এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২১:৫৭446050
  • একলহমা,
    আসলে কোনটা ঠিক? আম্পান না উম্পুন? কেউ কেউ আবার আম্ফানও বলছে।
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২১:৫৫446049
  • গরমকালে জোব্বা পরে থাকা খুব চাপ। উনি হয়তো ঘরের ভেতর জোব্বা খুলে তালপাতার পাখা দিয়ে হাওয়া খেতেন। ঃ-)
  • @#$%^&*( | 223.191.50.92 | ২০ মে ২০২০ ২১:৫২446048
  • টুপিটা উনি মহাত্মা হয়ে যাওয়ার পর তাঁর কটিমাত্র বস্ত্রাবৃত দর্শনের সঙ্গে যেত না।
  • !@#$%^&*( | 223.191.50.92 | ২০ মে ২০২০ ২১:৫১446047
  • ওটাও স্টাইল স্টেটমেন্ট। গগনেন্দ্রনাথের ডিজাইন, প্রাচ্যের প্রাজ্ঞ ব্যক্তি ইমেজের সঙ্গে সাজুয্য রেখে।
  • !@#$%^&*( | 223.191.50.92 | ২০ মে ২০২০ ২১:৫০446046
  • ওটাও স্টাইল স্টেটমেন্ট। গগনেন্দ্রনাথের ডিজাইন, প্রাচ্যের প্রাজ্ঞ ব্যক্তি ইমেজের সঙ্গে সাজুয্য রেখে।
  • %^&*(#$ | 223.191.50.92 | ২০ মে ২০২০ ২১:৪৯446045
  • ধ্রুবজ্যোতি কে?

    আজকাল সাংবাদিকদের ভরসা নেই। সুধীরভাই বা অর্নবকে থানায় জেরা করেছে ঐ নিয়েও চাড্ডি প্রচারে অনেক অভিযোগ শুনি। তাই পুরোটা না জেনে কিছু ধরনা করা মুশকিল।
    এই সন্ময়বাবুরও আবার অনেক চাড্ডি ব্যাপার আছে।
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২১:৪৮446044
  • আর রবীন্দ্রনাথের ঐ আলখাল্লা বা জোব্বা ধরণের ঐ পোশাক! এও বেশ বিচিত্র। সব জায়্গায় এই বিরাট আলখাল্লা পরা অবস্থাতেই ঘুরেছেন, দেশে বিদেশে। এই পোশাক উনি পরতে শুরু করলেন কবে? কেনই বা? সমসাময়িক আর কেউ যেমন ওঁর দাদারা বা বন্ধুস্থানীয়রা বা আর কেউ---কেউ তো জোব্বা পরতেন না?
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২১:৪৪446043
  • মহাত্মা নিজেও তো পরতেন না। মানে নিশ্চয় কালেভদ্রে টুপি পরতেন, কিন্তু ছবিতে তত দেখা যায় না। এদিকে নেহরুর ক্ষেত্রে প্রায় সব ছবি টুপিয়ালা।
  • $%^&*(( | 223.191.50.92 | ২০ মে ২০২০ ২১:৩৯446042
  • নেহেরুর টুপি কাপড় দিয়ে তৈরী। লোকজনের মধ্যে টুপি পাগড়ি ইত্যাদি কিছু একটা দিয়ে মাথা ঢাকার চল ছিল, বিশেষ করে অভিজাতদের মধ্যে, তাই হয়তো পরতেন। রবিবাবুরও যেমন অনেক টুপি পরা ছবি আছে। আবার এত হ্যান্ডু লোক কিন্তু টাক, সেটা ঢাকার জন্যেও হতে পারে। স্টাইলিশ লোক, ট্রেন্ড সেটার, জহর কোট, তবে টুপিটাকে গান্ধীটুপি বলা হয়।

    এবার অনেকেই টুপি পরতেন ও না। তাঁরা কেন পরতেন না আমি জানি না। মানে ধরুন কেউ আমাকে বললো আপনি রোদে বেরুলে রোদচশমা পরেন কেন? আমার উত্তর হবে, এসব অ্যাকসেসরি আমার ভালো লাগে তাই, জিনিসটা ফ্যাশনেবলও, অনেকেই পরে। এবার যদি প্রশ্ন করেন, সবাই পরে না কেন? তার উত্তর আমার কাছে নেই।
  • সন্ময় | 197.189.202.22 | ২০ মে ২০২০ ২১:৩৪446041
  • ভাবছিলাম যা তাই হল ।

    আজ সন্ধ্যে থেকে CN চ্যানেলের ওপর ছুড়ির কোপ পড়ল । SITI cable কে দিয়ে সম্প্রচার বন্ধ করা হল । কালার বার imposed করে গলা টি টিপলেন তিনি ।

    বল বল আমার হয়ে কথা বলবি বল । সবাই বলছে তুই বলবি না কেন ?  স্থায়ী ভাবে black out করলে হুল্লোড় হবে । সংবাদ স্বাধীনতা নিয়ে চিৎকার হবে । তাই ঘুরিয়ে বন্ধ করা হল সম্প্রচার । আর SITI CABLE যেহেতু বৃহত্তম কেবল অপারেটর তাই তাদের দিয়েই করা হল কাজটি ।  

    দুটি ঘটনার কথা মনে এল । 

    ২০১৬, কলকাতা টি ভি তখন অনুপ্রাণিত নয় । নিজের মত করে কথা বলত । তৎকালীন কলকাতার মেয়র শোভন  চট্টোপাধ্যায়  সমস্ত অপেরেটর দিয়ে কলকাতা টিভি র সম্প্রচার বন্ধ করালেন । তারপর অন্যান্য ওষুধ প্রয়োগ করে পথে আনলেন চ্যানেলকে । এখন পুরোপুরি 'অনুপ্রাণিত' । purpose served ।

    অনিক দত্তের 'ভূতের ভবিস্যতের' কথাও মনে পড়ছে । নন্দন চত্তরে  ফিল্ম উৎসবে নির্লজ্জের মত মমতার কাট আউট দেখে শালীন ভাবে তীব্র প্রতিবাদ করেছিলেন । অন্যান্য তথাকথিত বুদ্ধিজীবীরা তখন এটা ওটা পাওয়ার লোভে দেখেও না দেখার ভান করছিলেন । ফলে সব রাগ জমা হল অনিক দত্তের ওপর । রাতারাতি ভবিষ্যতের ভূত ভ্যানিসড হল ২০টি হল থেকে । ফিল্ম দুনিয়ার দুই বিশ্বাস brothers কে দিয়ে কাজটি করিয়েছিলেন তিনি । সামনে উর্দি ধারীদের রেখে । অনুপ্রাণিত জয় গোস্বামী, নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, শাঁওলি মিত্র কিম্বা অরিন্দম শীলরা তখনও চুপ । ভবিষ্যতের ভূতের producer নাকে খদ দিতে বাধ্য করেছিলেন রাজ্য সরকারকে । হাই কোর্ট, সুপ্রিম কোর্ট দৌড়ে  ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণও আদায় করেছিলেন রাজ্য সরকারের কাছ থেকে ।

    হলে কি হবে নির্লজ্জের তো লজ্জা নেই । দু কান কাটা । চামড়া মোটা । বেলতলায় বারবার যায় । মুখ পোড়ে । পুড়লে কি হবে  জানে 'পোড়া মুখ' বারবার পুড়লে লোকে ধরতে পারেনা ।   

    ক'দিন আগেই নবান্নের evening show তে CNএর মণীশ কীর্তনিয়াকে ধমকেছিলেন । তোমার প্রশ্নের উত্তর দেব না । পরে চমকেছিলেন - মণীশ, তুমি নবান্নে ঢুকলে কি করে ? তোমার তো accredition নেই । বিশ্বর সঙ্গে যোগাযোগ করো ।    

    কে এই বিশ্ব ? সে অন্য কাহিনী ।আজ নয়, লিখব কোনদিন ।  

    accredition সত্যিই নেই । CN চ্যানেলের কোন সাংবাদিককে accredition দেয়নি নবান্ন । অনুপ্রাণিত না হওয়ার অপরাধে । 

    তাও চলছিল । পছন্দ হল না তাঁর । লেলিয়ে দিলেন  cable operator দের ।  একদম ২০১৬ স্টাইল ।  যে ভাবে কাছে এনেছিলেন কলকাতা tv কে । পুরানো  ছক । শুধু নতুন খদ্দের ।

    CN চ্যানেল বশ্যতা স্বীকার করবে কি না জানিনা । বিশ্ব কে দিয়ে accredition আটকাবেন । একের পর এক একে ওকে দিয়ে legal notice খাওয়াবেন । পুলিশ লেলিয়ে দেবেন । নবান্ন সহ সব সরকারি অফিসে ঢোকা বন্ধ করে দেবেন । বিজ্ঞাপনের হাত ছানি  দেওয়াবেন । পুরসভাকে দিয়ে CN চ্যানেলের building tax লাগামহীন করে দেবেন । সব অস্ত্র প্রয়োগ করবেন । বিদায় যোগ যত কাছে আসবে । 
      
    আর অন্য সব সংবাদ মাধ্যম ? সবাই চুপ করে থাকবেন ? অনুপ্রেরণার ঘাটতি দেখলে NEWS 18 এর ধ্রুবজ্যোতি প্রামাণিক হতে এক ঘণ্টাও সময় লাগবে না । যাকে একটা সংবাদ পরিবেশনের দায়ে ৬ ঘণ্টা থানায় জেরার নামে বসিয়ে রেখে humiliate করা হয়েছিল ।  অনুপ্রেরণার  জুতো পায়ে একবার গলালে কতটা অনুগত হতে হয় তার ইতিহাস অনেক । বাকি সংবাদ মাধ্যম যদি এখনো তা না বোঝে 'ধ্রুবজ্যোতি' হতে তাঁদেরও সময় বেশী লাগবে না । সেদিন চ্যাঁচালে লোকে বলবে বেশ হয়েছে । 

    আজ পাঠক সব দেখছে, দর্শক সব শুনছে । মনে মনে প্রহরও গুনছে । কোন সংবাদ মাধ্যম কোন দলের পক্ষে এ কথা বিচার করে তার মৃত্যু দণ্ডাদেশ দেবে রাষ্ট্রশক্তি ?  ঘুঁটে পুড়লে গোবর হাসলে 'একদা ২৪ ঘণ্টা'র বিরুদ্ধে রাষ্ট্র শক্তি মৃত্যু দণ্ডাদেশ দিলে হাসতেন তো তাঁরা ? গণশক্তিকে আদালতের নির্দেশের পরেও এই সরকার বিজ্ঞাপন দেওয়া বন্ধ রেখেছে । ঐতিহাসিক কালান্তরের কাতর আবেদনেও এই সরকার বিজ্ঞাপন দেয়নি  । মৃত্যুর  বালিশে মাথা রেখেছে সে । শুধু শাসকের রোষানলে থেকে ।   
    সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার এই নির্লজ্জ শয়তানির মগজের বিরুদ্ধে আজ কথা বলতেই হবে সব্বাইকে । জাত, ধর্ম, দল, রং খোঁজার সময় আজ নয় । আগুন লেগেছে শিয়রে । ঔদ্ধত্বের সেই আগুন নেভাতেই হবে ।   
           
    প্রতিবাদ ছড়িয়ে পড়ুক  প্রতিটি কলমে,  মস্তিষ্কের অন্দরে, হৃদয়ের  অলিন্দে ।  
           
    শুরু হোক নতুন করে  - বুঝিয়ে দেওয়ার দিন ।।   মুখ খোলার দিন ।। 

    সন্ময় বন্দ্যোপাধ্যায় ( ৯৮৩০৪২৬০৭৮ )

  • একলহমা | ২০ মে ২০২০ ২১:৩৩446040
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ১৯:৫৯446097

    কোথায় নাকি আম্পানকে লিখেছে উম্পুন। লোকে ফেবুতে বলাবলি করছে।

    ***

    আবাপ-তে লিখেছে দেখলাম‌ যে প্রকৃত উচ্চারণ হবে উম্পুন।

  • lcm | 99.0.80.158 | ২০ মে ২০২০ ২১:২৯446039
  • আমফানের তাণ্ডবে উত্তর ২৪ পরগনায় ভেঙে পড়েছে মোট ৫২০০টি কাঁচা বাড়ি

    কলকাতা: কলকাতায় ১১০ কিমি বেগে কলকাতায় আছড়ে পড়ল ভয়ঙ্কর আমফান ! যত সময় এগোচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে আমফান ৷ ঝড়ের জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা শহরে ৷ ঝড়ের তীব্রতা এতটাই যে উত্তর ২৪ পরগনায় ভেঙে পড়েছে মোট ৫০০০টি কাঁচা বাড়ি ৷

    মারাত্মক জোরে হাওয়া, বৃষ্টিতে নাজেহাল কলকাতা, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর ৷ ইতিমধ্যেই শহরের বহু রাস্তায় গাছপালা ভেঙে পড়ার খবর রয়েছে ৷ তুফান হাওয়ায় তটস্থ ঘরবন্দি মানুষেরা ৷ পূর্বাভাস অনুযায়ী, শহর কলকাতায় ঝড়ের বেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিমি প্রতিঘণ্টায় ৷ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড়ের ।পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় সবচেয়ে ভয়ঙ্কর হতে চলেছে আমফান । ঘণ্টায় এর গতিবেগ থাকতে পারে ১৬০ কিমি ।
  • lcm | 99.0.80.158 | ২০ মে ২০২০ ২১:২৩446038
  • aka | 162.44.245.32 | ২০ মে ২০২০ ২১:০১446037
  • ধুর, নেহেরুর টুপি তো টাক ঢাকতে ব্যবহার হত। টাকে আর কিছু ছিল কিনা, মাঝে মাঝে অন্য কিছু টাকে উঠত কিনা এসব নিয়ে তদন্ত কমিশন নীরব।
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২০:৫০446036
  • কিন্তু এই লোক পজিটিভ কিউব আর নেগেটিভ কিউব দিয়ে কাটাকুটি করে এক বিরাট ডাইমেনশনলেস জিনিস বার করেছেন। ঃ-)
  • dc | 103.195.203.97 | ২০ মে ২০২০ ২০:৪৬446035
  • মানে জিওমেট্রিকাল পয়েন্ট, যার কোন ডাইমেনশান নেই। কদিন আগেই মেয়ের সাথে পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম।
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২০:৩৮446034
  • বুঝলেন ডিসি, এক ছোকরা এক কল্পগল্প লিখেছে নেগেটিভ ডাইমেনশন নিয়ে। এই (x,y,z,t) তো আছে, তিনি এনেছেন (-x,-y,-z,-t) এর ব্যাপার। এ আর এমন কী? এ তো হামেহাল ব্যবহার হয় । দিকের ব্যাপার আর টাইম t=0 এর আগের টাইম। কিন্তু এই লেখক ভেবেছেন কি এদের মেশালে পজিটিভে নেগেটিভে কাটাকুটি হয়ে গিয়ে পড়ে থাকে এক ডাইমেনশনলেস জায়গা, যেখানে স্পেসটাইম কিছু নেই। সেইরকম এক গর্ত নিয়ে কাহিনি। সেই গর্তে জিনিসপত্র ফেলে দিত আর গিয়ে পড়তো উল্টো মহাবিশ্বে। হি হি হি হি ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২০:৩১446033
  • কিন্তু ইন্দিরা তো টুপি পরতেন না! তব্যে? ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২০:২৮446032
  • ঐ টুপিটা হয়তো অ্যান্টেনা টাইপের কিছু। ঐ দিয়ে রিসিভ করতেন ডেটা। ঃ-)
  • dc | 103.195.203.97 | ২০ মে ২০২০ ২০:০৬446031
  • সেরেছে নেহরুর টুপি আবার কি কেস? সেখানেও কি ডিপ স্টেট?
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ২০:০১446030
  • সরকারী পার্কে দোলনা চড়া যায়? ঈশ, আগে জানলে তো সপ্তাহে একবার করে অন্ততঃ গোটা ত্রিশ দোল দুলে আসতাম! ঃ-)
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ১৯:৫৯446029
  • কোথায় নাকি আম্পানকে লিখেছে উম্পুন। লোকে ফেবুতে বলাবলি করছে।
  • Atoz | 151.141.85.8 | ২০ মে ২০২০ ১৯:৫৮446028
  • নেহেরুর টুপি কিন্তু ভুলিনি । প্রশ্নটা আছে। ওটা কীসের টুপি? কেনই বা পরতেন?
  • dc | 103.195.203.97 | ২০ মে ২০২০ ১৯:৪২446027
  • একটা খবর দি। আমাদের পাড়ায় একটা বাড়ি বানানো হচ্ছিল, সেখানে আটজন কর্মী লকডাউনের শুরুতে আটকা পড়ে গেছিলেন, এখানে লিখেছিলাম। তারপর থেকে ওনাদের ওই বাড়িতেই শেল্টার করার ব্যব্স্থা হয়, কিছু রেশান ইত্যাদিও পেয়েছিলেন। কিন্তু ওনারা বাড়ি ফেরার জন্য ছটফট করছিলেন। দলের সব্বাই ইউপির একটা গ্রামের। তো গত শুক্কুরবার ওনাদের একজনকে সেন্ট্রাল স্টেশানে নিয়ে যাওয়া হয়েছিল, সবার ফর্ম ফিলাপ করে ফিরে এসেছিলেন। আর সোমবার ওনারা রওনা দেন। আজ একজনের সাথে কথা হলো, সবাই গ্রামে ফিরে গেছেন। ট্রেনে টিকিটের পয়্সা কেউ চায়নি, বরং খাবার দিয়েছিল। আর দিল্লি থেকেও বাসে করে বিনে পয়সায় গ্রামে পৌঁছে দিয়েছে। এখন সবাই কোয়ারান্টাইনে আছেন অন্য অনেকের সাথে, তবে বাড়ির থেকে খাবার পৌঁছে গেছে, বাড়ির লোকজনের সাথে কথা বলেছেন। সবাই খুব খুশী।
  • b | 14.139.196.11 | ২০ মে ২০২০ ১৮:৪২446024
  • লাস্ট লাইনটা সাংঘাতিক
    "তবে করোনা আতঙ্ক কাটিয়ে উঠতে দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এই রিপোর্টে করোনা আতঙ্ক অনেকটাই কাটিয়ে ওঠা যাবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।"
    বোধ হয় এ বি পি আনন্দের রিপোর্টার, মাইক কেড়ে কলম ধরিয়ে দিয়েছে হাতে।
  • I | 162.44.245.32 | ২০ মে ২০২০ ১৮:২৯446022
  • "এই যে লোকে আম্পান বলছে, এতে কেবলই পুরানো সেই দিনে সাম্পানের ভায়ের নামকরনের কথা মনে পড়ে যাচ্ছে। বিদগ্ধ জনেরা শুক্কুরের পদ্যের সম্মানে সাজেস্ট করেছিলেন রাম্পান।
    সেই রামও নেই সেই বাসের হঠাৎ ব্রেক দেবার জন্য হুমড়ি খেয়ে পড়ার জন্য বিদিশার নিশাও নেই।
    কিম্বা হয়ত আছে অন্য নিকে অন্য এস্টাইলে!"

    ঐ রাম্পান নাম আমার কপিরাইট।
  • ছাগলছানা | 197.189.202.22 | ২০ মে ২০২০ ১৭:০১446021
  • ছাগলছানা | 103.52.254.112 | ২০ মে ২০২০ ১৬:০৯446086

    এটাও আমি নোই 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত