এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 162.158.107.96 | ১০ মে ২০২০ ০৮:৫৭444817
  • তবে আগেকার দিনে রাজারা তো নাকি প্রজাদের সন্তানের মতনই দেখতেন। তাহলে অবশ্যি অন্য হিসাব।
  • S | 162.158.107.96 | ১০ মে ২০২০ ০৮:৫৫444816
  • রাবণের তো তিন বৌ। তাতে আমি হিসাব করে দেখলাম যে ম্যাক্সিমাম ৫০০র মতন সন্তান সংখ্যা হতে পারে। মানে বৌরা যদি ক্রমাগত ট্রিপলেটের জন্ম দিতেই থাকে। তাকে লক্ষাধিক বানিয়েছে।

    তাহলে ধৃতরাষ্ট্রের কেসটা কি?
  • lcm | 172.68.132.26 | ১০ মে ২০২০ ০৭:০৬444815
  • এয়ারপোর্ট/এয়ারলাইন্স নতুন নিয়ম চালু করছে :

    - সবাইকে মাস্ক পড়তে হবে, যাত্রী, বিমানসেবিকা/সেবক, চালক, সবাইকে (সাউথওয়েস্ট, ডেল্টা, আমরিকান এয়ারলাইন্স চালু করেছে বাধ্যতামূলক মাস্ক -- কিছু ইউরোপিয়ান এয়ারলাইন্স - লুফথানসা, সুইস এয়ার - চাল্য করছে)

    - খাবার সময় ছাড়া ফ্লাইট চলাকলীন সব সময় মাস্ক পড়ে থাকতে হতে পারে, বিশেষ করে যদি দুজন যাত্রীর মধ্যে ৬ ফুটের কম দূরত্ব থাকে

    - কোনো যাত্রীর কাছে মাস্ক না থাকলে এয়ারলাইন্স/এয়ারপোর্ট মাস্ক দেবে তেমন ব্যবস্থা নাকি করা হবে

    - সব সিট ভর্তি হবে না, তিনটে সিটের রো তে, মাঝের সিট খালি থাকবে, অনেক এয়ারলাইন্স বলেছে ৪০% থেকে ৫০% সিট খালি থাকবে

    - প্লেনের মধ্যে খাবারের মেনু এবং ডিস্ট্রিবিউশন পদ্ধতি বদল হতে পারে, মিনিমাম টাচপয়েন্ট এর দিকে খেয়াল রাখা হবে, এটা ঠিক বোঝা যাচ্ছে না, বিমানসেবিকা/সেবক খাবার দূর থেকে ছুঁড়ে দেবেন কি না

    - যাত্রী ওঠার সময় প্লেনের একদম শেষ থেকে শুরু হবে, ১০ জন করে ব্যাচে যাত্রীরা নিজেদের মধ্যে যথেষ্ট দুরত্ব রেখে প্লেনে উঠবেন

    - TSA এর লোকেরা এয়ারপোর্টে সব যাত্রীর টেম্পারেচার স্ক্যান করতে পারে, এটা বলছে হতে সময় লাগবে

    - ... আরও সব নিয়ম হবে
  • Atoz | 108.162.238.4 | ১০ মে ২০২০ ০৬:৪৩444814
  • কিন্তু খুব কম হয়ে যাচ্ছে। সগর রাজার তো ষাট লক্ষ ছেলে ছিল, মানে প্রজা আরকি। কত বেশি! এরাই তো অভিযান করে করে সো ও ও জা কপিলমুনির আশ্রমে এসে হাজির! তারপরে তো কত কান্ডই হল।
    এই সগর আবার রামেদেরই কীরকম যেন পূর্বপুরুষ! ভগীরথ টগীরথরা সব এই সগরেরই বংশের। এদেরও অনেক জনবল ছিল ধরা যায়।
  • Atoz | 108.162.238.4 | ১০ মে ২০২০ ০৬:৩৯444813
  • এক লক্ষ পুত্র সামলানো সোজা কথা নয়। কন্যাও ধরা যাক লাখখানেকের কিছু বেশি। এরা প্রজাবৃন্দ হতে পারেন। তালিকাভুক্ত খাসপ্রজা হয়তো এতজন, তাদের ছেলেপিলে সব নিয়ে টিয়ে হয়তো আরও লাখ চারেক।
    লঙ্কার মোট জনসংখ্যা তখন তাহলে লাখ দশেক? খাস প্রজা লাখ ছয়েক, বাকী চার লাখ অখাস প্রজা?
  • Balmiki | 141.101.98.93 | ১০ মে ২০২০ ০৬:১৫444812
  • #রামায়ণ (মহাকাব্য)।
    সীতার সতীত্ব হরণ।

    রাবণের সন্তানাদি সম্বন্ধে একটি প্রবাদ আছে– “একলক্ষ পুত্র আর সোয়ালক্ষ নাতি, একজন না থাকিল বংশে দিতে বাতি।” আর অপর একটি প্রবাদ আছে–“যাহ কিছু রটে  তার কিছু বটে।” প্রবাদবাক্যের লক্ষ পুত্র না হোক তার শতাংশ সত্য হলেও রাবণের পুত্রসংখ্যা হয় এক হাজার এবং তার অর্ধাংশ সত্য হলেও সে সংখ্যাটি হয় পাঁচশ’। আর তা-তো বিস্ময়ের কিছু নয়। জন্মান্ধ ধৃতরাষ্ট্রও ছিলেন একশ এক পুত্রের জনক। 

    আর রামচন্দ্র? তার পুত্রের সংখ্যা কথিত হয় মাত্র দুটি, বলা চলে একটি। কেননা তারা ছিল সীতার এক গর্ভজাত, যমজ সন্তান। তদুপরি সে পুত্রযুগল জন্মেছিলো রামচন্দ্রের বিবাহের ২৬ বছর পর।  (বিবাহন্তে রামচন্দ্র গৃহবাসী ছিলেন ১২ বছর, বনবাসী ১৪ বছর, মোট ২৬ বছর )। 

    চোদ্দ বছর বনবাসান্তে রামচন্দ্র দেশে প্রত্যাবর্তন করলে প্রজাবিদ্রোহ দেখা দিয়েছিলো। কেননা লঙ্কার অশোক কাননে বন্দিনী থাকাকালে রাবণ সীতাদেবীর সতীত্ব নষ্ট করেছিলেন এবং অসতী সীতাকে গৃহে স্থান দেওয়ায় প্রজাগণ ছিলো ভিষণ অসন্তুষ্ট। তখন রামচন্দ্র প্রজাদের মনোরঞ্জনের জন্য সীতাদেবীকে গৃহত্যাগী করেছিলেন।  

    সীতাদেবী বন্ধ্যা ছিলেন না এবং উক্ত ২৬ বছরের মধ্যে বনবাসকালের দশ মাস অশোক কাননে রাবণের হাতে সীতা বন্দিনী ছিলেন। এই দীর্ঘকাল রতিবিরতি রামচন্দ্রের বীর্যহীনতারই পরিচয়, নয় কি?  বিবাহের ২৬ বছর পর কলঙ্কিনী বলে প্রাথমিক অন্তঃসত্ত্বা সীতাদেবীকে নির্বাসিত করা হয় বাল্মীকির তপোবনে, এই বনে রামায়ণের লেখক, কবি এবং ঋষি বাল্মীকি তপস্যা করতেন।  সেখানে জন্ম নেয় সীতার যুগল সন্তান কুশ ও লব।

    তবে সীতাদেবীর সতীত্ব রক্ষার জন্য রামায়ণের কাহিনীকার ঋষি  বাল্মীকি চেষ্টার কোনো ক্রটি করেননি। যেখানে তিনি লৌকিক অবলম্বন খুঁজে পাননি, সেখানে অলৌকিকের আশ্রয় নিয়েছেন। 

    অলৌকিকতার দু-একটি উদাহরণ হিসাবে বলা যায়, বনবাসান্তে রামচন্দ্র স্ববাসে প্রত্যাবর্তন করলে তাঁর বনবাসের বিবরণ তথা লঙ্কাকাণ্ড দেশময় ছড়িয়ে পড়েছিলো।  রাম ও সীতা দেশে ফেরার সংগে সংগেই দেশময় সীতাকলঙ্কের কানাকানিও শুরু হয়েছিলো এবং রামচন্দ্র প্রজাদের মনোরঞ্জনের জন্য সীতাদেবীকে গৃহত্যাগী করেছিলেন।

    আর একটি অলৌকিকতা  হচ্ছে, রাবণের অশোক কাননে সীতার সতীত্ব রক্ষার কোনো অবলম্বন খুঁজে না পেয়ে বলেছেন যে, জোরপূর্বক কোনো রমণীর সতীত্ব নষ্ট করলে রাবণের মৃত্যু হবে, এই বলে কোনো ঋষি তাঁকে অভিশাপ দিয়েছিলেন। কাজেই মৃত্যুভয়ে রাবণ সীতাকে স্পর্শ করেননি। সুতরাং সেখানে সীতার সতীত্ব বেঁচে আছে।

    এর পর ঋষি  বাল্মীকি লিখেছেন, বনবাস অন্তে সীতাকে নিয়ে রামচন্দ্র অযোধ্যায় পৌছুলে সেখানে যখন সীতাকলঙ্কের ঝড় বইছিলো, তখন সীতাদেবীকে অগ্নিকুণ্ডে ফেলে তাঁর সতীত্বের পরীক্ষা করা হয়েছিলো, তাতে তাঁর কেশাগ্রও দগ্ধ হয়নি। সুতরাং সীতার সতীত্ব বেঁচে আছে।

    তবে কি রামচন্দ্র শুধুমাত্র প্রজাদের মনোরঞ্জনের জন্য প্রিয়তমা পত্নী  সীতাদেবীকে গৃহত্যাগী করেছিলেন? ধর্মপরায়ণ, বীর, ধীর, সুসভ্য, সুকান্ত, জ্ঞানী, গুণী রামচন্দ্র তার ভক্তদের জন্য একটি কঠিন প্রশ্ন রেখে গেছেন।

  • Atoz | 162.158.186.185 | ১০ মে ২০২০ ০৫:৩২444811
  • ভালো কথা, সেই ধনখড় এর কী খবর? গোবরধন শুনেই মনে পড়ল ধনখড়।
  • o | 108.162.219.39 | ১০ মে ২০২০ ০৫:২৯444810
  • বুঝলেন গোবরধনবাবু, এক্সপেরিমেন্টাল সেটআপ তো রেডিই আছে। রাস্তায় পুলিশ, লাইনে মালগাড়ি সব রেডি। একবার হেঁটে দেখুন না। মালগাড়ি কত সেন্টিমিটার লম্বা, কত সেন্টিমিটার পুরু, ভরবেগের সংরক্ষণ হচ্ছে কিনা, নিউটনের সূত্র মানছে কিনা সব হাতেকলমে যাচাই হয়ে যাবে।

  • অপু | 162.158.23.16 | ১০ মে ২০২০ ০৫:২০444809
  • "দাদা  অঙ্ক কী কঠিন" !!!! :))))

  • aka | 162.158.187.178 | ১০ মে ২০২০ ০৪:৫৯444808
  • "যা ঘটেছে তা অত্যন্ত সন্দেহজনক এবং উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। অনেকের সন্দেহ শ্রমিকদের আগেই খুন করে বা খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তাঁদের দেহ রেল লাইনে ফেলা হয়েছিল। এটা রাজনৈতিক চক্রান্ত হতে পারে। উদ্দেশ্য লক ডাউনের ফলে মানুষ মারা যাচ্ছেন এটা প্রমাণ করা এবং কেন্দ্রীয় সরকারকে বদনাম করা। সরকারের উপর চাপ সৃষ্টি করে লকডাউন তুলতে মরিয়া একটি বিশেষ গোষ্ঠী। তার জানে লকডাউন উঠে গেলে করোনা রোগ দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। এটা করতে পারলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে এবং সরকার দিশাহারা হয়ে যাবে। কিন্তু এই চক্রান্ত কোন মতেই সফল হতে দেওয়া যাবে না। লক ডাউন কঠোরভাবে পালন করুন। করোনা থেকে বাঁচার এটাই আপাতত একমাত্র রাস্তা "

    কি কঠিন করে প্রমাণ করতে হবে যে লোকে মারা যাচ্ছে, লকডাউন আর বেশি দিন চালানো সম্ভব নয়।

    না দিল্লুদা এখনও দিলীপ বাবু হয়ে ওঠেননি।
  • S | 162.158.107.212 | ১০ মে ২০২০ ০৪:৩৬444807
  • Victim blaming occurs when the victim of a crime or any wrongful act is held entirely or partially at fault for the harm that befell them.
  • অপু | 162.158.198.189 | ১০ মে ২০২০ ০৪:৩২444806
  • খাইসে

    WA আইসে!! :)))

  • শালিখ | 172.68.141.21 | ১০ মে ২০২০ ০৪:২৬444805
  • কি যে বলা হচ্ছে ঠিক বুঝতে পারছি না। মহম্মদ বিন তুঘলক বা ডোনাল্ড ট্রাম্পের প্ল্যানিং আর মোদীর প্ল্যানিং একই রকম!! কিন্তু মোদী শ্রমিকদের খুন করেনি!

    কে জানে।
  • o | 108.162.219.29 | ১০ মে ২০২০ ০৪:২৫444804
  • হোয়াটস্যাপ ইউনিভার্সিটির প্রশ্নপত্র এসে গেছে। গোবরধনবাবুকে ধন্যবাদ।

  • At | 162.158.187.70 | ১০ মে ২০২০ ০৪:২৫444803
  • বাঁচতে চান তো "কেন্দ্রীয় সরকার" কে ধাক্কা মেরে ফেলুন, কল্যাণকামী শ্রমিক-সরকার কায়েম করুন।
    নাহলে কিছুদিন পরে আপনাদের লাইনে বেঁধে রেখে তার উপরে ট্রেন চালিয়ে মেরে বলবে এরা নিজেরাই এসে নিজেদের বেঁধেছিল আত্মোৎসর্গের জন্য।
  • Dillu da | 141.101.98.193 | ১০ মে ২০২০ ০৪:২০444802
  • এই মালগাড়ীর তলায় 16 জন শ্রমিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর চাই:- 
    1) হাইওয়ে না দিয়ে গিয়ে শ্রমিকরা রেল লাইনের ধার ধরে হাঁটছিলেন কেন ? আপনারা কোন জায়গা হেঁটে যেতে হলে পাকা সড়ক দিয়ে যান নাকি রেল লাইনের পাশ দিয়ে হাঁটেন ? 
    2) রেল লাইনের সাইড বরাবর 100 কিলোমিটার হাঁটলেন অথচ একটিও মালগাড়ী বা গুডস ট্রেন চলতে দেখেন নি এটা অবিশ্বাস্য। রেল লাইনের ধার দিয়ে হাঁটার সময় শ্রমিকরা নিশ্চয় একাধিক মালগাড়ী চলতে দেখেছেন। তার পরেও তাঁরা কি করে ধারণা করলেন রেল লাইনের উপরে ঘুমোনো নিরাপদ ?
    3) রেল লাইনের উপরে পাথরের টুকরো ছড়ানো থাকে। কোন মানুষ ঘুমোলে রেল লাইনের পাশের জমিতে ঘুমোবেন। রেল লাইনের পাথরের টুকরোর উপরে কেউ ঘুমোবেন না। এক্ষেত্রে এতজন লোক কেন রেল লাইনের উপরে শুয়ে ঘুমোচ্ছিলেন ? 
    4) মালগাড়ী পাঁচ কিলোমিটার দূরে থাকলেও রেল লাইনে প্রবল কম্পন হয়। তাতে রেল লাইনে মাথা রাখা লোক অনেক আগেই বুঝতে পারবেন যে ঐ লাইনে কোন ট্রেন আসছে। এক্ষেত্রে এতজন লোক থাকা সত্ত্বেও কেউ কেন সজাগ ও সতর্ক হলেন না ?
    যা ঘটেছে তা অত্যন্ত সন্দেহজনক এবং উচ্চ পর্যায়ের তদন্ত প্রয়োজন। অনেকের সন্দেহ শ্রমিকদের আগেই খুন করে বা খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তাঁদের দেহ রেল লাইনে ফেলা হয়েছিল। এটা রাজনৈতিক চক্রান্ত হতে পারে। উদ্দেশ্য লক ডাউনের ফলে মানুষ মারা যাচ্ছেন এটা প্রমাণ করা এবং কেন্দ্রীয় সরকারকে বদনাম করা। সরকারের উপর চাপ সৃষ্টি করে লকডাউন তুলতে মরিয়া একটি বিশেষ গোষ্ঠী। তার জানে লকডাউন উঠে গেলে করোনা রোগ দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। এটা করতে পারলে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়বে এবং সরকার দিশাহারা হয়ে যাবে। কিন্তু এই চক্রান্ত কোন মতেই সফল হতে দেওয়া যাবে না। লক ডাউন কঠোরভাবে পালন করুন। করোনা থেকে বাঁচার এটাই আপাতত একমাত্র রাস্তা 

  • Atoz | 162.158.187.70 | ১০ মে ২০২০ ০৪:১৮444801
  • ওদিকে লোকে প্রাণপণে নেচে নেচে তার ভিডিও করে ফেবুতে আপলোডাচ্ছে, কেউ হারমোনিয়ম পিটিয়ে তারস্বরে গান করে তার ভিডিও পোস্টাচ্ছে, কেউ কেউ বাটি বাটি রান্নার ছবি তুলে আপলোড করছে। ফেবু ভেসে যাচ্ছে এইসবে। তারই পাশাপাশি মারাত্মক সব খবর, প্রাণহানি, অত্যাচার, গণকবর, দুর্ঘটনা।
    ফেবু যেন একটা অদ্ভুত কল, বিশাল সংখ্যক মানুষকে প্রায়- অনুভূতিহীন করে ফেলেছে। দেখতে দেখতে দেখতে দেখতে ভোঁতা হয়ে গ্যাছে।
    ব্রেভ নিউ ওয়ার্ল্ডের সেই মানুষগুলোর মতন, সবই আগে থেকে ডিফাইন্ড, সবাই ডিজাইন করা মানুষ, আল্ফা বিটা গামা ডেল্টা এপসাইলন ইত্যাদি। কেউ কোনো তেড়িবেড়ি করে না, সবাই যার যার ডিফাইন করা কাজ করে চলেছে, আলফা প্রভুগণ হুকুম আর এপসাইলন দাসেরা সেই হুকুম তামিল। ফ্যাক্টরিতে তৈরী মানুষ সব।
  • aka | 162.158.187.198 | ১০ মে ২০২০ ০৩:৪৯444800
  • *আমি না, আপনি কে বটেক?
  • aka | 162.158.186.185 | ১০ মে ২০২০ ০৩:৪১444799
  • বিশ্বরূপ, খাইসে আমারে থিওরেটিকাল প্রশ্ন।

    পান্তুয়া? আমি কে বটেক?

    পান্তুয়ায় পরিমাণ মতন ময়দা, সুজি এসব দিতে হয়। ২ঃ১ অনুপাতে মানে ২ কিলো ছানার সাথে ১ কিলো ময়দা আর সুজির মিশ্রণ মেশাতে হয়।
  • Atoz | 162.158.187.76 | ১০ মে ২০২০ ০৩:১৬444798
  • বার্টি, আদরের বার্টিসোনা। ঃ-)
  • o | 173.245.52.134 | ১০ মে ২০২০ ০৩:১১444797
  • ঐ অ্যালবার্টের সঙ্গে বিড়ি ফুকে ফেরার পথে। দাদুর খুব বিশ্রী অব্যেস ছিল লোকজনকে ইচ্ছেমত নাম দেওয়ার। অ্যালবার্টকে হরিচরণ বলে ডাকেননি অ্যালবার্টের চোদ্দোপুরুষের ভাগ্যি!

  • Atoz | 162.158.187.76 | ১০ মে ২০২০ ০৩:১১444796
  • কিন্তু দাড়িদাদু রাস্তায় খরগোস দেখে অমন উত্তেজিত হলেন কেন কেজানে! হয়তো আগে ওরকম মুক্ত খরগোস দ্যাখেন নি, তা হতে পারে। ঃ-)
  • অর্জুন | 172.69.134.50 | ১০ মে ২০২০ ০৩:০৮444795
  • আইনষ্টাইনের সঙ্গে দেখা করে পটসড্যাম থেকে ফেরার পথে । সঙ্গে কালিদাস নাগ। কালিদাস নাগের ভূমিকায় ঋতুপর্ণ অভিনয় করিয়েছেন তাঁরই নাতি অশোক বিশ্বনাথনকে দিয়ে। 

    কালিদাস নাগের 'কবির সঙ্গে একশো দিন' এ ঘটনা টির উল্লেখ আছে।

    শিলাইদহ পর্ব সুন্দর দেখানো হয়েছে এই ছবিতে।   

  • Atoz | 162.158.187.76 | ১০ মে ২০২০ ০৩:০০444794
  • ঋতুপর্ণের "জীবনস্মৃতি" দেখেছিলাম অনেক আগে। একটা জায়্গাই শুধু মনে আছে, শীতের দিন, তুষারাবৃত জার্মানি। রাস্তায় কতগুলো খরগোস দেখে দাড়িদাদু কাকে যেন বলছেন, "এইগুলো কি সত্যিই খরগোস? " ঃ-)
  • বিশ্বরূপ | 162.158.158.176 | ১০ মে ২০২০ ০২:৫১444793
  • @আকা 

    আমিও আজ খাসি নামালাম , পান্তুয়া র এক্সপেরিমেন্ট টা ফেল করে কেমন রসবড়া গোছের হয়ে গ্যালো 

    আচ্ছা যদি কিছু মনে না করেন একটা থিওরিটিক্যাল প্রশ্ন করবো? এই কল্যাটেরাল ড্যামেজ আর চেইন এফেক্ট নিয়ে ?

  • aka | 162.158.187.200 | ১০ মে ২০২০ ০২:৩৩444792
  • রান্না-পোলাও আর মাটন কোর্মা। মাদার ডে উপলক্ষ্যে।
  • বিশ্বরূপ | 162.158.155.25 | ১০ মে ২০২০ ০২:২০444791
  •   @আকা 

    আমি একমত , সরকার অপদার্থতা দেখিয়েছে

    একমত যে শ্রমিক মৃত্যু অবাঞ্ছিত ও অনাকাঙ্খিত 

    কিন্তু এটাও আমার মত যে 'শ্রমিকের রক্তে ওই লাল হলো মোদী র হাত " স্লোগান -- এটাও ওভার সিমপ্লিফিকেশন 

    সরকার দুঃখপ্রকাশ করেছে , ক্ষতিপূরণ ও দিয়েছে , হ্যাঁ , তাতে একটাও প্রাণ ফিরে আসবেনা, কিন্তু প্ল্যানিং এর অভাব প্রথম বিশ্বের জ্ঞানী লোকেদের মধ্যে ও দেখা গ্যাছে , ছোট দেশ গুলোতে প্ল্যানিং করা সোজা , ওতো গ্ল্যামার , পয়সা , ক্ষমতা নিয়ে ট্রাম্প সাহেব নিজেও ল্যাজে গোবরে. কোনো বিকল্প পার্টি আছে কি এই মুহূর্তে যারা আপনার মনে হয় বেটার প্ল্যানিং করে অবস্থা আয়ত্তে  এনে ফেলতো ?

    পার্সোনাল এটাক না করে আর আপনার বন্ধুর মতো বাবুলাল এর চাকরির উপদেশ না দিয়ে সোজা উত্তর দেবার জন্য ধন্যবাদ 

    রান্না র ব্যাপারটা এমনি কৌতূহল হচ্ছিলো , খারাপ লাগলে ক্ষমা চাইছি  

  • অর্জুন | 162.158.165.65 | ১০ মে ২০২০ ০২:২০444790
  • ঋতুপর্ণ ঘোষের বানানো রবীন্দ্র তথ্যচিত্র 'জীবন স্মৃতি' দেখলাম মন দিয়ে। রিলিজ করার পরে পরেই দেখেছিলাম। 

    ভাল লাগল । তবে আনা তড়খড় আমেদাবাদে শুধু রবীন্দ্রনাথের দাড়িতে হাত বুলিয়ে চলে গেল, এটা কেমন হল! আনা, রবিকে English etiquette শিখিয়েছিল। শিখিয়েছিল কথ্য ইংরেজি বলতে । রবি তাকে গান শোনাত  পিয়ানো বাজিয়ে আর 'গীতাঞ্জলি'র পাণ্ডুলিপি নিয়ে বিলেত পর্বও বাদ গেল !! 

    বোলপুরের ব্রহ্ম আশ্রম স্কুলের প্রথম পর্বটিও বাদ । 

  • aka | 162.158.187.240 | ১০ মে ২০২০ ০২:০০444789
  • বিশ্বরূপ বাবু, লকডাউন আর একটু প্ল্যান করে করলেই এসব অনেকটা ঠেকানো যেত।
  • বিশ্বরূপ | 141.101.98.133 | ১০ মে ২০২০ ০১:৫৮444788
  • @এ

    এডভাইস এর জন্যি ধন্যবাদ স্যার , তা বাবুলাল কেন , আপনার কাছে চাকরি থাকলে তাই দিন না , আপনার যা লেখাপড়া র লেভেল নিশ্চয় চাইলেই দু দশজনের চাকরি নিমেষে করে দিতে পারেন 

    এগুলো তো পুরোনো বস্তাপচা টেকনিক , যুক্তি পছন্দ না হলে পার্সোনাল লেখাপড়া , আই কিউ ইত্যাদি বলে খাপ বসানো 

    আপনি একটু বোধ হয় ভুল করছেন , আমি বিজেপি র মুখপাত্র নোই , সমর্থক ও নোই , কিন্তু অন্ধ ভক্ত আর অন্ধ বিরোধী দুটোই সমান পরিত্যাজ্য 

    আপনি আমার যুক্তির ভুল ধরুন আপনার যুক্তিও দিন 

    এসব বাবুলাল ইত্যাদি লিখে কি achieve করার আছে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত