এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিত্র | 103.77.139.33 | ২১ আগস্ট ২০২৪ ২৩:২৪528537
  • পুণে সম্পর্কে আমার অভিজ্ঞতা ভালো না। আমি একটা সময় ছিলাম, তখন ব্যাচেলর সবাই নতুন ওই শহরে। কয়েকটি মেয়ে পরিহার চৌকের কাছে (অত্যন্ত কেন্দ্রীয় এলাকা) একটা আবাসনে বা হোস্টেলে (আমি যায় নি) থাকতো। প্রতিদিন নিচে কেয়ারটেকার ও আরও কিছু লোক ওদের উত্যক্ত করত। কোনো একটা দিন, পুজো কি না মনে নেই, অফিসেরই কিছু ব্যাচেলর ছেলে আর ওরা একসঙ্গে সন্ধে বেলা ঘোরাঘুরি করে রাতে (নয়টা কি দশটা) ফেরার সময় ওদের পৌঁছে দিতে যায় ওই সব ঝামেলার কথা শুনে। ছেলেগুলো, জনা পাঁচেক ছিল, হুলিয়ে মার খায় ফাটা বাঁশ দিয়ে। এরপর ওরা পুলিশে যাওয়ার কথা ভাবে পরেরদিন কিন্তু তার আগে অফিসে এইচ আরের সঙ্গে আলোচনা করে। সেই এইচ আর ওদের বারণ তো করেই এবং বলে পুলিশের ঝামেলায় পড়লে চাকরির ঝুঁকি হবে। তারপর আমাদের পুরো ব্যাচটাকে (ঘটনা ও নাম উহ্য রাখার চেষ্টা করে) বলে কোনো ছেলে কোনো মেয়েদের হোস্টেলের এক কিলোমিটারের মধ্যে যাবে না (আমি তক্ষুনি হিসেব করে ভাবলাম সেরকম তো কোনো বসতি জায়গা আছে বলে মনে হয় না যার এক কিলোমিটারের মধ্যে মেয়েদের হোস্টেল নেই) আর কিছু হলে অফিস দায় নেবে না। তো এই হলো আমার কাছে পুণে। আর অটোওয়ালা গুলো একেকটা বাছা বাছা গুণ্ডা, আর ডাকাতও বটে। মনে অন্য শহরের তুলনায় আরও বেশি রকম। সরি, আমার মনে হয় অনেকের অভিজ্ঞতা অনেক রকম হয়, আমার অভিজ্ঞতা বললাম।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:২৪528536
  • ছাত্ররা ডাক দিয়েছে শুনলাম ২৭ তারিখ।
    যদি না মমতা দেবী ২৬ এর মধ্যে নিজেই পদত্যাগ করেন। ওঁর কোনও মন্তব্য শোনা যাচ্ছে না। ধর্ষিতার মৃত্যু চাই এর পর উনি নীরব।
  • &/ | 151.141.85.8 | ২১ আগস্ট ২০২৪ ২৩:২৪528535
  • আমি কয়েক মাস আগে হায়্দ্রাবাদে দরজা ভেজানো হোটেলে দিন দুই কাটিয়ে এলাম। এক এক রুমে চারটি করে বাংক বেড। অনেকটা যেন ট্রেনের মতন। দরজায় তালার কোনো ব্যবস্থাই নেই। কাটালাম কিন্তু নিরাপদে ও ভদ্র মানুষদের আবহে। বস্তুত এত ভালো সংক্ষিপ্ত ভ্রমণ জীবনে কমই করেছি। ( এইসব অভিজ্ঞতার কথা বাড়ির কারুকে আর বলিনি, বললে টেনশনে আর ভয়েই হয়ত ওঁরা হার্টের ব্যাধি বাঁধিয়ে বসবেন। ভাব করলাম যেন সেপাই সান্ত্রীওয়ালা রাজপ্রাসাদ হেন জায়্গায় ফুরফুর করে কাটিয়ে এলাম ঃ-) )।
  • | ২১ আগস্ট ২০২৪ ২৩:১৮528534
  • ও ২৭শে ভন্দু নবান্ন অভিযানের ডাক দিছে। কুলদীপ সেঙ্গার,  ব্রিজভূষণ  স্পেশ্যাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবে আশা করি। 
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:১৬528533
  • এগজ্যাক্টলি!
    এটা কোলকাতায় কেন হবে না?
    আমরা কেবল খারাপ জায়গা গুলোর সঙ্গে তুলনা টেনে কী প্রমাণ করতে চাচ্ছি?
    এই মুহূর্তে ফের যাদবপুরে রাতদখলের অভিযান চলছে।
    আর কথায় কথায় "আইন আইনের পথে চলবে" শুনতে শুনতে কান পচে গেছে।
  • | ২১ আগস্ট ২০২৪ ২৩:০৪528532
  • আরে আমিও পুণেতে রাত১ টায় কাজ শেষ করে হেঁটে হেঁটে বাড়ি ফিরেছি। পুণে প্রচন্ড সেফ ছিল বছর কয়েক (২০১৮ তে ইনফোসিসের ভেতরে একটা কেস হয়। আর চিঞ্চওয়াড়ে রাস্তায় আরেকটা)  আগেও। আমার টিমের সেকেন্ড শিফটের মেয়েরা মাঝরাতে স্কুটি নিয়ে ফুরশুঙ্গি গিয়ে পাহাড়ের নীচে স্কুটি রেখে পাহাড়ে চড়ে ঘন্টা দুই তিন কাটিয়ে ভোর ৪টের দিকে নেমে বাড়ি গিয়ে ঘুমোত। ছেলেদের  পিজি শেয়ারড অ্যাপার্টমেন্টে দরজা লক তো এখনো বিশেষ করে না। একেকজন একেক শিফটে কাজে যায় আসে ঘুমিয়ে পড়ে দরজা ভেজিয়ে রেখে। সকালে বাই এসে কাজটাজ করে আবার ভেজিয়ে রেখে চলে যায়। 
  • . | ২১ আগস্ট ২০২৪ ২৩:০৩528531
  • রেপ কালচার নিয়ে এখন বলা যাবে। এখন আন্দোলন চলছে।
    আগে বলা যেত না। বললেই হাঁ হাঁ করে দুধরণের দলবল ধেয়ে আসত।
    ১) পুরুষদের রেপ হয় না বুঝি?
    ২) অমুক দেশে অ্যাতো রেপ, তমুক দেশে ততো রেপ, আমরা কম্পিটিশনে কোন পোজিশনে?
    এবং তৃতীয় দল — সব পুরুষই কি রেপিস্ট নাকি?
  • . | ২১ আগস্ট ২০২৪ ২২:৫৪528530
  • এনারোদা,
    আমি প্রচুর নাইট ডিউটি করি। এমনও ঘটেছে গভীর রাতে ট্যাক্সি ডাকতে পারিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে, হঠাৎ কল এসেছে, শিশুকন্যাকে সঙ্গে নিয়ে রাত আড়াইটে নাগাদ হেঁটে প্রায় বিশ পঁচিশ মিনিট অফিসে গিয়ে কাজ সামলেছি। গোটা অফিসে সিকিউরিটি ছাড়া কেউ ছিল না। এরকম ঘটনা অনেকবার ঘটেছে। কোনও বিপদ হয় নি।
    এরকম কি ভারতবর্ষে হতে পারে না?
  • | ২১ আগস্ট ২০২৪ ২২:৫০528529
  • রেপ কালচার বললে আবার অনেকের ভারী রাগ হয়। এদিকে কাল উৎপলেন্দু মারা যাওয়ায় অনেকে দেখি শ্রদ্ধা টদ্ধা জানাচ্ছেন। এই লোকটা নিজ কন্যার যৌন হেনস্থাকারি, মেয়ের ভিডিও দেখেছি ইউটিউবে।  মেয়ের সাহসকে কুর্ণিশ। 
     
  • . | ২১ আগস্ট ২০২৪ ২২:৪৯528528
  • ডায়ানার মৃত্যুতে ডায়ানা টারগেট ছিলেন না। ডায়ানা ছিলেন কোল্যাটারাল ড্যামেজ।
  • NRO | 165.124.84.35 | ২১ আগস্ট ২০২৪ ২২:৪৮528527
  • @. সর্বোচ্চ সুশাসনের উদাহরণ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে যে একজন সালঙ্কারা সুবেশা সুন্দরী যুবতী যে রাজত্বতে মধ্য রাত্রে রাজপথে একাকী নির্ভয়ে হেঁটে যেতে পারেন। সেসব একালে আশা করবেন না -করলে হতাশ হবেন। Along with many other bad behavior mysogyny is also deepseated in human psyche, especially in male psyche. কর্মক্ষেত্রে অপরাধ হতেই পারে, American University গুলোতে date-rape allegation প্রচুর হয়। এতো advanced দেশেও there are so many incidences of unwanted sexual misconducts. RG Kar কেস এ ধামাচাপা দেওয়ার চেষ্টাটা অত্যন্ত খারাপ। Example of real misrule. 
  • . | ২১ আগস্ট ২০২৪ ২২:৪৮528526
  • ডাক্তার সুবর্ণ গোস্বামী জানাচ্ছেন যে অটোপ্সি রিপোর্ট খুব যত্ন করে বানানো হয়েছে যাতে প্রায় কিছুই না পাওয়া যায়।
  • অরিত্র | 103.77.139.33 | ২১ আগস্ট ২০২৪ ২২:৪৩528525
  • আর তৃণমূল কী করে ভাবছিল জানি না, মেয়েদের নিগ্রহের ঘটনা সুরক্ষার প্রশ্ন, কখনও এলিটিস্ট হয় না। সেই জন্যেই বিল ক্লিনটনের মনিকার বা লেডি ডায়নার (যদি হত্যা হয়ে থেকে) ঘটনাগুলো এই তৃতীয় বিশ্বেও নাড়া দিয়ে যায়।
  • অরিত্র | 103.77.139.33 | ২১ আগস্ট ২০২৪ ২২:৩০528524
  • ডট ২২:১৪, সেটা ঠিক।
  • অরিত্র | 103.77.139.33 | ২১ আগস্ট ২০২৪ ২২:২৯528523
  • পলিটিশিয়ান ২১:৪৯, ঠিক।
     
    নিয়োগ জালিয়াতির ব্যাপারটা এনে ভালো করেছেন। লোকজন বিশেষ করে শহর গঞ্জ মফস্বলে মমতার প্রতি পুরোপুরি বীতশ্রদ্ধ হয়েছে ওই জালিয়াতি থেকেই। বিভিন্ন কারণে ওই বাজারে ওটার প্রতিক্রিয়া ভোটের ফলে দেখা যায় নি। কিন্তু এখন যে জনরোষ দেখা যাচ্ছে আমি মনে করি তার একটা উৎস রয়েছে ওখানেও। এখানে যেমন নারীর সুরক্ষা, ওখানে বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন ছিল। ওই কেসটাকে যদি নিজের পথে চলতে দেওয়া হত, কিছুটা প্রশমিত হত। কিন্তু না অতি বুদ্ধিমান শুভাকাঙ্খী অনুরাগী সব ঝান্ডা কলম হাতে পুরো জনক্ষোভটা উকিল বিকাশের ঘাড়ে চালান দিতে চাইলেন (এখন যেমন সন্দীপের দায় এবিপির ঘাড়ে দেওয়ার তাল করছে)। অন্যদিকে সুপ্রিম সাহায্যও এলো। মমতা ও বলয় চিরদিনই তার কুকীর্তি অন্যের ঘাড়ে চালান করেছে, যদিও তার একটা "৩৪ বছর" ছিল বলে কখনও তার দাম চোকাতে হয়নি। কিন্তু তার মনে এই নয় কেউ কিছু বোঝে না। বেশি চালাকি আসলে ভালো না। রাজনীতিতে কোনো কোনো ঘটনার সুদূর প্রসারী প্রভাব থাকে, সাময়িক ভাবে সেটাকে সালটে দিয়েছি ভাবলেও কিছু অন্যায় লোকে অনেকদিন মনে রাখে। জাজমেন্টটা মুহূর্তে নিতে হয়, খেলবে না ছাড়বে, রাহুল দ্রাবিড় যেটায় দুর্দান্ত ছিল। ফলে এই দলটা যখন একটা বিচ্ছিরি রকম বড় জয় পেয়ে গেলো গত লোকসভায়, তাতে বিজেপি আটকালো বটে, কিন্তু একই সঙ্গে লোকজন মনে করলো যে এই নিকৃষ্ট দলটির অন্যায় অপশাসন বোধহয় পশ্চিমবঙ্গে চিরস্থায়ী হয়ে গেলো। এই জমে থাকা ক্রোধও ফেটে বের হচ্ছে একসঙ্গে এই আরজিকরের ঘটনায়।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২২:২১528522
  • যতদিন না মেয়েদের নীচু, ভোগের বস্তু, সেকেন্ড ক্লাস সিটিজেন
  • . | ২১ আগস্ট ২০২৪ ২২:১৪528521
  • ওরা তৃণমূল ছিল কি ছিল না, সেটা মুখ্য না।
    আমাদের দেশের রেপ কালচার যতদিন না বদলাবে, যতদিন না মেয়েদের নীচু, ভোগের বস্তু, সেকেন্ড ক্লাস সিটিজেন করে রাখা হবে, এ জিনিস চলবেই। শিক্ষা দরকার। অঙ্ক ভূগোল ইতিহাস বিজ্ঞান এর চেয়েও বেশি দরকার সেই শিক্ষা, যেখানে এই ডিসক্রিমিনেশন এর শেকড় উপড়ে ফেলার পাঠ থাকবে।
    মেয়েদের খিস্তি দেওয়া, টিটকিরি, গায়ে হাত দেওয়া, যৌন হেনস্থা, এগুলোর মধ্যে যতদিন বীরত্ব থাকবে, ততদিন কিস্যু বদলাবে না।
  • অরিত্র | 103.77.139.33 | ২১ আগস্ট ২০২৪ ২২:০৭528520
  • দিনহাটায় কিছু স্কুলছাত্রী প্রতিবাদ মিছিল করছিল তৃণমূলের পার্টির ছেলেরা পুলিশের সামনেই ওদের ধাক্কাধাক্কি করেছে, মিছিল ভেঙেছে, ব্যানার কেড়ে নিয়েছে, মিছিলের রাশ নিজের হাতে নিয়ে তৃণমূলী স্লোগান দেওয়ার চেষ্টা করেছে।
     
    শেষে স্কুলছাত্রীদেরও .. যাচ্ছেতাই।
     
    আগেরদিন ওখানকার তৃণনেতা উদয়ন পণ্ডিত বলেছিল [প্রতিবাদীদের] আঙুল ভেঙে দেওয়া হবে, কেউ একটা হাত মুচড়ে দেওয়ার কথাও বলেছে। হ্যাঁ রে, সব, তাড়া করলে পালিয়ে পথ পাবি তো? 
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:৫৫528519
  • মনে রাখতে হবে যে পুরো ঘটনা হাসপাতালের মধ্যে হয়েছে, অভিযুক্তদের মধ্যে যদি ডাক্তার থাকে তবে এভিডেন্স ট্যাম্পারিং করার সম্ভাবনা থাকছে। প্রত্যেক ডাক্তারি ছাত্রকে ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন বিষয়টা পড়ে পাশ করতে হয়। ম্যান্ডেটরি সাবজেক্ট।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:৫২528518
  • ময়নাতদন্তের ভিডিওগ্রাফি কোথায়? আদৌ আছে কি? নাকি সেগুলোও ধ্বংস হয়েছে যখন সার্ভাররুমে ভাংচুর হয়।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:৫০528517
  • "এভিডেন্স ট্যাম্পারিং ভিসেরা স্যাম্পলেও হতে পারে। সরকারের পক্ষে প্রমান করা খুবই কঠিন যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি।"
    একদম
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:4693:aeba:5b9:ccb3 | ২১ আগস্ট ২০২৪ ২১:৪৯528516
  • এভিডেন্স ট্যাম্পারিং ভিসেরা স্যাম্পলেও হতে পারে। সরকারের পক্ষে প্রমান করা খুবই কঠিন যে এভিডেন্স ট্যাম্পারিং হয়নি।
     
    সাধারণতঃ পুলিশের দেওয়া এভিডেন্সের প্রভেন্যান্স ফেস ভ্যালুতেই মেনে নেওয়া হয়। এখানে পুলিশ নিজেই সন্দেহভাজন। তাড়াহুড়ো করে বডি পুড়িয়ে দেওয়ায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন হবে না। একেবারে সেই এসএসসি কেস। খাতা নষ্ট করে দিয়েছে, এবারে কারা যোগ্য? চন্দ্রচূর বাবু ফাঁফড়ে পড়ে ডেট পে ডেট ফেলে যাচ্ছেন। এই কেসটাতেও তাইই করবেন যদি লোকে রাস্তায় না থাকে।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:৪৯528515
  • এদিকে শ্রী মদন অনেক বিভীষণ দেখতে পাচ্ছে। তাদের নাকি নোট করে রাখছে কর্তৃপক্ষ।
    সিভিক পুলিশ নামক মিলিশিয়া বাহিনি নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:৪৬528514
  • সন্দীপ ঘোষ নামক প্রাণীটাকে কেন হেফাজতে নিয়ে ইন্টারোগেশ হচ্ছে না, সেটাও বড়ো প্রশ্ন।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:৪২528513
  • ইউটেরাসের ভিসেরা থেকে রেপ কজন করেছে সেটা ধরা যেতে পারে। তবে মৃত্যুর জন্য শ্বাসরোধ করা, অন্যান্য আঘাত, কামড়ের দাগ, সেসবের স্যাম্পল কি ভিসেরায় আছে? সম্ভবত সেটাই প্রশ্নচিহ্নের মুখে।
  • অরিত্র | 103.77.139.33 | ২১ আগস্ট ২০২৪ ২১:৪১528512
  • দেবাংশুর প্রোফাইলে সবচেয়ে বেশি লাইক শেয়ার তো বুদ্ধদেবকে ভালো থাকুন বলা পোষ্টে দেখলাম, ৮হাজার লাইক আর ৭শ শেয়ার। :-)
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:৪০528511
  • প্রিন্সিপাল, MSVP, HOD Chest, Deputy Superintendent অপসারিত, তবে লিখিত অর্ডার এখনও আসে নি। সবটাই আপাতত মৌখিক।
  • | ২১ আগস্ট ২০২৪ ২১:৩৯528510
  • ভিসেরা ইউটেরাস  ইত্যাদি  সংরক্ষণ করা হয়েছে বলে রিপোর্টে পড়লাম তো।  ডিএনএ টেস্ট চাইলেই করতে পারে সেখান থেকে নিয়ে। 
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:৩৮528509
  • আরজিকরের প্রিন্সিপাল সহ চারজনকে সরানো হলো।
  • . | ২১ আগস্ট ২০২৪ ২১:১৭528508
  • দিদির রাজত্বের বেশিদিন বাকি নাইরে নাইরে নাই রে নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত