এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.96.56.251 | ০১ জুলাই ২০১৪ ১৪:২২643981
  • উমেশ,
    সরি! সরি! আজ মেসি-সুইস।
  • :-I | 69.93.254.105 | ০১ জুলাই ২০১৪ ১৪:৩১643982
  • আমারই ভুল হয়েছে হয়্তো। ঠিক মনে পড়ছে না। এটুকু মনে আছে আর্দিলেস আর লুকের খেলা যতোটা ভালো লেগেছিলো, কেম্পেসের অতোটা নয়। তবে আর্জেণ্টিনার প্যাসারেলা, টরাণ্টিনি আর আরেকজন কেউ বীভৎস মার মেরেছিলো। ব্রেজিলের কোন একটা খেলায় রিভেলিনোও মাঠে মারপিটে জড়িয়ে পড়েছিল। হল্যাণ্ডে নীস্‌কেন্সের সাথে আর দুজন, একজনের একটু বড় নাম ছিল, যারা প্রচুর মার খেয়েছিল আর্জেণ্টিনার কাছে।

    সবচেয়ে তাৎপর্য্যপূর্ণ ঘটনা যেটা ১৯৭৮এর বিশ্বকাপকে আরেকভাবে চিরকালের জন্য ঐতিহাসিক করেছে, সেটা হলো গ্রুপ লীগের শেষ খেলা ভিন্ন জায়গায় হলেও একই সময়ে চালু করা। কারণ ঐ বিশ্বকাপে ব্রেজিলকে অন্যায়ভাবে গোল পার্থক্যে আউট করার জন্য আর্জেণ্টিনা-পেরুর খেলা পরে অনুষ্ঠিত হয় আর পেরুকে আর্জেণ্টিনা ৬-০ হারায় (দরকার ছিল ৩ কি ৪ গোলের)। পেরুর কিংবদন্তী খেলোয়াড় তিওফিল্লো কুবিলাসকে এর পরে বিভিন্ন চ্যানেলে বিব্রতকর ইণ্টারভিউয়ের সামনে পড়তে হয়। প্রবাদপ্রতিম কুবিলাসের পেরু এরপর প্রায় চিরতরে বিশ্বকাপ থেকে মুছেই যায়।

    ফিফা এর পরেই সারা পৃথিবীর সমস্ত টুর্ণামেণ্টে লীগ পর্যায়ের চারটি দলের শেষ খেলা একই সময়ে অনুষ্ঠিত হওয়ার নিয়ম চালু করে। যার জন্য এবার সোনি সিক্স আর সোনি পিক্স সোয়াপ করার দরকার পড়েছিল।

    এটা সম্ভবতঃ আর্জেণ্টিনার বর্তমান সমর্থকদের অনেকেই জানেন না। ব্রেজিল সমর্থকদের কজন জানেন তাও বলা মুশকিল।
  • umesh | 90.254.147.148 | ০১ জুলাই ২০১৪ ১৪:৩৪643983
  • এবারের সেকেন্ড রাউন্ড থেকেই টাফ কম্পিটিশন চালু হয়ে গেছে।
    এখনো একটা ম্যাচও ইজি হয়নি।
    আমি তো কাল ভেবেছিলাম, জার্মানী খান ৪-৫ গোল করবে, কিন্তু কোথায় গোল হলো।

    সব টিম গুলো দেখিয়ে দিলো ওরা এমনি এমনি সেকেন্ড রাউন্ডে আসেনি।
    আজও কি মেসিদের এমন কষ্ট করে জিততে হবে?
  • ঊমেশ | 90.254.147.148 | ০১ জুলাই ২০১৪ ১৪:৪৩643984
  • @:-I মনে হয় আবার একটা ভুল তথ্য দিলে।
    গ্রুপের লাস্ট ম্যাচ দুটো একসাথে চালু হয় ৮২ এর পর।
    ৮২ তে জার্মানী-অস্ট্রিয়া গ্রুপের লাস্ট ম্যাচ ফিক্স করে। জার্মানী ১-০ এ জিতলে আলজেরিয়া আউট হয়ে যাবে আর জার্মানী, অস্ট্রিয়া নেক্স রাউন্ড যাবে।
    আলজেরিয়া শেষ ম্যাচ আগের দিন খেলে ফেলেছিলো।
    কাল তাই আলজেরিয়ানরা সবাই বলছিলো ৮২ এর বদলা ম্যাচ।

    ঐ ম্যাচ এর পর ফিফা লাস্ট দুটো ম্যাচ এক সাথে খেলানো চালু করে।
  • :-I | 69.93.254.105 | ০১ জুলাই ২০১৪ ১৪:৫৬643985
  • ব্রেজিলের অন্য খেলার বিষয়ে কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে, যদিও আহামরি কিছু নয়।
    http://en.wikipedia.org/wiki/Brazil_at_the_Olympics#Medals_by_Summer_Games

    ওখানেই আরেকটি মন্তব্যের হাত ধরে - অনেক খেলা ধরলে (ক্রিকেটকে ধরেই) ইংল্যাণ্ডের আগে বোধহয় অস্ট্রেলিয়া আসে। ভেঙ্গে তছনছ হওয়ার আগে রাশিয়াও (শুধু টেনিস বাদে) ছিল। ইন্‌ডোর গেম্‌সে চীন বা ভারতে জন্ম নেওয়া দাবায়ও রাশিয়ার ধারেকাছে কেউই আসতো না। ফুটবলে ১৯৭০-এ সেই ৭০-এর পেলের কাছে মাত্র এক ভোটে হেরে লেভ ইয়াসিন বিশ্বসেরাতে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। সের্গেই বুব্‌কা, ভ্যালেরি ব্রুমেল, ইরিনা প্রেস, তামারা প্রেস, এরকম অনেকের জন্যই রাশিয়া অলিম্পিকে প্রথম দুদেশের মধ্যে বহুদিনই ছিল। স্প্রিণ্টে দুর্বল হয়েও।
  • tapan roy | 24.99.212.45 | ০১ জুলাই ২০১৪ ১৫:০৩643986
  • গরু না খেলে বাঙালী ভালো ফুটবলার হবে না।
  • :-I | 69.93.254.105 | ০১ জুলাই ২০১৪ ১৫:০৭643987
  • গ্রুপের শেষ খেলার ব্যাপারে ১৯৭৮-এর তথ্য একদমই নির্ভুল। চালু হওয়া না হওয়া দেরীতে হলেও হতে পারে, কিন্তু ফিফার পেয়ারের ব্রেজিল (জোয়াও হ্যাভেলাঞ্জ বোধহয় ব্রেজিলেরই ছিলেন। তিনি তখন দোর্দণ্ড প্রতাপ, শেপ ব্লাটারের মতই অনড়, মারাদোনার ভাষায় ডায়নোসর) প্রতিবাদের ঝড় তুলেছিল।
    একইভাবে গোলকীপারকে ব্যাক পাস দিলে সে হাত দিয়ে বল ধরতে পারবে না, এটাও চালু হয়েছিল নব্বই বা তারপর। কিন্তু কথায় কথায় গোলকীপারকে ব্যাক পাস সেই ইংল্যাণ্ড, জার্মানী(একটু কম) আর ইতালী অনেক আগে থেকে শুরু করে। লাতিন আমেরিকার ও জায়গাটা খাজা থাকতো বলে তারা এটা খুব কমই করতো।
  • :-I | 69.93.254.105 | ০১ জুলাই ২০১৪ ১৫:১৯643988
  • গরু খেলেও বাঙালী খুব জোর ভালো গুরু বা চণ্ডাল হতে পারবে। হরলিক্স, বোর্ণভিটা, ক্যাডবেরী, চিপ্‌স্‌, আইস্ক্রীম, ফাস্ট ফুডে অনেক বেশী পুষ্টি। এসব খাইয়ে ইশকুলে স্ট্যাণ্ড করিয়ে কোনক্রমে একটা নিশ্চিত ভবিষ্যৎ গড়া অনেক নিরাপদ। এগুলো না করে কোন অভিভাবক বাচ্চাকে মারপিটের খেলা, ছোটলোকদের খেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় ফেলবেন আর বডি কণ্ট্যাক্ট গেমে পাঠাবেন? এই বেশ ভালো আছি।
  • + | 213.110.246.230 | ০১ জুলাই ২০১৪ ১৫:৪৬643989
  • লালানা লিভারপুলে কনফার্ম হয়ে গেল। সাউথহ্যাম্পটন আর অ্যাথলেটিকোর কেসটা একই রকম হয়ে যাচ্ছে। ল্যাম্বার্ট-লালানা-লুক শ হয়ে গেল। রডরিগেজের চোট না থাকলে ও গেল বলে
  • khilli | 131.241.218.132 | ০১ জুলাই ২০১৪ ১৮:৩৬643991
  • ফ্রান্সের মাঝমাঠ দারুন খেলছে কিন্তু ভালো স্ট্রাইকারের অভাব
  • b | 135.20.82.164 | ০২ জুলাই ২০১৪ ০৮:৫৪643994
  • কাল প্রথমবার আর্জেন্তিনাকে সাপোর্টালাম। এই উৎকট সুইস ফুটবল জাস্ট নেওয়া যাচ্ছিলো না।
    আর মেসিকে দেখলাম প্লে-মেকারের ভূমিকায়। ভালো লাগলো।
  • j | 230.227.106.153 | ০২ জুলাই ২০১৪ ০৯:১২643995
  • জার্মানি-ফ্রান্স বহু বহু দিন পর , বড় কোন টুর্নামেন্টে

    এবারে যা টিম দেখছি ..পাওয়ারে এগিয়ে জার্মানি, গতিতে ফ্রান্স
  • + | 213.110.246.230 | ০২ জুলাই ২০১৪ ১৮:২৩643996
  • ব্রাজিল-বেলজিয়াম ফাইনাল হচ্ছে তাহলে?
  • + | 213.110.246.230 | ০২ জুলাই ২০১৪ ২৩:৩৫643997
  • ফুটবল টই খুঁজে পাচ্ছিনা, এখানেই লিখি। মোবার মারকুই প্লেয়ার কনফার্ম। ক্যামেরুনের পিয়ের বোয়া, ফ্রান্স-বেলগ্রেডে খেলেছে, চ্যাম্পিয়নস লীগে ৪টে গোল আছে। ক্যামেরুনের ন্যশনাল টিমের হয়েও গোল আছে
  • Arpan | 125.118.56.227 | ০২ জুলাই ২০১৪ ২৩:৪৭643998
  • ব্রাজিল-হল্যান্ড?
  • + | 213.110.246.230 | ০৩ জুলাই ২০১৪ ১০:৩০643999
  • রবেন যদি রেড কার্ড খায় প্লে-অ্যাক্টিং-এর জন্য তাহলে হল্যান্ড। রবেনের খেলা নিয়ে খারাপ লাগেনা, প্লে অ্যাক্টিং-এ রাগ হয়

    নেইমার ২২বছর বয়েস, ও শুধরে যাবে আশা রাখি, রবেনের ৩০, এখনও যদি ছ্যচরামি করে!!

    সুয়ারেজ আমাদের থেকেই যাচ্ছে মনে হচ্ছে
  • j | 230.227.106.153 | ০৩ জুলাই ২০১৪ ১০:৩৪644000
  • ব্রাজিল কে চ্যাম্পিয়ন করবে না এরকম কোনও রেফারি আছে নাকি প্যানেলে ;-)
  • :-I | 69.93.203.220 | ০৩ জুলাই ২০১৪ ১১:৩৬644002
  • ওই ইংরেজ রেফারীটি, আর্জেন ওয়েব না কি নাম যেন, এই প্যানেলের একেবারে প্রথমে আছেন। ১১৮/১৯ মিনিটে সীজারের পিছনে বারটাকে টেনে একটু নীচে নামিয়ে দিলেন আর টাইব্রেকারে জারার শটে ডানদিকের পোস্টটাকে মোক্ষম সময়ে একটু ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন।
  • Arpan | 125.118.20.56 | ০৩ জুলাই ২০১৪ ১১:৪০644003
  • হাওয়ার্ড ওয়েব। ঃ))

    স্যার ফার্গির ফেভারিট ম্যাচ অফিসিয়াল। ;-)
  • রোবু | 213.99.211.133 | ০৩ জুলাই ২০১৪ ১৩:৩৫644004
  • বা:, :-I দেখছি আমার লাইনেই খেলছেন :-)
    আমি ১৯৯০ থেকে বিশ্বকাপ দেখছি, ২০০৬ মাঝে মন দিয়ে দেখা হয়নি। ৯০, ৯৪, ৯৮, ০২, ১০ এই এতগুলো কাপে কোনো সময়েই, প্রতিটা গ্রুপ চ্যাম্পিয়ান টিম কো: ফা: তে যায় নি। ০৬ balate পারি না। সেইদিক দিয়ে দেখতে গেলে বলা যায়, সেকেন্ড রাউন্ডে একটাও আপসেট হয় নি।
  • j | 230.227.106.153 | ০৩ জুলাই ২০১৪ ১৩:৪১644005
  • সাপোর্ট যাকেই করি না কেন এই বিশ্বকাপটা অর্জুন রবেনের হাতেই দেখতে চাই

    কর্ণ-দুর্যোধনরা অনেক কেত মারবে , অর্জুন একটাই হয়
  • নেতাই | 131.241.98.225 | ০৩ জুলাই ২০১৪ ১৩:৪৯644006
  • হল্যান্ড কোস্টারিকা ছাড়া সব ম্যাচই টাফ হবে। বিশেষ খুশি হই কাল যদি আসল জার্মানরা হেরে যায়।
  • Arpan | 52.107.175.150 | ০৩ জুলাই ২০১৪ ১৭:২০644007
  • ফ্রান্স কিন্তু গ্রুপ স্টেজ পেরোলে সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে থামে।

    অরণ্যের প্রাচীন প্রবাদ।
  • cm | 127.247.114.120 | ০৩ জুলাই ২০১৪ ১৭:২৮644008
  • ১) ফ্রান্স ফাইনালে খেলবে।
    ২) বেলজিয়াম ফাইনালে খেলবে।
    ৩) ফাইনালে বেলজিয়াম জিতবে।
    ৪) ফাইনালের ফল ২-১।
  • sm | 122.79.38.239 | ০৩ জুলাই ২০১৪ ১৭:৪৪644009
  • কালকে ফ্রান্স হারুক, তারপরে সেমি তে জার্মানি। ফাইনাল হোক ব্রাজিল আর আর্জেন্টিনা। যদি সম্ভব না হয় ইউরোপিয়ান টিম থেকে ওনলি হল্যান্ড যেন ফাইনাল এ ওঠে।
  • robu | 122.79.36.228 | ০৩ জুলাই ২০১৪ ২৩:৫৬644010
  • ব্রাজিল হেরে গেলে যেন কলম্বিয়া বেলজিয়াম ফাইনাল হয়।
  • :-I | 69.93.242.187 | ০৪ জুলাই ২০১৪ ০২:৩৮644011
  • কে একজন বলেছিলেন, বিশ্বকাপ জিততে গেলে প্রথমে ব্রেজিলকে হারাতে হবে, তারপর ফিফাকে হারাতে হবে, তারও পর যেন আরও কাকে কাকে হারাতে হবে। মনে পড়ছে না নামটা।

    ও, ওই নামটা হাওয়ার্ড? ধন্যবাদ অর্পণবাবু। ফার্গির নামটা লিখেছেন তাই বলি, এটা ব্যক্তিগত মত, ওই ইপিএল নিয়ে অতিরিক্ত মাতামাতি আমাদের বাড়িতে কেউই করে না। আমার ছেলেদের কাউকেই করতে দেখিনা, এবং কেন, যখন ওরা বোঝায়, তখন আমরাও মেনে নিই। ওরা একেবারে দ্যাখে না তা নয়, তবে লা লিগাকে অনেক উপরে রাখে। এই ইপিএলের আর্সেনালকে, সে হারুক জিতুক, পছন্দ করে। ওদের মধ্যে একটি মাহিন্দ্রার জুনিয়র টিমে ছিল, দল উঠে যাওয়াতে চলে এসেছে। সন্তোষ কাশ্যপ আর ডেভিড বুথের সাথে আজও যোগাযোগ রেখেছে। ও বলে, মাটিতে বল রেখে খেলা আর্সেনাল বা ওয়েঙ্গারই চালু করে, দামী প্লেয়ার নেয় না কেন ওরাই জানে, কিন্তু ওই বাকি দলগুলোর মতো টিপিক্যাল ইংলিশ লং বল সিস্টেমে খেলেনা। শুধু স্যর উপাধি দেখলে ফিদা হওয়াটা হয় না। ফার্গুসনকে শ্রদ্ধা করে না তা নয়, তবে রেনাস মিশেল, ক্রুইফ, রাইকার্ডকে অনেক উপরে রাখে, গুয়ার্দিওলাকে বেশী নম্বর দেয়। সে স্পেন হেরে যাওয়ার পরও। দেল বস্কি কেন ভিয়াকে নামায় নি, তার জন্য রাগ আছে, কিন্তু দেল বস্কিকে তার পরও যতোটা শ্রদ্ধা করে, ততোটা ফার্গুসনকে করে না।
    সব কিছুতে না হলেও ওদের মতামতকে আমি গুরুত্ব আর মর্যাদা দিই। কারন, ওরা এবং ওদের চিন্তা অনেক বেশী কন্টেম্পোরারি। আর একজন তো রীতিমত স্পোর্ট্‌স্‌ আর তার খুঁটিনাটি নিয়েই তার কেরিয়ার গড়ছে। উপরন্তু আমার বোধে ওদের থেকে তো অনেক বেশী জং ধরেছে।
    এই প্রসঙ্গে আরও একটা কথা। ও কলকাতা ফুটবলের কুৎসিৎ রূপ এতো কাছ থেকে দেখে এবং ওর হাত ধরে বহুদিন পরে আমারও যে রিন্যুয়াল হয়, তারপর কলকাতা মাঠ সম্বন্ধে একটা বিবমিষা তৈরি হয়েছে। ৬৬ থেকে মাঠ দেখতে দেখতে ৯২-এ টোটাল বন্ধ করে দেওয়ার সময়ও এতটা হয় নি। বড় থেকে ছো-ও-ট্ট সব দল, তাদের কর্মকর্তা আর কোচ প্রতিটি বিষয়ে একটা ঘেন্না ধরে গেছে। কিন্তু আপোষ করতে হয়, 'স্টপার'-এর সেই পল্টুদার, "কমল, ব্যালান্স হারাস নি" ওর আর নিজের কানের কাছে বাজাতে হয়। ব্যতিক্রম আর ভালো কি নেই? অবশ্যই আছে? কিন্তু তারা পিছনেই থাকেন, লাইমলাইটে আসতে চান না। আসে এই সুব্রত, সুভাষের মত মিথ্যেবাদী, আপাদমস্তক অসৎ আর হাম্‌বাগ-গুলো। এখানে এসে মর্গ্যান পর্য্যন্ত নিজেকে ঠিক রাখতে পারলো না, ফার্গুসন, ওয়েঙ্গার, গুয়ার্দিওলা, দেল বস্কি সবাইকে এই বিষচক্রে নিজেদের মনে বিষ আনতে হবে। (রাগ করবেন না, একমাত্র হোসে মোরিন্‌হোর প্রয়োজন পড়বে না নতুন করে বিষ জোগাড় করার। ওটা ওর মধ্যে এমনিতেই অপর্যাপ্ত।)
    পরে কখনো লিখবো। যদি মুড আর অনুমতি দুইই একসাথে আসে।
  • Arpan | 125.118.15.97 | ০৪ জুলাই ২০১৪ ১০:৫৩644013
  • :-| (খুব ভুল না করে থাকলে) এই পাতায় পুরনো পাপী। আমাকে বাবু বলাটা কাটিয়েও দিতে পারেন।*

    আর আর্সেনাল নিয়ে আপনার ছেলেদের সাথে একটা হাই-ফাইভ রইল।

    * ভুল হয়ে থাকলে আন্তরিক ক্ষমাপ্রার্থী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন