এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৬৬৫৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 143.111.22.23 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:৩৬420978
  • যাক অন্তত এই গোটা বিশেক পাতা পরে "কলোনিয়াল হ্যাংওভার টোভার না" থেকে "কলোনিয়াল হ্যাংওভারে অসুবিধা কি?" এই অবধি এসেছে ;-)
  • Sayantan | 159.53.78.142 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:৩৯420980
  • স্কুল লেভেলে জেনেরাল আমেরিকানরা অংকে "ভালো' - এর সাপোর্টে কোনো লিং থাকলে দাও। এটা লেগস্টাম্পে স্লো-ফুলটস।
  • Du | 65.124.26.7 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:৩৯420979
  • এর উত্তর আছে তিন নম্বর টইতে :)
  • aka | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:৪১420981
  • না না আমি ঐ নিয়ে একটুও মাথা ঘামাচ্ছি না। ভারতে ইংরিজি কেন অফিসিয়াল ল্যাঙ্গোয়েজ তাই নিয়ে আমার কোন মাথা ব্যথাই নেই। হতে পারে কলোনিয়াল হ্যাংওভার হতে পারে বেম্মদত্যির ল্যাগব্যাগে ঠ্যাং হতে পারে সিআইএর লম্বা হাত। যাই হোক না কেন ইংরিজি না জানলে ভারতে চাকরি পেতে বিস্তর অসুবিধা। আর ভারতের বাইরে তো বটেই। সেটায় এখনো স্টিক করছি। ইংরিজি তুলে ভুল হয়েছিল এই নিয়ে বোধহয় আর কোনো মতবিরোধ নেই।

    এখন হানুদার ভাষায় ডিবেটের কনটেক্সট চেঞ্জ করছি। :))
  • aka | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ০১:৪৭420982
  • সান্দা কোনো লিংক নাই শুধু অভিজ্ঞতার কথা বললাম। জেনারালি আমাদের দেশের মতনই। বেশ ভালো, মাঝারি, খারাপ। তবে মাঝারি বেশি নাই। আর যারা ভালো তারা এত ভালো যে কি বলব। এ আমার অভিজ্ঞতা। % ডিস্ট্রিবিউশন করলে আমাদেরই মতন হবে হয়ত, মাঝারি একটু কম। কিন্তু আমাদের লোকবল এত বেশি যে মেরে বেরিয়ে যাই।
  • aranya | 192.128.133.68 | ০৪ নভেম্বর ২০০৯ ০২:২০420983
  • @সায়ন্তন - "স্কুল লেভেলে জেনেরাল আমেরিকানরা অংকে ভালো' কিনা - এখানে স্কুল বলতে কি গ্র্যাজুয়েট স্কুল ? হাইস্কুল অব্দি যা কারিকুলাম - অংকে ছাত্ররা বেশ কাঁচা থেকে যায় মনে হয়, ওবামা কদিন আগে দুশ্চিন্তা প্রকাশ করেছিল - ভারত এবং চীনের ছাত্রদের সাথে প্রতিযোগিতায় আমেরিকানরা পিছিয়ে পড়ছে বলে।
  • Sayantan | 159.53.78.142 | ০৪ নভেম্বর ২০০৯ ০২:২৩420984
  • অরণ্য, ওটা কোট-আনকোট। আপনার পোস্টের অব্যবহিত আগে অক'এর পোস্ট দেখুন।
  • Sayantan | 159.53.78.142 | ০৪ নভেম্বর ২০০৯ ০২:২৫420985
  • ভুল লিখলাম। ঠিক কোট-আনকোট ও নয়। a x'এর সাথে কয়েক পোস্ট আগে কথাবার্তা থেকে উহার উৎপত্তি।
  • rimi | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:১৪420986
  • ইশান,
    পার্টির সঙ্গে ভাষার উদাহরণ ঠিক মেলে না। পার্টি ক্ষমতায় থাকলেও সেই পার্টি না করার পিছনে আদর্শগত কারণ থাকতে পারে। কিন্তু ইংরিজি না শেখার পিছনে যুক্তি কি?
    বাংলাদেশ বাংলাকে স্বীকৃতি দিয়েছে উর্দুকে হঠিয়ে, ইংরিজি হঠিয়ে নয়। বাংলাদেশের স্কুলে ইংরিজি যথেষ্ট জোর দিয়েই শেখানো হয় বলে জানি। বাংলাদেশে কি ইংরিজি না জানলে চাকরি বাকরি কিম্বা উচ্চশিক্ষাও হয়? উর্দু না জানলে কিছুই এসে যায় না সেটা অবশ্য সবাই জানে।

    কলোনিয়াল হ্যাংওভারের কথা যদি হয়, তাহলে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাই আমূল পরিবর্তন করা দরকার। এখনকার যে শিক্ষাব্যবস্থা, পরীক্ষাব্যবস্থা তা তো বৃটিশদেরই দান।

    ইংরিজি তুলে দেবার মূল কারণ ছিলো স্কুল ড্রপ আউট কমানো, বাংলাকে স্বীকৃতি দেওয়া নয়। তো স্কুল ড্রপ আউট কমাতে গেলে সব সাবজেক্ট তুলে দিয়ে শুধু বাংলা লিখতে পড়তে শেখালেই সবচেয়ে ভালো ফল পাওয়া উচিত। ইতিহাস ভূগোল কিম্বা অ্যালজেব্রা বা পাটিগণিত কতোটুকু কাজে লাগে মাঠে ঘাটে চাষ করে বেড়ানো ছেলেপুলেদের?

    অক্ষ, মাধ্যমিক পর্যন্ত যে অংক কম্পাল্‌সারি, তা কি প্রথম জেনেরেশন যারা পড়াশুনো করছে তাদের পক্ষে ইংরিজি শেখার থেকে বেশি সহজ? আর দরকারটাই বা কি? মাধ্যমিকে অংক হিসেবে শুধু যোগ বিয়োগ গুণ ভাগ রাখলেই মাধ্যমিকে পাশের হার বেড়ে তো ১০০% হয়ে যেত।
  • nitai | 152.2.94.242 | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:১৬420988
  • মাওবাদী ও আছে, ভাষাও আছে, তা'লে চমস্কি নেই কেন? চমস্কি বলেছিলেন,language জিন এর কারণে হিউমান ব্রেন বিভিন্ন ভাবে ভাষা প্রসেস করে। আর, ভাষার বিবর্তন ও সেই ভিন্ন জেনেটিক কাঠাম মেনে এগৈ। তাই পাস্‌চাত্য ভাষা প্রচ্যের ওপর চাপিয়ে দিলে, নিও-কলোনিয়ালিসম এর চেয়েও বড় কেলো হবর আশন্‌কা রয়ে যায়। যেমন আই আর ইউ এর মাঝখানে লাভ বসে কিন্তু 'ভালবসির' আগে 'তোমাকে' চলে আসে, এই যে ক্রিয়া পদের পশ্চাদ্‌পসরণ, অবজেক্ট কে আকড়ে ধরে কর্‌র্‌ম কে অবহেলা , এটা প্রাচ্য জিন আর আর্থ-সামাজিক পরিবেশের প্রত্যক্ষ ফল! এরকম আরও paradigmatic আর syntagmatic ঊদাহরন দেওয়া যায়।
    তাই ইঙরেজি শেখাটা একটা ভাষা শেখা নয় যাস্ট, সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব নিয়ে আসা, একি মানুষের মধ্যে বাঙ্গলার পাচ আর আই ভ্যান হো টইপ চরিত্র সৃষ্টি করা। সহজ ভাষায় 'ছিলাম চোদু, হলাম সাধু' গোত্রিয় একটা এলিয়েনেশান এর ভাব, যেখান থেকে হিপোক্রসি ও আরো নানা মানসিক রোগের জন্ম হয়।
  • rimi | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:২৩420989
  • যাক গে, এখানে খামোখা তর্ক করে লাভ নেই সে তো আমরা সবাই জানি। তাই আমরা আইডিয়াল নিয়ে চেঁচালেও নিজের ছেলেপুলেদের ভালোভাবে ইংরিজি শেখানোর ব্যবস্থা, প্রথম দুনিয়ার শিক্ষার সুযোগ লাভের ব্যবস্থা ইত্যাদি করে থাকি। কিন্তু গ্রামে পড়ে থাকা রাম শ্যাম যদু মধুর জন্যে কেবল পাশ করে নাম সই করতে শেখাই যথেষ্ট। আফটার অল, আমরা জানি, বাংলায় উচ্চ শিক্ষার ব্যবস্থা কোনোদিনই হবে না। সময় কোথায় অতোকিছু করার? তবে ইংরিজি তুলে দেওয়া অনেক সহজ, সেটুকু করা যেতেই পারে। কিছুটা কাজ তো এগিয়ে রইল।

    আর, আমরা যাই চাই না কেন, সিপিএম বা মমতা সেটাই করবে যেটা তাদের ইচ্ছে হবে। আমাদের কথা তারা কি শুনবে?

    তাই এখানে অকারণ সময় নষ্টে ক্ষান্ত দিয়ে আমি বিদায় নিলাম। :-))
  • rimi | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:৫০420990
  • http://ezinearticles.com/?Condition-of-English-in-Bangladesh:-Second-Language-or-Foreign-Language&id=165151

    Bangladesh is the only country in the world whose people sacrificed their lives for the language. Now the historical language movement of 1952 is acknowledged internationally as the International Mother Language Day. It is true that our people are emotional about their language, Bangla. However, it is equally true that now our people have become desperate about getting skilled in English language. As a result, there are more than fifty private universities now in Bangladesh. If North South Offered BBA and Computer Science courses in Bangla medium then they would not get even 10% of the number of students they have now. It is now good time that we finish the great contradiction about the language issue and declare Bangladesh as an ESL country for our own benefit.
  • h | 61.95.144.10 | ০৪ নভেম্বর ২০০৯ ০৭:৪৬420991
  • দক্ষিন আমেরিকা সম্পর্কে একটা কমেন্ট করার ছিল। ব্রাজিল ছাড়া গোটাটাই প্রায় স্প্যানিশ ভাষায় কথা বলেন। এমনকি ইন্ডিজেনাস গ্রুপ রাও সকলে নিজেদের ভাষায় কথা বলেন কিনা সন্দেহ। এই সাংঘাতিক এক ভাষীতা টা, ৫০০-৬০০ বছরের স্প্যানিশ কলোনিয়ালিজম এর ফল। তো আমাদের শ আড়াই মাত্র হয়েছে। ৫০০ হয়ে গেলেই, জঁড়েগন, হগ্গলে ইংরেজি ই বলবে চাপ নেই:-)
  • pi | 128.231.22.89 | ০৪ নভেম্বর ২০০৯ ০৭:৫২420992
  • রিমিদি, তুমি এই বললে যে কি হবে তুমি জানোনা। সিপিএম,মমতা যা চাইবে তাই হবে।
    তাহলে 'বাংলায় উচ্চশিক্ষার ব্যবস্থা কোনোদিন ই হবে না' সেটা 'আমরা জানি' কেমনে ? অত শিওর হয়ে ? :)

    কোনোরকম পরিকাঠামোগত ব্যবস্থা না করে সিক্স থেকে লার্নিং ইংলিশ চালু করা পুরো ভুলভাল ব্যাপার , সে নিয়ে বোধহয় কোনো দ্বিমত নাই। কিন্তু তাই বলে পরিকাঠামো তৈরি করা হোক, এই প্রস্তাব টা কি আদৌ ভুলভাল ?
    পরিকাঠামো নেই বলে কি তুমি ধরে নিচ্ছো পরিকাঠামো হবেনা , নাকি পরিকাঠামো বানানো অসম্ভব না পরিকাঠামো বানানো ই আদৌ উচিত না ? কোনটা?

    ইংরাজী তুলে দেবার মূল কারণ ড্রপ আউট কমানো কিন্তু মাতৃভাষাকে স্বীকৃতি না দেওয়া যদি হয়ে থাকে, তো সেটা ভুল। কিন্তু তাই বলে মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়ার কথা মাথায় রেখে ইংরাজীর প্রাধান্য কমানোর চেষ্টা করা কি ভুল ?

    আর বল্লাম তো, ইংরাজী বাধ্যতামূলক ভাবে পুরো তুলে দেওয়া হোক, এরকম কোন দাবীদাওয়া নাই। বহুভাষিক দেশে, আন্তর্জাতিক স্তরে কম্যুনিকেট করতে গেলে একটি কমন ভাষার 'দরকার' আছে। এই ভাষাটি ইংরাজী। তাই সেটা কাজ চালানোর মত শিখে রাখাটা 'দরকার', হয়তো সবার ই। এরপর যে আরো বেশি শেখা দরকার মনে করবে তার জন্য অপশন থাক , আরো গভীরে গিয়ে শেখার।
    যে এমন কোন প্রফেশন পছন্দ করবে যেখানে চোস্ত ইংরাজী বলা-লেখা প্রফেশনের ই অঙ্গ, তার জন্য ও বিশেষ অপশন থাক।
    যার ইংরাজী সাহিত্য চর্চা করা ইচ্ছা হবে, তার জন্য ও অপশান থাক। কিন্তু সে অন্যো ভাষার জন্য ও এক ই ভাবে থাক। ইংরাজীর জন্য আলাদা করে কিছুনা।
    এর ফলে যার দরকার মনে হবেনা ( এবং অবশ্যই সেই বিকল্প পরিকাঠামো আগে তৈরি করতে হবে, যেখানে এই ভাষাটা এইভাবে দরকারী হয়ে থাকবে না)

    আর ঐ, বহুভাষিক দেশে, আন্তর্জাতিক স্তরে কম্যুনিকেট করতে কতটা মিনিমাম ভাষা জ্ঞান লাগে সেটা নিয়ে চিন্তাভাবনা করে প্রাথমিক স্তরে শেখানো হোক ( যেখানে পাশ ফেলের ব্যাপার ও নেই) , তারপর ঐচ্ছিক করে দেওয়া হোক। এভাবে ভাবা যেতে পারে কি ?
  • PT | 203.110.243.21 | ০৪ নভেম্বর ২০০৯ ০৮:২৩420993
  • বাংলায় উচ্চশিক্ষা হবেনা-এটা বাচ্চালোগের মত কথা হল। সত্তরের দশকে বা তারো একটু আগে থেকে Prof. Ashima Chatterjee (ক:বি:-র বিখ্যাত natural product chemist) এবং আরো অনেকে সত্যেন বোসের সমর্থনে প্রচুর চেষ্টা করেছেন বাংলায় science subjects পড়ানোর জন্য। পন্ডিত মানুষেরা বইও লিখেছেন বাংলাতে। অন্তত H. Secondary-র ছাত্রদের জন্য। আমার আগের বা পরের প্রজন্মের অনেকেই তো বাংলাতেই chemistry, physics সব পড়েছে। তারা তার পরে কলেজে গিয়ে দিব্য ইংরিজি মাধ্যমে switch-over করেছে। কিন্তু তার পরে কেউ যেন ব্যাপারটাকে ঘেঁটে দিল আর জনগণেরও মনে হল যে বাংলাতে ব্যাপার্টা ঠিক জমছে না। অবশ্য আরেকটা সমস্যাও ছিল। nitrogen কে নাইট্রোজেন রাখা হবে না যবক্ষারজান শেখান হবে।
  • pi | 128.231.22.89 | ০৪ নভেম্বর ২০০৯ ০৮:২৯420994
  • কেন্দ্রীয় সরকারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একটি জিনিস দেখেছিলাম, অন্য কে: স: বা রা: স: সংস্থায় আছে কিনা জানা নেই। সেটা হল , একজন হিন্দী অফিসারের পদ।
    তিনি ঐ সব ইংরাজীতে লেখা সরকারী ডকুমেন্ট গুলির হিন্দী অনুলিখন করেন, হিন্দী ভাষা শিক্ষার ক্লাস ট্‌লাস ও নেন মনে হয়, আর হিন্দী দিবস উদ্‌যাপন করার উদ্যোগ নেন। আর 'আজ কা শব্দ' নামক একটি সেকশন ও চালান, ঐ যেখানে রোজ সকালে গেটে ঢোকার মুখে এক দু পিস হিন্দী শব্দ আর আঞ্চলিক ভাষায় তার মানে টাংগিয়ে রাখা হয় ।

    ব্যাপারটা যদি এমনি হত, যে, আপিসের সব কাজকম্মো রাজ্যের আঞ্চলিক ভাষায় হল আর হিন্দি আফিসারের বদলে চালু হল ইংরাজী আফিসারের পদ। আর তিনি ঐ ঐ কাজগুলি ই করলেন। সব রকম ডকুমেন্টের ইংরাজী কপি রৈলো, বহুভাষিক দেশে কম্যুনিকেশনের সুবিধার্থে। তাহলে কেমনি হত ?
  • Ishan | 173.26.17.106 | ০৪ নভেম্বর ২০০৯ ০৮:৫৮420995
  • মমতা রিমির কথা শুনবেননা কেন? ওনার স্লোগান তো এই কথা ভেবেই। মমতা এলেই কলকাতা লন্ডন হবে। আর লন্ডন হলেই সব্বাই ইঞ্জিরিতে কথা বলবে, পড়াশুনো করবে। জানা কথা। :)
  • PT | 203.110.243.21 | ০৪ নভেম্বর ২০০৯ ০৯:০৯420996
  • আমরা ইংরিজি নিয়ে এত বিবশ হয়ে আছি যে অন্য কিছু যেন ভাবতেও পারছি না। European Union-বহুভাষাভাষী ইউরোপের দেশগুলোকে নিয়ে দিব্য সংসার চালাচ্ছে। ইউরোপের দেশগুলি তাদের ভাষাগুলির protectionএর ব্যাপারে আমাদের থেকে শতগুণ বেশী সতর্ক। তা সত্বেও ঐ দেশ্‌গুলোর মধ্যে communication বা লোকের movement আমাদের থেকে অনেক অনেক বেশী। আমরা তো একমাত্রিক ইংরিজির থেকে বেরিয়ে বহুমাত্রিক European Union-এর মডেলের কথা ভাবতে পারি।
  • b | 203.199.255.110 | ০৪ নভেম্বর ২০০৯ ০৯:১৮420997
  • M হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন। ভিয়েতনামে এই সাম্রাজ্যবাদী খোঁয়াড়ি-র কোনো স্থান নেই। ফরাসীদের ঠ্যাঙ্গানোর নেশায় কুলতুর, লঁগ একধারসে ঝেঁটিয়ে ভূমধ্যসাগরের পারে ফেলে দিয়েচে। তা নিয়ে হা হুতাশ-ও দেখি না। আপদ শান্তি।

    পাবলো নেরুদা মেমইয়ার্স-এ কি সব বলেছিলেন না স্প্যানিশ সম্পর্কে? ভালো ভালো কথা। (মেমইয়ার্স -এ অবিশ্যি একটি হিমালয়সদৃশ ফ' পা আছে, সেটা এই সুতো-য় দিলাম না আর)
  • b | 203.199.255.110 | ০৪ নভেম্বর ২০০৯ ০৯:৪৯421000
  • কিন্তু ফরাসী-কে তো আঁকড়ে ধরে নেই, মরক্কো, আলজিরিয়া কিম্বা মধ্য আফ্রিকার দেশগুলির মতো।
  • Ishan | 173.26.17.106 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:০২421001
  • আরে বাবা ইংরিজি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাষা সে কথা বারবার প্রমাণ করে কি হবে? জর্জ বুশ/ওবামা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পুরুষ, আর ইংরিজি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাষা, এই দুটো কথা এখন প্রমাণের ঊর্ধ্বে। এবং গতি যেদিকে, তাতে, অচিরেই আমেরিকার প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট স্লোগান শোনা যাবে দিগ্বিদিকে। সেটা নি:সন্দেহে প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিকালও হবে। তৎসহ বাকি ভাষাগুলির জায়গায় ইংরিজিকে পৃথিবীর রাজভাষা করার জন্য আকুলিবিকুলিও শোনা যাবে। সেটাও প্র্যাকটিকাল ব্যাপারই হবে। আরও প্র্যাকটিকাল হবে, যদি, ধরা যাক পৃথিবী জুড়ে একটাই ভাষা হয়, বাকিগুলো লাতিন আমেরিকা বা অস্ট্রেলিয়ার নেটিভ ভাষার মতই লাটে ওঠে।

    প্র্যাকটিকাল কথাটা, আবার বলছি, একটা সুবিধেবাদী যুক্তি এখানে। সবলের লেজুড়বৃত্তি করা সবসময়েই প্র্যাকটিকাল। অন্যদিকেরটা ইমপ্র্যাকটিকাল। নিজের ভাষার জন্য লড়া, লড়ে প্রাণ দেওয়া, এগুলো সবসময়েই ইমপ্র্যাকটিকাল। সবাইকে ক্ষুদিরাম হতে হবে এমন দাবী একদমই করছিনা, বরং লোকে (ইনক্লুডিং আমি) করেকম্মে খাক এই কামনাই করি। কিন্তু থাকি খাই যাই করি, এই পলিটিক্সকে বৈধতা কেন দেওয়া হবে? সেইটাই হইল কথা।
  • kallol | 220.226.209.2 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:১২421002
  • পিটি - একটা কথা বোঝার চেষ্টা করুন, ইউরোপে কোন দেশে (অবশ্যই গ্রেট বৃটেন ছাড়া) ইংরাজিতে উচ্চশিক্ষা নিতে হয় বাধ্যতামূলকভাবে?
    আগে জ্ঞানচর্চার সমস্ত শাখাগুলোর নীচু থেকে সর্বোচ্চ স্তর অবধি আন্তর্জাতিক মানের বাংলা বই ছাপানো হোক (শুধু ছাপা বা বাঁধাই নয় - বিষয়ের দিক থেকেও), সরকারী কাজে, বিশেষ করে আদালতের কাজে বোধগম্য বাংলা ভাষার ব্যবহার শুরু হোক, তারপর মাতৃদুগ্‌ধ-টুগ্‌ধ হবে খনে। ততদিন ইংরাজি মানতেই হবে।
    ভারতে যোগাযোগের ভাষা নিয়ে সত্যিই সমস্যা আছে। এর সমাধান বার করা বেশ খিটকেলে। তবে চাপের নাম বাপ। বাংলায় থাকে/চাকরী করে বলে অজস্র তামিল-মালয়লী-পাঞ্জাবী-মারোয়ারী চমৎকার বাংলা বলে। সারা উত্তর ভারতে পূর্ব ভারতের মানুষরা দরকারে চমৎকার হিন্দী-উর্দু-পাঞ্জাবী মায় ঠেট হিন্দীও বলেন। শুধু দক্ষিণে সামান্য চাপ আছে। অনেকেই আছেন যাঁরা চমৎকার তামিল/তেলেগু/মালায়ালী/কন্নড় বলেন, কিন্তু উত্তর ভারত - পূর্ব ভারত যত সহজে একে অন্যের ভাষা শিখে ফেলেন, এমন কি দক্ষিণ ভারতীয়রাও যত সহজে উত্তর ভারত - পূর্ব ভারতের ভাষা শিখে নেন, দক্ষিণের ভাষা শেখা তত সহজ হয় না। কলকাতায় জম্মো-কম্মো হওয়া তামিল সহকর্মী বারো বছর ব্যাঙ্গালোরে থেকে গুটি চারেক কন্নড় বাক্য শিখেছেন।
  • dipu | 207.179.11.216 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:১৯421003
  • আমি ব্যাঙ্গালোরে আসার মাস দুয়েক পর থেকে কন্নড় পড়তে পারি। বলতে-বুঝতে পারি না, ভুতোদা সেসবও পারে। তব্বে?
  • kallol | 220.226.209.2 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৪২421004
  • ভুতো জিনিয়াস, এ নিয়ে কোনো সন্দেহ ছিলো না। এখন দেখছি একটা গেছে - আর একটা আসি আসি করছে।
  • Arpan | 204.138.240.254 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৪৩421005
  • তো, ঈশানের যুক্তি সুবিধেবাদী যুক্তি নয়। ভাববাদী যুক্তি। বলার কথা এই যুক্তিটি ভাববাদের আধিক্যে দুষ্ট। এইখানে ইংরেজি মাধ্যমে ইউনিফর্ম শিক্ষাব্যবস্থা প্রবর্তনের জন্য কেউ লড়ছে না। নিজের নিজের মাতৃভাষাতেই শিশু শিক্ষা পাক। সেইসঙ্গে প্রাথমিক স্তরে অন্য একটি ভাষা কিছুটা স্তর পর্যন্ত আবশ্যিক করা হোক, যাতে কাজ চালানোর মত পরিচিতি হয়। তারপরে ঐচ্ছিক হয়ে যাক না। তো, সেই দ্বিতীয় ভাষাটি হিন্দি হতে পারে, অথবা ইংরেজি। কাজের দাবি যদি মেটাতেই হয়, তো আমার ভোট এই মুহূর্তে ইংরেজিই হোক। নিজের ভাষার জন্য লড়েটড়ে প্রাণ দেবার প্রসঙ্গের অবতারণা করে ঈশান বিষয়টিকে বাংলা বনাম ইংরেজি এমন একটি এক্সট্রিমের দিকে আলোচনাটিকে গড়িয়ে দিতে চাইছে। সেইটা কোন কথা হইল না।
  • Arijit | 61.95.144.122 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৫০421006
  • কাল টিভিতে অন দ্য রেকর্ড মদন মিত্র: "আমরা এক ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে রাইটার্স, আলিমুদ্দিন, নন্দন বা আর কোথায় কোথায় প্রেম করতে যান - টাটা সাফারি পার্কে - সেখান থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে গ্রেপ্তার করে আনতে হবে।'
  • aka | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৫৭421008
  • নিজের ভাষা ক্রমাগত চেঞ্জ করে। এই যেমন আমার কয়েক পুরুষ আগে আমাদের পরিবারের নিজের ভাষা ছিল মৈথিলি সে উঠে গিয়ে নবদ্বীপের বাংলা হল, সেও পাল্টে গিয়ে কলকাতার বাংলা হল, সেও পাল্টে গিয়ে আমার ভাষা এখন আধুনিক কালেজের ভাষায় পরিণত হয়েছে। হ্যাঁ এর রুট অবশ্যই বাংলা থেকেই আবার কিছুটা ইংরিজিও বটে। কথার মাঝে নিজের অজান্তেই প্রচূর ইংরিজি ওয়ার্ড ব্যবহার করি। এর ঠিক ভুল হয় না। খুব ক®¾ট্রালও করা যায় না। অনেকটা ফ্রি মার্কেটের মতন। :))

    আর দ্বিতীয় পয়েন হইল, বাংলা ভাষার কতগুলো শেড? কলকাতার ভাষায় বই লিখে সেটা শেখাতে গেলে যে বাঁকড়োর ভাষা হারিয়ে যাবে তার বেলা? আইডিয়ালি ভাবলে সব বাংলার কথাই ভাবতে হবে। তেমনি সমস্ত ভাষার কথা ভাবতে হবে। সমস্ত ট্রাইবাল ভাষার কথা ভাবতে হবে। সেটাই কিন্তু ""আইডিয়াল"" আইডিয়াল।
  • Ishan | 173.26.17.106 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৫৭421007
  • আমি অপ্পনের কথার সঙ্গে ১০০% একমত হব, কিন্তু আগে অপ্পন বলুক, যে, ভাষার বিশ্বব্যাপী রাজনীতিটা নিয়ে ও আমার সঙ্গে একমত। :)
  • Arijit | 61.95.144.122 | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৫৯421010
  • আমি কানে প্লাগ গুঁজেছি - ফিল্টারওয়ালা। ঘুম ভাঙবে না;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন