এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (২)

    Guruchandali
    অন্যান্য | ২৭ ডিসেম্বর ২০১০ | ৪১৯৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anirban Roy Choudhury | 144.191.148.3 | ২৯ মার্চ ২০১১ ১৯:৪৯465524
  • "আমাদের ছোটো অটো চলে আঁকেবাঁকে। অফিস টাইমে তাতে টার্জান থাকে ..."
    হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
    সৈকত বন্দ্যোপাধ্যায়'এর "কলকাতার কানাচে - ১ : সেক্টর ফাইভ পর্ব" দুর্দান্ত লাগলো ......
    :) :) :) :) ....
  • Kulada Roy | 74.72.144.174 | ২৯ মার্চ ২০১১ ২৩:১১465535
  • Kulada Roy | 74.72.144.174 | ২৯ মার্চ ২০১১ ২৩:৩৮465546
  • সৈকতদা
    আপনার পাঠপ্রতিক্রিয়া ভাল লাগল।
    আমার লেখাগুলো বিষয়ে আমার ধারণা হল--এগুলো ছাতামাতা লেখা। এগুলোর কোনো মুল্য নেই। আমি সময় পেলে এবং ইচ্ছে হলে লিখি। কেন লিখি--জানি না। এগুলো কোথাও প্রকাশিত হল কি হল না, তা নিয়ে আমার কোনো গরজ নেই।
    আমার লেখাপড়ার দৌড় কৃষিবিদ্যা। সাহিত্যিবিষয়ে পাঠ ক অক্ষরগোমাংস। বাংলাদেশে থাকতে শহীদুল জহীরের নাম শুনিনি। এখানে এসে তার বইটই চোখেই দেখিনি। খুব বেশি হলে দেশের আক্তারুজ্জামান ইলিয়াস, মাহমুদুল হক, সৈয়দ ওয়ালীউল্লাহ কিছু পড়েছি। হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হকও পড়েছি। হালের লেখকদের মধ্যে ইমতিয়ার শামীমে মুগ্‌ধ ছিলাম।অতাঁর লেখা দেখিই না ইদানিং। তবে সেলিনা হোসেন খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। উঠতি বযসে ওনার নীলময়ূরের যৈবন পড়ে মুগ্‌ধ হয়েছিলাম।
    আমার মধ্যে কোনো তঙ্কÄ ফত্ব কাজ করে না। এগুলো এত কম জানি যে বলতে শরম লাগে। আমার শুধু মনে হয়--আমি এক হারানো মানুষ। কিছু বিবরণ বলে বলে নিজেকে খুঁজে ফেরানোর চেষ্টা করছিমাত্র। সেই খোঁজাটা নানা কায়দায়--কখনো আখ্যানে, কখনো শব্দে, বাক্যে, প্রকৃতিতে, শ্লোকে, উপকথায় রূপকথায়, ইতিহাসে, পুরানের কিছু অংশে। এগুলো আমার ঠাকুরমা, দিদিমা, দাদু, বাবা, মামা, পাড়া প্রতিবেশি, উৎসবে, অনুষ্ঠানে, মেলা, পার্বনে, স্বপ্নে-দু:স্বপ্নে শুনেছি, দেখেছি, জেনেছি। আর কিছু নয়গো দাদা।ঁএগুলো কখনো বই হয়ে বেরুবে বলে মনে হয় না।
    ভাষার প্রতি আমরা বেশি আবেগময় আপনারাতো জানেন।অনাহলে ভাষা নিয়ে ১৯৫২ সালে মানুষ শহীদ হবে কেন। কেন একাত্তরের ভাষার উপর ভিত্তি করে একটি দেশ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়বে? সেই ভাষার প্রতি আমাদের মান্যতা সর্বাগ্রে। এই ভাষাকে খতম করার সেই পুরনো কায়দাটা আবার আমাদের দেশে একদল লোক করতে লেগেছে। তারা উদ্দেশ্যপূর্ণভাবে ভাষাকে সাম্প্রদায়িকীকরণ, আঞ্চলিকীকরণের নামে অকার্যকর করার চেষ্টা করছে। কিন্তু আখ্যান যদি দাবী করে তাহলে সেখানে তো আঞ্চলিক ভাষা, আন্তর্জার্তিক ভাষা আসবে। তাকে ঠেকানোর কোনো মানে হয় না। সেক্ষেত্রে ভাষার বহুরৈখিক ব্যবহারে ভাষার সামর্থ্যকেই বাড়িয়ে দেয় বলে আমার ধারণা।
  • Kulada Roy | 74.72.144.174 | ৩০ মার্চ ২০১১ ০৪:০৫465557
  • খোন্দকার আশরাফ হোসেনের জন্ম জামালপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তাঁর সম্পাদনায় ২৬ বছর যাব্‌ৎ প্রকাশিত হচ্ছে কবিতা ও নন্দনভাবনার কাগজ 'একবিংশ'।

    প্রকাশিত গ্রন্থাবলী-

    কবিতা-'তিন রমনীর ক্বাসিদা (১৯৮৪)', 'পার্থ তোমার তীব্র তীর (১৯৮৬)', 'জীবনের সমান চুমুক (১৯৮৯)', 'সুন্দরী ও ঘৃনার ঘুঙুর', 'যমুনাপর্ব', 'জন্ম বাউল', 'তোমার নামে বৃষ্টি নামে', 'নির্বাচিত কবিতা', 'কবিতা সংগ্রহ'।

    প্রবন্ধ- 'চিরায়ত পুরান', 'বিশ্বকবিতার সোনালী শস্য', 'বাংলাদেশের কবিতা: অন্তরঙ্গ অবলোকন', 'কবিতার অন্তর্যামী'।
  • kallol | 220.226.209.2 | ৩০ মার্চ ২০১১ ০৯:০০465568
  • সৈকত -
    রেহনুমা-শহিদুল আমার বন্ধু। ওরা দৃক নামে ফোটোগ্রাফি সংক্রান্ত একটা সংস্থা চালায়। এই সংস্থাটি নরওয়ে সরকার থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকে। এরা দু বছর অন্তর অন্তর ঢাকায় ছবি মেলা করে, যা একটা আন্তর্জাতিক ফোটোগ্রাফির মেলা। প্রায় একমাস ধরে চলে।
    এছাড়া রেহনুমা একজন নৃতত্ববিদ। নানান জয়গায় লেখালেখি করেন।
    রেহনুমা-শহিদুলের কাজকর্মের উদ্দেশ্য নিয়ে কুলদাবাবু ও বিপ্লব রহমানের নানান আপত্তি আছে। আমি ওঁদের সাথে একমত নই।

  • Kulada Roy | 74.72.144.174 | ৩০ মার্চ ২০১১ ০৯:৪৩465579
  • কল্লোল দা
    আপনি আমার ছাতামাতা লেখাটি পছন্দ করেছেন বলে আপনাকে ধন্যবাদ জানাই।
    রেহনুমা-শহীদুল বিষয়ে একটি তথ্য দিয়ে অসাধারণ কাজ করেছেন। সেটা হল-ওরা তাদের ফটোগ্রাফীর প্রতিষ্ঠান দৃক'এর জন্য নরওযে তেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এদের হাড়ি ফাটানোর জন্য এই তথ্যটিও যথেষ্ট।
    আমাদের দেশে স্বাধীনতার পর থেকে বিশেষত আশির দশক থেকে অসংখ্য এনজিও গড়ে উঠেছে। এদের অর্থপ্রাপ্তির উৎস নানা নামের বিদেশ। এই অর্থ দিয়ে ওনারা ক্ষুদ্র ঋণ দেন। গরীবদেরকে বৃণজালে বেঁধে ফেলেন। গরীবরাও ঋণ পেয়ে ঋণ শোধান। আবার নতুন ঋণ শোধের জন্য নতুন এনজিও খোঁজেন। ফাঁকে ছেড়া লুঙ্গির বদলে ন লুঙ্গি পিন্দনের সুযোগ পান। আরও কি কি সব উন্নয়ন ঘটে। কিছু কিছুতো ঘটে। নাহলে এনারা এতো নো-বেল পান কিরে?
    আর নানা ধরনের ফুটোগ্রাফী, গুবেষণা, ফোকলোরগিরি করেন--পরিবেশ নিয়ে সেমিনার টেমিনার করে কি করে কোটি টাকা ক্লাবের মেম্বর হয়ে যান এই শহীদুল-রেহনুমা-ফরহাদ মজহাররা।
    খুব আরাম।
    দেখা যাইতো বাপের ট্যাকা দিয়া ফটোকগিরি আর দাড়িগিরি করতে পারলে। এই এনজিওগুলোর প্রধান উদ্দেশ্যই হল সারাদেশে কিছু ফটকা কোটি টাকার কুমির বানানো। আমার অভিজ্ঞতা তাই বলে দাদা।
  • Arya | 125.16.82.195 | ৩০ মার্চ ২০১১ ১০:১৪465590
  • তবে সেক্টর ফাইভের একটা জিনিস খুবই খারাপ, সেটা হল রাস্তাগুলো বড়ই সরু সরু, বিশেষ করে এস ডি এফ এর মোড় টায়। একটা বাস দাড়ালে হয়ে গেলো, লম্বা জ্যাম। অথচ যখন রাস্তাগুলো হচ্ছিলো, তখন চারদিকে মাঠ। কেনো যে এতো কিপ্টেমি করে রাস্তাগুলো করেছে মাথায় ঢোকে না। শুনেছি রাস্তা হয় কমপক্ষে ৫০ বছরের প্ল্যান করে।
  • kallol | 220.226.209.2 | ৩০ মার্চ ২০১১ ১০:৫০465601
  • আমি যদ্দুর জানি রেহনুমা-শহিদুল নো বা ইয়েস কোনো ধরনেরই বেল পায় নি।
    বাজারে পচা মাছ বিক্রি হয় বলে বাজারের সব মাছই পচা - এটা আমার কাছে গ্রহনযোগ্য যুক্তি নয়।

  • kallol | 220.226.209.2 | ৩০ মার্চ ২০১১ ১১:০৭465612
  • এই বিষয় নিয়ে আপনার-আমার অনেক মেল চালাচালি হয়ে গেছে। সেগুলো বন্ধ হয়ে গেছে যখন, তখন এখানে আর এই নিয়ে আলোচনায় আমার আগ্রহ নাই।
    আপনার ধারনা ও বিশ্বাসের ওপর পূর্ণ শ্রদ্ধা আছে আমার, একমত না হয়েও।

  • Kulada Roy | 74.72.144.174 | ৩০ মার্চ ২০১১ ১৬:৪২465624
  • ওকে কল্লোলদা
    এ বিষয় মেইলের পাতায়ই আড়াল থাকুক আমাদের লড়াইটা জিইয়ে রেখেই। আশা করি--একদিন আপনার ধারণা ভাঙবে।
    ধন্যবাদ আপনাকে।

  • Biplob Rahman | 202.164.214.46 | ৩০ মার্চ ২০১১ ১৯:১৫465635
  • কুলদা রায়ের 'ছয়ফুল মূলক...' এবং খোন্দকার আশরাফ হোসেনের 'বাঙালির দ্বিধা' অপার বাংলার দুটি লেখাই খুব ভালো।

    কুলদা রায়, ওরফে পরী মানবের গল্পটিকে আলাদা করে কী আর বলবো? এক কথায় -- অসাধারণ! চলুক।অ।

  • Biplob Rahman | 202.164.214.46 | ৩০ মার্চ ২০১১ ১৯:৫২465646
  • @ কল্লোল দা, আমার নাম নিয়েছেন বলে বাধ্য হয়ে লিখছি, ই-মেইলের বিষয়টি যেহেতু ব্যক্তিগত পর্যায়ের, তাই একমত না হলেও তা জনসম্মুখে প্রকাশ না করাই ভালো।

    তবু আপনাকে বলি, সব যোগমায়া চট করে ধরা পড়ে না, এ জন্য চাই বহু বছরের নিবিড় পাঠ। এখানেই বিষয়টির ইতি।
  • Anirban Roy Choudhury | 173.27.193.152 | ৩১ মার্চ ২০১১ ০৫:৩৬465657
  • "শয্যায়-বিদ্ধ তরবারির দুই পাশে মিলনাকাঙ্খী বাঙালির দুই অর্ধাংশ...."
    ".. ঐক্যবদ্ধ এবং দ্বিধাহীন বাঙালিত্বের স্বপ্ন দেখেছিলেন চিত্তরঞ্জন দাশ, সুভাষচন্দ্র বসু, নজরুল ইসলাম-- রবীন্দ্রনাথও। শেষোক্তজন মিলিত ভারতবর্ষের মহামানবের সাগরতীরের ঊর্মিমুখরতার মধ্যে বাঙালির মিলিত কণ্ঠস্বরটি মেলাতে চেয়েছিলেন; কিন্তু সেই রকম বিশাল ঐক্য অধরাই থেকে গেছে..."
    খোন্দকার আশরাফ হোসেন "বাঙালির দ্বিধা"-এ মনের একটা অব্যক্ত যন্ত্রনা'কে সুনিপুণ ভাবে তুলে ধরেছেন ... লেখাটি অসধারণ তো লেগেছেই - সাথে ওনার চিন্তা-ভাবনার সাথে অনেক মিল খুঁজে পেয়েছি বলে আরো ভালো লেগেছে|
    ঋঙ্কিÄক ঘটক এবং আরও অনেকে চেয়েছিলেন দুই বাংলার ভৌগলিক না হোক সাংস্কৃতিক মেলবন্ধন ঘটাতে ... আজ মনে হচ্ছে আমরা একটি সুন্দর ভবিষ্যতের দিকেই এগোচ্ছি| পাক-শাসনে যে দুরত্ব বেড়েছিল, আজ গর্ব করে বলতে পারি - সে দুরঙ্কÄ এখন অনেক খানি ঘুঁচে গেছে |
  • Anirban Roy Choudhury | 173.27.193.152 | ৩১ মার্চ ২০১১ ০৫:৩৯465668
  • ওরে বাবা - এখানে তো দেখছি - আমার ব্লগের অনেক বন্ধু রয়েছেন ;) ;) ;) ...
    আমিই মনে হচ্ছে সবার লেট এসেছি ...
    জ্জয় গুরু !!!!!!!! ;) ;)
  • Sujan Krishna | 202.22.207.240 | ৩১ মার্চ ২০১১ ১১:৪৫465679
  • "গুরুকে পরামর্শ"

    গুরু, গুরুচন্ডালিরকে লেখক/পাঠকদের মাঝে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও আন্তরিকতার সাথে উপস্থাপনে সক্ষম হয়েছে এ বিষয়ে কোন সন্দেহ নেই। নতুন লেখক/ব্লগ ব্যবহারকারীরা অনায়াসেই তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে সাচ্ছন্দে এ সাইটে। এরই মাঝে RezaRahman অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাইটির সাহিত্য ভান্ডার মানসম্পন্ন কবিতার ঢং-এ সমৃদ্ধকরণে। অন্যতম রয়েছেন সরদার ফারুক, AdityaAnikShahidaSultana-র মাঝে প্রেম পাওয়া যায়, SailendroProsad, SushantaKar, SomnathRoy মাঝে মাঝে ঝলসে ওঠেন উচ্চমার্গের রচনায়। সৈয়দ সাইফুর রহমান সাকিব, ত্রিশাখ জলদাস এর লেখায় বৈচিত্র খুজেঁ পাওয়া যায়। নুতনদের মাঝে অন্যতম অচেনা পথিক। এ বিভাগে ছোট গল্প, ধারাবাহিক উপন্যাস, হাসি-কান্নার কৌতুক, ধাঁধাঁ, জানা-অজানা, বিজ্ঞাণ-বিস্ময় ইত্যাদি ইত্যাদি বিষয়ে লেখা থাকা উচিৎ। সম্প্রতি এসব বিষয়গুলেআ এবং সাইটে গুরুর উপস্থিতি চোখেঁ পড়ার মতো নয়। নতুন লেখদের জন্য গুরুর পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন লেখা নিয়ে পরামর্শ/উপদেশ থাকবে। কোন নতুনের কোন লেখা/শিল্পকর্ম দেশ-বিদেশের ইলেকট্রিক/প্রিন্টিং মিডিয়াতে প্রকাশিত হলো, তা নিয়মিত জানাতে হবে। গুরুর কাছে অনেক চাওয়া আমাদের । আশা করি, গুরুজী পরামর্শগুলো সুবিবেচনায় রাখবেন।
  • kallol | 220.226.209.2 | ৩১ মার্চ ২০১১ ১২:১০465690
  • গান্ধীর অবিবেচনায় মৌলনা আজাদের প্রস্তাব খারিজ হবার পর, যখন দেশ ভাগ হচ্ছিলো, তখন শরৎ বসু অখন্ড বাংলার দাবী তুলেছিলেন। তাহলে ভাগ হতো এরকম - পাকিস্তান, ভারত বাংলা। নেহেরু রাজি হন নি। বাংলা ভাগে নেহেরু ও উত্তর ভারতের (বিশেষ করে উ:প্র:এর)কংগ্রেস নেতাদের ভালো রকম সায় ছিলো। অখন্ড বাংলা হিসাবে ভারতে থাকলে জনসংখ্যার বিচারে ভারতের মধ্যে বাংলাই প্রথম হতো। তাহলেই তার সাধের হিন্দী ও প্রধানমন্ত্রীত্বের বারোটা বাজতো।
    অখন্ড বাংলাকে ভারতের বাইরে রাখলে, কয়লা, লোহা, পাট নিয়ে ভারতকে বাংলার কাছে হাত পাততে হতো।
    আমাদের দুর্ভাগ্য সে সময় বাংলাকে নেতৃত্ব দেবার কেউ ছিলো না। যিনি কিছুটা পারতেন, তিনি তো ""মুসলমানদের হাতে"" বাংলা চলে যাবার ভয়ে দেশভাগ সমর্থনই করলেন - শ্যামাপ্রসাদ।
    কুলদাবাবু, আপনার লেখা আবার অখন্ড বাংলার স্বপ্ন দেখালো।
    ধন্যবাদ।
  • tatin | 122.252.251.244 | ৩১ মার্চ ২০১১ ১৩:২৯465701
  • খোন্দকার বাবুর লেখার পাশাপাশি বাঙালির দ্বিধার পজিটিভ সাইডটা দ্রষ্টব্য, যেটা সম্ভবত: বাঙালির আইডেন্টিটিও




  • h | 203.99.212.54 | ৩১ মার্চ ২০১১ ১৫:২৬465712
  • কুলদা রায় এর লেখা পড়ে আমার কয়েকটা কথা মনে হয়েছে, যেটা আমার আজকাল শহিদুল জহির বা ইলিয়াস এর লেখা পড়লেও মাঝে মাঝে মনে হয়। মানে পড়ার সময় মনে হয় না, কিন্তু পড়ার অনেকদিন পরে মনে হয়।

    প্রথমত: এই পার্টিশন, স্বাধীনতা, যুদ্ধ, সিভিল ওয়ার এগুলো বড় স্কার। এইবারে মিলিটারি হিস্টরি তে পপুলার হল, জেতার ন্যারেটিভ, সাহিত্যে আর সোশাল হিস্টরি তে হেরে যাওয়ার ন্যারেটিভ পপুলার। খুব স্বাভাবিক ভাবেই এর মধ্যে দ্বিতীয়টি মরাল টার্‌ম্‌স এ সঙ্গত, প্রথম্‌টাও প্রশ্নবোধক।

    এইবারে চাপ হল, আমরা সংঘর্ষর কথা ধরুন লিখলাম, নব্য স্বাধীন দেশের ক্ষেত্রে, মুক্তির হতাশা নিয়াও লিখলাম। কিন্তু একটা দেশে তো সব রকম লোক নিয়ে থাকতে হবে, হেইডার কি হবে। এইবারে এইটা যে ভাবে করা যায়, সেটা হল মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে যুদ্ধের সময়ে ব্যক্তি মানুষ নিয়ে লেখা তো অসংখ্য, কিন্তু যাঁদের লেহায় স্মাজিক বিশ্লেষণ এর এলিমেন্ট বেশি এবং শক্তিশালী, তাঁদের কাছে বেশি আশা করবো না কেন।
    যুদ্ধে যেতা দেশে সাম্যের হেরে যাওয়ার নিয়ে লিখেছিলেন ভাসিলি গ্রোসমান। সংঘর্ষ এর ক্ষত নিয়ে অনেক লেখা পড়লাম, কিন্তু এক সঙ্গে তো থাকতে হবে, এই এজেন্ডার লেখা তো দরকার।
  • h | 203.99.212.53 | ৩১ মার্চ ২০১১ ১৮:৫৩465723

  • without that being something like united colours of apparel campaign of course

  • h | 203.99.212.54 | ৩১ মার্চ ২০১১ ২১:২৩465735
  • তাইলে, বিয়ন্ড কনফ্লিক্ট, কি কিসু পোলিটিকাল উপন্যাস লেখা সম্ভব? কবিতা যারা লেখেন বা ব্যক্তির ক্রাইসিস নিয়ে যাতা মূলত লেখেন, তারা হালকা বেঁচে গেলেন। এভাবে বলা অন্যায় হল, নিজেদের পথ খুঁজে পেলেন বলা যায়। কিন্তু এমন একটা উপন্যাস লিখবো, যেখানে সময়টাই চরিত্র, সেখানে শত্রু কে দাক্ষিন্য করি কি করে। এইটা আমার মনে হয় স্লাইট ভাবা দরকার। লম্বা সিভিল ওয়ারের দেশে এই সমস্যা বেশি, কারণ লম্বা হতে হতে, প্রায় প্রতিটা বাড়িতেই একটা শত্রু আর একটা মিত্র থাকে, গল্প যদি শোনাও হয়, আত্মীয়তা থাকলে, রাজনৈতিক অভিজ্ঞতা তীব্র হলে, সেখান থেকে বেরোবে মানুষ কি করে। কিন্তু বড় কনফ্লিক্ট কে আরো বড় করে লাভ কি, কাউকে তো বলতে হবে, হ্যাঁ তুমি শত্রুর ব্যাটা আর আমি বিজিত র নাতি, কিন্তু আমি তোমার উপরে অনেক বিশ্লেষণ এর পরেও রাগ ধরে রাখতে পারছি না বা মাল খেতে গিয়ে ভুলে যাচ্ছি। এগুলো কাউকে তো বলতে হবে। এটা শুধু দেশের প্রয়োজন না, সাহিত্যের ও তো দরকার। ইতিহাস যদি সব সময় সাহিত্য কে গড়ে, সাহিত্য কবে ইতিহাস গড়বে? এইসব কথা আমার প্রায় ই মনে হয়। কাজ কম থাকলে।
  • h | 203.99.212.54 | ৩১ মার্চ ২০১১ ২১:৩১465746
  • একটা পোলিটিকাল উপন্যাস তখন ই মহান হয়, যখন সেটা এই ক্রাইসিস টাকে মোটামুটি ম্যানেজ করতে পারে। পারফেকট কিছু করা মুশকিল। কারণ পারফেকশনের শর্ত হল, একটা কনফ্লিক্ট এর অবসান, কিন্তু অবসান থেকে যাচ্ছে এই সময়ে কি ভাবে কেসটা দাঁড়াবে, সেটা বুঝে পাওয়া মুশকিল। এইটা লেখক দের ভাবতে হবে। এড়ানো মুশকিল।
  • h | 203.99.212.53 | ৩১ মার্চ ২০১১ ২১:৩৪465757
  • *কিন্তু অবসান না হয়ে কনফ্লিক্ট থেকে যাচ্ছে ইত্যাদি।
  • rupankar sarkar | 180.215.48.193 | ৩১ মার্চ ২০১১ ২৩:৩৬465768
  • সৈকত বন্দ্যোপাধ্যায়ের সেকটর ফাইভ: ফেসবইয়ের যেখান থেকে সুতোটা পেলাম, সেখানে লেখাটা উলটে পালটে গেছে।অসেখানে এবং গুচের পাতায়ও প্রায় এক লাইন 'জাঙ্ক'।
    এগুলো আজকাল প্রায় লেখাতেই আসছে। এইখানেই, মতামত দিতে গিয়ে জাঙ্ক টাইপ হচ্ছিল বলে স্কিপ করতে হল। এবার লেখার কথায় আসি। রচনা শৈলী ভাল তো বটেই, কিন্তু ব্যক্তিগতভাবে বলি, 'রম্য'রচনা নিশ্চয়ই সুপাঠ্য, তবে 'চান্দ্রিলায়িত' রচনা পড়ে পড়ে আর মন চায়না। একটা কথা মনে রাখতে হবে, বহু ব্যবহারে শ্লেষের ধার কমে। সৈকতবাবু চালচিত্রটি সুন্দর বুনেছেন, দৃশ্যায়নে বেশী নজর দিন, লেখা আরও ভাল হবে।
  • tatin | 59.98.192.22 | ৩১ মার্চ ২০১১ ২৩:৫৫465779
  • আমার একটা জিনিস ইদানীং খুব মনে হয়, সৈকতদার লেখাটা পড়ে মনে হওয়াটা আরো তল পাচ্ছে, এই যে আমাদের চারদিকে উন্নয়নের গল্পগুলো, চারপাশের পাল্টে যাওয়ার প্রায়-যাদু বাস্তবতা, সেগুলো কি উপন্যাসের বিষয় হয়ে উঠছে না? জাস্ট একটা কমেন্টারিই হয়তো ম্যাজিকাল, তার দুএকটা ন্যারেশন পাল্টে দিলেই একদম অদ্ভুত কিছু হবে।
  • aka | 24.42.203.194 | ০১ এপ্রিল ২০১১ ০৮:৩৩465790
  • এই 'প্রায়-যাদু বাস্তবতা' কেয়া হ্যায়?
  • Sushanta Kar | 117.198.48.94 | ০২ এপ্রিল ২০১১ ১০:৪৮465801
  • ভালো লাগল লেখাটা।
  • a | 208.240.243.170 | ০২ এপ্রিল ২০১১ ১৬:৪১465812
  • সেক্টর ফাইভ লেখাটা অতি বাজে হয়েছে। না এতে জায়গাটার সঠিক স্পিরিট ধরা পড়েছে, না এখানকার লোকেদের। ঠিক যেন, লেখক, ওনার ভাষা অনুযায়ীই, রেলা নিচ্ছেন।

    আর গরুগুলো সফটওয়ার কেরানি হবে, এটা যদি লেখকের sarcasm এর indicator হয়, তাহলে ওনার সেক্টর ফাইভ ছেড়ে একটু নিজের দিকে তাকানো প্রয়োজন।
  • bb | 117.195.178.235 | ০২ এপ্রিল ২০১১ ১৯:০৩465823
  • আমিও ঠিক সেক্টর ফাইভের শ্লেষটা ধরতে পারি নি। সফটওয়ারে যারা কাজ করে তারা যদি কেরানীই হয়, তাতে কি দোষ হল?
    বাচ্চা বাচ্চা ছেলেরা যদি একটু টাকা পায় বা কোম্পানীগুলি ভাল কাজের পরিবেশ দেয় তাতে এত ব্যঙ্গের কারণ কি? আশে পাশের পরিকাঠামো দেওয়া সরকারী কর্তব্য।
    আর সফ্‌টওয়্যারকে ঘিরে উন্নতি ভারতবর্ষের অনেক শহরেই কিন্তু এইভাবেই উন্নতি হয়েছে।
  • a | 208.240.243.170 | ০২ এপ্রিল ২০১১ ১৯:৫৮465834
  • যদি লেখ দাবি করেন এটা নিতান্ত ওনার "পর্যবেক্ষণ", তাহলে আমি নাচার, কিন্তু অনুসারী শিল্প, মেয়েদের বিড়ি খাওয়া এসবের প্রতি কেমন যেন একটা স্নবারি চোখে লাগে।

    আর দাদা, নিউ টাউনের দিকের রাস্তাটা খুলে গিয়েছে, উইপ্রোর মোড়ে ফ্লাই-ওভারটা হয়ে গেছে। এবার মেট্রো এসে গেলে কিন্তু বেজায় ঝিন্‌কু হয়ে যাবে জিনিসটা। ওখানকার সাধারণ "কেরানি" রা কিন্তু কষ্ট ভোগ করে চলেছে হাসিমুখে, সেদিনের দিকে তাকিয়ে। এইটা আপনাকে হলপ করে বলতে পারি
  • Anamitra Roy | 117.194.7.7 | ০২ এপ্রিল ২০১১ ২০:৩৪465846
  • রাজার হাট ব্যাপারটা তো এমনিই ঝিন্‌কু!
    আমার তো পড়ে মনে হল সেই জন্যই এই ঝুনঝুনি :D

    লাখ উন্নতি হলেও কিন্তু খালপাড় খালপাড়েই থাকবে আর গোবিন্দপুর গোবিন্দপুরেই :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন