এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.23 | ১৮ জুন ২০১১ ২৩:৪২473362
  • এটি দ্বিতীয়বার পোস্টিং হলে দু:খিত।

    হাওয়াই-চপ্পল-পরিহিতা-মা-মাটি-মানুষের (হচপমামামা)-র মুখ্যমন্ত্রীর সাঙ্গোপাঙ্গোদের মন্‌পসন্দ গাড়ীর খবর:

    Given the demand for the Mahindra & Mahindra SUV, the department would have to buy at least four such vehicles spending nearly Rs 30 lakh, said insiders.

    The fleet for ministers and VVIPs comprise Esteems, SX4s, Indigos, Sumo Grandes, Ambassadors and Scorpios. Out of 40-plus Scorpios, nine are old. “Some minister or the other requests for a Scorpio almost every day. Some even sent back the vehicles they were given, seeking Scorpios instead.
    http://www.telegraphindia.com/1110616/jsp/calcutta/story_14052817.jsp


    এই ""হাওয়ায় ভাসানো"" খবরটির বিরুদ্ধে অবিলম্বে হচপমামামা-র মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রতিবাদ করা হবে আশা করি।
  • til | 124.168.3.190 | ১৯ জুন ২০১১ ০৮:৫৯473363
  • বাহ, মন্ত্রী হয়েছে বলে কি পাপ করেছে। একটু ভাল গাড়ীই না হয় চাপছেন। বাড়ী তো নিয়ে যাবে না মন্ত্রীত্ব গেলে। রাস্তা বন্ধ করে চার পাঁচটা গাড়ীর কনভয় শুধু কুচো মাছের ঝোল খাবার জন্য, সেও বা কম কি!
    ঘুষ টুষ নেয়ার চেয়ে ভাল, রাজাবাবু, কানি আম্মা তো নাকি কয়েক্‌শ কোটি এদিক ওদিক করে ফেলেছেন (কাগজে বলে)! ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী কয়েক কোটি খরচ করেআমেরিকায় চিকিৎসা করাতে। যে শিক্ষক বা কর্মচারী কাজ না অরে মাইনে নেন, তা গড়ে ২০ হাজার হলে বছরে ২।৪ লাখ, এরকম ২০ জন কর্মচারী কে যদি কাজ করাতে পারেন তো ৩০ লাখ টাকা উঠে এল।
  • Bratin | 117.194.100.10 | ১৯ জুন ২০১১ ০৯:৫৫473364
  • এই তো PT দা একটা ব্যাপক খবর নিয়ে এসেছেন। তবে.... :-)))
  • r2h | 67.96.80.214 | ১৯ জুন ২০১১ ১০:২৭473365
  • দামী গাড়িতে খরচ করা (তাও রীতিমত দাবী দাওয়া করে) নিন্দার কিছুনা হলে এসিহীন কালো স্যান্ত্রোও আলাদা করে প্রশংসার কিছু নয়।
    এই পাতায় তা অবশ্য কেউ করেনওনি। তবে কাগজে খুব লিখছিল তাই মনে পড়ে গেল।

    তাছাড়া কোষাগার ফাঁকা ঐসব নিয়েওতো খুব উদ্বেগ শুনতে পাচ্ছিলাম। দুটো দিন অপেক্ষা করলে মন্দ হতো না বোধয়।
  • Bratin | 117.194.100.40 | ১৯ জুন ২০১১ ১০:৩২473366
  • হমমম :-)))
  • MR | 76.185.100.9 | ২১ জুন ২০১১ ০৩:০৪473367
  • এবছর জল জমলে আনন্দবাজারী explanation - কলকাতা একটি আস্ত গামলা। গতবছরে ঠিক কার যেন দোষ ছিলো?
  • siki | 123.242.248.130 | ২১ জুন ২০১১ ০৮:২৯473368
  • গতবছর সিপিয়েম আমলার দোষ ছিল। এবছর গাঙ্গেয় গামলার দোষ।
  • PT | 203.110.246.230 | ২১ জুন ২০১১ ১২:৫৫473369
  • ১৭-ই জুনের প্রবল বৃষ্টির মধ্যে অতি আবশ্যিক কারণে সায়েন্স সিটিতে যেতে হয়েছিল। গড়িয়া থেকে সায়েন্স সিটি অটো এবং ট্যাক্সিকে নৌকাতে রূপান্তরিত করে যাওয়া গেল - আসার সময়ে অন্য পথে আসতে গিয়ে মনে হল দীঘার সমুদ্র সৈকতে নৌকবিহার করছি।

    ইতিমধ্যে তৃ-কং-এর নেতৃত্বে ক:কর্পো একবছর অতিক্রান্ত করেছে। এর আগের অপশাসনের কালের পাম্পগুলো চলে কিনা দেখার সময় জল শোভনের হয়নি - আর তাঁরা জুনে বৃষ্টি প্রত্যাশা করছিলেন না বলে মাটির তলার নালাগুলো ডিসিল্টিং করার কথাও ভাবেননি। তবে অসাধারণ একটি আধুনিকতম টেকনোলজি শোভন ব্যবহার করেছেন। ৫০-৫৫ জন কর্মীর হাতে একটি করে লাল পতাকা (উটি সবুজ হলে মুশকিল) দিয়ে ৫০-৫৫-টি খোলা ম্যানহোলের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। ঐ রকম একটি ক:ক:কর্মী সন্ধ্যেবেলা এক সাংবাদিককে (অবশই ২৪ ঘন্টার) জানাল যে সে সকাল থেকে লাল পতাকা হাতে ঠায় দাঁড়িয়ে আছে আর ঠ্যাঁটা জলও সেই একই লেভেলে দাঁড়িয়ে।

    ভাবছিলাম সেই ৯৬ জন বিশিষ্টজনদের নিয়ে মিটিং না করে হাতে একটা করে বালতি দিয়ে জল বের করার দায়িত্বে লাগিয়ে দিলে কেমন হত?

    এক্ষেত্রে কলকাতাকে গামলা বলে গাল পাড়া ছাড়া আবাপ-র আর কি-ই বা করার থাকতে পারে?
  • Bratin | 122.248.183.1 | ২১ জুন ২০১১ ১৪:১৩473370
  • আপনি নিজের চোখে বেহাল অবস্থা দেখবেন বলে যে কষ্ট স্বীকার করলেন তাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না।
  • Sibu | 74.125.57.33 | ২১ জুন ২০১১ ১৫:২৬472720
  • ও বোতীন, এ-সব স্মার্ট অ্যাস কথা-বার্তা দুখে বেটার কয়। ওনারে পাঠ্যে দাও, তুমি আড়ালে থাকো।
  • Bratin | 122.248.183.1 | ২১ জুন ২০১১ ১৫:২৯472721
  • আচ্ছা। যেমন বলবেন স্যার!! :-))
  • dukhe | 122.160.114.85 | ২১ জুন ২০১১ ১৫:৪৭472722
  • আবার দুখে কেন? দুখে বেচারি সেদিন বাইপাস ধরে আপিস এসেছিল । রাস্তায় ভোগান্তি হয়নি, গাড়িঘোড়া স্লো ছিল এই যা । ডুবল তীরে এসে, BIPPL এর ভেতর দাঁড়ানো জলে ।
    সন্ধ্যেয় কেকেজে গ্রিক ঘরানার মাছ গিলে রাত্রে শান্ত মনে বাড়ি ফিরেছিল । চিজের ঢেকুরের মধ্যে মমতা শোভন কাউকে নিয়েই মাথা ঘামিয়ে উঠতে পারেনি । হেউ ।
  • Sibu | 74.125.57.33 | ২১ জুন ২০১১ ১৫:৫৪472723
  • :)))
  • PT | 203.110.243.21 | ২১ জুন ২০১১ ১৯:১৮472724
  • ক্ষমতায় আসার পর থেকে মমতা, অগ্নিবেশ কিংবা ভদ্র মানবাধিকার কর্মীরা মাওবাদীদের মৃত্যু/হত্যা নিয়ে অখন্ড নীরবতা পালন করছেন। এমনকি কোন তদন্তও দাবী করছেন না। আজাদ হত্যার কেসটা কতদুর গড়াল কেউ জানাবেন? আর যৌথ বাহিনী প্রত্যাহার? এসব নিয়ে আশ্চর্য হব কিনা তাও বুঝতে পারছিনা।

    Two Maoists killed in Chhattisgarh gun battle. http://in.news.yahoo.com/two-maoists-killed-chhattisgarh-gun-battle-172857088.html
  • ranjan roy | 122.168.240.141 | ২২ জুন ২০১১ ০১:৫৫472725
  • পিটি,
    পিছিয়ে পড়েছেন। ইতিমধ্যে মাওবাদী নেতা বিকাশ ও আর একজন প্রেস স্টেটমেন্ট দিয়েছেন, দেখে নিন।
    আর ছত্তিশগড়ে তো মাওবাদীরা সিপিএম মারছে না, মারছে কংগ্রেসী ও বিজেপিওলাদের। কাজেই ওদের নিয়ে পড়লেন কেন?
    তারচেয়ে দেখুন কমরেড কারাত কংগ্রেসের স্ক্যাম নিয়ে জন-আন্দোলনের ডাক দিয়েছেন।
    তার চেয়ে ওনার ভোটে জেতা মুখ্যমন্ত্রীর কথা মেনে পিনারাই বিজয়নের বিরুদ্ধে অ্যাকশন নিকে কাজ হত না? বা কোলকাতায় সরলা মাহেশ্বরী/অরুণ মাহেশ্বরীদের বিরুদ্ধে?
    আপনি আচরি ধর্ম!
    আর যুব ক্যাডারদের সভায় অশোক মিত্র মশায়ের কটু কথা হজম করতে না পেরে গৌতম দেব যা বলেছেন, যে ভাষায় বলেছেন তাতে দেখা যাচ্ছে কিছুই বদলায়নি।
    আমি সংসদ-মিউনিসিপ্যাল-বিধানসভায় ভোট নিয়ে যা বলেছিলম দেখুন।
    আরো বলছি-- আগামী পঞ্চায়েত নির্বাচন হোক, এই ৪০% প্রতিশত ও থাকবে না। বাঙালের কথা বাসি হলে মিলিয়ে নেবেন।
  • pi | 128.231.22.142 | ২২ জুন ২০১১ ০২:০১472726
  • কথায় কথায় 'কালিঘাটের মমতা' কে চালু করেছেন ? গৌতম দেব ই কি ?
    ওটা এখন দেখলাম বিরোধীদের ভোক্যাবে বেশ একটা ইন-থিং হয়েছে :)
  • fevi | 217.162.218.93 | ২২ জুন ২০১১ ০৩:৪৭472727
  • মাওবাদী খুন হলে বিকাশ (ও আরো একজন, তিনি কে সেটা মনে নেই - পিছিয়ে পড়া তো, স্মরণে নেই) statement দেবেন। এটা আলাদা ক'রে বলার কোনো দরকার নেই।

    মাসুম কিচু বলেচে কি? ইতিহাস এর প্রবাদপ্রতিম অধ্যাপক?

    আর CPM এর internal ব্যাপার গুলো CPM কেই সামলাতে দিন না !
  • r2h | 67.96.80.214 | ২২ জুন ২০১১ ০৪:২১472728
  • সিপিয়েমের ইন্টার্নাল ব্যাপারটা কি? সিপিয়েম কি গুপ্ত সংগঠন না পিসিমার হেঁসেল যে লোকে তার পলিসিপত্র নিয়ে কথা বলবে না?
    গণতান্ত্রিক কাঠামোর রাজনৈতিক দল বলেই তো জানতাম।
  • fevi | 217.162.218.93 | ২২ জুন ২০১১ ০৫:১৬472729
  • cpim এর একটা website আছে। constitution টা download করে পড়ে ফেলুন। উত্তর পেয়ে যাবেন।
  • nyara | 203.110.238.17 | ২২ জুন ২০১১ ০৯:০১472731
  • বাপরে, কী দাপট!
  • abastab | 61.95.189.252 | ২২ জুন ২০১১ ০৯:২৫472732
  • "দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়ে দেন, মামলা হলে টাটাদের সঙ্গে আলোচনার কোনও প্রশ্ন নেই"
    তথ্যসূত্র:
    http://www.anandabazar.in/22hgly1.html

    একটু গা জোয়ারি হচ্ছে না?
  • dukhe | 122.160.114.85 | ২২ জুন ২০১১ ১০:২১472733
  • মামলা আর আলোচনা একসঙ্গে চলাও তো মুশকিল । ডেট কনফ্লিক্ট হতে পারে । বা আলোচনার মাঝখানে আদালত কাউকে হাজতে পাঠিয়ে দিল, তখন আবার হাজতে আলোচনার বন্দোবস্ত করা -
  • Sibu | 193.247.250.57 | ২২ জুন ২০১১ ১০:৩২472734
  • :))) তারপর আলোচনা না করলে চায়ের খচ্চাটাও তো বাঁচে। পোনোবদা চায়ের বিল না পাস করলে তখন? হয়ে্‌তা মুখ্যমন্ত্রীর ঘরের কাঠের মেঝে থেকে চা-ওলা কাঠ খুলে নিয়ে গেল। হয়ে্‌তা ওনাকে আবার ছবি বেচে চায়ের দাম দিতে হল। কত্ত যে মুশকিল।
  • dukhe | 122.160.114.85 | ২২ জুন ২০১১ ১০:৪৫472735
  • আর শুধু চা হলে কেই বা আলোচনার উৎসাহ পাবে ? আমি তো পেতাম না ।
  • abastab | 61.95.189.252 | ২২ জুন ২০১১ ১০:৪৭472736
  • টাটারা কেন মামলা করবেন তা তারাই জানেন তবে আমার মনে বিনিময়ে ওনারা কি পাবেন তা ঠিক না করে জমির দখল নেওয়টা বে আইনি আর সেই জন্যই মামলা। আর আলোচনা চলবে ওনাদের ক্ষতিপূরণ নিয়ে। আলোচনায় সমধান মিললে মামলা তুলে নিতে কতক্ষণ। তবে কেউ যদি ব্যাপারটা দীর্ঘায়িত করতে চায় তাহলে আলাদা কথা।
  • kallol | 220.226.209.2 | ২২ জুন ২০১১ ১২:৩৬472737
  • সিপিএম-এর যে সংবিধান আছে, তা শুধু সিপিএমএর পার্টি সদস্যদের জন্য প্রযোজ্য। আমাদের মতো ম্যাংগো পাব্লিকের তাতে কি?
    আমরা সিপিএম-কং-তৃমূ-নকু-মাও সবার ইন্টার্নাল ব্যাপার নিয়ে কথা বলতেই পারি।
  • PT | 203.110.243.21 | ২২ জুন ২০১১ ১৯:০৫472738
  • RR
    আবার ঘেঁটে দিলেন। জানতে চেয়েছিলাম মমতার বর্তমান স্ট্যান্ড কি - আপনি খানিক শিবের গীত গাইলেন। সিপিএম হারলে আপনি আনন্দ পান, অশোক মিত্রকে গুরু ঠাকুর মানেন আর সুবিধে মত আকাশ বা বিকাশকে কোট করেন। এসব তো বহুবার শুনেছি। কে যে পিছিয়ে পড়ছে কে জানে!!
  • ranjan roy | 122.168.234.12 | ২২ জুন ২০১১ ২২:৪১472739
  • PT,
    মরেছে! মমতার বর্তমান স্ট্যান্ড কি আমি কি করে বলবো? আপনার আর আমার তো সোর্স একই।
    ফেভি,
    সিপিএম এর যে ইন্টার্ন্যাল ব্যাপার গুলো নিয়ে এখানে কথা হচ্ছে তা TOI, HINDU, ABP সহ সমস্ত চ্যানেলে প্রকাশিত এবং আলোচিত। তাহলে গুরুর পাতায় কথা বললে গোঁসা কেন?
    না:, যেমন গৌতম দেব, তেমনি--।
    লোকসভা, কর্পোরেশন, বিধানসভা--- কোন হেলদোল নেই।
  • PT | 203.110.246.230 | ২৩ জুন ২০১১ ১২:০৮472740
  • না পড়লে পিছিয়ে পড়তে হয় কাগজ জানাচ্ছে যে লালগড়ের তৃণমূল যৌথ বাহিনী রাখার পক্ষে!! দিদি কিসব যেন বলেছিল ভোটের আগে.....
    http://www.anandabazar.in/23raj6.html

  • Bratin | 122.248.183.1 | ২৩ জুন ২০১১ ১২:২০472742
  • বেশ করেছে বলেছে। ১০০ বার রাখবে। যত দিন না সিপি এম র নেতা/সমর্থক বাড়ি/পার্টি আপিস থেকে না সব অস্ত্র উদ্ধার হচ্ছে। যত দিন না তদের আরেক টা নেতাই কান্ড করার ক্ষমতা শুণ্য হচ্ছে। ততদিন কেন্দ্রীয় বাহিনী থাকছে থাকবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন