এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:dee:9dbc:8ec3:9076 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৭530583
  • *ভূতনয়া। সরি। 
  • dc | 2402:e280:2141:1e8:dee:9dbc:8ec3:9076 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৬530582
  • রামবাম এর পোস্ট পড়ে মনে হলো, এই আন্দোলনে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বামপন্থীদের সমর্থন বা সহায়তা থাকে তাহলে তো খুবই ভালো কথা। সেরকম হওয়া খুবই দরকার। কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ, যে কোনভাবেই যদি আরেসেস আর চাড্ডিদের সাপোর্ট থাকে তাহলে ভুল হবে। এই জন্যই কদিন আগে ভ্তনয়া নামে একজন একটা টই খুলেছিলেন, ঘোষিতভাবে যেন বিজেপি বিরোধিতা করা হয়, সেটা খুব দরকার। 
  • q | 2605:6400:30:f414:fd93:382f:6ffd:b00b | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৭530581
  • প্রশ্নটা হল আমরা তিলোত্তমাকে যে বা যারা ধর্ষণ ও খুন করল তার বা তাদের বিচার চাই? যারা প্রমাণ লোপাট করল তাদের বিচার চাই? যাদের দুর্নীতি ফাঁস হতে পারে বলে এই খুনের সম্ভাবনা, তাদের বিচার চাই?এই ঘটনার দায় যাদের, তাদের বিচার চাই? নাকি এখন যারা তদন্ত করছে প্রেস বিবৃতি দিচ্ছে না বলে তাদের বিচার চাই?
  • অরিত্র | 103.77.139.135 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৫530580
  • কালোর বদলে বরং সবুজ ব্যানার হোক, তাহলে এত কঠিন হবে না। দাবি হোক বঙ্গে সব চাঙ্গা সি বাকি সব গুজব সি।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:২১530579
  • শুধু পুলিশ কমিশনার কেন। কর্মরত অবস্থায় হাসপাতালে চিকিৎসককে খুন এবং ধর্ষণ করা হলে দায় স্বাস্ত্যমন্ত্রীর। অন্তত নৈতিক দায়। যদি আবার একজন পুলিশ জড়িত থাকে। এ পর্যন্ত তো কোনো সমস্যাই নেই। পুলিশও একটা ​​​​​​​ভুয়ো ​​​​​​​খবর ​​​​​​​দিয়েছে। ​​​​​​​সেটারও ​​​​​​​দায় ​​​​​​​পুলিশের। একাধিক দিয়েছে কিনা জানা গেলে অবশ্যই বলুন, (ট্রাফিক পুলিশটা এই কেসের সঙ্গে জড়িত না)  আমি মিস করে যেতে পারি। 

    সমস্যা হচ্ছে, সিবিআই এর নিন্দে করলে। ফেককে ফেক বললে। নামী চিকিৎসকের গুল্পকে গুল্প বললে। কেন? এই হল প্রশ্ন।  গোটা স্পেকট্রাম জুড়েই এটা দেখা যাচ্ছে। 
  • মাইরি | 2405:8100:8000:5ca1::1a7:3266 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:১২530578
  • কলকাতা পুলিশ এত ফেক নিউজ ছড়িয়েছে যে পুলিশ কমিশনারের ঘাড়ে ওনারশিপ চাপাতে সমস্যা হয়।
  • রামবাম | 2409:40e6:1d:eb8f:ecd1:79ff:fe5c:4963 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৯530577
  • চাড্ডি ডট দীপ প্রবীরজিত আর বাম অরিত্র, পলিটিশিয়ান - এই রাম্বাম জুটিগুলো  ভাল হচ্ছে। মিলে সুর... 
     
    এরকমই নানা জায়গায় দেখা যাচ্ছে। যেমন, এই পোস্ট। একটা বড় গোষ্ঠী,  লেখককুল একে ভাইরালও করছে। গুরুর এইসব লোকজনও হয়তো ফেসবুকে করছেন। বা হয়তো হোয়াটাসাপ বিশ্ববিদ্যালয়ে একই শাখা, বিভাগে এনরোলড। 
     
    "একটা ব্যাপার চোখে লাগছে, তাই শেয়ার করছি। জুনিয়ার ডাক্তারদের এই আন্দোলন দলীয় পতাকার পদতলে হচ্ছেনা বলেই মানুষের সমর্থন অনেক বেশি। যারা সেখানে যাচ্ছেন কিংবা ফেসবুকে নিজেদের আবেগ শেয়ার করছেন তারা রাজনৈতিক সমর্থনের ব্যাপারে মনের মধ্যে বাম, বিজেপি, কংগ্রেস যে কোনো সমর্থক হতে পারেন। কিন্তু স্বাস্থ্যভবনের কাছে ডাক্তারদের যে অবস্থান  সেখানে নকশাল নেতা অসীম চট্টোপাধ্যাকে দেখেছি, সিপিএম নেতা ও অভিনেতা বাদশা মৈত্র বা দেবদূত ঘোষকে দেখেছি, তাহলে বিজেপির নেতা প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলী বা অগ্নিমিত্রা পল গেলে অবস্থানকারীরা ‘গো ব্যাক’ বলে চেল্লামেল্লি করে তাড়িয়ে দিল কেন? 
    কী করে জানলেন তারা বিজেপির প্রচার করতে এসেছিল? তাঁরা তো বলেছেন, দলীয় প্রচারে নয়, নৈতিক সাপোর্ট দিতেই গেছিলেন। 
    আমরা দেখেছি,  ৯ তারিখে মীনাক্ষী ও ওঁর টিম যখন তিলোত্তমার দেহ তড়িঘড়ি করে পোড়ানো থেকে আটকাচ্ছিলেন, তখন সেখানে বিজেপির অগ্নিমিত্রা পল ও সজল ঘোষও ছিলেন। অর্থাৎ  সিপিএমের মতো বিজেপিও পাশে দাঁড়িয়েছিলেন। 

    অরাজনৈতিক বলে কিছু হয়না, কিন্তু বায়াসড রাজনৈতিক না হওয়াটা মানুষের হাতে থাকে থাকে। এই আন্দোলনে যখন পতাকা হলো দেশের জাতীয় পতাকা, আন্দোলনে যখন সিপিএম, নকশাল বা এসিউসিআই পেছন থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তখন বিজেপিকে অচ্ছুত রাখাটা বায়াসড মানসিকতা প্রকাশ হয়ে যাচ্ছে। বরং কোনো রাজনৈতিক দলকেই হাইজ্যাক করার সুযোগ না দিয়েও তাদের পরোক্ষ সাপোর্টে আপত্তি থাকার কথা ছিল না জুনিয়ার ডাক্তারদের। 

    আরেকটি ব্যাপার বলার, তা হলো সুপ্রীম কোর্টে জুনিয়ার ডাক্তারদের তথা তিলোত্তমার মা বাবার পক্ষ নিয়ে যেসব আইনজীবী লড়াই করছেন (সম্ভবত বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ওঁর টিম), তাঁরা কপিল সিব্বালের মতো চূড়ান্ত ঘোল খাওয়ানো আইনজীবী ও ওঁর টিমের সামনে দাঁড়ানোর যোগ্য তো? বিকাশ ভট্টাচার্য্য সিপিএম নেতা বলে আলাদা সেন্টিমেন্ট রেখে লাভ নেই কারো। উনি কত দুঁদে উকিল সেটাই বিচার্য্য। মনে রাখা দরকার এই আন্দোলনের সামনের সারিতে আছে ডাক্তাররা, সুতরাং আর্থিক স্বাচ্ছল্য যথেষ্ট আছে। পরের সারিতে আছে জনগন, তারাও ফান্ড তুলে টাকা জমা করতে পারে। আমার মনে হয় খুব দুঁদে একজন উকিল দরকার সামনের সারিতে। এ ব্যাপারে জুনিয়ার ডাক্তারদের ভাবা উচিৎ। দরকার হলে সর্বভারতীয় নানা মামলা যেগুলো সুপ্রীম কোর্টে চলে তাদের সেরা কোনো উকিলকে নিয়োগ করা যেতে পারে। আর এ ব্যাপারে সর্বভারতীয় দল বিজেপির বা কংগ্রেসের  সাপোর্ট নিতে পারে তারা। 

    দুর্গাপূজা আসছে। পৌরাণিক কাহিনীতে যখন দেখি দেবী দুর্গাকে যখন অস্ত্র দিয়ে সাজিয়ে তুলছেন নানা দেবতা, যাতে রণাঙ্গনে অস্ত্র সুসজ্জিতা হয়ে তিনি অসুরের সামনে গিয়ে দাঁড়ান, যুদ্ধ করেন,  জুনিয়ার ডাক্তাররাও তেমনি বাম, উগ্র বাম, বিজেপি, কংগ্রেস ইত্যাদি সবার কাছেই সাপোর্ট নিতে পারে আইনের যুদ্ধক্ষেত্রে সুসজ্জিত হয়ে দাঁড়াতে। তবেই সমানে সমানে লড়াই হবে। 

    WBJDF- West Bengal Junior Doctor's Front

    #justiceforRGKar 

    © অতনু প্রজ্ঞান দা লিখলেন।"
     
     
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪০530576
  • ব্যস। ফ্যাক্ট নিয়ে কথা বললেই সবাই সেন্টিমেন্টাল হয়ে পড়েন। 
    সমস্যাটা হল এত নামী দামী লোক জেনে বা না জেনে ফেক নিউজ, আনভেরিফায়েড নিউজ ছড়িয়েছেন, যে ওটার ওনারশিপ নিতে সমস্যা হয়। 
     
    খুন, ধর্ষণ এগুলো তো মোটামুটি প্রতিষ্ঠিত। একজন গ্রেপ্তারও। তদন্তে কোনো নাটকীয় মোড় এলে অবশ্য তাও বদলে যেতে পারে। সেই তদন্ত হচ্ছে। বিচার চাই বললে, ঠিক কী চাই তো বলতে হবে। সিবিআই তদন্ত চাই না? অন্য কিছু চাই? সেটা ভ্যালিড দাবী হতেই পারে। অথবা নিয়মিত আপডেট চাই? এটায় শত শতাংশ একমত। কিন্তু এরকম কোনো দাবী তো দেখতে পাইনা। 
  • :|: | 174.251.163.15 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪০530575
  • ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০২
    কারণ, গুরু মানেই ম্যাজিক! :)

    ২০টা ০৪-এর শেষ লাইনটি লেখার আগে ৬টা ১৭-র পোস্টের উত্তর দিতে হবে তো! 
  • কালনিমে | 103.244.242.18 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩৩530574
  • সৈকতকে ক ৬ঃ১৯ এর পোস্ট এর জন্য। এই আন্দোলনে সবাই এত হইচই করছেন - এরই মধ্যে বাংলাতে আরো বেশ কিছু নারী নির্যাতনের ঘটনা ঘটে গেছে - দেশের কথা আনছিই না whataboutery হবে বলে। সামগ্রিক ভাবে পরিস্থিতি নিয়ে কেউই কিছু বলছেন না - বা হয়ত anarchy র মৌতাত নিচ্ছেন। 
     
    এই মুহূর্তে বিনীত গোয়েল বা মমব্যান এর পদত্যাগ এর দাবি নিতান্ত রাজনৈতিক বলেই মনে হয় - যেজন্য লাইভ স্ট্রিমিং এর দাবিতে মিটিং বাবার ভন্ডুল হল। যেখানে তদন্ত cbi করছে কোর্টের নির্দেশে সেখানে অন্তত বিচারের ব্যাপারে রাজ্য সরকারের কি করার আছে জানি না। আজকের দিনে অন্তত অন্য যে ক্রাইমগুলো গত একমাসে, সেগুলোও fast track করার দাবি জানানো যেতে পারত।নাকি সেগুলো কলকাতার বাইরে বলে আমাদের মরাল কম্পাসে ধরা পড়ে না?
  • . | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:২২530573
  • খুন না, আত্মহত্যা।
     
  • . | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:২২530572
  • সব ঝুট হ্যায়!
  • aranya | 2601:84:4600:5410:83b:e104:52c:4402 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:২১530571
  • হ্যাঁ, প্রমাণ প্রায় কিছুরই নেই, এখনও পর্যন্ত। শুধু খুনটা হয়েছে , সেটা প্রমাণিত 
  • q | 2405:8100:8000:5ca1::cc:74b5 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৬530570
  • ধুর। দুর্নীতি হয়েছে প্রমাণ কই? ধর্ষণও কনফার্ম না। সিমেন পাওয়াটা গুজব।
    বিচার চাইতে হবে কেন? পুলিশ কোর্ট সিবিআই সব আছে। বিচার হবে। বৃষ্টি চাই বলে আন্দোলন করে কেউ?
  • aranya | 2601:84:4600:5410:83b:e104:52c:4402 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৪530569
  • বহুবিধ দুর্নীতির যা রিপোর্ট মিডিয়ায় আসছে, তার মধ্যে ক্লাস না করে, ঠিকমত পরীক্ষা না দিয়ে (টাকা দিয়ে পরীক্ষার আগে প্রশ্নপত্র কিনে )  ডিগ্রী পাওয়া টা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাক্তার রা যদি প্রপারলি ট্রেইনড না হন, তবে রোগীদের জীবন সংশয় হতে পারে। মেডিকাল বর্জ্য যেমন ব্যবহৃত সিরিঞ্জ প্যাক করে আবার ব্যবহারের জন্য বাজারে ছাড়া, জাল ওষুধ - এগুলো ও খুবই জরুরী, একই কারণে, রোগীর জীবন সংশয় 
  • aranya | 2601:84:4600:5410:83b:e104:52c:4402 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৪530568
  • 'কীসে সলিডারিটি জানাতে হবে, আমার কাছেই ক্লিয়ার নয় তো। খুন-ধর্ষণ-দুর্নীতির বিচার চাই? অবশ্যই চাই। সিবিআইকে নিয়মিত আপডেট দিতে হবে? গ্রেপ্তার এবং বিচার করতে হবে? অবশ্যই চাই। কিন্তু আন্দোলনে তো পাঁচ + x নানারকম দাবী আছে। সেগুলোর সবকটার সঙ্গে একমত না। আরও কিছু যোগ করা উচিত মনে করি। এছাড়াও অনেক ফেক নিউজ আছে। এগুলোতে সলিডারিটি কীকরে জানাব।'
     
    - সৈকত, শুধু 'খুন-ধর্ষণ-দুর্নীতির বিচার চাই' লিখলেই হবে। এটা আমার সাজেশন। তোমরা নিজেদের মধ্যে কথা বলে দেখতে পার। দুর্নীতির ব্যাপারে আরও লিখতে চাইলে - 'কাট মানি, সিন্ডিকেট রাজ বন্ধ হোক ' - এটাও লেখা যায় 
  • সব কিছু ঘেঁটে আছে | 2405:8100:8000:5ca1::27b:d1b0 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৮530567
  • "এই আন্দোলনকারী ডাক্তাররা প্রায় সকলেই গুরুতে টানা লিখেছেন। দুর্নীতি নিয়ে লিখেছেন, অব্যবস্থা নিয়ে লিখেছেন, নির্বাচনে গোলমাল নিয়ে লিখেছেন। কোথাও কোনো বাধা ছিলনা। বইও বেরিয়েছে। কিন্তু এখন শুনছি, লাশ-পর্নো চক্র, সিরিঞ্জ এইসব মারাত্মক জিনিস চলছিল, এবং সবাই জানতেন।"
  • . | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৮530566
  • ২০২৬
  • ? | 2405:8100:8000:5ca1::1da:5922 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০২530565
  • গুরুরা পিসি সরকারকে ডিফেন্ড করতে ব্যাকুল কেন?
  • অরিত্র | 103.77.139.135 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৫530564
  • সুপ্রিম কোর্টের পারমিশন নিয়েই বিলংস করেন।
     
    এদিকে ডাক্তারদের বোঝানো হচ্ছে যে কোর্টের ডাইরেকশন না মানলে কোর্ট ওদের শাস্তি দেবে, আমি তো বুঝলাম কোর্ট রাজ্যকে ডাইরেকশন দিয়েছে, আর পদক্ষেপ করতে হলে রাজ্যই করবে এটাও পরিষ্কার করে দিয়েছে। উল্টে আমার তো মনে হয় রাজ্য আবার যদি গিয়ে নালিশ করে যে বাচ্চারা সরকারের কথা শুনছে না, ভিডিও ছাড়া আলোচনায় বসতে চাইছে না, আমরা সামলাতে পারছি না। কোর্ট বলতেই পারে যে — তাহলে আর কী করবে বলো, দেখো রাষ্ট্রপতিকে গিয়ে বলো যে সরকারি কর্মচারীরা সরকারের কথা শুনছে না আস্থা রাখতে পারছে না, রাষ্ট্রপতি নিশ্চয়ই উপায় বের করবেন। :-)
  • . | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৯530563
  • চা খাবার পার্মিশানও সুপ্রীম কোর্টই দেবে। আমিও একটা পার্টিতে বিলংস করি যেহেতু। laugh
  • অরিত্র | 103.77.139.135 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৫530562
  • আর সবেতেই কোর্ট! আলোচনা করতে কোর্টকে বলে দিতে হবে, তার ভিডিও করতে নাকি কোর্ট অনুমতি লাগবে, ডাক্তারদের কাজে ফেরানোটা কোর্ট করে দিক, অপরাধের বিচার সেতো কোর্ট নিজেই দায়িত্ব নিতে বাধ্য হয়েছে অবস্থা দেখে। কোর্টই রাজ্যটা চালিয়ে দিক।
  • অরিত্র | 103.77.139.135 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৪530561
  • রাজ্যের পুলিসকে সরকারি হাসপাতাল অধ্যক্ষকে বাচ্চা ডাক্তার খুন ও ধর্ষনের কেসে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে সিবিআই ধরে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে মুখ্যমন্ত্রী তার সরকারের বাচ্চা ডাক্তার কর্মচারীদের সঙ্গে নিম্নমানের রাজনীতি করছেন, বদনাম করছেন, ভয় দেখাচ্ছেন এবং তাদেরকে পরস্পর লড়িয়ে দেওয়ার চেষ্টাও করছেন। কী দৃশ্য!
  • অসততা | 2405:8100:8000:5ca1::186:40ea | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৩530560
  • "স্টেটসম্যান যখন ছেপেছে, এটা ফেক ছড়ানো হচ্ছে বলেই ধরতে হবে।"
  • | 2409:40e0:34:d858:8000:: | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৩530559
  •  নীচের  বড় হাতের বি আমি। 
  • B | 2409:40e0:34:d858:d1b2:83cd:9707:3909 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:২০530558
  • ৯:৫৬ এর একেবারে খাপে খাপ laugh
  • dc | 2401:4900:2653:9af8:b8a1:b13e:5b9:d31d | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:১১530557
  • ইন ফ্যাক্ট সৈকতবাবুর বক্তব্য হলো, "কী মুশকিল এ তো অন ক্যামেরা জিনিস। ওসির নাম করেননি বলেই তো বললাম, কে জানা যায়নি"
     
    এর উত্তরে চাড্ডি অ্যাপোলজিস্ট লিখলো "স্টেটসম্যান ফেক"। ঠিক এই ধরনের অসততাই অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে :-) 
  • dc | 2401:4900:2653:9af8:b8a1:b13e:5b9:d31d | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৭530556
  • পলিটিশিয়ান এর ৯ঃ৩২ পোস্টঃ ফেক খবর যাচাই করার বা ফেক অ্যাট্রিবিউশান যাচাই করার একটা পদ্ধতি আছে তো। সৈকতবাবু প্রথম থেকেই সেই পদ্ধতিতে স্টিক করে থাকছেন। এমনিতে দেখুন, কতো বিখ্যাত লোকের নামে কতো উক্তি অ্যাট্রিবিউট করা হয়, সেসবের জন্য ফ্যাক্ট চেকিং সাইটও আছে। সেই পদ্ধতি ফলো করতে বাধা কোথায়?
     
    ইন ফ্যাক্ট এই আন্দোলনের দুটো ব্যাপার আমার বেশ ভালো লাগলো, বা শিক্ষনীয় মনে হলোঃ 
     
    প্রথম থেকে সৈকতবাবুর ফ্যাক্ট চেকিং টই সিরিজ, যা আইটি সেলের যুগে প্রতিটা আন্দোলনে করা উচিত। আর ডাক্তারদের লাইভ স্ট্রিম বা ভিডিওগ্রাফির দাবী (দুতরফেই), যেটা প্রতিটা স্টেকহোল্ডার মিটিং এ ব্যাবস্থা করা উচিত। 
  • :) | 2405:8100:8000:5ca1::262:96f0 | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৬530555
  • ফেক
    হাফ ফেক
    নাম বলেননি তো
    স্টেটসম্যান ফেক
     
    ল্যাঞ্জা ইজ আ ডিফিকাল্ট থিং টু হাইড।
  • সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৫530554
  • ওহো বলা হয়নি, বিনীত গোয়েল খুব চেঁচামেচি করেছিলেন, মিডিয়াকে দুষেছিলেন। কিন্তু ওটায় ফেক কী আছে?
     
    কলকাতা পুলিশের পেজে (যদি ওটা সুপ্রতিম চালান)  ট্রাফিক পুলিশের একটা ছবিকে পুরোনো বলে দাবী করেন। ওটা ফেক ছিল। কিন্তু তার সঙ্গে এই কেসের কী সম্পর্ক? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত