এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৩৫২৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | 121.241.218.132 | ১৫ নভেম্বর ২০১১ ১৪:১৮503691
  • এই থ্রেডটাতে কিছু একটা যেন নেই;-)
  • h | 203.99.212.53 | ১৫ নভেম্বর ২০১১ ১৪:২৬503692
  • sorryguys...youcancarryon.bitpissedofftoday.
  • q | 121.241.218.132 | ১৫ নভেম্বর ২০১১ ১৪:২৮503693
  • এই রে, রাগ করলেন? আপনার লেখা নিয়ে কিন্তু বলিনি! বলতে চাইছিলাম যে কেউ এখনো রিপোর্টে পাশ মার্ক দিলো না - মানে যারা দিতে পারতেন তারা।
  • saikat | 202.54.74.119 | ১৫ নভেম্বর ২০১১ ১৪:৫৩503694
  • PT @1:17

    ".... বৃহত্তর দরিদ্র মানুষ নিয়ে কারোরই কোন মাথাব্যাথা ছিল না

    .... সে বোধবুদ্ধিও তাদের ছিল বলে মনে হয় না"

    মানে এঁরা কারা? মহাশ্বেতা দেবীকে ইনক্লুড করছেন না নিশ্চয়? আর শুভাপ্রসন্নকে ইনক্লুড করছেন। এই তো ? তা করুন। কিন্তু এইসব সুইপিং স্টেটমেন্টগুলো লেখার আগে বা পড়ার পরে এবং কূটতর্ক করার আগে আমাদের সকলের উচিত নিজেদের মাথাব্যাথা আর বোধবুদ্ধি নিয়ে একটু ভাল করে ভেবে নেওয়া। মানে এই সাইটে যারা তক্ক করছি আর কি ! হাস্যকর যে, সিপিএম-এর নেতারাও মনে করেন না, যে কতিপয় বুদ্ধিজীবি আর কিছু চ্যানেল-খবরের কাগজ তাদের হারিয়ে দিল, অথচ পিটিবাবু সেই একই মতে দাঁড়িয়ে আছেন। কিন্তু পিটিবাবুর সেই মিডিয়ার ওপরই ভরসা,বিরোধী মতকে "পাবলিক"-দের কাছে জানাবার ব্যাপারে !

    শেষ পর্যন্ত কী দাঁড়াল বুঝতে পারলাম না। পিটিবাবু বলেছিলেন কেউই কিছু প্রতিবাদ করছে না। দেখা গেল বোলান-মহাশ্বেতা-নবারুণ এঁরা অন্তত করেছেন। কবীর সুমন তো আগেই করেছেন। কিন্তু পিটিবাবু, অর্পিতা ঘোষের হাতে মোমবাতি না দেখা পর্যন্ত এই সব বক্তব্যকে আমলই দেবেন না, কারণ অর্পিতা ঘোষরা আবাপের মদতে সিপিএমকে হারিয়ে দিয়েছেন :-(
  • PT | 203.110.246.22 | ১৫ নভেম্বর ২০১১ ১৫:১৬503695
  • @Saikat
    আমাকে টার্গেট করে কোন লাভ নেই। আপনি ধরে নিয়েছেন যে আমি সিপিএমের সব কিছু সমর্থন করি অতএব সিপিএম এখন যা বলবে আমাকেও সেই মত এখন বলতে হবে।

    মহস্বেতাকে লেখিকা হিসেবে সম্মান করি কিন্তু তাঁর রাজনৈতিক বোধ আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত মনে হয়নি। শুভা তো এসব বোঝেন বলে মনেই হয়না। যার ওপরে কিছু আশা ছিল সেই কবীর সুমন মাঠের বাইরে -আদৌ ব্যাট হাতে নেবেন কিনা আর বোঝা যাচ্ছেনা। আর ব্রাত্য তো মাথা মুড়িয়ে ফেলেছে। বোলানের লেখাটা পড়ে জানান যে কোন না বলা কথা তিনি আবার বলেছেন।

    আমার কাছে এখনো পরিষ্কার নয় যে এই মানুষগুলো সত্য কিসের পরিবর্তন চেয়েছিলেন। আর সেই পরিবর্তন এনারা মমতার মাধ্যমে আনতে যদি চেয়ে থাকেন তাহলে বলতে কোনই দ্বিধা নেই যে এনারা রাজনৈতিকভাবে অতি সরলমতি (নাইভ)।

    এতে প্রমাণিত হয়না সিপিএম ভাল - সে চেষ্টা আমি করছিও না। আর এর পরেও যদি আপনার মনে হয় যে আমার বোধবুদ্ধি মধ্যমানেরও নীচে, আমি নাচার। আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে এই সকল বুদ্ধিমানেরা পরিবর্তন বলতে কি বুঝিয়েছিলেন, আপনি কি বুঝেছিলেন আর এখন যা ঘটছে তা আদৌ অপ্রত্যাশিত ছিল কিনা তাহলে একটু আলোকিত হই।
  • dd | 124.247.203.12 | ১৫ নভেম্বর ২০১১ ১৫:১৮503697
  • আসলে কি, প্রতিবাদ মাপবার জন্য যন্ত্রও নেই, থার্ড পার্টী অডিটিং ও হয় না। শুধুই পার্সেপশন নিয়ে কথাবার্ত্তা, আর আমাদের পার্সেপশনের অনেকটাই আবার মিডিয়ার দান।

    তা স্বঙ্কেÄও ,এই মান্দ্রাজে বসেও (কলকাতার কাগজ গুলো পড়েই) সিপিএম আমলে জংগল মহলে যৌথ বাহিনী নিয়ে এই বিদ্বৎ সমাজের যে ডেসিবেল লেভেল দেখেছি সেটা এবারে নেই। মনে হচ্ছে আমার।

    খুঁজতে হচ্ছে তাঁদের প্রতিবাদের কন্ঠস্বর। ঠিক জানি সব্বাই কোথাও না কোথাও ঢ্যাঁড়া মেরে এসেছেন প্রতিবাদের খাতায় - পাছে লোকে কিছু বলে।কিন্তু সেগুলো নিজের থেকে চোখে পরার মতন প্রয়াস নয়।

    একটাও অন লাইন পিটিশন চোখে পরলো ? সেই নোয়াম চমস্কী,অরুন্ধতী রায়? জয়ের কবিতা,সুমনের গান? - কোনো মিটিন' মিছিল? প্রতিবাদী সব পথসভা?

    আমার নিশ্চিত ধারনা ছিলো exactly এরকমি হবার কথা ছিলো।
  • PM | 86.96.228.84 | ১৫ নভেম্বর ২০১১ ১৫:১৮503696
  • দেখুন ভাই, কাজ কম করে (বা না করে) জ্যোতিবাবু কিরকম বিন্দাস ছিলেন ২৫ বছর তা দিদি দেখেছেন, কাজ করতে গিয়ে (আনপ্ল্যান্ড হলেও) বুদ্ধবাবুর কি হাল হয়েছে তাও তিনি দেখেছেন। আমার মনে হয় না অদুর ভবিষ্যতে তিনি প্রসাধনী কাজ ছাড়া অন্য কোনো বিরাট "পারিবর্তন"এ হাত দেবেন। মমতাকে আমি খুব বুদ্ধিমান বলে মনে করি।

    রিপোর্ট কার্ড বানাবেন সংবাদ্‌পত্র মালিক, চ্যানেল মালিক আর কিছু বুদ্ধিজীবি। তাদের রসেবেশে রাখলেই শুধু পাশ নয়, ডিস্টিংসান মার্কস পাওয়া যাবে। জানতা তাদের ছায়া থেকে বেড়তে বেড়তে বছর ১০ কেটে যাবে। তখনকার কথা তখন ভাবা যাবে :)।

    বাঙালীর স্থিতাবস্থাকামী মানসিকতা না বদলালে শুধু বুদ্ধ বা দিদি কেন, কেউ-ই কিছু কর্তে পারবে না।

    ওদিকে সানন্দ-এ টাটা-র প্রথম গাড়ী কারখানার পিছু পিছু রেনল্ট, মারুতি লাইন লাগিয়েছে। অরো কয়েকটা কম্পানী-ও চিন্তা করছে ওখানে যাবার। মাঝে মাঝে এত হতাশ লাগে। "নিজের ভালো পাগোলেও বোঝে" আপ্তবাক্যটা বোধ হয় ঠিক না।
  • h | 203.99.212.54 | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৩৮503698
  • theonusissharedthough.partybiasforintellectualissometimesequivalenttomoralbias.theproblemissometimesitisnot.thebiggerproblemisthatsometimesitismediaorganisationbias.biggestproblemishowevermediaorganisation'sbiasforvariousintellectualsatvarioustimes.thatjustputsthecivilsocietyargumentonitshead.
  • Update | 117.194.39.81 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:০৩503699
  • Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:15Nov2011 -- 04:01PM

    PT যে কী বলেন বুঝি না । বোলান নতুন কিছু বলেননি - এটাই আপনার ক্ষোভ ? মানে বোলান নিজের আগের অবস্থান থেকে সরে আসেননি - এটাই বলছেন তো ?

    Name:dukheMail:Country:

    IPAddress:122.160.114.85Date:15Nov2011 -- 04:14PM

    সৈকতকে - PT একা নন, সিপিয়েমের তাবড় তাবড় নেতারা এখনো ধোঁয়াশায় যে মানুষ তাঁদের মহান পার্টির গদিয়ান থাকার অধিকারের পরিবর্তন কেন চাইতে গেল । নিজের ভালো তো পাগলেও বোঝে, না ? এই রহস্যটা কিলিয়ার না হওয়ায় তাঁদের এত দিশাহারা দেখাচ্ছে ।

    Name:ppnMail:Country:

    IPAddress:202.91.136.71Date:15Nov2011 -- 04:32PM

    TOI -এর মূল্যায়ন প্রথম ছয় মাস।

    http://tinyurl.com/brs9no6

    Name:saikatMail:Country:

    IPAddress:202.54.74.119Date:15Nov2011 -- 04:40PM

    dd কে

    সিপিএম আমলে বিদ্‌ব্‌ৎ সমাজের যে ডেসিবেল লেভেল দেখেছিলেন তার কারণ তো শুধু জংগল মহল ছিল না। তার শুরু তো সিঙ্গুর-নন্দীগ্রাম পর্যায় থেকে। চমস্কি-অরুন্ধতী-জয়ের কবিতা সবেরই শুরু তো ঐ সময় থেকেই। দীর্ঘদিনের জগদ্দল একটা সরকার, যে নড়েও না চড়েও না, নড়াচড়া করলেও ছড়ায়, পাড়ায় দাদাগিরি, শিক্ষা-স্বাস্থ্যে অব্যবস্থা ও অকর্মণ্যতা এবং এসব ঘটে চললেও বুদ্ধিজীবিদের দীর্ঘদিন ধরে statusquo মেন্টেন করা (কারণ রাজ্যে বামপন্থী সরকার, অতএব তারা ভাল) এবং শেষে এটা বোঝা যে ঐ অবস্থানটি ভুলই হয়েছিল, এ সবকিছুই তো সিঙ্গুর-নন্দীগ্রাম-জংগলমহলের সাথে মিলেমিশে গিয়ে প্রতিবাদটা জোরালো হয়েছিল। আর সেই প্রতিবাদে কী সাধারণ মানুষও মিছিলে নামেনি? আমি মনে করিনা যে সেই নামাটা হয়েছিল শুধু "সেলিব্রিটি"-দের মুখ দেখে কিংবা তারানন্দ দেখে। আজকেও কি আর এসবের বিশেষ কিছু পরিবর্তন হয়েছে, অন্তত সরকারের কাজকর্মের? হয়নি তো। কিন্তু আমি একদমই মনে করি না যে বুদ্ধিজীবিরা এসবের বিরুদ্ধে নতুন করে লেগে পড়বে। তার একটা কারণ যদি এটা হয় যে তারা বিবিধ পদ পেয়েছেন, অন্য কারণ তো এটাও যে ক্লান্তি বলে কিছু কী নাই, ল্যাদ নাই ইত্যাদি । :-) হয়ত এই মনোভাব আবার আর একটা statusquo -র জন্ম দেবে। হতেই পারে।

    সোজা কথাটা সোজা ভাবেই বলা ভাল। আমিও চেয়েছিলাম ক্ষমতার পরিবর্তন ঘটুক। সিম্পিল। কিন্তু সন্দেহ কী ছিল না, যারা আসবে তারা কত আর ভাল করবে? কিংবা বিশেষ কী পরিবর্তন করবে? ছিল না বলাটা পিটিবাবুর ভাষায় বলতে হয় "নাইভ" চিন্তাভাবনা। কিন্তু প্রত্যাশাও কী ছিল না? ছিল না বলাটা ভুল বলা হবে। কিংবা প্রত্যাশা রাখাটাও নাইভোচিত লাগতে পারে ! পিটিবাবুর মতানুযায়ী দিল্লীতে পরিবর্তনের মত "পরিণত" পরিবর্তনের আশায় বসে থাকাটা কোন কাজের কথা না বলে মনে হয়েছিল যা আমার ধারণা অনেকেই (ইনক্লুডিং বুদ্ধিজীবিরাও) ভেবেছিলেন।

    হনু কিছু আগের পোস্টে লিখেছে: don ' tseeasinglerayoflight. । হ্যাঁ এটাই সত্য। কিন্তু সেটা ঠিক কতখানি অন্ধকার, সেটা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করা ছাড়া গত্যন্তর নেই। তার মধ্যেও কিছু লোকজন লেখাপত্তর-সমালোচনা ইত্যাদি চালিয়ে যাবে। rayoflight বললে হয়ত এইটুকুই।

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.246.22Date:15Nov2011 -- 04:58PM

    @dukhe
    ক্ষমতায় আসার পরে মাওবাদি প্রসঙ্গে মমতার পরিবর্তিত অবস্থান নিয়ে বোলান কিছু বলেছেন কিনা জানতে চেয়েছিলাম। ভোটের আগে শুধু জঙ্গলমহলের পরিপ্রেক্ষিতেই বোলান মমতার অবস্থান নিয়ে চ্যানেলে চ্যানেলে গুণগান করেছিলেন।

    আর সিপিয়েমের ক্ষমতা থেকে যাওয়া নিয়ে আমার কোন ধোঁয়াশা নেই। ৩৪ বছর ক্ষমতায় থাকাটাই আমার কাছে আশ্চর্যের বিষয় (এর মানে এই নয় যে আমি সায়েন্টিফিক রিগিং মানি। দুধে জল না মেশালেও ২৩৫ এর বদলে ২০০টা হত)। অত্যন্ত উচ্চপর্যায়ের অপদার্থ বিরোধী দল না থাকলে বামেদের পক্ষে এতদিন ক্ষমতায় থাকা সম্ভব হত না। ""অ্যান্টিইন্‌কাম্বেন্সি"" বলে তো একটা শব্দ আছে - তাবড় তাবড় সাংবাদিক থেকে কুচোকাচারাও ভোটের ফলাফল বিশ্লেষণ করতে বসে এই অতি জরুরী শব্দটাই ভুলে মেরে দিল?
  • dukhe | 122.160.114.85 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:১৪503701
  • PT, তাহলে আর এত মাথা ঘামানোর কী আছে ? সিপিয়েম অ্যান্টি-ইনকাম্বেসিতে বিদায় নিয়েছে, মমতাও নেবে খন । ছ মাসে অ্যান্টি-ইনকাম্বেন্সি হওয়া এট্টু চাপ । তাই সবাই চুপচাপ আছে । এই তো ব্যাপার ।
  • ppn | 204.138.240.254 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:১৬503702
  • অ্যান্টিইনকাম্বেন্সি ঠিক ৩৪ বছরেই কাজ করল, কেন ২৯তম বছরে করল না, তার ব্যাখ্যা আছে?
  • kallol | 119.226.79.139 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:২২503703
  • পরিবর্তন চাওয়া হয়েছিলো ৩৪ বছরের ক্ষমতার জগদ্দলকে সরানোর জন্য। কেন? সে নিয়ে প্রচুর মায়াপাতা খরচ হয়েছে। আমরা অনেকেই বারবার লিখেছি বাম গিয়ে যারাই আসুক প:ব: দুধ-মধুতে ভেসে যাবে না। এমনকি সম্ভাবনা আছে, যারা এই ৩৪ বছরে ক্ষমতার মধু চেখেছেন, তারা নতুন ক্ষমতাবানেদের হাত ধরবেন। ডানকুনির পরিবেশ বন্ধু তৃণমূল কর্মী তপনবাবুর হত্যা দিয়ে শুরু হলো তার। ওকে যারা থানার সামনেই খুন করলো, তারা তখন তৃণমূল, কদিন আগেই সিপিএম ছিলো।
    গত ১০ নভেম্বর, প্রেস ক্লাবে তরুণ সান্যাল, সুনন্দ সান্যাল, মেহের ইঞ্জিনিয়র, প্রতুল মুখোপাধ্যায়ের উপস্থিতিতে আজকের নন্দীগ্রাম নিয়ে একটি তথ্যচিত্রের প্রদর্শনী হয়। তাতে নন্দীগ্রামের মানুষ বলেছেন যারা আগে লাল জামা গায়ে আমাদের ওপর অত্যাচার করেছে, তারাই আজ সবুজ জামা গায়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। দোষীদের শাস্তি হয় নি।
    প্রতিবাদ হচ্ছে http://epratidin.in/Details.aspx?id=5551&boxid=23248218
    এখন, আবাপ বা আজকাল না ছাপলে, সেটা তো প্রতিবাদীদের দায় নয়।
    বীরভুমে পাথর খাদানের পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে লড়াই চলছে। কোনও ভাদ্রলোক নয়, ওখানকার আদিবাসীরাই লড়ছেন। মাসখানেক আগে সিউড়িতে প্রায় ১০ হাজার আদিবাসীর জমায়েত হয়। কোন কাগজে খুঁজে পাবেন কেউ এই খবর? সেটা কি প্রতিবাদী আদিবাসীদের দায়?

    তখন এও লিখেছিলাম, আবারও লড়তে হবে ক্ষমতাসীনদের বিরুদ্ধে। সে লড়াইও আমরাই লড়ব। মমতা বন্দীমুক্তি নিয়ে কথার খেলাপ করেছেন। লড়াই জারী আছে। মমতা ফতোয়া দিচ্ছেন মাওবাদীদের সমর্থনে কথাও বলা যাবে না। লড়াই জারী আছে। প্রতিবাদ হচ্ছে। কিন্তু আবাপ/আজকাল ছাপে না।
  • q | 121.241.218.132 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:২৪503704
  • "আজকাল" কেন চুপচাপ সেটা নিয়ে কিছু গুজব আছে বাজারে।
  • PT | 203.110.246.22 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:৫২503705
  • @dukhe
    আমি মাথা ঘামাবো কিনা সেটা তো আমার ব্যাপার তাই না? আর যদি মাথা না ঘামানোরই ব্যাপার হয় তাহলে আমি মাথা ঘামালেই বা আপনি ঝাঁপিয়ে পড়ছেন কেন উত্তর দেওয়ার জন্য?

    @ppn
    বামেদের ২৯ তম বছরে বিরোধীদের পারস্পরিক বোঝাপড়া আর ৩৪ তম বছরের বোঝাপড়ার মধ্যে কোন ফারাক দেখেন না?
  • dukhe | 122.160.114.85 | ১৫ নভেম্বর ২০১১ ১৮:০০503706
  • PT, নি:সংকোচে মাথা ঘামান । দুখে বাধা দেবার কে ?
  • pi | 72.83.76.29 | ১৫ নভেম্বর ২০১১ ১৮:০৯503707
  • কী গুজব ?
  • Bratin | 117.194.99.125 | ১৫ নভেম্বর ২০১১ ১৮:১৮503708
  • হমমমম!! :-))))))))))
  • pi | 72.83.76.29 | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৩২503709
  • আর পিনাকীদার কথার রেশ টেনেই বলি, আগেও বহুবার লিখেছি, মাওবাদী আর নো মাওবাদী, শহরেও কিছুটা আর গ্রামের দিকে অনেকটাই, যা চলে তা বেসিক্যালি মারামারি , কাটাকাটি, খুনোখুনির রাজনীতি।
    এই সিপিএম তৃণমূলের মত পার্টিদের কাছে মজুত অস্ত্রভাণ্ডার মাওবাদীদের থেকে তো কিছু কম হবেনা।
    সংসদীয় গণতন্ত্রের মুখোশ পরে থাকলেই এত বড় গলায় এরা চেঁচানোর অধিকার জন্মে যায় !

  • h | 203.99.212.54 | ১৫ নভেম্বর ২০১১ ১৯:২৬503710
  • nowthatwehavehardenedourpositionsinnotime, canweexchangerecipes? :-))
  • h | 203.99.212.54 | ১৫ নভেম্বর ২০১১ ১৯:৪৫503712
  • saikat (the2nd), Waiting, whatelse, wehavebeendoingthatforbestpartofourlives.ThatBeckettchapstolethefame;-)
  • ranjan roy | 14.99.136.129 | ১৫ নভেম্বর ২০১১ ২১:২২503713
  • দিদির বেসিক অ্যাপ্রোচটাই কসমেটিক সার্জারি। ওনার কোন লংটার্ম রোডম্যাপ আছে বলে মনে হয় না।
    আর বাগাড়ম্বর? জাস্ট ঘোষণা করেই বা ফিতে কেটেই উনি বলে হয়ে গেছে, এত লোকের চাকরি হয়ে গেছে, অমুক সমস্যার সমাধান হয়ে গেছে, ইত্যাদি।
    ছ'মাসের কথা ছেড়ে দিন। রেলে অ্যাদ্দিন দিদি ছিলেন, আজ ওনারই দীনেশ ত্রিবেদী আছেন।
    ডানকুনির রেলের কারখানা করতে গিয়ে দিদির জমানায় জমি হারানো লোকদের কতগুলি চাকরি দেবার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, আর আজ আড়াই বছর পরে কজন কে দেয়া হয়েছে? মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। এটা কে দিদির প্রতিশ্রুতি পালনের নমুনা হিসেবেই দেখতে হবে।
    পিটি কেন হাহুতাশ করছেন?
    এই রিপোর্ট টেলিগ্রাফেই বেরিয়েছে, গণশক্তিতে নয়।
    আর আবাপ কে গাল পাড়ছেন?
    আবাপ নিয়মিত বের করছে দিদির গড়াই সাসপেন্সন ইত্যাদি কসমেটিকস্‌ এর পর সরকারি হাসপ[আতাল গুলোর কি অবস্থা,মূল সমস্যা যে বেসিক ইন্‌ফ্‌রাস্ট্রাকচার না থাকা সেটা নিয়ে দিদির কোন হেলদোল নেই।
    আর উনি সন্ত্রাস বন্ধ করে শান্তি ফিরিয়ে আনছেন? আবাপ'র পাতা খুললে রোজ চোখে পড়ে ওনার পার্টির রক্তাক্ত উপদলীয় কলহ, অন্য দের ওপর আক্রমণ। তোলাবাজি।
    পুলিশ কি করছে ছেড়ে দিন, পার্টি থেকে কি অ্যাকশন নেয়া হচ্ছে?
  • PM | 2.50.40.193 | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৬503715
  • কল্লোলদা, বেশ আপনরা কিছু আন্দোলন কারছেন।

    কবে নাগাদ আপনি বলবেন যে যা হবার হোক.... আগে মমতা যাক.... তারপর ভাববো। যেমনটা বলেছিলেন কিছুদিন আগে।

    নাকি এক্ষেত্রে বর্তমান সরকার-কে রেখেই যতটা সম্ভব দাবী আদায়ের কথা ভাববেন।

    ব্রতীন বা দুখে নিশ্চিত ভাবেই বলবেন "৩৪ বছর পরে বলবো" :)
  • a | 208.240.243.170 | ১৫ নভেম্বর ২০১১ ২১:৩৬503714
  • খসড়া এবিষয়ে কি বলে? :)
  • dukhe | 14.96.211.80 | ১৫ নভেম্বর ২০১১ ২১:৪২503716
  • ৩৪ বছর পরে বলার অবস্থায় থাকব বলে মনে হয় না । এখনই চুলটুল পেকে গেল ।
    তবে PM বাবুর মত ৬ মাসে বলতে পারছি না । দু:খিত ।
  • dri | 117.194.235.166 | ১৫ নভেম্বর ২০১১ ২১:৫৯503717
  • দেবাশীষের পোস্টটা পড়লাম মন দিয়ে। আপনি তো লোকাল। এই রকম অ্যানেকডোট আরো লিখলে ভালো লাগবে। 'মাওবাদীরা' কি কি করেছে লোকাল লোকেদের জন্য। এবং উল্টোদিকটাও। কোনভাবে কোয়ার্স করেছে কি?

    লিখুন, আপনার পার্স্পেক্টিভ।
  • PM | 2.50.40.193 | ১৫ নভেম্বর ২০১১ ২২:০৮503718
  • দুখে , "বাবু" টা কাটিয়ে দিন প্লিজ।

    আপনার লেখার কন্টেন্ট-এর সাথে সবসময় একমত না হলেও আপনার লেখার স্টাইলের ভীষণ ভক্ত আমি। এই সুযোগে জানিয়ে রাখলাম।:)
  • Bratin | 117.194.99.107 | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩০503719
  • PM বাবু, আমি আবার কেন? দেখছেন না চারিদিকে exp opinion ৬ মাসেই সব্বাই বলে দিচ্ছে কি হতে চলেছে। :-))
  • ppn | 122.252.231.10 | ১৫ নভেম্বর ২০১১ ২২:৪৭503720
  • হ্যাঁ, পিটি। আগেরবার জোট হয়নি এবার হয়েছে। শুধু সেই কারণেই কংগ্রেস সিপিয়েমের থেকে বেশি আসন পেল বলে আপনার মনে হয়?
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৭:০০503721
  • দেবাশিসবাবুর পোস্টটা কোবাড ( নাকি কোবাদ ? ) গান্ধীর সাক্ষাৎকারের একটা অংশ মনে করিয়ে দিল।

    Are you saying, you are not killers but benefactors?

    Yes. But we are defined by the Prime Minister as the deadliest virus….(laughs)

    Why do you think so?

    We have a clear-cut definition of development. We think society is in a semi-feudal, semi-colonial state and there is a need to democratize it. The first step is to distribute land to the tiller. So in plain words, our fight is against land grab and exploitation of poor, especially focussing rural India.

    Is that why you have managed to consolidate so strongly in Chhattisgarh?

    One important reason we have managed to consolidate is because we talk about dignity of work. For example, villagers in Bastar collect the tendu-patta leafs to make local cigarettes or bidis. This bidi industry runs into billions of dollars. But the daily wage of these tribals …. was less than Rs 10 a day, before we came to Chhattisgarh. That is far less than the daily wage defined by even the government of India. We have forced these contractors to increase this daily wage — we have managed to push it up by three to four times. That is one reason why people like us.



    ডি: প:বংগে মাওবাদীদের খুনখারাপিএ রাজনীতির সাথে উপরে দেওয়া প্রথম লাইনটা কীভাবে খাপ খায়, তাই নিয়ে কোবাদ গান্ধীর উত্তর জানতে পারলে ভাল হত। কিন্তু কেন মাওবাদীরা ঘাঁটি গাড়তে পারলো তার কারণ বোধহয় সব জায়গাতেই এক। ছত্তিশগড়ে এই বিড়ির দাম নিয়ে এক্ষপ্লয়টেশন তো প:বঙ্গে সেটা বাবুই ঘাসের দড়ির মূল্য নিয়ে।

    দেবাশিসবাবু, আরো লিখুন। এখন লোকজন কী বলছেন ?
  • kallol | 119.226.79.139 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:২৬503723
  • এই সরকারের বিরুদ্ধেই আন্দোলন। এখনই এই সরকার কে বাতিল করার কোন কারন নেই। এমন নয় যে ৩২ বছর ধরে বামফ্রন্টের বিরুদ্ধে কোন আন্দোলন হয় নি। তখনও বাম সরকার কে বাতিল করার কথা আসে নি। শেষ দু বছরে বাম সরকার যে সব অবিমৃষ্যকারিতা ঘটিয়েছে, তাতেই তাদের বাতিলের কথা মানুষ ভাবতে শুরু করে। এই সরকার যদি তেমন কিছু ঘটায় তখন আবার এদের বাতিলের কথা ভাববে মানুষ। দরকার হলে আবার সিপিএম, যদি না ততদিনে অন্য কোন সমীকরণ ঘটে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন