এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২০৬৭৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:c037:5a1f:1e68:ee1a | ০২ মে ২০২৪ ২২:৪০742925
  • সে তো ভালোই! আমার মতে সবরকম ক্যাপিটালিজম আর অন্য সব ইজমের মধ্যে যতো কম্পিটিশান হবে ততো ভালো। আমাদের কনসিউমারদের লাভ হবে। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:c9ab:e616:a119:9be1 | ০২ মে ২০২৪ ২৩:২৬742926
  • ডিসিবাবু, একদম একমত। যত কম্পিটিশন তত ভাল।
     
    তবে দাদা হারতে শুরু করলেই মারামারি করার চেষ্টা করে। একটু ভয় হয় যদি স্ট্রেনজলাভের মত কান্ড হয়।
  • dc | 2402:e280:2141:1e8:c037:5a1f:1e68:ee1a | ০২ মে ২০২৪ ২৩:৩০742927
  • দেখা যাক কি হয়! লা ডোলচে ভিতা :-)
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:ce88:96be:a7f:af4 | ০৩ মে ২০২৪ ০৫:৩৫742928
  • https://abcnews.go.com/amp/Politics/house-vote-gop-antisemitism-bill-amid-college-unrest/story?id=109830325
     
    The House passed the Antisemitism Awareness Act on Wednesday amid unrest on college campuses.
    The bill, which was introduced by a bipartisan group of lawmakers, passed 320-91.
    ...
    It requires the Department of Education to use the International Holocaust Remembrance Alliance working definition of antisemitism when enforcing federal anti-discrimination laws. The working definition says antisemitism is in-part "a certain perception of Jews, which may be expressed as hatred toward Jews." The definition includes denying Jewish people their right to self-determination by claiming that the State of Israel is a racist state and drawing comparisons of contemporary Israeli policy to that of the Nazis.
     
    বাকস্বাধীনতা আর গণতন্ত্র সব শত্রুদের জন্য। নিজের দেশে পুলিশ স্টেট। দুই পার্টিই পুলিশ স্টেটের ভয়ানক সমর্থক।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:8c4a:988f:f7dc:be9c | ১১ মে ২০২৪ ১৯:৪১742958
  • https://www.businessinsider.com/russian-electronic-warfare-shows-us-needs-for-future-wars-2024-5
     
    • Russia's electronic warfare has repeatedly foiled American precision weapons in Ukraine. 
    • This highlights the need for the US to develop solutions before any great-power conflict.
    • Those may include different weapons, specific countermeasures, and the targeting of jamming systems.
     
    আমেরিকা ইউক্রেনকে বলির পাঁঠা বানিয়ে নিজেদের অস্ত্র কতটা কাজের সেই ডাটা কালেক্ট করেছে। এবারে ইউক্রেনকে ত্যাগ করা যেতেই পারে।
     
    প্রবাদ আছে "মাগী তোর তিন দশা হবে। ভাতার মরবে, নাং পালাবে, চরকা ভেঙে যাবে।" জেলেনস্কির হাতে পড়ে ইউক্রেনের সেই অবস্থা। দূরদর্শী নেতা জানে কখন এগোতে বা পিছতে হয়। ভাঁড় কিছুই জানেনা।
  • যোষিতা | ১৩ মে ২০২৪ ০৩:৫৮742963
  • অথচ যুদ্ধের শুরুতে অনেকেই আশা করছিল যে এবারে রাশিয়ার পতন অনিবার্য, একা ইউক্রেনই এমন টাইট দেবে রাশিয়াকে যে সবকটা না খেয়ে মরবে।
    কিন্তু হিসেবে গণ্ডগোল ছিল, হাতি বসে পড়লেও গাধার চেয়ে উঁচু সেটা খেয়াল করে নি।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:fbc2:91a3:27e5:4de8 | ২৮ মে ২০২৪ ০৬:২৫743087
  • ঋষি সুনক ম্যান্ডেটরী ন্যাশনাল সার্ভিস চালু করবে বলেছে। তার একটা অংশ ডিফেন্সে।
  • দ্রি | 2406:b400:b4:2ed9:3c7d:9b3f:8a15:fdc8 | ০৬ জুন ২০২৪ ১৫:১২743162
  • COVID Select Subcommittee Releases Dr. Fauci’s Transcript, Highlights Key Takeaways in New Memo
     
     
    Below are important exchanges from Dr. Fauci’s transcribed interview:
     
    SOCIAL DISTANCING: The “6 feet apart” social distancing recommendation forced on Americans by federal health officials was arbitrary and not based on science.
     
    MASKING: Dr. Fauci testified that he did not recall any supporting evidence for masking children.
     
    TRAVEL RESTRICTIONS: Dr. Fauci unequivocally agreed with EVERY travel restriction issued by the Trump Administration at the height of the COVID-19 pandemic. 
     
    VACCINE MANDATES: Dr. Fauci admitted that vaccine mandates during the COVID-19 pandemic could increase vaccine hesitancy in the future. He also claimed that these mandates were not sufficiently studied ahead of the pandemic.
     
    LAB LEAK THEORY: Dr. Fauci acknowledged that the lab leak hypothesis is not a conspiracy theory. 
     
    GAIN-OF-FUNCTION RESEARCH: Dr. Fauci repeatedly played semantics with the definition of “gain-of-function” research in an effort to avoid conceding that the NIH’s funded this dangerous research in China
     
    CONFLICTS OF INTEREST: Dr. Fauci claimed that his staff had no conflicts of interest regarding the origins of COVID-19, yet his Senior Advisor — Dr. David Morens — was “best-friends” with disgraced and soon-to-be debarred EcoHealth Alliance President Dr. Peter Daszak
     
    GRANT APPROVAL: Dr. Fauci testified that he signed off on every foreign and domestic NIAID grant without reviewing the proposals. He was also unable to confirm if NIAID has ANY mechanisms to conduct oversight of the foreign laboratories they fund
     
    FEIGNED IGNORANCE: Dr. Fauci claimed he “did not recall” numerous issues and events surrounding the pandemic more than 100 times
  • X | 103.25.59.34 | ১৪ জুলাই ২০২৪ ২০:৫৩743413
  • মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ার রাজনৈতিক প্রচারসভায় হত্যার চেষ্টা করা হল পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প-কে। 
     
     
    ঘটনাস্হলেই স্নাইপার কুড়ি বছরের যুবক টমাস ম্যাথিউ ক্রুকসকে গুলি করে মারল সিক্রেট সার্ভিস। ট্রাম্পের কান থেকে রক্ত ঝরা ছাড়া বিশেষ ক্ষতি হয়নি। রক্তাক্ত অবস্থায় মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে মুষ্ঠিবদ্ধ হাত দেখালেন এবং এই ছবি ইতিহাসে ঢুকে গেল।
     
     
    আরো ছবি দেখুনঃ
     
     
     
  • X | 103.25.59.34 | ১৪ জুলাই ২০২৪ ২০:৫৩743414
  • সিএনএন শুরুতে রিপোর্ট করেছিল ট্রাম্প মঞ্চে পড়ে গেছেন। পরে 'এসাসিনেশন এটেম্পট' লিখতে বাধ্য হয়।

  • X | 117.121.242.109 | ১৪ জুলাই ২০২৪ ২১:০৬743415
  • টমাস ম্যাথিউ ক্রুকসের গুলি চালানোর ভিডিও সামনে এল।
     
     
    প্রাথমিক তদন্তকারীদের দাবি, টমাস ক্রুকস একাই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা এঁটেছিল। সত্যই কি তাই? আসুন ঘটনাস্হলের ম্যাপটা দেখে নিই।
     
     
    সভার চারপাশে বিশেষ কোনো বিল্ডিং নেই। একমাত্র যেখান থেকে স্নাইপার আক্রমণ করতে পারত, সেখান থেকেই গুলি চলেছে। এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশ্বাস করা কঠিন।
  • X | 117.121.242.109 | ১৪ জুলাই ২০২৪ ২১:১০743416
  • এহ বাহ্য, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন তাঁরা স্নাইপারকে গুলি চালানোর মিনিটকয়েক আগে দেখেছেন এবং পুলিশ অফিসারদের জানিয়েছেন। সিক্রেট সার্ভিস পাত্তা দেয়নি!
     
     
     
  • X | 117.121.242.109 | ১৪ জুলাই ২০২৪ ২১:২৫743417
  • এই ঘটনার প্রভাব আসন্ন নির্বাচনে অবশ্যই পড়তে চলেছে। কিন্তু তার থেকেও বড় কথা, ট্রাম্পকে নির্বাচন থেকে হঠানোর শেষ মরিয়া প্রচেষ্টা কি এভাবে ব্যর্থ হয়ে গেল? নাকি ডিপ স্টেটের আরও কিছু পরিকল্পনা আছে? 
     
    আফটার অল, ভিমরুলের চাকে ঘা দিয়েছেন ট্রাম্প। যেভাবে ডিপ স্টেটকে নজিরবিহীন আক্রমণ করেছেন, তাতে আগামী দিনে আরো ভয়ানক কিছু হয়ত ঘটতে চলেছে।
     
     
    ইম্পিচমেন্ট, ইনডাইটমেন্ট ইত্যাদি নাটকের শেষে কোর্টে যখন সুবিধে হল না, ইজরায়েলি লবির চাপে বাইডেন গভর্নমেন্ট যখন বিপর্যস্ত, ট্রাম্পকে যেকোন ভাবে আটকানোর জন্য কি মরিয়া হয়ে উঠল ডিপ স্টেট্?
     
    আলোচনা চলুক।
  • dc | 2402:e280:2141:1e8:5802:9e89:ce8b:ccf8 | ১৪ জুলাই ২০২৪ ২১:২৯743418
  • আমার তো আবার উল্টোটা মনে হচ্ছে! আগের নির্বাচনে ট্রাম্প হেরে গেছিল, এবার তাই ট্রাম্পের জয় নিশ্চিত করতে ডিপ স্টেট এই কান্ড ঘটাল। 
  • X | 144.48.38.35 | ১৪ জুলাই ২০২৪ ২১:৪৬743419
  • টমাস ম্যাথিউ ক্রুকস সম্পর্কে একটা মজার তথ্য জানা গেছে।
     

    Laura Loomer
    @LauraLoomer
    EXCLUSIVE: </span></li></ul><ul class='list-group my-2 shadow rounded-0 d-print-none'><li class='list-group-item small'><img src=X | 144.48.38.35 | ১৪ জুলাই ২০২৪ ২১:৫৫743420
  • আবার দিলামঃ 
     
    টমাস ম্যাথিউ ক্রুকস সম্পর্কে একটা মজার তথ্য জানা গেছে।
     

    Laura Loomer
    @LauraLoomer
    EXCLUSIVE: </span></li></ul><ul class='list-group my-2 shadow rounded-0 d-print-none'><li class='list-group-item small'><img src=X | 197.140.142.46 | ১৪ জুলাই ২০২৪ ২২:২৯743421
  • বলার ছিল টমাস ক্রুকস ও ব্ল্যাকরকের লিংক পাওয়া গেছে। বেথেল পার্ক হাইস্কুলে শুট হওয়া ব্ল্যাকরকের এই কমার্শিয়ালে টমাস রয়েছে।


    ব্ল্যাকরক সম্বন্ধে জানুন:

    The world's largest asset managers talk a good game about getting tough on climate, but are they putting their money where their mouths are? We asked our researchers to dig into their holdings. The result: Vanguard, BlackRock and State Street are knee-deep in dirty investments.

    https://www.corporateknights.com/responsible-investing/vanguard-blackrock-statestreet-dirty-investments/



    ডিপস্টেট যদি অকটোপাস হয়, ব্ল্যাকরক তার একটা শুঁড়।

    তাহলে এভাবেই কি ডিপস্টেট রিক্রুট করেছিল বেথেল পার্ক হাইস্কুলের ছাত্র টমাস ক্রুকস-কে? সে আবার নাকি রিপাবলিকান হিসেবে রেজিস্টার্ড! ভেরি ইন্টারেস্টিং।
  • X | 144.48.38.35 | ১৪ জুলাই ২০২৪ ২২:৫৫743422
  • টমাস ম্যাথিউ ক্রুকস:
     
     
     
     
    পিঠে Demolition Ranch (বন্দুকবাজির ইউটিউব চ্যানেল) টিশার্ট:
     
     
    ছাদের ওপরে নিহত:
     
  • মত | 173.62.207.237 | ১৪ জুলাই ২০২৪ ২৩:০৯743423
  • মাইরি আপ্নেরা পারেনও! এইখানে মানি ট্রেল খুঁজছেন ডীপ স্টেটের! 
    মানে, ডীপস্টেটের এতই দুরবস্থা যে ভাল করে বন্দুক চালাতে পারেনা এক সদ্য হাইস্কুল পাস, যাকে বন্দুক নিয়ে জনতা বাড়ি বেয়ে ছাদে উঠতে দেখতে পাচ্ছে, তাকে ভাড়া করেছে ট্রাম্প মারতে, যাকে বাম ডান কোন পক্ষই দুচক্ষে দেখতে পারে না? শার্প শুটারের কি এতই অভাব পড়েছে আপনার মনে হয়?
  • X | 144.48.37.141 | ১৪ জুলাই ২০২৪ ২৩:৪৮743424
  • মনে রাখবেন ট্রাম্প শুধু অত্যন্ত জনপ্রিয় নেতা নন, তাঁকে ঘিরে এমেরিকায় সবচেয়ে বড় মুভমেন্ট চলছে। প্রায় দ্বিতীয় এমেরিকান বিপ্লব।
     
    মুশকিল হয়েছে, ট্রাম্প অনেকদিন ধরেই সরাসরি ডিপস্টেটকে আক্রমণ করছেন। প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটের তো ডিপস্টেটের নাম মুখে আনারই কথা না।
     
    ফলে ট্রাম্পকে সরাতে গেলে লী হার্ভের মত প্রাক্তন নেভির লোক দিয়ে মারলে হবে না। গোটাদেশে রায়ট লেগে যাবে। 'লোন উল্ফ' সাজানো যাবে এরকম স্কেপগোট দরকার। সাদা মেল্ হতে হবে যাতে প্রোফাইল ফিট করে। টিনএজার হলে 'ওক' এঙ্গল থেকে একটা সহজ মোটিভ রয়েছে, যা ট্রাম্প ভোটাররা বিশ্বাস করে নেবে। একে এফবিআই ট্রেনিং দিয়ে ছাদে পাঠিয়ে দাও। নইলে মার্কিন প্রেসিডেন্টের সিকিউরিটিতে এতো বড় গলদ যে একটা কুড়ি বছরের ছেলে বন্দুক হাতে ঢুকে পড়বে আর বিয়ার খাওয়া লোকজন তাকে দেখতে পাবে কিন্তু সজাগ সিক্রেট সার্ভিস নয়, এ জিনিস কল্পনা করা যায়না।
     
    রিপাবলিকান হিসাবে রেজিষ্টার্ড তথ্যটাও বেশ দ্রুত ছড়ানো হচ্ছে। নিউট্রালাইজ স্কেপ্টিসিজম। ডিপস্টেট আড়ালে থেকে পাপেটমাস্টার হিসেবে কমফোর্টেবল। দেশজুড়ে রায়ট লেগে গেলে নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে যাবে।
     
    অতএব ডিপস্টেট এখন গুনগুন করছে, হাউ ডু ইউ ডিল উইথ আ প্রব্লেম লাইক ট্রাম্প ....
  • ডীপস্টেট | 173.62.207.237 | ১৫ জুলাই ২০২৪ ০০:৩৪743425
  • আরেব্বাস!
    মানছি এই প্রশ্নটা অমীমাংসিত যে সিক্রেট সার্ভিস বিড়ি খাচ্ছিল কি না যখন ছোকরা খোলা আকাশের তলায় বন্দুক বাগিয়ে গুলি চালাল, নাকি গুলি না চললে 'নিউট্রালাইজ' করার অর্ডার নেই ( সে যদিও বিপজ্জনক প্রোটোকল), তবুও ভুলে যাবেন্না যে এই দু দিন আগেই ব্ল্যাকরকের এক ফাউন্ডার  ও ইভান্কা ট্রাম্প একসাথে এক বিবাহপূর্ব পার্টিতে কয়েকদিন মচ্ছব করে এলেন!  এখন, ইভান্কাও যদি ডীপ স্টেটে ঢুকে পড়েন তো অন্য কথা! 
    তবে এই রহস্য রোমাঞ্চ উদ্ঘাটন এক ব্যাপার, আর আপ্নাদিগের ট্রাম্পের মত এক ডীপ সেলফিশ লোককে মসীহা বানাবার এই প্রচেষ্টা - এ এক আশ্চর্য হাস্যকর বিপজ্জনক এক চিন্তাধারা! 
    (ডিঃ এতদ্বারা বাইডেন বা ডেমক্রাটদের প্রতি কোন বিশেষ সমর্থন দেখান হচ্ছে না) ! 
  • :|: | 174.251.163.213 | ১৫ জুলাই ২০২৪ ০৩:০৬743426
  • ২৩টা ৪৮: এই লাইনে "নইলে মার্কিন প্রেসিডেন্টের সিকিউরিটিতে ... " মনে হচ্ছে "প্রাক্তন" শব্দটি কোনও কারণে বাদ পড়ে গেছে। শুনেছি এই বাজারে ওই শব্দটির অন্য দাম আছে। 
  • &/ | 151.141.85.8 | ১৫ জুলাই ২০২৪ ০৩:২২743427
  • ভক্তদের কাছে মনে হয় প্রাক্তন না, চিরকালের। ভক্তরা মনে করে উনি ছাড়া বাকি সব স্রেফ প্লেসহোল্ডার, একমাত্র উনিই সত্য। উনিই আদি, উনিই মধ্য, উনিই অন্ত।
    (কী জানি বাপু বিরানব্বইটা না কটা কেস যার ঝুলছে, সে কী করে আদৌ লড়তে নামে? আটকই বা থাকে না কেন? )
  • s | 100.36.114.105 | ১৫ জুলাই ২০২৪ ০৭:৫৩743429
  • এই বাজারে অ্যালেক্স জোন্সকে মিস করছি। শুটার আর তার মোটিভ ইত্যাদি নিয়ে আরো কত ব্যাখ্যা পাওয়া যেত। সেই বেঁড়ে ব্যাটা ডিপ স্টেট অ্যালেক্স জোন্সের ওয়েব্সাইট বন্ধ করে দিল। কি আর বলি।
  • X | 144.48.37.111 | ১৬ জুলাই ২০২৪ ১৫:৫১743432
  • অ্যালেক্স জোনসের সাক্ষাৎকার।
  • সিএস  | 103.99.156.98 | ১৬ জুলাই ২০২৪ ১৬:২৯743433
  • এখানেও চারসো পার ! ?
  • X | 103.108.229.143 | ১৬ জুলাই ২০২৪ ১৮:২৭743434
  • অ্যালেক্স জোনস এখন উত্তর ক্যালিফোর্নিয়ায় রয়েছেন। বোহেমিয়ান গ্রোভসের সত্য উদঘাটন করছেন। বোহেমিয়ান গ্রোভস হল সেই গোপন জায়গা যেখানে ডিপ স্টেটের ধনী ক্ষমতাবানরা একজোট হয়ে পেঁচা দেবতা মুলখের আরাধনা করেন এবং আমেরিকা তথা দুনিয়ার তাবড় তাবড় ব্যাপারে সিদ্ধান্ত নেন।
     
     
    বোহেমিয়ান গ্রোভসের ব্যাপারে সাধারণ মানুষও মুখ খুলতে ভয় পায়।
     
  • X | 144.48.38.35 | ১৬ জুলাই ২০২৪ ১৮:৪৯743435
  • চাঞ্চল্যকর খবর সামনে এল।
     
    Collin Rugg
    @CollinRugg
    JUST IN: Thomas Crooks took out a rangefinder which was noticed by a sn*per before the rally before he "disappeared" and returned with a backpack. Let me say that again: Sn*pers saw Crooks pull out a **rangefinder** to calculate the distance to the target and still didn't stop him. According to CBS News, sn*pers observed Crooks checking out the structure, taking out a rangefinder, and later returning with a backpack. Local law enforcement says Crooks kept "disappearing" before he climbed on the roof. "One of the sn*pers inside saw Thomas Matthew Crooks outside and looking up at the roof, observing the building..." CBS reported. "Crooks came back, sat down and looked at his phone. At that point, one of the sn*pers took a picture of him. Crooks took out a rangefinder and the sn*per radioed to the command post." "Crooks disappeared again and then came back a third time with a backpack. The sn*pers called in with information that he had a backpack and said he was walking towards the back of the building." Officers now think Crooks used an air conditioning unit to get on the roof.
     
    ভিডিও এভিডেন্স:
     
     
    ডিপস্টেটের ষড়যন্ত্র ছাড়া এত বড় সিকিউরিটি ফেলিওর কিভাবে সম্ভব?
  • dc | 2402:e280:2141:1e8:fd49:9775:99f1:4f6b | ১৬ জুলাই ২০২৪ ১৯:০১743436
  • উফ এই বোহেমিয়ান গ্রোভ এর ব্যাপারটা দুর্দান্ত তো! কিন্তু পেঁচা দেবতা কেন? মানে এতো সব দেবতা থাকতে পেঁচা দেবতা? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন