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০২:৩২499267
  • ঈশ, তখন এই কবিতার একটা একটা স্তবক নিয়ে নিয়ে মুখে মুখে বলে যেতাম আমরা।
    'এসো কবি , এসো বাধা দাও , মা নিষাদ
    বলে ওঠো তুমি , ভেঙে যাক উইঢিবি
    দিনের দুপাশে দাঁড়াক সূর্যচাঁদ
    গুহায় জ্বলুক প্রাচীন চিত্রলিপি'

    অথবা-
    'অতই সহজ আমাদের মেরে ফেলা ?
    আমাদের পায়ে রাত্রিচক্র ঘোরে
    আমরা এসেছি , মহাভারতের পর
    আমরা এসেছি দেশকাল পার করে'

    অথবা-
    'ওই যে রাত্রি বইছে যমুনাতীরে
    ওই যে এসেছে আমাদের শ্যাম-রাই
    ওই শুনছো না , ভাঙা মন্দিরে বসে ,
    প্রেম গাইছেন আমাদের মীরাবাঈ l'
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০২:২৯499266
  • পেয়েছি। মা নিষাদ।
    মা নিষাদ
    জয় গোস্বামী

    স্তব্ধতা ফাটে , পাকিয়ে উঠছে ধুলো
    ধূলিস্তম্ভে মেঘযূথ মিশে যায়
    ভূগোল ঘুরছে , ধক ধক করে চুলো
    সূর্য লুপ্ত প্রায়

    সূর্য তো নয় , কাল রাত্রির চাঁদ
    চাঁদ মুখে নিয়ে উড়ে যায় কালোপাখি
    সেই চাঁদকেই বাণে বেঁধে উন্মাদ
    ব্যাধ নামে তাকে ডাকি

    পুরাকালে সে-ই মিথুনাবদ্ধ প্রাণ
    হনন করেছে তীরে আর বল্লমে
    সেই অভিশাপ আজও তাকে দেয় টান
    চাঁদ বাড়ে , চাঁদ কমে

    আদিম অস্ত্র যুগ থেকে টানাটানি
    মুখের খাবার মুখ থেকে কেড়ে খাওয়া
    জিরজিরে গায় বল্কল , কাঁথাকানি
    মাথার ওপরে সূর্য গরম তাওয়া

    বালিতে শুকোয় , সমুদ্রজলে ভাসে
    হতাহত দেহ , ভাঙ্গা রথ , মৃত ঘোড়া
    অস্ত্র মুঠোয় মুখ গুঁজে আছে ঘাসে
    দুজন মানুষ , প্রতিবেশী ছিল ওরা

    প্রতিবেশী , তার জমিটি , আমার চাই
    প্রতিবেশী গ্রাম আমার অধীনে থাক
    প্রতিবেশী রাজা আমাকেই কর দিক
    আমার অস্ত্রে প্রতিবেশী ভয় পাক

    প্রতিবেশীরা কি এই পৃথিবীতে থাকে ?
    তাদের বাতাসে , তাদের রৌদ্রজলে
    আজ যদি বিষ মেশাতে বলি তোমাকে
    মেশাবেই তুমি , ছলে বলে কৌশলে

    সে ষড়যন্ত্র কৌশল লোফালুফি
    উন্নতি করে প্রহরী বসানো ঘরে
    ধীশক্তি মেধা বিজ্ঞান চুপিচুপি
    বুকে হেঁটে গিয়ে মাটিতে গর্ত করে

    গর্তে উনুন , ধক ধক করা চুলো
    চুল্লি মাটিতে দাঁড়িয়েছে একবার
    ছাতার মতন আকাশে ভষ্মধুলো
    পথ নেই পালাবার

    ঢিলের মতন পাখি পড়ে দলেদলে
    তীরে লাফ দিয়ে ওঠে বিষাক্ত জল
    হাজার মাইল কণা কণা ছাই জ্বলে
    হাজার মাইল পুড়ে যাওয়া জঙ্গল

    পোড়া বাড়ি ভাঙ্গা হাড়গোড় ইঁট কাঠ
    স্তূপের পেছনে স্তূপ ওঠা জনপদে
    চুরমার মাটি , দগ্ধশস্য মাঠ
    মানুষ মরেছে , ঘরে দপ্তরে পথে

    মানুষ মরেছে , জন্মেছে আরও আরও
    বাঁকা হাত , ঘোর জড়ভরতের দেহ
    মুখে জিভ নেই , পায়ে হাড় নেই কারও
    জন্তুর মতো হামাগুড়ি দেয় কে ও

    পুরুষের বীজে বিষ এসে মিশে যায়
    নারী ও শস্য ক্ষয়ে যায় পিঠোপিঠি
    হেলিকপ্টার পাক মেরে গর্জায়:
    একতিলও নেই রেডিও অ্যাক্টিভিটি

    তুমি কত সালে জন্মেছ বিজ্ঞানী ?
    কত সালে তুমি জন্মেছ হে শাসক ?
    তোমাদের ঘরে ছেলেপুলে জন্মেছে ?
    ঠিক ঠিক আছে নাক মুখ হাত চোখ ?
    আমাদের আরও জন্মানোর কী বাকি ?
    আছে মাটি থেকে ধান তোলা , তোলা ঘাস
    আছে মাটি থেকে ডালে তুলে দেওয়া পাখি
    গান বাঁধবার নানক তুলসীদাস

    পোড়া গ্রাম দিয়ে তুলসীজী হেঁটে যান
    ঘাটে বসে গান ভাষায় কবীর জোলা
    শ্রীরাম চরিত পথে পথে খানখান
    লালচোখ সাধু , হাতে তলোয়ার খোলা

    ও কবির ভাই , কে তোমার গান শোনে
    কে পাগল বলে বুঝিয়ে দে বুঝিয়ে দে
    ফুটপাথে কারা পড়ে থাকে সারারাত
    ও কার বাচ্চা , খাবার চাইছে কেঁদে ?

    কোন বাচ্চাটা চা-দোকানে সারাদিন
    খেটে যায় , খায় মালিকের থাপ্পড়
    কোন্ মা নিজের ছেলেকে ঘুম পাড়িয়ে
    খদ্দের নেয় রাত্তির থেকে ভোর

    ওদের হালত , থাক ,এরকমই থাক
    ওদের জীবন ঢেলে দাও একখাতে
    দুবেলা দুমুঠো খেতে পাক নাই পাক
    তবু তো অস্ত্র এসেছে আমার হাতে

    অস্ত্র মাটিতে , অস্ত্র আকাশগামী
    দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায়
    রাঙা অস্ত্রের কিরণ পড়েছে জলে
    গ্রন্থসাহেব নদীজলে ভেসে যায়

    সেই জলে ভাসে বেহুলার মান্দাস
    মশারির নীচে শোয়ানো লখিন্দর
    বিকলাঙ্গ সে , তেজস্ক্রিয়ার বিষে
    থামে মান্দাস , এক ঘাট অন্তর
    একেকটি ঘাটে থমকে একেক যুগ
    নদী সমুদ্রে বিরাট সেতুর ছায়া
    পঙ্গু কামড়ে ধরেছে তোমার বুক
    স্বামী না শ্বাপদ শিশুসন্তান মায়া

    সন্তান আর শস্যের ভার বহে
    তুমি শুয়ে আছো স্তব্ধ বসুন্ধরা
    স্তব্ধতা ফেটে উত্থিত হয় কাল
    মাথায় আকাশ ----মুঠোয় দণ্ড ধরা

    দণ্ডের মুখে গেঁথে আছে ভাঙা চাঁদ
    পায়ের তলায় সমুদ্র আছড়ায়
    কাঁধ ছুঁয়ে আছে পাহাড়ের উঁচু কাঁধ
    রাত্রি লুপ্ত প্রায়

    ভোরবেলা সেই মূর্তিটি নেই আর
    সূর্যপূজারী আকাঙ্খা করে তাপ
    জেন্দ-আবেস্তা খুলে ধরে রোদ্দুরে
    তারও পৃষ্ঠায় তেজস্ক্রিয়ার ছাপ

    ভূগোল ঘুরছে , নদীপথ গিরিশিরা
    বাঁকে বাঁকে ঘোরে মর্টার মেশিনগান
    মাটির তলায় মাটি হয় ইহুদীরা
    গনহত্যার কবরে দুলছে ধান

    এই দেশ থেকে ও দেশে সূর্য যায়
    নামাজে বসেছে গরীব মুসলমান
    তার সাদাটুপি শান্তির পারাবত
    তার খাওয়া হলে , ঈশ্বর জল খান

    কে হিন্দু ? ঐ জিজ্ঞাসে কোনজন ?
    এই প্রশ্নের সমুখে তারা খসে
    স্নান করে উঠে কুপিটি জ্বালিয়ে নিয়ে
    নিরন্ন সাধু অন্নসমীপে বসে

    আমরা সবাই অন্নের কাছে আসি
    ঘন্টা বাজছে গ্রামের গির্জে ঘরে
    নৌকোতে ফেরে কেরেলার মাছচাষী
    মা মেরী তোমার জীবন রক্ষা করে
    রক্ষা তো নয় প্রতিরক্ষার খাত
    সে-খাতে গড়ায় যুদ্ধ-আড়ম্বর
    অজন্তা ঘরে কালো হয়ে যাও একা
    হে পদ্মপাণি , অবলোকিতেশ্বর

    হাতের পদ্ম মাটিতে আছড়ে পড়ে
    সে মাটিতে শুধু গহ্বর , গহ্বর
    ফোয়ারার মতো মরুবালু ফুঁসে ওঠে
    ' ছোট বুদ্ধ ' ফুঁসে উঠবার পর

    ঠোঁটে চাঁদ ধরে উড়ে যায় কালো পাখি
    ও মারণাস্ত্র , চাঁদ নয় বাস্তবে
    পুরাকাল থেকে তীর তুলে আছে ব্যাধ
    বোতাম টিপলে পৃথিবী ধ্বংস হবে

    এসো কবি , এসো বাধা দাও , মা নিষাদ
    বলে ওঠো তুমি , ভেঙে যাক উইঢিবি
    দিনের দুপাশে দাঁড়াক সূর্যচাঁদ
    গুহায় জ্বলুক প্রাচীন চিত্রলিপি

    ওই দেখো রাত বইছে গঙ্গাতীরে
    ওই দেখো মাঝি দাঁড় টানে পদ্মায়
    ওই শোনো আমি , আমরা যে কথা বলি
    কীভাবে সেসবই ভাটিয়ালী হয়ে যায়

    ওই দেখো দূরে , থেমে গেছে ধুলোঝড়
    জ্যোৎস্না সাঁতরে শান্তির পায়রাটি
    চালে ফিরে আসে , উঠোনের গম খায়
    গম , ভুট্টার জমিনে আমরা খাঁটি

    ওই যে রাত্রি বইছে যমুনাতীরে
    ওই যে এসেছে আমাদের শ্যাম-রাই
    ওই শুনছো না , ভাঙা মন্দিরে বসে ,
    প্রেম গাইছেন আমাদের মীরাবাঈ l
    অতই সহজ আমাদের মেরে ফেলা ?
    আমাদের পায়ে রাত্রিচক্র ঘোরে
    আমরা এসেছি , মহাভারতের পর
    আমরা এসেছি দেশকাল পার করে

    নিষাদ, তোমার অস্ত্রের মুখে এসে
    আমাদের গ্রাম হোক ধুলো হোক ছাই
    স্তূপাকার ওই ছাইয়ের ভিতর থেকে
    ওঠে নিরস্ত্র , আমরা দেখতে পাই

    তার পশ্চাতে সমুদ্র ফুলে ওঠে
    তার সন্মুখে মেঘে বাজ চমকায়

    সে তোমার হাত মুচড়ে ফেলেছে জলে
    হাতের অস্ত্র মুচড়ে ফেলেছে জলে

    দেখো ওই জলে সূর্য অস্ত যায়
    শতাব্দী ঘোরে ---সূর্য অস্ত যায় ll
  • lcm | ৩১ মার্চ ২০২২ ০২:২৩499265
  • কবিতা নিয়ে কথা হচ্ছে, এটা কার লেখা? এটাই পুরো কবিতা। কবিতার নাম ও কবির নাম ...
  • &/ | 151.141.85.8 | ৩১ মার্চ ২০২২ ০২:১১499264
  • 'মা নিষাদ' বলে একটা কবিতা ছিল না? পোখরানের পর পরই লিখেছিলেন। খুবই প্রভাব পড়েছিল মানুষের মধ্যে। আগে যাঁরা চিনতেন না কবি হিসেবে, তেমন অনেকে ওটার পরে চিনতে থাকলেন। ওঁর অন্য কবিতা পড়তে থাকলেন।
  • অপু | 2401:4900:1043:2d4f:0:6e:139b:2501 | ৩১ মার্চ ২০২২ ০২:১০499263
  • যদুবাবু, দুখে দার লেখার তলায়  তোমার  কমেন্ট পড়েছিheartheart
  • যদুবাবু | ৩১ মার্চ ২০২২ ০২:০৪499262
  • দুখে-দার লেখাটা "হৃদয়ে প্রেমের শীর্ষ" থেকে -- আমার খুব প্রিয় বই, আগেও ছিলো, এখনো আছে । এই এখন-ই যেখানে বসে টাইপ করছি তার সামনেই বইয়ের তাকে রাখা, ছোটো বইয়ের ঢিপির উপরে। আর যাতেই জমুক, এইটেয় কখনো ধুলো জমে না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত