এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 172.58.241.244 | ০৮ মে ২০২৪ ২০:৩৮523717
  • ও দ'দি, তোমার কাছে একটা প্রশ্ন ছিলো। জেড-্লিব তো এখন পেইড মেম্বারশিপ করে দিয়েছে। তো পে করতে গেলে তো বলছে স্ক্রিল অথবা অ্যাজটেকো এইসব লাগবে। আমি এই জিনিষগুলো কখনো ইউজ করিনি। তাই একটু ঘাবড়ে মত যাই। এগুলো কি সেফ? 
  • | ০৮ মে ২০২৪ ২০:৩০523716
  • *Life on air: Memoirs of a broadcaster
  • | ০৮ মে ২০২৪ ২০:২৮523715
  • আতে না না সব পড়া হবে কী করে! কত বই লিস্টিতে আছে ধরাই হচ্ছে না। 
    আজ তো অ্যাটেনবুড়োর ৯৮ পূর্ণ হল। সেই উপলক্ষে Life on air: Memoirs if a broadcaster পড়ে ফেলো। ভারী চমৎকার।
  • অরিত্র | ০৮ মে ২০২৪ ২০:১৬523714
  • সুদীপ্ত, পাঁচ লাখ সারাক্ষন নিতেই থাকলে দুর্নীতি। নাহলে আমি ওটাকে খুব সিরিয়াসলি নিই না। না নিলে আরও প্রশংসনীয় হত। হয় নি। তবে রমিত তো জানাচ্ছেন যে উনি সত্যিই দুর্নীতিগ্রস্থ।
  • যদুবাবু | ০৮ মে ২০২৪ ২০:১২523713
  • দ-দি, ঠিকই ধরেছিলাম, তোমার সব পড়া। কিছু ভালো বইয়ের রেকো দাও। মনে হয় অদূর ভবিষ্যতে বহুদিন চুপচাপ সব সোশ্যাল মিডিয়া ইত্যাদি কাটিয়ে চুপচাপ ঘরে বসে বই পড়তে হবে। 

    ফিকশন চলবে, কিন্তু সায়েন্স ফিকশন চাই না, ফ্যান্টাসিও না, এমনি ভালো গপ্পো চাই। আবার নন-ফিকশন-ও চলবে, তবে, ননফিক একাধিক জমে আছে। পড়তে ইচ্ছে করছে না। পড়লেই হতাশ লাগে। মানুষের উপরে বিশ্বাস টলে যায় আরেকটু। 
  • অরিত্র | ০৮ মে ২০২৪ ২০:০৭523712
  • নিক ছোট করলাম। শুধুই অরিত্র।
  • সুদীপ্ত | ০৮ মে ২০২৪ ২০:০৫523711
  • অরিত্র লিখেছেন দেখলাম, মানে লাখ পাঁচেক নিলে কি দুর্নীতি নয়? হাজার কোটি খানেক ছাড়ালে তবে দুর্নীতি? আর দুর্নীতিকে নীতিগতভাবে দলের লাইন মেনে সমর্থন করাকে?  :))
  • | ০৮ মে ২০২৪ ১৯:৫৫523710
  • অরিন,
     
    না না আপনি বলেন নি. আর আপনার বক্তব্যও  পরিস্কার বুঝেছি। হুতো সিকোয়েন্সটা দেখিয়ে দিয়েছে। (হুতোর দুটো নকুলদানা পাওনা হইল)।  
     
    আমি বলতে চাইলাম ওরম প্যাসিভ অ্যাগ্রেসিভ ভঙ্গীতে যদি পাশের লোকটা বক্তব্য রাখে তাহলে যুদ্ধু না চাইলেও প্রায় ইনএভিটেবল হয়ে যায়। কারণ আমি বিশ্বাস করি সংখ্যালঘুর স্বাচ্ছন্দ্যের দিকে খেয়াল রাখা সংখ্যাগুরুর দায়িত্বের মধ্যে পড়ে।  সংখ্যাগুরু হিসেবেই সংখ্যাগুরু আরেকজনের অ্যাগ্রেসানের সাধ্যমত প্রতিরোধ করা আমার দায়িত্ব। 
  • সমরেশ মুখার্জী | ০৮ মে ২০২৪ ১৯:৩৮523709
  • @ r2h
     
    ভাটের পাতায় ক্ষেত্রবিশেষে ক, খ, গ ইত্যাদি‌র হনুদা প্রবর্তিত বিশেষ প্রয়োগার্থ জানানোর জন‍্য ধন্যবাদ।
  • বকলম -এ অরিত্র | ০৮ মে ২০২৪ ১৯:৩৫523708
  • আমি সেই ছোটবেলার বাংলা মিডিয়াম কেজিতে 'ক' পাওয়া ধরে বলি, ক মানে দশে দশ।
  • সমরেশ মুখার্জী | ০৮ মে ২০২৪ ১৯:৩১523707
  • @ অরিন লান,


     
    আমি শুধুমাত্র তথাগত রায়ের অতীত কারিগরী প্রেক্ষাপট নিয়ে বলেছিলাম। সূত্র - আমার এক সহপাঠী। তখন সে মেট্রো নির্মাণ প্রকল্পে ছিল। সে ওনার কিছু কারিগরী লীডার‌শিপ নিয়ে প্রশংসা করেছি‌ল।

    “অবিশ‍্যি যার যার নিজের মতন পছন্দ” - এটা যদি আপনি আমায় উদ্দেশ্য করে বলে থাকেন তাহলে বলি - ওনার বা অধিকাংশ রাজনৈতিক নেতা / নেত্রী‌দের সম্পর্কে আমার কোনো আগ্ৰ‌‌হ‌ই নেই। আমি থাকি আমার নিজস্ব ক্ষুদ্র জগতে। রাজনীতি আমি বুঝি না। Deep State থেকে Deep Mind - কিছুই মাথায় ঢোকে না। তাই কালেভদ্রে টুকটাক কিছু মন্তব্য, কিছু জানতে চাওয়া ছাড়া এখানে আমি মোটেই সক্রিয় ন‌ই।

    “অবিশ‍্যি যার যার নিজের মতন পছন্দ” - এটা যদি আপনি অন‍্য কারুর উদ্দেশ‍্যে বলে থাকেন - তাহলে ওপরের পংক্তিটি‌ অগ্ৰাহ‍্য করতে হবে। laugh
     
  • r2h | 192.139.20.199 | ০৮ মে ২০২৪ ১৯:১২523706
  • এই পাতার জনৈক সহভাটুরে একবার অনাবাসী ভারতীয়দের পাবলিক (নাকি আমন্ত্রনমূলক, চেক করতে হবে) জনসভায় গুজরাত দাঙ্গা নিয়ে লকড হর্নস উইথ তথাগত রায়।

    তারপর কী হইল সেটা শ্যামলালের দপ্তর। নাম টাম ইত্যাদি বলার অনুমতি নেই...
  • r2h | 192.139.20.199 | ০৮ মে ২০২৪ ১৯:১০523705
  • ক দেওয়া মানে নিঃসংশয় ঐকমত্য জানানো।

    পার্শিয়ালি একমত মানে খ, নিমরাজি মানে গ, ভয়াবহ রকম দ্বিমত মানে অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু - এরকম!
    হনুদার চালু করা পদ্ধতি, প্রাচীন পোস্টটা খুঁজে পেলে তুলে দেবো 'খন!
  • বকলম -এ অরিত্র | ০৮ মে ২০২৪ ১৯:০৩523703
  • সৌগত রায় কুকথা কিছু বলেন ঠিকই, কিন্তু দুর্নীতিগ্রস্থ বলে জানতাম না। মনে হয় নি (নারদটা ধরছি না, পাঁচ লাখ দেখেই বলে "এতো অনেক টাকা") laugh
  • বকলম -এ অরিত্র | ০৮ মে ২০২৪ ১৮:৫২523702
  • বোধহয় বোর্ড পরীক্ষায় র‍্যাংক করা ছাত্র।
  • বকলম -এ অরিত্র | ০৮ মে ২০২৪ ১৮:৪৪523701
  • তথাগত রায় যাদবপুরে অধ্যাপক হিসেবে থেকেছেন কিন্তু অ্যালমা ম্যাটার শিবপুর, ১০০%।
  • অরিন | ০৮ মে ২০২৪ ১৮:৪২523700
  • সমরেশবাবু, "আমার জানা‌য় - (ভুল‌ও হতে পারে) - তথাগত রায় যাদবপুরের। সম্ভবত সিভিল।"
     
    তা হতে পারে, যদিও তথাগত রায়ের আচার ব্যবহার বা কথাবার্তা শুনে টুনে ভদ্রলোক যে খুব সিভিল বলে তো মনে হয় না। অবিশ্যি যার যার নিজের মতন পছন্দ। 
  • বকলম -এ অরিত্র | ০৮ মে ২০২৪ ১৮:৩৪523699
  • r2h | 192.139.20.199 | ০৮ মে ২০২৪ ১৭:৪৫
     
    হ্যাঁ, বাইরেটাই ধরতে হবে, দ্বিমত নেই। ব্যাটম্যান বিগিনসের উক্তিটা মনে পড়লো — it's not who you are underneath it's what you do that defines you.
     
    নাহ তার রাজনীতিতে আর কোনো ক্যারিয়ারই অবশিষ্ট নেই। তবে ভদ্রলোক প্রায়ই নিজের দলকে বিপাকে ফেলে থাকেন তার ওইসব অভাবনীয় কথাবার্তার মধ্যে দিয়ে, এইরকম সেমসাইড করে করেই নাহয় তার অবদান টুকু রেখে যেতে থাকুন। smiley
     
     
    দেশমাতৃকার তর্ক এখনও চলছে! আমিও অবাক হলাম, কারণ প্রথম দু একটি পোস্টেই বিষয়টি পরিষ্কার হয়ে গেছিল, যাওয়ার কথা অন্তত। যাই হোক, র২হ ডিসি অত্যন্ত সঠিক সব কথা বলেই দিয়েছেন আর কেকে সিএস রমিত দ প্রমুখরাও ভালো ভালো মন্তব্য করেছেন দেখলাম। আমি দেরি করে পড়েছি সব।
     
     
    অরিন এঁর ইতিহাস উদ্ধৃতির জন্য ধন্যবাদ। ওটা জানতাম, কিন্তু তার আগেই গান্ধীকে বাপু/বাপুজি বলা চালু ছিল।
  • r2h | 192.139.20.199 | ০৮ মে ২০২৪ ১৮:০৭523698
  • অরিনদা, 
    • অরিন | ০৮ মে ২০২৪ ১১:০৮
    • দ, "ঘরের বন্ধুদের সাথে কোমর বেঁধে যুদ্ধ কারা করছে? এই "একদল অতি-লিবেরাল অতি-সেকুলার সেল্ফ অ্যাপয়েন্টেড" লোকজন তো? বেশ। :-) "
       
      কেন বা কি বলতে চাইলেন বুঝলাম না। ...
     
    এইটা বোঝার জন্য এইটা দেখতে হবে-
    • &/ | ০৭ মে ২০২৪ ০৩:২৩
    • আজকাল আবার একদল অতি-লিবেরাল অতি-সেকুলার সেল্ফ অ্যাপয়েন্টেড হয়ে দেখি বলেন বন্দেমাতরম বললে নাকি অসুবিধে আছে। এতে নাকি একেশ্বরবাদীরা নারাজ হবেন। আশ্চর্য লাগে। তাঁদের হয়ে ইজারা দিল কে এঁদের যে ওঁরা মা বলতে পারবেন না? যেন ওঁদের মা নেই। মা শুধু একদলের।
     
    আর তার প্রসঙ্গ 
    • r2h | ০৭ মে ২০২৪ ০২:২২
    • ফেসবুকে পেলাম, এইটা বিজেপির ভোটের বিজ্ঞাপন।
  • r2h | 192.139.20.199 | ০৮ মে ২০২৪ ১৭:৪৮523697
  • এতে একটা বড় ক দিলাম।
     
    • dc | ০৮ মে ২০২৪ ০৯:০২
    • ...এই দেশমাতা বা গৌমাতা কনসেপ্টটা আপনারা বারবার ব্যক্তির থেকে জাতীয় আর আমরার লেভেলে কেন নিয়ে যাচ্ছেন? 
  • r2h | 192.139.20.199 | ০৮ মে ২০২৪ ১৭:৪৫523696
    • বকলম -এ অরিত্র | ০৮ মে ২০২৪ ১৫:২২
    • ...কেন বলেন, কি করে বলেন বোঝা মুশকিল। আমার সন্দেহ লোকটাকে যেমন দেখায় বাইরে থেকে আসলে তেমন নয়।
     
    যে রাজনীতিবিদ ক্ষমতার উচ্চ আসনে থেকে লুঙ্গি খুলে শিশ্নের ধরন দেখে নাগরিকত্ব নির্ধারন করার নিদান দেয়, তার বাহিরটাই প্রধান, অন্তর নিয়ে জনগন আর কী করবে।
    কেন বলেন... এর তো খুবই স্পষ্ট উত্তর। লোকটি জাতিবিদ্বেষী, গণহত্যাকে সমর্থন করে (গুজরাত দাঙ্গাকে সমর্থন করেছে)। এই জাতিবিদ্বেষকে আরও ছড়িয়ে দিতে চান, সম্ভব হলে বিদ্বেষের রাজনীতিকে আশ্রয় করে আরও ওপরে উঠতে চান (এর অবশ্য রাজনৈতিক মইয়ে আর বেশি ওপরে ওঠার সুযোগ নেই)।
  • সমরেশ মুখার্জী | ০৮ মে ২০২৪ ১৬:২২523694
  • আমার জানা‌য় - (ভুল‌ও হতে পারে) - তথাগত রায় যাদবপুরের। সম্ভবত সিভিল। মেট্রো রেল নির্মাণের সময় জিএম ছিলেন। তুখোড় টেকনোক্র‍্যাট।
     
    রাজনীতি‌তে এলে অনেকে‌র নানা বিবর্তন হয়। সেই প্রেক্ষিতে ওনার ক্ষেত্রে কী /কেন / কীভাবে নিয়ে কোনো ধারণা নেই।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৮ মে ২০২৪ ১৬:২০523692
  • তথাগত বাবু আগে কেমন ছিলেন জানিনা, কিন্তু আজকাল একেবারে যাতা কথা বলেন। রাজনৈতিক প্রাজ্ঞতাও আছে বলে মনে হয়না। দলেও বোধহয় কোণঠাসা। আর ওনার ভাইও কুকথায় ওনার সমকক্ষ, সাথে ভীষণ দুর্নীতিগ্রস্ত। এলাকাতেও সমর্থন নেই, দেখাও যায়না। তৃণমূলের নাম ভাঙিয়ে জিতছেন। আগে বামপন্থী ছিলেন শুনে চমকে গেলাম, জানতাম না। 
  • অরিন | ০৮ মে ২০২৪ ১৬:১৯523691
  • সেইটাই ধরে নিতে হবে, এদের "আধুনিকতার" যা বহর, আপ ক্রোনোলজি সমঝ লিজিয়ে কাটিং ব্যাপার স্যাপার ...
  • সিএস | 2405:201:802c:7815:391e:f9a9:29a0:8b1c | ০৮ মে ২০২৪ ১৬:০৭523690
  • শ্যামা না থাকলে পঃ বঃ হত না, বাঙালী হিন্দুদের উনিই থাকার জায়গা করে দিয়েছেন পশ্চিমবঙ্গ গঠন করে, ভাজপার স্ট্যাণ্ডার্ড লাইন।

    আর এখনকার ভোটপ্রচার অনুযায়ী যেহেতু দেশের সকল মুসলমানই অনুপ্রবেশকারী, অতএব এখনকার পঃ বঃ যা রয়েছে তা হিন্দুদের জন্যই, সেও শ্যামাবাবুরই অবদান। (এটা হয়ত বলেনি, বুঝে নিতে হবে)
     
     
  • অরিন | ০৮ মে ২০২৪ ১৫:৫১523689
  • modi উবাচ, "আধুনিক পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান কেউ অস্বীকার করতে পারে না .... "
     
    শ্যামা বাবু ১৯৪৭ এ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন ঠিকই, কিন্তু ১৯৫১ সালে ইস্তফা দেন, তারপর ১৯৫৩ সালে কাশ্মীরে কারারুদ্ধ অবস্থায় ভদ্রলোক মারা যান। "আধুনিক" পশ্চিমবঙ্গ "গঠনের" সময়টা পেলেন কই?
    এই সাংবাদিকরাও তেমন, প্রশ্ন যাতে না করা হয়, তাই মন্তব্যটা সকলের শেষে রেখে কাজ সারল। 
  • অরিন | ০৮ মে ২০২৪ ১৫:৪৪523688
  • অরিত্র, "গান্ধীর আগে সুরেন্দ্রনাথকে রাষ্ট্রপিতা বলা হত। তারপর গান্ধী সেই উপাধি কেমন করে জানি পেয়ে গেলেন"
     
    "Concerned about Gandhiji, Netaji sent the following message to the Mahatma on Azad Hind Radio, Rangoon on 4th June, 1944.
    "...........Nobody would be more happy than ourselves if by any chance our countrymen at home should succeed in liberating themselves through their own efforts or by any chance, the British Government accepts your `Quit India' resolution and gives effect to it. We are, however proceeding on the assumption that neither of the above is possible and that a struggle is inevitable.
    Father of our Nation in this holy war for India's liberation, we ask for your blessings and good wishes".
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত