এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-I | 69.93.206.178 | ২৯ জুন ২০১৪ ০১:০৬643947
  • তাছাড়া আজ নেইমার অন্ততঃ চারটে বল স্পীডের জন্যই হোক, যে কোন কারণেই হোক, কেন মারলো না বা দেরী করলো বোঝা গেলো না।

    সেমসাইড হলেও রেকর্ড কিন্তু লুইজের গোলই বলছে, বলবেও হয়তো।

    হাল্কের পিছনে প্লেয়ার আসছে এটা মার্সেলো থ্রোয়ের সময় দেখে নি? আর সে যখন বল নিয়ে বেরিয়ে এসে ডায়াগোনালি অতোটা নেগেটিভ অ্যাঙ্গেলে সাঞ্চেজকে বল বাড়াচ্ছে তখন লুইজের ভূমিকা কি হওয়া উচিত ছিল? থিয়েগোর বাঁ দিকে আর সীজারের ডান দিকের অতটুকু ফাঁকে সাঞ্চেজ অনবদ্য রেখেছে বলটা, কিন্তু এই ডিফেন্স? বরং আজ মার্সেলো অনেক বেশী জায়গা নিয়ে খেলেছে।

    স্কোলারি অবশ্য যেন তেন প্রকারে জয় চায়।
  • + | 213.110.243.23 | ২৯ জুন ২০১৪ ০১:০৭643948
  • নেইমারের বলগুলো বাঁপায়ে ছিল, বাঁ পায়ে ওর টান লেগেছে আজ, বলগুলো ডানপায়ে আনতে গিয়ে মিস করেছে

    গোলটায় মার্সেলোর ও দোষ ৫০% ডেভিদ লুইজকে খুব বেশি দোষ দেওয়া যায়না
  • রোবু | 233.223.151.253 | ২৯ জুন ২০১৪ ০১:১০643949
  • লুইজ রিঅ্যাক্টেড লেট।
  • :-I | 69.93.206.178 | ২৯ জুন ২০১৪ ০১:১২643950
  • টানটা তো ফার্স্ট ফাউলেই হাঁটুর ঠিক পিছনের কর্ডে মারার পর থেকেই, তারপর ভিদালের জঘন্য ফাউল। শেষ মুহুর্ত্তে যে অ্যাটাকে চিলি বল বারে মারলো, তার শুরুও গুস্তাভোকে ফাউলে ফেলে দিয়ে। আর কতগুলো ফাউলে অতো পরে ডিসিশন দেওয়া, বল তখন দশ থেকে পনেরো গজ দুরে চলেও গেছে।
  • :-X | 192.66.4.192 | ২৯ জুন ২০১৪ ১২:৩২643951
  • ওঃ কী পান্ডিত্য কাকা। শুধু খাতায় না হতে মাঠে হলে ভারত ৫০ এর মধ্যে থাকতো
  • cb | 190.215.92.177 | ২৯ জুন ২০১৪ ১৩:২৫643953
  • উরুগুয়ে এদিকে ফুটে গেল রাতের অন্ধকারে (আইএসটি :))

    ওরে বাবা রে, প্রথম গোলটা নির্ঘাৎ অন্য গ্রহের লোক করেছে



    ফোরলান ঝুলিয়েছে যা দেখলাম কমেন্ট্রি পড়ে
  • robu | 122.79.37.41 | ২৯ জুন ২০১৪ ১৪:২৫643954
  • তাপসদা, এইটা দেখে নিতে পারেন ঃ
  • buro | 127.194.45.117 | ২৯ জুন ২০১৪ ১৯:৪৪643957
  • হাল্ক কালকে তিনজন কে কাটিয়ে সোলো রানে দুটো শট নিয়েছিল , দুটোই গোলকিপার বাঁচায়
  • skm | 108.199.50.19 | ২৯ জুন ২০১৪ ২৩:৪১643958
  • What a goal by Snijder in 88 minutes.
    Holland :2:1
  • নেতাই | 132.177.230.245 | ৩০ জুন ২০১৪ ০০:০৬643959
  • রবেনের খেলা তো বটেই, অ্যাক্টিং দেখলেও চোখ জুড়িয়ে যায়। হোয়াট এ প্লেয়ার কাম অ্যাক্টর।
  • কল্লোল | 111.63.93.183 | ৩০ জুন ২০১৪ ০৬:৪১643960
  • পেনাটিটা ফুল বাজে। হল্যান্ড-মেক্সিকোরটা।
  • + | 213.110.243.23 | ৩০ জুন ২০১৪ ১৩:২৭643961
  • শুধু রবেনের জন্য চাই হল্যান্ড হারুক
  • নেতাই | 131.241.98.225 | ৩০ জুন ২০১৪ ১৪:২৫643962
  • আর আমি গান্ধীর উল্টো। রবেনে আচ্ছন্ন। শুধু রবেনের জন্যই চাই হল্যান্ড এবার কাপ নিয়ে যাক। অবশ্য ঐ টিমে আর কেউ নাই ও।
  • ঊমেশ | 90.254.147.148 | ৩০ জুন ২০১৪ ১৫:৪১643963
  • আমি তো আগেও বলেছি, রবেন এর কথা মনে পড়লেই আর হল্যান্ড কে সাপোর্ট করতে ইচ্ছে করে না।

    প্রথম তিন ম্যাচে তাও ভালো খেলেছে, ভুল-ভাল ডাইভ দেয়নি
    কিন্তু কালকে সেই পুরোনো রবেন।
    তবে মেক্সিকো'র থেকে হল্যান্ড কে বেশী পছন্দ।
  • ঊমেশ | 90.254.147.148 | ৩০ জুন ২০১৪ ১৫:৪৩643964
  • ব্রাজিল সাপোর্টার দের জিগাই,
    শনিবারের ম্যাচ দুটো দেখার পর কি মনে হচ্ছে ব্রাজিলের কলম্বিয়ার বিরুদ্ধে কোনো চান্স আছে?
  • নেতাই | 131.241.98.225 | ৩০ জুন ২০১৪ ১৬:১০643965
  • ব্রাজিলের সাপোর্টার নই তাও-
    কলম্বিয়া ম্যাচে অ্যাডভান্টেজ ব্রাজিল। খেলার জন্য একটু স্পেস পাবে। কলম্বিয়া চিলির মত এতো প্রেসিং চেজ করার ফুটবল খেলে না। কলম্বিয়ার অ্যাটাক চিলির চেয়ে বেটার। ডিফেন্স ভালো না খেললে ব্রাজিল গেলো।
  • + | 213.110.246.230 | ৩০ জুন ২০১৪ ১৮:০৬643966
  • কলম্বিয়া খুব ওপেন ফুটবল খেলে, ফিজিক্যল ও নয়, ফলে নেইমার-অস্কার ভালো খেলবে বা চেঞ্জে এবার বার্নার্ডকেও পাওয়া যাবে। প্রচুর গোল হবে ম্যাচটায়। ব্রাজিলেরই জেতা উচিত কারণ থিয়াগো সিলভা ব্রাজিলের ডিফেন্সে আছে।
  • T | 24.139.128.15 | ৩০ জুন ২০১৪ ২০:০৩643968
  • “That was a stupid, stupid thing to do but sometimes you’re expecting to be struck and then they pull their leg away at the last minute.” এইটা রবেন যা তা দিয়েছে। সত্যিই কি বিশ্রী ব্যাপার বলুন তো। ঃ)
  • C | 37.7.167.92 | ৩০ জুন ২০১৪ ২১:১৫643969
  • কেউ কি কাল সাহস করে কোস্টারিকা গ্রীস ম্যাচটা দেখেছে? প্রত্যক্ষদর্শীর বিবরন শুনতে চাই
  • :-I | 69.93.243.244 | ৩০ জুন ২০১৪ ২২:০৮643970
  • একজন ব্রেজিল সমর্থকের সরল স্বীকারোক্তিঃ

    এটা বলে নেওয়া ভালো যে আমাদের শৈশবে পঞ্চাশের দশকের শেষার্দ্ধে জন্মে আর ষাটের দশকের প্রথমার্দ্ধে বড় হওয়া প্রায় সবাই, বিশেষতঃ বাম রাজনীতিতে সম্পূর্ণভাবে জড়িত বাড়িতে যারা বড় হয়েছে, তাদের কিছু বায়াস বাই ডিফল্ট জন্মাতো। ইংরেজ বিদ্বেষ আর সেই কারণেই শ্বেতাঙ্গ বিদ্বেষ কিছুটা রেসিস্ট মনোভাব তৈরি করতো। তার ন্যায্যতা বা অন্যায্যতা বিচার সে যুগে হতো না। কিন্তু অমোঘ ভাবেই খেলার জগতেও কালো মানুষদের প্রতি অসীম সমর্থন, কিছুটা হলেও অন্ধত্ব তৈরী করতো।
    ৩৪-এর অলিম্পিক্সে জেসি ওয়েন্স্‌-এর স্বর্ণ পদক নেওয়ার সময় হিটলারের স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার গল্প বহুবার শুনতে শুনতে একটা ধারণা তৈরি হতোই। তার হাত ধরেই আসতো, এসেছে অ্যাথলেটিক্সে অ্যামেরিকার উইল্‌মা রুডল্‌ফ্‌, বব হেজ্‌, জিম হাইন্স্‌, ইথিওপিয়ার আবেবে বিকিলা, বক্সিং-এ ক্যাসিয়াস্‌ ক্লে (মহম্মদ আলি), ক্রিকেটে ওয়েস্ট ইণ্ডিজ মানে ফ্র্যাঙ্ক ওরেল, উইক্‌স্‌, সোবার্স, হল ..., টেনিসে আর্থার অ্যাশ্‌ আর ফুটবলে? ব্রেজিল। ব্রেজিল মানেই কালো জালমা আর নিল্‌টন স্যাণ্টোস, ডিডি, ভাভা আর পেলে। সারা বিশ্ব দু ভাগ, ধনী ও গরীব অথবা সাদা ও কালো। আর কালো মানুষের দেশ মানেই ফুটবলে ব্রেজিল আর ক্রিকেটে ওয়েস্ট ইণ্ডিজ।

    আজ এই বয়সে যদিও লাতিন আমেরিকার অন্য বেশীর ভাগ দেশকেই রাজনৈতিকভাবে ব্রেজিলের থেকে প্রগতিশীল বলে মনে হয়, তবু সেই শৈশব। খেলার অন্ধ অনুরাগী, ফুটবলের প্রতি তীব্র ভালোবাসায় ব্রেজিলের সমর্থন, তবুও ব্রেজিলের হার্ণাণ্ডেজের পা চালানো দেখেও ঘেন্না আসে, দুঙ্গার চোরাগোপ্তা মার দেখেও আসতো, একইভাবে ভিদালের ফাউল আর তার পর ইংরেজ রেফারীর অসীম সময় ধরে সতর্কতামূলক শিক্ষকতা দেখেও একই অনুভূতি তৈরি হয়।

    চিলির ভিদালের দারিদ্র্যের জ্বালা বা আলেক্সি সাঞ্চেজের দারিদ্র্য কখনই অফুটবলীয় ফাউলকে জাস্টিফাই করতে পারে না। কই, সাঞ্চেজকে তো ওরকম আচরণ করতে দেখা যায় নি। বড় রোনাল্ডোও তো ভয়ঙ্কর দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলো। তাকে তো মাঠে এত অখেলোয়াড়োচিত আচরণ করতে দেখা যায় নি।

    লাতিন আমেরিকার ফুটবল মানেই রেফারীকে গুলি, ফুটবলারকে বারে ঢুকে মেরে ফেলা। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বকাপের আসরে এই ব্যাপারে অগ্রগণ্য উরুগুয়ে, চিলি আর আর্জেণ্টিনা (৭৮-এ প্যাসারেলা আর টরাণ্টিনি যেভাবে ক্রুইফ্‌ আর নীস্‌কেন্‌স্‌কে মারে তা কেউ আর্কাইভ খুলে দেখে নিতে পারেন)।

    সেদিন নেইমারকে মারা নিয়ে বলাতে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। তারা এই লিঙ্ক দেখে কি বলবেন?

    ১। 'এ চিলি, অন্য চিলি'র সেই গণশক্তিরই লিঙ্ক ; http://bangla.ganashakti.co.in/shownews.php?w=1750&h=999&year=2014&month=6&date=30&page=8&dpn=356780
    প্রথম লাইনগুলো স্কোলারির নয়।

    ২। ওই প্রসঙ্গে আনন্দবাজারের লিঙ্ক ঃ
    http://www.anandabazar.com/khela/brazil-building-new-hope-with-neymer-1.45952

    ৩। ৬২-র বিশ্বকাপে চিলি-র সাথে ইতালীর খেলার খবর আর ক্লিপিংস্‌

    http://bleacherreport.com/articles/1976117-italy-world-cup-rewind-infamy-at-the-battle-of-santiago-1962


    ******
    অন্য কথাঃ
    (কল্লোল ৮২-র ব্রেজিল দলের খেলা নিয়ে লিখেছেন, আমিও লিখেছি। কিন্তু ওই একই দল (আলেমাও ও রাইট ব্যাক) বাচ্চা মারাদোনাকে ক্রমাগত পা চালিয়ে শুধু মাথা গরম করিয়ে মার্চিং অর্ডার পেতে প্ররোচিত করেছিল। আর তার পর ইতালীর ব্রুনো কন্তি জিকোকে সতেরোটি ফাউল করে, এমন কি জিকোর জার্সির পিঠের অংশ টানতে টানতে ছিঁড়ে ফেলেও মাঠে কোন শাস্তি পায় না। কারণ খেলা হচ্ছিল ইউরোপে। ওই কন্তিই মারাদোনাকে আঠারোটি ফাউল করে পার পেয়ে যায়।
    বল প্লেয়ারকে প্রোটেক্‌শন দেওয়া নব্বই থেকে শুরু হয়েছিল। কিন্তু তার কিছুটা অন্যায় সুযোগ সে বছর মারাদোনাই নিয়েছিল। ফলতঃ কয়েকটি দল দশ বা কখনও ন'জনে খেলতে বাধ্য হয় আর্জেণ্টিনার বিরুদ্ধে, রুমানিয়ার কথা তো স্পষ্ট মনে আছে। হাজিকে ক্রমাগত মেরে গেলো বাতিস্তা, মোন্‌জন্‌ আর সিমোন, হাজি রিয়াক্ট করে লাল কার্ড দেখলো। পোপেস্কু শুধু ওয়াল থেকে দু পা এগিয়ে দ্বিতীয় হলুদ আর মার্চিং অর্ডার। ন'জনের রুমানিয়া বনাম মারাদোনা সমেত এগারো জনের আর্জেণ্টিনা। ফাইনালে উল্টো গান গেয়ে ভয়লার জঘন্য প্লে অ্যাক্টিং করে পার পেয়ে যায় আর জার্মানী পেনাল্টি আদায় করে। মেক্সিকো রেফারীর জীবনও শেষ।)

    শেষ কথাঃ
    ভাবি, এ জীবদ্দশায় কখনও যদি আফ্রিকার দুটো দেশ ফাইনাল খেলে, কিরকম হয়? দলীপ মেণ্ডিসের হাত ধরে রনতুঙ্গা দাপটের সাথে অস্ট্রেলিয়াকে হারিয়ে যেমন এক অপেশাদার, পাড়ার ক্রিকেটের ভাবাবেগ-সম্পন্ন শ্রীলঙ্কাকে বিশ্বে প্রতিষ্ঠিত করলো, তেমনই যদি ওদের কেউ এগিয়ে এসে এ ম্যাজিকটা ফুটবলে ঘটায়?
    আমি আনন্দিতই হবো।
  • + | 213.110.246.230 | ৩০ জুন ২০১৪ ২২:১১643971
  • দেখেছি। গ্রীস শেষের দিকে ভালো খেলছিল। আজ ফ্রান্স ব্রাজিল-হল্যান্ড রিপিট করবে মনে হচ্ছে।

    এদিকে একটা যা-তা খোরাকঃ)
    This one is smart!
    Kosovo Superleague outfit Hajvalia has offered Luis Suarez an escape route from his four-month worldwide FIFA ban. As Kosovo is not part of FIFA yet, it won't be a problem if Suarez plays in Kosovo Superleague. In return Hajvalia is willing to pay Liverpool £25,000 and pay Suarez a salary of £1200 per month if he accepts the offer of playing in this Balkan state.
  • ঊমেশ | 90.254.147.148 | ০১ জুলাই ২০১৪ ১১:৪৪643972
  • :-I এর লেখাটা ভালো লাগলো।
    কিন্তু একটা খটকা ছিলো।
    আমার যতোদুর মনে পরে, ক্রুইফ ১৯৭৮ এর বিশ্বকাপ বয়কট করেছিল।
    হল্যান্ড টিমে ছিলো না।
  • kc | 204.126.37.78 | ০১ জুলাই ২০১৪ ১২:৫৩643973
  • ক্রুয়েফ ৭৮ এর বিশ্বকাপের আগেইতো রিটায়ার করেছিল তো,

    বিটিডব্লু, এই উমেশ কি যদুপুর মেকানিক্যাল?
  • ranjan roy | 24.96.56.251 | ০১ জুলাই ২০১৪ ১৩:৪২643974
  • ফ্রান্সের সেকন্ড হাফের খেলা মন ভালো করে দিল।
    আজ কলম্বিয়া-ব্রাজিলের জন্যে মুখিয়ে আছি। ভালো খেলা হবে।
    নেইমার-নেইমার!
    চাই নেইমার গোল করুক, কিন্তু কলম্বিয়া জিতুক।
    মেক্সিকোর জন্য দুঃখ এখনো যায় নি।
    "আমি রব নিস্ফলের হতাশের দলে"।
  • b | 135.20.82.164 | ০১ জুলাই ২০১৪ ১৩:৪৯643975
  • আমি আবার যে দল হারে তাদের সাপোর্ট করতে শুরু করি ।যেমন আগের দিন অনেকক্ষণ মনে হচ্ছিলো আহা এই শেষবারের মত রবেন, স্নেইডারের খেলা দেখলাম,.. তারপরে মেক্সিকো গোল খেতেই মনে হল ইস এহেহে এই টিমটা এতো ভালো খেলে আউট হয়ে গেলো?
  • ranjan roy | 24.96.56.251 | ০১ জুলাই ২০১৪ ১৪:০২643976
  • b,
    মানে, প্রায় একই রকম মাইন্ডসেট।
    ( যেমন প্রকাশ কারাতের আত্মসমালোচনা পড়ে আর ওনার ভবিষ্যত স্ট্র্যাটেজি দেখে মনটা কিরকম সিপিএম-সিপিএম হয়ে যাচ্ছেঃ)))।
  • + | 213.110.246.230 | ০১ জুলাই ২০১৪ ১৪:০৮643977
  • কাল ন্যুয়র না থাকলে জার্মানী ছবি হয়ে গেছিল

    ওকে গোল না খেলিয়ে স্টপারে খেলাতে পারে, বেকার মার্টাসেকারকে খেলালো কাল। বোয়েতং মন্দের ভালো। অনেকদিন বাদে কাল ওজিল বেশ খেলছিল।

    এখন বিশ্বকাপে কোনো ছোট টিম নেই (এশিয়া বাদে)
  • ঊমেশ | 90.254.147.148 | ০১ জুলাই ২০১৪ ১৪:০৯643980
  • এবার গুগুল করে দেখলাম।
    ৭৮ এ ক্রুইফ মাত্র ৩১ বছর, কোয়ালিফাইং রাউন্ড খেলেছিলো।

    যেটা শুনেছিলাম, এবার গুগুল থেকে কনফার্ম করছি,
    কিন্তু পোলিটিক্যাল কারনে আর্জেন্টিনা যাবে না, ফ্যামিলি কিডন্যাপ হয়ে যেতে পারে, এই দুটো কারনে রিটায়ার করে।

    @kc ঠিক, আমি সেই ঊমেশ

    @রন্জন'দা, আজ কোথায় ব্রাজিল-কলম্বিয়া, ওটা শুক্রবার।
    আজ মেসি খেলবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন