এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a79:3c41:a750:aead:5328:9bf4 | ২৪ মে ২০২০ ০৫:১৯446231
  • এল সি এম, সৈকত (২য়) র টই টা কোনো সার্চ এই পাচ্ছিনা। অন্তত একটা আমি শুরু করেছিলাম।
  • Deep | 68.183.86.95 | ২৪ মে ২০২০ ০৫:১৭446230
  • ফ্ল্যাটের ব্যালকনি থেকে জনৈক যুবক হাতে বিলিতি ব্ল্যাক কফির মাগ নিয়ে আর্মির উদ্দেশেঃ দেখুন, আপনারা গাছটা এইভাবে কাটুন, এতে গাছের পৌষ্টিকতন্ত্র অক্ষত থাকবে। আর পাতাগুলোকে এইভাবে ছাঁটবেন, তাতে পাতার নার্ভাস সিস্টেমের কোন ক্ষতি হবে না। রাস্তাটা যখন পরিষ্কার করবেন, তখন এইভাবে ঝাঁট দেবেন, তাতে রাস্তার হার্ট আর লাংস ভাল থাকবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, ইলেকট্রিকের তারে কানেকশন দেওয়ার সময় গ্রিডের ব্যালেন্সটা সবার আগে ক্যালকুলেট করবেন। এই সবগুলোর ওপর কিন্তু করোনার প্রতিরোধ নির্ভর করছে।

    আর্মি বিরক্ত হয়েঃ এ ভাই তুই কে রে? তখন থেকে এইসব ভাট বকছিস?

    যুবকঃ আমি বা আমরা অন্যসময় আপনাদের রেপিস্ট বলি বা আমাদের বাবারা আপনাদের মারলে, সেলিব্রেট করি, কিন্তু এখন সিঙ্গল মল্টের স্টক শেষ, গাছগুলো না সরালে যেতে পারছি না। ঝড়ের জন্য ঘরটাও ফাঁকা নেই যে লেনিন বোঝাতে কোন মামণিকে ডাকব। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক সবের চার্জ শেষ। ফেসবুকে সর্বহারার শ্রেণী সংগ্রামের স্বার্থে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদবিরোধী ন্যারেটিভগুলোও নামাতে পারছি না। তাই বাধ্য হয়ে আপনাদের কাজ তদারকি করতে হচ্ছে।

    আর্মিঃ কে বলেছে তোকে আমাদের কাজ তদারকি করতে?

    যুবকঃ আমাদের বলতে হয় না। আমরা যেচেই সব ব্যাপারে জ্ঞান ফলাই। সব বিষয়ে আমরা সব জানি।

    আর্মিঃ তার নমুনা তো দেখতেই পাচ্ছি। তা তুই কে? যুবকঃ আপনাদের ওসব বোঝার যোগ্যতা নেই। আগে আমাদের এলিট ইউনিভার্সিটির আর্টসে চান্স পেয়ে দেখান। তারপর কথা বলবেন। যান, আগে পড়াশোনা করে আসুন।

    আর্মিঃ তাহলে গাছ কাটবে, তার জুড়বে আর রাস্তা পরিষ্কার করবে কে? তুই?

    যুবকঃ ওসব ছোটলোকের কাজ আমরা করিনা। যাই, ভেতরে যাই। ভারতের টুকরো করে, স্বাধীন বাংলাস্তানের আজাদীর দাবীতে থিসিস নামাতে হবে।

    আর্মিঃ এখানে এইসব স্যাম্পেলদের এইভাবে ঘরে, রাস্তায় খোলা ছেড়ে রাখে? কী জানি বাবা। নাও, হাত লাগিয়ে কাজ করো। অনেক কাজ বাকী।

  • Deep Chatterjee | 68.183.86.95 | ২৪ মে ২০২০ ০৫:১৩446229
  • Deep Chatterjee | 68.183.86.95 | ২৪ মে ২০২০ ০৫:১২446228
  • Atoz | 151.141.85.8 | ২৪ মে ২০২০ ০৪:৪০446227
  • ইউক্লিড সিঙারা খেতেন না তো! ওঁদের গ্রীসে সিঙারা টিঙারার প্রচলন নেই বলেই মনে হয়। সেইজন্যেই পুর নিয়ে ওনার চিন্তা ছিল না। ঃ-)
    পরে মিশরে গিয়ে সিঙারা খেয়েছিলেন কিনা সেটা একটা প্রশ্ন অবশ্য। ঃ-)
  • নারায়ণ দেবনাথ 06:6000:6a0c:e00:c4b3 | 77.73.68.129 | ২৪ মে ২০২০ ০৪:৩৮446226
  • যখন রাজ্য আয়ুষ্মান প্রকল্প থেকে নাম তুলে নিয়েছিল তখন আপনাদের একবারও রাজ্যের দরিদ্র মানুষগুলোর কথা মাথায় আসেনি।মোদীর বিরোধিতা করে করছে যখন ঠিকই আছে ভেবে এড়িয়ে গেছেন।

    রাজ্যের কয়েক লক্ষ কৃষক যখন মাননীয়ার রাজনৈতিক ইগোর কারণে কৃষক সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছিলো তখন‌ও আপনাদের মনে হয়নি একের পর এক প্রকল্প থেকে সরে এসে আমরা আস্তে আস্তে এদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।মোদীর বিরোধিতা করছে তো ঠিকই আছে বলে আবার এড়িয়ে গেছেন।

    ভোটের আগে উনি যখন ফনি পরবর্তী বৈঠকে যাওয়ার আগে বলেছিলেন "কে প্রধানমন্ত্রী আমি মানিনা" তখন আপনি আহা! কি দিচ্ছে বলে হাততালি দিয়েছেন।

    এছাড়াও দেশের প্রধানমন্ত্রীকে,স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যে ঢুকতে বাধা দেওয়া,বিরোধী দলের নেতা হওয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে রাজ্যে ঢুকতে না দেওয়া ইত্যাদি ইত্যাদি অনেক সময় আপনারা বসে বসে মজা নিয়েছেন।

    আর আজ হঠাৎ আপনাদের মনে পড়ে গেলো, দেশ আমাদের দেখছেনা,আমাদের আলাদা করে দিতে চাইছে কেন্দ্র,আমরা এদেশেরই নয়!!

    "একলা চলো রে " ট্যাগলাইন দিয়ে ফুটেজ খাওয়ার আগের ঘটনা গুলোর দিকেও একই গুরুত্ব সহকারে নজর দিতে হতো।কিন্তু সেটা তো আপনি করবেননা।কারণ বিরোধিতা করাই যেখানে মূলমন্ত্র সেখানে সাধারণের জীবন,প্রয়োজন,রাজ্য,দেশ সবকিছুই তো তুচ্ছ।

  • বিশ্বরূপ রায় | 185.123.101.84 | ২৪ মে ২০২০ ০৪:৩৫446225
  • @atoz da

     এই না হলে রেভলিউশনারী বেরেন 
    আরে আমি তো বোকার মতো M থিওরি ফলো করে euclydian hyper স্পেস দিয়ে পুর ঢোকানোর চেষ্টা করছিলাম . অনেকটা GAT চুক্তির সমাধানে কারাত সাহেবের মতো 

    এইবার পেয়েছি ফর্মুলা 

    আজ সিঙ্গারা বেচারা পালিয়ে যাবে কোথায় 

  • shaalikh | 2606:6000:6a0c:e00:c4b3:f457:df03:6f1c | ২৪ মে ২০২০ ০৪:২৯446224
  • :|: কি বুদ্ধের কথা বলছেন? কোন উপনিষদে বুদ্ধের কথা আগে থেকেই ছিল একটু জানতে ইচ্ছে করছে।
  • Atoz | 151.141.85.8 | ২৪ মে ২০২০ ০৪:০৯446223
  • আরে এও বুঝলেন না আপনি না মশাই আমাদের বিশ্বম্ভর মিশ্রের বড়দা? পুর যাবে হায়ার ডাইমেনশন দিয়ে। তিনদিক বন্ধ খোল রাখবেন থ্রী ডাইমেনশনাল স্পেসে, আর পুর থপাস করে পুরে দেবেন ফোর্থ স্প্যাশিয়াল মাত্রার মধ্য দিয়ে। থ্রী ডাইমেনশনাল তেলে ভেজে ফেলুন। ব্যস হয়ে গেল। ঃ-)
  • বিশ্বরূপ রায় | 185.123.101.84 | ২৪ মে ২০২০ ০৩:৫৭446222
  •  Atoz da 

    সিঙ্গারা র রেসিপি টা আপনি একটু দিন না স্যার 

    কিছুতেই পারিনা , খালি মনে হয় তিন দিক বন্ধ হলে পুর ভেতরে যাবে কি করে? 

  • :|: | 174.255.129.215 | ২৪ মে ২০২০ ০৩:৪১446221
  • ৪ মে ২০২০ ০২:১৫-এর প্রেক্ষিতেঃ
    এই কালজয়ী মন্তব্যটি নিয়ে বলার ছিলো এই যে, জরা, মিত্যুর কিনারা উনি করতে চানই নি। যদ্দুর বুঝি ওনার প্রোজেক্ট ছিলো ওসবের মধ্যেও আপনি কি করে আনএফেক্টেড থাকবেন। অত্থাত জুতা আবিষ্কার। এখন যেহেতু ওনার আগেই সেইসব ফর্মুলা উপনিষদে ছিলো, তাই চাকা পুনরাবিষ্কারও বলতে পারেন। এনি ওয়ে, নতুন জুতা বা পুরনো চাকা, যাই হোক, ওনার প্রোজেক্ট সাকসেসফুল। আর অত বড় একতা সফল প্রজেক্টে চৌষট্টি ফৈজৎ তো কিস্যুই না মশয়!
  • Atoz | 151.141.85.8 | ২৪ মে ২০২০ ০৩:১২446220
  • এসব পান্তুয়া ফান্তুয়া বাদ দিন, ভালো ভালো সিঙারা আর কচুরি বানান।
  • বিশ্বরূপ রায় | 185.123.101.84 | ২৪ মে ২০২০ ০২:৫৫446219
  • ওরেবাবা লোপ্পা ফুল টস যে , পান্তুয়ার মতো রস টসটস টস করছে একবারে 

    হেঁ হেঁ 

    কুলীন কাক চেনা র গপ্পো হোক তবে 

    যেই না দেখি শ্যাওড়া গাছের বাম দিকের (?) ডাল এ বসে 

    কা      আকা    আ আ বলে ডাকছে 

    সংগে সঙ্গে ওই ডাক শুনেই বুঝেছি এ কাক জাত কুলীন কুলচূড়ামনি , নাহলে স্যাঙাত খোঁজে নাকি?

    ধরলাম ব্যাটা কে জাপ্টে 

    যাকগে , মাংস কেমন ছিল বললেন না ? আর পান্তুয়া মাখার সময় কি খাবার সোডা মেশাবো একটু ?

    প্রণামান্তে 

    দাসানুদাস 

  • Atoz | 151.141.85.8 | ২৪ মে ২০২০ ০২:৪১446218
  • সিএস,
    সৈয়দ মুস্তাফা সিরাজের "অলীক মানুষ" ? এটাকে বলা যায় ? উপন্যাসটা অদ্ভুতভাবে প্রধানতঃ দুই ব্যক্তির আত্মকথনের মধ্য দিয়ে এগিয়েছে। মাঝে মাঝে লেখক সূত্রধারের মতন এসে কিছু ঘটনার বর্ণনা দিয়েই আবার কেটে পড়েছেন।
  • ভাষাটা নিয়ে চট করে কেউ আলোচনায় যায় ই না | 98.114.105.164 | ২৪ মে ২০২০ ০২:২৬446217
  • খামোখা ভাষা নিয়ে আলোচনা করবেই বা কেন (ভাষাতাত্ত্বিক না হলে)? শুদু ভাষা নিয়ে করবটাই বা কি যদি কাজে না লাগে? মনে হয় লোকে ভাষার নান্দনিক আলোচনা লোকে তখনই করে যখন লেখায় কিছু বস্তু আছে!
    এখন, যদি বলি শুদু অন্ক ব্যাপারটা আদতে বেকার, লোকে পিটবে ও অন্কের নন্দ্নতত্ত্ব নিয়ে ঢের বক্তব্য রাখবে, কিন্তু ব্যাপারটা ভাবার আছে। উটিও তো এক ভাষা বিশেষ।
  • Atoz | 151.141.85.8 | ২৪ মে ২০২০ ০২:১৫446216
  • b,
    আপনিই কি লিখেছিলেন "জরা ব্যাধি মৃত্যু কোনোটার তো কোনো কিনারা করতে পারল না, মাঝখান থেকে অহিংসা ফহিংসা চৌষট্টি ফৈজত।" ?
    নানা সময়ে এই লাইনটা স্মরণ করে খুব উপকার পাই। ঃ-)
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a63:70f2:601c:d9fa:dd07:b246 | ২৪ মে ২০২০ ০১:৪৫446215
  • আমি বি এর এই চেতনা প্রবাহ সংক্রান্ত প্রশ্নটা পড়ে প্রথমে ভাবলাম শুধু তাই না, এখনো ভাবছি যে ইয়ার্কি মারছিল। বিটকেল রসবোধ ভদ্রলোকের আছে। ভাবলাম একলাইনেই লিখি, জাগরী - র সংগে স্ট্রীম অফ কনশাসনেস এর দূরান্তেও কোন সম্পর্ক নেই। তার পরে ভাবলাম প্রশ্নটা নির্দিষ্ট ভাবে করা, সৈকত কিম্বা ও যদি ইয়ার্কি না ভাবে তাইলে আমি আর কি বলবো। ভাবলা এরা যদি সত্যি ই কনভারসেশন টায় এনগেজ করে হাজারো ট্রোল এর মধ্যে যদি কিসু কথা বলা যায়।
    নিয়ন্ত্রনহীন মনের চলন কে ধরার একটা প্রচেষ্টা, ক্রমাগত পার্শ্ব চিত্রের বদল ঘটছে। উলিসিস পড়েছি বললে বা মার্সেল প্রুস্ত পড়েছি বললে ডাঁহা মিথ্যে কথা বলা হবে। যতবার ই এগিয়েছি একটু প্রগতি মত করতেই যা দুর্গতি হয়েছে বেশি এগোনো যায় নি। আমার তো সেই যুধিষ্ঠির এর কথাটা এই প্রসঙ্গে খুব মনে হয়, বিশ্বে সবচেয়ে গতিশীল বস্তু হল মন। সেই মন এর চলন কে ধরার চেষ্টা। এবং ফ্র‌্যাংকলি মার্সেল প্রুস্ট এর ঐ সোয়ান'্স ওয়ে বলে যে প্রথম অংশটা আছে, যেটার বেশি আমি এগোতে পারিনি, অথচ সৈকত আমাকে অনেকবার বলেছিলে আলসেমি টা না করতে , প্রুস্ত ধরতে, ঐ গোদা মালটার (রিমেমবারেন্স অফ থিংস পাস্ট) , তাতে আমার শুরুটাকে অন্তত নিয়ন্ত্রনহীনতার ভাগটা কম লেগেছে।
    আইরিশ সাহিত্যে, যেটা আজকাল অনেকে বলেন জয়েস, বেকেট এ প্রকট, (ইয়েট্স এ সেল্ফ ডিনাইয়াল এ ভোগা শুনেছি) সেটা হল এঁদের একটা বিচিত্র ক্রাসিস ছিল। ইংলিশ সাম্রাজ্যবাদ, এঁদের আইরিশগেলিক ট্র‌্যাডিশন এর ভাষা কেড়ে নিয়েছিল, কিন্তু ইংরেজি সাহিত্য রচনা করতে গিয়ে আইরিশ ডিসটিন্কটিভ নেস প্রতিষ্ঠা করতে একটা প্রয়াস নিতে হয়েছিল, তাতে জয়েসের বেলায় লোক কাহিনীর রেফারেন্স এসেছে, আবার একটা কনজারভেটিভ শহরে যৌবন যাপন ও এসেছে, আর এসেছে এই স্ট্রীম অফ কনশাসনেস, যেটা আমার ধারণা জয়েস কে একটা নিরীক্ষা হিসেবে ইনভেন্ট করতে হয়, যাতে প্রচুর ডিটেল দেবেন, অলমোস্ট রিয়ালিজম এর বাপান্ত করে ছেড়ে দেবেন, কিন্তু ন্যারেশন টা শেষ অব্দি যা দাঁড়াবে , তাতে বাস্তবের চেয়ে মননের ভাব ঢের বেশি এবং আর যাই হোক সত্য কথন বা নিরীক্ষন এর যুক্তির সিকোয়েন্স ছিন্ন ভিন্ন হয়ে যায়। বেকেট স্ট্রীম অফ কনশাসনেস ব্যবহার করেন নি, কিন্তু বিচিত্র ইনভেন্শন করেছিলেন নাটকে, যেখানে প্রধান চরিত্র গোটা ব্যাপারটাতেই অনুপস্থিত, দুজন ট্র‌্যাম্প তার জন্যে অপেক্ষমান। তো এগুলো ইংলিশ রিয়ালিজম কে করা চ্যালেঞ্জ এবং জয়েস বেকেট দুজনের ক্ষেত্রেইই একটু ক্যাওড়া টাইপের রসিকতা। বলা বাহুল্য আমাদের ইংরেজি সাহিত্যের বন্ধু দের কাছে যে পরম শ্রদ্ধাভরে যেসব লেখকের কথা শুনতাম, তাদের সম্পর্কে এরকম কোয়ার্কি অ্যানালিসিস টা আর যাই হোক আমার ইনভেনশন না, কিন্তু ভেবে দেখার মত। এগুলো বলা যেতে পারে আমার খানিকটা ইগলটন পড়ার প্রভাব। বছর দু তিনেক আগে আমি প্রায় ধরে ধরে এনরিক ভিয়া মাতাস পড়তে শুরু করি, সবকটা পড়ি নি, কিন্তু ডাবলিনেস্ক উপন্যাসটা আমার কাছে একটা ফল ফ্রম গ্রেস বলে মনে হয়েছিল। তার আগে আমি ভিয়া মাতাস এর ভ্যাম্পয়ার ইন লাভ পড়ি, ব্রিফ হিস্টরি অফ পোর্টেবল লিটারেচার আর সম্ভবত বার্টলেবি অ্যান্ড সন্স পড়ি। এবং ডাব্লিনেস্ক পড়ার সময় আমার মনে হয়, এনরিক ভিয়া মাতাস কন্টিনেন্টাল লিটারেচার এর (এটা বেসিকালি হাপ্সবার্গ এম্পায়ার ভৌগোলিক এলাকা এবং ফ্রান্স জার্মানি ধরে বলা হয়, সব সময়ে ইবেরিয়ান পেনিনসুয়েলা কে ধরা হয় না, কিন্তু ভিয়া মাতাস ধরছেন), আইরিশ সাহিত্যকে জয়েস প্রেমে বজে গিয়ে ইউরোপিয়ান ক্যানন এর অংশ হিসেবে ধরতে গিয়ে (হ্যারল্ড ব্লুম এসব রাস্তায় আগেই হেঁটেছেন) একটা ভুল করছেন। আইরিশ অভিজ্ঞতার মধ্যে সাম্রাজ্য-অধীনতার রক্তাক্ত ইতিহাস কে অসএএকার করছেন। যে ইংরেজি ভাষাকে আধুনিকতার গৌরব এনে দিচ্ছেন আইরিশ সাহিত্যিক রা, সেটি তাঁদের নিজের ভাষা না, প্রভুর ভাষার দাপটে বিস্মৃত। এবং ইউরোপিয়ান প্রোজেক্ট আলোকপ্রপাত দিয়ে এই দীর্ণ অভিজ্ঞতা কে চাপা দেওয়া কঠিন। পরে খোঁজ নিতে গিয়ে দেখি ইগলটন এসবের কাছা কাছি বলছেন। এল আর বি তে, ডাবলিনেস্ক প্রসংগে। এই মুহুর্তে আমার মেমবার শিপ ফুরিয়ে গেছে বলে লিংকটা দিলেও কোন লাভ হবে না।
    তো যাই হোক স্ট্রীম অফ কনশাস টা একটা কিছু কাল আগে অবদি ওতি ব্যবহৃত টার্ম এবং অফটেন নট ইন দ্য রাইট কনটেক্স্ট। আমার পার্সোনালি মনে হয় ইনট্রোস্পেকশন , ডীপ ইন্ট্রোস্পেকশনের থেকেও একে আলাদা করা র দরকার আছে।
    সৈকত যে উদাহরণ টা দিয়েছ, আনা কারেনিনার এই আত্মহত্যার দৃষ্য টা নিয়ে সেটা কে স্ট্রীম অফ কনশাসনেস বলতে পারবো কিনা আমার সামান্য সন্দেহ আছে। কেন আছে বলছি। তবে তুমি অবশ্য যথাযথ ভাবেই, এটাকে কাছাকাছি বলেছো। হ্যাঁ জীবনের সবটা প্রায় সিনেমার ফ্লাশব্যাকের মত করে আসছে ঠিক ই, কিন্তু এতে যেটা নেই, সেটা হল রিয়েলিজম কে করা চ্যালেঞ্জটা। এটা অসহায় মুহুর্তের , জীবনের নিয়ন্ত্রন হারানোর মুহুর্তের ভাবনা। নিয়ন্ত্রহীন ঠিক ই , চকিতে পরিবর্তিত দৃশ্যকল্প রয়েছে ঠিক ই কিন্তু কোনোটাই রিয়েলিজম এর ন্যারেশন কে চ্যালেঞ্জ করছে না, সিকোয়েন্স কে বদলে ফেলছেনা বা সময়ের ধারাটা কে উলটে পাল্টে দিছে না। বাংলা যেগুলো উদাহরণ দিয়েছো, একটাও পড়েছি বলে মনে হয় না, তাই জানি ই না। কিন্তু স্ট্রীম অফ কনশাসনেস , ঠিক ম্যাজিক রিয়ালিজম আর বাংলায় নাগরিক জটিলতা ইত্যাদির মত অতি ব্যবহৃত টার্ম গুলো প্র‌্যাকটিকালি নানা অর্থে লোকে ব্যবহার করে। একবার শুনেছিলাম কে একটা বোলানোর লেখাকেও স্ট্রীম অফ কনশাসনেস বলছে, বোলানো জয়েস এবং প্রুস্ত ভক্ত, ভাশার , ফর্মের , একটা কবিদের গদ্য লেখার সময়কার নির্দয়তা সব ই আছে কিন্তু মাইরি স্ট্রীম অফ কনশাস নেস কোথাও কিসু নাই।
    আর ফাইনালি একটা কথা, আমি সত্যি ই জানি না, বি এর প্রশ্ন নিয়ে সৈকত ই বা এতো সময় দিলো কেনো, আমি ই বা লোভে পড়ে দিয়ে ফেল্লাম কেনো, এগুলো তো কল, বি এর ফুর্তি করার ইচ্ছে হলে, সে রেফারির ভূমিকায় অবতীর্ন হয়ে নিকে অগোচরে ফুঁ বাঁশী বাজায় মাত্র , কোনো এনগেজমেন্টে কোন আগ্রহ আছে বলে মনে হয় নি। তবে আজকাল এসব নিয়ে কেউ আর আলোচনা করে না, লিটেরারি ক্রিটিসিজম এখন প্রোডাক্ট সেল্স লিটেরেচার এর কাজ করে এই গুড রিডস পন্থী দুনিয়ায়। সমস্ত আলোচনাই ব্লার্বে পর্যবসিত। তবু ও বলাই যায়, গদ্য এবং কাহিনী টাই মানুষের মধ্যে লিটেরারি ফর্মের মূল আদান প্রদান জায়গা হয়ে ওঠায় একটা ক্ষতি হয়েছে, ক্রাফ্ট টা নিয়ে, ভাষাটা নিয়ে চট করে কেউ আলোচনায় যায় ই না, একটা লেখক আর পাঠকের মধ্যে মোটামুটি সাকসেসফুহ্লি অভিজ্ঞতার হাতবদল হয়ে গেলেই খেলা শেষ। তার প্রেক্ষিত, কৌশল, ভাষা র ব্যবহার ইত্যাদি সম্পর্কে আলোচনার এখন আর কোন মূল্য বিশেষ নাই।

    এই অসহ্য ট্রোল এ ভর্তি এর ভাটে আবারো কেন লিখলাম জানি না। তবে এই ওয়েস্ট বাকি জীবনটার থেকে বড় ওয়েস্ট তো না ঃ-))
    বি এর ইয়ার্কি প্রেম আর সৈকত এর ধৈর্য্য দুটি কেই ধন্যবাদ জানাই।
    বোধিসত্ত্ব দাশগুপ্ত।
  • দেখা হঠাৎ | 98.114.105.164 | ২৪ মে ২০২০ ০১:৪০446214
  • #হেলিকপ্টারের কামরায় হঠাৎ দেখা,
    ভাবি নি সম্ভব হবে কোনোদিন৷
    আগে ওকে বারবার দেখেছি #নীল_সাদা_তাঁত শাড়িতে-
    ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে #সাদা_এন৯৫_মাস্ক
    #হাওয়াই_চটি_পড়েছে_পায়ে, দোলন-চাঁপার মতো চিকন-গৌর মুখখানি ঘিরে৷
    মনে হল, #গেরুয়া রঙে একটা গভীর দূরত্ব, ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
    যে দূরত্ব, #রাজভবনের শেষ সীমানা থেকে #নবান্নের_১৪তলায়
    থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে৷
    হঠাত্ #NRC_CAAর কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার৷
    সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু- 'কেমন আছ', কেমন চলছে #রাজনীতি' ইত্যাদি৷
    সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে৷
    দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব, কোনোটা বা দিলেই না৷
    বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়- কেন এ-সব কথা, আর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা৷
    আমি ছিলেম অন্য বেঞ্চিতে #অপমানিত_পদ্মপালের সঙ্গে৷
    এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে৷
    মন এ হল সাহস কম নয়- বসলুম ওর এক-বেঞ্চিতে৷
    #হেলিকপ্টারের আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, 'কিছু মনে কোরো না, সময় কোথা সময় নষ্ট করবার৷
    আমাকে নামতে হবে #কলকাতা_এয়ারপোর্টে, #ওড়িশা যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই৷
    তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে৷
    সত্য করে বলবে তো? আমি বললেম, '#জয়_শ্রী_রামের_দিব্ব্যি_বলব৷'
    বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
    'আমাদের গেছে যে #কেন্দ্রীয়_প্যাকেজ একেবারেই কি গেছে- কিছুই কি নেই বাকি?
    একটুকু রইলেম চুপ করে, তারপর বললেম, '#রাজ্যের_সব_প্রাপ্য_টাকাই_আছে_মালিয়া, #মেহুল_মুকেশ_ভাইদের_সুইস_অ্যাকাউন্টে৷'

  • aka | 216.186.177.14 | ২৪ মে ২০২০ ০১:২৬446213
  • কুলীন জানলেন কি করে? গুল মেরে দেয় নি তো? হয়ত নিক বদলে কুলীন বলে এল, খ্যাল রাখবেন।

    আর পান্তুয়া, আমি পান্তুয়া বললেই বাড়ির লোক বলছে ক্ষান্তদাও
  • বিশ্বরূপ রায় | 185.123.101.84 | ২৪ মে ২০২০ ০০:২০446212
  • সেসব হিসেব করেই তো একদম খঁআটি কুলীন কাক জোগাড় করা হয়েছে , পাতিকাক রামকাক সব বাদ 
    মাংস কেমন হয়েছিল ? নামাবার আগে ওপরে একটু সরষের তেল আর গরম মশলা ছড়িয়ে ছিলেন তো ? শেষ পাতে কি পান্তুয়া ছিল ?

  • aka | 216.186.177.14 | ২৪ মে ২০২০ ০০:০৬446211
  • হ্যা চলবে চলবে। কুলীন সঠিক জানেন তো?

    টার্কি ধরবেন না ভুল করে।
  • বিশ্বরূপ রায় | 185.123.101.84 | ২৪ মে ২০২০ ০০:০৪446210
  • বেড়াল তো দেখছিনা কাছে পিঠে , কুলীন কাক হলে হবে ? মাংস কি খাসি না চিকেন ? 

  • aka | 216.186.177.14 | ২৩ মে ২০২০ ২৩:৫৫446209
  • পেলেন না, ক্ষী ক্ষাণ্ড, তাইলে তো একটা বেড়াল লাগিবেক, একটা বেড়াল দেখুন প্রথমে। মাঙ্গসটা খেয়ে আসি।
  • নন্টে ফন্টে 1:8803:bfef:a4c2:6c45:8b7f:d | 185.123.101.84 | ২৩ মে ২০২০ ২৩:৩৮446208
  • ফ্ল্যাটের ব্যালকনি থেকে জনৈক যুবক হাতে বিলিতি ব্ল্যাক কফির মাগ নিয়ে আর্মির উদ্দেশেঃ
    দেখুন, আপনারা গাছটা এইভাবে কাটুন, এতে গাছের পৌষ্টিকতন্ত্র অক্ষত থাকবে। আর পাতাগুলোকে এইভাবে ছাঁটবেন, তাতে পাতার নার্ভাস সিস্টেমের কোন ক্ষতি হবে না। রাস্তাটা যখন পরিষ্কার করবেন, তখন এইভাবে ঝাঁট দেবেন, তাতে রাস্তার হার্ট আর লাংস ভাল থাকবে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, ইলেকট্রিকের তারে কানেকশন দেওয়ার সময় গ্রিডের ব্যালেন্সটা সবার আগে ক্যালকুলেট করবেন। এই সবগুলোর ওপর কিন্তু করোনার প্রতিরোধ নির্ভর করছে।

    আর্মি বিরক্ত হয়েঃ এ ভাই তুই কে রে? তখন থেকে এইসব ভাট বকছিস?

    যুবকঃ আমি বা আমরা অন্যসময় আপনাদের রেপিস্ট বলি বা আমাদের বাবারা আপনাদের মারলে, সেলিব্রেট করি, কিন্তু এখন সিঙ্গল মল্টের স্টক শেষ, গাছগুলো না সরালে যেতে পারছি না। ঝড়ের জন্য ঘরটাও ফাঁকা নেই যে লেনিন বোঝাতে কোন মামণিকে ডাকব। আইফোন, আইপ্যাড, ম্যাকবুক সবের চার্জ শেষ। ফেসবুকে সর্বহারার শ্রেণী সংগ্রামের স্বার্থে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদবিরোধী ন্যারেটিভগুলোও নামাতে পারছি না। তাই বাধ্য হয়ে আপনাদের কাজ তদারকি করতে হচ্ছে।

    আর্মিঃ কে বলেছে তোকে আমাদের কাজ তদারকি করতে?

    যুবকঃ আমাদের বলতে হয় না। আমরা যেচেই সব ব্যাপারে জ্ঞান ফলাই। সব বিষয়ে আমরা সব জানি।

    আর্মিঃ তার নমুনা তো দেখতেই পাচ্ছি। তা তুই কে?

    যুবকঃ আপনাদের ওসব বোঝার যোগ্যতা নেই। আগে আমাদের এলিট ইউনিভার্সিটির আর্টসে চান্স পেয়ে দেখান। তারপর কথা বলবেন। যান, আগে পড়াশোনা করে আসুন।

    আর্মিঃ তাহলে গাছ কাটবে, তার জুড়বে আর রাস্তা পরিষ্কার করবে কে? তুই?

    যুবকঃ ওসব ছোটলোকের কাজ আমরা করিনা। যাই, ভেতরে যাই। ভারতের টুকরো করে, স্বাধীন বাংলাস্তানের আজাদীর দাবীতে থিসিস নামাতে হবে।

    আর্মিঃ এখানে এইসব স্যাম্পেলদের এইভাবে ঘরে, রাস্তায় খোলা ছেড়ে রাখে? কী জানি বাবা। নাও, হাত লাগিয়ে কাজ করো। অনেক কাজ বাকী।

  • বিশ্বরূপ রায় | 185.123.101.84 | ২৩ মে ২০২০ ২৩:৩৫446207
  • তিব্বত পেরিয়ে গেলাম তো , কোথায় আকা দা  র পান্তুয়া , দিন  না দাদা গরিব কে রেসিপি টা 

    দাসানুবৎ 

  • বিশ্বরূপ রায় | 185.123.101.84 | ২৩ মে ২০২০ ২৩:৩২446206
  • @akada

     দাদা র রসবোধ বলে কথা, কি দিলেন

  • সিএস এর টই | 98.114.105.164 | ২৩ মে ২০২০ ২৩:২৭446205
  • আচ্ছা, সিএস এর কমেন্টের একটা টই ছিল না, যেখানে সাহিত্যচিন্তার মনিমুক্ত রাখা ছিল? সেটা পাওয়া যায়? এই stream of consciousness এর বক্তব্য সেখানে রাখ তে চাই ও প্রিন্ট আউট নিতে চাই।

    কুড়ি বছর হয়ে গ্যালো ইউলিসিস কিনে সাজান আছে, এক দিন তো পড়তে হবে, না কি!
  • Nam me kya rakka hyai | 37.139.12.136 | ২৩ মে ২০২০ ২৩:২২446204
  • "সেই তো মল পড়লি, তবে কেন লোক হাসালি?"
    তিনদিন পরে তিনি সেই সাম্রাজ্যবাদী ভারতপ্রভুর থেকে সেনা সহায়তা চাইলেন, সত্যি তো আগে চাইলে সৈকত বাবুকে কষ্ট করে এত খোকাত লেখা নামাতে হত না, আর দ এর হিসেব নিয়ে আর কীই বা বলি, খ্যাক খ্য্যক
  • aka | 216.186.177.14 | ২৩ মে ২০২০ ২৩:১২446203
  • আহাঃ

    যো মজা ইন্তেজার মে হ্যায় ...

    ইত্যাদি
  • সিএস | 2405:201:8803:bfef:a4c2:6c45:8b7f:de3f | ২৩ মে ২০২০ ২৩:১২446202
  • ** আর চেতনাপ্রবাহ রীতির মূল উপকরন হল free association এর ব্যবহার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত