এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫৯৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.246.230 | ১৮ নভেম্বর ২০০৯ ১৪:১৬429917
  • ১৯৯৮-১৯৯৯-এ দিদি যাকে ""কেশপুরের ক্ষুদিরাম"" আখ্যা দিয়েছিলেন সেই মহম্মদ রফিক তৃণমূল থেকে বিতাড়িত।
    http://www.aajkaal.net/report.php?hidd_report_id=119391

    প্রয়োজন ফুরনোর পর ঘাড়ধাক্কা--ক্রমে ক্রমে আসিতেছে।

  • dukhe | 122.160.114.84 | ১৮ নভেম্বর ২০০৯ ১৭:১৩429918
  • লোকটা যদি বেঁচেই থাকে তো ক্ষুদিরাম হয় কী করে ? দিদির যেমন কতা !
    ডি: - যদি অবশ্য সত্যিই অমন বলে থাকেন ।
  • PT | 203.110.246.230 | ১৮ নভেম্বর ২০০৯ ১৭:৫০429919
  • .....হয়, হয়, zIনতি পার না।
  • Arpan | 122.252.231.12 | ১৮ নভেম্বর ২০০৯ ২২:১০429920
  • জনৈক .. একটি কথাই জানতে চেয়েছেন আমার কাছে। সিপিয়েম চলে গেলে কী হবে? কী আবার হবে? ফোরামে ফোরামে যত সব কৃতঘ্ন সত্তরজাতক নিজেদের মধ্যে খেয়োখেয়ি করব। যদিও লোকের বাক-স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। তাও লুকিয়েচুরিয়ে করে যাবো। এদিকে প:বঙ্গ উচ্ছন্নে যাবে। লালগড় অব্দি রাস্তা আর থাকবে না। তাই মাওবাদীরাও আর গাড়ি করে সেখানে পৌঁছে আন্দোলন করতে পারবে না। এই তো ব্যাপার। যদিও খুব গুছিয়ে বলতে পারলাম না। তবে মোদ্দা কথা গোটা বঙ্গদেশে মড়ক নেমে আসবে। বাঙ্গালীর দু:খ দেখে কেঁদে মরবে শেয়াল-কুকুরে। কিন্তু তখন সেই ভাগাড়ে বসে শত কুম্ভীরাশ্রু ফেলিলেও নশ্বর সিপিয়েম আর ফিরিবে না। আফটার অল, বিদ্যাসাগরই যখন আর ফেরেন নাই।

    এই তো। মহায় নিজেই তো সব উত্তর দিয়ে গেছেন। আমি তো জাস্ট তুলে তুলে বসিয়ে গেলাম। :)
  • PT | 203.110.243.21 | ১৮ নভেম্বর ২০০৯ ২২:৪৪429921
  • আদিবাসীরা আপাতত: চিদুদার প্যাঁদানি খেলেও দিদিকে মুখ্যমন্ত্রি বানানোর মহান কর্মে অংশীদার হওয়ার জন্য বিপ্লবী গায়ক এমপির পদটি ছাড়ছেন না। হাল না ছেড়ে উনি কন্ঠ ছেড়েছিলেন জোরে----তাতে আপাতত: শান্তিকল্যাণ!! পার্টিতে এবার স্থায়ী অতিথির পদ পেয়েছেন বোধহয়।
  • Mmu | 78.236.153.102 | ১৮ নভেম্বর ২০০৯ ২২:৫১429922
  • PT আপ্নার কথামতো আজ্‌কাল পোত্রিকার খবোর দেখ্‌লাম। যদ্দুর জানি ত্রিনমুল করার আগে Rafique আর তার পরিবারের লোকেরা সব্বাই cpm সমর্থক অথবা কর্মি ছিল। keshpur cpm পার্টি office টা ওর এক ভাইএর নামে। শহিদ .................কি ভবন যেন নাম তার ।
    khude দা আপ্নি জানেন কি ? জানলে লিখুন
  • Mmu | 78.236.153.102 | ১৮ নভেম্বর ২০০৯ ২২:৫৩429923
  • sorry khude নয় dukhe দাদা
  • PT | 203.110.243.21 | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৬429924
  • @ Mmu
    এই গোলমেলে সময়ে সবই সম্ভব। সিপিএম-রফিক-তৃণমূল-খুদে-দুখে-সব মিলেমিশে একাকার!!
  • SB | 59.93.201.163 | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৫৮429925
  • এই তো ranjanবাবুকেও কাব্যে পেয়েছে। আমি আরেকটা দিয়ে গেলাম, আগেরটার পুরোটা, আর এই নতুন টা একসাথে পড়তে হবে।
  • SB | 59.93.201.163 | ১৯ নভেম্বর ২০০৯ ০১:০১429927
  • ওরে নাগরিক কবিয়াল তোরে,
    করেছি M.P. বিশ্বাস করে,
    পারিনি বুঝিতে ‘অতিথি’ হয়ে-
    রয়ে গেলি তুই, সেই অগোচরে!

    পাঁচ-মুন্ডুর 'মুন্ডমালা'
    পরালি যেদিন আমার গ’লে
    পারিনি বুঝিতে, ‘কালসাপ’ তুই,
    পুষছি যারে-আঁচল ত’লে!

    ঘরের যত গোপন কথা,
    করলি Open হেথা হোথা ,
    দিলি ভাসায়ে air-এ....
    প্রিয়/অপ্রিয় সব Media
    পারেনা ঢাকিতে, তোর বারতা-
    পৌঁছেছে ঘরে ঘরে।

    আরও আছে কত, এমন স্বজন
    বামে অথবা ডাইনে!!
    না জানি আরও, কি বিপদ আছে
    দিশা খুঁজে কিছু পাইনে!!

    জানি তো তোর কন্ঠ আছে
    ছাড়তেও পারিস জোরে,
    বাড়া-বাড়ি করলে আরও
    দেব 'রফিক' করে।

    (সমিকের লেখা)

    নাগরিক নই তবে কবিয়াল বটে,
    কীর্ত্তন শুনি তবে কেন যাও চটে?
    "মাটির মানুষ" হয়ে দাঁড়ায়েছি ভোটে,
    বেঁধেছিনু গীঁট তব আঁচলের খুঁটে।

    জিতিনু লোকের মনে সুড়সুড়ি দিয়া,
    যতই করিনা কেন একাধিক বিয়া।
    তখন কহিয়াছিলে "ক্যাবিনেটে" দিবে,
    ভাবিনাই shipping ছোঁড়া একাই লুটিবে।

    এরপর শুনিলাম রেলে কিছু আছে,
    কচু ঘেঁচু সবই গেল "আঁকিয়ে"র কাছে।
    আশায় বাঁধিয়া বুক আর কতকাল,
    কাটিবো এই "মাটি"তে কুমিরের খাল।

    প্রমান হইলো মোর ভয়ের কারন,
    "অতিথি" কহিয়া করিলে বিপদ-তাড়ন।
    এখনো বলছি শুন, বেড়নাকো বাড়,
    কঞ্চিই দেখিয়াছ, বাকি আছে ঝাড়।

    (তুলির লেখা)

  • aka | 168.26.215.13 | ১৯ নভেম্বর ২০০৯ ০১:২৮429928
  • এইখানেই মুশকিল হয়ে যায়। এনারাও সুমনকে গালি দিয়েছেন। কিন্তু তারমধ্যে দুইবার বিয়ে ইত্যাদি এনে ফেলেছেন।

    এবারে কোথায় যেন সুমনের প্রতি আমার আপত্তি আর এনাদের আপত্তি একজায়গায় দাঁড়িয়ে যায়। শুধু এইসব ক্যাবলামো দেখলেই সুমনকে সাপোর্ট করতে ইচ্ছা করে।

    দুইবার বিয়ে করার সাথে এমপি হওয়ার বিরোধ কোথায় জানতে চাইলাম 'তুলি' নিশ্চয়ই উত্তর দেবেন।

    এইজন্যই সিপিএম মমতার কাছেও হারে।
  • PT | 203.110.243.21 | ১৯ নভেম্বর ২০০৯ ০৮:১৬429929
  • বিয়ের ব্যাপারটা নিয়ে বেশী ভাবার দরকার নেই। ওটা ছন্দমিলের জন্য। ""দিয়া""-র সঙ্গে ""বিয়া"" ছাড়া আর কি-ই বা ভাবা জেতে পারে!

    তবে বিপ্লবী গায়ক টিভিতে অরেকদফা বক্তব্য রেখেছেন। ওঁর মতে ""গ্রামবংলা মানেই মমতা""। মানে আদিবাসীরাও দিদির স্নেহছায়ায় চিদুদার হাতে পেঁদানি খাছে!!
  • Arpan | 122.252.231.12 | ১৯ নভেম্বর ২০০৯ ০৮:৩৬429930
  • এই যে শুনলাম শ্যমলবাবু বলেছেন "ব্যক্তিত্বসম্পন্ন' কেউ ওই দলে থাকতে পারবে না। এদিকে তুলিদেবী ও সম্প্রদায় দেখি এখনো নির্বাচনপূর্ব মানসিকতা নিয়ে ওনারে ঝাড়ছেন। ভালো। :-)
  • . | 59.161.177.71 | ১৯ নভেম্বর ২০০৯ ০৮:৪১429931
  • শ্যামলবাবুরা এখনো স্বপ্ন দেখেন কিনা, তাই ও কথা বলেছেন । তবে ব্যক্তিত্বসম্পন্না মহাশ্বেতা ম্যাম যেভাবে ব্যক্তিত্বসম্পন্ন সুমন স্যারকে কায়দা করলেন, তা দেখে সত্তর-পরবর্তী যুবসমাজের শিক্ষা নেবার আছে অনেক । নশ্বর সিপিয়েম যখন আর ফিরছেই না। কে আর শেখাবে বলুন ?
    তা সুমন বললেন সেদিন, 'আমি প্রেমে না পড়লে মিথ্যে বলি না'। এবার প্রেমটা হল কার সঙ্গে । মহাশ্বেতা ম্যাম, নাকি মমতাদিদি ? ইস্‌স।। কি সিপিয়েমি খেউর!
  • PT | 203.110.243.21 | ১৯ নভেম্বর ২০০৯ ০৮:৫৮429933
  • দিদির contribution যেহেতু শুন্য ছিল, অতএব মেট্রো রেলের ২৫ বছরপূর্তি কেমন নি:শব্দে পেড়িয়ে গেল! এরে কয় আত্মঘাতী বাঙালীর রাজনীতি।

    ....the country's first underground metro railway service here has completed 25 years, virtually unnoticed and unsung.

    http://www.newkerala.com/nkfullnews-1-152194.html


  • aka | 24.42.203.194 | ১৯ নভেম্বর ২০০৯ ০৮:৫৮429932
  • পিটি যা বলেছেন ভালো মিল টিল যারা দিতে পারেন তাঁরা তো সবাই পরিবর্তনকামী মানে পকাবু ইনক্লুডিং সুমন নিজে। সত্যি কি আর করা যাবে, মিল দেওয়ার লোক নেই বলে মিল দেব না এমন হয় নাকি।

    তো, পিটি কি কি জিনিষ নিয়ে মাথা ঘামাব। একটু পয়েন করে বলুন না।
  • pi | 128.231.22.89 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:০৪429934
  • যাইহোক, সুমন নিয়ে জনগণের বক্তব্য যা বুঝলুম।
    আগে তো দল ও সাংসদ পদ ছাড়ুন।
    ছাড়লে পাবলিক মানি নয়ছয় করা, ভোটারদের সাথে বিশ্বাসঘাতকতা, খামখেয়ালীপনা, দায়িত্বজ্ঞানহীনতা এসব নিয়ে কথা বলা যাবে।

    না ছাড়লে অবিশ্যি আরো ভালো। মানে লোকটা কত খারাপ সেটা আরো ভালো করে বোঝানো যায় আর কি। ন্যাকামি, ভড়ং,স্টান্টবাজি, টাকাপত্তর নিজের মনমত নয়ছয় করার সুবন্দোবস্ত করা এইসব নিয়ে বলাটলা যাবে ক্ষণ।

    সিপিএম হলে আরো কিছু যুক্ত হবে। বৌ টৌ কে টেনেটুনে কথা বলাও জারি রাখবো। ছাড়ুন আর না ছাড়ুন। সিপিএম ছোড়তি নহি।

    যাইহোক, মোদ্দা কথা হল, যা কিছু করছেন, গিমিক আর প্যাকেজিং বই তো নয়। এখনকার এইসব কথাবার্তা সেই প্রতিবাদী সুমনকে খুঁজে বেরানো লোকজনকে তুষ্ট করার জন্য। কিন্তু ,তাতে যে বহুলোক অসন্তুষ্ট। আহা, তাতে কি ? অসন্তুষ্ট করাটাও তো পার্ট অব দ্য প্যাকেজিং বিজনেস। ঐ নেগেটিভ পাবলিসিটির জন্য আর কি।
  • Arpan | 122.252.231.12 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:০৭429936
  • * ছাড়তে
  • Arpan | 122.252.231.12 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:০৭429935
  • সাংসদ পদ ছড়তে তো বলিনি। তবে দল ছড়তে ইচ্ছে করলে ছেড়ে দিন। না হলে থাকুন দলে থেকে দলকে চাপে রাখতে। :)
  • aka | 24.42.203.194 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:১৭429938
  • হ্যাঁ উনি কি করতে চান সেটা ঠিক করুন আগে। আমার মনে হয় উনি খুব কনফিউজড হয়ে পড়েছেন।

    উনি বামপন্থী ছিলেন আবার সিপিএম বিরোধী। চান সিপিএম হঠুক তাই মমতার প্রতি একটু ঝুঁকে পড়েছিলেন। মমতাও সুযোগ কাজে লাগিয়ে ওনাকে অতিথি করে নিয়েছিলেন। রাজনীতিতে অনভিজ্ঞ সুমন সেটা একেবারেই বুঝতে পারেন নি। ভোটের সময় যে লোকটি টেবিলে ঘুমিয়ে আতিথ্য গ্রহণ করেছেন এবারে তার খেসারত যে শুধুই গান শুনিয়ে দিতে হবে বুঝতে পারেন নি। এবারে খুব খারাপ লাগছে। এবারে হতে পারে লালগড় নিয়ে ওনার কিছু বক্তব্য আছে কিন্তু একটি দক্ষিণপন্থী দলের সাংসদ হিসেবে দাঁড়ানোর আগে বোঝা উচিত ছিল ওনার কাছে যা রাষ্ট্রের ক্ষমতা প্রদর্শন তৃণমূলের কাছে তা দেশপ্রেম। ভুল ঠিক বাদ দিলেও যে লোকের এইটুকু বুঝতে অসুবিধা হয় তার বিচক্ষণতা নিয়ে প্রশ্ন ওঠে। লোকজন হাসাহাসি করে, করছেও। এই অবধিই।

    কিন্তু তার মানে এই নয় যে উনিই পৃথিবীর খারাপতম সাংসদ। ওনার থেকে খারাপ সাংসদ অনেক আছেন। অতএব আর কিছু না বলে আবাপতে চোখ রাখি।
  • pi | 128.231.22.89 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:২৪429939
  • আরে অপ্পন, ভোট কি আর নিজের ক্যাপায় জিতেছেন? কোন মূর্খে সেকথা বলে! সব ই তো পার্টি র কর্মীদের অক্লান্ত অধ্যবসায়ের ফল। দল ছাড়লে তাদের সাথে তো বিশ্বাসঘাতকতা হয়, আর ভোটারদের সাথেও একধরণের তঞ্চকতা হয়, নাকি ? আফটার অল, সবাই পার্টি দেখে ভোট দিয়েছিলেন। সেই ভোটারদের জন্যি টাকা ব্যবহার করতে পারছেন না বলে ইস্যু বানিয়ে দল ছাড়লেও ভোটাররা তাঁকে ক্ষমা করবে না। উচিত ও নয়।
  • pi | 128.231.22.89 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:২৮429940
  • যাইহোক, আজকের আবাপ মতে তো উনি এখনো দুটৈ ছাড়ার কথা ভাবছেন।

    তবে আজ্জোদা, প:বঙ্গে যে ইস্যুগুলিতে উনি তৃণমূলের মঞ্চে এসে গলা ফাটিয়েছেন, সেগুলোতে তৃণমূলের স্ট্যান্ড কি দক্ষিণপন্থী ছিল ? দলের ইস্তেহারের কোন অ্যাজেন্ডা টা দক্ষিণপন্থী ছিল সেটা একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে দক্ষিণপন্থী দলের সাংসদ হিসেবে দাঁড়িয়েছেন কথাটার মানে বুঝতে সুবিধে হয়।
  • PT | 203.110.243.21 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:৩০429941
  • বরুণ সেনগুপ্তকে জেলে পুরেছিল সিধুদা, গৌরকিশোর ঘোষ মাথা কামিয়ে ফেলেছিলেন জরুরী অবস্থার প্রতিবাদে। এই শ্রদ্ধেয় ডানপন্থী বুদ্ধিজীবিরা কিন্তু কেউ সিপিএম-এ যোগও দেননি বা সিপিএম সমর্থিত নির্দল হয়েও ভোটে দাঁড়াননি। এগুলো পকাবুরা একটু ভেবে নোট করে নেবেন।
  • pi | 128.231.22.89 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:৩১429942
  • তবে এটিও ঠিক করা হোক। উনি সদিচ্ছাপোষণকারী একজন অনভিজ্ঞ, বোকা লোক নাকি ন্যাকা ও অতি চালাক গিমিকসর্বস্ব স্টান্টবাজ ? সবকিছু একসাথে এসে ঘেঁটে যাচ্ছে যে !:)
  • pi | 128.231.22.89 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:৩৪429943
  • পিটি বাবু, বুদ্ধবাবুর সিপিএম এর দক্ষিণপন্থা অবলম্বনের নমুনা দেখাতে শুরু করলে কি ভাল হবে? :)
    অন্য সব দল তো তার কাছে নস্য হয়ে যাবে !
    না:, ওসব করে আর কাজ নাই। pity ফিল করছি।
  • Arpan | 122.252.231.12 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:৪২429944
  • তো, শ্যামলবাবু স্বপ্নাদেশ পাইয়াছেন বৌ প্যাদানো সুমন এখন ব্যক্তিত্ববান সুমন? যা, এইবার ফসল কেটে ঘরে তোল?
  • PT | 203.110.243.21 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:৪৭429946
  • @ Arpan

    আমার ৯-৩০-র লেখাটি দেখুন। সত্তর দশকে বামেদের তো বটেই, ডানপন্থীদেরও অল্প হলেও গর্বের ইতিহাস আছে। সুমন সেরকম কোনো অবস্থান নিলেও তো পারতেন। তৃণমূলের প্রতিক নিয়ে যিনি লড়েন তিনি তৃণমূলিই। এই সত্যাটা কে এখন কোনোমতেই ধামাচাপা দেওয়া যাবেনা।
  • SB | 59.93.212.132 | ১৯ নভেম্বর ২০০৯ ০৯:৪৭429945
  • খিটটা অসলে লেগেছে ঐ কাক আঁকিয়ে আর ডেরেক এর সাথে। ওনারা নাকি মহাশ্বেতা দেবীকে অকথা কুকথা বলেছেন।

    সুমন হল এই বুদ্ধিজীবিদের রিপ্রেসেন্টেটিভ, তাই উনি সুরু করেছেন, এরপরে ব্রাত্য কৌশিক রাও সরব হবেন বলে খবর।
  • aka | 24.42.203.194 | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৩৫429947
  • পাই এটা কিরকম হল? তৃণমূল কংগ্রেস বামপন্থী দল?
  • Arpan | 204.138.240.254 | ১৯ নভেম্বর ২০০৯ ১০:৩৮429949
  • হ্যা, উনি তৃণমূলীই। ১০০% একমত। ব্যক্তিগতভাবে আমি চাইব সুমন যেন আপোসের পথে পা না বাড়ান। তবে আরেকটু দেখা দরকার এই ঘটনার পরিণতি কী হয়। হতেই পারে উনি শেষ পর্যন্ত একজন সুভাষ চক্রবর্তী বা ক্ষিতি গোস্বামী হয়েই কাটিয়ে দিলেন বাকিটা সময়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন