এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১১৬৬৪৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:০২421011
  • হ্যাভ এ সুইট ড্রিম। :)
  • Ishan | 173.26.17.106 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:০৭421012
  • একশবার।

    ট্রাইবাল ভাষা রাখতে হবেনা? রাখতে তো হবেই। আইডিয়াল ফাইডিয়াল না, ওটা আদিবাসীদের কংক্রিট দাবী। দীর্ঘদিনের। এখন ব্যাটারা বন্দুক ফন্দুক ধরেছে, এখন মনে হয় ব্যাপারটা কিছুদূর গড়াবেও।

    বাংলার বিভিন্ন শেডটা তুলনায় সিম্পুল। থাকনা ওগুলো নিজের নিজের মতো। অসুবিধে কিছু নাই তো।
  • kallol | 220.226.209.2 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১০421013
  • আইডিয়ালের আইডিয়ালে - মেকুরে উরুম খাইয়া ঐক্কর করসে - এ ভাষায় জ্ঞান চর্চা হলে কি হবে জানি না। তবে সাডিগাঁ থিক্যা শিলিগুড়ি, সিলেট থেগে পুরুলিয়া পয্যন্তো সকলেই দেখি ইলিয়াস থেকে সুচিত্রা ভট্ট দিব্যি পড়ে - বোঝেও।
    কলকাত্তাই বাংলা, আমরা যাকে ""শুদ্ধ বাংলা"" বলে থাকি, ঢাকায়ও তো সেই বাংলাতেই জ্ঞান চর্চার বই লেখা হয়। কিছু শব্দ ব্যবহার হয় যা আলাদা। সুমেরু/সামরান ভালো বলতে পারবে।
  • lcm | 69.236.169.24 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১১421014
  • তেলুগু কে কম্পালসারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দাও। তেলুগু-তে ফেল করে বছর নষ্ট। ক্লাস সিক্স থেকে।
  • Arijit | 61.95.144.122 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১২421015
  • হুড়ুম, হক্কৈর। দিলো ঘুমটা ভাঙিয়ে:-(
  • dipu | 207.179.11.216 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১৭421017
  • তেলুগু না, মালয়ালম। উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে।
  • aka | 24.42.203.194 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১৭421016
  • ভাষা বাঁচিয়ে রাখা আর সেই ভাষায় রাশিবিজ্ঞানে গ্র্যাজুয়েশন পড়ানো দুটো আলাদা প্রশ্ন। বাংলা কি বোর্ড, বাংলায় রসায়ন, বাংলায় রাশিবিজ্ঞানের বই লিখতে হলে কোন বাংলায় লেখা হবে সেটাই প্রশ্ন। আর এর শেষ কোথায়? পৃথিবীর সমস্ত ভাষায় এই জিনিষ করাটা আদৌ আইডিয়াল নয়, প্র্যাকটিকালও নয়। কারণ এই করতে যা খরচা হবে তা অন্য কাজে লাগালে মনে হয় বেশি কাজে দেবে। সেইখানেই আমার দাবী ইংরিজিকে কলোনিয়াল হ্যাংওভার হিসেবে মেনে নিতে অসুবিধা কোথায়? ঠিক ততটুকুই যতটা নিজের ভাষা বাঁচিয়ে রেখেও মানিয়ে নেওয়া যায়। যেমন মেদিনীপুরের লোকজন কলকাতার ভাষা মেনে নিয়েছে। মাঝে মাঝে এদিক ওদিক ""টুম্পা"" শুনতে হয় তাও মেনে নিয়েছে।
  • kallol | 220.226.209.2 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১৮421018
  • ওরিzইত - আমাগো জিব্‌ব্‌হায় তোমাগো "হ" - "অ" অইয়া zআয়। তয় না কই উরুম, ঐক্কর।
  • lcm | 69.236.169.24 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:২২421019
  • দিপু,
    ওয়ান বাই ওয়ান। তেলুগু, মালয়ালম, হিন্দী... করতে করতে সব জাতীয় ভাষা শেষ হলে তারপর ইংরেজি, স্প্যানিশ... ইত্যাদি... সাম্রাজ্যবাদী ভাষা।
    আর, ভালো করে শিখতে হবে। নইলে ভাসা ভাসা জ্ঞান নিয়ে রাজনীতির ভাষা বুঝতে সমস্যা হবে।
  • Arpan | 216.52.215.232 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:২৪421021
  • ভাষার রাজনীতি নিয়ে দ্বিমত নাই। এইটাও দ্বিমত নাই, রাজ্যের প্রশাসনিক কাজকর্মের মাধ্যম এখনি ভার্নাকুলার করার কাজ শুরু হোক। উচ্চশিক্ষা অবধি ধীরে ধীরে মাতৃভাষাতেই করার ব্যবস্থা হোক। উ:ভারতীয় রাজ্যগুলি যদি হিন্দির মাধ্যমে এইগুলি করতে পারে, আমরা না পারার তো কারণ নাই। সেই সাথে প্রাথমিকে আবশ্যিক হিসেবে বেসিক ইংরেজি আবশ্যিক করা হোক। তার পরে ঐচ্ছিক বিষয়/মিডিয়াম হিসেবে থাকুক। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যপার যেটা উপযুক্ত পরিকাঠামোর বন্দোবস্ত না করে যেন "আইডিয়াল' জিনিস নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু না হয়।

    ব্যস, একমত হয়ে গেলাম। এইবার দেখি তিনোমুলিরা আবার কোথায় কোথায় বদমায়েসি শুরু করেছে। :-)
  • saikat | 202.54.74.119 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:৩৪421022
  • অর্পণ যেগুলো বলেছে ঠিক সেই কথাগুলো নিয়েই কিন্তু আবার এই টই ফিরে আসা যায়। মানে কি হয়েছে আর প:কা:বু:-রা কী করতে পারে।:-)
  • Arpan | 204.138.240.254 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:৩৮421026
  • * অপ:কা:বু:
  • . | 207.179.11.216 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:৩৮421024
  • கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
    தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

    ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.

    மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

  • lcm | 69.236.169.24 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:৩৮421025
  • মনে আছে, সেই প্রশ্ন - নিউটন-এর ছেলের নাম কি?
    উ: ক্যালকুলাস। কারণ, নিউটন ইস দ্য ফাদার অফ্‌ ক্যালকুলাস।

    সেইরকম, ইংরেজি জানা ভারতীয়দের পিতা কে?
    উ: টমাস ব্যাবিংটন মেকলে। কারণ, এরা সবাই Macaulay's Children

    মেকলে হলেন ওয়ান অফ দ্য আদি পিতা। যে পিতার আদেশ এখনও লোকে পালন করছে। শুধু ভারতীয় নয়, চায়না থেকে গায়না, সবাই করছে।
  • Arpan | 216.52.215.232 | ০৪ নভেম্বর ২০০৯ ১১:৩৮421023
  • প:কা:বু:রা কিছু করবেন বলে মনে হয় না। জেনেরালি অপ: বা প: কোন বু: এরই কিচু করার কোন দায় নাই। এক অপ: বু: তো বাংলায় সাইনবোর্ড লেখার দাবিতে ভাঙ্গচুর করে এখন রণে ক্ষান্ত দিয়েছেম।
  • lcm | 69.236.169.24 | ০৪ নভেম্বর ২০০৯ ১২:০৩421027
  • *পিতাs
    *ভারত
  • PT | 203.110.246.230 | ০৪ নভেম্বর ২০০৯ ১৩:০৯421028
  • @ kallolda

    শেষ দু-একটি কথা:

    উচ্চশিক্ষা (beyond HS) নিয়ে ভাবার দরকার নেই। যারা ঐ লেভেলে যাচ্ছে তারা ইংরিজি শিখবেই সেটা আগেও বলেছি।

    HS পর্যন্ত বাংলায় science পড়ে দিব্য উচ্চশিক্ষা সেরে ফেলা যায় দেশের অন্যত্র এবং বিদেশে গিয়ে সে তো নিজের জীবন দিয়ে বোঝা গিয়েছে।

    প্রতিটি শিশু যে প্রদেশে আছে সেই প্রদেশের ভাষা বাধ্যতামুলক ভাবে শিখবে-তার বাবা-মার ভাষা যাই হোকনা কেন। দরকার হলে বাঙালীর বাচ্চার মাতৃভাষা মারাঠী হবে। বাংলা শেখান যাচ্ছে না বলে এটা ছাড়া কোন option নেই। রোমান হরফে রবি ঠাকুরের কবিতা পড়ানোর থেকে এটা বেটার অপ্‌শন।

    eventually ইংরিজি এবং হিন্দি শেখান হবে। এই দেশে বাঁচতে গেলে তিনটে ভাষা জানা আবশ্যক। europe-ও এখন এই অবস্থা। যাঁরা sales-এ আছেন বা ডাক্তারি করবেন তাঁদের আরেকটু কষ্ট করে হয়ত আরেকটা ভাষা শিখতে হবে।

    আমার পরিচিত এক বাঙালী ডাক্তার যিনি পুণাতে বড় হয়েছেন স্বচ্ছন্দে চারটি ভাষা বলেন।

    surprisingly আমার বাড়িতে যিনি বাসন মাজেন তিনি বাংলা, হিন্দি, ওড়িয়া এবং তেলেগুতে কথা বলতে পারেন।

    তিনটে বা চারটে ভাষা জানা europeএর মতই ভারতবর্ষেও এখন স্বাভাবিক ব্যাপার। এটাকে স্বীকৃতি দিয়ে সারা ভারতের শিক্ষাব্যবস্থাকে সেই মত ঢেলে সাজাতে হবে।
  • kallol | 220.226.209.2 | ০৪ নভেম্বর ২০০৯ ১৫:৫০421029
  • যারা উমার ওপরে যাবে তারা ইংরাজি কোথায় শিখবে? ১১/১২ ক্লাশে?
    আগে থেকে কি করে জানা যাবে কে কে কলেজে পড়বে আর কে কে পড়বে না।
  • PT | 203.110.246.230 | ০৪ নভেম্বর ২০০৯ ১৬:২৮421030
  • @ Kallolda

    দয়া করে আমার এই পোস্টিংটা (Date:03 Nov 2009 -- 08:45 AM) দেখুন। যে উমা পর্যন্ত যাবে না সে কি কলেজে পড়তে পারবে?
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০৭:৪৪421032
  • অ্যাঁ?????? তক্কো তাহলে উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার মাধ্যম নিয়ে? ইংরিজি সেকেন্ড ল্যাংগুয়েজ হিসেবে থাকা না থাকা নিয়ে নয়? কি কান্ড!! না বুঝে পুরো ভুলভাল তক্কো করে গেছি মনে হচ্ছে :-(((((
  • Ishan | 173.26.17.106 | ০৫ নভেম্বর ২০০৯ ০৮:২৮421033
  • এইত্তো টইটা উঠে এসেছে। আবার চাল্লাইন লিখি। :)

    আজ্জোর যুক্তিটা একটুও মেনে নিতে পারলামনা। আজ্জো বলছে, পৃথিবীর সব ভাষায় রসায়ন বা রাশিবিজ্ঞানের বই লেখাটা একটুও প্র্যাকটিকাল নয় আইডিয়ালও নয়। কারণ এটা করতে যা খরচ সেটা প্রচুর।

    এটা কোনো অঙ্কেই সত্য নয়। ভারতের মতো একটা দেশের একশ কোটি লোককে ইংরিজি শেখাতে যা খরচা তার চেয়ে পৃথিবীর সমস্ত বইকে অনুবাদ করলে অনেক অনেক কম খরচায় হবে। এবং অঙ্কের পার্থক্যটা অনেকটা চামড়া দিয়ে পৃথিবী ঢাকা আর চামড়া দিয়ে পা ঢাকার খরচের তফাতের মতো।

    আজ্জোর দ্বিতীয় কথা হল মেদিনীপুরের লোকজন যেমন কলকাতার ভাষা মেনে নিয়েছে, আমরাও কেন ইংরিজি মেনে নিইনা। এটাও কোনো তুলনাই হলনা। মেদিনীপুরের লোক কোনো শিক্ষা দীক্ষা ছাড়াই কলকাতার টিভি সিরিয়াল বুঝতে পারে, কারণ দুটো একই ভাষা। আর ইংরিজি একটা সম্পূর্ণ অন্য ভাষা। ভারতীয় অন্য কোনো ভাষার সঙ্গে এর আগা পাশতলা কিছুই মেলেনা। শেখা প্রচন্ড চাপের একটা ব্যাপার। তুলনা দিলেই হল?
  • Ishan | 173.26.17.106 | ০৫ নভেম্বর ২০০৯ ০৮:৩৯421034
  • এবার অপ্পনকে:

    আসলে আমরা দুটো এক্সট্রিম নিয়ে কথা বলছিলাম এই টইয়ে। একটা এক্সট্রিম হল এক্ষুনি কি দরকার। কোনটা প্র্যাকটিকাল। আমার ছানার জন্য ঠিক কি হলে ভালো হয়। আর অন্য এক্সট্রিমটা হল ঠিক কোনটা আইডিয়াল। একটি আদর্শ পৃথিবীতে আমার ভাষাকে আমি ঠিক কেমন চাইব। ইত্যাদি।

    এবার, কোনো সন্দেহ নেই, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমি আমার নিজের জন্য যে চাওয়া, তাতে শর্ট টার্ম গেনটার দিকেই বেশি ওয়েটেজ দেব। যদি আমি কোনো পলিসি নিয়েও ভাবি তাহলেও শর্ট টার্মটার দিকে আমাকে অবশ্যই নজর দিতে হবে। কারণ, ভবিষ্যতে কি সুখস্বর্গ বানানোর মহান আদর্শ আছে, তা দিয়ে তো আর আমার আজকের পেট ভরবেনা। অতএব পলিসি মেকিং এর একটি গুরুত্বপূর্ণ শর্ত হল আজকের যুগের চাহিদাগুলিকে মেটানোর চেষ্টা করা।

    কিন্তু পলিসির আরও একটা দিক আছে, যা হল লং টার্মে চিন্তা করা। আইডিয়াল জিনিসপত্রের দিকে এগোতে চেষ্টা করা। যাকে ইংরিজিতে ভিশন আর বাংলায় স্বপ্ন বলে। সেই জন্যই ওটা পলিসি। কাজেই লং টার্মটা বাদ দিলে এক্কেবারেই হবেনা। এইটা হল আমার কথা। মনে হয় একমতই হবে।
  • aka | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ০৮:৫১421035
  • ঈশান আর একটু ডিটেল চাই এই হিসেবের নইলে বুঝতে পারছি না। (বাকিটা কাল, ফুলু ধরি ধরি করছে, ঘুমোলে যদি যায়)।
  • Ishan | 173.26.17.106 | ০৫ নভেম্বর ২০০৯ ০৯:০৬421036
  • এই যে হিসেব:

    একশ কোটি লোকের মধ্যে ধরলাম কুড়ি কোটি ছাত্র-ছাত্রী। কুড়ি কোটি ছাত্র-ছাত্রীকে ভলো করে ইংরিজি শেখাতে মাস্টার লাগে এক কোটি (ছাত্র/শিক্ষক অনুপাত ২০ ধরে)। এক কোটি মাস্টারকে মাসে এক হাজার টাকা মাইনে দিলে মাসে খচ্চা হয় ১০০০ কোটি টাকা।

    আর বছরে সারা পৃথিবীতে ধরে নিলাম, এক লাখ অনুবাদযোগ্য বই ছাপা হয় ইংরিজিতে। অনুবাদ করতে এক লাখই লোক লাগবে। মাসে এক হাজার টাকা করে দিলে বছরে খচ্চা ১০ কোটি টাকা।

    কিন্তু তুমি উত্তর কাল দিও।
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:২৯421038
  • ওহো এখানে তাহলে আসলে স্বপ্নের কথা হচ্ছে? তাই বলো!

    সেক্ষেত্রে, ভিশন হল - আমেরিকার জায়গায় ভারত পৃথিবীর প্রভু হয়ে বসবে। আর ভারতের ক্ষমতায় থাকবে প:বঙ্গ। ক্ষমতার ভাষাই হবে বাংলা। কালেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক "বিভাহিবাংপ" অর্থাৎ কিনা "বিদেশী ভাষা হিসাবে বাংলা পরীক্ষা" দিতে হবে। সকল বিষয়ের গবেষণাপত্র বাংলাতেই ছাপা হবে। সব রকম বিজ্ঞানের টার্মিনোলজির (এটার বাংলা কি?) বাংলা থাকবে। হতচ্ছাড়া পাজির পাঝাড়া সাম্রাজ্যবাদী ইংরিজি ধীরে ধীরে অবলুপ্তির পথে রওয়ানা দিবে।

    এই আইডিয়ালের দিকেই ধীরে ধীরে এগোনো উচিত।
  • dipu | 207.179.11.216 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৩২421039
  • এই আইডিয়াটায় রাজশেখর বসুর পেটেন্ট আছে।
  • Arpan | 216.52.215.232 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৩৬421040
  • টার্মিনোলজি = পরিভাষা
  • PT | 203.110.246.230 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৩৮421043
  • বারো বছর বয়স ধরে ইংরিজি শেখালেও এই সমস্যা যাবেনা কেননা কথা বলার জন্য ভাষা শেখানোর আধুনিক পদ্ধতিটা একদম অন্যরকম যেটা এদেশে প্রায় exist করেনা। তার সঙ্গে শেক্ষপীয়ার পড়ার ইংরিজি শিখব না কাজের ইংরিজি শিখব সেই ধন্দটাও আমরা as a nation কাটিয়ে উঠতে পারিনি।

    ২৬০ বছর ধরে ইংরিজি চর্চা করার পরেও একটা জাতি বা দেশের মাত্র ২% লোক যদি ঠিক ইংরিজি লিখতে পারে তাহলে কোথাও একটা ব্যাপক সমস্যা আছে সেটা স্বীকার করে নেওয়া উচিত।

    অন্ধ হলে কি আর প্রলয় বন্ধ থাকে?
  • rimi | 24.42.203.194 | ০৫ নভেম্বর ২০০৯ ১০:৩৮421041
  • হ্যাঁ এই ভিশন সেই মান্ধাতার মানে বৃটিশ আমল থেকে চলে আসছে। শুধু রাজশেখর বসু নয়, আরো অনেকেই এইরূপ স্বপ্ন দেখিয়াছিলেন।

    আসুন আমরা সকলে মিলে এই ভিশনকেই সত্যি করার শপথ নিই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন