এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৩৮৪১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | 117.194.97.230 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৮502848
  • https://plus.google.com/u/0/photos/107235914317723859676/albums/5703669863102357009

    যে সমস্ত ছবি আপলোড হওয়ার অপেক্ষায় ছিল, তাহাদের অধিকাংশই আপলোডিত উপরে দেওয়া লিংএ। শিরোনাম পরে দিব।

  • Kaju | 121.242.160.180 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪১502849
  • দুখেদা কোনটায় কোনজন?
  • kiki | 59.93.200.168 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫১502850
  • অ কাজু,
    ইন্দোর লিং এ দুখে আছে।

    কুমু আর মি: কুমুকে তো আমি দেখলুম। নেভি ব্লু ব্লেজার মনে হলো। বেশ হ্যান্ডু তো তোমার মি:।:)

    ম্যামিদিকে ও তো কার অ্যালবামে দেখলুম তো।
  • Kaju | 121.242.160.180 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৬502851
  • ও বাবা, এখেনে ফেবু খোলে?
  • maximin | 59.93.210.165 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৯502852
  • কাগুজে গুরুর বইমেলা অভিযানের কথা অনেকদিন ধরেই শুনে আসছি, এবারে তার আন্দাজটা পেলাম। শুনেছি লিটল ম্যাগাজিনের একটা বড় সমস্যা হল লোকবলের অভাব। অন্য স্টলগুলোতে সত্যিই দেখলাম স্টল পাহারা দেওয়ার লোক এক অথবা দুই, বাকি চেয়ার সব খালি পড়ে আছে। গুরুচন্ডালিতে কিন্তু স্টল সামলানোর জন্যে লোকের অভাব হয়নি।

    আন্তরিকতার কথা আর কীই বা বলি? মনে হল যেন কতদিনের পরিচয়। বাড়ি ফিরে দেখলাম একটুও ক্লান্ত লাগছে না। এবারে মাত্র একদিনই যেতে পারলাম, আশ মিটল না। পরের বারের আশায় রইলাম।
  • maximin | 59.93.210.165 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫১502853
  • সবার কী ভালো লিখেছে, পড়ে টড়ে মুগ্‌ধ।
  • kd | 59.93.206.222 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৫৫502854
  • সিকি, সামু, ইন্দো, পাই প্লাস অন্যেরা যারা ছবি তুলেছে - তোমাদের তোলা বইমেলার গুচ-রিলেটেড ছবিগুলো একসঙ্গে কম্পাইল করে গুচর ফেসবুক অ্যাকাউন্টে রাখার আইডিয়া কেমন?
  • kumu | 122.176.32.39 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৬502855
  • কেডিদা,খুবি মচৎকার আইডিয়া।

    তিনখানি ছবি আমার সেলেও আছে,এইব্যালা তালে সিকিকে দিয়ে রাখি।ঐতিহাসিক সংকলন বলে কতা!!

    লিখে রেখো,এক ফোঁটা দিলেম শিশির।
  • kumu | 122.176.32.39 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৮502856
  • অ ম্যামি,কোন পাতায় কোন ছবিতে রয়েচ?
  • Somnath | 59.160.210.2 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪২502858
  • পরের বার একটা খাতা কিনতে হবে। কোন কোন স্টলে গুচ-র কী কী বই রাখা হয়েছিল, আর কোন কোন স্টলের কী কী বই গুচ-র স্টলে রাখা হয়েছিল - তার হিসেবটা নিজেরা রাখাই ভালো। পরে টাকাপয়সা মেটানোর সময় কাজে দেয়। মানে বাকি স্টলগুলোকে এটা মেন্টেন করতে দেখলাম।

    মেলাশেষে বিজল্প থেকে গুচ-র বই ফেরৎ আনতে গিয়েই এটা টের পেলাম। সেখানে কোন কোন বই দেওয়া হয়েছিল তার গুরু-রেকর্ড পাওয়া গেল না। বিজল্পের খাতা ভরসা। তাতে পরপর দুটো পাতায় গুচ-র বইয়ের হিসেব লেখা আছে। সে স্টলের লোক বলল দু-ক্ষেপে বই দিয়ে গেছিল গুচ থেকে। এ সেই হিসেব। দেখলাম।

    প্রথম পাতায়
    | হাম্বা - ২০
    | গুরুচন্ডালি পঞ্চম সংখ্যা - ৩০
    | - - - - -
    | - - - - - -

    এভাবে লেখা। প্রথম " | " গুলো, মার্জিনে - সেটাই নাকি কতগুলো বই দেওয়া হয়েছিল তার সংখ্যা, অর্থাৎ সব বই এক কপি করে।

    পরের পাতায় একই ভাবে
    ২ আমার যৌনতা
    ৪ কারাগার
    ২ ঘেন্নাপিত্তি
    | উচ্ছেদ
    ২ ----
    ৩ ---
    ২ ----

    এইভাবে আরো কিছু বইয়ের লিস্টি । বিজল্প থেকে বই যা ফেরত পাওয়া গেল, তা এই হিসেবের থেকে বাদ দিয়ে বিক্রি হওয়া বইয়ের সংখ্যা বোঝা গেল। মোট বিক্রির থেকে বিজল্পের কমিশন বাদ দিয়ে কিছু টাকা ফেরত পেলাম।

    এবার এই দুপাতা বইয়ের হিসেবের বাইরেও হাতে থেকে গেল, মানে বিজল্পের স্টল থেকে ফেরত পেলাম, ৩ কপি হুজুগে গুরু - গুচ-র লেটেস্ট সংখ্যা। সেগুলো কখন দেওয়া হয়েছিল, আসলে কত কপি দেওয়া হয়েছিল, কটা বিক্রি হয়ে এই ৩ টে বেঁচে আছে, তার সাথে আরো কিছু বই দেওয়া হয়েছিল কিনা, খাতায় অন্য কোথাও, বা অন্য কোনো খাতায় আর এক খেপ বইয়ের কোনো লিস্টি আছে কিনা জানতে চাওয়ায় বিজল্পের লোকটি জানাল আর কিছু নাই, সব ক্যাশিয়ারের ভুল। খাতায় ঠিক ঠাক লেখা হয় নি। চাইলে আধ ঘন্টা সময় নিয়ে স্টল খুঁজে দেখুন আর কোনো বই আছে কিনা। ইত্যাদি।

    তো, কনক্লুশন, সামনের বার একটা খাতা কিনে রাখতে হবে প্রথমেই।
  • kumu | 122.176.32.39 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৭502859
  • এখনি খাতা কিনে,হিসেবের ফরম্যাট বানিয়ে রাখলে বোধহয় ভালো হয়।পরে স্মৃতি থেকে হারিয়ে যাবে।
  • achintyarup | 115.111.248.6 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৪৮502860
  • পাইকে কেউ একজন একটি বই গিফট করেছিলেন, সেইটে রাখা ছিল গুরু টেবিলে। সামরান আর আমি ওইটে বেমালুম বিক্কিরি করে দিলুম। তারপর পাইয়ের মুখটা যদি একবার দেখতে!
  • kiki | 59.93.194.190 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৬502861
  • আগেরবার কার মোবাইল বিক্কিরি হয়ে যাচ্ছিলো না?
  • maximin | 59.93.210.165 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০২502862
  • অ কুমু সিকির পিকাসায় ওপর থেকে ১৪,১৫ রো তে আছি।
  • maximin | 59.93.210.165 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৪502863
  • রো মানে row, যেমতি matrix এ।
  • Kaju | 121.242.160.180 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৫502864
  • rowকে জার্মানে সারি বলে না?
  • kumu | 122.176.32.39 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৩502865
  • আচ্ছা,ম্যামি,বাড়ী গিয়ে দেখব,তুমি ততক্ষণ পা মেলে দিয়ে বসে আরামে পায়েস খাও।
  • kelo | 117.254.241.97 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:১৯502866
  • বইমেলায় কে সি পাল পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছেন।

    আপনি চিন্তা করবেন্না ডিডিদা, বইমেলায় যাঁদের উত্‌সাহো উদ্দীপনা কিছু কম দেখেছি, তাদের সবাইকে ধরে ধরে একখানি করে কে সি পাল সমগ্র উপহার দিইছি। এমন কিছু বয়স হয় নি কারো, এখনো যদি তাঁরা মন দিয়ে কেসিপাল অধ্যয়ন করেন , তবে তাঁরা কেসিপাল না হতে পারুন, আইনস্টাইন হওয়া কেউ আটকাতে পারবে না।
    মনে সন্দেহ থাকলে যাঁদের হাতে কেসিপাল সমগ্র আছে তাঁরা পঞ্চম পৃষ্ঠাটি খুলে “ 'আইনস্টাইন?' ও তো কোন বিজ্ঞানীই নয়!” -চ্যাপ্টারটিতে একবার চোখ বুলুতে পারেন।
    আর, উতসাহো উদ্দীপনার কথা যদি বলেন, তো এই বাহাত্তর বছর বয়সেও কেসিপালের যা উতসাহো দেখলাম তার সঙ্গে আর একজনমাত্র বিজ্ঞানী পাল্লা দিতে পারেন। তিনি হলেন পৃথিবী বিখ্যাত মশকবিশারদ - পাইদিদি।

    যাগ্গে, যে জন্য কথাটা তুল্লাম, কেসিপালের মত তাবড় ব্যতিক্রমী প্রতিষ্ঠান ডিসকাউন্ট দিলেও , মানে ডিসকাউন্ট দেবার ব্যাপারে মেনস্ট্রীমে হাঁটলেও, গুরুর স্টলে কিন্তু গুরু পুরো দক্ষিনা দিয়ে হাতে পেতে হচ্ছে। এসব কি ঘোর অনাচার নয়? অন্য যে সব স্টলগুলোতে গুরু বিকোচ্ছে, তারা তো রীতিমত মোটারকম কমিশন কেটে রেখে গুরুর পেমেন্ট করছেন। আমি নিজে সাক্ষী, কারন নিজেই গুরুদক্ষিনা আদায় করতে বেরিয়েছিলাম কল্লোলদার সঙ্গে। কল্লোলদারই বইয়ের জন্যে। সেখানে তিরিশ কপির একটি কপিও পড়ে ছিল না, কিন্তু তাঁরা দিব্যি তিরিশ শতাংশ কমিশন কেটে নিলেন। গুরু-কতৃপক্ষ টুঁ শব্দটি কল্লে না।
    গুরুর যত জুলুম আমাদের মত খুচরো খদ্দের এর ব্যালায়।

    পুনশ্চ-
    গুরু অবশ্য ডিসকাউন্ট না দেবার ব্যাপারে কেসিপালের সূর্য্য ঘোরানোর মত একমাত্র ব্যতিক্রমী নয়। এ ব্যাপারে গুরুর পাশে রসাতল আছে। রসাতলে দুটো সংখ্যা নিয়ে একশ টাকা খেসারত বাড়িয়ে ধরেছিলুম। দোয়েলপাখিদিদি দেখি কুড়ি টাকা ফেরত দিচ্ছেন। ভারী খুশী হয়ে তাঁকে সাধুবাদ জানিয়ে গুরুর মুন্ডুপাত কোচ্ছি, এমোনসময় পাখিদিদি বেজায় কাঁচুমাচু হয়ে আমায় থামিয়ে বল্লেন যে ঐ কুড়িটাকাটা নাকি ডিসকাউন্ট নয়, ওনাদের “গাছমছম” সংখ্যাটার খেসারত নাকি পঞ্চাশ নয়, ত্রিশ টাকা, তাই কুড়ি টাকা ফেরত।
    হুঁ: , বুঝতে পারলাম গতবার কেন গুরুর স্টল থেকে রসাতল বিক্কিরি হচ্ছিল। বুঝতে পারলাম কোন জোটে কে আছে, বিমান্দা কি আর সাধে বলেন “রামধনু জোট”। এইটাই সার বুঝলাম, সিপিয়েম যা বলে সব সোত্তি।

    ফাইনালি, আমার বক্তব্যের সারমর্ম-
    ম্যালায় গুরুর স্টলে কমপক্ষে ২৯% ডিসকাউন্ট চাই …..
    আমাদের দাবী মানতে হবে, ….মান্তে হবে …..মান্তে হবে।
  • kumu | 122.176.32.39 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৮502867
  • কেলো,দেখা হল না এবারে,খুবি ইচ্ছে ছিল।

    ঐ কেসিপাল সমগ্র হবে নাকি একখানা???
  • maximin | 59.93.210.165 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫০502870
  • গতবারে? গুরুর স্টল থেকে রসাতল বিক্কিরি? কেন? গতবারেও তো রসাতলের নিজের টেবিল ছিল।
  • kelo | 117.254.241.97 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৬502871
  • কুমুদিনীদিদি,
    কেসিপাল সমগ্র হবে বৈকি। এবারের ম্যালায় আপনি যা উতসাহো উদ্দীপোনা দেখিয়েছেন তাতে আপনি একটি কেসিপাল সমগ্র পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। যতদিন না আপনার সঙ্গে আপনার দেখা হয় ততদিন আপনার কেসিপাল সমগ্রো আমার হেফাজতে রইল। আপনি ততদিন বরং সিকিদার অনলাইন কেসিপালে তেষ্টা মেটান।

    ম্যাক্সিমিনদিদি,
    তবে আর বলছি কি! আমি গুরুর স্টলে বসে নিজের হাতে রসাতল বেচেছি, পুরোনো বিলবইয়ে আমার সই(শ্রী কীঁ.কেলো) মিলিয়ে নিন। সেই সংখ্যাটাই নিজের কাছে ছিল না। এবারে কিন্তে যেতে দোয়েলপাখিদিদি প্যাঁচার মত মুখটি করে বল্লেন সে সংখ্যা নাকি পৃথিবীতে ব্যক্তিগত মালিকানাভিন্ন একটি কপিই আছে,সেটাও উনি অন্য লোকের জন্য রিজার্ভ রেখেছেন। ম্যালা থামার আগে তিনি না এলে আবেদনের ভিত্তিতে আমি সেটা পেলেও পেতে পারি।
    সুমেরুদা সব শুনে টুনে কি বুঝল কে জানে বল্লে - হুঁ হুঁ বাবা, দোয়েলপাখি এই দুনিয়ায় একটিই আছে - ডোডোপাখি কিন্তু একটিও নেই।
  • r2h | 198.175.62.19 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৫502872

  • sumeru | 27.97.102.90 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:১০502873
  • ...
  • maximin | 59.93.210.165 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৩502874
  • না না গুরুর বই ডিসকাউন্টে বিক্রি না করার নীতিটা ভালো। এ ব্যাপারে ব্যতিক্রমী থাকাই ভালো।
  • bb | 117.195.167.122 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৩৭502875
  • একটা বেয়াড়া প্রশ্ন, কেসি পালের বইয়ের দাম ৫ টাকা, সেটাকে অনলাইনে স্ক্যান করে তোলাটা তার প্রতি অবিচার করা হবে না??
  • kelo | 117.254.241.97 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৫502876
  • গুরুর নীতি! সেটা আবার ক্যামোন জিনিস?

    নীতি যদি কিছু থেকে থাকে, সেটা তো ১% বড় স্টলওলাকে থাট্টি পাসে্‌সন্ট ডিস্কাউন্ট দেওয়া আর ৯৯% অসংগঠিত খুচরো পাঠকের গলায় গামছা দিয়ে পুরো দাম নেওয়া।
  • Ishan | 117.194.43.157 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৪502877
  • আপনাদের প্রাণে কি একটুও মায়াদয়া নেই গো। :(
  • Somnath | 117.194.200.190 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:১৮502878
  • ও, আমি শুক্কুরবার শ্রাবণীদির জন্যে নলেন গুড় নিয়ে মেলায় গেছিলাম বটেক। সিকিকে জিগেস করে জানলাম দিদি তখনো আসে নাই। আমি আবার মেলা ঘুরতে বেড়িয়ে গেনু। পরে ফিরে এসে শুনি শ্রাবণীদি এসেছিলো, খানিক থেকে বেড়িয়ে গেছে।

    গুড়ের বাটিখানি স্টলে রেখে না যওয়ার জন্যে আন্তরিক আফসোস করলুম। যদিও এ ঘটনার প্রত্যক্ষদর্শী আমার বাড়ির লোকেরা ব্যতীত কেউ নাই :-(
  • sda | 117.194.195.43 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:২০502879
  • অসংগঠিত খুচরো পাঠক ! :-))
  • Bratin | 117.194.97.31 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৫502881
  • ওমনাথ, আবার ঢপ? শ্রাবনী দির সাথে কথা হল। বললো তোমার থেকে গুড় চেয়েছিল। তুমি আজ তো আনি নি। পরের দিন আনবো এই বলেছো। সব খবর আছে বাবা। নো চালাকি!! :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন