এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাপ | 2601:5c0:c280:d900:88b8:e0d4:c314:dd00 | ২২ জুলাই ২০২৪ ০০:৫১527183


  • পলিটিশিয়ান | ২২ জুলাই ২০২৪ ০০:০৫ - পোস্টের প্রেক্ষিতে। 
  • ক্যান্ডিডেট | 2601:5c0:c280:d900:88b8:e0d4:c314:dd00 | ২২ জুলাই ২০২৪ ০০:৪৭527181
  • সম্ভবত,কমলা আর পিট-ই হবে। হারবেই যদি সবথেকে র‍্যাডিকাল চয়েস - একজন অশ্বেতাঙ্গ মহিলা প্রেজ় আর একজন শ্বেতাঙ্গ-গে ভিপি - নিয়ে লড়ুক। 
     
    বার্নি তো বাদ-ই দিন। অনেক বয়েস। এওসি প্রেসিডেন্ট হিসেবে ভালো হবেন বলে মনে হয় না। এলিজাবেথ ওয়ারেন দারুণ হতেন। কিন্তু সে আর কী করা যাবে। 
  • ar | 71.174.70.185 | ২২ জুলাই ২০২৪ ০০:৩৯527180
  • বার্নীকে করা যাবে না। ওল্ড এজ ফ্যাক্টর। কেনট্যাকি গভঃ অ্যান্ডি বশির বা মিনেসোটা গভঃ র‌্যাচেল হুইটমার কে ভিপি পদপ্রার্থী করতে পারে। ডুয়েল টিকিটে একজন সাদা মিডিল অ্যামেরিকান লাগবে।
  • dc | 2a02:26f7:d6cc:680d:0:df34:d0c:f803 | ২২ জুলাই ২০২৪ ০০:৩১527179
  • বার্নি স্যান্ডার্সকে প্রার্থী করলে ভালো হতো, কিন্তু সে তো হবার না। তবে দিস ইলেকশান ইজ ট্রাম্পস টু লুজ। কি আয়রনি! 
  • NRO | 165.124.84.35 | ২২ জুলাই ২০২৪ ০০:৩১527178
  • রবি দাদু সত্যিই ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন তা না হলে কি লিখতে পারতেন " রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতি? " White House তো সত্যিই কনক মন্দির। 
  • NRO | 165.124.84.35 | ২২ জুলাই ২০২৪ ০০:২৬527177
  • পলিটিশিয়ান , আপনার বয়স্ক দাদা কোন USA তে থাকেন? Ullasnagar Sindi Association ? ওখানে তৈরী সব পানমশালা তে  'made in USA' লেখা থাকে দেখেছি। 
  • &/ | 107.77.236.166 | ২২ জুলাই ২০২৪ ০০:১৬527176
  • তাহলে নির্বাচন .... 
  • . | ২২ জুলাই ২০২৪ ০০:০৭527175
  • বৃদ্ধদের এই হাল!
  • পলিটিশিয়ান | 2607:fb91:8803:8a0f:ad4:1551:4e4f:a15e | ২২ জুলাই ২০২৪ ০০:০৫527174
  • আমেরিকার ভেতরে যারা থাকে তারা জানে আমেরিকার সাধারণ মানুষের অবস্থা কতটা খারাপ। আমার এক পাড়াতুতো দাদা আছেন। বয়স্ক মানুষ, খুবই অসুস্থ। অনেকগুলো ওষুধ লাগে নিয়মিত। মাঝে মাঝেই এটা পাওয়া যায়না ওটা পাওয়া যায়না। বৌদি ফোন করে কেঁদে পড়েন। আমাকে গোটাকতক ওষুধের দোকান ঘুরে ওষুধ জোগাড় করে আনতে হয়। এমন কিছু এক্সটিক ওষুধও না। বেশিরভাগই সাধারণ সুগার প্রেসার কোলেস্টেরলের ওষুধ।
     
    আজ সকালে শুনলাম ডাক্তার বলেছে দাদার কোভিড। কিন্তু ওষুধ পাওয়া যাচ্ছে না। গোটা পনের দোকান ঘুরে একটায় পেলাম। ফার্মাসিস্ট জানাল ওষুধের মলিকিউলটা চীন থেকে আসে। সেই সাপ্লাই লাইনে গোলমাল।
  • NRO | 165.124.84.35 | ২২ জুলাই ২০২৪ ০০:০২527173
  • আধা হলেও হলো , 'দেশোয়ালী ' তো বটেক। আহা আজ কি আনন্দ আকাশে বাতাসে।                        
  • সিএস  | 2405:201:802c:7069:d402:8dd5:433:7a24 | ২১ জুলাই ২০২৪ ২৩:৫৭527172
  • কমলা হ্যারিসকে ট্রাম্প উড়িয়ে দেবে। গতকালই মনে হয় কোথায় একটা ঝেড়েছে, তৈরীই আছে। তদুপরি সে মহিলা এবং non white। তবে ডেম পার্টির বিপন্নতা এটাই যে ২০২০ তেই মনে হয়েছিল, বাইডেন হয়ত বলেওছিল যে সে টেম্পোরারি, স্টপগ্যাপ, পরের বার অন্য কেউ, কিন্তু তারপর মনে হয় ক্ষমতার স্বাদ পেয়ে গেছিল, কমলাকেও বিশেষ ফ্রন্টে আসতে দেয়নি।
  • . | ২১ জুলাই ২০২৪ ২৩:৫৪527171
  • কমলাদি কিন্তু বাইডেন এর চেয়ে বেশি ভোট পাবেন। উনি শক্তপোক্ত, কথাবার্তা ভাল বলেন, 
  • . | ২১ জুলাই ২০২৪ ২৩:৫৩527170
  • হুম এরকমই গেস করছিলাম। বাইডেন বৃদ্ধ এবং অসুস্থ। 
  • পলিটিশিয়ান | 2607:fb91:8803:8a0f:ad4:1551:4e4f:a15e | ২১ জুলাই ২০২৪ ২৩:৫২527169
  • এ বাবা। কমলা হ্যারিস জেতা কিন্তু কঠিন।
  • . | ২১ জুলাই ২০২৪ ২৩:৫২527168
  • তাহলে কি কমলাদি দাঁড়াচ্ছেন?
  • ar | 71.174.70.185 | ২১ জুলাই ২০২৪ ২৩:৫০527167
  • কমলা হ্যারিসকে এনডোর্স করেছেন।
  • | ২১ জুলাই ২০২৪ ২৩:৪২527166
  • * ইরাকের মত প্রাচীন দেশকে 
  • NRO | 165.124.84.35 | ২১ জুলাই ২০২৪ ২৩:৩৯527165
  • Excellent news. Election is reset. Game is on, baby. 
     
    If anything, deep state will get deeper.
  • | ২১ জুলাই ২০২৪ ২৩:৩৯527164
  • হুঁ বেশ গাধাটে টাইপ বক্তব্য আসে। ওসব কাউন্টার করতেও ল্যাদ লাগে। 
    আমেরিকা সম্পর্কে আমার দুটি বক্তব্য -
    ১) আমার মত যাদের আমেরিকার বাইরে থেকে  এই চতুর্দিকে যুদ্ধ লাগিয়ে বেড়ানো দেখতে খারাপ লাগে,  এত এত প্রাণহানি,  ইরাকের মত অরাচীন দেশকে ওইভাবে মিথ্যের পর মিথ্যে বলে সম্পূর্ণ ধ্বংস করা দেখতে অসম্ভব খারাপ লাগে তাদের জন্য ট্রাম্প  বেটার অপশান। কিন্তু দেশের মধ্যের উদারমনা সুস্থবুদ্ধির লোকের পক্ষে বিশেষ সুবিধের না। 
    ২) যে দেশে বারেবারে বাচ্চাদের স্কুলে বন্দুকধারী খুনি গিয়ে টার্গেট প্র‍্যাকটিস করে মশামাছির মত মানবশিশু মারে সে দেশের যতই ধন সম্পদ থাকুক আর যতই মাতব্বরি করুক দুনিয়াজুড়ে আমার বিবেচনায় সেটা একটা failed state. 
  • সিএস  | 2405:201:802c:7069:d402:8dd5:433:7a24 | ২১ জুলাই ২০২৪ ২৩:৩০527163
  • কথা হল, ডীপ স্টেট বলে যাদের কথা বলছি, বিজনেস গ্রুপ থেকে মিডিয়া হয়ে গোয়েন্দা বিভাগ, তারা গ্লোবালাইজড হল, সহজে বললে, কারণ পুঁজি গ্লোবালাইজড হল। যবে থেকে সেটা হল, ১৯৯০ র দশক থেকে, সেই সময় থেকে এক দেশের সাথে অন্য দেশের বিজনেস গ্রুপের সখ্যতা আরো বাড়ল, কোম্পানির স্টেক - বেচা কেনা - শেয়ার - FDI ইত্যাদির মাধ্যমে, বিজনেশ গ্রুপগুলোর মধ্যে সখ্যতা তৈরী হল, তাদের একই গ্রুপ যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে তাদের স্বার্থ এক হতে থাকল। মিডিয়াও যেহেতু কর্পোরেটের হাতে চলে গেল, ফলে মিডিয়াতেও একই জিনিস দেখা গেল, সেও গ্লোবালাইজড, তারও উদ্দেশ্য লাভ করা, তারও উদ্দেশ্য যে যে দেশে আছে সেখানকার সরকারের ওপর প্রেশার তৈরী করা যাতে তাদের স্বার্থ ঠিক থাকে। তো এই পুরো ব্যাপারটিই গ্লোবালাইজেশন, এটিই মূল সিস্টেম যা ১৯৯০ পরবর্তী সময়ে তৈরী হয়েছে। কিন্তু অন্য সব সিস্টেমের মত এটিরও ফেলিওর হয়েছে, সেই ফুকুয়ামা কথিত প্রাচীন মন্তব্য যে লিবারেল ডেমোক্রেসি আর ব্যবসাই মানবমুক্তির উপায়, শোষণমুক্তির উপায় সেটি ঘটেনি, লিবারেল ডেমোক্রেসির সাথে গ্লোবালাইজেশন আর ব্যবসা যুক্ত হয়েছে (তারও ঐতিহাসিক কারণ আছে) কিন্তু বিশেষ করে তৃতীয় বিশ্বে এবং ট্রাম্পের কথা যদি মেনে নিই, তাহলে আমেরিকাতেও এই গ্লোবালাইজেশন ক্ষতি করেছে (চীন ম্যানুফাকচারিং নিয়ে গেছে)। তো এই যে ফেলিওর, সাধারণ মানুষের মধ্যেই যার এফেক্ট আছে তার জন্য দায়ী কে ? দায়ী তো তারাই যারা ঐ ব্যব্স্থাটি চালাচ্ছে, বিজনেস - বিগ টেক - মিডিয়া, যারা ব্যবসার স্বার্থ দেখেছ কিন্তু মানুষের স্বার্থ দেখেছে না, যারা গভঃ এর সাথে ডীল করে তাদের লাভ - ক্ষতি চালিয়ে যাচ্ছে কিন্তু সুফল বেশী বেশী জনসাধারণের কাছে আসছে না, অসাম্য বাড়ছে, লিবারেল ডেমোক্রেসি আর টাকাওয়ালা লোকজন, এদেশ ওদেশ জুড়ে যারা আছে তারা মানুষকে এক্স্প্লয়েট করছে। ফলে পুঁজি যদি গ্লোবালাইজড হয়, সেই অনুযায়ী লেবার যদি গ্লোবালাইজ্ড না হয়, কিন্তু ফল যদি ভাল না হয়, তখন রাগ বা ক্ষোভ ঐ পুরো গোষ্ঠীর ওপর যারা TransNational তাদের ওপর গিয়ে পড়ে। সকলকে আলাদা আলাদা করে ট্যাগ না করে আর যেহেতু লাভ - ক্ষতির স্বার্থ দিয়ে তারা যুক্তও, অতএব তাদের সকলকেই "ডীপ স্টেট" বলে দাগানো চলছে।
  • ar | 71.174.70.185 | ২১ জুলাই ২০২৪ ২৩:২৯527162
  • President Joe Biden says he will end his re-election campaign

    https://www.nbcnews.com/
  • dc | 2402:e280:2141:1e8:94dd:f9d2:4f3b:d5f2 | ২১ জুলাই ২০২৪ ২৩:২২527160
  • খিল্লি নিয়ে আর কি বলবো :-( সমস্ত স্ট্যান্ড আপ কমিক, টক শো হোস্টদের আক্ষেপ যে ট্রাম্প এসে খিল্লির স্পেস কমে গেছে। মানে রিয়েল লাইফে কেউ যদি বলে ডিসইনফেকট্যান্ট খেয়ে ভাইরাস সারাতে তাহলে বেচারা কমেডিয়ানরা কোথায় যায়? 
  • r2h | 96.230.215.15 | ২১ জুলাই ২০২৪ ২৩:১৩527159
    • dc | ২১ জুলাই ২০২৪ ২৩:০৩
    • ...সেসব আলোচনা নিয়ে কতো কি শিখেছি, শুধু ফ্যাক্টস না, নতুন ভাবে ভাবতেও শিখেছি। ... 
     
    হুঁ, একমত। এইসব আলোচনা তর্ক মিনিময় ঝগড়া হুড়যুদ্ধ - এইগুলি থেকে অনেক নতুন চিন্তার খোরাক ও পার্স্পেক্টিভ পাওয়া যায়। গুরুতে ভালো ভালো লেখা এখ্নওঅ বেরোয় কিন্তু ফলোয়িং আলোচনা দুঃখজনকভাবেই পড়তি।
    খিল্লির ক্ষেত্রেও একেক সময় মনে হয় তুলনায় আনইনফর্মড অবস্থানহীন নাইভ খিল্লির প্রাচুর্য।

    সিএসের লেখার অপেক্ষায় থাকলাম।
    রাজনীতি ও সাহিত্য - এই দুই বিষয়েই সিএসের অ্যানালিসিস সম্পদবিশেষ।
  • dc | 2402:e280:2141:1e8:94dd:f9d2:4f3b:d5f2 | ২১ জুলাই ২০২৪ ২৩:০৩527158
  • "তো, এইগুলি আগে তর্ক ইত্যাদি ইগনাইট করতো, আজকাল বোধয় লোকজন একটু জেন টাইপ হয়ে গেছে, ব্রহ্মজ্ঞানের নিকট, তাই দুর কী হবা বলে কাটিয়ে দেয়"
     
    ঠিক তা নয়, আগে বেশ কয়েকজন ছিলেন যাঁরা অ্যানালিসিস করতে পারতেন, সেই লেভেলের অ্যাওয়্যারনেস ছিল, যা এখনও সিএস করে থাকেন। আগে এরকম বেশ কয়েকজন ছিলেন বলে ম্যাংগ্রোভ টাইপের ছ্যাবলামি হতো না, মানে খিল্লি তো হতোই, কিন্তু তার সাথে থট প্রোভোকিং আলোচনাও প্রচুর হতো। আমি নিজেই তো সেসব আলোচনা নিয়ে কতো কি শিখেছি, শুধু ফ্যাক্টস না, নতুন ভাবে ভাবতেও শিখেছি। কিন্তু অনেক ইউজারই আস্তে আস্তে চলে গেছেন, ফলে গুরুর যে একটা শার্প এজ ছিল সেটা আর নেই। 
  • X | 139.99.209.67 | ২১ জুলাই ২০২৪ ২৩:০২527157
  • "ট্রাম্প ফলে একজন disruptor"
     
    একমত। ট্রাম্প ন্যাটোর ফান্ডিং কমিয়েছে, ফ্রান্স ও অন্যান্য পশ্চিমি দেশকে চাপ দিয়েছে। রাশিয়া ও নর্থ কোরিয়ার সংগে সম্পর্ক ভাল করে নিউক্লিয়ার যুদ্ধের সম্ভাবনা কমিয়েছে। ডিপ স্টেট্ এগুলোর বিরুদ্ধে। ডিপ স্টেট্ চায় ফরএভার ওয়ার। ট্রাম্পের জমানাতেই আফগানিস্তান থেকে ইউএস ট্রুপ উইথড্রয়াল হয়েছে। ডিপষ্টেটের পৃথিবীব্যাপী নিয়ন্ত্রন ও সাম্রাজ্যবাদের একজন ভিকটিম হিসেবে আমার চোখে ট্রাম্প এগুলো সব ভাল করেছে। ব্যাস।
  • সিএস | 2405:201:802c:7069:d402:8dd5:433:7a24 | ২১ জুলাই ২০২৪ ২২:৫৭527156
  • তো, ট্রাম্পের তত্ত্ব নিয়ে আরো দুটি কথা বলা যায় -

    পাকিস্তানের সাথে তুলনা করলে, সেখানে যদি মনে করি গণতান্ত্রিক সরকারকে কাজ করতে দেওয়া উচিত, জনগণই ঠিক করবে তারা কীরকম, পছন্দ না হলে ফেলে দেবে, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিকে যদি বলি 'ভাল' তাহলে মিলিটারি যা করে, তাদের স্বার্থ রাখার জন্য, কন্ট্রোল রাখার জন্য, সেগুলো 'খারাপ'। লিবারেল ডেমোক্রেসির দিক থেকে দেখলে, মনে হয়, 'ডীপ স্টেত' খারাপই প্রতিপন্ন হবে, কারণ তারা আল্টিমেটলি জনগণের রায়কেও উল্টে দিচ্ছে।

    আর সেই একই লিবারেল ডেমোক্রেসির দিক থেকেই যদি দেখি, তাহলে ট্রাম্পকে মনে হবে illeberal, তার নীতি - কথা - কাজ দেখলে এবং সে যাদের দেশের মধ্যে শত্রু মনে করছে, ব্যব্স্থার অঙ্গ যারা, তাদের মনে হবে 'ঠিক' বা 'ভাল'। আম্রিকার কনটেকস্টে, স্টেট - ডীপ স্টেট দ্বন্দটা মনে হয় উল্টে গেছে।

    কিন্তু কথা হল ডীপ স্টেট গ্লোবালাইজড হয়ে গেল কেন ?
  • r2h | 96.230.215.15 | ২১ জুলাই ২০২৪ ২২:৫৬527155
  • dc  | ২১ জুলাই ২০২৪ ২২:২০ - হুঁ... অনেকটাই শ্যালো ও এজেন্ডা প্রধান। মানে, এজেন্ডা তো থাকবেই, ইতিহাস ও রাজনীতি চর্চা এজেন্ডা ও অবস্থান ছাড়া হতেই পারে না। কিন্তু সেটারও একটা ন্যূনতম মান থাকা বাঞ্ছনীয়।

    আজকাল যেমন গুরু নিকে কেউ একজন রাজনৈতিক আলোচনায় অংশ নেন। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তাঁর সুয়েকটা পোস্ট দেখলাম। একটাতে জিজ্ঞেস করেছেন এই আন্দোলনে হিন্দুবিরোধী কার্যকলাপ হচ্ছে কিনা, আরেকটাতে কার কাছে একটা জানতে চেয়েছেন শেখ হাসিনা আগরতলা পালিয়ে গেছেন কিনা।
    তো, এই প্রশ্নগুলি যাঁদের করা, তাঁদের পক্ষে এসবের উত্তর জানা তো সম্ভব না, কিন্তু এগুলি, যারা অসৎ উদ্দেশ্যে গুজব ও আনরেস্ট ছড়ায় - তাদের টিপিক্যাল পদ্ধতি।
    হাওয়ায় কথা ভাসিয়ে দেওয়া - তার থেকে যেটা ফুলকি জড়ো করে অগ্নিকান্ড ঘটাতে পারবে বা স্নোবল এফেক্ট হবে।

    বা যদুবাবুর সদ্যকৃত বধ্যভূমিতে প্রবীরজিৎ সরকারের মন্তব্য। অত্যন্ত নাইভ ও বিরক্তিকর।

    তো, এইগুলি আগে তর্ক ইত্যাদি ইগনাইট করতো, আজকাল বোধয় লোকজন একটু জেন টাইপ হয়ে গেছে, ব্রহ্মজ্ঞানের নিকট, তাই দুর কী হবা বলে কাটিয়ে দেয়।

    সিএসকে ধন্যবাদ। লিখুন, একটা আলাদা লেখাই হোক না হয়?

    হ্যাঁ, দেশকেন্দ্রিক না আন্তর্জাতিক - সেসব ব্যাপার, তবে টেকনোলজি যেদিকে যাচ্ছে তাতে আগামী পঞ্চাশ বছরে এথিকস, মরালিটি, আন্তর্জাতিক নীতি, লেনদেনের পদ্ধতি, অ্যাসেটের প্রকৃতি ও মূল্য, যুদ্ধবিগ্রহের গতি প্রকৃতি - সেসব কোনদিকে গড়াবে, তাও হয়তো দেখার।

    ভারতেই যদি ভাবি, সরকারের ওপর একদিকে আরএসএস, আরেক দিকে আম্বানী আদানী, আবার বিবদমান পূর্ব ও পশ্চিমের বড় বড় শক্তির বিপুল বাণিজ্যিক মৃগয়াক্ষেত্র - নানান লোকের নানান ইন্টারেস্ট।
    সেসবকে ডিপ স্টেট বলা যায় কী যায় না সে অন্য কথা, কিন্তু নানান খেলা যা সাদা চোখে ধরা পড়ে না।
  • dc | 2402:e280:2141:1e8:94dd:f9d2:4f3b:d5f2 | ২১ জুলাই ২০২৪ ২২:৫৫527154
  • হ্যাঁ, আগে যে ভালো আলোচনা গুলো হতো, যাতে সিরিয়াসলি এনগেজ করা যেতো, সেসব আলোচনা বা মত বিনিময় যাঁরা করতেন, তাঁদের মধ্যে বোধায় একমাত্র সিএস বাকি আছেন :-)
     
    বাকি হায়, বোহেমিয়ান ম্যাংগ্রোভে পর্যবসিত হয়েছে।   
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত