এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ২৫৯২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ২১ নভেম্বর ২০০৯ ০১:২৯430017
  • আরে এটাই তো আজকের আবাপতে বেরিয়েছে পাইকে পড়তে দিলুম যে। :)))

    এক গরীব তো সেদিনই 'এসব' বলে অনেকের বিরাগভাজন হলেন।
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০১:৪০430018
  • আউটলুকের ওটার লিংকটা দাও।

    এটাতে আমার তেমন অসুবিধে হচ্ছেনা, কাজ করতে নেমে যে "অতিথি" থাকাটা একজন ইগো সম্পন্ন মানুষের কাছে অসুবিধের হতে পারে সেটা বোঝা যায়।

    কিন্তু শৈবালবাবুর খবরটার লিংক পেলে ভালো হত।
  • bitoshok | 128.101.220.108 | ২১ নভেম্বর ২০০৯ ০১:৪১430019
  • @aka : 1.11am
    বাংলা গণশক্তি, ২০ নভেম্বর।
  • bitoshok | 128.101.220.108 | ২১ নভেম্বর ২০০৯ ০১:৫৯430020
  • সিক্সথ পে কমিশন লাগু হওয়ার পর ৫০, ০০০ টাকা ভাতা কম্পারেটিভলি খুব একটা বেশি বলে মনে হয় না। বিভিন্ন অস্থায়ী কমিশন কমিশন গুলোর সদস্যরা(রাজ্য বা কেন্দ্র) কি হারে ভাতা ও অন্যান্য সুবিধে পেয়ে থাকেন, সে ব্যপারে কেউ ধারনা দিতে পারবেন?
  • aka | 168.26.215.13 | ২১ নভেম্বর ২০০৯ ০২:২১430021
  • অক্ষ, সুমনের ব্যপারে আমারও তেমন অসুবিধা নেই। কিন্তু হাসি পাচ্ছিল এই যা। এখনো পাচ্ছে, কদিন বাদে সাইলেন্টলি সাইড লাইনে বসিয়ে দেবে। তখন আর অতিথিও বলবে না। :)

    আর পে কমিশনে মাইনে টাইনে যাই হোক না কেন এই বুদ্ধিজীবিদের টাকা নিয়ে রেলের হর্তাকর্তা হয়ে বসাটা বিরক্তিকর। অবশ্য বুদ্ধি বেচে যারা খায় তাদেরই বুদ্ধিজীবি বলে।
  • pinaki | 131.151.102.250 | ২১ নভেম্বর ২০০৯ ০২:৪৭430022
  • সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হল - এনারা একটা স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারলে সেটা যেকোনও মেইনস্ট্রীম রাজনৈতিক দলের কাজকর্মের ক্ষেত্রে একটা চেক হিসেবে কাজ করতে পারতো। এভাবে মমতার পে রোলে থাকলে কোনোভাবেই স্বাধীন ভয়েস রাখতে পারবেন না। আগামীদিনে তৃণমূল ক্ষমতায় এসে যখন নয়ছয় করবে - তখন এনাদের মুখে কুলুপ এঁটেই বসে থাকতে হবে।

    খুবই দু:খের। আমার তো মনে হচ্ছে একটা পিটিশন টাইপের কিছু ফ্লোট করাতে পারি আমরা - এনাদের অ্যাপীল করতে পারি টাকা নিয়ে এই নাগরিক সমজের স্বাধীন ভয়েসের মর্যাদা যাতে ক্ষুণ্ন না করেন। মানে অনলাইন সাইন ক্যাম্পেন টাইপের করার কথা বলছি। জনতা ভেবে দেখুন।
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০২:৫০430023
  • এইমাত্র দেড় হাজার আগের টই-এর পোস্টিং আর তিনশো এই টই-এর পোস্টিং পড়ে উঠলাম, ভাইরে, সুমন অ্যাত্তো নিজেই বিকোয় না, যেরোম, এখানে বুদ্ধিজীবিরা বিকোচ্ছে।

    অক্ষ-র 01:12 AM পোস্ট নিয়ে একখান কথা ছিলো। এই কথাটাই আমি সুমনকে নিয়ে অনেক আগে বলেছিলাম, যেদিন তিনি তিনোমুলের হয়ে ভোটে দাঁড়াবেন বলে ঘোষনা করলেন। সেদিন অক্ষ-ই আমায় উল্টো বলেছিলো।
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০২:৫৬430024
  • বাইনারি, কোন কথাটা আর কি বলেছিলাম, মনে করিয়ে দিন।

    পিনাকী, আমিও ভাবছিলাম, খোলা চিঠি জাতীয়। কিন্তু এটাই বা কেমন? এই চাপটা যাঁরা দেবেন ভাবা হয়েছিল, তাঁদেরকেই আবার চাপ?
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০২:৫৯430025
  • আর যেহেতু এটা গণশক্তির নিউজ, তাই এক চামচ নুন দিয়ে খাওয়া ভালো।
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:০৫430027
  • আমি বলেছিলাম, সস্তা জনপ্রিয়তার দিকে না গিয়ে, সুমন যদি লালগড়ে কমিটি-র সদস্য হওয়ার সাহস দেখত, তাহলে, আমি আবার ফ্যান ক্লাবে-র সদস্য হয়ে যেতাম, আগের মতই।

    তখন অক্ষ বলেছিলো, হয়ত সুমন ভেবেছে, এটাই (মানে মমতার হয়ে ভোটে লড়া) রাজনৈতিক প্রতিবাদ, তা হলে কার কি বলার আছ ? (একজ্যাক্ট স্টেটমেন্টটা এরকমি ছিলো কিনা মনে নেই, তবে এসেন্সটা এরকম-ই ছিলো)
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:০৮430028
  • আরে কি মুশকিল, আজ তাহলে আমি অন্য কি বললাম? ভোটে লড়ে, সংসদে গিয়ে উনি যে প্রতিবাদটা করেছেন, সেটার তো এখনও প্রশংসা করব! কিন্তু কেন করছেন বলতে গিয়ে যা বলছেন, সেটাতে আপত্তি করছি। লালগড়ে কমিটির সদস্য মানে কি PCPAর সদস্য?
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:০৯430029
  • হ্যাঁ PCPA -ই বলেছিলাম, মাওবাদী বলিনি।
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:১২430030
  • পলিসি মেকিংএর কেন্দ্রতে গিয়ে বা সেই স্তরে গিয়ে কিছু করাও তো করা?

    লালগড় নিয়ে যখন সুমন বলেছিলেন, তখন মমতাও বলছিলেন, যেই মাও মাও খেলা শুরু হল, মমতা চুপ। কিন্তু সুমন চুপ থাকেন নি। ইনফ্যাক্ট এতদিন কেন চুপ ছিলেন সেটার একটা ব্যখ্যা পাওয়া গেল। এবং সুমন সেইদিক দিয়ে বিরল।

    কিন্তু এইবার যেই উনি বললেন, এটা ওনার গান শোনা প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে করা, তখন কেমন ধন্ধ লেগে গেল। আজ যদি লালগড় আর গান শোনা প্রজন্মের interest clash করে? তখন উনি কোন দিক বাছবেন? ওনার কথা থেকে দেখা যাচ্ছে, উনি ফ্যানবেস বাঁচাবেন।
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:১৩430031
  • তা হলে হঠাৎ করে কেন মনে হচ্ছে, এখন সুমন যেটা বলছে, সেটা সুধু 'এলিট দের জন্য দায়বদ্ধতা ?

    সুমন যা বলেছে, সেখানে তো সত্যি কথা টেবিলে ফেলার চেষ্টা আছে, আর তো কিছু নয় । তাহলে দোষটা কি ?
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:১৪430032
  • ধুর সুমন নিজেই বলেছে লিখলাম তো, ভালো করে পড়তে হয় রে বাবা।
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:১৮430034


  • প্রথম দিকে যা বলছেন, ভালোই বলছেন। ১:০৪ থেকে।
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:১৮430033
  • গানের দায়বদ্ধতা আর রাজনৈতিক দাবদ্ধতা কি এক হল ?

    তুমি যেটা বললে, সেটা গানের সম্বন্ধে বক্তব্য, সেটতো হতেই পারে।
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:১৯430035
  • নাকি তোমার সন্দেহ হচ্ছে, যে এই লালগড় নিয়ে বলাটা-ও ফ্যান ক্লাবের দিকেই চেয়ে ?
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:২১430036
  • গানের কথা না শুধু। accountability র কথা আসছে এখানে। উনি নিজেকে accountable মনে করছেন কার কাছে? নিজের রাজনীতির কাছে? লালগড়ের কাছে? গান-ভক্ত দের কাছে?

    1:01থেকে শুরু।
  • aka | 168.26.215.13 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:২৩430038
  • গণশক্তি কেন এইতো আবাপতে বেরিয়েছে। ওনারা বেতন নিয়ে কোন অপরাধ করেছেন বলে মনে করেন না।

    http://www.anandabazar.com/21raj2.htm

    সরকারী চাকরি পেতে গেলে পরীক্ষা টরীক্ষা দিতে হয় না? সেটা দিয়েছিলেন কেউ নাকি নাটক করলে সেসব দিতে হয় না? এক সে বড় কর এক আতাকেলানে মাইরি। আমার এনাদের নিয়ে কোন উৎসাহ ছিল না আবার অনেকের মতন গা চিড়বিড়ে রাগও ছিল না। ভেবেছিলাম নিজের মতন প্রতিবাদ করলে ক্ষতি কি। কিন্তু এখন গা চিড়বিড় করে রাগ হচ্ছে।
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:২৭430039
  • ইউটুব অফিসথেকে খুলছে না।

    সাদাচোখে, তো আমার বরং এখন বেশী সৎ লেগেছে, ভেবোনা তিনোমুলের বিরুদ্ধে বলছে বলে বলছি।

    অ্যাকাউন্টেবল আমারতো মনে হয়, ভ্যালুস -এর কাছে হওয়া উচিত।

    সেই হিসাবে, মেইনস্ট্রীম দলের থেকে, PCPA -এর সদস্য হলে সুমনকে বেশী আইডেন্টিফাই করা যেত, ওর প্রথম দিকের গানের সাথে, যেটা শুনে একতা প্রজন্ম বড় হয়েছে।
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:২৯430040
  • PCPAর সদস্য কোনো বাইরের লোক আছে নাকি? আমি সিঙ্গুর নিয়ে প্রতিবাদ করলে আমার সিঙ্গুরের কমিটির মেম্বার হতে হবে? PCPA কোনো রাজনৈতিক গোষ্ঠি না, সেই অর্থে। পার্টি তো না-ই!
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:৩০430041
  • আকা,

    বেতন নেওয়াটা অন্যায় নয়। এটা অনেকটা ইউনিভার্সিটির অনরারি পিএইচডি-র মত। জেতা চিড়বিড়ে, সেটা হল সবাই মিলে, শুধু রেল বোর্ডের বেতন নেওয়া ।
  • bitoshok | 128.101.220.108 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:৩১430042
  • @ aka
    টেকনিক্যালি এটা চাকরি নয়। অস্থায়ী সান্মানিক পদ। হ্যাঁ, তবে টাকা পয়সা না নিলেই বোধহয় ভালো করতেন। এটা তো নিজেকে বন্ধক রাখাই হলো।
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:৩২430043
  • এনাদেরই কেন পদগুলো দেওয়া হল, কাজ করলে টাকা তো পাবেই, কিন্তু কাজটা পাবার ক্রাইটেরিয়া কি তাহলে? এই সব যুক্তি এরা দেয় কি করে?

    আর এখন তো প্রশ্ন উঠবেই, যে এদের কাজ দেবার জন্যই একটা পুরো নতুন বিভাগ বানিয়ে দেওয়া হল!
  • Binary | 198.169.6.50 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:৩৩430044
  • আচ্ছা সদস্য না হলেন, ললগড়ে গিয়ে, সমর্থনে সভা করলেন, গান গাইলেন, বা কমিটীর সঙ্গে সময় দিলেন । সবই তো ইচ্ছার ব্যাপার।
  • aka | 168.26.215.13 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:৩৫430045
  • ক্ষমতায় আসতে পারে তাতেই এই। আর কিছু এরকম এপিসোড চললে ২০১১ তেও আবার সিপিএম। দ্দুশাল্লা।
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:৩৬430046
  • কিন্তু একটা জিনিস অনেকদিন আগে বলেছিলাম, তৃণমূল এলে, সঙ্গে আনবে one of the strongest oppositions, তাতে এইধরণের জিনিস আরো প্রকাশ পাবে, যা বাম জামানায় হয়ে যাচ্ছে তলে তলে, লোকে জানতও না। আর একটা স্ট্রং বিরোধীপক্ষ তো গণতন্ত্রের পক্ষে অত্যন্ত দরকারী।
  • aka | 168.26.215.13 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:৩৯430047
  • পয়েন্ট ওয়েল টেকেন। এই বুদ্ধিজীবিদের কি করা যায়। এইসা রাগ হচ্ছে কি বলব। অপন্নার ন্যাকামো মনে পড়লেই গাটা চিড়বিড় করছে। শুভাপ্রসন্নকে এত গালি দিলে কিন্তু ভদ্রলোক অন্তত কিছুটা হলেও বুদ্ধি ধরে। নিজে কোন মাইনে নেয় না।
  • a x | 143.111.22.23 | ২১ নভেম্বর ২০০৯ ০৩:৪০430049
  • বাইনারি বোধহয় গিটার হাতে সুমনের বাইরে আর সুমনকে দেখতে নারাজ? :-) গান তো গেয়েছেন লালগড় নিয়ে। গান গেয়ে one can do so much, তারপর আর না, তৃণমূলের হয়ে সংসদে গেলে তো আরো বেশি কিছু করার ক্ষমতা থাকে?
    এবার রিয়াল পলিটিকে ক্ষমতা কোথায় চাপা পড়ে, সেটা সুমনের হাব-ভাব দেখে মনে হচ্ছে উনি বোঝেন নি আগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন