এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শূন্যের খেলা 

    Mira Bijuli লেখকের গ্রাহক হোন
    ১৭ জুলাই ২০২৪ | ১৫৬৪ বার পঠিত | রেটিং ২.৫ (৪ জন)
  • মহাবিশ্বে সব‌ই ০
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hutum | 2605:6440:7000:0:3eec:efff:fe3e:330a | ১৯ জুলাই ২০২৪ ০১:৩৫534947
  • হ্যা, সমর্থনজোগ্য। পৃথিবীটা লেলিদের সোশ্যালিজম, হিউম্যানিজম দিয়ে চলে না। এই যে এত 'ওক' আম্রিগা। আবার তারাই প্যালেস্টানিয়ানদের মেরে ভুত ভাগিয়ে দিচ্ছে। সমর্থন করছে তো? কারণ দ্যাটস হাউ দা ওয়র্ল্ড ওয়ার্কস।
     
    দুনিয়াটা হায়ারার্কিক্যাল। পশ্চিমীরা এভাবেই ঘুঁটি সাজিয়েছে। যা খুশি এক্সপ্লয়েট করেছে স্রেফ নিজেদের সুখের জন্য। আমরাও করব। আমাদের নিচে যারা আছে তাদের এক্সপ্লয়েট করব। আবার প্রয়োজনমত মেকি সহানুভূতি দেখাব।
     
    এর বাইরে ঠিকবেঠিক নৈতিক-অনৈতিক কিছু হয়না।
  • dc | 2402:e280:2141:1e8:8871:5f7e:8ff4:ae4c | ১৯ জুলাই ২০২৪ ০১:৩৮534948
  • আচ্ছা, এই ব্যাপার? laugh
  • r2h | 192.139.20.199 | ১৯ জুলাই ২০২৪ ০১:৪১534949
  • একজনের কাছে ঠিক, অন্যজনের কাছে ভুল - এইটা ঠিক এরকমভাবে হয় না। আমি পাঁচটাকা দিয়ে জিলিপি খেয়ে ফেললাম আর আপনি ঐ পাঁচটাকা গরীব দুঃখীকে বিলিয়ে দিলেন - এইখানে হতে পারে আপনার কাজটা বেশি ঠিক, কিন্তু আমারও খিদে পেয়েছিল, সুতরাং আমার কাজটাও ঠিক।

    কিন্তু আমি চুরি করলাম, তহবিল তচরুপ করলাম, অন্ধকার গলিতে হেডমাস্টারমশাইকে গোড়ালিতে ছাতার বাঁটের আঁকশি দিয়ে টেনে কাদায় ফেলে দিলাম, অমুকের ফ্রিজে গোরু মাংস আছে বলে তাকে পিটিয়ে মেরে ফেলো বলে হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম - এগুলি যেকোন মাপকাঠিতেই খারাপ।
    হ্যাঁ, কেউকেউ সেগুলিকে জাস্টিফাই করতে চায় বটে। কিন্তু সেগুলি যুক্তি না, অজুহাত।

    যারা ঐ অজুহাতগুলি দেয়, তারা হয়তো অজুহাতকে যুক্তি ভাবে - সেটা হতে পারে। তো, ঐ মাফিয়া পরিবারের সন্তান যদি তার মেজো খুড়োর করা গত পরশুর গুম খুনটাকে যুক্তিযুক্ত ভাবেও, আসলে সেটা যুক্তিযুক্ত না। ওর কাছে যুক্তি আছে - এই কথাটা অ্যাবসোলিউট সেন্সে অর্থহীন - যদি আমরা মানব সমাজের বেসিক সেট নৈতিকতা, ঘটনা পারম্পর্য ইত্যাদি দিয়ে ভাবি।
  • &/ | 107.77.236.166 | ১৯ জুলাই ২০২৪ ০১:৫৫534951
  • একদম । আইন আদালত পুলিশ মিলিটারি এইসব হাজার হ্যাপা  এইজন্যেই তো 
  • &/ | 107.77.236.166 | ১৯ জুলাই ২০২৪ ০১:৫৮534952
  • যেগুলো অন্যের ক্ষতি করবে সেগুলোকে আইনত দণ্ডনীয় করে রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রেই 
  • &/ | 107.77.236.166 | ১৯ জুলাই ২০২৪ ০২:০৯534953
  • এক পরিচিত জন যেমন বাড়িতে পুরোহিত  আনিয়ে রীতিমতন  যাগ যজ্ঞ  করে শান্তি স্বস্ত্যয়ন করালেন কারণ তাঁদের নানা দুর্ঘটনা অসুখবিসুখ ঘটছিল . তিনি মনে করেন এতে উপকার হবে। 
  • &/ | 107.77.236.166 | ১৯ জুলাই ২০২৪ ০২:১২534955
  • এইসব স্বস্ত্যয়ন ইত্যাদির ক্ষেত্রে যেখানে অন্যের ক্ষতি হচ্ছেনা উপরন্তু তাদের বিশ্বাস যে তাদের ভালো হবে সেখানে  যুক্তিহীন বলে প্রতিবাদ করার কোনো অর্থ দেখিনা 
  • r2h | 192.139.20.199 | ১৯ জুলাই ২০২৪ ০২:২৯534956
  • কেউ যদি ভাবে প্রতিবাদ করবেন, করতেই পারেন। সক্রিয়ভাবে কুসংস্কারের বিরোধিতা খুবই ভালো জিনিস।

    আমি অবশ্য ব্যক্তিগত ভাবে মন্দিরে প্রনাম, গুরুদ্বার বা মাজারে মাথা ঢাকা ইত্যাদি সবই করি, দোল দুর্গোৎসব খ্রিসমাস ইদ সবেতেই নেমন্তন্নে গিয়ে পেট পুরে খাই, বিধি ও আচারের দাবি মত প্রণাম টানাম করি, নিজের বাড়িতেও সরস্বতী পুজো লক্ষ্মী পুজো ইত্যাদিতে টুকটাক আয়োজন করে থাকি যে বছর সুবিধে হয়।
    তবে যারা সক্রিয়ভাবে সেসবের বিরোধিতা করেন, তাঁদের জোরকে সম্মান ও শ্রদ্ধা করি।
  • Mira Bijuli | ১৯ জুলাই ২০২৪ ০৬:৪১534958
  • এই প্রতিবাদ করার ব্যাপার টাও খানিকটা হাস্যাস্পদ। এখানেও ওই same ব্যাপার, অন্যের দেখাদেখি, নিজের বিশ্বাস বা অবিশ্বাস থেকে নয় বেশিরভাগ ব্যাপার গুলো। এদিকে কুসংস্কার হিসেবে বলে অবিশ্বাস করি আবার নিজের প্রয়োজনে মাথা ঠুকতেও ছাড়ি না। এরকম অনেককে দেখেছি। even বড় সমাজ সংস্কারক নিজে যে নিয়মের কথা বলেছেন বাড়িতে সেটা apply করতে  পারেনি অনেকাংশেই। এদিকে বলা হয় ধর্ম নিরপেক্ষ, কারকে অসম্মান করিনা, অন্য কারো বিশ্বাসে মাথা গালাই না, এদিকে আবার নিজেরাই সেই সব করি যাতে অন্যকে আঘাত করা হয় - বড় বিচিত্র ব্যাপার।
  • Kasturi Das | ১৯ জুলাই ২০২৪ ১২:৫৪534964
  • খুব ভালো লাগলো পড়ে। নিজের জ্ঞানের ভান্ডার খুবই সীমিত, তাই অনেক অজানাকে জানা হলো। এমন লেখা আরো পড়তে চাই। 
  • কিন্তু | 109.248.144.73 | ১৯ জুলাই ২০২৪ ১৬:৩৭534969
  • কিন্তু আনন্দবাজার টুকে দেবার কার্যন কি?লিংক দিলেই হোতো।
  • জমদগ্নি | 2409:4060:2dce:57a0:5d66:7cf8:bc6b:c71f | ১৯ জুলাই ২০২৪ ১৮:৪৩534972
  • @১৮ জুলাই ২০২৪ ০১:০৫,
     
    'একটি তিথি সম্পর্কে কিছু লেখা দিয়েছি' না বলে 'একটি তিথি সম্পর্কে একটা লেখা পেয়ে টুকে দিয়েছি' বললে সত্যি বলা  হত।
  • Mira Bijuli | ২০ জুলাই ২০২৪ ০০:০২534981
  • ধন্যবাদ @ Kasturi Das। 
     
    এই লেখা আনন্দ বাজারে প্রকাশিত হয়েছে? লিংক টা দেবেন পেলে। 
     
    আমাদের জ্ঞান কত টুকুই বা, সবই এই মহাবিশ্ব থেকে সংগৃহীত। সেক্ষেত্রে সবই অনুলিখন, সে যে বিষয়ই হোক না কেন। আমরা যতই intelectual property বলে আত্মশ্লাঘা করি না কেন। কোথাও না কোথাও থেকে প্রেক্ষাপট বা ধারণা ধার করা।
  • &/ | 151.141.85.8 | ২০ জুলাই ২০২৪ ০২:১৯534988
  • ও বাবা! এ তো একেবারে লাইন বাই লাইন...
  • Mira Bijuli | ২০ জুলাই ২০২৪ ০২:৩৭534991
  • ধন্যবাদ। বিষয়টি দেখছি।
  • দুর্বাসা | 45.250.246.74 | ২০ জুলাই ২০২৪ ০২:৫০534992
  • কমা-ফুলস্টপ পর্যন্ত টুকে দিয়ে সাফাই দিচ্ছেন এমন ভাব করে যেন সবই কাকতালীয়ভাবে ঘটেছে। কুম্ভীলকবৃত্তীর একেবারে হদ্দমুদ্দ! ভুল বানানে আবার সারমন দিচ্ছেন intellectual property বলে কিছু হয় না। নিজে চুরি করে ধরা পড়ে পৃথিবীর সবাইকে চোর বলে দাগিয়ে নিজের অপরাধ হাল্কা করার নিষ্ফল চেষ্টা। 
  • :|: | 174.251.164.244 | ২০ জুলাই ২০২৪ ০৩:৫২534993
  • আহা! দুটা সাঁইত্রিশ -- দেখার কি আছে! ইন্টেলেকচুয়াল প্রপার্টি জানেন যখন, তখন নির্ঘাৎ শঙ্করাচার্যও জানেন। স্রেফ লিখে দিন নামরূপটা তো মায়ামাত্র। যাহাই পার্থ, তাহাই মীরা। কৃষ্ণ ভক্ত দুজনেই। ভক্তিই সার কথা। কৃষ্ণ বলুন বা বিষ্ণু বা হরি তাঁর জন্যেই একাদশী। তাই একাদশী বিষয়ক লেখাতে সব একাকার হয়ে গেলো। বৃত্ত সম্পূর্ণ :)
  • dc | 2402:e280:2141:1e8:8432:3e73:7639:ee6f | ২০ জুলাই ২০২৪ ০৮:২৫535009
  • একি! প্লেজিয়ারিজম ধরা পড়ে সেই লেখা হাপিস? 
     
    এরকম গুরুতে প্রথম দেখলাম।  
  • syandi | 45.250.246.74 | ২০ জুলাই ২০২৪ ২২:২৮535059
  • বাহ এ তো বেশ ব্য়াপার দেখছি! বাহবা কুড়োনোর লোভে অন্যের লেখা ঝেড়ে দিয়ে ধরা পড়ার পরে বেশ অভিনব টাইপের অ্যালিবাই দিয়ে লেখাটাই মুছে দিলেন অন্যায় ঢাকার চেষ্টায়। এই লেখিকাই রঞ্জনদার লেখা 'একটি চতুষ্পদ প্রাণী গরুর মাতা হয়ে ওঠার ইতিবৃত্ত' টইতে রীতিমত বাণী দিয়েছিলেন এই মর্মে যে আমিষ ভোজনকারীরা সম্ভাব্য নরহত্যাকারী।
  • কাশ্যপ | 2409:4060:2dce:57a0:e9c2:e209:217b:2a58 | ২৯ জুলাই ২০২৪ ০৭:৫৮535495
  • কি হল টুকলিদেবী আপনার? কন্টেন্ট মুছলেন কেন ?আর শিরোনামই বা বদলালেন কেন? নাকি চুরি ধরা পড়ার পরে প্রমান লোপাটের চেষ্টা ?
     
  • :|: | 174.251.164.244 | ২৯ জুলাই ২০২৪ ০৮:৩৬535497
  • যিনি টই খুলেছিলেন তাঁকে বলি -- দেখুন এই বিষয়ে এতো বিচলিত হবার কিছু নাই। আমি আপনারই জন্য চ্যাটজিপিটিকে বললুম শয়ন একাদশীর মাহাত্ম্য বিষয়ে একটি রচনা লিখ। তো সামান্য সময় মধ্যে এইটি দিলো। নির্ভুল নয়। যেমন আষাঢ়ের শুক্লা একাদশীকে ভাদ্রের লিখেছে, তারপর বৈষ্ণব চাতুর্মাস্যকে ত্রৈমাসিক লিখেছে, তুলসী বানান ভুল করেছে, ইত্যাদি। সেগুলি সংশোধন ​​​​​​​করে ভাষাটিও ​​​​​​​একটু ​​​​​​​এদিক ​​​​​​​ওদিক ​​​​​​​করে নিলেই ​​​​​​​আপনার ​​​​​​​আপন ​​​​​​​কিবোর্ডের ​​​​​​​লেখা হয়ে ​​​​​​​যাবে। মিনিট পনেরোর মামলা। ​​​​​​​লেখা মোছা নিয়ে ​​​​​​​বিতর্কের ​​​​​​​চেয়ে এইটিই ​​​​​​​কি তুলনামূলক সম্মানীয় ​​​​​​​সমাধান ​​​​​​​নয়? আপনি ​​​​​​​এই ​​​​​​​লেখাটিও​ব্যবহার ​​​​​​​করতে ​​​​​​​পারেন। ​​​​​​​আমি ​​​​​​​বা ​​​​​​​চ্যাটজিপিটি ​​​​​​​কেউই ​​​​​​​কিছু ​​​​​​​মনে ​​​​​​​করবো ​​​​​​​না। 
    "শয়ন একাদশীর মাহাত্ম্য
    ভূমিকা
    হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো শয়ন একাদশী। প্রতি বছর প্রথার অধিকার অনুযায়ী এই উৎসব পালন করা হয়। শয়ন একাদশী মূলত ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে অনুষ্ঠিত হয় এবং এটি ভগবান বিষ্ণুর পূজা এবং বিশেষভাবে মন্দিরের তেলসী বৃক্ষের পূজার সাথে যুক্ত।
    শয়ন একাদশীর গুরুত্ব
    শয়ন একাদশী হল বিষ্ণুর ত্রৈমাসিক উপবাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন ভগবান বিষ্ণু শ্রী গঙ্গা নদীর শীতল জলে বিশ্রাম করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনটি ভগবান বিষ্ণুর শয়নকাল শুরু হয়। তাই, এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এবং অনেক ভক্ত এই দিনটি বিশেষভাবে পালন করে।
    উপবাস ও পূজা
    শয়ন একাদশী তিথিতে অনেক ভক্ত উপবাস করে এবং বিশেষভাবে তেলসী পাতার পূজা করে। তারা সারাদিন নিরামিষ আহার করে এবং সন্ধ্যায় বিষ্ণুর মন্দিরে গিয়ে পূজা করেন। পূজার অংশ হিসেবে শ্রীমদ্ভগবৎ গীতার পাঠ, বিষ্ণু সহাস্রনাম এবং অন্যান্য ধর্মীয় আচার পালন করা হয়।
    মাহাত্ম্য
    শয়ন একাদশীর মাহাত্ম্য নির্ধারণ করা হয়েছে মহাভারতের বিভিন্ন শ্লোকে এবং পুরাণে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে বিশেষভাবে পাপমোচন এবং ধনসম্পদের বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয়। এই দিন উপবাস ও পূজার মাধ্যমে পুণ্য অর্জন করা যায় এবং ধর্মীয় জীবনের উন্নতি সাধন হয়।
    উপসংহার
    শয়ন একাদশী একটি বিশেষ ধর্মীয় দিন যা ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির পরিচায়ক। এটি বিশেষভাবে তেলসী বৃক্ষের পূজা এবং উপবাসের মাধ্যমে পালন করা হয়। এই দিনটি ধর্মীয়, সামাজিক এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভক্তদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনে।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন