এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৩০৮৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 79.236.160.162 | ০৩ জুন ২০১২ ০০:৫৮551948
  • পৃথিবীর বিভিন্ন বড় মেট্রোতে কিন্তু লোকে তাই করে। খুব কম লোকই শহরের পশ এরিয়াতে থাকে। বেশীর ভাগই সাবার্ব থেকে যাতায়াত করে, ওয়ান ওয়ে ঘন্টা দুয়েকের কম্যুটও থাকে। তারা ভালই আছে। খাসা আছে। ভারতের শহরগুলোতেও তাই।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০১:০০551952
  • আমার ধারণাও ব্ল্যাংকের ১২ঃ৫০ এর মতন।

    তা , পিনাকীদা শ্রমের বাজারদরে এই কারুর জন্য মাসে দশহাজার ( বা আরো অনেক কম) আর কারো জন্য দশ লাখ ( বা আরো অনেক বেশি) ... এটা ঠিক মনে হয় ?
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০১:০০551951
  • আমার ধারণাও ব্ল্যাংকের ১২ঃ৫০ এর মতন।

    তা , পিনাকীদা শ্রমের বাজারদরে এই কারুর জন্য মাসে দশহাজার ( বা আরো অনেক কম) আর কারো জন্য দশ লাখ ( বা আরো অনেক বেশি) ... এটা ঠিক মনে হয় ?
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০১:০০551950
  • ব্ল্যাংক, কোথায় দশলাখে বাড়ী উইথ জমি নামছে? আমি একটা নামাতে চাই।
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০১:০১551956
  • ঘন্টা দুয়েকের কম্যুট করে ভালো আছে? আমি তো দেখি না।
  • Biplab | 78.33.140.55 | ০৩ জুন ২০১২ ০১:০১551955
  • আর সব শহরেই প্যারালাল ইকনমি চলে। যখন হস্টেলে থাকতাম, থানার পাশে ফুটপাথের বৌদির দোকানে দশ টাকায় মাছভাত খেতাম কখনো কখনো। এখন কি পারব? মানে কোনো একদিন শৌখিন অ্যাডভেঞ্চার করে পারতেই পারি। কিন্তু ঐটা আমার রোজকার জীবন হবে না। কিন্তু বহু লোক তো ঐটাই খেয়ে চালাচ্ছে। জীবনযাপনের ধরণের সাথে সাথে খরচার প্যাটার্ণ পাল্টায়। কাজেই মাসিক খরচও বেড়ে যা

    ।।।
    উঃ
    কি মিস করছি। আই আই টির বাইরে একটা জুপরিতে ২০ টাকাতে চিতলের পেটি আর কাঁচা লঙ্কার ঝালের পুঁটি মাছ খেতাম। পরের দিন শর্ষে ইলিশ, তার পরে রাতে ২৫ টাকায় খাসির মাংস !
  • lcm | 79.236.160.162 | ০৩ জুন ২০১২ ০১:০১551954
  • শ্রীসদা,
    লক্ষ লক্ষ লোক কিন্তু ব্যান্ডেল, খড়গপুর, সোনারপুর, বজবজ, ঠাকুর্পুকুর, ব্যারাকপুর -- থেকে ডেইলি প্যাসেঞ্জারি করছে। তারা তো দিব্য আছে ভাই। শুধু সেক্টর ফাইভের লোকজনের টালিগঞ্জ যেতে আসতে এত প্রবলেম কেন বলো তো?
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০১:০৩551957
  • আমার অপশান থাকলেও আমি মাঝে মাঝেই যাই। ইদানিং গুচ্ছ বাস হয়েছে এই রুটে। মেট্রো হয়ে গেলে আরো ভাল। বেসিকালি বারুইপুর থেকে ডাইরেক্ট কিছু নেই তাই, নইলে গাড়ি টা কাটিয়ে দিতাম। ঐ পয়সায় ৫০০মিমি প্রাইম লেন্স হয়ে যায়।
    আর লাইফে খুশি কি খুশি নয়, এটা মাপা খুব চাপ। আপাতত গারহি বলতে অন্ততঃ রোজ আর বাড়ি বলতে মহীশুর প্যালেস না পেলে আমি খুশি নই।
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০১:০৬551959
  • পিনাকি দা, আমার বাড়ি বারুইপুরে। এদিকে কাটা দুয়েক জমি আর একতলা বাড়ি নেমে যাবে। আর কয়েক লাখ জুরলে মার্বেল ও বসানো হয়ে যাবে। আমি সাধারন বাড়ি বলছিলাম।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০১:০৬551958
  • বাড়ির রান্নাবান্না খেলে মাসে কত খরচ পড়ে ?
    আর ঝুপসে তো আইটিওয়ালারা হুলিয়ে খায় দেখি। পিনাকীদা খেতে পারবেনা , শিওর ? ঃ) যতটা ভাবছো, ততটা হয়তো বদলাওনি ঃ)
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০১:০৭551961
  • ঘন্টা দুয়েকের কম্যুটে স্ট্রেস আর ফিজিকাল এক্জার্শনের ফ্যাক্টরটাও আনতে হবে যে দাদা। মিলওয়াকি থেকে শিকাগো যাওয়া আর হোয়াইটফ্ল্ড থেকে ইলেকট্রনিক সিটি যাওয়া কী এক হল? দুটোতেই অবশ্য একই সময় লাগে।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০১:০৭551960
  • যারা ট্রেনে করে রোজ একঘন্টার জার্নি করে অফিসে আসে, তারা খুব মজায় আছে - এটা মানতে পারলাম না। অনেকের ট্রেনে তাসের গ্রুপ থাকে, তারা জবরদস্তি জায়গা ফায়গা রেখে মস্তি করতে করতে যাতায়াত করে। যাদের সেটা নেই তাদের যাতায়াতটা জাস্ট হিউম্যান ডিগনিটির অতীত। ট্রেনে ১৬ বছর ডেলি প্যাসেঞ্জারি করে কথাটা বলছি।
  • xi | 161.141.84.239 | ০৩ জুন ২০১২ ০১:০৮551963
  • মহীশূর প্যালেস খুব সুন্দর বুঝি?
    ছবি টবি আছে কিছু? দেখতাম।
  • lcm | 79.236.160.162 | ০৩ জুন ২০১২ ০১:০৮551962
  • খুব রিসেন্টলি আমার এক পরিচিত ভদ্রলোক রিটায়ার করেছেন। পুরো চাকরি লাইফটাই চন্দননগর থেকে ডালহৌসি ডেইলি প্যাসেঞ্জারি করেছেন। এবং চমৎকার ছিলেন এবং আছেন।
    এরকম অনেকেই আছেন।

    অপ্পোন, তুমি ভালো আছে দেখতে পাও না। কিন্তু কোটি কোটি লোক কিন্তু লম্বা কম্যুট করছে। এখন তুমি বলতে পারে তারা সবাই খুব কষ্টে আছে।
    ভালো খারাপ থাকা ব্যাপারটা কিঞ্চিৎ রিলেটিভ।
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০১:১১551965
  • আরে মজায় কেউ নেই। ডেলি গাড়ি করে গেলেই বা কোন মজাটা আসে কে জানে !!!! ঐ ভাবে মজা মাপতে গেলে চাপ আছে। লোকে ট্রেনে যাতায়াত করেও আপিস করে। আড্ডা মারে। হাসি মুখে দিন কাটায়। পুজোয় শিলং কি দার্জিলিং বেড়াতে যায়।
    আর আজকাল ট্রেন ছারাও অনেক অপশান হয়েছে। ক্রমশ সেগুলো বাড়ছেও।
  • lcm | 79.236.160.162 | ০৩ জুন ২০১২ ০১:১২551968
  • সিনেমা দেখে, মাঝে মধ্যে বিরিয়ানি খায়, এমনকি এনাদের ছেলেমেয়েরা লেখাপড়াও করে, জয়েন্টে চান্সও পায় - এসবই হয় দেড় ঘন্টা কম্যুট করে। কোটি কোটি মানুষ করে।
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০১:১২551967
  • ডিপেন করছে বাড়ির রান্নাবান্না কে করবে? কাজের লোক দিয়ে করালে মিনিমাম চার থেকে ছয়্হাজার মাসমাইনে হিসেবে যাবে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০১:১২551966
  • লসাগু দা কে ক
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০১:১৩551970
  • আমি সেক্টর ফাইভ থেকে নিউব্যারাকপুর যাতায়াত করে দেখেছি। মিনিমাম দেড় ঘন্টা। দাঁড়িয়ে। ঘেমে। ধোঁয়া খেয়ে। ঝাঁকাতে ঝাঁকাতে। ওর পরে বাড়ী ফিরে নিজেকে মানুষ বলে মনে হয় না। এগুলো অনেককেই করতে হয়। বেটার অপশন নেই বলে লোকে মানিয়ে গুছিয়ে নেয়। সেই অব্দি ঠিকই আছে। রোজকার লাইফ নিয়ে কমপ্লেন করে খামোখা কি লাভ যদি না কোনো অল্টারনেটিভ থাকে?
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০১:১৪551973
  • আমাদের বাড়িতে রান্নার দিদি মাসে হাজার নেয়। সকালে এসে রান্না বান্না করে। তাও এটা বেশ ওভার রেটেড। মামার বাড়িতে দেখেছি ৮০০।
  • xi | 161.141.84.239 | ০৩ জুন ২০১২ ০১:১৪551972
  • ট্রেনে বাসে গাড়িতে কোনো কিছুতেই কি খুব মজা করে যাওয়া যায়?
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০১:১৪551971
  • পিনাকীকে ক।
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০১:১৫551974
  • মাইসোর প্যালেসের ভেতরের ছবি তোলা নিষিদ্ধ।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০১:১৬551977
  • কারুর দশলাখ আর কারুর দশ হাজার হলে কি করা উচিত? দশ লাখটা কমানো উচিত না দশ হাজারটা বাড়ানো উচিত? দশলাখটা কমালে কি দশ হাজারটা বাড়বে? নাকি পুলিং ডাউন এফেক্টে দশ হাজারটাও আরো কমবে?
  • aka | 85.76.118.96 | ০৩ জুন ২০১২ ০১:১৬551976
  • জাই, জায়গা কমেছে লোক বেড়েছে বলে, টাকা বাড়ুক না বাড়ুক লোক বাড়তই, অতএব যে খোলা জায়গা এখন টাকা থাকার জন্য ফ্ল্যাট দিয়ে বাড়ছে, তখন বস্তি দিয়ে বাড়ত।

    আর জায়গা কমেছে ব্যপারটা অনেকটাই শহরে বা শহরের ধারে কাছে যারা রয়েছে তাদের এক্সপেরিয়েন্স। কারণ মাইগ্রেশন হচ্ছে।

    মোদ্দা কথা, লোকের হাতে টাকা এসেছে এটা ভালো ব্যপার।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০১:১৭551980
  • ট্রাফিকে আটকে থাকতে হলেই কষ্ট।

    ডিসেন্ট্রালাইজ করা উচিত তো। সবকিছু একটা শহরের, তারো আবার কিছু বাছা জায়গা কেন্দ্র করে হবে কেন ?
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০১:১৭551979
  • পিনাকি দা,
    লাখ মাইনের জন্য মাঝ রাতে যখন কল attend করতে হয় তখনো নিজেকে মানুষ বলে মনে হয় না।
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০১:১৭551978
  • সেইটাই তো। কলকাতার কস্ট অব লিভিং দিয়ে বাকি মেট্রোর জীবনযাপন মাপতে যাওয়া ব্যথা আছে। কলকাতায় একলাখি চাকুরীজীবীরা সত্যি রাজার হালে থাকে।
  • xi | 161.141.84.239 | ০৩ জুন ২০১২ ০১:১৮551981
  • ব্ল্যাংক, এ প্যালেস তো এলাহী ব্যাপার। কিন্তু এ কি থাকার জন্য? এ তো বড়োদরের সব সম্মেলন, বিয়ে টিয়ে কি অন্যরকম ইলাহী ব্যাপারের জন্য। বা টুরিস্ট অ্যাট্রাকশন।
    থাকার বাড়ির চাপরাশে চাট্টি সবুজ, কয়েকটা বড় ছায়া দেওয়া গাছ, একটা ছোটো ফুলবাগান--এসব থাকার কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন