এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৩০৬৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০৩:২৯552115
  • উপেক্ষা করব কেন? গতকাল যা না থাকলে খারাপ লাগা হত, আজ সেগুলো থাকলেও খারাপ লাগা হবে। কারণ এখন অন্য কিছু না পাওয়া। চাহিদা তো পাল্টে যায়। তক্কটা কি নিয়ে হচ্ছে?
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৩:৩৪552116
  • এই 'প্রয়োজন' এর কথা বলতে গিয়ে একজনের পুরানো কথা মনে পড়ে গেল । ঃ)

    "By necessaries I understand not only the commodities which are indispensably necessary for the support of life, but what ever the customs of the country renders it indecent for creditable people in the lowest order to be without. A linen shirt, for example, is, strictly speaking, not a necessary of life.The Greeks and Romans lived, I suppose, very comfortably though they had no linen. But in
    the present times, through the greater part of Europe, a creditable day-labourer would be ashamed to appear in public without a linen shirt, the want of which
    would be supposed to denote that disgraceful degree of poverty which, it is presumed, nobody can well fall into without extreme bad conduct. Custom, in the same manner, has rendered leather shoes a necessary of life in England.The poorest creditable person of either sex would be ashamed to appear in
    public without them. "

    কার অবস্থা কতটা ভাল খারাপ, এটা অ্যাবসলিউট সেন্সে আয় ব্যয়ের ডেটা দিয়েও সবসময় বোঝা যায়না। অসাম্য বেশি হওয়াটা অনেকভাবে খারাপ 'থাকা' ইন্ডিউস করে। আমরা বেশিরভাগ সময়ই খারাপ 'হওয়া' পরিমাপ করি।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০৩:৩৬552117
  • সে তো বটেই। এ নিয়ে তো কোনও তক্ক নেই। তক্কটা কী নিয়ে?
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৩:৩৬552118
  • পিনাকীদা, তোমার সাথে আলাদা তর্কের কিছু নাই। আমার বক্তব্য, দেখতে পাইনা, তার মূল কারণ এরা একেবারেই সংগঠিত নন। সেরকম ক্ষোভ নেই, তাই বহিঃপ্রকাশ ঘটেনা, এমনটা নয়। এলাকা ভিত্তিক সংগঠনের কথাও আমি সেভাবে শুনিনি। মানে যতজনকে জিগিয়েছি।। আর বামপন্থী দলগুলো এই নিয়ে সেভাবে কিছু করেনি, এটা আমার ক্ষোভ ঃ)
  • xi | 161.141.84.239 | ০৩ জুন ২০১২ ০৩:৩৮552121
  • আকা, সিউডো-অপ্টিমিজম এইজন্যেই বলছিলাম, মুষ্টিমেয় লোক লাখবেলাখের মাসমাইনে পাচ্ছে বলেই চারিদিকে একেবারে সুবাতাস বইতে থাকবে, সবাই সুখে থাকবে, কারণ "এই তো আশা আছে এরকম পাবার কোনো না কোনোদিন, আমি না হলে আমার ছেলেপিলে, তারা না হলে নায় নাতিন", ব্যাপার এরকম না।
    এই অপ্টিমিজম লাখবেলাখীরা নিজেরা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এর বাইরে অসংখ্য শ্রমিক মিস্ত্রী যোগাড়ে হকার গৃহকর্মী---এই ধরনের আরো বহু লোক যাদের রোজগার দিনের দিন যতটা কাজ করতে পারবেন, সেই হিসাবে হয়, তাদের কোনো আশার কিছু নেই। জিনিসপত্রের দাম কিন্তু সবার জন্যে বাড়ছে, শুধু লাখবেলাখীদের জন্য না।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৩:৩৮552120
  • এই বেশিরভাগ লোকজন এখন আগের থেকে অনেক ভাল আছে, তর্কটা এই নিয়ে । তুমি সেটা না বল্লে তোমার সাথে তর্ক নাই। কিন্তু এই সুতোতে আর আগেও এখানে সেটা বলা হয়েছে।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৩:৪৩552122
  • আর মনুদা, চিদুদা তো এটা দিনরাতই বলে চলেছেন। সেটা লোক্জন খায়ও। 'ইন্ডিয়া' র শাইন করা নিয়ে অনেকেরি তেমনি ধারণা। এই যেমন, মুম্বইতে বেশিরভাগ লোক লাখ টাকার কারবারী। কিছু লোকের হাতে টাকা অবশ্যই এসেচে, এবং অনেক বেশি এসেছে। ভারতীয় চাকুরে প্রসঙ্গে এই টইয়ের আলোচনা তো সেই বেশি কতটা কম , আরো কত বেশি হওয়া উচিত এইসবেই ঘুরপাক খেয়ে চলেছিল, তাই অন্যান্য ভারতীয় চাকুরেদের নিয়েও এই প্রশ্নগুলো করলাম।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৩:৪৪552123
  • xi কে ক।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০৩:৫০552125
  • এতক্ষণে বুঝলাম। ক্ষোভের বহিঃপ্রকাশ না থাকার মূল কারণ কী, তাই নিয়ে তক্ক। আমার মতটা তো আমি বল্লাম। আমার ক্ষুদ্র জ্ঞানবুদ্ধিতে এইটা মনে হয় যখন অপশন সত্যিই সংকুচিত হয়ে যায় তখন মানুষ সংগঠন ইত্যাদির জন্য অপেক্ষা না করেই রিভোল্ট করে। সংগঠিত করার চেষ্টা করা যে উচিৎ সে নিয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে চেষ্টা করলেই হবে কিনা সেই নিয়ে ডাউট আছে। মানে নামকেওয়াস্তে একটা এনজিও মার্কা সংগঠন হতেই পারে। কিন্তু সত্যিকারের দাবীদাওয়া আদায়ের রাজনৈতিক সংগঠন করা বেশ কঠিন। নইলে রাজনৈতিক পার্টির জন্য অপেক্ষা না করেই এনাদের নিজেদের সংগঠন এতদিনে গজিয়ে উঠত দুটো-একটা অন্ততঃ।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৩:৫০552124
  • মানে, এই সিউডো অপ্টিমিজমকেই আমি খুড়োর কল বলছি।

    একেবারেই অলীক এমন হয়তো না, কিছুই পাচ্ছেনা , তা না। কিন্তু যা পাচ্ছে শেষমেশ, সেটা পাবে আগে জানা থাকলে হয়তো ছুটতোও না, বা হয়তো বিক্ষোভটা বিদ্রোহ ( মানে তুমি যাকে ইরাপ্ট করা বলছো) হতে পারতো। এখন খুব কায়দা করে জানতে দেওয়া হয়না। আমার এইটা মনে হয়।
  • xi | 161.141.84.239 | ০৩ জুন ২০১২ ০৩:৫৮552126
  • না ,নিজেরাই রিভোল্ট করে সেটা সত্যি না। ক্রীতদাসেরা পশুর অধম জীবনযাপন করতো প্রাচীন কালে, মধ্যযুগে, তার পরেও---কিন্তু সেভাবে বিদ্রোহ কোথায় হয়েছে? আরে বিদ্রোহ ওভাবে হ বললেই হয় নাকি, প্রচুর পরিকল্পনা গোপণ সংহতি এসব দরকার।
    স্পার্টাকাসের ব্যাপারটাকে কুমীরছানার মতন দেখানো হয়, কিন্তু সেটা ছিলো ব্যতিক্রম। সে বিদ্রোহ নির্মমভাবে দমন করে ফেলতে রোমান বড়লোকদের খুব কম সময়ই লেগেছিলো।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৪:০২552127
  • জঙ্গলমহলের আদিবাসীরাও সেভাবে বিক্ষোভ করেন নি। মাওবাদীরা যাবার আগে।
  • xi | 161.141.84.239 | ০৩ জুন ২০১২ ০৪:০৪552128
  • আর ভারতে (গোটা উপমহাদেশেই) তো প্রলেপের পর প্রলেপ দিয়ে দাসত্বকেই জায়েজ করে রেখেছিলো। এক ছিলো জাতপাত-নিচু জাত মানেই সে উঁচু জাতের দাসত্ব করবে, আর কোনো অপশনও রাখা হওতো না এমন সূক্ষ্ম কৌশলে শিক্ষাদীক্ষা সমাজের আরো নানা কৌশল ধর্মাচরণ রীতিনীতি এইসব দিয়ে ব্যাপারটাকে সাজানো ছিলো। আর ছিলো পুনর্জন্মতত্ব, আরে এ জন্মে দাসত্ব করে পাপ ক্ষইয়ে নিয়ে পরজন্মে উঁচু জাতে জন্মাবি।

    দাসেদের রিভোল্টের বারুদগুলোকেই ভিজিয়ে রাখা হয়েছিলো।

    কেন জানি মনে হয়, এখনো সেটাই প্রায় আছে, শুধু উঁচু জাত টা উঁচু টাকা দিয়ে রিপ্লেসড হয়ে গেছে।
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৪:০৭552129
  • শ্রমিকদের একটা বিক্ষোভ দাঁড় করাতে কী পরিমাণে কাঠ খড় পোড়াতে হয় ? আর বাইরের লোকজন না গিয়েই সব হয়ে যায় ? কোন সাপোর্ট লাগেনা ? ( তার মানে এই নয়, বাইরের লোক গিয়ে সব করে দেবে)। আর তাও শ্রমিকদের অ্যাডভান্টেজ হল, সবাই রোজ একত্রিত হচ্ছেন, এক জায়গায় কাজ। এক রকমের এক্সপ্লয়েটেশন ইত্যাদি। এক্ষেত্রে সেটা কতটা হয় ? আর তার সাথে জেন্ডারটা তো অ্যাডেড ইস্যু। ঘরে ফিরেও নানা সময়ে যে পরিমাণ অত্যাচার চলে, তারপরে তো কাজের ক্ষেত্র নিয়ে ভাবার ব্যাপার।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০৪:২০552131
  • আগের পোস্টে এনাদের বলতে কাজের মাসী বা আয়াদের কথা বলেছি।

    আর মানুষ আগের চেয়ে ভালো আছে বা খারাপ আছে এদুটৈ অ্যাবসলিউট স্টেটমেন্ট বলে মনে করি আমি। দুটোর কোনোটাই রিয়েলিটিকে সঠিকভাবে রিফ্লেক্ট করে বলে মনে হয় না। আমার মতে মানুষের জীবনে স্ট্রেস বেড়েছে। অর্থাৎ টিঁকে থাকার জন্য এখন বেশী নিংড়াতে হচ্ছে নিজেকে। অনিশ্চয়তা বেড়েছে। আবার সাথে সাথে অপশনও বেড়েছে। কিছু একটা করে টিঁকে থাকা যেতে পারে - এই সম্ভবনাটা বেড়েছে। একটা বড় অংশের মানুষ কখনও কষ্টেসৃষ্টে পুঁজির বৃত্তের মধ্যে ঢুকে পড়তে পারছে, কখনো ছিটকে বেরিয়ে যাচ্ছে। এই অনিশ্চয়তা সহই ডায়নামিক্সটা চলছে। রাজনীতির ক্ষেত্রে মানুষ এখনো ভাবছে সিপিএমের বদলে তৃণমূলকে বা কংগ্রেসের বদলে মুলায়মকে ভোট দিলে হয়তো টিঁকে যাব - ইত্যাদি। অ্যাবসলিউট অর্থে যদি প্রতিদিন আরো আরো মানুষ প্রগ্রেসিভলি এই পুঁজির বৃত্তের বাইরে চিরতরে বেরিয়ে যেতে থাকত, তাহলে অ্যাবসলিউট অর্থে অব্স্থা আগের চেয়েও খারাপ হয়েছে বা হচ্ছে বলতে পারতাম। মানে আমার কাছে ভালো খারাপ বলার ক্রইটেরিয়াটা এইটা। আরো একটা প্যারামিটার হল বামপন্থী রাজনীতির রেলেভ্যান্স বাড়ছে কিনা। মানে সামগ্রিকভাবে। সেরকমও তো কিছু দেখছি না।

    যাকগে, আজ এই অব্দি। বাকি তক্ক পরে। ঘুমোতে যাই।
  • pinaki | 88.64.121.222 | ০৩ জুন ২০১২ ০৪:২৫552132
  • বিদ্রোহ আর বিপ্লবের মধ্যে তফাৎ আছে। আজ অব্দি কোনো বিদ্রোহ বাইরের লোকের অপেক্ষায় বসে থাকে নি। সংগঠিত এফর্ট তো কম নেওয়া হচ্ছে না। সে এফর্ট নেওয়ার লোকও কম পড়িতেছে। কেন? যাই হোক, জাই আর পাই এর সাথে এ নিয়ে পরে তক্ক হবে। আপাততঃ ঘুম। ঃ-)
  • xi | 161.141.84.239 | ০৩ জুন ২০১২ ০৪:৩৫552133
  • আমাদের এক অদ্ভুত স্যর ছিলেন, তেনার বিষয় ছিলো পদার্থবিদ্যা কিন্তু তিনি মাঝে মাঝে ইতিহাসের উত্তর লেখার সাজেশান দিতেন। সিপাহী বিদ্রোহের কারণ এর উত্তর লিখতে গেলে শুরুটা নাকি এরকম করতে হবে-

    "ইতিহাসের মিছিল নগরীতে আজ পর্যন্ত যত বিদ্রোহ বিপ্লব সংঘটিত হয়েছে, তার কারণ নির্ণয় করতে গিয়ে তামাম ঐতিহাসিকের দ্বান্দ্বিকতার মধ্য দিয়ে ঐকতানের সুর রণিত হয় নি।"

    ওরে বাবা, হাসি চাপার চেষ্টা করতে করতেই আমাদের প্রাণান্ত হবার যোগাড়।

    ঃ-)
  • পাই | 82.83.85.246 | ০৩ জুন ২০১২ ০৫:০৫552134
  • রেলিভ্যান্স বাড়তে পারতো এমন অনেক ইস্যুই বামপন্থী রাজনীতি সেইভাবে অ্যাড্রেস করে না। এই ইস্যুটা নিয়েই কেন করেনি, এখনো তার উত্তর পাইনি ঃ)
  • বিপ্লব | 78.33.140.55 | ০৩ জুন ২০১২ ০৭:১২552135
  • ইউনিয়ান করে কোন দেশে কোন উন্নতি হয় নি-শ্রমিকদে সামইয়িক লাভ হয়েছে-তারপরে শিল্পটাই বন্ধ-উদাহরণ জি এম।

    ক্যাপিটালিজম এবং ইউনিয়ান একসাথে চলতে পারে না।

    শ্রমিক উইনিয়ানের বদলে শ্রমিক কোয়াপরেটিভ চাই-যাতে মালিকানা থাকে শ্রমিকের হাতে। যাকে আমি কাউন্সিল কমিউনিজম বলছিলাম। শ্রমিক কোয়াপরেটিভের মতন সফটওয়ার কোয়াপরেটিভ বানিয়ে ইনফি, টিসিসের পেছন মারা সম্ভব। কিন্ত মারবে কারা? টিসিএস ইনফির অতি বাম মালেরা শুধু গুরুতে বামবমি করে যাবে অথচ একবারো কয়েক্টি বাম সফটোয়ার ইঞ্জিনিয়ার বেড়িয়ে গিয়ে একটা কোয়াপরেটিভ বানিয়ে সিস্টেমকে চ্যালেঞ্জ করার সাহস নেই। কারন তাহলে বাড়ি গাড়ি বৌ অনিশ্চিত হয়ে যাবে।

    এই সব ঢপের বামপন্থিতে চারিদিক ভর্তি-তাহলে ছোটখাট বিদ্রোহ-্যেমন সফটোয়ার কোয়াপরেটিভ যেটা করা সম্ভব- সেগুলিই এরা করতে ভয় পায়।

    এখানে যারা বড় বড় ইউনিয়ানের বাত মারছে-তাদের কারুর পেছনে দম নেই একবার ও সিস্টেমকে চ্যালেঞ্জ করে বেড়য়ে এসে একট কোয়াপরেটিভ খুলে কিছু করার। সব মুখে মারিতং জগৎ।

    এই যে স্যোশাল মিডিয়ার যুগ। সাংবাদিকরা কোয়াপরেটিভের মাধ্যমে মিডিয়া চালাতে পারে । কত সহজ। কিন্ত উদাহরন কোথায়?

    সফটোয়ারেও তাই। ১০ জন ভাল সফটোয়ার ইঞ্জিনিয়ার মিলে একটা মার্কেটিং এর লোককে নিয়ে একটা কোম্পানী খুলে দিব্বি চালানো সম্ভব। তারও কোন উদাহরন চোখে পড়ছে না।

    বিদ্রোহ এবং বিপ্লব করার চেয়ে এগুলো করা অনেক সহজ এবং এতে সমাজতান্ত্রিক একটি বিকল্প খুলবে যে মালিকানার সম বন্টন সম্ভব। ইউনিয়াঞ বাজির থেকে তা ভাল সমাধান। কিন্ত এই সামান্য বিদ্রোহটুকুই ত দেখতে পাচ্ছি না।
  • S | 109.26.200.89 | ০৩ জুন ২০১২ ০৭:৫২552136
  • বিপ্লবদাকে ক। বিদ্রোহ ইত্যাদি তো অনেক শুনলাম। সেই যদুপুর থেকে - যারা করতো, তারা এখন টিসিএস, ইন্ফি করে আমেরিকাতে অধিষ্টিত।

    দেশের এখন যা অবস্থা - ক্রমে ধনতন্ত্রের মধ্যে আটকে পড়ছে - সাধারন সরকারি পরিষেবাগুলো উঠে যাচ্ছে।

    শেষ কুরি বছরে যে তিনটে জিনিশ খুব ভালো হয়েছে - ১) ইন্জিনিয়ারদের অবস্থা বেটার হয়েছে - থ্যান্ক্স টু আইটি, ২) সবাই মোটামুটি একটা চাকরি পায় - ঐ পাড়ার রক থেকে আপিস, ৩) টেলিকমিউনিকেশন।
  • lcm | 60.136.192.52 | ০৩ জুন ২০১২ ০৮:৩৩552138
  • আসলে এত হাই ইনকাম সেক্টরে (ইন্ডিয়াতে আইটি জব) বিদ্রোহ/বিপ্লব টাফ্‌।

    আর, ১০ জনে মিলে মার্কেটিং সেল্‌স-এর লোক নিয়ে কোম্পানী খোলাতেও প্রবলেম। এই দশ জন যদি চাকরি করত ধরা যাক, গড়ে ২০ লাখ টাকা আয় করত, মানে দশ জনে মিলে বছরে ২ কোটি। এখন একটা কোম্পানী খুলে, মার্কেটিং/সেল্‌স-এর লোককে মাইনে দিয়ে, ২ কোটি টাকা লাভ - নট্‌ দ্যাট ট্রিভিয়াল। মানে বলতে চাইছি মোটিভেশন কম হবে, এক যদি না কলেজ ফ্রেশার হয়। কিন্তু সেও চাপে থাকবে...
    আমি কয়েকজনকে জানি গত ১০-১২ বছরে কোম্পানী খুলেছিল, অফিস স্পেস নিয়ে সেট``আপ তৈরী করেছিল, সিড ইনভেস্টমেন্ট করে - কিন্তু স্টেব্‌ল রিসোর্স পাওয়া এবং ধরে রাখা - চ্যালেঞ্জ। দুজন বন্ধ করে দিয়েছে, একজন এখনও চালাচ্ছে বোধহয়। অবশ্য এরা কলকাতায় ট্রাই করেছিল।
  • biplab | 78.33.140.55 | ০৩ জুন ২০১২ ০৯:০৩552139
  • কিন্তু স্টেব্‌ল রিসোর্স পাওয়া এবং ধরে রাখা - চ্যালেঞ্জ। দুজন বন্ধ করে দিয়েছে, একজন এখনও চালাচ্ছে বোধহয়। অবশ্য এরা কলকাতায় ট্রাই করেছিল।

    ।।।।
    যারা সলিড তাদের কাজের অভাব হবে না। কাজ তাদের খুঁজে নেবে যদি তারা রিজনেবল মার্কেটিং করতে জানে। এখন আই টি তে এত কম্পিটিশ ন ওখানে খুললে কিছু হবে না। আর ব্যাবসাটা গ্রাউন্ড আপ হওয়া দরকার। ২ কোটি টাকা সফটোয়ার ব্যবসাতে কিছুই না। ১০ জনের টিম থাকলে, মাসে ওই টাকা ক্লোজ করা যায় যদি প্রোডাক্ট প্লানিং, মার্কেটিং পজিশন এসব ঠিক থাকে। মূল ব্যাপারটা মার্কেটিং পজিশনিং এর। এটা লোকে ঠিক করতে পারে না বলে, প্রোজেক্ট পায় না।
  • S | 109.26.200.89 | ০৩ জুন ২০১২ ০৯:০৯552140
  • আর এতো হাই ইনকাম সেক্টরে বিদ্রোহের দরকারই বা কি? ভালো-ই তো টাকা পাওয়া যাচ্ছে, তার সাথে বেশ কিছু পার্ক্স। খরচ যে বেড়েছে, সে বিষয়ে সন্দেহ নেই - কিন্তু তাই বলে বিদ্রোহের পর্যায়ে যায়নি। আমার মনে হয় অনেক বেটার সলিউশন হোলো করাপশন বন্ধ করা - দেশের রিসোর্স যেভাবে সস্তায় প্রাইভেট কম্পানিদের বিক্রি করে দেওয়া সেটা বন্ধ করা - 2G আর কয়লা কেলেন্কারি। সেক্ষেত্রে সরকারের হাতে অনেক বেশি টাকা থাকবে - সেই দিয়ে সরকারি পরিষেবাগুলো চলুক - সাধারন মানুষ যাতে বাঁচতে পারে। প্রাইভেট স্কুল-কলেজ-হাসপাতালের রেটও কমবে। ফলে সবাই স্বস্তি পাবে।

    ব্ল্যাক মানি হোলো রিয়েল এস্টেটের দাম বাড়ার পিছনে সবথেকে বড় রিজন। ব্ল্যাক ইকনমি অ্যাক্চুয়াল ইকনমির থেকেও বড় বলেই মনে হয়। প্রতি বছর ৫-১০ বিলিয়ন ডলার (কালো) ইন্ডিয়া থেকে শুধু নিউজিল্যান্ড যায় - অবশ্যই নিউজিল্যান্ড খুব খুশি - তাদের দেড়শো কোটি জিডিপির ইকনমির তুলনায় এটা অনেক বড় অংক।

    ভারতের মতন এতো বড় পপুলেশনের দেশে পিওর কম্যু আর পিওর ক্যাপি দুটোর কোনোটাই চলেনা - দুটোকেই দেখে শুনে নিয়ে এগোতে হবে।
  • lcm | 60.136.192.52 | ০৩ জুন ২০১২ ০৯:১২552142
  • বিপ্লব,
    ঠিক, মার্কেটিং আসল। এবং অনেক ক্ষেত্রেই সলিড টেকনিক্যালিটির ওপর জোর বেশী দেওয়ায় এবং মার্কেটিং/সেল্‌স কে বেশী গুরুত্ব না দেওয়ায় - শুরুতে খুব ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু, তাও মাসে ২ কোটি, মানে বছরে ২৪ কোটি, প্রায় US$4-5 million প্রফিট (রেভিনিউ বলছি না কিন্তু) প্রথম বছরে, ১০ জনের কোম্পানীতে, মানে একটু বেশী হয়ে যাচ্ছে না। মানে ইউএস-এও ১০ জনের কোম্পানীতে প্রথম বছরে ৪/৫ মিলিয়ন প্রফিট কিন্তু খুব কম স্টার্ট``আপ-ই ... ইয়ে মানে একটু...
  • S | 109.26.200.89 | ০৩ জুন ২০১২ ০৯:১৪552143
  • বিপ্লববাবুর সাথে একমত। ঠিক্ঠাক স্ট্র্যাটেজি না থাকলে, পজিশনিঙ্গ না করলে ভালো ব্যবসা গড়ে তোলা খুব কঠিন আজকের দিনে। তাইতো গুগল, অ্যাপেল, ফেবু - যাদের এতো ভালো টেকনলজি - তারাও আল্টিমেটলি স্ট্র্যাটেজি তইরী করে মার্কেটে এগিয়ে থাকার জন্যে।
  • S | 109.26.200.89 | ০৩ জুন ২০১২ ০৯:১৫552144
  • এল্সিএম, আরেকবার হিসেব করুন। বছরে ২ কোটি প্রফিট দরকার।
  • lcm | 60.136.192.52 | ০৩ জুন ২০১২ ০৯:১৬552145
  • বিপ্লব কিন্তু মাসে লিখেছে।
  • lcm | 60.136.192.52 | ০৩ জুন ২০১২ ০৯:১৭552146
  • অবশ্য বিপ্লব মাসে ২ কোটি ক্লোজ করার কথা লিখেছে, মাসে ২ কোটি টাকার সেল্‌স বলছে বোধ হয়।
  • lcm | 60.136.192.52 | ০৩ জুন ২০১২ ০৯:২০552147
  • জানি না, আমি বেশ কয়েক জনকে চিনি সিলিকন ভ্যালি-তে স্টার্ট``আপ-এ ... গল্পটা কিন্তু এরকম নয়, অন্তত এখানে... প্রথম দু-তিন বছর ইন্ভেস্টর-দের টাকাতেই.... এর মধ্যে কিছু না হলে বা আরো সময় চাইলে, সেকেন্ড রাউন্ড ফান্ডিং তুলতে যাও, এবং সে বড়ো ব্যাথার জিনিস...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন