এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এটা কেউ শুনলেন? | 2401:4900:3dc7:1200:24d7:fbff:fee9:52ec | ০১ জুন ২০২৪ ২৩:৩৯525229
  • dc | 2402:e280:2141:1e8:a98b:b8d6:6575:34c2 | ০১ জুন ২০২৪ ২৩:৩২525228
  • খারাপ ভালো নানান স্মৃতি তো আমারও আছে নানান জায়গার। কলকাতার তো আছেই, সেখানে অনেক বছর কাটিয়েছি। তারপর মুম্বাইতে কয়েকমাস থেকেছিলাম, সেখানকার বর্ষার কথা মনে পড়ে, সুরাটে কারখানার স্মৃতি, তারপর ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মাঝখানে কয়েক বছর টেক্সাসে, আবার বেশ কয়েকবছর চেন্নাইতে। তবে স্মৃতি আছে বলে সেখানে ফিরে গিয়ে সেটল করতে ইচ্ছে করে না, বা সে জায়গাটা "আমার দেশ" বলে মনে হয়না। এই আর কি। 
  • r2h | 208.127.71.8 | ০১ জুন ২০২৪ ২২:২৮525227
  • অরণ্যদার ০০ঃ৫৩ আর সেই বিষয়ে প্রশ্ন নিয়ে মনে হল... অন্য দেশে থাকার বিষয়ে কী মনে হয়... আমি অবশ্য নন ইমিগ্র‌্যান্ট, নিতান্তই আছি, তো এইটা অনেকটা নেসেসারি ইভিল, টাকা পয়সার মত। চমৎকার জায়গা, অনেক সুযোগ সুবিধা, তবে কোন মন হুহু করার ব্যাপার নেই। যারা অভিবাসী, নাগরিক, তাদের কথা আলাদা হবে নিশ্চয়। বা যারা একেবারে ছোট থেকে এখানেই বড় হয়েছে, তাদেরও।

    আবার অরণ্যদার ভারত বাংলাদেশ দুটিকেই নিজের দেশ ভাবা নিয়ে - এইটাও আমি বুঝি না।
    বর্তমান বাংলাদেশের চৌহদ্দিতে পূর্বপুরুষ ছিলেন, কিন্তু সেই রাষ্ট্র আলাদা ছিল, ডেমোগ্রাফি আলাদা ছিল, তো দূরের কথা, সেকেন্ড হ্যান্ড স্মৃতিও নেই, ভূপ্রকৃতির বর্ণনা গল্প শোনা, পোর্তো প্লাতার সন্নিকটে ডুবে থাকা জাহাজ বা যুদ্ধে আহত সৈনিকের রাইন নদীর তীরে ছায়া ঘেরা গ্রামের স্মৃতির মতই সেসব মনকেমনিয়া হলেও সুদূর, তার ওপর সেসব পাল্টেও গেছে আগাপাস্তলা। ভাষাটা এক, তবে ডায়ালেক্ট আলাদা, খাদ্যাভ্যাসেও অমিল ভালোই, যাঁরা পবতে বড় হয়েছেন তাঁদের সঙ্গে, পবর লোকেদের পূর্ববঙ্গ নিয়ে নানান ভুল ধারনাও আছে, যেমন পূর্ববঙ্গের লোক মাত্রেই শুঁটকি খান আর ঝাল খান - এ অনেকটা মাদ্রাজিদের প্রধান খাদ্য ইডলি দোসা ভাবার মতই। সংস্কৃতিও যে এক্কেবারে একরকম তা কোনভাবেই না।
    প্রতিবেশির প্রতি প্রতিবেশিসুলভ সহমর্মিতা ইত্যাদি থাকাটা মানবিকতার লক্ষন, তবে সেকেন্ড বা থার্ড হ্যান্ড নষ্টলজি - এইটা আমি বুঝি না।

    অবশ্য আবেগ জিনিসটা ঐরকমই, একজনের আবেগ অন্যে বোঝে না।

    ডিসির বক্তব্যটা অনেকটা আমারও, তবে আমার দেশের ও কলকাতার প্রতি মোটামুটি একটা আকুলিবিকুলি আছে, সেও হয়তো অহৈতুকিই, কলকাতায় জীবনের কিছু গুরুত্বপূর্ণ সময় থেকেছি, নানান স্মৃতি আছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ জুন ২০২৪ ২২:০৬525226
  • Tv9 এর সমীক্ষায় দেখাচ্ছে tmc - 24, bjp - 17, cong -1 
     
    তো নানা এক্সিট পোলে নানা কথা হচ্ছে, এখনই এত টেনশন করছেনই বা কেন।
  • r2h | 208.127.71.8 | ০১ জুন ২০২৪ ২২:০৫525225
  • ধূর্জটি আর মার্তণ্ড দুটোই কার্যকর - যথাক্রমে নিবারণচন্দ্র আর নিতাইবাবুর জন্য!
  • এক্সিট পোল | 115.187.40.126 | ০১ জুন ২০২৪ ২১:২১525224
  • বাংলায় বিজেপি ২৩ থেকে ২৭ টা পাবে বলছে!!! এরকম হলে কী হবে!!! এর সমাধান কী? এরকম হলই বা কী করে? কাইন্ডলি মতামত দেবেন? খুব টেনশন হচ্ছে
  • guru | 146.196.45.204 | ০১ জুন ২০২৪ ২১:২০525223
  • অরণ্য , &/, এলেবেলে, r2h আপনারা খুব ভ্যালিড পয়েন্টস তুলে ধরেছেন দেশভাগের উপরে।

    ১। তবে দেখুন একটা জিনিস আমাদের বুঝতে হবে। আমরা সবাই ঘটনার ৭৭ বছর পরে কথা বলছি পুরোপুরি একটা সংখ্যাগুরুর পার্সপেক্টিভ থেকে। সত্যি ভারত পাকিস্তান বাংলাদেশ এক হয়ে একটি সেক্যুলার ডেমোক্রেটিক মুক্ত চিন্তার গণতন্ত্র হতো এটি একটা আইডিয়াল ধারণা। তত্ত্বগত ভাবে আমার এটাতে কোনো আপত্তি নেই। জিন্না সাহেব নিজেও কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টাটাই করেছিলেন এলেবেলে যেটার কথা বলেছেন।কিন্তু উপমহাদেশের সেই সময়টার রিয়ালিটি অন্য ছিল।

    আমি পুরো ব্যাপারটাই রিয়ালিস্ট হিসেবে দেখতে চাইছি। আমার মনে হয়জিন্না সাহেবের কাছে ব্যাপারটা হয়তো এরকম মনে হয়নি সেই সময়ের উপমহাদেশে দাঁড়িয়ে যেটা ৭৭ বছর পরে আমাদের মনে হচ্ছে। এখানে ওনার সাইকোলোজিটা বুঝতে হবে আমাদের। সত্যি কথা বলতেকি জিন্না নিজের রাজনৈতিক ক্যরিয়ার শুরুই করেছিলেন একদম টেক্সটবুক সেক্যুলার সফল আইনজীবী হিসাবে এমন একটা সময়ে যেখানে ধর্মের থেকেও কিন্তু ওনার সফল পেশাদার পরিচয়টাই বড়ো ছিল। উনি বহুদিন কংগ্রেস করেছেন এবং তিলক বা ভগৎ সিংদের মতো রাজদ্রোহীদের কোর্টে বা আইনসভাতে ডিফেন্ড করেছেন বেশ বলিষ্ঠভাবে। জীবনের এই সময়টাতে উনি কিন্তু নিজেকে মুসলমান নয় কিভাবে একজন ভারতীয় হিসাবে সাংবিধানিক উপায়তে দেশের ভালো হতে পারে এই ভাবেই দেখতেন। ওনাকে সেই সময়কার হিসাবে একদম টেক্সটবুক "সরকারি মুসলমান" বলা যেতে পারে পরবর্তীকালের কালাম , শাহরুখ এ আর রেহমানপতৌদিআমির খানের মতো যার মূল পরিচয় তার কাজের জন্য ধর্মের জন্য নয়।

    কিন্তু উপমহাদেশের পুরো রাজনীতিটাই পাল্টে যায় গান্ধীর ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে প্রবেশের পরে এবং ওনার খেলাফত আন্দোলনকে সমর্থনের সময়ে থেকে। গান্ধী রাজনীতির প্রভাবে কংগ্রেসের রাজনীতিই বদলে যায়। দুটো ব্যাপার সেইসময়ে উপমহাদেশের রাজনীতিতে ঢোকে। এক ধর্ম ও দুই আবেগ। এভাবেই তখন কংগ্রেসের রাজনীতিতে জিন্নার মতন সুটেড বুটেড টেকনোক্র্যাটিক মানুষ (অনেকটা পরবর্তীকালের মনমোহন সিংয়ের মতো ) প্রান্তিক হয়ে যান।

    তার পরেও জিন্না সাহেব কিন্তু মূলতঃ একটাব্যাপার চাইছিলেন। ব্রিটিশ চলে যাবার পরে যে সরকারটি আসবে সেটি যেন এতো শক্তিশালী না হয় যাতেসংখ্যালঘুদেরজন্যে কোনো কিছুই পড়ে না থাকে বা ছোট খাটো প্রদেশগুলোর উন্নয়ন নির্ভর নাকরে কেন্দ্রের দয়াদাক্ষিণ্যের উপরে। উনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন সাংবিধানিক রক্ষাকবচের জন্য যাতে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্কে একটা ভারসাম্য থাকে। বর্তমানে ৩৭০ পরবর্তী "অখণ্ডভারত" তার আশংকাকে সত্যি প্রমান করেছে। হয়তো গুজরাট কাশ্মীর বা উত্তরপ্রদেশেরশিক্ষিত চিন্তাশীলমুসলমানরাও এখন বুঝতে পারছেন যে উপমহাদেশে হয়তো জিন্না সাহেবের চিন্তাই সঠিক ছিল। পাকিস্তান সেই কেন্দ্র রাজ্য অধিকার বা সংখ্যালঘুসমস্যার একেবারে আইডিয়াল সমাধান নয় এতে কোনোই সন্দেহ নেই কিন্তু বর্তমান ভারতে হয়তো এটিই ছিল রিয়ালিস্ট সমাধান।
  • dc | 2402:e280:2141:1e8:617f:5aa5:e1f2:efa6 | ০১ জুন ২০২৪ ২১:০৩525222
  • হ্যাঁ, ওটা ইন্ডিয়া জোটের বক্তব্য। দেখা যাক ৪ তারিখ কি হয়। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ জুন ২০২৪ ২০:৪০525221
  • আমারই ভুল হয়েছে, আপনি তো লিখেইছেন ইন্ডিয়া জোট 295 পাওয়ার আশা করেছে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ জুন ২০২৪ ২০:৩৬525220
  • 295 এর দাবিটা মল্লিকার্জুন খাড়্গে ঘোষণা করেছেন india জোটের বাকিদের নিয়ে। ওটা এক্সিট পোল নয়।
  • অরিত্র | 103.77.139.127 | ০১ জুন ২০২৪ ১৯:২৮525219
  • আমাদের বাড়িতে বিজেপির ম্যানিফেস্টো বা ভোটার স্লিপও আসেনি। শুধু সিপিএম আর তৃণমূলের দিয়ে গেছিল।
  • অরিত্র | 103.77.139.127 | ০১ জুন ২০২৪ ১৯:২৪525218
  • আমাদের কলকাতা দক্ষিণ তো বটেই, কলকাতা উত্তর, যাদবপুর ও ডায়মন্ড হারবার পুরোটাই তৃণমূলকে ছেড়েছে বিজেপি। ডায়মন্ড হারবারে শুনলাম মাস স্কেলে ছাপ্পা হয়েছে। আমাদের কলকাতা দক্ষিণে বিজেপির কোনো প্রচারই দেখলাম না, আমাদের এরিয়াতে রাস্তায় বিজেপির একটা ফ্ল্যাগও বা পোস্টারও ছিল না। অথচ এইসব এলাকা অবাঙালি পপুলেশন আছে বলে বিজেপির প্রকৃত সমর্থক ভিত্তি আছে। এই চারটের একটাতেও বিজেপি জেতার কাছাকাছিও গেলে খুবই অবাক হব। উত্তর কলকাতা ছাড়া অন্যগুলোতে বিজেপি সম্ভবত তৃতীয় হওয়া ঠিক করেছে। দেখা যাক।
  • b | 117.194.249.132 | ০১ জুন ২০২৪ ১৯:১৬525217
  • ইন্ডিয়ান এক্স্প্রেসে লিখেছে ঃ
    গতবার ১৩ খানা এক্সিট পোলের গড় নিয়ে প্রেডিকশন ছিলো এন ডি এ  ৩০৭  আর ইউ পি এ ১২০ না কতো . গতোবার এন ডি এ পেয়েছিলো  ৩৫৩ আর ইউ পি এ ৯৪। 
  • dc | 2402:e280:2141:1e8:617f:5aa5:e1f2:efa6 | ০১ জুন ২০২৪ ১৯:১০525216
  • তবে কিনা এই এক্সিট পোলগুলোর কোন ভ্যালু নেই, প্রতিবার বেশ খানিকটা করে ভুল প্রেডিকশান করে। 
  • dc | 2402:e280:2141:1e8:617f:5aa5:e1f2:efa6 | ০১ জুন ২০২৪ ১৯:০৬525215
  • হ্যাঁ, এন্ডিটিভিতে বলছে ৩৫০ পার। আর মোটাভাইএর নিউজ টুডেতে এখনো সব সিটের প্রেডিকশান দেখাচ্ছে না। 
  • b | 117.194.249.132 | ০১ জুন ২০২৪ ১৯:০২525214
  • এই যে দেখলুম এন ডি এ  ৩৫০ না কতো ?
  • dc | 2402:e280:2141:1e8:617f:5aa5:e1f2:efa6 | ০১ জুন ২০২৪ ১৮:৩২525213
  • ওয়্যারে লিখছে ইন্ডিয়া জোট ২৯৫ পাওয়ার আশা করছে। এরকম হলে কি ভালোই না হয়! 
     
  • কে কি দ্যাখে | 2405:8100:8000:5ca1::5d:c820 | ০১ জুন ২০২৪ ১২:৩১525212
  •  
    • &/ | 151.141.85.8 | ০১ জুন ২০২৪ ০৪:০২525193
    • আয়নার সামনে দাঁড়ায় যখন, তখন কী দ্যাখে এরা? ওই কদর্য ভিতরটা ?
    আপনি যা দেখেন 
  • dc | 2402:e280:2141:1e8:617f:5aa5:e1f2:efa6 | ০১ জুন ২০২৪ ১১:৫৭525211
  • আচ্ছা :-)
  • dc | 2402:e280:2141:1e8:617f:5aa5:e1f2:efa6 | ০১ জুন ২০২৪ ১১:৫৬525210
  • তাছাড়া কোন জায়গার প্রতি আমার সেরকম নস্টালজিয়াও নেই। আমি বড়ো হয়েছি কলকাতায়, কয়েকবছর চাকরি করেছি সুরাটে, কয়েক বছর থেকেছি হায়দ্রাবাদে। এসব জায়গায় কতো বছর যাইনি, দুয়েক সময়ে কয়েকটা ভালো স্মৃতি মনে আসে, কিন্তু ফিরে যাবার ইচ্ছে হয় না। এখন যেখানে আছি বেশ ভালো আছি, আবার ক বছর পর যদি অন্য কোথাও সেটল করি তো সেখানেই ভালো থাকবো, এখানে আর ফিরে আসবো না। 
  • :|: | 174.251.161.87 | ০১ জুন ২০২৪ ১১:৫৪525209
  • না আপনাকে করিনি। আপনি তো ওই পোস্টের লেখক না। লেখককে করেছি -- যিনি দুটি দেশের নাম করেছেন। 
  • hajabaral | 144.48.37.141 | ০১ জুন ২০২৪ ১১:৫৩525208
  • জোশিতা আবার হীরেনবাবুর টইতে হারামিগিরি সুরু করেচে! একে ভালমতন বাটাম দেওয়া দরকার।
    • যোষিতা | ০১ জুন ২০২৪ ০৩:৪২532554
    • এটা পিনড পোস্ট হয়ে আছে।
  • dc | 2402:e280:2141:1e8:617f:5aa5:e1f2:efa6 | ০১ জুন ২০২৪ ১১:৫০525207
  • "আর যে দেশ আপনাকে ঘরবসত দিয়েছে এবং জানে আপনার সন্তানের গড়ে ওঠার প্রথম সব কিছু, সেই দেশ?"      
     
    এটা কি আমাকে বললেন? না, আমার কোন দেশের প্রতিই ওরকম আলাদা কোন ফিলিং নেই। তাছাড়া "দেশ আপনাকে ঘরবসত দিয়েছে" কথাটার মানে ঠিক কি? "দেশ" কোন ব্যক্তি না, কাজেই আমাকে ঘরবসত দিয়েছে একটা জায়গার অ্যাডমিনিস্ট্রেশান বা রেভিনিউ সিস্টেমে যারা কাজ করে তারা, সে যে দেশই হোক না কেন। আর তারা আমাকে বিনে পয়সায় দেয়নি, আমি টাকার বিনিময়ে কিনেছি। সেই টাকা সেই জায়গা বা দেশের ইকোনমিক গ্রোথে কাজে লেগেছে। আমার সন্তানের গড়ে ওঠার ব্যপারেও তাই, আমি তাকে ইস্কুলে ভর্তি করেছি, সে বাড়িতে আর অন্যদের কাছে একটা বা একাধিক ভাষা শিখেছে ইত্যাদি। সে যে কালচারাল এনভায়রনমেন্টে বড়ো হয়েছে সেটাও আলাদা কিছু না, আমি অন্য কোন জায়গায় থাকলে আমার সন্তান সেই জায়গার কালচারাল এনভায়রনমেন্টে বড়ো হতো। হনুলুলু থেকে হন্ডুরাস বা ঘাটশিলা থেকে ফিলাডেলফিয়া, সব জায়গার নিজের নিজের কালচার আছে, যে যেখানে বড়ো হয় সে সেখানকার কালচারে জারিত হয়। কাজেই কোন দেশই স্পেশাল না, কোন জায়গাই নিজের না। সব দেশই আমার দেশ। 
  • :|: | 174.251.161.87 | ০১ জুন ২০২৪ ১১:৪৫525206
  • আজকের কাগজে সব চেয়ে মন ভালো করা খবর মেঘ দূত  এসে গেছে। পুব সাগরের পার হতে ...
  • :|: | 174.251.161.87 | ০১ জুন ২০২৪ ১১:৪২525205
  • উইকেন্ড এলে মন্টা উদাস হয়ে যায়। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েন! 
    সোমবার হলো স্বপ্ননীল। কাজ শেষে জনতা আপিসে ফিরে আসেন। সামান্য জিরিয়ে নিয়েই নতুন আড্ডা শুরু হয় -- সোমের সেকেন্ড হাপ থেকে শুক্কুরে গিয়ে তুঙ্গে পৌঁছায়। আহা! 
  • :|: | 174.251.161.87 | ০১ জুন ২০২৪ ১১:২৮525204
  • ০১ জুন ২০২৪ ০০:৫৩-কে প্রশ্ন -- আর যে দেশ আপনাকে ঘরবসত দিয়েছে এবং জানে আপনার সন্তানের গড়ে ওঠার প্রথম সব কিছু, সেই দেশ?   
  • যোষিতা | ০১ জুন ২০২৪ ১১:১৯525203
  • ভুয়ো ভোটার ধরতে ছুটছে প্রার্থী।
     
    ক্কী  ক্কেলো মাইরি!
     
    এবিপি আনন্দে আবার শেক্সপিয়ারকে এনেছে।
  • যোষিতা | ০১ জুন ২০২৪ ১১:১৫525202
  • এবিপি আনন্দে দেখাচ্ছে গুছিয়ে ছাপ্পা চলছে। পুলিশ এবং সেন্ট্রালফোর্স ভোঁ ভা। ভায়োলেন্স চলছে জমিয়ে।
  • b | 14.139.196.230 | ০১ জুন ২০২৪ ১১:০০525201
  • আজ থেকে বুথ ফেরত সমীক্ষা না ? 
  • সুদীপ্ত | ০১ জুন ২০২৪ ১০:১৫525200
  • আহ, মার্তন্ড বটে, ঠিক। ওসব আচ্ছে দিনের মন্ত্র কিনা, গুলিয়ে যায়! :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত