এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৩০৮৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • xi | 161.141.84.239 | ০৩ জুন ২০১২ ০২:০৬552050
  • সিউডো অপটিমিজম।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০২:০৬552049
  • আর ফড়ে মালিকদের লং টার্ম ভিশন না থাকার জন্যেও।
  • aka | 85.76.118.96 | ০৩ জুন ২০১২ ০২:০৭552052
  • জাই কেন সিউডো?
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০২:০৭552051
  • প্রভুর ইন্টারেস্ট বোঝে কিনা জানে না, নিজের ইন্টারেস্ট অন্তত কালিদাসেরা বুঝেছে।
  • aka | 85.76.118.96 | ০৩ জুন ২০১২ ০২:০৮552055
  • আচ্ছা রিস্টেট করি, চটের প্রাইম টাইমেও বছরে ৬ মাস বন্ধ থাকত ইউনিয়ন বাজির জন্য।
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০২:০৮552054
  • হ্যাঁ, চটকল আর চা এই দুটো ব্যপারে পিনাকীকে ক।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০২:১২552057
  • ধুর, ঐ অজুহাতে মালিকরা লক আউট করে রাখত মাঝে মাঝে। আর ঠিকাদের দিয়ে প্রডাকশন চালাত। চটের মালিকগুলো কেউ 'শিল্পপতি' নয়। পাতি বেওসায়ী। শর্ট টার্মে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু কামিয়ে নেব - এই হল ভিশন। কোন শ্রমিকের খেয়ে দেয়ে কাজ নেই যে খামোকা স্ট্রাইক করে নিজের পেটে কিল মারবে। এগুলো আবাপ অনেক দিন ধরে ক্যাম্পেন করে করে আমাদের মগজে ঢুকিয়েছে।
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০২:১২552056
  • অন আ সিরিয়াস নোট, আইটিতে ইউনিয়নের দরকার আছে কি নেই, সেইটা নিয়ে তো অন্য টইতে বিস্তর ভাজাভাজি হয়ে গেছে। অন্য ইন্ডাস্ট্রির লেবার ফোর্সের সাথে এর তুলনা করা যায় না কারণ এইখানে ব্যক্তিগত দরাদরির সুযোগ আছে। আর ইনহিউম্যান ব্যপার পছন্দ না হলে সেইটা কাটিয়েও ইনহাউজ প্রোজেক্ট/ কোয়ালিটি/ ট্রেনিং রিলেটেড কাজকম্মো কর। কেউ আটকাচ্ছে না।
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০২:১৩552058
  • এই চটের প্রাইম টাইম মানে কোন সময় টা?? ব্রিটিশ আমল ???
    আর যদি ইউনিয়ন বাজির জন্য বন্ধ না হয়েই থাকে (যেটা আপাতত আকাদা মেনেছে), তো ইউনিয়নবাজি কি দোষ করলো ??
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০২:১৪552060
  • পিনাকি দা কে ক
  • Sibu | 118.23.41.126 | ০৩ জুন ২০১২ ০২:১৪552059
  • আকার ২ঃ০৮ এর সোর্স?

    এই রকম ইনহিউম্যান কন্ডিশনে কাজ করাটা যদি নিজের স্বার্থ দেখা মনে হয় তো সেই শ্রমিকেরা অনেককাল নিজেদের মানবিক মর্য্যাদা বিসর্জন দিয়েছে। দে ডিজার্ভ সাচ অ্যান্ড আদার ডিগ্রেডিং ট্রীটমেন্টস।
  • aka | 85.76.118.96 | ০৩ জুন ২০১২ ০২:১৫552061
  • পিনাকি এর খানিকটা সত্য কিন্তু আমাদের বামপন্থী হেরিটেজ যেটা দেখতে পায় না তাহল এই চটকলের বহু ইউনিয়ন লিডার কেমন কামিয়ে নিয়েছে।
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০২:১৭552063
  • এমনকি এই মুহুর্তে চটকল গুলোর হাল আরো খারাপ হচ্ছে এই খচ্চর মালিকদের জন্য। চটকলে এখন লেবার শর্টেজ দেখা গেছে। লোকে অন্য জায়গায় কাজ খোঁজে, চট কলে আসে না।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০২:১৭552062
  • কিন্তু ইউনিয়ন লীডাররা জে কামিয়েছে তারা কিন্তু মালিকের থেকেই কামিয়েছে। আর্থাৎ তারাই কামাতে পেরেছে যারা মালিকের ইন্টারেস্ট দেখেছে। শ্রমিকের নয়।
  • aka | 85.76.118.96 | ০৩ জুন ২০১২ ০২:১৯552065
  • পিনাকি ঠিক তাই ইউনিয়ন মানেই শ্রমিকের স্বার্থ দেখে উলটে দেবে এমনটা ভাবাও মনে হয় ঠিক নয়।
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০২:১৯552066
  • ইনহিউম্যান কন্ডিশন কোনটা? অফিস হাওয়ার্সের পরে সায়েবকে ফোনে তেল মারা, নাকি বেকার হয়ে ঘুরে বেড়ানো? যার কাছে যেটার যা উত্তর।
  • riddhi | 118.218.136.234 | ০৩ জুন ২০১২ ০২:২২552068
  • সদা 'সনচয়' বলে পাইয়ের যে কোশ্চেনের উত্তর দিল, তার পঃ ইঃ উত্তর হল 'বৌ'।
    বৌএরা একটু সিকোরিটি নিয়ে বেশী ভাবে 'কালকে তোমার যদি হার্ণিয়া হয়, কোত্থেকে টাকা পাব, আজ বিকেলে আর মাল কিনো না' যদিও আমি এ সব এর জন্য পরোক্ষ ভাবে পুরুষতন্ত্রকে দায়ী করি। ওটা তো একটা ট্র্মার মত, সারাজীবন থাকে। তবে মেয়েদের আমি ক্যাচ করে ফেলেছিলাম মাস্টার্সে পড়ার সময়। আমেরিকা যাব, অনেক আগে থেকেই আমার, আরো দু এক্টা চলু মালের নজর এক্তা বালের ইউনির ওপোর। কি একটা এনকোন্ডা ইউনিভার্সিটি না কি, ওখানে গেলেই পাব। তাছড়া ছবি দেখেছি। ফ্রি তে হর্স রাইডিং সেখাই ইত্যাদি। আমাদের ফার্স্ট বয়, যে শিওর শট স্ট্যান্ফোর্ড হার্ভার্দে পাবে, তার বৌ তকে দিয়ে এনাকোন্ডাতেও এপ্লাই করিয়েছিল সিকিওরিটির জন্য। 'ক্যালিফোর্নিয়ার যা টাকার অবস্থা, বার্কলে স্ট্যান্ফোর্ড, আজ আছে, কাল নেই'। মালটা বোধয় ২০ তিরিশ টা ইউন ই তে এপ্লাই করেছিল সেবার । তবে হ্যান পুরুষ তন্ত্র। মিতালীর (টপারের বৌ) বাবা খুব বাজে পুরুষ ছিলেন। একবার ওনার বাড়িতে ছাতা ফেলে গেছিলাম, গেট থেকে ফেরত আসছি, উনি অনেক দূর থেকে দাড়িয়ে ছাতাটা উঠিয়ে ঝাকিয়ে ঝাকিয়ে বলছেন' এভাবে একদিন সব হারাবে, সব'। কি হাইপার রে ভাই।
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০২:২২552067
  • আর কিছু অদ্ভুত নীতির জন্য চট কল গুল মিনিমাম ওয়েজের আন্ডারে আসে না
  • Sibu | 118.23.41.126 | ০৩ জুন ২০১২ ০২:২৩552069
  • আর একটু এগিয়ে, বেকার থাকার চেয়ে জন-অরণ্যের সোমনাথ হওয়া লেস ইনহিউম্যান!

    ইউনিয়ন হল লাভের ভাগের লড়াই। যখন ইন্ডাস্ট্রীর ভাল সময়, তখনই এই লড়াইএর জন্য বেস্ট।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০২:২৪552070
  • উফ। রিদ্ধি ফর্মে। ঃ-)
  • aka | 85.76.118.96 | ০৩ জুন ২০১২ ০২:২৫552071
  • ব্ল্যাংকি ঠিক এটাই পয়েন্ট মিনিমাম ওয়েজ, প্রপার ওয়ার্ক এনভায়রনমেন্ট, বেনিফিট দেওয়া এসব ইউনিয়ন ছাড়াও ইমপ্লিমেন্ট করা যায়। ইউনিয়ন নিয়ে আমরা অবসেসড কারণ বামপন্থী হেরিটেজ।
  • Sibu | 118.23.41.126 | ০৩ জুন ২০১২ ০২:২৭552072
  • মাইরি!! পলিটিক্যাল লড়াই ছাড়া মিনিমাম ওয়েজ ইত্যাদি হয়!
  • aka | 85.76.118.96 | ০৩ জুন ২০১২ ০২:২৮552074
  • পলিটিকাল লড়াই ইউনিয়ন বাজি ছাড়াও হয়, এমনটাও হয়।
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০২:২৮552073
  • কি ভাবে করা যায় ?
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০২:২৮552077
  • আকা আজ যদি সরকার এগুলোকে প্রায়োরিটি দেয় তাহলেই শিল্পপতিরা গেল গেল রব তুলবে। সাথে আবাপ। ফোকটে জমি পায়নি - তাতেই কি রাগ। এক শিল্পপতি কাগজে রাজনৈতিক বিজ্ঞাপন দিয়ে ফেল্লেন। শিল্প করব আর সরকার সুবিধে দেবেনা (পড়তে হবে অনৈতিক সুবিধা) - তা কি হয়?
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০২:২৮552076
  • এক্জ্যাক্টলি, সোমনাথের কাছে লেস ইনহিউম্যান হবার কোন চয়েজ ছিল না। দারিদ্র্য নট নেসেসারিলি মহান করে না।

    ইন্ডাস্ট্রির ভালো সময়ে তো লোকে স্টক অপশনও পায়। মিডিয়ান স্যালারির দেড়গুণ-দুগুণ স্যালারিতে নতুন কোং জয়েন করে ইত্যাদি।
  • aka | 85.76.118.96 | ০৩ জুন ২০১২ ০২:৩১552079
  • পিনাকি যে শিল্পপতিরা আরও একটা বড় ফোর্সকে দাবীয়ে রাখতে পারে, তারা লোকালি একটা বা দুটো ইউনিয়ন লিডারকে ম-মা-মে দিয়ে কিনতে পারবে না?
  • ব্ল্যাঙ্ক | 69.93.240.111 | ০৩ জুন ২০১২ ০২:৩১552080
  • লড়াই হবে, রাজনৈতিক লড়াই হবে। তো সেটা হবে কি ভাবে? সকালে কারখানায় কাজ করে, সন্ধে থেকে ধর্না দিতে বসবে লোকে নাকি শান্তিপুর্ন অনশন চালাবে !!!
  • প্পন | 122.133.206.25 | ০৩ জুন ২০১২ ০২:৩১552078
  • হ্যাঁ, ইনফির মত প্রতিষ্ঠিত কোংপানিকে সেজের সুবিধা দেবার কোন দরকার আছে কি? সেইটা নতুন অন্থ্রোপনারদের কেন দেব না?
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০২:৩৩552081
  • পিনাকীদা, রিভোল্ট করার মত অবস্থাতেও অনেকে নেই তো। আর তার জন্য একরকম করে সংগঠন ও তো লাগে। তাই বা কোথায় কতটা ?
    বাড়িতে বাচ্চাদের দেখার কাজ করেন, এরকম দুজন আয়ার কথা ধরা যাক। যা যা শুনেছি, তেমনি লিখছি।
    যে আয়া ভোর চারটে পাঁচটাতে উঠে ছেলেমেয়ের জন্য রান্না করলেন, ( একজনের বর মারা গেছেন , আরেকজনের ছেড়ে গেছেন ) , তারপর হাঁটা, ট্রেকার, ট্রেন, বাস এই সব রকম কাণ্ড করে শহরে কাজ করতে এলেন , অন্তত ঘণ্টা দু আড়াইয়ের গল্প, তারপর সারাদিন কাজ শেষে সেই একই ভাবে ফেরত যাওয়া। মাসের শেষে ৪-৪,৫০০ টাকা। কি আরো টুকটাক মিলিয়ে ঐ হাজার পাঁচ। এর মধ্যে ছেলে মেয়ে যাতে 'ইংলিশ' টা অন্তত শেখে তার জন্য পাড়ার ইংলিশ স্কুল, নিজেরা কিছু দেখতে পারবেন না , প্রাইভেট টিউশন মাস্ট। অসুখ বিসুখ হলে খরচ খচ্চা বাকিদের থেকে কিছু কম না। বাড়িভাড়াটা হয়ত কম দিতে হচ্ছে, কিন্তু ইলেকট্রিসিটি ইত্যাদি নিয়ে সেও হাজারের কম বই বেশি না। বাজার আগুন। ছেলে মেয়ে যত বড় হচ্ছে, খরচ খচ্চা ক্রমে বাড়ছে। তাদেরও মাঝে সাঝেই বিজ্ঞাপনের মত শখ আহ্লাদ হয় টয়। তারা অন্তত বলছেন যে হাঁস ফাঁস করছেন। কিন্তু সেটা নিয়ে ভাবার মত সময়ও নেই। যে বাড়িতে কাজ করেন, তাঁরা দেখলেন তো ভাল, নইলে নিজেদের অসুখ বিসুখ হলে দিনের পর দিন কাটিয়ে দেন। এই তো অবস্থা।
    হ্যাঁ, এঁদেরও কোন পেনশন নেই। মানে সঞ্চয়ের প্রয়োজনীয়তা আছে।
    আর, ছেলে মেয়েকে কোনোরকমে পড়ানোর পরেও সেই তো কাজে ঢোকাতে হবে। তার জন্যও ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আছে।
    এদের মার্কেট রেট কেমন হওয়া উচিত বলে মনে হয় ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন