এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বেড়ানোর ছবি

    RATssss
    অন্যান্য | ২২ এপ্রিল ২০০৮ | ৩০২৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Hatem | 131.241.218.132 | ১৭ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৭396436
  • লোকজনের ছবি বিশেষ তুলতে পারিনি, এক তো বার তিনেক লোকে বারণ করেছে, আর দুই হল ক্যাফেতে বিশেষ ভীড় দেখলাম না - রিসেশনের এফেক্ট কিনা কে জানে। লাতিন কোয়ার্টরে কয়েক ঘন্টা ঘুরে বেরিয়েও বিশেষ সুবিধা হল না।
  • Blank | 180.153.65.102 | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৩396437
  • এ উইকেন্ডে ডুয়ার্সের ছবি (প্রথম পাতা শুধু)

    http://www.flickr.com/photos/80197940@N02/
  • de | 213.199.33.2 | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৫:৪৯396438
  • প্যারীসের স্ট্রীট ফটো দারুণ!!

    গোয়চালা ট্রেকও খুবই সুন্দর --

    ব্ল্যাংকির ছবিগুলো শুধু দেখেই যেতে হয় -- আকাশের রংটা কি সুন্দর! ওটা কি তিস্তা? আর চার নং ফটোটা? ওটা কি গাড়ীর ভেতর থেকে তোলা?
  • Blank | 180.153.65.102 | ২০ সেপ্টেম্বর ২০১২ ১৬:০৪396439
  • ওটা মুর্তি নদী আর চার নং টা গাড়ির কাঁচের মধ্যে দিয়ে তোলা।
  • কৃশানু | 226.113.128.239 | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:১২396440
  • ৪ নং তার জন্যে হাততালি!
  • de | 190.149.51.68 | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৬396441
  • ঠিক!
  • Kaju | 131.242.160.180 | ০৩ অক্টোবর ২০১২ ১৯:২৫396442
  • কুমায়ুন হিমালয় পরিদর্শনের কিছু স্থিরচিত্র।

    স্থান : কাঠগোদাম-নৈনিতাল-রানীক্ষেত-কৌশানি-বৈজনাথ-চৌকোরি-আলমোড়া

    https://picasaweb.google.com/105611012531358078531/KumayonSep2012#
  • sosen | 125.241.135.28 | ০৩ অক্টোবর ২০১২ ১৯:৩২396443
  • কাজু কাল ভালো করে দেখব!
  • গান্ধী | 213.110.243.21 | ০৩ অক্টোবর ২০১২ ১৯:৫৬396444
  • + মেরে এসেছি
  • Tim | 102.46.102.193 | ০৩ অক্টোবর ২০১২ ২০:২৬396446
  • কাজু ছবি খুব ভালো হয়েছে। ঢেউয়ের মত পাহাড়ের ছবিগুলো খুব চেনা।
    ২০০৪ এ এইরকম একটা ট্রিপে বাবা-মা কে নিয়ে গেছিলাম। আর ঠিক অনাশক্তি আশ্রমেই মা তিনদিন শয্যাশায়ী ছিলো, স্যালাইন চলেছিলো। সেইসব জায়গা আর স্মৃতি মনে পড়লো। চিন্তা কোরোনা, জলদি ঠিক হয়ে যাবেন।
  • aranya | 154.160.226.53 | ০৩ অক্টোবর ২০১২ ২০:৫১396447
  • মন কেমন করা ছবি সব। দেখলেই বেড়াতে যেতে ইচ্ছে করে, কাজে মন বসে না ...
  • কথা | 79.211.15.15 | ০৪ অক্টোবর ২০১২ ০২:৪২396448
  • কথাটা অনাসক্তি। আসক্তির বিপরীত। আশ্রমের সাইনবোর্ডেও সেই বানানই আছে।
  • Tim | 188.91.253.11 | ০৪ অক্টোবর ২০১২ ১১:২৫396449
  • হ্যাঁ, সরি। ওটা ভুল লিখেছি, সিলি মিস্টেক।
    অবশ্যই অনাসক্তি।

    এবার বোধয় বাংলাটা ভুলেই যাবো। তুলে নাও ভগমান! ঃ-(
  • sosen | 24.139.199.1 | ০৪ অক্টোবর ২০১২ ১২:৪৪396450
  • আহা হা প্রাণ জুইড়ে গেল। পুরনো দিনের কথা মনে পড়ল কত। থ্যান্ক ইউ কাজু! এমন সব ছবির জন্য।
    কাজু , কাকিমাকে হ্যাপী বাড্ডে বোলো।
  • ব্যাংদি | 132.178.201.81 | ০৪ অক্টোবর ২০১২ ১২:৫৫396451
  • কাজু রে! ছবিগুলো কী ভালো হয়েছে! সত্যি সত্যিই প্রাণ জুড়িয়ে গেল, সোসেন ঠিক বলেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগল কোন ছবিটা জানিস? ঐ যে , তিনটে ছেলে ইস্কুল থেকে ফিরছে মজা করতে করতে। ছবিটা দেখে একটু মনকেমন করল কিন্তু মনকেমনের থেকেও আরো অনেক বেশি ভালো হয়ে গেল মনটা।
  • Kaju | 131.242.160.180 | ০৪ অক্টোবর ২০১২ ১৩:০১396452
  • নিশ্চয়ই। ঃ))
  • Kaju | 131.242.160.180 | ০৪ অক্টোবর ২০১২ ১৩:০৮396453
  • ব্যাঙদি, ওইটা আশ্চর্য ভালো হয়ে গেছে, আমার নিজেরও খুব পছন্দের। গাড়ির মধ্যে বসে তোলা। যে মুহূর্তে শাটার প্রেস করেছি, হঠাৎ-ই ওরা অজান্তেই এমন সুন্দর একটা ভঙ্গীতে এসে গেল...

    এখানে স্কুল প্রচুর। ৫ ঘন্টার জার্নিতে অন্ততঃ ৫০টা স্কুল তুমি পাবে। রাস্তার ধার দিয়ে ছেলেমেয়েরা স্কুলড্রেস পরে এত উচ্ছলতা নিয়ে ছুটতে ছুটতে চলে যায়, কী ভালো যে লেগেছে ! চৌকোরির KMVN এর বারান্দায় বসে বসে শুধু দূরের ছোটো ছোটো স্কুলগুলোর ছুটির ঘন্টা শুনতে পাচ্ছিলাম আর এক ঝাঁকে ওদের ছুটে আসা...তেমন একটা ছবি খুব তুলতে চেয়েছিলাম। কিন্তু রাস্তায় সব সময় পসিবল হয়নি। হঠাৎ করে গাড়ি দাঁড়ানো ওরকম রাস্তায় খুব সমস্যার।
  • Blank | 180.153.65.102 | ০৪ অক্টোবর ২০১২ ১৫:৩৪396454
  • ছবি গুলো ভালো হয়েছে কাজু
  • Kaju | 131.242.160.180 | ০৪ অক্টোবর ২০১২ ১৫:৪০396455
  • ব্ল্যাঙ্কিদার ভালো লাগল? সত্যি? এর একটা আলাদা মূল্য আছে আমার কাছে।

    তা বললেই যখন, আরেকটু ভালো করার কিছু টিপস দাও না, যাতে ভবিষ্যতে অন্ততঃ সেমি-প্রফেশনালও হয়। ☺
  • Blank | 180.153.65.102 | ০৪ অক্টোবর ২০১২ ১৫:৪৮396458
  • ঢেউ খেলানো পাহাড় গুলো তো খুব ভালো লেগেছে। সামনে শুকনো গাচ রেখে পয়েন্ট অফ ইন্টারেস্ট তৈরী করাও ঠিক ঠাক।
    শুধু ফুল, বা ছোট বাচ্চা তোলার সময় তাদের লেভেলে গিয়ে তোলার ট্রাই করো। মানে নীচু হয়ে সেম হাইটে। তাতে ওগুলো ভালো খুলবে। এর বাইরে আমি আর কিস্যু জানি না ঃ)
  • Kaju | 131.242.160.180 | ০৪ অক্টোবর ২০১২ ১৬:০৪396459
  • হ্যাঁ, ২য়্টা আরেক জায়গাতেও পড়েছিলাম। খেয়াল রাখব। এটা ভুটিয়া কুকুরের যে দুটো ছবি আছে, ওতে ট্রাই করতে গেছিলাম। তা ঠিক সময়ে সে এমন মুখ লুকিয়ে বসে পড়ল !
  • kd | 69.93.192.199 | ০৪ অক্টোবর ২০১২ ১৮:১২396460
  • ভাই কাজু, তোমার বেড়ানোর ছবি দেখে ভাটে আমার পোস্টের উত্তরে তোমার পোস্ট পড়ে মনে হোলো, আমি নিজেকে ঠিক এক্সপ্রেস করতে পারিনি। তোমার তোলা বেশ কয়েকটি ছবি আমার সুন্দর লেগেছে, আর বেশ কয়েকটি ছবি খুব ভালো লেগেছে, বড় তৃপ্তি পেয়েছি। গুরুতে বেশ কয়েকজন এক্সপার্ট ফোটোগ্রাফার আছে, তাদের "প্রত্যেকটি" ছবি খুব খুব সুন্দর - ওরা আইদার সিলেক্টেড ছবি আমাদের দেখতে দেয় অর সব ছবিই এমন তোলে (মাঝে মধ্যে এখানে এক্সজিবিশন থেকেও ইনভিটেশন পাই, সেখানেও এমন ছবিই দেখি)। কিন্তু কেন জানি না, ঠিক তৃপ্তি পাই না।
    তোমার তোলা বাবা-মায়ের ছবিগুলো গুনবিচারে হয়তো সাধারণ (মানে এমন ছবি তো এক্সপার্টরা কেউ দেখায় না) কিন্তু ওনাদের মুখে যে গর্ব - ছেলে যত্ন করে সঙ্গে নিয়ে ঘোরাচ্ছে, ছেলে মানুষের মতো মানুষ হয়েছে - সে ছবি আমার কাছে জাস্ট প্রাইসলেস। ওঁদের ফিলিংসটা আমি বুঝি, রিলেট করতে পারি - আমার ছেলে/বৌ যখন আমায় নিয়ে বেড়াতে যায়, ছোটখাটো সব সুবিধে-অসুবিধের দিকে নজর - আমারও গর্ব হয়।

    দের বেড়ানোর ছবি দেখে এই একই কারণে খুব খুশি হয়েছিলুম। ওর মেয়ের ঐ প্রাণোচ্ছল ছবি (পরে জেনেছি যে ওর খুব শরীর খারাপ ছিলো) মনটাকে যেমন ভরিয়ে দেয়, হাজার হিমালয়ের ছবি তা পারবে না।

    ওপরের পোস্ট পড়ে সকলে নিশ্চয়ই বুঝে গেছো (অবিস্যি অনেকে আগে থেকেই জানে), আমার ছবি-টবি বোঝার ক্ষ্যামতা নেই। তাই আগে কখনও কোন কমেন্ট করিনি (কে চায় নিজের অপারগতা পাবলিশ করতে)। এবার কেন যে লিখে ফেল্লুম, কে জানে (হয়তো কিসমিসকে যে আমি ফার্স্ট চিনে ফেলেছি সেই আনন্দে)।
  • Kaju | 131.242.160.180 | ০৪ অক্টোবর ২০১২ ১৯:১৯396461
  • এ আমার বিরাট বড় পাওনা কেডিদা। এই অকুন্ঠ appreciation। ☺
  • Kaju | 131.242.160.180 | ০৪ অক্টোবর ২০১২ ১৯:২৪396462
  • ৪-টে ভিডিও-ও তোলা ছিল। এখানেই দিয়ে যাই। গাড়িতে যেতে যেতে টুকটাক। Description ওখানে দেয়া আছে।







  • কৃশানু | 226.113.128.239 | ০৫ অক্টোবর ২০১২ ১২:১৭396463
  • কাজুর ছবি ভাল্লাগলো। সান্দাকফু ট্রেক এর কিছু ছবি দিয়ে গেলুম।
    http://www.flickr.com/photos/krishanu-photography/sets/72157631695961035/

    রিশপ এর ছবি কদিন বাদে দেব।
  • গান্ধী | 213.110.243.21 | ০৫ অক্টোবর ২০১২ ১২:২৬396464
  • অদ্ভুত ভালো
  • Kaju | 131.242.160.180 | ০৫ অক্টোবর ২০১২ ১২:৩৭396465
  • কৃশানুদা, এই ছবিগুলোর ক্যামেরা সেটিংস জানা যাবে কোনোভাবে? স্পেশালি ঝর্ণার ছবিটার। কী আশ্চর্য surreal মাত্রা দিতে পারেন আপনারা ! চোখে যা দেখে এলাম আর ছবিতে যা দেখছি, আকাশপাতাল হয়ে যায়।
  • কৃশানু | 226.113.128.239 | ০৫ অক্টোবর ২০১২ ১৩:০১396466
  • কাজু - দাদা আর আপনি টা কাটিয়ে দাও। আমি নিশ্চিত নই আমি দাদা কিনা। আর তা ছাড়া, দরকার ও নেই। ছবির যে লিঙ্ক টা আছে, তাতে একটা ছবি বড় করে খুলে actions এ গিয়ে 'view exif ইনফো' ক্লিক করলেই সেটিংস জানতে পারবে। এই লিঙ্ক টা দেখতে পারো, এতে ওই ছবিটার সেটিংস রয়েছে। exposure - মানে shutter speed টা এখানে আছে point ৮, তার মানে ৪/৫ সেকেন্ড। সেই জন্যই ওই এফেক্ট টা এসেছে। এই অবস্থাতে হাত স্টেডি রাখা যায় না, তাই পাথরে বসিয়ে তুলেছি।

    আর চোখে যা দেখলাম তা তো ক্যামেরা তে কখনই ঠিক ঠাক ধরা যায় না, মানুষ এর চোখ খুবই উন্নত যন্ত্র। ক্যামেরা তার ধরে কাছেও নেই। তাই চেষ্টা করি, যাতে দর্শক এর ভালো লাগে সেই ভাবে দেখাতে। তবে সেটা করাও সব genre এ ঠিক নয়। ফটো-জার্নালিস্ম এ ছবি খুব বেশি এডিট করা উচিত নয়। কিন্তু তেমনি আবার ফ্যাশন ফটোগ্রাফিতে তুমি যদি কাউকে একটু ফর্সা করে দাও বা গাল এর একটা ব্রণ উড়িয়ে দাও, তাতে দোষ নেই। এই সেদিন দেখলুম নিকোলাস সারকোজি-র ভুঁড়ি ফটোশপ দিয়ে মসৃন করে দেওয়া হয়েছে। এই নিয়ে বিভিন্ন চিন্তা-র পাঠশালা রয়েছে, আর সবার মতামত এক হবে না এটাই তো স্বাভাবিক। landscape ছবির ক্ষেত্রে বিভিন্ন এডিটিং টেকনিক মোটামুটি accepted, যেমন exposure ব্লেন্ডিং ইত্যাদি। যদিও আমি সেগুলো তেমন করতে পারি না এখনো, চেষ্টা চালাচ্ছি।

    যা বললাম ওপরে, সবই আমার সীমিত জ্ঞান এর ভিত্তিতে। ভুল প্রমানিত হতে কোনো আপত্তি নেই। আর আমি দিব্বি তুমি-তে চলে এসেছি, কাজেই :-)
  • Tim | 188.91.253.11 | ০৫ অক্টোবর ২০১২ ১৩:০৫396469
  • কৃশাণুর ছবি আমি আগেও দেখেছি। দারুণ লেগেছে সবকটাই। ট্রেকিং এর নেশা আর সুযোগ দুইই আছে যাদের তাদের আমার হিংসে হয় চিরকাল। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন