এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফোটোগ্রাফি

    Arjit
    অন্যান্য | ১৫ মে ২০০৬ | ৩২৬১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 122.167.24.74 | ১৮ জুলাই ২০০৯ ০০:০১560430
  • হুঁকো স্যার
    অ্যাতো চমকান ক্যান? ঠোঁট ফুলাইয়েন না।
    বন্দুকবাজেদের কি অভিমান সাজে?
    একটা টই খুইল্লা ল্যাখেন না, খুব পার্সোনাল রিকোয়েস্ট। মানে আমার খুব ভাল্লাগবো।

    দেখুন।
  • Tim | 71.62.2.93 | ১৮ জুলাই ২০০৯ ১০:৪৬560432
  • ১)
    নিকনের ৩০-৭০০ বা সমগোত্রীয় লেন্সগুলো VR সমেত কেনা যায় (জুম নিকর আর কি)। সিগমা, ট্যামেরন ইত্যাদি লেন্সে কি এই ফিচার আছে ? না থাকলে সেক্ষেত্রে স্টেবিলাইজেশানের উপায় কি?

    ২)
    টেলিফটো কনভার্টার (ধরা যাক 2 x) দিয়ে আদৌ কোনো কাজ হয়? দুয়েক জায়গায় রিভিউ পড়ে দেখলাম, কেউ বলছে খুব একটা কাজের না, আবার কেউ বলছে চলনসই।

    ৩)
    ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের স্পেসিফিকেশন নিয়ে দু চার পয়সা হোক।

    আমি নিকন D40,40x, 60 এই তিনটের মধ্যে একটা কিনবো ভাবছি। সুতরাং লেন্সগুলো সম্পর্কে সেই হিসেবেই জানতে চাইছি। আপাতত এই। পরে আসছি আবার, প্রশ্নমালা নিয়ে। :)
  • arjo | 24.42.203.194 | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৩560433
  • সিগমার লেন্সে ইমেজ স্ট্যাবিলাইজেশন আছে। কিন্তু আমার ইস্যুটা মনে হয় ক্যানন আর সিগমার কমপ্যাটিবিলিটিতে।
  • Arijit | 61.95.144.123 | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৬560434
  • কিন্তু সিগমা তো ক্যানন মাউন্ট পাওয়া যায়।
  • arjo | 24.42.203.194 | ১৮ জুলাই ২০০৯ ১০:৫৮560435
  • সেটা আবার কি? খুলে বলো।
  • Tim | 71.62.2.93 | ১৮ জুলাই ২০০৯ ১১:০০560436
  • হ্যাঁ সিগমা ক্যানন, নিকন আর প্যানাসনিক (সম্ভবত) , এই তিনরকম মাউন্টেই পাওয়া যায় তো।
    সিগমার এই ইমেজ স্টে: কি ওদের সব লেন্সেই ইন বিল্ট? টেক স্পেকে সেইভাবে লেখা দেখলাম না কোথাও তাই জিগাচ্ছি।
  • Tim | 71.62.2.93 | ১৮ জুলাই ২০০৯ ১১:০১560437
  • অ্যামাজনে sigma **** for canon টাইপাও। স্টারের জাগায় লেন্সের মাপ। কাকুরেও জিগাতে পারো।
  • Blank | 203.99.212.224 | ১৮ জুলাই ২০০৯ ১৫:৪৯560438
  • ১) ৩০-৭০০ লেন্স কি হয় !!! :)
    দেখ নিকন মাউন্ট লেন্স হলে VR থাকবেই বা VR অপশান থাকবেই। VR আর non VR এর দাম আলাদা হবে। টেলি লেন্সে এই ধরনের স্টেবিলাজেসান ছারা কেনাই উচিৎ না। না থাকলে এক মাত্র উপায় সারাক্ষন কাঁধে ট্রাইপড ঝোলানো। ব্যাপরাটা কোলকাতা বা বাকি ভারতে সম্ভব না। লোকে খিস্তাবে।

    ২) টেলিফটো কনভার্টার ভালো লেন্সের জন্য ভালো। কনসিউমার গ্রেডের লেন্সের জন্য বাজে। ফলে শেষ অব্দি টাকা পয়সার দিক থেকে খুব সুবিধে হয় না। ওর চেয়ে এক বারে ভালো টেলি কেনা ভালো।

    ৩) ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে খুব ভাবার কিছু নেই। মোটমুটি ১৭ থেকে ১৮ mm সব SLR এর কিট লেন্সে থাকে। কোয়ালিটি বেশ ভালো। আমি নিজে ফিল করছি যে এর পর টাকা দিয়ে একটা ফিক্সড কেনা উচিৎ আমার। ভবিষ্যতে আরো ওয়াইড বা ফিশ আই এর কথা ভাবা যাবে।

    [ টিম যদি ল্যান্ড স্কেপের দিকে বেশী নজর থাকে তো ক্যাননে যা।]
  • Blank | 203.99.212.224 | ১৮ জুলাই ২০০৯ ১৫:৫০559778
  • ক্যাননের লেন্সের রিভিউর জন্য আমি নিজে bobatkins.com ফলো করি। খুব ই ভালো।
  • Tim | 71.62.2.93 | ১৮ জুলাই ২০০৯ ২০:১৭559779
  • কিজানি! :)
    আমার পোস্টে ৩ আর ৭ ঘুমচোখে উল্টে গেছে।:(((
  • Tim | 71.62.2.93 | ১৮ জুলাই ২০০৯ ২০:১৯559780
  • ক্যানন ডিজিটাল রেবেল? XS দিয়ে কাজ চলবে?
  • Blank | 203.99.212.54 | ২৮ জানুয়ারি ২০১০ ১২:৫৮559781
  • পিকাসা বস্তুটা পুরো গেছে লাস্ট কয়েক মাস ধরে। ছবি আপলোড করতেই খুব ই বাজে হয়ে যাচ্ছে কোয়ালিটি। কমপ্রেস করতে গিয়ে ছবিটাকেই জালি করে ফেলছে। আগে এমনি ছিলো না।
    এদ্দিন ভাবছিলুম যে আমার দিক থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা, কাল অজ্জিত দার ছবি দেখে বুঝলুম যে পিকাসা টাই পুরো বখে গেছে।
    তো জনগন, ফটো শেয়ারিং এর ফান্ডা দিন। পিকাসা ছারা আর কি আছে? flickr চলেবল, কিন্তু স্পেস বড্ড কম দেয়।
    আর অন্য কোনো অপশান?
  • Arijit | 61.95.144.122 | ২৮ জানুয়ারি ২০১০ ১৩:৩৯559782
  • ক্যানন ইউরোপ একটা অপশন দিত - http://www.cig.canon-europe.com/login.html - কিন্তু ২ জিবি জায়গা দেয়।

    কোডাকেরও ফ্রী অ্যালবাম আছে, কিন্তু কেমন আর কত জায়গা দেয় জানা নেই।
  • Shantanu | 121.241.211.222 | ২৩ আগস্ট ২০১০ ১১:৪৪559783
  • হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।লিক্র।ওম/ফোতোস/শন-লেও/
  • kallol | 124.124.93.205 | ২৩ আগস্ট ২০১০ ১২:০২559784
  • এটা নেহাৎই তোলা ছবির সাইট।
    http://blindwithcamera.org/
    সাংঘাতিক।

  • Kartuj | 59.93.245.219 | ২০ অক্টোবর ২০১০ ২১:৩৭559785
  • Canon SX 120 কিনলে ঠকিবার সম্ভাবনা এবং ভবিষ্যতে আপশোষ করিবার চান্স কতোটা? zoom করলে কি clarity বজায় থাকে। মানে এর ধন্যাত্মক এবং ঋণাত্মক দিকগুলোর উপর একটু আলোকপাত করলে ভালো হয়। অনেক review দেখলাম নেটে, কেউ বলে বহুত আচ্ছা, কেউ বলে ধুস। আপনেরা একটু হেল্পান।
  • aka | 24.42.203.194 | ২১ অক্টোবর ২০১০ ০৯:১৬559786
  • কার্তুজ সিনেটের রিভিউ খারাপ নয়।

    http://reviews.cnet.com/digital-cameras/canon-powershot-sx120-is/4505-6501_7-33765882.html

    মূলত জুম করলে হাত কতটা স্টেবল তার ওপরেই ডিপেন করে ছবির ক্লেয়ারিটি কত। খুব বেশি জুম করলে অনেক ভালো ক্যামেরাতেও বাজে ছবি উঠে। ট্রাইপড ইউজ না করলে হাত স্টেডি রাখা মুশকিল। তবে এখানে কোন নোন টেকনিকাল প্রবলেম থাকলে জানি না।
  • Somnath | 188.135.2.220 | ২১ অক্টোবর ২০১০ ১৫:১৪559787
  • Canon PowerShot SX20 IS.
    অন্য কোনো অপশন নেই। ক্যমেরা তো একবারই কিনবে। আমি অনেক ঘেঁটে ঘুটে এর সাথে কমপ্যরিজন পড়ে Olympus SP-800 UZ কিনেছিলাম। 30X Zoom. কিন্তু, তাতে মুভি চলাকালীন জুম করা যায় না। প্রচণ্ড আফশোস। ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়।

    চোখ বন্ধ করে Canon PowerShot SX20 IS কিনবে আর made in japan দেখে নেবে। কোনো কনফুশন থাকলে বোলো পরে ডিটেলে লিখে দেবো, কিন্তু অপশন নিও না (SLR / DSLR ) এর দিকে না গেলে।

    SX20IS এর বিশেষ সুবিধে হল, LCD স্ক্রীণ মুড়ে রাখা যায়, বা ঘুরিয়ে নিজেদের ছবি তোলা যায়, ভিউ ফাইন্ডার আছে, LCD চালিয়ে ব্যাটারি নষ্ট করতে হয় না সবসময়, রিচার্জেবল পেন্সিল ব্যাটারি দিয়ে চলে, লিথিয়াম সেল ব্যাটারি নয়। তাই স্পেয়ার ব্যাটারি রাখা আর চার্জ দেওয়া সহজ ও কম খরচসাপেক্ষ, মুভি শুট করতে করতে জুম করা যায় ইত্যাদি।
  • pi | 72.83.101.163 | ২১ অক্টোবর ২০১০ ১৬:৩১559789
  • canon sx20IS ভালো।আমার নিজের ও এটা কেনার বাসনা।
  • pi | 72.83.101.163 | ২১ অক্টোবর ২০১০ ১৭:১৫559790
  • ও কার্তুজ তো SX120IS এর কথা জিগিয়েছে। 20x এর অর্ধেক জুম, তবে সেও ভালো। আমার এখন SX100IS। কিছু কিছু ব্যাপার বাদে তাকে আমার ভালোই লাগে। আর এটার থেকে তো 120IS টা একটু বেটার।
  • Kartuj | 125.20.3.146 | ২১ অক্টোবর ২০১০ ১৭:২১559791
  • সাধ উড়ে যায় তীরের বেগে
    আকাশপথে চলা,
    কাটল ডানা পাকড়ে ঘেঁটি
    একটি য-এর ফলা।

    SX20 যে 120-র ডবল ! তবু বেশ দামী মতামত পেলাম। সকলকে ধন্য+ :-)

  • Kartuj | 125.20.3.146 | ২২ অক্টোবর ২০১০ ১১:২৬559792
  • মোবাইল ক্যামেরা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম ভাটে কালকে, টিমবাবু যথারীতি খিল্লি মেরে সেটাকে অনবধানের অতলে নিয়ে চলে গেলেন, আমি আর চাপ নিয়ে টাইপাতে পাচ্চি না। Date:21 Oct 2010 -- 09:32 PM এ আছে, কেউ একটু দেখে কষ্ট করে ছিরিয়াস উত্তর দ্যান। খুব দরকার।
  • Samik | 121.242.177.19 | ২২ অক্টোবর ২০১০ ১১:৩৮559793
  • কাত্তুজ, ফোনটা হাতে নিয়ে না দেখলে তো বুঝতে পারব না কী হয়েছে!

    এক হতে পারে, restore factory settings করে দেখতে পারো কাজ করে কিনা। আর নয় তো স্যামসুংয়ের হাসপাতালে নিয়ে যেতে পারো।
  • Kartuj | 125.20.3.146 | ২২ অক্টোবর ২০১০ ১১:৫০559794
  • হাসপাতালেই নিয়ে যেতে হবে গো ! এরম হয় কেন? বিদঘুটে রোগ যত। কদিন আগেও দিব্যি ঠিক টাইম দেখাচ্চিল। যতক্ষন নামগুলো Photoxxx এরম থাকছে ঠিকাছে, নাম পাল্টালেই আর কে বোঝে কখন তোলা।
  • Samik | 121.242.177.19 | ২২ অক্টোবর ২০১০ ১২:১৪559795
  • পচা ফোন। বোঝাই যাচ্ছে।
  • Kartuj | 125.20.3.146 | ২২ অক্টোবর ২০১০ ১২:৪০559796
  • এঁ:, কদিন আগে ওব্দি ঠিকঠাক হচ্চিল কি করে বাওয়া?
  • Kartuj | 59.93.202.253 | ০৪ নভেম্বর ২০১০ ২০:৪১559797
  • আবার একটা জিনিস নিয়ে সমস্যায় পড়িচি। ক্যামেরায় বা মোবাইলে তোলা ইমেজের EXIF property যেগুলো হয়, মানে Camera model, Equipment Make, Date Picture Taken এসবগুলো যদি কখনো ঘেঁটে যায়, তাহলে পাল্টানোর জন্যে EXIFEditor বলে একটা Tool আছে। তাতে একটা বা অনেকগুলো ছবির EXIF data export করে একটাই XML বানাচ্ছে, যেটা import করলে আবার original ছবির
    ঐ ঐ Propertyগুলো পালটানো যায়। কিন্তু এতে Batchএ ব্যাপারটাকে করা যাচ্ছে না। করলেও ভুলভাল করে এরটা ওর ঘাড়ে চাপাচ্ছে। Batch Process করার কোনো Toolএর হদিশ কেউ দিতে পারবে ? বড় কৃতার্থ হই তাহলে। গুগল ভুলভাল জিনিস দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না।
  • d | 14.96.140.180 | ০৬ ডিসেম্বর ২০১০ ১২:৫৯559798
  • আচ্ছা যে ছবিগুলো ক্রপ করছি, তার ক্যামেরা মডেলের জায়গায় n/a দেখাচ্ছে কেন?

  • bb | 74.95.113.10 | ০৬ ডিসেম্বর ২০১০ ১৬:০১559800
  • @kartuj আপনি ক্যানন কি কিনে ফেলেছেন? আমার কিন্তু ক্যানন S2IS কিনে ভাল অভিঞ্জতা হয়নি।
    ২০০৬ কিনেছিলাম best buy থেকে, ২০০৮ এর শুরুতেই গরবড় করল। Display তে ছবি আসে না। খোঁজ নিয়ে জানা গেল ক্যাননের এটা S1/S1 IS ইত্যাদি সিরিজের কমন প্রবলেম তাই এবং প্রডাক্ট রিকলও হয়েছে। কিন্তু ক্যানন আমার মডেলের ক্ষেত্রে এটা স্বীকার করেনা আর তাই আমার মতো অনেকেরই এই অসুবিধা হলেও কোন প্রতিকার হয়নি।
    আমাকে শেষপর্যন্ত 8000 টাকা খরচ করে ঐ ইউনিট টি বদলাতে হয়, তার পর থেকে অবশ্য এখন অব্দি ঠিকই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন