এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 89.203.49.18 | ২৩ জুন ২০১১ ২১:১৪472776
  • কলকাতার পচা বৃষ্টির জন্য, নেতাই আর বোতীনের সাথে ব্যাটে বলে হলনি। আপসুস....
  • nyara | 122.172.39.228 | ২৩ জুন ২০১১ ২১:২০472777
  • তোষক দাশগুপ্তর কেসটা কী?
  • siki | 122.162.75.163 | ২৩ জুন ২০১১ ২১:৫৮472778
  • তোষক দাশগুপ্তর কেসটা আম্মো জানতে ইচ্ছুক।

    আর ইয়ে, ম্মু জেনুইন লোক। তাঁর সাথে আমার মেলে, স্কাইপ ভিডিও চ্যাটে, এবং মোবাইলে বার কয়েক (প্যারিসের নম্বর থেকেই) কথাবার্তা হয়েছে। সুতরাং নি:সন্দেহে তিনি প্যারিসবাসী, সে নিয়ে সন্দেহের কিছু নেই।
  • t | 203.189.230.5 | ২৩ জুন ২০১১ ২২:১২472780
  • :( ভুল হলো এখানে

    http://www.guruchandali.com/?portletId=20&porletPage=1&pid=wpgc:///2009/06/07/1244344200000.html
  • nyara | 203.99.254.216 | ২৩ জুন ২০১১ ২২:২৮472782
  • ধুর, এটা নয়। এটার সঙ্গে অর্পণের তোষক দাশগুপ্তর কী সম্পর্ক?

    আমি অর্পণের তোষক দাশগুপ্তর কেস জানতে চাইছি।
  • Bratin | 117.194.101.49 | ২৪ জুন ২০১১ ১৪:১৪472783
  • ১। রঞ্জন দা, না সেগুলো নিশ্চয় ই নিন্দনীয়। কোন মতেই সমর্থন যোগ্য নয়

    ২। লোকে আমাকে তৃণমুল সমর্থক বললে আমি কোন ভাবেই লজ্জিত নই। ( বুদ্ধিজীবি তকমা গেলেও :-)) ) তা গুরুর একমাত্র হলেও। তবে আমি যত টা না তৃণমুল সমর্থক তার থেকে ঢের বেশী বাম -বিরোধী।

    ৩। আপাতত: এই।
  • dukhe | 122.160.114.85 | ২৪ জুন ২০১১ ১৪:২১472784
  • ব্রতীনের কি বুদ্ধিজীবী তকমাও আছে ? একা পুরুষসিংহে রক্ষে নেই ? :)
    আমারও বুদ্ধিজীবী হবার শখ । উটি কোথায় পাওয়া যায় ? কিশোরকুমার যেমন বলেছেন, তেমনি কিনে ফেললেই হয় ?
  • siki | 123.242.248.130 | ২৪ জুন ২০১১ ১৪:৩২472786
  • দুখের কি তা হলে রাজার মত মন্ত্রী হবার শখ চলে গেছে?

    আজ তো কাগজে লিখেছে মারান নাকি রাজার থেকেও বড় মন্ত্রী।
  • dukhe | 122.160.114.85 | ২৪ জুন ২০১১ ১৪:৪৫472787
  • না না - শখ যাবে কেন ? বালাই ষাট ।
    শখ তো অনেক কিছুই আছে । একটার জন্য অন্যগুলো বাদ যাবে নাকি ?
    কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার
    কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে
    ইত্যাদি ।
  • Bratin | 117.194.101.49 | ২৪ জুন ২০১১ ১৪:৪৮472788
  • :-)))। উহা আছে ধরে নিয়ে লেকা।
  • dukhe | 122.160.114.85 | ২৪ জুন ২০১১ ১৪:৫৩472789
  • ভালো ভালো । সাট্টিফিকিট যত বাড়ে ততই ভালো । সাট্টিফিকিট পাওয়া যাবে এই লোভে পড়ে কতজন বিয়ে পর্যন্ত করে ফেলে ।
  • de | 59.163.30.6 | ২৪ জুন ২০১১ ১৪:৫৫472790
  • কি আছে? বুদ্ধি না তকমা?
  • Bratin | 117.194.101.49 | ২৪ জুন ২০১১ ১৪:৫৭472791
  • মা জননী রা য্যামন কইবেন!!:-))
  • MR | 76.185.100.9 | ২৭ জুন ২০১১ ২০:৪৩472792
  • বাজারী খবর কাগজে গৌতম নামে ক্লোন-জাতীয় সাংবাদিকরা খবর লেখে। যেমন গৌতম ভট্টাচার্য, গৌতম চক্রর্বতী। বিষয় যাই থাকুকনা কেন, মূল টোন খোঁচা মারা। এরাই journalismএর definition নতুন করে লিখছে।
  • abastab | 61.95.189.252 | ২৮ জুন ২০১১ ০৯:৩৪472793
  • http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOIKM/2011/06/28&PageLabel=4&EntityId=Ar00403&ViewMode=HTML

    দিদি মনী হচ্ছে পরিবর্তন আনবেন
  • abastab | 61.95.189.252 | ২৮ জুন ২০১১ ০৯:৪৭472794
  • * মনে
  • kallol | 220.226.209.2 | ২৮ জুন ২০১১ ১১:২০472795
  • আজকের আজকালে কিন্নর রায় এই উত্তর সম্পাদকীয় পড়ে কিছু লিখতে ইচ্ছে হলো।
    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6

    কিন্নর রায় সমীপেষু,
    আজকালে এই চিঠিটি ছাপা হবে না, সেটা বলাই বাহুল্য। তাই এই খোলা পাতাতেই লিখছি। আপনার কাছে এই লেখা পোঁছে দেবার চেষ্টা করব।

    কিন্নর, আপনি আশঙ্কা প্রকাশ করেছেন ""পারবেন তো কাশীপুর-বরানগর গণহত্যার সেই ছবি সামনে আনতে?"" আমি প্রশ্নটিকে সামান্য একটু বদলে দেবার চেষ্টা করি - পেরেছেন কি কাশীপুর-বরানগর গণহত্যার সেই ছবি সামনে আনতে? ৩৪ বছর কম সময় ছিলো না।
    আজ আপনি লিখছেন, ""বারাসত গণহত্যার যিনি অন্যতম পরিকল্পক তিনি তো এখনো বহাল তবিয়তে রাজনীতিতে""। যেন কথাটা আজই আপনি জানলেন!! দীর্ঘ ৩৪ বছর ধরে এই তথ্যটি আপনার মগজে অনুপস্থিত ছিলো। শাব্বাস আপনার তথ্য ভুলে যাবার ও মনে পড়ার সময়জ্ঞান। এই অসামান্য সময়জ্ঞান নিয়ে আপনি ক্রিকেট খেললে শচীন তেন্ডুলকর অজানাই থেকে যেতেন।
    আমার বিনীত প্রশ্ন, এতো দিন গরীব ও নিপীড়িতের বন্ধু মহামন্য বামফ্রন্ট সরকার বারাসত গণহত্যার যিনি অন্যতম পরিকল্পক, তাকে দুধে-ভাতে রেখেছেন কেন? আপনি আপনার বামফ্রন্টের বন্ধুদের প্রশ্ন করবেন কি? সে সাহস আপনার নেই।
    অবশ্য আপনি বুদ্ধিমান, তাই বাঁচার রাস্তা করে রেখেছেন। লিখেছেন, ""এ কথা বলেন দুর্মুখেরা। সত্যিমিথ্যে জানি না।""

    কিন্তু আপনি জানেন কশীপুর-বরানগর গণহত্যার নায়ক কারা। আপনি লিখেছেন, ""তার রূপকারেরা অনেকেই প্রায় বেঁচে নেই। তখনকার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায় প্রয়াত। মারা গেছেন সে সময়কার পুলিশকর্তা রুণু গুহনিয়োগী। ফলে সাজা পাবে কারা?""
    সত্যি, আপনার এই নিদারুণ সরলতা, আমায় হতবাক করে দেয়। আপনি কি জানতেন না, আপনার বামফ্রন্টের বন্ধুরা কি জানতেন না, সিদ্ধার্থবাবু এই ৩২ বছর বেঁচে ছিলেন!!! জানতেন না যে ২০০১ সালের জুন মাস পর্যন্ত রুনু গুহ নিয়োগী বেঁচে ছিলেন!! জানতেন না কি আপনার বামফ্রন্ট বন্ধুদের আমলেই তার পদোন্নতি ঘটে!! সাব ইনস্পেক্টর থেকে ডিসি!!!
    ধন্য আপনার ন্যাকামী। ন্যাকামীতে নোবেল নাই, থাকলে আপনার প্রাপ্য ছিলো সেটি।
    রুণুর বিরুদ্ধে যে একমাত্র মামলাটি হয়েছিলো সেটা করেছিলেন তারই হাতে অত্যাচারিতা অর্চণা গুহ। বাম সরকারের ভূমিকা কি ছিলো সেই মামলায়?
    এসব প্রশ্ন তোলার সাহস আপনার নাই, তাই, এতো ন্যাকামীর আয়োজন।
    পেরেছেন কি এই দীর্ঘ দীর্ঘ ৩৪ বছরে, চারু মজুমদার, সরোজ দত্ত সহ ৭০রের পরিকল্পিত জেল হত্যাগুলির কোন কিনারা করতে!!
    বিচারপতি হরতোষ চক্রবর্তী কমিশন, যা গঠিত হয়েছিল ৭২ থেকে ৭৭ সাল পর্যন্ত প্রশাসনের বাড়াবাড়ি নিতে তদন্ত করতে বা শর্মা-সরকার কমিশন, যা গঠিত হয়েছিলো ঐ সময়ে পুলিশ হেফাজতে হত্যাগুলির তদন্ত করতে, তাদের রিপোর্ট কোনদিনও দিনের আলো দেখলো না কেন এই দীর্ঘ ৩৪ বাছরে!!
    আজ যারা ক্ষমতায়, তাদের অনেকেরই রাজনৈতিক গুরু ঐ সব হত্যার নায়কেরা। ফলে আশা করি না সেই সব হত্যার কোন কিনারা হবে। বিশেষ করে এই ৩৪ বছরে সাক্ষ-প্রমাণ লুপ্ত হয়ে যাবার সম্ভাবনা খুবই বেশী, সেখানে ""সাক্ষ-প্রমাণের অভাবে"" এই সব তদন্তের ""স্বাভাবিক মৃত্যু"" ঘটবে। সাপও মরবে - লাঠিও অটুট থাকবে। আর এই প্রহসনের জন্য দায়ী থাকবেন আপনার মতো কলমচীরা আর আপনার বামফ্রন্টের মাহামান্য বন্ধুরা, যারা এই ৩৪ বছর ধরে বাঁ পায়ের কড়ে আঙ্গুলটিও নাড়েন নি ঐ হত্যাকারীদের অন্তত চিহ্নিত করতে।
    অবশ্য আপনাদের মতো মেরুদণ্ডহীণ প্রাণীদের কাছে এসব আশা করাটাই অন্যায়।
  • PT | 203.110.247.221 | ২৮ জুন ২০১১ ১১:৩০472797
  • "জন-রোষ" শব্দটি বেজায় বিপজ্জনক। সেটি ব্যবহার করার জন্য নেতাদের ক্ষমতায় থাকার থেকে বিরোধী দলে থাকলে সুবিধে বেশী। যেমন কিনা দিদির নেতৃত্বে বিধানসভা ভাঙ্গচূড়ও ""জন-রোষের"" কারণেই হয়েছিল।
    মাওবাদীদের যতই গাল পাড়িনা কেন তারাও এই কৃতিত্ব দেখাতে পারেনি।

    এই ফোরামের অনেকেই বোধহয় বামেদের বিরোধী দলে দেখেনি কখনও। কলকাতা বা জেলা শহরগুলোতে নকশালদের দৌরাত্ম্য তাদের অজানা। সে সবই "জন-রোষের" কারণেই হত। যে রেটে পেট্রোপণ্য আর খাওয়ার জিনিষের দাম বাড়ছে বছর খনেকের মাথায় বামেদের নেতৃত্বেও "জন-রোষ"" ফিরে আসতে পারে। তখন "জন-রোষ" কথাটা যেন অশ্লীল শব্দে পরিণত না হয়!!
  • dd | 124.247.203.12 | ২৮ জুন ২০১১ ১২:৫০472798
  • কদাচিৎ, খুব অল্প সময়ের জন্য হলেও কোনো কোনো লেখার জন্য মনে হয় লেখককে নিজের হাতে না পেটালে যুক্তিটা ঠিক ঠাক আসছে না।

    সিপিএমের কাগজ আজকালে কিন্নর রায়ের লেখা পড়েও সেরকম ফিলিং হচ্ছে।
  • kallol | 220.226.209.2 | ২৮ জুন ২০১১ ১৩:০৬472799
  • ""জনরোষ"" বা ""জনগনের প্রতিরোধ"" কথাগুলি ব্যবহার করতেন সিদ্ধার্থশঙ্কর রায়, প্রিয় দাসমুন্সী, সুব্রত মুখার্জিরা ৭২ - ৭৭ এ। কাশীপুর-বরানগরএর মতো গণহত্যা বা অসীমা পোদ্দারের মতো ব্যক্তি মানুষের ওপর অত্যাচার (ওনার কপালে লোহার ছ্যাঁকা লিখে দেওয়া হয়েছিলো সিপিএম) বা জয়প্রকাশ নারায়নের গাড়ির বনেটের ওপর নাচ সবই নাকি "'জনগনের প্রতিরোধ"" বা ""জনরোষ""এর বহি:প্রকাশ।
    যদিও নকশালরা কখনোই এই কথাগুলো ব্যবহার করেনি (একটা কারন, তারা বড় সময় জুড়েই জনবিচ্ছিন্ন ছিলো), কারন তাদের ছিলো বিপ্লবী হিংসা। পেটাপেটি, খতম এসব তাদের ঘোষিত কার্যক্রম ছিলো। ফলে তাদের কোন বাহানা করতে হয় নি।
    কিন্তু কেউ যদি সিদ্ধার্থশঙ্কর রায়, প্রিয় দাসমুন্সী, সুব্রত মুখার্জিদের ৭২ - ৭৭এর শব্দবন্ধ হাত পেতে ধার নিতে চায়, তবে ভেবে দেখুক তারা কার জুতো পায়ে গলাচ্ছে।
  • PT | 203.110.247.221 | ২৮ জুন ২০১১ ১৩:৫২472800
  • আমার পোস্টিংটি IP Address : 122.248.183.1 Date:23 Jun 2011 -- 01:59 PM -তে ব্যবহৃত ""জন-রোষ"" প্রসঙ্গে লেখা।
  • Bratin | 122.248.183.1 | ২৮ জুন ২০১১ ১৪:৪৬472801
  • ও হো আমার পোস্টিং ব্যবহৃত 'জনরোষ' প্রসঙ্গে। :-))

    আমার দাদা বাংলা হিসেব। তুমি যদি কিছু 'বাজে কাজ' করো। তার ফল তোমাকে এই জীবনেই পেতে হবে। প্লেন অ্যান্ড সিম্পল। :-))। কাজেই তোমার দল ক্ষমায় থাকার জন্যে তুমি যদি 'নষ্টামি' করে থাকো। এখন ক্ষমতা যাবার পরে কাঁদুনি গাইলে চলবে না। তবে একই সঙ্গে নিরীহ লোকেদের উপর অত্যাচার হওয়া উচিত নয়। তাহলে আর এই '৩৪ বছর ক্ষমতায় থাকা' দলটার সাথে 'আমাদের' তফাৎ কি রইলো।
  • siki | 123.242.248.130 | ২৮ জুন ২০১১ ১৪:৫০472802
  • প্লেন অ্যান্ড সিম্পল? মানু রায় ফল পেয়ে গেছে? রুনু গু-ঠা?

    জ্যোতি বসু অনিল বিশ্বাস না হয় বাদই দিলাম। তাঁদের বাজে কাজ টাজ তো আবার ডিবেটেবল টপিক। :)
  • Bratin | 122.248.183.1 | ২৮ জুন ২০১১ ১৪:৫৩472803
  • শেষ জীবনের দু:খ কষ্ট টাও এর মধ্যে ধরতে হবে। রুনু গুহ ঠাকুর দার কোন আত্মীয় না জলে ডুবে মারা গিয়েছিলেন। ISI র পুকুরে?গুরু পাতাতেই কেউ লিখেছিলেন।
  • siki | 123.242.248.130 | ২৮ জুন ২০১১ ১৫:০৩472804
  • তাইলে তো কোনো কথাই নেই। বিশাআল কর্মফল :-)))

    বাস রে বাস, সাবাস বীর
    ধনুকখানি ধরে
    পায়রা দেখে মারলে তীর
    কাগটা গেল মরে।
  • Arpan | 202.91.136.71 | ২৮ জুন ২০১১ ১৫:৫৫472805
  • পুরুষসিংহ, অথচ অদৃষ্টবাদী। পারি না!

    ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্যাপ। :-)
  • siki | 123.242.248.130 | ২৮ জুন ২০১১ ১৬:১৭472806
  • তবে রুনু গুহ ঠাকুর দা-টা বিয়াপ্পোক! :)
  • PT | 203.110.247.221 | ২৮ জুন ২০১১ ১৭:৩৪472808
  • @Kallol

    আপনার চিঠিটি এই ঠিকানাতে পাঠাতে পারেন:

    কিন্নর রায়
    নিভা পার্ক হাউসিং কমপ্লেক্স (ফেজ ওয়ান)
    ফ্ল্যাট নম্বর-এম।আই।জি-গি্‌জ-৬, ব্রহ্মপুর
    কলকাতা ৭০০ ০৯৬

    অথবা ফোন করতে পারেন:
    ০৩৩-২৪১০৯৭২৯

    কিন্নর রায়ের লেখা প্রসঙ্গে আপনি যা লিখেছেন সেটা আপনি আগেও বহুবার বলেছেন। আমার দু-একটি প্রশ্ন ছিল:

    ১। গত দশ বছরে মানবাধিকার কর্মীরা - যাঁদের একটা বৃহত্তম অংশ নকশালদের প্রতি সহানুভূতিসম্পন্ন তাঁরা কত তীব্রতার সঙ্গে আন্দোলন করেছিলেন এই সব কংগ্রেসী নেতা/পুলিশদের শাস্তির জন্য? ১৯৭৭-১৯৮২ পর্যন্তও যে সেরকম কোন তীব্র আন্দোলন/অবস্থানের কথা মনে করতে পারছিনা। ১৯৮৩-২০০০ পর্যন্ত প: বঙ্গের বাইরে ছিলাম। কিন্তু এই সময়েও সেইজাতীয় কোন তীব্র আন্দোলনের কথা শুনেছি বলে মনে করতে পারছি না।

    ২। যে মাওবাদীরা/নকশালপন্থীরা বামফ্রন্টকে উৎখাত করার কাজে ব্যস্ত ছিলেন তাঁরা ভালই জানতেন যে কংগ্রেসের সাহায্য ছাড়া মমতাকে ক্ষমতায় আনা সম্ভব নয়। চারু/সরোজের সহযোদ্ধা অসীম চাটুজ্জে ইত্যাদিরা বা নব্য নকশালরা কোন মুখে সেই কংগ্রেসের সহ্যয়তায় মানুর উত্তরসূরী মমতার ক্ষমতায়নের জন্য সওয়াল করেছে?

    ৩। মমতার ক্ষমতায়নের পর গত এক মাসে ভদ্র-অভদ্র কোন মানবাধীকার কর্মীকে নন্দীগ্রামের গুলী চালনার জন্য দায়ী পুলিশদের শাস্তির জন্য সাংবাদিক সম্মেলন করতে শুনিনি। এখনিতো তাঁদের প্রকৃষ্ট সময় ছিল এই বিষয়টি নিয়ে পথে নামা। সুসি তো সাইড লাইনের বাইরে খেলছে আর কিষেণজি সম্ভবত: অন্ধ্রে ছুটি কাটাচ্ছেন। মমতাও এই ব্যাপারে চুপচাপ। আসল উদ্দেশ্য কি তাহলে কাশীপুর-বরানগরের নিরপেক্ষতার আড়ালে সাঁইবাড়ি ঘেঁটে তুলে নিরুপম সেনদের সিধে করা? সেই জন্যেই কি মাও/নকশাল/মানবাধীকার কর্মীরা চুপচাপ?

    বিধিসম্মত সতর্কিকরণ: ১) এইসব প্রশ্নের উত্তর দেওয়ার কোন দায় আপনার নাই। ২) এই প্রশ্নগুলো বামফ্রন্টের ব্যর্থতা ঢাকবার জন্য করা হয় নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন