এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 202.142.71.218 | ২৫ মে ২০২৪ ১৫:০৬524808
  • অরিনবাবু, এবারেও হল না। গুরুর মতোই গোটাটা লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। আপাতত ক্ষান্ত হলাম।
  • অরিন  | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ২৫ মে ২০২৪ ১৫:০৬524807
  • রমিত , আগে এডিটর টায়  দেখতাম raw code edit করার ব্যাপার ছিল, এখন আর দেখি না | সেটা থাকলে <%nbsp> টাইপ করা যেত |
  • অরিন  | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ২৫ মে ২০২৪ ১৫:০২524806
  • "অরিনবাবু, আমার মূল পাণ্ডুলিপি মানে যেটা ওয়ার্ডে লেখা সেখানে ইনডেন্ট মেরেই লেখা আছে। এই দেখুন, কিন্তু কপি-পেস্ট করলে আসছে না। আগে আসত। আমি হুবহু এমনটা চাইছি। "
     
    বুঝেছি, তাই আরেকটি ck editor (pastenow.net) এ লিখে কপি ও ​​​​​​​পেস্ট ​​​​​​​করতে ​​​​​​​লিখলাম | করে ​​​​​​​দেখতে ​​​​​​​পারেন ​​​​​​​| 
     
  • অরিন  | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ২৫ মে ২০২৪ ১৪:৫৯524805
  • আরেকটা কাজ করতে পারেনঃ 
    আপনার লেখাটা ​​​​​​​নীচের ​​​​​​​সাইটে ​​​​​​​লিখে ​​​​​​​​
     
     
    তারপর এই সাইট থেকে পুরো লেখাটা কপি করে এখানে পেস্ট করুন, তাতেও কাজ হবে |
    হয়ত যেমন চাইছেন ততটা ট্যাব ইন্ডেন্ট হবে না, তবে কাজ হবে |
     
  • এলেবেলে | 202.142.71.218 | ২৫ মে ২০২৪ ১৪:৫৫524804
  • //আপনি গুরুর এই এডিটরে ইনডেন্ট করতে পারবেন না | ওটা কাজ করে না |
    তাই লেখার কন্টেন্ট গুগল ডক্স বা ওয়ার্ড এ লিখে সেখানে indent করে লিখুন তারপর কপি পেস্ট করলে মনে হয় কাজে দেবে | //
     
    অরিনবাবু, আমার মূল পাণ্ডুলিপি মানে যেটা ওয়ার্ডে লেখা সেখানে ইনডেন্ট মেরেই লেখা আছে। এই দেখুন, কিন্তু কপি-পেস্ট করলে আসছে না। আগে আসত। আমি হুবহু এমনটা চাইছি। 
     
     
    ডিসিজনাব, হবে না মানে আমি পারব না। কারণ গোটা লেখাটায় এতবার ট্যাবের (ডাবল ও সিঙ্গল) মারপ্যাঁচ আছে যে সব গুলিয়ে ফেলব।
     
     
  • এলেবেলে | 202.142.71.218 | ২৫ মে ২০২৪ ১৪:৪৭524803
  • অমিতাভদা আমাকে &nbsp; দিয়ে ট্রাই করতে বলেছিলেন। সেটার পরে স্পেস দিয়ে এবং না দিয়ে দেখেছি। কিন্তু ওটাই দেখাচ্ছে, ইনডেন্ট হচ্ছে না। বাদ্দিন, অত হ্যাপা করে লাভ নেই। গুরুর টেক টিম সেই ২০২০-র ডিসেম্বরের মতো কল বানালে হবে, নাহলে হবে না। একটা লেখা (তাও আবার দীর্ঘ ও ধারাবাহিক) পোস্ট করতে গিয়ে অত হ্যাপা পুইয়ে কাজ নেই।
  • dc | 2402:e280:2141:1e8:94c1:49bb:802c:423c | ২৫ মে ২০২৪ ১৪:৪৬524802
  • এলেবেলে, প্রথমে আপনার যেকটা স্পেস দরকার দিয়ে দিন। এবার শিফট চিপে বাঁদিকে অ্যারো কি টিপুন, ঐ স্পেস দেওয়া ফাঁকা অংশটা সিলেক্ট হয়ে যাবে, ওটা কপি করে নিন। এবার শ্লোকের প্রথম লাইন লিখুন, এন্টার মেরে পরের লাইনে এসে ফাঁকা অংশটা পেস্ট করুন, পরের শ্লোক লিখুন। আপাতত ইন্ডেন্ট ঠিক না হওয়া অবধি এটা করতে পারেন। 
     
    নীচের ছবিটা দেখুন। আমি পাঁচটা স্পেস দিয়েছি, ফাঁকা জায়গাটা সিলেক্ট করে নীল দেখাচ্ছে, তারপর লেখা। পরের লাইনে প্রথমে পেস্ট করে তারপর শ্লোক লিখুন  
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ মে ২০২৪ ১৪:৪৬524801
  • আমি html এর বুদ্ধি দিয়ে বললাম, অন্য কোনো উপায় আছে কিনা গুরুর কেউ বলতে পারবে।
  • অরিন  | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ২৫ মে ২০২৪ ১৪:৪৫524800
  • আপনি গুরুর এই এডিটরে ইনডেন্ট করতে পারবেন না | ওটা কাজ করে না |
    তাই লেখার কন্টেন্ট গুগল ডক্স বা ওয়ার্ড এ লিখে সেখানে indent করে লিখুন তারপর কপি পেস্ট করলে মনে হয় কাজে দেবে | 
  • এলেবেলে | 202.142.71.218 | ২৫ মে ২০২৪ ১৪:৩৪524797
  • হচ্ছে না। গুগল পদ্ধতি, গুরু পদ্ধতি কিংবা যেমন খুশি - তিন পদ্ধতিতেই ইনডেন্ট বাড়ানো কিংবা কমানোর অংশটা গ্রে বা নিষ্ক্রিয় থাকছে।
     
  • অরিন  | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ২৫ মে ২০২৪ ১৪:২০524796
  • @এলেবেলে, আপনি যে অংশটুকু কোট করতে চান সেই অংশটিকে সিলেক্ট করে Formatting টুলবার থেকে "Increase indent" প্রেস করলে আপনার সময় কম লাগবে মনে হয় |
  • এলেবেলে | 202.142.71.218 | ২৫ মে ২০২৪ ১৪:১৫524795
  •     সম্পত্তি বিভাজনের ক্ষেত্রে জ্যেষ্ঠপুত্রের অগ্রাধিকারের কারণ হিসাবে মনুসংহিতা-র নবম অধ্যায়ে লিখিত আছে:
            জ্যেষ্ঠেন জাতমাত্রেণ পুত্রীভবতি মানবঃ।
            পিতৃণামনৃণশ্চৈব স তস্মাৎ সর্ব্বমর্হতি।।
            যস্মীন্নৃণং সন্নয়তি যেন চানন্তমশ্নুতে।
            স এব ধর্ম্মজঃ পুত্রঃ কামজানিতরান্‌ বিদুঃ।।
            পিতেব পালয়েৎ পুত্রান্‌ জ্যেষ্ঠো ভ্রাতন্‌ যবীয়সঃ।
            পুত্রবচ্চাপি বর্ত্তেরন্‌ জ্যেষ্ঠে ভ্রাতরি ধর্ম্মতঃ।। ৯. ১০৬-০৮
        জন্ম হওয়া মাত্রই জ্যেষ্ঠপুত্র দ্বারা মানব পুত্রবিশিষ্ট হয় এবং [পুন্নাম নরক থেকে নিস্তার পেয়ে]     পিতৃঋণমুক্ত হয়। [তাই] জ্যেষ্ঠই পুত্রপদবাচ্য, মধ্যমাদিরা তা নয়, এ কারণে জ্যেষ্ঠ সকল     ধনসম্পদ পাওয়ার যোগ্য। যে জ্যেষ্ঠের উৎপত্তিমাত্র পিতা পিতৃঋণ শোধ করেন এবং যার দ্বারা     পিতা মোক্ষলাভ করেন, সেই জ্যেষ্ঠকে ধর্মজ সন্তান বলা যায়। যেহেতু কনিষ্ঠ পুত্ররা কামহেতু     উৎপন্ন হয়, সেহেতু এদের কামজ সন্তান বলা যায়। অতএব জ্যেষ্ঠ সকল পৈতৃক ধনসম্পদ     পাওয়ার যোগ্য। জ্যেষ্ঠ ভ্রাতা কনিষ্ঠ ভ্রাতাদের সঙ্গে একত্রে অবস্থান করে পিতা যেমন পুত্রদের     প্রতিপালন করেন, তেমনভাবে কনিষ্ঠ ভ্রাতাদের প্রতিপালন করবেন এবং কনিষ্ঠেরা পিতার মতো     জ্যেষ্ঠের অনুগত থাকবেন।১১
    তবে এই শ্লোকত্রয়ের পরবর্তী দুটি শ্লোকে এই ব্যবস্থার সামান্য পরিবর্তন করে মনু জানান:
            জ্যেষ্ঠস্য বিংশ উদ্ধারঃ সর্ব্বদ্রব্যাচ্য যদ্বরম্‌।
            ততো[হ]র্দ্ধং মধ্যমস্য স্যাত্ত রীয়ন্তু যবীয়সঃ।।
            জ্যেষ্ঠশ্চৈব কনিষ্ঠশ্চ সংহরেতাং যথোদিতম্‌।
            যে[হ]ন্যে জ্যেষ্ঠকনিষ্ঠাভ্যাং তেষাং স্যান্মধ্যমং ধনম্‌।। ৯. ১১২-১৩
        যখন সমস্ত ভাই মিলে পৈতৃক সম্পত্তি ভাগ করবেন, তখন সমস্ত সম্পত্তি বিশ ভাগ করে তারএক     ভাগ জ্যেষ্ঠকে দেবেন। মধ্যমকে চল্লিশ ভাগের এক ভাগ এবং সর্বকনিষ্ঠকে আশি     ভাগের এক ভাগ দিয়ে অবশিষ্ট সম্পত্তি সকলে সমানভাবে ভাগ করে নেবেন। অন্য ভাইয়েরা     মধ্যম ভ্রাতার মতোই চল্লিশ ভাগের এক ভাগ পাবেন।১২
    এই বিষয়ে স্মৃতিশাস্ত্রের দুই প্রধান ভাষ্যকার— দায়ভাগ-এর জীমূতবাহন এবং মন্বর্থমুক্তাবলী-র কুল্লুকভট্ট— একই কথা বলেন।
     
     
    টেস্ট রিপোর্ট এই রকম আসল। কিন্তু খুব একটা পছন্দ হল না। গুরুর টেক টিমই শেষ ভরসা। নয়তো লেখাটা বুবুভায় প্রকাশ করতে হবে (যেটা আমার একেবারেই না-পসন্দ)।
     
  • এলেবেলে | 202.142.71.218 | ২৫ মে ২০২৪ ১৪:০৬524794
  • অরিনবাবু, অসংখ্য ধন্যবাদ। টেস্ট করে দেখলাম, চমৎকার কাজ হচ্ছে। তবে আমাকে যেটা করতে হবে সেটা হল, মূল লেখাটাকে গুরুর বাই ডিফল্ট লেফট অ্যালাইনমেন্টে সাজিয়ে নিয়ে পোস্ট করার আগে স্পেসবারে গুঁতোতে হবে। প্রচুর সময় লাগবে কিন্তু হবে।
     
    গুরু যে চরিত্রগতভাবে বামপন্থী, সেটা ফের প্রমাণিত হল!
  • অরিন  | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ২৫ মে ২০২৪ ১৪:০২524793
  • "যদি চারটে স্পেসে কাজ হয় তাহলে অনেক টেক্সট এডিটরে (অবশ্য আমি প্রোগ্রামিং এডিটরে দেখেছি) ট্যাবকে অটোমেটিক্যালি চারটে (বা যে সংখ্যার চাওয়া হবে) স্পেসে কনভার্ট করে দেওয়ার অপশন থাকে।"
     
    ঠিক  |
    মানে একবার চারটে স্পেস দিয়ে শুরু করলে তারপর enter / return প্রেস করলে পরের লাইনটা চারটে স্পেস বাদ দিয়ে শুরু হবে | 
    তারপর কপি পেস্ট করলে ফরম্যাটিং ঠিক থাকবে |
    মানে চারটে স্পেস ট্যাবের প্রক্সি হিসেবে ব্যবহার করা যাতে quote লেখা যায় |
  • অরিত্র | 103.77.139.9 | ২৫ মে ২০২৪ ১৩:৪০524792
  • এমএস ওয়ার্ডে থাকে কিনা জানি না, কিন্তু যদি চারটে স্পেসে কাজ হয় তাহলে অনেক টেক্সট এডিটরে (অবশ্য আমি প্রোগ্রামিং এডিটরে দেখেছি) ট্যাবকে অটোমেটিক্যালি চারটে (বা যে সংখ্যার চাওয়া হবে) স্পেসে কনভার্ট করে দেওয়ার অপশন থাকে। তাহলে আর বারবার খটখট করে স্পেস মারতে হয় না।
  • অরিন  | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ২৫ মে ২০২৪ ১৩:৩০524791
  • @এলেবেলে, 
     
    ট্যাব যদি জরুরী হয় তাহলে আরেকটা কাজ করা যেতে পারে, লেখাগুলো লিখে চারটে  স্পেস দিলে একটি ট্যাব এর সমান বলে বিবেচিত হয়, সেইটা করে দেখতে পারেন, যেমন নীচে লেখা আছে ( চন্দ্রবিন্দুর গানের লিরিক, :-) )

        এইটা তোমার গান 
        তুমি লোডশেডিং  এর চাঁদের আলোর স্বর 
        তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর 
     
    আপনি ওয়ার্ডে করে দেখতে পারেন, আমি ওয়ার্ড ব্যবহার করি না, আপনি চাইলে গুগল ডক্সএ করে দেখতে পারেন, এক ই ব্যাপার | শুধু ট্যাব প্রেস না করে চারটে ইনডেন্ট করবেন বা চারবার স্পেসবার প্রেস করবেন, করে দেখতে পারেন ইচ্ছে হলে | মনে হয় কাজে দেবে |
     
     
     
  • এলেবেলে | 202.142.71.218 | ২৫ মে ২০২৪ ১২:৩৪524790
  • //এলেবেলে,
    স্ক্রিনশটের এই টেক্সটা যেখানে আছে, যেমন যদি মাইক্রোসফ্ট ওয়ার্ড হয়, সেখান থেকে গুরুর এডিটরে কাট-পেস্ট করলে ইন্ডেন্টেশন থাকছে না - তাই কি?//
     
    হ্যাঁ, এর আগে ওয়ার্ডে যেভাবে টাইপ করতাম, এখানে সেটা হুবহু সেভাবেই দেখা যেত। এমনকি ইংরেজি শব্দগুলো টাইমস নিউ রোমানে টাইপ করলে সেই ফন্টেই হত। ফন্ট নাহয় বাদই দিলাম, কিন্তু ট্যাবটা জরুরি।
     
    অমিতাভদা, ইনবক্সে আপনি যে টোটকাটার কথা বলেছেন সেটা লেখার পরে স্পেস দিয়ে এবং স্পেস না দিয়ে এখানে টেস্ট করলাম, কিন্তু তাতে লাভ হল না। 
     
  • অরিন | 2404:4404:1732:e000:659c:ed26:8ed4:b477 | ২৫ মে ২০২৪ ০২:৪২524788
  • আমি এলেবেলের প্রশ্নটা দেখছিলাম। ধরুণ এলেবেলে যদি লাইন ইনডেন্ট অরে \n লিখে লাইনগুলো ভাঙে, তাহলে ওর ইনডেনটেড লাইন দিয়ে লিখতে সুবিধে হবে। 
    তা না হলে rich text editor একটা quotation বা poetry mode থাকলে ভাল হয়।
    গুরু node বেসড হলে মনে হয় এই ধরণের এডিটর ব্যবহার করতে সুবিধে হত, আপনি আরো ভাল বলতে পারবেন। 
  • lcm | ২৫ মে ২০২৪ ০২:৩৪524787
  • অরিন,
    সিকে এডিটর-এর লেটেক্স প্লাগইন আছে বোধহয়, আর তাছাড়া ওদের কিছু ম্যাথ/সায়েন্টিফিক রাইটিং প্যাকেজও আছে, সবই এক্সট্রা প্লাগ-ইন হিসেবে, দেখতে হবে। আসলে এখন এডিটরটা বাংলা সফটওয়্যারের সঙ্গে ব্যবহারের জন্য ইন্ট্রিগ্রেট করা আছে। সৈকত এটা বলতে পারবে।
  • অরিন | 2404:4404:1732:e000:659c:ed26:8ed4:b477 | ২৫ মে ২০২৪ ০২:২৬524786
  • এলসিএম, গুরুর এডিটরে katex ব্যবহার করা যায়? $\alpha$ 
  • lcm | ২৫ মে ২০২৪ ০২:২৩524785
  • এন্ডর,  
    হে হে, কাত-পেস্ট টা ইন্টারেস্টিং হয়েছে, পেস্ট ইন ইটালিক্স

    এলেবেলে,
    স্ক্রিনশটের এই টেক্সটা যেখানে আছে, যেমন যদি মাইক্রোসফ্ট ওয়ার্ড হয়, সেখান থেকে গুরুর এডিটরে কাট-পেস্ট করলে ইন্ডেন্টেশন থাকছে না - তাই কি? 
  • অরিন | 2404:4404:1732:e000:659c:ed26:8ed4:b477 | ২৫ মে ২০২৪ ০২:০৩524784
  • যদুবাবু, "প্রেডিকটিভ পুলিশিং বন্ধ হওয়া একটা খুব ভালো পদক্ষেপ। আ"
    ২০১৯ এর ১৫ ই মার্চ ক্রাইস্টচার্চের একটি মসজিদে জনৈক উগ্রপন্থী বন্দুকবাজের গুলিতে বহু মানুষ মারা যান। তার পর ক্রাইম প্রেডিকশন নিয়ে বেশ আলোচনা চলছিল। এখন ব্যাপারগুলো নানা প্রেক্ষিতে গোলমেলে, যেটা নিয়ে আপনার লেখাটায় লিখেছেন। ইতিমধ্যে বেশ কয়েক বছর পেরিয়েছে। আবার নতুন করে ভাবনাচিন্তার সময় হয়েছে। সেদিক থেকে ইউর আইন সদর্থক বলতে হবে। 
  • এলেবেলে | ২৫ মে ২০২৪ ০০:৫১524782
  • ছিল। এটা ৫ ডিসেম্বর, ২০২০-র লেখা।
     
     
    এই সুবিধাটুকু দিলেই হবে।
  • &/ | 107.77.236.229 | ২৫ মে ২০২৪ ০০:৩৯524781
  • কাত করে পেস্ট ? :)
  • lcm | ২৫ মে ২০২৪ ০০:৩০524780
  • অন্য এডিটরে ট্যাব দিয়ে লিখে একটা কবিতা কাত-পেস্ট করলাম প্রিয় কবিতার টইতে, ট্যাব কাজ করল, কিন্তু গুরুর এডিটরে ট্যাব এর অপশন নেই (ডিসেবল করা আছে)।
  • lcm | ২৪ মে ২০২৪ ২৩:৫৫524779
  • এলেবেলে,
    উদাহরণ দিয়ে বোঝানোর জন্য থ্যাংকু। বুঝলাম, ট্যাব ইস্যু। কিন্তু ট্যাব কি কোনোদিন গুরুর এডিটরে অন ছিল। অন্য কোথাও ট্যাব দিয়ে লিখে, সেই লেখা কাট পেস্ট করলে ট্যাব থাকত। যাই হোক, ট্যাব দেখতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত