এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান - ২

    Samik
    বইপত্তর | ২১ নভেম্বর ২০১১ | ৩৮৪২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 122.163.38.66 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৩502915
  • আর একজন গুরুর সঙ্গে দেখা হল। ঝিলমিল। প্রথম দিন ব্ল্যাংকি এসেছিল। আমি চারদিন পরে আসায় দেখা হয় নি। আর রোজ একটি দল গিটার ইত্যাদি নিয়ে ঘুরে ঘুরে নাচে গায়। জানলাম- ওরা হল পিডিএসএফ। তাদের মধ্যে ডোরাকাটা গেঞ্জি পরা অত্যন্ত হ্যান্ডসাম ছেলেটি নাকি আমাদের রোকেয়া! ক্ষী ক্ষান্ড!
    কোথায় খড়গপুরে গম্ভীর মুখে নাকে চশমা এঁটে রিসার্চ করবে(যা বাড়ি থেকে বলা হয়েছে) তা না! রোজ বইমেলায় "" হেঁই সামালো, হেঁই সামালো'' করে নাচছে! আমাকে বল্লো-- আপনার তো পুরনো চেনা গান নাচতে আপত্তি কিসের?
    তা মিঠুর টেবিলে ব্যাগ ছুঁড়ে দিয়ে ওদের সঙ্গে দু-চক্কর হেঁই সামালো নেচে নিলাম। মনে হল বয়স খানিকটা কমেছে, পরে টের পেলাম অ্যাজমাটা বেড়েছে।
    সেই শুনে ছোট ভাই চোখ কপালে তুলে বল্লো-- বইমেলায় নাচলি? আগামী বচর যেন মেলার ধারেকাছে না দেখি!
    আর পাই যে কিভাবে কোথায় কোথায় গুরু বেচল তার খানিকটা বর্ণনা সিকি দিয়েছে। অডিটোরিয়ামে জল-জঙ্গল নিয়ে সেমিনার। জয়া মিত্র- কৌশিক সেন থাকবেন। পাই কিন্তু-কিন্তু করে বললো-- কিছু গুরু এবং চটি পেলে ভালো হত। আমি কিছু নিয়ে দিয়ে এলাম। রাত্তিরে ফেরত চাইতে গিয়ে দেখলাম সব বেচে দিয়েছে। এইসব দেখে অচিন্ত্য ওর কেনা বইগুলো আমার ব্যক্তিগত জিম্মায় রেখে ফোটো তুললো, মেলা ঘুরল। ওর ভয় পাই এবং সুমেরু এগুলো বেচে দিতে পারে!!
    বান্টি অউর বাবলিতে বাবলির রোল বোধ হয় পাইয়ের আদলে তৈরি। তাজ না হোক, ভিক্টোরিয়া ও বেচতেই পারে। সেই ভয়েই বইমেলা ওপাড়া থেকে সরিয়ে মিলনমেলায় আনা হয়েছে।
  • kumu | 122.176.32.39 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৪502916
  • সিকি,রাগ কোরো না,আমি রোব্বারে কম্পু খুলে তোমার্থেকে জেনে নেব ম্যামি ই:কে কোথায় দেখা যাচ্চে।

    তোমার পিকাসা তো সমুদ্র,আনাড়ীর পক্ষে সেখানে খোঁজা একটা অসম্ভব কথা।
  • ranjan roy | 122.163.38.66 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৬502917
  • ""হো-হো''র উদ্দিষ্ট পুসিমশাইটি কে?
  • kumu | 122.176.32.39 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৯502918
  • রঞ্জনদা,পাইএর উপহার পাওয়া বই অচিন্ত্য আর সামরান বেচে দিল,তার বেলা?
  • omnath | 59.160.210.2 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৬502919
  • আমি যা বুঝলুম - "পু:সি: = পুরুষ-সিংহ"। রাতে বেথে১ লিখলে কনফার্ম হওয়া যাবে ইলেকট্রনিক চোখের ব্যপারটা। ;-)

  • omnath | 59.160.210.2 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৮502920
  • কুমুদি, ঐ বই বেচে দেওয়ার কেসটা বোঝার পরই না অচিন্টিদা ভয় খেল। ;-)
  • siki | 155.136.80.81 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০১502921
  • ফটাশম্যাম ক্ষী যে বলেন।
    http://picasaweb.google.com/109619061153939324777/mollGH

    এইখানে ম্যামি আছেন। খুঁজে ন্যান। কেসি আছেন। খুঁজে ন্যান। কেবল চৈনিক শান্তনুর ছবি তোলার সময়ে ব্যাটারি শেষ হয়ে গেছিল।

    সবার ছবি এক জায়গায় কোলেট করে একটা গোদা অ্যালবাম বানালে হয়।

    আর রঞ্জনদা, পাই যে চান্স পেলে তাজমহলও বেচতে পারে, সে তো আমি আগেই বলেছি। দিল্লিতে ঘুরছে এখন মেয়েটা, ভয়ে ভয়ে ছিলাম, তবে ও কুতুব মিনার না বেচেই লালকেল্লার দিকে চলে গেছে। করিমস বেচে না দেয়, একটা আশঙ্কা এখনও রয়ে গেছে যদিও।

    পাই আজ রাতে পালাচ্ছে।

    নীনাদি, তোমার বই পাইকে দিয়ে দিইচি। নিয়ে নিও।
  • kumu | 122.176.32.39 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০২502922
  • ও:,ও:,ও:-এর্চেয়ে খড়ের গাদায়----

    এই লিং এ আমি নাই,সে যাগ্গে,ম্যামি/কেসি কত নং ছবিতে?কী পরে?

    ইন্দোর পাশে রাত্রি?
    ক্ষ্যামা দ্যাও, রোব্বারে ফোনিয়ে নোব।
  • ranjan roy | 122.163.38.66 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৯:০৮502929
  • টিম এর সঙ্গে দেখা হল না। ও সত্যি বইমেলার চেয়ে বড় দায়িত্বে ব্যস্ত ছিল। সস্ত্রীক শান্তনুর সঙ্গে আলাপ হয়ে খুব ভাল লাগলো। ভূতের গল্প শোনানো অর্ণব নতুন বিয়ের পর বৌকে না এনে বান্ধবীকে নিয়ে গুরুর স্টলে এল। সে দেখে ভির্মি খেয়ে আমি ওকে মায়াকোভস্কির চার লাইন সাবধান বাণী শোনালাম। সে মুচ্ছো গেল, এবং আর একদিনও এল না।
    ম্যক্সিমিন ওনাকে ব্যক্তিগত খিল্লি করা নিয়ে একটু আহত ছিলেন। আমি সবিনয়ে বল্লাম-- এটাই গুরুর মজা। দিল পে মত্‌ লেঁ অউর ময়দান ন ছোড়েঁ।
    সিগ্রেট খাওয়া নিয়ে গিল্ডের ছোঁড়াদের সঙ্গে বুড়োদের একদিন জোর লড়াই। কবি অনিকেত রায় ( যাঁর রোগা , দাড়ি-চুল সম্বলিত কবিতা পাঠের ছবি ডাক্তারের সৌজন্যে সবাই দেখেছেন তিনি বল্লেন -- ফেলব না, কি করবে?
    ক'জন ইয়ং ছেলে বললো-- আমাদের অ্যারেস্ট করতে হলে গাড়ি নিয়ে এস, হেঁটে যাবো না।
    সামরান বলল-- মেয়ে বলে আমাকে আলাদা করে টার্গেট করছেন?
    কাব্লিদা ক্ষেপে গিয়ে বল্লেন- আমাদের সঙ্গে লেগো না, গুঁড়িয়ে যাবে। যত্ত শালা--!
    আমি আনন্দসাগরে ভাসিয়া মধ্যস্থতা করতে লাগলাম( সুজাত ভদ্রদের মত?)
  • pinaki | 138.227.189.9 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৩৭502930
  • ইয়ে মানে জনতা সেন্টুতে নেবেন না, কিন্তু আমার মনে হয় এত ভীড়ের জায়গায় বিড়ি সিগারেট না খাওয়াই ভালো। কাঠ, কাগজ এবং কাপড় - এই তিনটের যেকোনোটাই কিন্তু মুহুর্তের অসাবধানতায় বড় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। আর বইমেলার মত জায়গায় একবার সামান্য আগুন লাগলেও স্রেফ স্ট্যাম্পেড হয়ে প্রচুর লোক মারা যেতে পারেন। ঘটনা যতক্ষণ না ঘটছে ততক্ষণ এই কথাগুলো বাড়াবাড়ি মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু একবার ছড়িয়ে গেলে গোটানোর উপায় থাকবে না। আমরির ক্ষেত্রেও বেসমেন্টে বিড়ি সিগারেট খাওয়া থেকেই আগুন লেগেছে বলে অনেকে অনুমান করেছেন।

    কেউ ভাবতে পারেন আমি কি অতই ইরেসপন্সিবল যে পত্রিকার টেবিলে বসে সিগারেট খাবো? ফাঁকা জায়গায় খেলে ক্ষতি কি? কিন্তু ল এনফোর্সমেন্টের অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা ভেবে দেখুন। এত মানুষের জীবনের ব্যাপার যেখানে সেখানে কি একজন ইন্ডিভিজুয়ালের রেসপন্সিবিলিটি সেন্সের উপর পুরোটা ছেড়ে দেওয়া যায়?

    আমার মনে হয়, যে আমরা আমরির মত ঘটনায় সংশ্লিষ্ট পক্ষের দায়িত্ববোধ নিয়ে এত কথা বলেছি, সেই আমরাই এত ভীড়ের মাঝে সিগারেট খাওয়া এবং তাই নিয়ে পুলিশের সাথে কনফ্রন্ট করার মাঝে বীরত্ব খুঁজছি - এদুটো হয়তো একসাথে যায় না। গুরুর তরফে ভবিষ্যতে এব্যাপারে নিয়ম মেনে দৃষ্টান্ত তৈরী করতে দেখলে ভালো লাগবে।
  • Lama | 117.194.228.43 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪১502931
  • দম দি, আমি চিনতে পারি নি? অ্যাঁ? আমি? বলি টেবিলের তলা থেকে তোমার বই এর প্যাকেট খুঁজে দিল কে? শুধু সদ্য দেওয়া ইস্তফাটা নিয়ে গভীর চিন্তামগ্ন ছিলাম বলে হাসিটা ঠিকঠাক ফোটে নি।

  • tatin | 122.252.251.244 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪২502932
  • পিনাকীদাকে একটা বিরাট মাপের সমর্থন। একটু আইন/নিরাপত্তা মেনে চললে কি বাহাদুরি খুব কমে যাবে?
    যদিচ, আমি নিজেও দোষী
    তবে, পাই বিড়ি আগুন ছাড়া খেয়েছে
  • pinaki | 138.227.189.9 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৮502933
  • আরে আমার নিজেরই একবার হয়েছিল। ১৯৯৭ এর সংস্কৃতি শুরুর আগের রাতে রিসেপশনে রাত জেগে সাজানো গোছানো চলছিল। ভোরের দিকে চারটে নাগাদ রিসেপশনের মধ্যেই ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম ভেঙ্গে গেছে ধোঁয়ায়। দেখি রিসেপশনের এক কোনায় একটা কাঠের তক্তায় আগুন ধরে গেছে। সামান্য বিড়ির টুকরো থেকে। তারপর দু ড্রাম জল এনে সে আগুন নেভানো হল। স্পটে না থেকে হস্টেলে ফিরে গেলে পরদিন সকালে এসে হয়তো দেখতাম রিসেপশন পুড়ে ছাই হয়ে আছে।
  • Kaju | 121.242.160.180 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৫০502934
  • পিনাকীদাকে ক্ক য়ে ক্ক য়ে ক্ক।

    আর বইমেলা যে আগে খান্ডবদাহন দেখেনি তাও তো নয় ! একটা ছোট্ট সিগ্রেটের টুকরো কি শুধুই অলীক সিঁদুরে মেঘ?
  • Bratin | 117.194.104.25 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৯502936
  • এই হো হো কে সেই আদি আর অকৃত্রিম vc নাকি? ওরে শান আমি পুসি। কাক হই ময়ুর হই। যাই হোক তাতে তোর কী রে? তুই নিজের চরকার ভালো করে তেল দে। শুকিয়ে গেলে আবার দে। পৃথিবী তে (n-1) টা চরকায় তেল দে। আমার টা ছাড়া।
    অনেক বার বলেছি তোকে আমি পছন্দ করি না। স্পষ্ট ভাবে। তার পরে ই তুই এই সব লিখিস কোন সাহসে। ছদ্ম নামের সুযোগ?
  • Bratin | 117.194.104.25 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:১০502937
  • লোক জন হাসি তামাশা ও ভুলে গেল? অনেকে তো ব্যাপার টা সিরিয়াস ই নিয়ে নিয়েছে। একটা হাসি দিলেই ভলো হত দেখছি :-))
  • ppn | 112.133.206.22 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:২৮502938
  • পিনাকীকে বড় করে ক। আপিসের চৌহদ্দির মধ্যে সিগারেট ব্যান হলে মেনে নিতে পারি, বইমেলাতে কেন নিয়ম ভাঙ্গব? আর গ্রুপে নিয়ম ভাঙার মধ্যে কোন বাহাদুরি নেই, এককালে অনেক করেছি, এখন বুঝি ঠিক না।
  • siki | 122.177.201.225 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৪502939
  • নন স্মোকার হিসেবে আমিও সমর্থন জানাচ্ছি, সে তো বলাই বাহুল্য।

    তবে আমি খুব মন দিয়ে ঘোষণা শুনছিলাম, কোথাও কিন্তু ধূমপান করতে বারণ করে নি, কেবল বলছিল অনুগ্রহপূর্বক ধূমপান করবেন না। পানিশেবল অফেন্স, স্পট ফাইন করা হবে, এই জাতীয় ঘোষণা হলেই কিন্তু কমে যেত।

    ধূমপান আমি কোনওমতেই সমর্থন করি না, বইমেলায় খেলেও না, টয়লেটে ঢুকে খেলেও না।
  • siki | 122.177.201.225 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৫502940
  • এবারের বইমেলায় রিপিট হওয়া কিছু আওয়াজ, এখানে ডকুমেন্ট করে দিলাম।

    সুমেরু -- ঘুঁটে নিয়ে যান, ঘুঁটে ঘুঁটে ঘুঁটে।

    সিকি -- বাসী গোবরের টাটকা ঘুঁটে, রাজস্থান থেকে ফ্রেশ এসেছে উটে।

    চটি কিনলে খোঁড়া বাদশা ফিরি।

    মুগুর ছাপ অজন্তা, নিয়ে যাচ্ছে কজন তা?

    জয় গুরু, এনজয় গুরু, পাঁচ টাকা থেকে শুরু, তিরিশ টাকায় শেষ, সব লেখাই সরেস।

    গুরু না ধরলে মুক্তি নেই।

    হাতে না নিলে রস লাগবে না, দরকার হলে গ্লাভস পরে দেখুন।

    (সৈকতের হাম্বা খুলে ধরে), এখানে দাঁড়িয়ে একটা প্যারাগ্রাফ পড়ুন, ভালো না লাগলে রেখে দিন, লাগলে বাকিটা কিনে নিয়ে পড়ুন (এইভাবে অনেকগুলো হাম্বা বেচেছি)

    সুমেরু --- নিয়ে যান, ছোটোদের হাম্বা, ছোটোদের পিপিপি

    সিকি -- ছোটোদের জন্য মুখোশ, বড়দের জন্য ক্যালেন্ডার।

    দেখাশোনা ফিরি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার (সৌজন্য: ব্যান্ডেল লোকাল)

    এক ঘাটে জল খায় গুরু আর চণ্ডাল, তাই দেখে অক্কা পায় শিলিগুড়ি টু অন্ডাল (পরের ভার্সনে: এক পাউচে জল খায় ...)

    নিয়ে যান খোঁড়া খোঁড়া খোঁড়া, চটি কিনলেই খোঁড়া বাদশা ফ্রি।

    খোঁড়া বাদশার আত্মজীবনী পাওয়া যাচ্ছে মাত্র দশ টাকায় (দীপ্তেন্দার আমার ৭০)

    লালকেল্লায় পেন্টহাউস কিনে নিয়ে যান, মাত্র তিরিশ টাকায় (লা-জবাব)

    কুতুব মিনারের পাশে ফ্রিহোল্ড প্লট, মাত্র তিরিশ টাকায়।

    দিল্লিতে পাঁচ বেডরুম অ্যাপার্টমেন্ট ফ্রি, মাত্র তিরিশ টাকার বিনিময়ে ...

    এইসব।
  • bb | 117.195.187.68 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৬502941
  • এই হাওয়ায় আমিও বলে যাই, বড় লোকেদের এই স্বগৌরবে আইন-ভাঙ্গাটা আমার ও পছন্দ হয় নি। এটার মধ্যে কোন বাহাদুরি দেখিনা।
    আর শমীককে আবার বলি একই যুক্তিতে কেসি পালের বইটাও স্ক্যান করে জনতাকে দেবেন না। ওটা সহজ লোভ্য, সস্তা- একটা মানুষের ন্যায়ত আয়ের পথ।
  • siki | 122.177.201.225 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৪502942
  • অবশ্যই অনলাইনে দেব না। নেহাতই নিজের কাছাকাছি কিছু বন্ধুকে শেয়ার করার জন্য, যারা কলকাতায় গিয়ে কেসি পাল কিনতে পারবেন না।
  • siki | 122.177.201.225 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৪502943
  • পটাশম্যামের জন্য, পাঁচ পিস ম্যাক্সিমিন।












  • siki | 122.177.201.225 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:২৪502944
  • তাই তো! পটাশম্যামের ছবি কেন নেই আমার অ্যালবামে? তাহলে কি আমি ছবি তুলি নি সেদিন? কে তুলেছিল ছবি? ইন্দোদাদা? সামরান? পাই?
  • kd | 59.93.242.156 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৩৪502945
  • এই ব্যাপারে কিছুই লিখবো না ভেবেছিলুম কারণ পিনাকীর বক্তব্যের সঙ্গে আমি সহমত। তবে বিবির জ্ঞাতার্থে বলতে চাই যে ওখানে কোন আইনভঙ্গ হয়নি। তাই আগে কিছু ইউনিফর্মধারী পুলিশ এসেও বারণ করা ছাড়া আর কিছু করতে পারেনি। পরে তিনটে ছোঁড়া ভলান্টিয়ার এসে একজন বয়স্ক ভদ্রলোককে (আমি চিনি না, রঞ্জনের পোস্টে ওনার পরিচয় আছে) অত্যন্ত অশালীন ভাষায় অপমান করায় আমরা উত্তেজিত হয়ে পড়ি।

    আর একটা কথা, বইমেলা দর্শক ও বিক্রেতাদের অনেকেই সিগারেট খান, তাদের বার বার ওই গেট অবধি যেতে বলা যে মানা হবে না, তা কর্ত্তাব্যক্তিরা রিয়েলাইজ করলে টয়লেট বাড়িগুলোর সঙ্গে একটা ছোট স্মোকিং রুম করে দিলেই এই ঝামেলা হ'তো না।

    এই একই কারণে ট্রেনে অবাধে ""আইন অমান্য'' করে স্মোকিং করা হয়। সত্যিকারের সদিচ্ছা থাকলে সরকার বিড়ি-সিগারেট ব্যান করে দিলেই পারতো।

    এই টইটা অলরেডি ভুল দিকে ঘুরে গেছে। আশা করি এই সংক্রান্ত আলোচনা ভাটে বা নতুন টইতে করলে ভালো হবে।
  • bb | 117.195.187.68 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪২502947
  • @KD, পাব্লিক প্লেসে সিগারেট খাওয়াই তো বারণ বোধহয়। অন্যে করে বলেই কি সেটা আমাদের করা উচিত আর তাই নিয়ে গর্ব করা উচিত? এই সেন্সিটিভিটিটা আশা করা কি অনুচিত?
    যাই হোক মরাল গার্জেন হতে চাই না, ভাল লাগেনি তাই বলেছি, আশা করব খোলামনে নেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন