এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::3f1:9001 | ০৩ জুন ২০২২ ১১:৩৪503632
  • সেদিন দেখছিলাম যে বম্বেতে আমি যেসব জায়্গায় ভাড়া থাকতাম, সেইসব কমপ্লেক্সেই একটা দুই বেড দুই বাথের দাম দুই-আড়াই কোটি মতন। রেজিস্ট্রেশান ফীই ১১ লাখ না কত। তবে এটাও ঠিক যে ওখানে থাকলে হয়তো (অনেক্গুলো হয়তো) এতোদিনে টেনেটুনে ঐ বাড়ির ইএমাই দেওয়ার ক্ষমতা হতো। কিন্তু তবুও জীবনের আয়ের একটা বিশাল বড় অংশ চলে যেতো শুধু ঐ প্রপার্টিতেই।

    যারা প্রচুর আয় করেন, তাদের জন্য ঐসব শহর দারুন। কিন্তু কম আয়ের লোকেদেরকে কোলকাতা এখনও বাঁচিয়ে রেখেছে। অন্তত একটা শহরে থাকতে পারছেন।
  • r2h | 134.238.18.211 | ০৩ জুন ২০২২ ১১:৩২503631
  • আসলে ব্যক্তিগত অভিজ্ঞতা খুব ডিসেপটিভ।

    আমরা আগে কলকাতায় প্রথম যে পাড়ায় থাকতাম, সেখানে প্লাম্বার বা ইলেক্ট্রিশিয়ান ডাকলে তিনদিন পরে আসতো, এসে প্রচুর রেল নিত, ভুলভাল কাজ করতো। তারপর যে পাড়ায় গেলাম, সেখানে তিনদিন পরে আসতো, কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ লোকজন, পাড়ার লোকের হাঁড়ির খবর, টালিগঞ্জের চিত্রতারকাদের গোপন কেচ্ছা এইসব গল্প টল্প করে কাজ না করে ডুব মারতো। এখন যেখানে আছি, সেখানে লোকজন ডাকলে চলে আসে, একটু ঝোলায় কিন্তু কাজও ঠিকঠাক করে, বন্ধুত্বপূর্ণ লোকজন তবে কাজের কথার বাইরে শুধুই দেশ কাল রাজনীতি এইসব নিয়ে কথা বলে।
    তো, আমি প্রথম পাড়ায় থেকেই কলকাতা ছাড়লে বলতাম, কলকাতার লোক সব অকর্মণ্য অলস, আবার শুরু থেকেই শেষ পাড়ায় থাকলে বলতাম কলকাতার লোকের পেশাদারীত্বের তুলনা হয় না।

    আবার ৪১ আর ৪১এ/বি, ২০৬ আর ৪৫ বা ২১২ - এইসব বাসের প্যাসেঞ্জার একেবারে আলাদা আলাদা রকম। ৪৫ বাসে আবার ভোর পাঁচটায় যাঁরা চাপেন আর বেলা দশটায় যাঁরা চাপেন তারাও আলাদা রকম লোক সব।

    যাদবপুর সিআইটি মার্কেট আর সন্ধ্যা বাজার, কেন্দুয়া বাজার আর গাঙ্গুলিবাগান - সব জায়গার ক্রেতা বিক্রেতা আলাদা রকম।
     
    • S | ০৩ জুন ২০২২ ১০:৪৬
    • আসলে বাঙালী হিসাবে কোলকাতা আর অন্য শহরের এক্সপেরিয়েন্সের মধ্যে তুলনা করা মুশকিল। ... এক, অন্য শহরে আমরা সাধারণত কোলিগ, বন্ধুবান্ধবদের সঙ্গেই বেশি মিশে থাকি। সাধারণ পথ চলতি লোকেদের সঙ্গে মেলামেশা কম। কোলকাতায় সবার সঙ্গেই ইন্টার‌্যাকশান হয়। ... আরেকটা কারণ হলো অন্য শহরে আমরা কাস্টোমার। কোলকাতায় আমরাই হোস্ট।
    আমিও এইটাই মনে করি। অ্যাসিমিলিশেনরও একটা গণ্ডী থাকে।
    অবশ্য আমি পবতেও বহিরাগতই।
  • S | 2405:8100:8000:5ca1::75:4071 | ০৩ জুন ২০২২ ১১:২৭503630
  • বম্বেতে প্রথম যখন গেছিলাম দারুন সব এক্সপেরিয়েন্স হয়েছে। পরে গ্লোবাল রিসেশানের পরে সেসব বদলে গেলো।

    বহুদুর থেকে অটোতে করে এসেছি। ভাড়া হয়েছে ১০৫ মতন। ১০০ টাকা দেওয়ার পরে খুচরো খুঁজছি। অটোচালক ছেলেটি নিজেই বলছে যে আর দিতে হবেনা, অনেক দিয়েছো। আমি ১০ টাকা দিলাম। অন্য ক্ষেত্রেও দেখেছি লোকজন খুব কেয়ার করতো। ট্রেন থেকে যাতে ঠিকমতন নেমে যাই সেটার ব্যবস্থা লোকেরাই করতো। বাড়িয়ালা আমাদের সুবিধা হবে বলে নিজেই একটা আলমারি কিনে দিয়ে গেলো। পথচলতি লোকে এতো হেল্প করতো যে বলার নেই। রাত্রে একটা রেস্তোরায় মাঝে ডিনার করতাম। ৫০ টাকার ভেজ প্লেট। খুচরো নেই, একটা ৫০০র নোট আছে, খাওয়ার অর্ডার করে দিয়েছি। হঠাত খেয়াল পড়াতে চেনা ওয়েটারকে ডেকে বললাম যে আমার কাছে তো খুচরো নেই, কি করবো? বললো নিশ্চিন্তে খাও, আমরা তো আছি। মানে সব ফ্যান্টাস্টিক এক্সপেরিয়েন্স। ফেল ইন লাভ উইথ দ্য সিটি।

    পরে এই ব্যাপারটাই কেমন বদলে গেলো। সবাই হিন্দিতে যাকে বলে "একদম খরুশ" হয়ে গেলো।
  • kc | 37.39.187.128 | ০৩ জুন ২০২২ ১১:২৪503629
  • দিদির ভাইদের হাজারটা অত্যাচারের পরেও কলকাতায় বাড়িঘরের দাম কম, ভাড়াও কম।
  • S | 2405:8100:8000:5ca1::3b0:68b6 | ০৩ জুন ২০২২ ১১:১৯503628
  • ব্যাঙ্গালোরে রাত্রে অটোফেয়ার ডাবল হয়ে যায়। মনে করুন আপনার মিটারে এসেছে ৬৫। আপনি ১৩০ দিতে গেলেন। বলবে আরো ২০ দিতে। কারণ ৬৫ মানে ৭০। ৭০ গুন ২ মানে ১৪০। আর ১০ গ্র্যাটুইটি। মোট ১৫০।

    আর আপনি রাস্তা না জানলে একটা মোড়েই তিনবার ঘোড়াবে। একবার বিটিএম থেকে জয়নগর যাবো। তখনও জয়নগর ভালো করে চিনিনা। অটোয়ালা দেখি বিটিএম থেকে পুরো উল্টোদিকে অটো নিয়ে যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আটকাই, আর একদম ১৮০ ডিগ্রী হয়ে একবারে জয়নগর পৌঁছই। এই ঘোড়ানোটাই জয়নগরের কাছে গিয়ে করলে কোনওদিনও ধরতেই পারতাম না।

    অবশ্য উল্টোটাও দেখেছি। অটোয়ালাকে বললাম যে একটা জায়্গায় যেতে হবে। কি একটা বললো, ওদের ভাষায়। আমি জানালাম যে বুঝিনি। বললো "ইউ নো দ্য ওয়ে?" আমি বললাম "ইয়েস, ইয়েস।" একদম ডিরেকশান অনুযায়ী সোজা নিয়ে জায়্গা মতন গিয়ে দাঁড় করালো।
  • | ০৩ জুন ২০২২ ১১:০৯503627
  • পুণেতে গ্যাস সিলিন্ডার ডেলিভারির টিপস নেয় না। কলকাতায় গ্যাস ত বটেই দুধ এমনকি পিয়ন পর্যন্ত মাঝে মাঝে টিপস চায়। 
     
    বাকী পরে রাতে লিখবো
  • S | 2405:8100:8000:5ca1::419:1c85 | ০৩ জুন ২০২২ ১১:০৮503626
  • ব্যাঙ্গালোরের ওয়েদার দারুন ছিলো। গরমকালেও ছুটির দিন দুপুরে ফ্যান চালিয়ে শুলে মাঝে মাঝে চাদর লাগতো। রাত্রে তো লাগতই।

    তবে কোলকাতার উইন্টার ইজ দ্য বেস্ট। একটু পলিউশান কমলে এত এন্জয়েবল উইন্টার খুব কম শহরে আছে। মুম্বাইতে পারদ ২২এর নীচে নামলেই লোকে জ্যাকেট পড়ে নেয়। নইলে আর সুযোগ নাও আসতে পারে।
  • dc | 2401:4900:1f2b:677e:a8ea:8f32:6d36:a849 | ০৩ জুন ২০২২ ১১:০৪503625
  • তার কারন চেন্নাইতে মোটে তিনটে সিজন। হট, হটার, হটেস্ট। 
  • S | 2405:8100:8000:5ca1::2c6:6c24 | ০৩ জুন ২০২২ ১১:০৩503624
  • ব্যাঙ্গালোর থেকে কোলকাতায় ফিরছি। ট্রেনে। তখন চেন্নই হয়ে ফিরতে হত। ভোরে চেন্নই থেকে করমন্ডল মনে হয় ধরবো বলে স্টেশনে অপেক্ষা করছি। একটু গা ধুয়ে এসে ফ্যানের নীচে বসেও দেখি ঘামছি। জানুয়ারি মাস ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে।
  • dc | 2401:4900:1f2b:677e:a8ea:8f32:6d36:a849 | ০৩ জুন ২০২২ ১০:৫৮503623
  • বাইকের কথায় মনে পড়লো, চেন্নাইতেও মহিলারা ভীষন রেগে বাইক চালান। অবশ্য এ ব্যাপারে আমি হয়তো কিছুটা বায়াসডও হতে পারি। আমার বৌ স্কুটার চালালে মাঝে মাঝেই অন্য স্কুটারদের বা গাড়ির ড্রাইভারদের ধমকে দেয়। আমি পেছনে বসলে হেলমেট পরে থাকি, যাতে আমাকে কেউ দেখতে না পায়। 
  • S | 2405:8100:8000:5ca1::274:17d6 | ০৩ জুন ২০২২ ১০:৫৪503622
  • কতগুলো ব্যক্তিগত পর্যবেক্ষন। এর থেকে অবশ্য কোনও শহরকে ভালো মন্দ বলছিনা।

    সাউথে মেডিকাল সার্ভিস সত্যিই বেটার মনে হয়েছে। ডাক্তারা দারুন। ব্যাঙ্গালোরেই এত ভালো, অন্য শহরে তো আরো ভালো হবে।

    ব্যাঙ্গালোরে মনে হয় বিগত সাড়ে তিনশো বছর ধরে কনস্ট্রাকশান চলছে তো চলছেই। একগাদা ফ্লাইওভার তৈরী হয়, কিন্তু জ্যাম কমেনা। একটা বাচ্চা পেচ্ছাব করলেও, হাঁটু অবধি জল দাঁড়িয়ে যেতো।

    মুম্বাইতে লোকাল ট্রেনে ওঠা একটা অ্যাডভেন্চার বলা যেতে পারে। আর খুব খুব নোংরা শহর। এখানেও কিন্তু নিকাশি ব্যবস্থার সমস্যা আছে। কিন্তু মুম্বাইতে মারাত্মক বৃষ্টি হয়। আর মুম্বাইয়ের বৃষ্টি দেখতে এত সুন্দর লাগে।

    পুনেতে মহিলারা খুব সুন্দরী আর স্টাইলিশ। কিন্তু সবাই বড্ড জোড়ে বাইক, গাড়ি চালায়।
  • Amit | 121.200.237.26 | ০৩ জুন ২০২২ ১০:৫১503621
  • হুমমমম। এখনো টাকে উঠে আছে। 
  • dc | 2401:4900:1f2b:677e:a8ea:8f32:6d36:a849 | ০৩ জুন ২০২২ ১০:৫১503620
  • S, সেটা বোধায় ঠিক না। আমি চেন্নাইতে নানারকম লোকের সাথেই মেলামেশা করি। ইন জেনারাল কলকাতার লোকেদের মতো স্ট্রেসড জনতা খুব একটা দেখিনি। আর চেন্নাই তে নিজেকে হোস্ট বলেই তো মনে হয় :-)
  • sm | 2402:3a80:1cd3:d2dc:478:5634:1232:5476 | ০৩ জুন ২০২২ ১০:৪৮503619
  • কলকাতা থেকে রাম ধাক্কা খাওয়া ফ্রাষ্টু জনতার সংখ্যা এতো বেশি জানা ছিল না।কলকাতা আছে কলকাতাতেই। বেশি সংখ্যায় এইসব লোকজন থাকলে,কলকাতা শহরের ডিপ্রেশন বাড়বে।
    এই তো কদিন আগে চেন্নাই গেলাম।
    দারুন গরম,প্রচণ্ড জ্যাম,ভয়ংকর বাজে খাবার,সরু রাস্তা, বিশাল মশার উৎপাত আর বাজে ড্রেনেজ সিস্টেম।
    লুরু ছোট শহর।ভয়ানক ট্র্যাফিক জ্যাম।
    দিল্লী মরু শহর।গরমের মা বাপ নেই।লোকজনের মুখের ও মা বাপ নেই। খিস্তির বন্যা। একশ্রেণীর মানুষের প্রচুর পয়সা আর ক্ষমতা।
    অন্য শ্রেণী অলমোস্ট বেগার। কোনো রকমে দিন গুজরান। সরকারী হাসপাতাল গুলোয় ভিড় উপছ
     পড়ছে।স্কুল গুলোর বেশ উন্নতি হয়েছে। সরকারি হাসপাতাল গুলোয় চিকিৎসা ভালোই হচ্ছে। আগে ভিড় ছিলো কিন্তু চিকিৎসার বদলে আই ওয়াশ ছিল।
    কেজরী কিছু উন্নতি তো করেছে ই।
  • S | 2405:8100:8000:5ca1::3f0:1f41 | ০৩ জুন ২০২২ ১০:৪৬503618
  • আসলে বাঙালী হিসাবে কোলকাতা আর অন্য শহরের এক্সপেরিয়েন্সের মধ্যে তুলনা করা মুশকিল। দুটো কারণে। এক, অন্য শহরে আমরা সাধারণত কোলিগ, বন্ধুবান্ধবদের সঙ্গেই বেশি মিশে থাকি। সাধারণ পথ চলতি লোকেদের সঙ্গে মেলামেশা কম। কোলকাতায় সবার সঙ্গেই ইন্টার‌্যাকশান হয়। ধরুন মুম্বাইতে থাকতে বেশিরভাগ বাজার ফুড বাজার ইত্যাদিতে করতাম আর নইলে বাজারেও ফিক্সড দোকান ছিলো। অথচ সেই আমিই কোলকাতায় গিয়ে কাদা প্যাঁচপ্যাঁচে বাজারে থলে নিয়ে দামদর করে জিনিস কিনি। আরেকটা কারণ হলো অন্য শহরে আমরা কাস্টোমার। কোলকাতায় আমরাই হোস্ট।
  • dc | 2401:4900:1f2b:677e:a8ea:8f32:6d36:a849 | ০৩ জুন ২০২২ ১০:৪৬503617
  • রাস্তাঘাটের সবচেয়ে বাজে অবস্থা ব্যাঙ্গালোরে। বেশীর ভাগ রাস্তা সরু, প্রায় সারাক্ষন জ্যাম। রাত এগারোটাতেও বাম্পার টু বাম্পার ট্রাফিক দেখেছি। তার থেকেও ভয়ের কথা হলো, সর্বত্র বিশাল বিশাল ফ্ল্যাটবাড়ি আর প্রোজেক্ট হয়েই চলেছে, ফলে প্রায় সমস্ত রাস্তা ধুলোয় আর পটহোলে ভর্তি। গত সাত আট বছর ধরে দেখে আসছি, ব্যঙ্গালোরে কনস্ট্রাকশান চলছে তো চলছেই, তার আর শেষ নেই। 
  • r2h | 134.238.18.211 | ০৩ জুন ২০২২ ১০:৪৫503616
  • উফ পাবলিক ট্র‌্যানস্পোর্ট। সাধারন লোক চাপার বাস টাস, উত্তরে রীতিমত হোস্টাইল। দক্ষিনেও খুব একটা সুখকর না। মানে আমি ঐ এসি বাস এইসব বলছি না। লোকাল, ধরুন আমাদের ৪৫এর মত। অবশ্য হতে পারে কলকাতা পরিচিত বলে সহজ লাগে।
  • Amit | 121.200.237.26 | ০৩ জুন ২০২২ ১০:৪৫503615
  • আর বাইরে থেকে নিজের কাজ করে করে সস্তায় কাজের লোকের কনসেপ্ট টাই বেশ বাজে লাগে। 
  • Amit | 121.200.237.26 | ০৩ জুন ২০২২ ১০:৪৪503614
  • এগুলো ওয়ার্কপ্লেস এ কিছুটা টিমের ওপরেও ডিপেন্ড করে। ওয়ান সাইজ ফিটস অল কিছু নেই। সবই রিলেটিভ। আশেপাশের অভিজ্ঞতাও ​​​​​​​তাই। ​​​​​​​ভালো ​​​​​​​খারাপ ​​​​​​​সব ​​​​​​​মিশিয়ে। ​​​​​​​কম র ​​​​​​​বেশি। ​​​​​​​নানা ​​​​​​​মুনির ​​​​​​​নানা ​​​​​​​মত। 
     
    তবে জাস্ট আমার সাথে একটা  উদা তুলে দি। ১৯৯৯ এ ভাইজাগ এ ল্যান্ডলাইন এর জন্যে এপলাই করলাম BSNL এ । বললে পেত্যয় যাবেন না পরের দিন এসে ফোন লাগিয়ে গেলো। বিনা ঘুষ বিনা তেলে। আর ২০০৯ এ কলকাতায় আসার পর আবার সেই BSNL এ এপলাই করলাম। ট্রান্সফার করলে দেরি হবে বলেছিল ভাইজাগ এ কারণ অলাদা সার্কল। কলকাতায় সময় লাগলো এক মাসের বেশি - দুটো অফিস এ বার পাঁচেক ঘুরে একটা লাইন ম্যান কে ১০০০ টাকা ঘুষ দেওয়ার পর। 
     
    এবার এর মানে কি ওখানে সবাই ভালো আর এখানে সবাই খারাপ ?তেমন কিস্যু নয়। কিন্তু ওই এক্সপি টা মাথায় রয়েই গেলো। 
  • dc | 2401:4900:1f2b:677e:a8ea:8f32:6d36:a849 | ০৩ জুন ২০২২ ১০:৪৩503613
  • হ্যাঁ, কলকাতার কস্ট অফ লিভিং খুব খুব কম। 
     
    তবে আমার মনে হয় এটা কিছুটা বেশী হলে সবার জন্যই ভালো হয়, কারন তাতে সব্বাই একটু বেশী ইনকাম করতে পারেন, মানি সার্কুলেশান আরেকটু বাড়ে। 
  • S | 2405:8100:8000:5ca1::2c5:c2a9 | ০৩ জুন ২০২২ ১০:৩৯503612
  • সব শহরেরই ভালো মন্দ আছে। কোলকাতার যে জিনিসটা আমার সবথেকে সমস্যার মনে হয় সেটা হল চাক্রি কম। মানে ঐ আইটি-ম্যানেজমেন্ট জব যেগুলো আরকি। তবে সেই কারণেই হয়তো জিনিসপত্রের এবং বাড়িঘরের দামও কম। আর সবাই দাদাগিরি দেখানোর জন্য যেন মোড়ের মাথায় অপেক্ষা করছে। আবার এই লোকগুলই আপনার সমস্যায় সবথেকে আগে এগিয়ে আসবে। রাস্তাঘাট অপেক্ষাকৃত অনেক ছোট। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট এখনও অনেক সস্তায় ব্যবহার করা যায়। খাওয়ারদাওয়ার ইন্ডিয়ার প্রায় সব শহরেই দারুন; একটু খুঁজে নিতে হয়। আমি কিন্তু একটা কোলকাতার গুজরাতি ছেলেকে দেখেছিলাম মুম্বাইয়ের খরচ সামলাতে না পেরে কোলকাতায় ফিরে যেতে। এইসব আরকি।
  • kc | 37.39.187.128 | ০৩ জুন ২০২২ ১০:৩৭503611
  • কলকাতায় লোকজন এত বেশি দাঁত খেঁচায়, বিরক্ত লাগে।
    তবে মোটামুটি ভাল টাকাপয়সা থাকলে কলকাতার মত আরামের শহর ভারতে আর নাই। কাজের লোকের ওয়েজ কলকাতায় সবথেকে কম। বইয়ের দোকান নন্দন পাড়া মোটামুটি কাছেই থাকে, জিনিসপত্রের জেনেরাল দামও অন্য শহরগুলোর থেকে কম।
    কিন্তু লোকের মেজাজ, বাপ্রে বাপ্।
  • r2h | 134.238.18.211 | ০৩ জুন ২০২২ ১০:২৫503610
  • অবশ্য আমি কলকাতায় শেষ কাজ করেছি এগারো বছর আগে, হয়তো ভুলে গেছি। আবার আমি ঠিক কোনদিনই সেরকম কাজের মানুষ না, কাজ করতে ভালোবাসিনা, তাই হয়তো কর্মসংস্কৃতির বড় ফাঁক বুঝতে পারিনি।
    দেখানোপনা, কাজে ফাঁকি, বহ্বারম্ভ বা বাহ্বাস্ফোট উত্তর দক্ষিন সর্বত্রই দেখেছি। কলকাতায় একটা চাপ, লোকজন দাদা দিদি এইসব ডাকগুলি এক্সপেক্ট করে, ফার্স্ট নেমে ডাকলে ক্ষুন্ন হয়। তবে দক্ষিনেও স্বভাষাভাষী লোকেদের বোধয় নিজেদের মধ্যে এই এক্সপেক্টেশনটা থাকে।

    কলকাতায় ভিড় বেশি, গরম বেশি, জীবন ও জীবিকার জন্যে যুদ্ধ বেশি, কাজ কম - লোকজন তাই খিটখিটে। তবে আমি আবার ছোটবেলায় বাইরে থেকে এসে পথেঘাটে লোকজনের কাছে নানা রকম অযাচিত অপ্রত্যাশিত সহায়তাও পেয়েছি।

    আর তো হরেদরে এমন কিছু তফাত দেখি না।
  • dc | 2401:4900:1f2b:677e:a8ea:8f32:6d36:a849 | ০৩ জুন ২০২২ ১০:১৭503609
  • কলকাতা নিয়ে আমারও কিছু অবসার্ভেশান আছে। 
     
    কলকাতার লোকেদের ওয়ার্ক কালচার অসহ্য রকম আনপ্রফেশনাল। কোনরকম কমিটমেন্ট নেই, একটা কাজ বুঝিয়ে দিলে ঠিকমতো শোনেনা, ক্লায়েন্ট এর সাথে রিলেট করতে পারে না। সময়ের কোন বালাই নেই। চেন্নাই আর ব্যাঙ্গালোর অন অ্যাভারেজ এই সব ব্যাপারে কলকাতার থেকে এগিয়ে, অর্থার কলকাতার তুলনায় অল্প একটু বেশী প্রফেশনাল। আমি যেটুকু দেখেছি তার ভিত্তিতে বললাম। 
     
    কলকাতার লোকজন ভয়ানক রকম স্ট্রেসড হয়ে থাকে, ভয়ানক ঝগড়ুটে, আর প্রচন্ড অসহিষ্ণু। রাস্তাঘাটে সবাই সবার সাথে ঝগড়া করেই চলেছে। কোথাও একটা কিছু ইনসিডেন্ট হলেই দশটা লোক জড়ো হয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। এটা চেন্নাই আর ব্যাঙ্গালোরে প্রায় কখনো হয় না। এমনিতেই ঝগড়া কম হয়, হলেও দুজন নিজেদের মধ্যে ঝগড়া করে ব্যপারটা মিটিয়ে নেয়। লোক জড়ো হয় না।
     
    কলকাতার স্ট্রিট ফুড অসাধারন, প্রায় কোন শহর ধারেকাছেও যায় না। 
     
    কনক্লুশানঃ চেন্নাই তে দিব্যি আছি, কলকাতায় আর কখনো পার্মানেন্টলি ফিরে যাবো না। 
     
    এবার বড়ো করে ডিসক্লেমারঃ আমি কলকাতায় তিন চার বছর পর একবার যাই, আত্মীয়বন্ধুদের সাথে ঘুরে আর দুয়েকটা দরকারি কাজ সেরে সময় কাটিয়ে দি। তার ফাঁকে যেটুকু দেখি সেই বেসিসে বল্লাম।  
  • S | 2405:8100:8000:5ca1::273:2f90 | ০৩ জুন ২০২২ ১০:১০503608
  • আমি সেভাবে কোলকাতায় কোনওদিনও কাজ করিনি। তাই ঠিক বুঝিনা যে কোলকাতায় কি সমস্যা। একটু বিস্তারিতভাবে বললে সুবিধা হবে বুঝতে।
  • ধুর | 216.105.168.26 | ০৩ জুন ২০২২ ০৯:৫৫503607
  • কলকাতায় কে থাকবে? গরিব আর ভিখিরিদের সহর।
  • | ০৩ জুন ২০২২ ০৯:৪৪503606
  • নাহ আমি একই কোম্পানির কলকাতা আর দিল্লি শাখায় কাজ করেছি, দিল্লি গিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিলাম। আবার বর্তমান কোম্পানির কলকাতা পুণে ব্যাঙ্গালোর শাখায় কাজ করেছি। পুণে বেস্ট, লুরুও চলিবে। কলকাতা থেকে পালিয়ে য়ে বেঁচেছি। 
  • Amit | 121.200.237.26 | ০৩ জুন ২০২২ ০৯:৪০503605
  • আরে দাদা মুভির মত এগুলোও সব রিলেটিভ ব্যাপার  স্যাপার । যার যা ভালো লাগে। কোনো মাপার স্কেল নেই। আমি অবশ্য মেনলি সাউথ এর বেসিস এই  কথাটা তুলেছিলাম। নর্থ বেল্টে কোথাও  কোনোদিন থাকিও নি। নিজে জানিওনা। সবই ভিয়া মিডিয়া। 
  • r2h | 134.238.18.211 | ০৩ জুন ২০২২ ০৯:৩৬503604
  • বাপরে, কলকাতায় আসি যাই, থাকি, আবার যাই আবার ফিরে আসি - এমন ভয়ানক জায়গা কখনো বুঝিনি।
    আমি অবশ্য বেরোই টেরোই না ঘর থেকে, সামাজিক গন্ডীও ছোট। তবে আরো অনেকে তো থাকে দেখি।

    কর্মসংস্কৃতি ইত্যাদিও বুঝি না। পশ্চিম, দক্ষিনে কাটালাম কিছু কিছু বছর, কী আর এমন দিগগ্গজ লোক।

    কী জানি।
  • kc | 37.39.187.128 | ০৩ জুন ২০২২ ০৯:২৮503603
  • এবারের মাধ্যমিকে নন এলিট রামকৃষ্ণ মিশনের স্কুলগুলো ফাটিয়ে দিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত