এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৩৮৪১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nk | 151.141.84.239 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৭502882
  • এর পরের বার হয়তো কোনো গুরু বা চন্ডাল বই লিখবেন "খুচরো পাঠকের খুচরো পয়সা"
    :-)
  • kd | 59.93.206.222 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:১৫502883
  • লোকে বলে দশচক্রে ভগবান ভূত। কয়েকটা চন্ডাল লিখলো আমার শরীর বেঠিক, আর ডিডি বিশ্বাস করে ফেললো, লিখলো ""অশক্ত কেডি'' - একবার ভেবেও দেখলো না যখন বাচ্চা-বাচ্চা ছেলেমেয়েগুলো আরামসে চেয়ারে বসে রসিদ কাটছে আর টাকা গুনছে তখন কোন মিয়াঁ মাথার ঘাম পায়ে ফেলে রাস্তা থেকে ঘাড়ে করে বইগুলো বয়ে বয়ে এনে টেবিল ভরাচ্ছে।
    একেই বলে কলিকাল!!
    :)

    ডি: প্রমাণ হিসেবে কোন লিঙ্ক দিতে পারবো না - বিশ্বাস না করলে কিস্‌সু করার নেই।
  • omnath | 117.194.192.216 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২২502884
  • ব্রতীনদাকে, এই মুহূর্তে "বেথে-১" উপাধি দিয়ে সিকিকে "বেথে" হইতে 'বেথে-২' তে প্রমোশন দেওয়া হল।

    শ্রাবণীদির সাথে দেখা হয়েছিলো আর সে গুড় চেয়েছিলো বৃহস্পতিবার, আমি নিয়ে গেছিলাম শুক্রবার, সেদিন দেখা হয় নি।

    ওফ্‌ফ্‌ফ্‌।
  • nk | 151.141.84.239 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯502885
  • কেডি, একেই কি বলে অ্যানেকডোটাল? :-)
  • picasa | 122.161.242.22 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯502886
  • picasaweb.google.com/109619061153939324777/mollGH
  • Bratin | 117.194.96.146 | ০৬ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৭502887
  • না না আমি অমন ছড়ু নই :-))
  • Tim | 198.82.26.87 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০০:৩৬502889
  • সিকি তো অনেকদিন থেকেই বেথে-2.0 ভার্সনে চলছে। বোতিন্দাকে বেথে-১ পোস্টটা দেয়া যেতেই পারে।
  • Tim | 198.82.26.87 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০০:৪৭502890
  • ইন্দোদার ছবি থেকে নজর কাড়লো:

    কবিতার দেশে একজন দীর্ঘকায় কবি পদ্য পড়ছেন, আর মঙচে অন্যরা বিস্ফারিত চোখে তাকিয়ে।

    সাদা আলখাল্লা পরা পাইয়ের পিঠে কে যেন এঁকেটেকে দিচ্ছে। অনেক কিছু লেখাও আছে, তবে পড়া গেলনা।
  • r2h | 198.175.62.19 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০২:১৯502892
  • বইমেলায় কাগু উৎসব সংখ্যা বেরোয়নি?
  • pi | 59.177.196.125 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৩:২৯502893
  • না:। এবার বেরুবে। মোচ্ছব গুরু মোচ্ছব শেষে।
  • pi | 59.177.196.125 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৩:৩৮502894
  • যদ্যপি সিকিকে মামুর রোগে ধরিয়াছে,সুযোগ পেলেই আমার সম্বন্ধে ভুলভাল তথ্য দ্যায় x-(, তবুও সিকির ধারাবিবরণীকে বড় লাইকিয়ে গেলুম। আরো বাকি অনেকের লেখার সাথেই।

    আর শেষের আগের দিন গোঁসাই বাবু জনৈক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা নিয়ে যে কত কিছু কয়ে গেলেন, কয়েই গেলেন আর পরিচয় না দিয়ে বন্ধ্যোপাধ্যায় মহাশয় উদাস দৃষ্টিতে দাড়ি মুচড়ে গেলেন, মুচড়েই গেলেন সেতো আর ইন্দোদা দেখেনি।

  • achintyarup | 59.93.244.226 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৩১502895
  • গোঁসাইবাবু পোসোংসা কচ্ছেন আর বন্দ্যোপাধ্যায়বাবু উদাসভাবে অন্যদিকে তাকিয়ে তাঁর দাড়ি মুচড়ে দিচ্ছেন, মুচড়েই চলেছেন -- এর একটা ছবি এঁকে ফেল দেখি হুতো
  • i | 137.157.8.253 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৩৩502896
  • কার দাড়ি?
  • achintyarup | 59.93.244.226 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৩৫502897
  • গোঁসাইবাবুরই হবে
  • nk | 151.141.84.81 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৪:৫৪502898
  • রসিদ কাটা শেখা হোলো না আমার, কোনোদিন রসিদ কাটিনি। এখন কী হবে?????
    কথাটা একেবারে সত্যি। যারা রসিদ কেটেছেন, তাদের একজনের সাগরেদি করতে চাই, কেউ নেবেন ছাত্র? কেলো? বড়াই? অচিন্ত্যনীয়? সামরান? কেডি?
  • Bratin | 117.194.98.95 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৭:০০502899
  • আমার একটাও ফোটো নেই। প্রশ্ন হল কেন? এটা কী করে হল? আমাকে কেন বাংলা উপেক্ষা করা হলো? অথচ ভাল করে দেখলাম। বাকি সব্বার ফোটো আছে।

    তাই জনগনের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি দু দিন করসেবা দিয়ে এসেছি। যথেষ্ট মনোমালিন্য সঙ্কেÄও।
  • Lama | 116.203.190.75 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৭:২২502900
  • আহা, আমারও তো ছবি নেই। অমি অবশ্য দু দিন তো দুরের কথা দু ঘন্টাও ছিলাম না।
  • Nina | 69.141.168.183 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৭:২৫502901
  • লামা--আহা আমার বাড়ীতে ভাটে তোমার ছবি আচে :-)
  • d | 14.99.220.106 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৮:২৯502903
  • ও কেলো, আপনার সাথে আলাপ করার বড় ইচ্ছে ছিল আমার। টাইম মিসম্যাচ হয়ে গেল।

    ইন্ডোর প্রথম সইটা আমি নিয়েছি। সই চাইতেই ব্যাটা যা ব্লাশ করল না ..... :-))) নার্ভাস হয়ে পেনের কালি ফুরিয়ে গেল।
    আর রাত্তিরকে আশেপাশে দেখতে না পেয়ে ইন্ডোর 'আমার বউ আমার বউ কইইইই' আর্তনাদটাও ... :-)) টিমিরা জানে ।

    লামা সেদিন আমাকে চিনতে পারে নি। আমি একটু একটু মুচকি হাসলাম, লামা হাসবে কি না ঠিক করতে পারছে না দেখে আমি কাটলাম।
  • siki | 122.177.201.225 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫১502904
  • উহ্‌, জেবনে কতো চাপ!
  • Tim | 98.249.6.161 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৪502905
  • কে বা কারা যেন আমাদের গুরুপ ছবি তুল্লো লিটল ম্যাগ ম্যালায়। সুমিতদা কি? কোত্থাও দেখতে পেলুম না সেসব।
    বইম্যালাতেও মনে লয় আমাদের কুনো ছবি নাই। এমংকি ইন্দোদা পজ্জন্ত ছবিছাবা তোলেনি। থাক, আকবা।
  • Tim | 98.249.6.161 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:১৯502906
  • অটোগ্রাফ দিতে হলে সব্বাই নার্ভাস হয় ( সিকি ছাড়া, ছবিতে দেখুন ক্যামন নির্বিকল্প অটোগ্রাপ দিচ্ছে)।
    মামু এক্সাইটেড হয়ে ভুলেই গেছিলো কার পেন দিয়ে লিখছে, তারপর বোধয় সেই পেনটাও দিতে যাচ্ছিলো সই শিকারী কে-- অনেক কষ্টে থামানো হয়েছে। ইন্দোদার পেনের কালি ফুরিয়ে গ্যালো না হাত ঘামছিলো কেজানে-- তারপরে ঐ আত্তোনাদ। এইসব নানাবিধ মজার ব্যাপার হলো।
  • shrabani | 124.124.244.107 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৪০502907
  • সোমনাথ, মনে করে এনেছিলি এই অনেক, তুই খেয়ে নিস আমার নাম করে (যদি ঐ বাটিটা শেষ হয়ে যায় তাহলে আর এক বাটি)!:)

    আমি সাড়ে দুই দিন মতো গেছি বইমেলা ও তার থেকে কিছু সময় গুরুর স্টলে, লিখলে অনেক লিখতে হয় তাই লেখা কাটিয়ে দিচ্ছি। তবে নতুন কারো সঙ্গে আলাপ হয়নি, সবাই তো চেনা, আগে না দেখলেও ভীষণ চেনা।
    চেনা লোকেদের সঙ্গে দেখা হলে, আড্ডা মারলে যেমন ভালো লাগে তেমনটাই লেগেছে!
  • i | 137.157.8.253 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৮502908
  • আরে, আমার ছবিও কেউ তোলে নাই লি ম্যা মেলায়। তো, কি করবেন? গুরুর লোক সব এমনধারা বলে দুটি নিন্দেমন্দ কোর্বেন না না বেশ ভালৈ হইচে -ছবিছাবা নাই, সুচিত্রা সেনমার্কা ইমেজ রক্ষিত হইল বলে হাঁফ ছেড়ে বাঁচবেন?
    সত্যি কথা যদি কইতে হয়, তবে কই-আমার এমন একখান ইমেজ বা লা / গুরুতে- আমি নিজেও জানতাম না- এই মনে করুন ঘটিহাতা বেলাউজ, এলো খোঁপা, না কি বলে কবরী, তাতে লাজুক কুসুমখানি, ঘোমটার আভাস দেখা গেলেও যেতে পারে-বিষাদখিন্ন হাসি -এইরকম ...
    তাই প্রথম দেখায় সবাই কেমন কেমন ভির্মি যায়। এবারেও তো স্যান বোল্লো- কি বোল্লো? :)))
  • omnath | 59.160.210.2 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:১১502909
  • বেথে১ বোতিন্দাকে মনে করিয়ে দেওয়া যাক, ফটো তোলার সময়ে নিজের মোবাইল বাড়িয়ে দেওয়ায় ওঁর বিশেষ অনুরোধে তোলা চন্ডাল-স্টলরক্ষক ও গুরুপোস্টারসহ ওঁর ছবি ওঁর ই মোবাইলে সুসংরক্ষিত। সেটা একটু কষ্ট করে আপলোডালেই হয় এখন।
  • siki | 155.136.80.81 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১২:৫০502910
  • আইদিদি, আপনারও কি যথেষ্ট মনোমালিন্য ঘটেছে? অ্যাঁ? ক্কেউ ছবি তুলল না, এ কী অশৈরণ ব্যাপার, অ্যাঁ?
  • ho ho | 14.99.247.105 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৩:৪৩502911
  • হো হো হো হো হো হো
    এত এফোর্ট দিয়েও পুসিমশাইয়ের আর ময়ুর হওয়া হল না। যে কাক সেই কাক। হোহ হো

  • ranjan roy | 122.163.38.66 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৫502912
  • বিয়েবাড়ি আর বইমেলা--- অনেকের সঙ্গে দেখা হয়ে যাওয়াটা বিশেষ আকর্ষণ।
    দেখা হল পুরনো সাথি ইদানীং দিল্লিবাসী রাজদীপের সাথে, টুপির জন্যে চিনতেই পারছিলাম না! কি কেলো! খুব ভালো লাগলো। তারপর কেলোবাবু, কেসি-এদের সঙ্গে আলাপ করার ইচ্ছে অনেকদিন ধরে পুষে রেখেছিলাম। আর দুই ডাক্তার-ইন্দো এবং সুমিত, রাত্রি। চমৎকার। মামুর সঙ্গে পরিচয় ছিল, কিন্তু ময়মনসিংহের মাইয়া মামীর সাথে রোজ দেখা, এবং ওদের গাড়িতে রাত্তিরে বাড়ি ফেরা, রোজ।
    দাড়ি কামানোয় পাই এবং মামু অনেক্‌ক্ষণ চিনতে পারেনি। সেই সুযোগে পাইকে বল্লাম--আপনাদের স্টলে দাম বেশি। এই চটিগুলোই অন্য স্টলে কম দামে দিচ্ছে! নাট্যপ্রেমী এবং মহাভারতের নতুন টীকাকার শুদ্ধসঙ্কেÄর সঙ্গে সাক্ষাৎ পরিচয় এবং পরামর্শের সুবাদে এক দুপুরে ""পিংকিবুলি'' নাটকে দুই বাচ্চামেয়ের প্রাণবন্ত অভিনয় দেখে বেশ আশাবাদী হলাম।
    সুমেরু ও সামরান যথারীতি হেব্বি খেটেছে।
    কিন্তু সুমেরুর সেল টক--"" এইযে গুরু এসে গেছে, হ্যাঁহ্যাঁ, এইটাই সেই, সেই যেটা আপনি খুঁজছিলেন। মুঠো-মুঠো করে তুলুন এবম পড়ুন। "লা জবাব দিল্লি'
    বইটার জন্যে এটার সঙ্গে ফ্রিতে কুতুবমিনার, আর আকবরের জন্মজল!
    আমি পালিয়ে পাশের ইউরিনালের পাশে সবুজঘাসে বসলাম। ভিলাইয়ের কবি বল্লেন-- আমাদের ভিলাইয়ে কাজের চাপে দেখা হয় না। এখন কোলকাতার বইমেলায় দেখা হচ্ছে।
    আমি-- হ্যাঁ, ইউরিনালে।
    (আমি ওনার বই নিলাম, উনি একটাও গুরু নেন নি, খার হবে না!)
    দময়ন্তীর চশমা ঝিকিয়ে উঠলো--বলুন তো আমি কে? আমি হিন্টস্‌ চাইলাম। দিল্লি,ব্যাংগালোর বলায় আমি ভাবলাম স্যান, সবাই হাসলো। কিন্তু দমু পুণে বল্লে ঠিক পেরেযেতাম।
    দেখা হয়নি স্যান, দুখে ও ব্রতীনের সঙ্গে। কোঈ বাত নহী, আগলেবার সহী!
    কিন্তু ব্রতীনের থেকে আমার একটা খাওয়া পাওনা আছে। নহী ছোড়েঙ্গে। বালি মে কিরায়া কে মকান লেকে রহেঙ্গে!
    ও হ্যাঁ, বিএল পাড়ার ঋতবানের( ট্যানের ছোটভাই) কবিতার বই সপ্তর্ষিথেকে বেরিয়েছে। এসে দিল। খুব ভাল লাগল।
    কেডিদা ও আবেশদার কথা না বল্লে পাপ হবে।
  • i | 124.169.140.46 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৫502914
  • ব্রতীন, তুমি মন খারাপ কোরো না। অনেকেরই ছবি ওঠে নি। এই তো টিম লিখল। আমি যতটুকু ছবি টবি দেখলাম তাতে কেসি, কিকি -কাউকেই দেখলাম না মনে হয়। এই রকম নিশ্চয়ই অনেকে আছেন যে ছবিতে বাদ পড়ে গেছেন।
    আমার নিজের কথা তো বল্লামই-:))
    ছবি দিয়ে কি প্রমাণ/ অপ্রমাণ হয় বলো? কিচ্ছু না।
    মন খারাপ কোরো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন