এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অ্যাগনি-ত্রাস হনুমেসো

    h
    অন্যান্য | ২২ আগস্ট ২০১৬ | ৫৩১২ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 34.96.86.249 | ২৩ আগস্ট ২০১৬ ১৬:১৮719866
  • অ্যাগনি-মেসো টই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ধুতি খুলে যাবার জন্য বা জলপ্রপাতে চান করার জন্য।

    প্রশ্ন ১ঃ অ্যাগনি হনুমেসো কি মন্দাকিনী না রীচা শর্ম্মা, ধুতি পড়ে বা খুলে জলপ্রপাতে স্নান করাই বা কেন?

    প্রশ্ন ২ঃ সিঙ্গফোট এই গূঢ় তথ্য জানেই বা কি করে?
  • Bratin | 11.39.57.201 | ২৩ আগস্ট ২০১৬ ১৬:৪৬719867
  • লাস্ট বাট নট লিস্ট

    ধুতি র নীচে আন্ডার ওয়ার আছে কি? ঃ))
  • sinfaut | 11.39.45.245 | ২৩ আগস্ট ২০১৬ ১৬:৫১719868
  • ref: reichenbach
  • T | 165.69.191.255 | ২৩ আগস্ট ২০১৬ ১৭:১২719869
  • উফ, ব্যাপারটা ধুতি অবধি কৌতুহল হিসেবে ছিল। এরপর ব সেটাকে অতিরিক্ত কৌতুহলে পরিণত কল্লো।
  • π | ২৩ আগস্ট ২০১৬ ১৭:৫০719870
  • আরে হানুদাকে আসল প্রশ্ন করার আগেই টই বন্ধ করলে চলছেনা চলবেনা।

    I am 23-year-old woman in a relationship with a 24-year-old man for six years now. He loves me a lot and does everything for me, but, at times, I feel his football and friends are more important to him. I don’t know how to deal with this because I know he loves me but this habit of his worries me. Help.

    এই প্রশ্নে সুহেল শেঠের যে উত্তর ভাইরাল হয়ে গেল, হানুমেসোর উত্তর তার থেকে ঢের্গুণ ভাল হবে, এনিয়ে যে আশালতারা এত দোলাদুলি করছিল, তাদের কি এভাবে মুড়িয়ে দেওয়া হবে ? ঃ(
  • রোবু | 213.132.214.84 | ২৩ আগস্ট ২০১৬ ১৮:২৩719871
  • :-) এই উত্তরটা বোধ হয় সুহেলবাবুর একমাত্র ভালো উত্তর।
  • + | 168.125.51.122 | ২৩ আগস্ট ২০১৬ ১৮:৪৩719872
  • হুমঃ) ঐ উত্তরটা দেখামাত্র ফরোয়ার্ড করে দিয়েছিলাম
  • sinfaut | 11.23.149.96 | ২৩ আগস্ট ২০১৬ ২০:৩২719873
  • কী সেই উত্তর জানানো হোক। আর হলধর মাফিক প্রশ্ন, এই সুহেল সেঠ পেশায় কী?
  • π | ২৩ আগস্ট ২০১৬ ২০:৪৬719874
  • আগে হানুমেসো লিখুক।
  • Porphyrion | 127.248.138.214 | ২৩ আগস্ট ২০১৬ ২১:১০719876
  • সুহেল শেঠ রোব্বারের টেলিগ্রাফ ম্যাগাজিনের হনুমেসো।
  • aranya | 154.160.226.96 | ২৩ আগস্ট ২০১৬ ২১:৪১719877
  • অরণ্য-দার রাজনৈতিক ব্যান্টার ভালই রোচে।

    রেপ আর পরকীয়ার পার্থক্য-টা হনু শিখলে ভাল হয়।

    এক্জন ব্যক্তির ক্রাইমের জন্য গোটা অর্গানাইজেশন-কে দায়ী করা যায় না - এটাও শেখা দরকার। ধর্ষণ করতে চাইলে আইসা-য় যোগ দিন - এরকম ব্ল্যাঙ্কেট স্টেটমেন্টও করা যায় না
  • h | 213.132.214.87 | ২৩ আগস্ট ২০১৬ ২২:০৫719878
  • একটু অরণ্য কে নিয়ে পড়া যাক।
    প্রথমতঃ ব্যান্টার আর দায়ী/অ্যাকিউজ করার পার্থক্যটা অরণ্য শিখলে পারে।
    অ্যাকিউজ যদি কেউ কাউকে করে থাকে, তাহলে, 'ছাত্র রাজনইতির' খার ইত্যাদি প্রসঙ্গ উত্থাপন করে, সেটা অরন্য করেছে, হনু করে নি। মিথ্যাচার কম করলে আরো ভালো হয়।

    দ্বিতীয়তঃ ব্যক্তির ক্রাইমের জন্যো যদি গোটা অর্গানাইজেশন কে দায়ী না করা যায় তাইলে চালু কোন কোন ধরণের রাজনইতিক ব্যান্টার আদ্ধেকের বেশি হয় না। যেমন বলতে হবে গোরক্ষক/মোদী খারাপ লোক কিন্তু জনসংঘ/বিজেপি ভালো লোক। এর পরে বিশুদ্ধ গো রক্ষক আছে। এটা আদৌ করা হয় নি। যেটা করা হয়েছে, দেশের রিসেন্ট বামপন্থী আন্দোলনের সবচেয়ে অন্যতম উজ্জ্বলতম অধ্যায় জে এন ইউ, সেখানে ছেলে মেয়েরা অধ্যাপক অধ্যাপিকারা রা, তাদের সমর্থকেরা যেখানে ছাগল দেশপ্রেমী দের কাছে নিয়মিত প্যাঁক খাচ্ছে, মার খাচ্ছে, পুলিশ ও অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অকারণে শাস্তি পাচ্ছে, সেখানে একটি বামপন্থী যুবনেতা এই জাতীয় কাজ করলে ঠিক যে রাজনইতিক বিরোধীদের কাছে প্যাঁক খাওয়ার পরিস্থিতি হয়, ঠিক সে কারণেই, এটা দেশের সমস্ত বড় কাগজে এবং মেডিয়া আউটলেটে এটা বড় ফ্রন্ট পেজ খবর হয়েছে। অতএব এটা শুধু ক্রাইম ই না, এটা রাজনইতিক ফ পা এবং আন্দোলনের পক্ষে বিরাট এমব্যারাসমেন্ট। অরণ্য খবর ফবর রাখলে ভালো করবে।

    তো ইন্সিডেন্টালি এই ঘটনা যেদিন ঘটে সেদিন একটি পিওর খোরাক কলাম খোলা হয়। সেখানে অন্তত আমার মতে আমার বেশ ঘনিষ্ঠ বন্ধু সিকি পরকিয়া প্রসঙ্গে একই ন্যাকা প্রশ্ন কয়েকবার করে। তো মজা করে ন্যাকা সেজে সে এই প্রশ্ন করতেই পারে, তখন তাকে কপট বিরক্তি ও দেখানো অন্তত এই কন্টেক্স্টে বিরাট আপত্তিকর কিছু হওয়ার কথা ছিল না। তো সিকির সাম্প্রতিক রাজনইতিক অবস্থানের সঙ্গে তাল মিলিয়ে প্যাঁক টি দেওয়া হয়।

    কেউ কাউকে কিছু ই অ্যাকিউজ করে নি। আইসা এম্ব্যারাস হলে, এটাও পরিষ্কার করে বলে রাখি, বিজেপি অধ্যুষিত বাজারে, আমি আইসা শুধু বামপন্থী বলেই এমব্যারাস্ড হব। এটা শুধুই ব্যক্তিগত একটা ক্রাইম না। রাজনইতিক সহকর্মীর স্খলন। এবং শুধুই এক্সপেল করে এই লজ্জা চট করে যাবে না, কনজারভেটিভ প্যাঁক শুনতে হবে। যেখানে এমন কি বিজেপির এই লেভেল এর নেতারাও এই কাজ করেছে বলে বড় খবর হয় নি। করলেও হত না, কারণ মরাল হাই গ্রাউন্ড নিয়ে রাজনীতি সংখ্যা লঘু বামপন্থী দের করাটাই রীতি।

    সিকি কে ব্যক্তিগত ভাবে অ্যাকিউজ তো করাই হয় নি, জাস্ট একটি বিবাহিত ক্লিয়ারলি বউ এর প্রেমে আকুল ঘোর সংসারী একটি বন্ধুর কপট ন্যাকা প্রশ্নের একটি কপট খোরাক জবাব দেওয়া হয়েছে।
    অরণ্য মাথায় এগুলো রাখলে পারে, নইলে অকপট আলুভাতে মন্তব্য করে চলেছে, এই আর কি।
  • aranya | 154.160.226.96 | ২৩ আগস্ট ২০১৬ ২২:৩০719879
  • এটা খুবই মজার ব্যাপার , যে ছাত্র রাজনীতির খার সংক্রান্ত অরণ্য-র প্রশ্ন-টা হল অ্যাকিউজেশন, আর পরকীয়া করতে হলে আইসায় ঢুকুন - এটা হল রাজনৈতিক ব্যান্টার :-)
    আমার মন্তব্য তোমার আলুভাতে লাগবে, তোমার দীর্ঘ লেখাগুলো আমার স্টুপিড লাগবে -সেসব ঠিক আছে। শুধু রেপ আর পরকীয়ার পার্থক্য-টা মাথায় রেখ। আর ব্যক্তির ক্রাইমের জন্য সংগঠন-কে দায়ী করা যায় না - পার্টির বাইরেও পার্টি মেম্বারের আলাদা অস্তিত্ব থাকে, একজন মানুষের মধ্যে বিবিধ ট্রেইটস থাকে ইঃ প্রঃ - এটা আমার মত, তোমার এবং অন্য অনেকেরই আলাদা মত থাকতেই পারে।
  • aranya | 154.160.226.96 | ২৩ আগস্ট ২০১৬ ২২:৪৯719880
  • আমি স্পেড-কে স্পেড বলতে ভালবাসি। তাই তোমায় প্রশ্ন করেছি - আইসা নিয়ে কমেন্টের পিছনে ছাত্র রাজনীতি জনিত খার আছে কিনা, যেহেতু আইসা একসময় তোমাদের প্রতিদ্বন্দী সংগঠন ছিল। এর উত্তর এককথায় হয় - হ্যাঁ বা না। এটা অ্যাকিউজেশন হিসাবে দেখবে কিনা সেটা তোমার অভিরুচি।

    তবে তুমি রাজনৈতিক ব্যান্টারের ঘোমটার আড়ালে যেটা দুবার লিখেছ - আইসার সদস্য হলে পরকীয়া হবে, সেটা অন্যায় অভিযোগ - প্রথমত রেপ আর পরকীয়া এক নয়, দ্বিতীয়তঃ একটা সংগঠনকে দায়ী করা, তার একজন সদস্যের কাজের জন্য।
    সে তুমি করতে পার, আমার অন্যায় মনে হলে আমিও পয়েন্ট আউট করব, এই আর কী।

    আর রাজনৈতি খপর-ফপর ইঃ যথেষ্টই পাই, চিন্তার কারণ নেই
  • sinfaut | 11.23.149.96 | ২৩ আগস্ট ২০১৬ ২৩:৩০719881
  • হ্যাঁ, এটা মেসোর নিজেরই একটা ফপা। আমিও বুঝিনাই, পরকীয়ার উত্তরে রেপ ইন্সিডেন্স রেফার করার কী মানে।
  • সিকি | ২৩ আগস্ট ২০১৬ ২৩:৩৭719882
  • মানে, শুধু আইসা নিয়ে বললেও হয় তো কাটিয়ে দিতাম, তুমি লিখলা ধর্মগুরু বা আইসার সদস্য। ইয়ে মানে এবিভিপিকে অপছন্দ করি ঠিকই, কিন্তু যে ধর্মগুরুটিকে এইখানে রেফার করলে তাঁকে তো তাঁর কৃতকর্মটির জন্য আরো বেশি অপছন্দ করি।

    রাজনইতিক অবস্থান আছে, সইত্য। কিন্তু রাজনইতিক ইনক্লিনেশন নাই। মানে আমি ঠিক আইসার ভক্ত টক্ত নই, শেহলা কানহাইয়া সুচেতা - এদের থট প্রসেসের সাথে নিজের থট প্রসেসকে মেলাতে পারি অনেকটা, এই যা।
  • Abhyu | 113.218.236.190 | ২৩ আগস্ট ২০১৬ ২৩:৪৬719883
  • প্রশ্ন - আবার কবে নির্মল আনন্দের উত্তর পাওয়া যাবে?
  • aka | 34.96.86.249 | ২৩ আগস্ট ২০১৬ ২৩:৫৮719884
  • যাঃ ইহাও তৃপবভু হল।
  • ঈশান | ২৪ আগস্ট ২০১৬ ০০:৪৫719885
  • আমারও ধর্ষণের সঙ্গে পরকীয়া মেলানোটা ঠিক মেলেনি মনে হয়েছে। কিন্তু পুরোটাই ফাজলামি করার জন্য লিখছে তো। তার মধ্যে কিছু ঠিকঠাক মিলবে কিছু মিলবেনা। তাই আলাদা করে আর কিছু লিখিনি। বাকি অনেকগুলো উত্তরই তো চমৎকার হয়েছে। আরও হোক।
  • Arpan | 24.195.237.193 | ২৪ আগস্ট ২০১৬ ০১:০৫719887
  • হ্যাঁ, ওটা হনুমেসোর ফপাই হয়েছে, আর এবার হনুমেসো একটু মচকালেই পারেন। তাতে ওনাকে কিউট কম লাগবে না।
  • h | 212.142.105.221 | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৪৩719888
  • এতে কোন সন্দেহ নেই, আমি বা আমার পোস্ট রা স্টুপিড , এই একটা বিষয়ে সম্পূর্ণ মতইক্য প্রকাশ করলাম। চালাক না হওয়াউ অনেক অসুবিধেয় এ পড়তে হয়েছে যেমন অরণ্যর সঙ্গে রাজনইতিক ব্যান্টার করা ঃ-))))) তবে তাতে অরণ্যের আলুভাতে হওয়া আটকায় না ঃ-)))))))))))

    পোস্টের দৈর্ঘ্য দিয়ে যারা পোস্টের মেরিট বিচার করে, এবং রাজনইতিক ঘটনার সম্পর্কের আলোচনায় রাজনইতিক কনটেক্স্ট সম্পর্কে যাদের আগ্রহ কম তাদের সঙ্গে রাজনইতিক বিষয়ে এনগেজ করা কঠিন।কারণ তাদের প্রি মেডিটেড সিদ্ধান্ত নেওয়ার আগ্রহ যতটা রয়েছে, কনটেক্স্ট সহ আলোচনার আগ্রহ ততটা নেই, কারণ কোন না কোন রাজকার্য্য নিশ্চয় ই চলছে ধরে নিচ্ছি ঃ-)))))

    আইসা সংগঠন কে আদৌ কিসু বলা হয় নি, কন্টেক্স্টে আগ্রহ থাকলে দেখা যেত তাদের সাম্প্রতিক গৌরবজ্জ্বল ভূমিকা কে তাদের সদস্য ই আন্ডারমাইন করেছে এটা ই উল্লেখ করা হয়েছে। ব্যান্টারে এবং ব্যাখ্যায়।

    সিকি কে , কাদের থট প্রসেস কে কতটা মেলাতে পারো, সেটা জেনেই ব্যান্টার টি করা হয়েছে। যেহেতু থট গুলি রাজনইতিক, এবং এই ঘটনার ইম্প্যাক্ট ও রাজনইতিক, খবর কাল ও বেরিয়েছে ছোঁড়া অ্যাব্স্কন্ডিং বলে, তাই রাজনইতিক বন্ধু একাধারে ক্রাইম ও ফ পা করলে দু কথা বাজারে শুনতে হবে। বাম আন্দোলন ও আইস সম্পর্কে আমার জেনেরাল মনোভাব পজিটিভ , আগেই বলেছি, এবং তারা সুন্দর কাজ করছে সেটাও বলা হয়েছে, এখানে ও অন্যত্র।

    ব্যক্তিগত ভাবে তোমার খারাপ লেগে থাকলে আন্তরিক ভাবে দুঃখিত। পরকিয়া সম্পর্কে পরামর্শ অন্যত্র নিও তাহোলে ঃ-)))) ক্লিয়ার করে দি, তোমাকে বন্ধু বলে আর মনে করতে পারবো না। কারণ যাদের সঙ্গে ব্যান্টার করতে পারি না, তাদের বন্ধু বলি না।

    যাই হোক সত্যি ই এই বিষয়ে অনেক টা সময় নষ্ট হলো, এখন একটু সংক্ষিপ্ত ভাবে ইগনোরান্ট ও চালাক হই ঃ-)))

    হ্যাঁ আকা, আনফরুচুনেটলি এটাতেও আসলে রিয়াক্ট করেছে মাকু নকু ঝগড়ার ট্র্যাডিশনে, অতিবুদ্ধি ও সময়াভাবে ধরে নিতে হবে ঃ-))))সমস্যাটা হল একই দিনে বিমান বসু ও সুর্যাকন্ত কেন যথাক্রমে রেপ করেন নি বা পরকিয়া সম্পর্কে প্রশ্ন করেন নি, সেটা সম্পর্কে পিটি দাও কিসু বলে নি, তাই কো ইন্সিডেন্স না ঘটানোর দায় আলিমুদ্দিনের ঃ-)))))))
  • dc | 132.164.214.155 | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৪৯719889
  • আচ্ছা আইসা বিতর্ক কাটিয়ে আবার এগনো যাক।

    হনুমেসোকে আমার প্রশ্নঃ লেনিনপন্থীদের ষড়যন্ত্র সংক্রান্ত অনন্ত হ্যাজ বন্ধ হওয়ার কোন সম্ভাবনা দেখছেন?
  • Bratin | 11.39.38.152 | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৫১719890
  • সবই তো বুঝলাম কিন্তু বিমান বসু এখন কি পারবেন? ঃ)
  • Porphyrion | 131.241.218.132 | ২৪ আগস্ট ২০১৬ ০৯:৫৯719891
  • এই ধরণের টইয়ে পলিটিক্যাল কারেক্টনেস খুঁজতে গেলে হেব্বি চাপ। তারাপদ রায়, শিব্রাম থেকে শুরু করে অনেকেই কেস খাবেন।
  • | 213.132.214.84 | ২৪ আগস্ট ২০১৬ ১১:২৩719892
  • বোধি দা আর অরণ্য দা, দুজনেই আমার খুব পছন্দের মানুষ বলে একটু নাক গলাচ্ছি। দু জনেই মাফ করো।

    মানে এখানে যেমন মজার ছলে বোধি দা লিখতে গিয়ে হয়তো একটু সিলি মিসটেক করে ফেলেছে। অন্যদিকে অরণ্য দা সেটা কে একটু বেশী সিরিয়াসলি নিয়ে নিয়েছো।

    দু জন কে কুল ডাউন হতে অনুরোধ জানাই।

    বোধি দা, আমাদের এই টই টা বহু পরে অনবিল আনন্দ দিচ্ছে। প্লিজ চালিয়ে যাও গুরু। 'হাম সাথ সাথ হ্যায়" ঃ))
  • lcm | 83.162.22.190 | ২৪ আগস্ট ২০১৬ ১২:১২719893
  • আইসা টা কি, পলিটিক্যাল পার্টি?
  • π | ২৪ আগস্ট ২০১৬ ১২:১৮719894
  • হানুদা, রাগারাগি থামিয়ে মিটিয়ে নাও না। তুমিও স্টুপিড পোস্ট করোনা, অরণ্যদাও আলুভাতে মার্কা পোস্ট করেন না। আমার তো মনে হয়না। আমার ধারণা কারুরই হয়না। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে।

    এই টইটা তো দারুণ হচ্ছিল, আবার শুরু করে দাও। অনেক প্রশ্ন জমে জমে আছে। প্পুঁইয়ের সদ্গতির মত উত্তর চাই। অনুরোধই করলাম। নইলে হানিমেসো বলে ডাকতে শুরু করে দেবো।
  • Porphyrion | 131.241.218.132 | ২৪ আগস্ট ২০১৬ ১২:৩১719895
  • প্রশ্নঃ হনু গান গাইলে কি হানি সিং হবেন?
  • Ranjan Roy | ২৪ আগস্ট ২০১৬ ১২:৪৫719896
  • হানি সিং? ছ্যাঃ!
    বোধি বনেগা হানি সিং কা বাপ! বড়কা পোস্টার লগেগা পুরা শহর মেঁ। একগো দুগো নহীঁ, হজারোঁ কী তাদাত মেঁ।
    উস দিন সারে স্কুল বন্ধ হোগী, বচ্চেঁ গানা শুননে ভীড় জমায়েঙ্গে; মমতাদিদি ডর কে মারে বন্ধ কা অ্যায়লান করেঙ্গে।
  • | 213.132.214.84 | ২৪ আগস্ট ২০১৬ ১৩:০৫719898
  • ইয়ে মানে ওনার বাবা ও কি গান গাইতেন? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন