এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শুভদীপ | 2409:4060:283:4e37:f77b:a27c:a900:77e7 | ০৮ জুন ২০২৪ ১৩:৪৭525859
  • গুরুচণ্ডালি কিভাবে ব্যবহার করে কেউ সাহায্য করতে পারেন? আলোচনার উৎসই খুঁজে পাওয়া যায় না।
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:23af | ০৮ জুন ২০২৪ ১২:৫৫525858
  • dd for Windows ট্রাই করে দেখবেন নাকি?
     
    আমি উইণ্ডোজ ব্যবহার করিনা, তবে এইটা চোখে পড়ল, আপনি নিশ্চয়ই জানেন, তাও দিয়ে রাখলাম,
  • dc | 2402:e280:2141:1e8:39c2:dc23:2db8:d3d7 | ০৮ জুন ২০২৪ ১২:১৫525857
  • রিকভার না করতে পারলেও ক্ষতি নেই, তবে কাল থেকে লড়ে যাচ্ছি, তাই একটা জেদ চেপে গেছে। 
     
    কিকঅ্যাসআনডিলিট এ ড্রাইভ লেটারটা দেখাচ্ছে (যেটা ডিস্কপার্ট দিয়ে অ্যাসাইন করেছি) কিন্তু গ্রে হয়ে আছে, সিলেক্ট করা যাচ্ছে না। 
  • dc | 2402:e280:2141:1e8:39c2:dc23:2db8:d3d7 | ০৮ জুন ২০২৪ ১২:১০525856
  • মিডিয়ায় ফিজিক্যাল ড্যামেজ হয়নি মনে হয়, মাউন্টও হচ্ছে, কোনমতে একটা এমবিআর লিখে ফেলতে পারলেই হয়। 
  • dc | 2402:e280:2141:1e8:39c2:dc23:2db8:d3d7 | ০৮ জুন ২০২৪ ১২:০৯525855
  • আপাতত স্রেফ ইউএসবি ড্রাইভটা রিকভার করার চেষ্টা করছি :-) আসলে অন্য একটা কম্পুতে ওএস ইনস্টল করার ছিল, এই ড্রাইভটা দিয়ে ইনস্টল করবো ভেবেছিলাম। মাঝপথে প্রসেসটা ক্র‌্যাশ করে ড্রাইভটা আনরেকগনাইজেবল হয়ে গেল। অন্য একটা পেন ড্রাইভ দিয়ে ওএস ইনস্টল হয়ে গেছে, এখন চেষ্টা করছি যদি ড্রাইভটা আবার ব্যবহার করা যায়। 
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:23af | ০৮ জুন ২০২৪ ১২:০১525854
  • আপনি কি করবার চেষ্টা করছেন, যদি জিজ্ঞাসা করতে পারি? বুটেবল ড্রাইভ? ইনস্টলার?
  • dc | 2402:e280:2141:1e8:39c2:dc23:2db8:d3d7 | ০৮ জুন ২০২৪ ১১:৫৯525853
  • অরিন্দমবাবু টুলগুলোর জন্য ধন্যবার, ট্রাই করবো। আসলে সার্চ করলেই একগাদা টুল দেখাচ্ছে, সেগুলো সবই ম্যালওয়্যার টাইপের মনে হচ্ছিল। লিনাক্স থেকেও হচ্ছে না। 
  • b | 14.139.196.230 | ০৮ জুন ২০২৪ ১১:৫৬525852
  • কুলিশ কঠোর বিজেপি রাজ্যে হরিয়ানাতেও  তো দেকচি ইমাম ভাতা দিচ্ছে। খট্টার কে  রীতিমতো সম্বর্ধনা দেওয়া হচ্চে ।  মমতা ব্যানার্জী একা গাল খান কেনে ? 
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:23af | ০৮ জুন ২০২৪ ১১:৫৩525851
  • তা না হলে Windows Linux Subsystem থেকে sudo dd দিয়ে ডিস্কটাকে ফরম্যাট করে দেখতে পারেন।
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:23af | ০৮ জুন ২০২৪ ১১:৪৭525849
  • এটা দেখুন,
    যদি কাজে লাগে।
  • dc | 2402:e280:2141:1e8:39c2:dc23:2db8:d3d7 | ০৮ জুন ২০২৪ ১১:৩৩525848
  • আচ্ছা কেউ কি কোন ওপেন সোর্স পেন ড্রাইভ রিকভারি টুলের সন্ধান দিতে পারবেন?  আমার একটা ১৬ জিবি পেন ড্রাইভ আছে, সেটা দিয়ে বুটেবল ড্রাইভ বানাচ্ছিলাম। বানানোর আগে এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করে এনটিএফএস এ ফর্ম্যাট করে নিয়েছিলাম। তারপর রুফাস দিয়ে ইমেজ রাইট করার সময়ে সেটা ক্র‌্যাশ করে গেছিল। প্রথমে ড্রাইভটা রিকগনাইজ করছিল না, তারপর ডিস্কপার্ট ইউস করে ক্লিন করে ড্রাইভ লেটার অ্যাসাইন করার পর এখন রিকগনাইজ করছে। ডিস্কপার্টে প্রাইমারি পার্টিশান বানানো যাচ্ছে, কিন্তু ফর্ম্যাট করা যাচ্ছে না। কোন রিকভারি টুল যদি ফর্ম্যাট করতে পারে বা এমবিআর ফিক্স করে দিতে পারে তো উপকার হয়। 
  • | ০৮ জুন ২০২৪ ১০:৪১525847
  • পাই, স্টোয়িক থাকতেন অনেক আগে। কিন্তু উনি বোধহয় আর আসেন না। 
  • | ০৮ জুন ২০২৪ ১০:৩৩525846
  • আজ্ঞে  না সৃষ্টিখেউড়া ইমাম ভাতা পুরোহিতভাতা ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর টাকা এগুলো ধর্মের খাতে তোষণ। সোশ্যাল ওয়েলফেয়ার নয়।  কোন সেকুলার রাষ্ট্রে থাকার কথা নয়। 
     
    কিন্তু লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সবুজ সাথী বা আরো যেসব শ্রী প্রকল্প আছে সেগুলো  সোশ্যাল ওয়েলফেয়ার। সেগুলোকে ভিক্ষা বলা চরম মানসিক দৈন্যের পরিচয়। সোশ্যাল ওয়েলফেয়ারের  জন্য রাষ্ট্রের কাছে ফর্ম ফিলাপ বা নথিভুক্তিকরণ করাতে হয়।  
     
    সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে ধর্মীয় তোষণকে মিলিয়ে ফেলাটা শয়তানি। সে মমব্যান করলেও শয়তানি সৃষ্টিখেউড়া  করলেও শয়তানি। 
     
    রইল বাকী অশ্রাব্য গালাগাল। হা হা হা হা লোকজনকে একধারসে অমুক তুসুক বলে দাগানো  অনবরত টইয়ে টইয়ে গালিগালাজ করে যাওয়া নিকটাকে খেউড়া বলা নাকি অশ্রাব্য!! আহারে আয়রনি গিয়ে কচুগাছে গলায় দড়ি দেবে। 
  • ্কৌতুহলী | 103.249.39.163 | ০৮ জুন ২০২৪ ১০:২৩525845
  • @গুরু
    কেন্দ্রে যদ্দিন বিজেপি আর এস এস থাকবে, তদ্দিন চাকরি বাকদি কিচ্ছু হবে না। বিজেপি যদ্দিন একটা, মাত্র একটা রাজ্যে এমনকি বিরোধী দলেও থাকবে, তদ্দিন চাকরি বাকরির আশা করাও পাপ। কারণ, চাকরি বা কর্ম সংস্থানের ইস্যু যাতে কেউ না তোলে, তাই বিজেপি সবসময় মেজরিটিকে মাইনরিটির বিরুদ্ধে, উচ্চবর্ণকে নিম্ন বর্ণের বিরুদ্ধে ক্ষেপীয়ে রাখবে।
    যদি কোনদিন এরকম আসে (আমরা বেঁচে থাকতে আসবে না জানি, সুদূর ভবিষ্যতে), বিজেপি আর এস এস এর অস্তিত্ব নেই, বিজেপি কোন বিরোধী দলেও নেই (১৯৮০ র আগের ভারত ভাবুন), তখন ভারতে সমস্ত রাজ্যে সরকারি চাকরিও হবে, ইন্দাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এর মাধ্যমে বেসরকারি চাকরিও হবে, আবার ওয়েলফেয়ার বিভিন্ন ভাতারও দরকার পড়বে। তিনটেই দরকার।
    কাজেই সমস্যাটা রাজনৈতিক
  • dc | 2402:e280:2141:1e8:39c2:dc23:2db8:d3d7 | ০৮ জুন ২০২৪ ১০:১৩525844
  • চেন্নাইতে প্যারিস কর্নার আছে। 
     
  • Anirban M | ০৮ জুন ২০২৪ ১০:০৭525843
  • আমাকে অনেকে গুরুর ব্লগে ছবি দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। আমি সেই মত imgur এ গিয়ে ছবির লিঙ্ক তৈরি করেছিলাম। সবাইকে ধন্যবাদ। কিন্তু আরেকটু খুঁজে আমি সরাসরি ড্রপবক্স এর লিঙ্ক ব্যবহার করে এমবেড করার উপায় পেলাম। এতে অন্য ওয়েবসাইটে গিয়ে ছবি আপলোড করার দরকার নেই। সরাসরি ড্রপবক্স এর লিঙ্ক থেকেই করা যাবে। ড্রপবক্স ব্যবহারকারীদের দের কাছে এটা বেশি সুবিধে জনক। দেখতে পারেন
  • π | ০৮ জুন ২০২৪ ০৯:৪৮525842
  • গুরুর কেউ প্যারিসে থাকেন? কিছু জানার ছিল 
  • guru | 103.175.169.190 | ০৮ জুন ২০২৪ ০৯:৩৬525840
  • বর্তমানের যে industrialization হচ্ছে ভারতে, (অবশ্যই ভারতের সর্বত্র নয় ভারতের দক্ষিণ ও পশ্চিমের কয়েকটি রাজ্যে বাদবাকি জায়গাতে ইন্ডাস্ট্রির গড়ে ওঠার প্রশ্নই নেই) এর ফলে আগের মতো লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি হয়ে প্রচুর কর্মসংস্থান হয়ে ওঠা সম্ভব নয় যেহেতু আগের তুলনাতে টেকনোলোজি অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। বর্তমান টেকনলজিতে প্রচুর উৎপাদন হয়তো বাড়বে কিন্তু কর্মসংস্থান আগের থেকেও কম হবে অনেকটাই। ভারতের দক্ষিণ ও পশ্চিমের কয়েকটি রাজ্যে স্থানীয় ভূমিপুত্রদের কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটি অতিরিক্ত সমস্যা যেহেতু এখানকার সব কর্মসংস্থান যেটুকু হচ্ছে তার অনেকটাই বহিরাগত কাউবেল্টের অভিবাসী শ্রমিকেরা নিয়ে যাচ্ছেন। কেন্দ্রও এই ব্যাপারটি নিয়ে কিছু বলতে চায়না যেহেতু কাউবেল্টের ভোটে ঠিক হয় দিল্লির গদীতে কে বসবে ! আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে আমরা গত কয়েকটি বছরে যে ভীষণ আন্দোলন দেখেছি মহারাষ্ট্রে মারাঠি জব কোটার জন্য তার মূল কারণ এইগুলোই ছিল যেগুলি আগে আমি বলেছি। অর্থাৎ এসব ক্ষেত্রে ভারতের কাউবেল্টের বাইরের রাজ্যগুলোর জন্যে "মনিটারি ট্রান্সফার" ছাড়া (লক্ষীর ভান্ডার ইত্যাদি) আর কোনো উপায় নেই। গুরুর পাঠকেরা, আপনারা এই নিয়ে কি বলেন ??
  • সৃষ্টিছাড়া | 117.209.117.69 | ০৮ জুন ২০২৪ ০৯:৩৩525839
  • গুরুরা একটু বলবেন এই সাংবিধানিক পরিকাঠামো তে *ইমাম ভাতা* *পুরোহিত ভাতা* কি মহান social benifit scheme! 
    আমার পিতামাতার পারিবারিক পুরোহিত মাসে ৪৬ হাজার টাকা পেনশন পান, কাশীপুর Gun & Shell এর কর্মী ছিলেন, পুত্র টি সরকারী হাই স্কুলের শিক্ষক, জজমানি করে, প্রাইভেট টিউশন করে মাসে লাখ খানেক উপার্জন করে, কর ফাঁকি দিয়ে।
    রিষড়া শহরের আটটি মসজিদের সব ইমাম, মোয়াজ্জেম দের আত্মীয়রা পৌরসভা, পঞ্চায়েত, মাদ্রাসা কর্মী। 
    এর নাম Welfare, টই তে কয়েকজন অশ্রাব্য গালি দিয়ে, পৌরসভার কাছে আবেদনপত্র দিয়ে welfare নিতে পরামর্শ দিয়েছেন।
    Am I a consumer to the country?
  • অরিন | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ০৮ জুন ২০২৪ ০৯:২৮525838
  • "আমার আর আমার এক কোলিগের সুন্দরবন অঞ্চলে এ বিষয়ে কিছু কাজ করার ইচ্ছে আছে। কী দেখতে চাই তাও জানি। মূলত ক্লাইমেট রিফিউজি/মাইগ্রেশন - সয়েল স্যালিনিটি - তার সাথে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের এফেক্ট ইত্যাদি"
     
    খুব দরকারী কাজ হবে ! ও ব্যাপারটা শুধু সুন্দরবনের তো নয় , অন্যান্য  কোস্টাল জায়্গায় একে জানার প্রয়োজন রয়েছে |
  • সুদীপ্ত | ০৮ জুন ২০২৪ ০৯:১২525837
  • খেলা দেখেছি অরণ্যদা, ভারত মোটেই ভালো খেলেনি।  সুনীলের অবসরের আবেগে মরণ-বাঁচন ম্যাচের প্রকৃত গুরুত্বটাই হারিয়ে গিয়েছিল। সুনীলের অবদান এসব মাথায় রেখেই বলছি, অমুক ম্যাচ খেলে অবসর নেব, এ-জিনিস বন্ধ হওয়া দরকার। আর শেষ দু-বছর সুনীল ফর্মেও ছিলেন না, দলে আর স্ট্রাইকার না থাকায় খেলে যেতে হয়েছে। দোহায় লাস্ট চান্স, খুব একটা আশা করছি না। স্টিমাচ-কে এবার বিদায় দিক। 
  • যদুবাবু | ০৮ জুন ২০২৪ ০৮:৪৮525836
  • না না ঢাক পেটাতেই তো বলছিলাম। পেপারদুটো অবশ্যই পড়ে দেখবো। 

    আমার আর আমার এক কোলিগের সুন্দরবন অঞ্চলে এ বিষয়ে কিছু কাজ করার ইচ্ছে আছে। কী দেখতে চাই তাও জানি। মূলত ক্লাইমেট রিফিউজি/মাইগ্রেশন - সয়েল স্যালিনিটি - তার সাথে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের এফেক্ট ইত্যাদি। দেখি কবে প্রোপোজ়াল ফাণ্ডেড হয়। আদৌ হয় কি না। 

    মাঝে মাঝেই মনে হয় জীবন বড্ডো ছোটো। কত কাজ করার ছিল। কত বই পড়ার ছিল। কে জানে কদ্দূর কী হবে। 
  • অরিন | 2404:4404:1732:e000:c53a:843f:7f92:917e | ০৮ জুন ২০২৪ ০৬:৪৯525835
  • যদুবাবু, "আচ্ছা, গুরুর পাতায় যারা আসেন কেউ development economics এ কাজ করেন না? তাহলে এই ধরনের সোশ্যাল প্রটেকশন প্রোগ্রাম (যেমন এই কন্ডিশনাল বা আনকন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার) নিয়ে এই এত এত কাজের ব্যাপারে একটু ঠিকঠাক লেখা পাওয়া যেতো। যেমন স্পিলওভার এফেক্ট। একটা গ্রুপকে হয়তো মূল টার্গেট করা হলো কিন্তু অন্যদেরও উপকার (বা অপকার) হয় গেলো। "
     
    বছর দুয়েক আগে covid ১৯ কে নিয়ে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সামাজিক সুরক্ষা এবং জনস্বাস্থ্য নিয়ে একটি বইয়ের চ্যাপ্টার এবং আরো কয়েকটি জার্নালে প্রকাশিত প্রবন্ধ লিখেছিলাম । সেই সূত্রে ভারত এবং এশিয়ায় ও অন্যান্য দেশগুলোতে বিশ্ব ব্যাঙ্ক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইত্যাদির কিভাবে কাজ করে তার একটা ধারণা হয়েছিল । ইদানিং গুরুতে কন্যাশ্রী এবং অন্যান্য বিষয়ে সমালোচনা পড়তে গিয়ে এবং আপনার, যদুবাবু', পোস্ট টা পড়বার পর মনে হল এগুলোর লিংক দুটো দিই, কারো কাজে লাগতে  পারে (নিজের চাক নিজে পেটানোর উদ্দেশ্যে নয় ):

    https://link.springer.com/chapter/10.1007/978-981-16-2948-8_2
    ( Basu, A. (2022). Social Protection and Social Determinants of Health in COVID-19 and Related Disasters: What Can We Do About Them?. In COVID-19 and Social Protection: A Study in Human Resilience and Social Solidarity (pp. 23-38). Singapore: Springer Nature Singapore. )

    এটা বইয়ের চ্যাপ্টার টা, পুরোটাই আমার নিজের লেখা, তবে এটার লক্ষ্য মূলত covid এর প্রেক্ষিতে সামাজিক সুরক্ষা নিয়ে  ।

    এটা আমাদের আরেকটা কাজের বা রিসার্চের আউটপুট, তবে আমাদের ফোকাস ছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, পেপারটা এখানে দেখতে পারেন,
    https://www.tandfonline.com/doi/full/10.1080/03036758.2020.1861033
    ( Ratuva, S., Crichton-Hill, Y., Ross, T., Basu, A., Vakaoti, P., & Martin-Neuninger, R. (2021). Integrated social protection and COVID-19: rethinking Pacific community responses in Aotearoa. Journal of the Royal Society of New Zealand, 51(sup1), S37–S54. https://doi.org/10.1080/03036758.2020.1861033 )
     
    আমরা দেখেছিলাম যে অন্তত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোভিড অতিমারীর সময়ে এবং অতিমারী পরবর্তী সময়ে সামাজিক সুরক্ষা পে আউটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ যারা দারিদ্রের ফাঁদে পড়ে গেলো, তাদের সেই ফাঁদ থেকে উদ্ধারের দায়িত্ব সরকাররেই নেওয়ার কথা, এবং সেটি না হলে দারিদ্র জনিত যে সমস্ত জনস্বাস্থ সংক্রান্ত বিপদ আসে, তাতে সবাইকে ভুগতে হয় । যাই  হোক, এগুলো পৃথিবীর অন্য একটি প্রান্তের ক্ষেত্রে সত্যি হতে পারে, তবে ভারতের ক্ষেত্রেও খাটবে বলে আমার মানে হয় । এগুলো কিন্তু ঠিক "ভিক্ষা" নয়, এর প্রয়োজন রয়েছে ।
  • সৃষ্টিছাড়া | 117.209.117.69 | ০৮ জুন ২০২৪ ০৬:৩৭525834
  • সব welfare scheme, empowerment নয় অধিকাংশই freebies, হিন্দিতে এক রেউড়ি কালচার বলে।
    এটা উল্লেখ করা আবশ্যিক। কন্যাশ্রী, সবুজ সাথী empowerment, লক্ষীর ভান্ডার freebies, লাডলি বহেনা কিন্তু empowerment ,
    বিভিন্ন scholarship গুলিও।
    এটাই social economics 
    সৃষ্টিছাড়া র বেঁচে থাকাটা অদরকারী, সমাজ সম্পর্ক বহির্ভূত গুরুরা থাকুক।
  • :|: | 174.251.161.123 | ০৮ জুন ২০২৪ ০৩:২৬525833
  • পিকে কোথাকার বিধানসভা ভোটে দাঁড়াবে? ইউপি বিহার দিল্লী নাকি পব? সাউথে কল্কে পাবেন বলে মনে হয় না। 
  • অরিন | 2404:4404:1732:e000:1833:f91f:521f:23af | ০৮ জুন ২০২৪ ০২:১৫525832
  • যদুবাবু, "এই পিকেদের দেখে বুঝতে পারি যে মানুষের inherent প্রবণতা overconfident লোককে খুবই স্মার্ট বা দারুণ একটা কিছু ধরে নেওয়া। যাকগে।"
    এই পিকে নামের লোকটি ডানিং-ক্রুগার এফেকটের মূর্ত প্রতিরূপ। সে অবিশ্যি বহু ভারতীয়ের মধ্যেই দেখা যায়।
     
  • aranya | 2601:84:4600:5410:cd54:52ef:b22c:8f9f | ০৮ জুন ২০২৪ ০১:০৭525831
  • হ্যাঁ, দল নিয়েই থাকলে ভাল 
  • যদুবাবু | ০৮ জুন ২০২৪ ০১:০২525830
  • হ্যাঁ জানি তো। এখন যা যা করছে সব ওই জন্যই। তবে এইবারে ওর ক্রেডিবিলিটি একটা রামধাক্কা খেলো আর কি। তাতেও হয়তো শেষমেশ একটা শক্তপোক্ত দল বানাবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত