এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:8b1c | ০৩ মে ২০২৪ ২০:১১523337
  • তবে, মমতার আগে নাইভ আর্টিস্ট বলতে, বাংলা বা ভারতে, রবিবাবু। এবং আভা- গার্দও। আচার্য আর অবন ঠাকুর যা সব আঁকছেন, বেঙ্গল স্কুল, ভারতীয় চিত্রকলা ইত্যাদি, অবন ঠাকুরকে কিউবিজম নিয়ে জিজ্ঞেস করলে, উনি বলছেন ওসব তো কুব্জাইজম, তারপরও ওনাদের পাত্তা না দিয়ে খারাপ কাগজ আর বাজে কালিতে ছবি এঁকে যাওয়া, ডুডলগুলো নয়, পেন্টিংগুলো, প্রকৃতই আভাগার্দে সেসব।
  • &/ | 107.77.232.202 | ০৩ মে ২০২৪ ১৯:৪৬523336
  • গরু ছাগল বাঘ কুকুর বেড়াল ---যেকোনো প্রাণীই আঁকা কঠিন ,বেশ কঠিন .
  • &/ | 107.77.232.202 | ০৩ মে ২০২৪ ১৯:৪৪523335
  • একটা থ্যাবড়া  গোল আভাঁগার্দ ছবি আপলোড করতে গেলাম, গেল না। 
  • | ০৩ মে ২০২৪ ১৮:৫২523334
  • কিন্তু এখনো ছবি আপলোডের ব্যপারটা ফিক্স হল না। কি মুশকিল!
  • | ০৩ মে ২০২৪ ১৮:৪৮523333
  • আমি অবশ্য শিখি টিখি নি। এমনিই আপনমনে একটা কুকুরছানা এঁকেছিলাম। সবাই বলল এরকম এবড়ো খেবড়ো পেঁপে এঁকেছিস কেন? মনের দুস্কে আঁকা ছেড়ে দিলাম।
  • &/ | 107.77.232.202 | ০৩ মে ২০২৪ ১৮:২৯523332
  • দুর্গার  ডিজাইন টা কিন্তু বেশ আভাঁগার্দ ,উপরে গ্লোব ,এলিয়েন ধরণের দুর্গা ,টেন্টাকল যুক্তা 
  • সিএস | 2401:4900:707e:a177:8825:37e6:eda4:a444 | ০৩ মে ২০২৪ ১৮:২৬523331
  • আপনাদের গরুগুলো মনে হয় প্রকাশ কর্মকারের গরুর মত হত, রিকেটি, ত্যাড়াব্যাঁকা।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:58fa:8609:277 | ০৩ মে ২০২৪ ১৮:২৩523330
  • ছোটবেলায় আমিও প্রায় এক বছর ধরে আঁকা শিখেছিলাম। একটাই মুশকিল, এক বছর পর আমার আঁকা আপেল নাকি তরমুজের মতো দেখতে হয়েছিল। ফলে মা আঁকা ক্লাশ বন্ধ করে দিল, নাহলে আমিও এদ্দিনে গরু এঁকে লোকজনের তাক লাগিয়ে দিতাম। 
  • সিএস | 2401:4900:707e:a177:8825:37e6:eda4:a444 | ০৩ মে ২০২৪ ১৮:১৭523329
  • গরু আঁকতেন মনজিৎ বাওয়া, কী সব দৃষ্টিসুখকর ছবি সেসব।
  • Rouhin Banerjee | ০৩ মে ২০২৪ ১৮:১২523328
  • @অরিন, মহিলার বয়ান অনুযায়ী রাজ্যপাল ওনাকে স্থায়ী কাজের জন্য সিভি জমা দিতে বলেছিলেন। সেটা জমা দেবার সময় রাজ্যপাল ওঁকে অন্যায়ভাবে স্পর্শ করার চেষ্টা করেন। সেই সময়ে উনি চেয়ার ঠেলে বেরিয়ে চলে আসেন। পরে ওঁকে ইন্টারভিউ দিতে কনফারেন্স হলে ডাকা হলে উনি সঙ্গে সুপারভাইজারকে নিয়ে যেতে চান, কিন্তু তাঁকে গেটেই আটকে দেওয়া হয়। কনফারেন্স হলে রাজ্যপাল আবারও ওঁর শ্লীলতাহানির চেষ্টা করেন এবং রাজি না হলে চাকরি পার্মানেন্ট হবে না বলে ভয় দেখান। উনি ঠেলে সরিয়ে দিয়ে চলে আসেন এবং দরজার বাইরে অপেক্ষমান সুপারভাইজারকে নিয়ে রাজভবনন ছেড়ে চলে যান। অস্থায়ী কর্মী হিসাবে রাজভবনেই ওঁর থাকার ব্যবস্থা ছিল, এখন উনি পুলিশের কাছে বাসস্থানের জন্য আর্জি জানিয়েছেন, ওখানে থাকতে ভীত বোধ করছেন বলে।
  • b | 14.139.196.230 | ০৩ মে ২০২৪ ১৭:৪২523327
  • দেখুন ক্লাস টু-তে  আমাদের আঁকার ক্লাসের অ্যানুয়ালিতে পরীক্ষার  সাবজেক্ট ছিলো, গরু চরছে। আমিও এঁকেছিলুম , মানে আঁকতে বাধ্য হয়েছিলুম। সে অমনই আভাগার্দ যে স্যার আঁতকে উঠেছিলেন , এ কি  , একটা গরুর আটটা পা হয় কি করে ?  (আসলে চারটে বাঁট ছিলো, সেখান থেকে আপনাআপনি দুধ পড়ছিলো , বোধ হয় রাজকাহিনী এফেক্ট )।  কিন্তু স্যার সেসব না শুনে পঞ্চাশের মধ্যে চার দিয়ে, খাতাটা ছুঁড়ে ফেলে দিলেন । 
     
    সেই থেকে আঁকা ছেড়ে দিয়েছি । আপনরা জানেননা কি জিনিস হারাইলেন । 
  • সিএস  | 103.99.156.98 | ০৩ মে ২০২৪ ১৭:১৭523326
  • গঁগ্যার ছবিটার বিশেষত্ব হল, গরুর গায়ে গোলাপী রঙ, ঐ রঙটা ওনার ট্রেডমার্ক হয়ে যাবে।
  • সিএস  | 103.99.156.98 | ০৩ মে ২০২৪ ১৭:১৬523325
  • দুটো ছবিরই নাম Landscape with Cow, দুটোই একই সময়ে আঁকা ১৮৮৫ - ৮৬।

    এইটা গঁগ্যারঃ



    এইটা রুশোরঃ



    গঁগ্যার ছবিটায় ইউনিকনেস কিছু নেই, ইমপ্রেশনিস্ট, যে সময়ে আঁকা তখন ঐ ধাঁচের মধ্যেই গঁগ্যার ছবি ঘুরছে। কিন্তু পরেরটা মনে হয়, সেই সময়ে প্রচলিত ছবির ধরণ, ইম্প্রেশনিস্ট ইত্যাদি থেকে আলাদা, প্রকৃতির ছবি থেকে প্রকৃতির অনুপূঙ্খ উঠিয়ে দেওয়া হয়েছে, মূলতঃ আউটলাইন আর রঙ দিয়ে ভর্তি করা, যারা বোদ্ধা - ক্রিটিক তাদের কাছে এ ছবি তাদের ধারণা আর প্রচল অনুযায়ী ছবি-না মনে হত মনে হয়।

    (কিছু পরে শাগাল এসে, এইসব গরু ইত্যাদিকে আরো রং টং করে আকাশে উঠিয়ে দেবেন !)
  • সিএস  | 103.99.156.98 | ০৩ মে ২০২৪ ১৬:৪৯523324
  •  


  • সিএস  | 103.99.156.98 | ০৩ মে ২০২৪ ১৬:৪৪523323
  • নাইভ আর্ট বলতে অঁরি রুশোর কথা মনে পড়ল। উনিশ শতকের শেষ থেকে বিশ শতকের প্রথম দশক অবধি ছবি এঁকেছিলেন, রাস্তা থেকে ওনার ছবি পেয়ে পিকাসো মনে হয় দেখা করতে গেছিলেন রুশোর সাথে। ট্যাক্স কালেকটর ছিলেন, চল্লিশ বছরে ছবি আঁকা শুরু করেন, ক'বছর পরে কাজ থেকে রিটায়ার করেন, জীবৎকালে ছবিগুলোকে নাইভ, শিশুসুলভ ইত্যাদি বলা হত। যা শেখার নিজেই শিখেছিলেন, অরণ্য দৃশ্য, পশু-প্রাণী ইত্যাদির ছবি অনেক, বিশ শতক পড়ে যাওয়ার পরে, পিকাসো - সুররিয়ালিস্টরা আসার পরে ছবিগুলো নিয়ে কথাবার্তা হয়, আভা - গার্দ হয়ে ওঠেন।
  • b | 14.139.196.230 | ০৩ মে ২০২৪ ১৬:৩১523322
  • মমতা ব্যনার্জী  অ্যাবস্ট্রাক্ট অক্টোপাসের মত একটা দুর্গাঠাকুর ডিজাইন করেছিলেন না ?
  • সিএস  | 103.99.156.98 | ০৩ মে ২০২৪ ১৬:২৩523321
  • ক্রাফট, আর্ট ইত্যাদির মধ্যে মমতার ছবি দিয়ে যূক্তি তৈরী না করাই ভাল, সেসবের অন্য কারণ ছিল। মমতার বক্তব্য ছিল ছবি এঁকে, বই লিখে ভোটের খরচ তুলছে, সেসবের মধ্যে বিবিধ খেলা ছিল। ইহা ক্রাফটও নয়, শিল্পও নয়, ছবি নিয়ে ফাটকাবাজীও নয়। তবে হ্যাঁ, একক যেমন বললেন নাইভ আর্ট, আরো নানারকম অ্যানালিসিস হয়েছিল, ইনফ্যান্টাইল মন খুঁজে পাওয়া গেছিল ছবিগুলোর লাইন আর বিষয়ের মধ্যে।
  • সিএস  | 103.99.156.98 | ০৩ মে ২০২৪ ১৬:১৩523320
  • পুলিশ মনে হয় কোন তদন্তই করতে পারে না, আইন অনুযায়ী, গভঃ বা প্রেসিডেন্টের ক্ষেত্রে। তিওরাজী পদত্যাগ করেছিল, সে পনেরো বছর আগে এবং ছবিটবি বেরিয়েছিল বলে।
  • একক  | 103.157.36.112 | ০৩ মে ২০২৪ ১৬:১২523319
  • হে হে এইটা নিয়ে একবার ম্যালা মজা হৈছিল। মমতার আঁকাআঁকিকে নাইভ আর্ট বলা যায় কিনা এই মর্মে এট্টা টই খুলেছিলুম। তাতে খনুবাবু বেজায় চটেছিলেন :)))) 
     
    আহা তখন বেশ জমিয়ে তক্কো হতো। খনুবাবু আর আসেন্না ( অন্ততঃ খনুরূপে ), লীলাও সেইরূপ পোস্টাই হয়না :( 
  • সিএস  | 103.99.156.98 | ০৩ মে ২০২৪ ১৫:০৯523317
  • ন্যান, রোহিত ভেমুলার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়, সে নিজেই দায়ী, সে দলিতও নয় ! কং ক্ষমতায় আসার চার মাস পড়ে তেলেঙ্গানা পুলিসের এই রিপোর্ট, এদিকে রা-গা রোহিতকে নিয়ে বক্তব্য রাখে, ওঁর মাও মনে হয় ভারত জোড়োতে হেঁটেছিলেন। হাই কোর্টে রিপোর্ট জমা হবে, তারপর কং ম্যানেজ দেবে, ভাজপা খুবই খুশী হবে।

    https://thewire.in/caste/telangana-police-closes-rohith-vemula-file-absolves-former-vc-and-bjp-leaders
  • dc | 2402:e280:2141:1e8:8c89:c451:97df:a864 | ০৩ মে ২০২৪ ১১:১৮523316
  • "এই রাজ্যপালেরও নিশ্চয়ই কিছু না কিছু একটা উঁচু পদ জুটে যাবে"
     
    এইটা স্পেকুলেশান। আগের দুটো ঘটনার, গগৈ আর বিজ ভূষণ, ট্রেন্ড দেখে মনে হলো। 
  • dc | 2402:e280:2141:1e8:8c89:c451:97df:a864 | ০৩ মে ২০২৪ ১১:১৬523315
  • অরিন্দমবাবু, আমিও বিস্তারিত জানিনা। কাল রাতে রমিতবাবুর পোস্ট পড়ে প্রথম জানতে পারলাম। (পবর যা কিছু খবর আমি গুরুতে পড়ি, তাছাড়া জানতে পাইনা)। আর আজ সকালে আনন্দবাজারে দেখলাম লিখেছেঃ 
     
     
    এখানে লিখছে, রাজ্যপালের সাথে একান্ত সাক্ষাতকারের সময়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। আর এন্ডিটিভিতে দেখলাম রাজ্যপাল রাজভবনে পুলিশ ঢুকতে বারন করে দিয়েছেঃ 
     
     
    এন্ডিটিভি পড়ে মনে হলো রাজ্যপাল বোধায় ভয় পেয়ে গেছে। এছাড়া আর কোন ডিটেলস জানিনা। 
  • অরিন | 119.224.61.73 | ০৩ মে ২০২৪ ১০:৫৭523314
  • dc, "এই রাজ্যপালেরও নিশ্চয়ই কিছু না কিছু একটা উঁচু পদ জুটে যাবে"
     
    বাংলার রাজ্যপাল ভদ্রমহিলার সঙ্গে কী করেছেন বা কি ধরণের "শ্লীলতাহানির" অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে আনা হয়েছে? dc, আপনি জানেন? বাংলা অনলাইন খবরে আমি দেখতে পেলাম না যে ভদ্রমহিলা কী ধরণের শ্লীলতাহানির অভিযোগ করেছেন। 
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:8b1c | ০৩ মে ২০২৪ ০৯:২৫523313
  • জ্ঞানেন্দ্রমোহন, সুনীতিকুমারের প্রস্তাব ছিল ফুটকি ব্যবহারের, প্রথমজনের অক্ষরের নীচের, অন্যজনের পাশে। বুদ্ধদেব বসুও মনে হয় ব্যবহার করেছিলেন। ব্যাপারটা অনেক পুরনো, যবে থেকে পরশুরাম zআনতি লিখলেন, তখন থেকে ভাবা হয়েছে। উদাহরণ কিন্তু ছিল ড় বা ঢ় তে। কিন্তু ব্যাপারটা বেশী চলেনি।
  • এককের জন্যে প্রশ্ন  | 173.62.207.237 | ০৩ মে ২০২৪ ০৭:২৭523312
  • টই বেপথে নিয়ে যেতে চাই না, অথচ একক ফান্ডামেন্টাল প্রশ্ন তুলে দিচ্ছে। অন্য লোক হলে বলেই দিতাম বেকার বাজার গরম করছে। নেহাৎই 
    যাউক্গা! মূল প্রশ্ন হল, একক অনুসারে - মমতা ব্যানার্জী যখন আপন অবসরে ছবি আঁকছিলেন বা কবিতা লিখছিলেন, তখন সেগুলি ক্রাফট ছিল। কেবল, কেহ বা কাহারা "আরে আপনি তো দারুণ আঁকেন" বলে বা না বলেই পয়সা দিয়ে উহা খরিদ করলেন - তখন থেকে সেগুলি আর্ট পর্যায়ভুক্ত হল! 
     
    এইটে খেতে বেজায় অসুবিধে হচ্ছে! 
     
    মমতা ব্যানার্যীর নাম নেওয়া হয়েছে বলে প্রোডাক্ট নিয়ে খিল্লি করে আলোচনা বিপথে নেবেন না, বদলে আমার নামও নেওয়া যেতে পারত। কেবল আমার কোন প্রডাক্ট এখনও বিক্কিরি হয় নি, তাই ঐ উদাহরণটি যুতসই ঠাহর হয়েছে! 
  • dc | 2402:e280:2141:1e8:8c89:c451:97df:a864 | ০৩ মে ২০২৪ ০৭:২৬523311
  • এর আগে চিফ জাস্টিস রঞ্জন গোগৈ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তবে কিনা তিনি তো চিফ জাস্টিস, তাই নিজের কেসে নিজেই বিচার করে নিজেকে নির্দোষ রায় দিয়ে দিয়েছিলেন। তারপর সব ধামাচাপা পড়ে গেল, অযোধ্যার রায় বেরিয়ে গেল, রঞ্জন গোগৈ রিটায়ার করেই টুক করে রাজ্যসভায় ঢুকে গেলেন। এই রাজ্যপালেরও নিশ্চয়ই কিছু না কিছু একটা উঁচু পদ জুটে যাবে। 
  • লীলা বিলা ইত্যাদি | 2409:40e6:2c:6055:9481:fdff:fe43:ed95 | ০৩ মে ২০২৪ ০২:৫৬523308
  • গুরুচন্ডালির রেসিডেণ্ট ফেমিনাজি মুসলিমফোব চাড্ডীনিরা রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এমতি নীরব? প্রোজ্জ্বল রেভান্নার মত ভয়ংকর কেস নিয়েও কুলুপ!
    অন্য কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট কারুকে নিয়ে এরকম অভিযোগ এলে তো এপাড়ায় কাকচিল বসতে দিতেন না, আর বিজেপির ভিতরের বা সহযোগী হলে সাতখুন, তিনহাজার শ্লীলতাহানি মাফ!
    ওয়াহ যোষিতাজী, ওয়াহ! আপনি শেষমেশ রেপিস্ট মোলেস্টরদের সমর্থক!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত