এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 2600:1005:b114:1c6b:5066:d339:9403:472e | ১২ জুলাই ২০২০ ১১:০৪449622
  • গ্যান ট্যান বেশি না দিয়ে কর্ম ***ও না একটু মামা।

    এই হল মানে। এই সহজ জিনিষের যে কেন মানে বুইতে পারেন না।
  • Atoz | 151.141.85.8 | ১২ জুলাই ২০২০ ০৯:৪৩449621
  • আরে গায়ত্রীতেও তো আছে "প্রচোদয়াৎ"। অসুর কেন হবে, দেব, সব দেব। ঃ-)
  • রঞ্জন | 122.180.216.75 | ১২ জুলাই ২০২০ ০৯:৪০449620
  • একটি সংস্কৃত শ্লোকের মানে বুঝতে গিয়ে বিপদে পড়েছি। আমার দেবভাষায় ব্যুৎপত্তি একেবারে ড্ডনং। গুরু-গুর্বী-চন্ডাল-চন্ডালীরা যদি উদ্ধার করেন?

    মন দিয়ে শ্রীভগবদ্গীতা পড়ছিলাম। ছোটবেলায় অনেকবার পড়েছি , দাদুর সাথে এবং মিশনে খাওয়ার সময়ে। সে একরকম পড়া। বুড়ো বয়সে মানে ধরে পড়তে গিয়ে আঠেরো নম্বর অধ্যায়ে আটকে গেলাম। শ্লোকটি হলঃ

    "জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা।

    করণং কর্ম কর্তোতি ত্রিবিধঃ কর্মসংগ্রহ"।। শ্লোক সংখ্যা ১৮ /১৮। মানে ১৮ নম্বর বা শেষ অধ্যায়ের ১৮ নম্বর।

    যা বুঝলামঃ  জ্ঞান হওয়া, জ্ঞেয় বিষয় এবং জিজ্ঞাষু --এই তিনের সমন্বয়ে জ্ঞান লাভের কার্যটি সুসম্পন্ন হয়। ঠিক যেমন কার্য নিষ্পাদনে কর্তা, কর্ম এবং করণের কো -অর্ডিনেশন জরুরি। বেশ কথা। কিন্তু ওই 'কর্মচোদনা' কি দেবভাষার বাইরে কোন অসুরভাষার শব্দ নয়? অন্বয় ধরে পড়তে গিয়ে দেখছি 'কর্মচোদনা'র মানে বিহিত কর্মের নিষ্পাদন। আরো গুলিয়ে গেল।

  • Atoz | 151.141.85.8 | ১২ জুলাই ২০২০ ০৮:৪৮449619
  • ডিডি, আপনি কোথায়? আসুন একবার। বহুকাল আপনার দেখা পাই না।
    ভালো আছেন?
  • জাপানীরা পাগড়ি পরত? | 185.220.101.155 | ১২ জুলাই ২০২০ ০৭:১২449617
  • লিখেছেন অজ্ঞাত, অনুবাদ করেছেন সত্যেন্দ্রনাথ দত্ত

    নিশানের মর্য্যাদা

    (নাস্‌সান্‌ যুদ্ধের পর একজন মৃত জাপানী সৈনিকের পাগড়ীর মধ্যে প্রাপ্ত)

    প্রভু !  নিশি অবশানে শিশিরের সনে
    হয়ত জীবন ফুরাবে প্রাতে,
    তবু  নিশানের মান রক্ষা করিব,--
    দিব না সে ধন শত্রু হাতে ;
    কভু  ছাড়িব না তাহা ; অন্তিমে তারে
    পাগড়ী করিয়া বাঁধিব মাথে।

  • *(& | 185.220.101.155 | ১২ জুলাই ২০২০ ০৭:১০449616
  • Tim | 174.102.66.127 | ১২ জুলাই ২০২০ ০৪:৩২449613
  • @ অর্জুন,
    ইন্দ্রনাথের কিন্তু প্রভাব প্রতিপত্তি আছে, সে অসহায় নয়। টাকার জোর আছে, পরিবারের অন্যান্যরা বা পরিচিতরা তার ওপর আর্থিকভাবে বা অন্য কোনভাবে নির্ভরশীল বলেও তারা তার মুখের ওপর সত্যিগুলো বলে ফেলতে পারেনা। কাজেই ব্যাপারটা ঠিক একজন শিশুকে ভুলিয়ে রেখে নিজেদের কাজ করে যাওয়া নয়, বরং প্রাপ্য জিনিস চুরি করে করতে হওয়া বলা যেতে পারে। এই যেমন রাষ্ট্রের কথামত না চললে মৌলিক অধিকারগুলো মেলেনা সেরকম। ইন্দ্রনাথ ও রাষ্ট্রের মতই জোর করে শ্রদ্ধা আদায় না করতে পারলে রেগে গিয়ে মারতে ওঠে। জব্দ করতে চায়।

    কাঞ্চনজঙ্ঘা আমার বেশ লাগে। দার্জিলিং এর চরিত্রটা চমৎকার ধরা হয়েছে।
  • জয়প্রকাশ সারস্বত | 103.94.27.35 | ১২ জুলাই ২০২০ ০২:৫৪449612
  • @অর্জুন 

    খুব ভালো লেখা , কাঞ্চনজঙ্ঘা আমার প্রিয় ছায়াছবি 

  • অর্জুন | 113.21.67.162 | ১২ জুলাই ২০২০ ০২:২৯449611
  • 'কাঞ্চনজঙ্ঘা' আমার মতে একটি অসাধারণ মুভি । প্রথম সাত বছরের ফিল্ম কেরিয়ারে ওটি সত্যজিৎ বাবুর প্রথম নিজস্ব কাহিনী । ইন্দ্রনাথ চৌধুরীর মত Colonised beingদের farsical characteristicsটা খুব নিখুঁত  ভাবে ফুটিয়ে তুলেছিলেন । ইন্দ্রনাথকে সব সময়েই নিজের ইচ্ছে মেটাতে পরের ওপর নির্ভর করতে হয়। ইংরেজদের আদপ কায়দা ফলো করা অর্থাৎ জীবনধারণেই পরনির্ভরশীলতাই তার একমাত্র ভরসা । ছোটমেয়েটি তার মনের মত বিলেত ফেরত পাত্রটিকে বিয়ে করলে তার সোসাইটিতে মান রক্ষা হয়। একজন শিশুকে যেমন সে যা চায় তাই সবাই দেয় তার বায়না রুখতে তেমনি ইন্দ্রনাথের সামনে স্ত্রী, কন্যা, পরিজন সবাই তার কথা শুনে নিজেদের ইচ্ছে চেপে যায় । কিন্তু হয়ত আসল যে যার কাজটিই করে। স্ত্রী তার দাদাকে দিয়ে মেয়েকে নিজের কথা বলিয়ে দেয়। ছেলে দিব্যি নিত্য নতুন মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে টাইম পাস করে।  বুদ্ধিমতী ছোটমেয়ে বাবার পছন্দের পাত্র ও হঠাৎ দেখা হওয়া কলকাতার এক যুবক দুজনের সঙ্গই উপভোগ করে। লাভের মধ্যে দু ধরণের পুরুষকে জানা হয়ে যায় তার ।  এখনি যে সে কারো ঘরণী হতে চায়না সেটাও খুব subtle ভাবে জানিয়ে দেয়। তার প্রত্যাখান নীরব কিন্তু তীক্ষ্ণ । আবার কলকাতার যুবকটিও এক তুড়িতে ভাল চাকরির অফার ইন্দ্রনাথের মুখের ওপর ছুঁড়ে মারে । 

    পাহাড়ি সান্যালের চরিত্রটি আমার সর্বশ্রেষ্ঠ মনে হয়েছে । সিনেমায় বিপত্নীক দেখানো হলেও 'জগদীশ' র চরিত্রটি আমার ক্যুয়র মনে লেগেছে। সমাজে, পরিবারে থেকেও যারা স্বেচ্ছায়  নিজের জগতে ডুবে থাকে। আবার প্রয়োজনে অনেক কিছুই নজরে রাখে ।   

    একটা colonised republic র under current এ change আসছে, জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে । 'Live life on your own terms' mantra নতুন প্রজন্মের জীবন দর্শন হতে চলেছে।  যারা অন্যের ইচ্ছেয়, অন্যকে খুশী করতে জীবন কাটিয়ে এসেছে তারা আদপে ব্যর্থ । 

    ছবিটা খুব আধুনিক । 

  • চাচা | 80.211.246.106 | ১২ জুলাই ২০২০ ০১:৫৩449609
  • আপন পেরান বাঁচা | 80.211.249.57 | ১২ জুলাই ২০২০

    এটি আমি নোই 

  • সিএস | 185.123.101.201 | ১২ জুলাই ২০২০ ০১:৫১449608
  • বাকি ৭ পার্সেন্ট ভোট , হয়েছে ?
    যত্তসব 

  • আপন পেরান বাঁচা | 80.211.249.57 | ১২ জুলাই ২০২০ ০১:৫০449607
  • বারো আনা রেটে হোয়া থাগলেই যথেষ্ট, মগজ না থাকলেও চলবে।

    মগজ মগজ মগজ 

    তোমার ভোট নেই সিএস ? 93 পার্সেন্ট ই তো মগজ আর বাকি ?

  • চাচা | 80.211.249.57 | ১২ জুলাই ২০২০ ০১:৩৯449606
  • 449669

    মাকে গোরু ভাবলে এরমই হাম্বা বেরোবে। ওইটে হাগিয়া নয় আয়া বা হায়া সোফিয়া।

    হে হে , অধম একটু আধটু জেনেবুঝে ভুল করেই থাকে , যাকগে , তাও অজ্ঞতা বলে এযাত্রা বাঁচিয়েছেন , কনটেম্প্ট এ ফ্যালেন নি 

    এহানে হাগা নিয়ে একটু আগেই সব কতাবাত্তা হচ্ছিলো তাই আর কি 

    যাই হোক , আহা বা S সে নয় হলো , কামাল পাশা র কথা এখানে আনলেন যখন , উনি সংস্কার করেছিলেন এবং উনি ওই একজন ই ছিলেন এবং উনি অতীত , যেমন ১৯৯২ তে মোদী আর মোটাভাই পার্টি র মুখ ছিলোনা  ,কামাল পাশা অতীতে কি করেছেন  তাতে এরদোগান এর অ্যাকশন কাটাকুটি হয়ে গ্যালো এরকম বলছেন ?
     

    গরু মা কিনা বা ৭৫ পয়সা ওগুলো গোলপোস্ট সরাবার জন্য সবাই বলে থাকে , নতুন কিছু না , 
    এরদোগান এর সিদ্ধান্ত ভুল মানে বাবরি মসজিদ ভাঙা ঠিক ছিল একথাও আমি বলিনি 
     

    কথা হচ্ছে একপেশে দোষারোপ নিয়ে 

    তালিবান কে বর্বর বললে বাজপেয়ী এরদোগান দুজনকেই বর্বর bolte হয় 

  • সিএস | 2405:201:8803:be5f:c0f2:8941:ee:d1b3 | ১২ জুলাই ২০২০ ০১:২৯449605
  • বারো আনা রেটে হোয়া থাগলেই যথেষ্ট, মগজ না থাকলেও চলবে।
  • রঞ্জন | 122.180.171.93 | ১২ জুলাই ২০২০ ০১:২৮449604
  • আহা ! নামমাহাত্ম্য বোলে কতা!

    এলাহাবাদ যদি প্রয়াগরাজ হয় বা গুরগাঁও গুরুগ্রাম? আর তাজমহল যে আসলে 'তেজোমহল'!

  • রঞ্জন | 122.180.171.93 | ১২ জুলাই ২০২০ ০১:২৪449603
  • আমি কাষ্ঠবাঙাল। ছোটবেলায় দাদু হেলথ টিপস দিয়েছিলেন--

    "চিৎ হইয়া শুইয়ো বাবা,

    ত্যাল মাইখ্যো থাবা থাবা।

    সকাল সকাল জাইগ্যো,

    যেখানে সেখানে হাইগ্যো" !

  • S | 2405:8100:8000:5ca1::1f6:797e | ১২ জুলাই ২০২০ ০১:১৫449602
  • সেকি মন্দির ভেঙে মসজিদ করেই তো ভোট এলো। জাম্মা মসজিদকে মিউজিয়াম বানিয়ে দেখুন ভোট আরো বাড়ে কিনা।
  • আহা | 2405:8100:8000:5ca1::20a:b8f2 | ১২ জুলাই ২০২০ ০১:১৪449601
  • মাকে গোরু ভাবলে এরমই হাম্বা বেরোবে। ওইটে হাগিয়া নয় আয়া বা হায়া সোফিয়া। তোমার গোমাতার জানার কথা নয় কোন পড়িলিখখি লোক পেলে জিগ্যেস করেয় নিও কামাল পাশা মসজিদকে মিউজিয়াম করেছিল। মুসলমানপ্রধানভল দেশে মসজিদকে মিউজিয়াম করেছিল। তার মানে বোঝো?
    বোঝো না।
    তবে চাকরি বাকরির এই অবস্থা। সমানে ছাঁটাই চলছে সব জজায়পগায়। নতুন চাকরির আশাও ননেই। ৭৫ পয়সার জন্য এই ডেসপ্যারেশান তো আসবেই।
  • সিএস | 2405:201:8803:be5f:1096:9074:4a79:a7d4 | ১২ জুলাই ২০২০ ০১:১৩449600
  • আজকাল আর আলোচনার জন্য টই খোলা যাচ্ছে না ?
  • চাচা | 80.211.246.106 | ১২ জুলাই ২০২০ ০১:০৫449599
  • সে তো বটেই 

    কিন্তু হঠাৎ কথা নেই বাত্তা নেই মিউজিয়াম কে মসজিদ বানাতে হবে ক্যানো ?

    জুম্মা মসজিদ কে মিউজিয়াম ঘোষণা করলে শাহিনবাগে আর JNU থেকে কতগুলো আফজল শান্তির বাণী শোনাবে বলে মনে হয় ?

  • চাচা | 80.211.246.106 | ১২ জুলাই ২০২০ ০১:০১449598
  • পোস্ট রাখলে দলে আনলে রেট বেশি বুঝি?

    না ঠিক তা নয় , চর্বিওলা নধর প্রাণী কোরবানি র জন্য গুরু তে ভালো পাওয়া যায় , এই তো সেদিন একটাকে ধরে নিলাম 2001:41d0:305:2100 লগইন আইডি নিয়ে ঘোরাঘুরি করছিলো এ তল্লাটে , বেশ ঘাড়ে গর্দানে আছে , রান টা দিয়ে হেব্বি চাঁপ হবে  

  • Du | 47.184.21.53 | ১২ জুলাই ২০২০ ০০:৫৬449597
  • চাচাবাবু এনারাও আপনাদের মতই সিকুলরদের পছন্দ করেনা কিনা তাই মিউজিয়ামকে মসজিদ বানিয়েছে। তবে আপনাদের আর আপবাদের বামিয়ানভাঙ্গা তালিবানভাইয়েদের চেয়ে একটু ভদ্র এতো পুরোনো একটা স্থাপত্যকে ভাঙ্গেনি।
  • আহা | 2001:41d0:305:2100::a44b | ১২ জুলাই ২০২০ ০০:৫১449596
  • গুরুতেই পাত্তা পাবার এত্তত্তত্তত লুভিষ্টিপনা কেন গো তোমাদের? পোস্ট রাখলে দলে আনলে রেট বেশি বুঝি?
  • চাচা | 217.78.1.101 | ১২ জুলাই ২০২০ ০০:৩৪449595
  • @S

    https://www.cbc.ca/news/world/turkey-hagia-sophia-court-ruling-1.5644742

     ভাঙেনি এখনো তবে কিনা ভাঙলেও গুরু তে টুঁ শব্দটি শুনবেন না , যেমন উইঘুর রা টৈ তে বা আলোচনায় কদাচিৎ আসে 

    হ্যাঁ RSS যদি পাড়ার মসজিদ এর দেওয়ালে র দু গ্রাম সিমেন্ট খসায় তো অন্য কথা , গুরু থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের এলান ই জঙ্গ শুনতে পেতেন 

  • অপু | 2402:3a80:a18:727b:0:63:c437:5b01 | ১২ জুলাই ২০২০ ০০:২৩449594
  •  অমিতাভ বচ্চন করোনা পজেটিভ। আডমিটেড টু হসপিটাল

  • চাচা | 217.78.1.101 | ১২ জুলাই ২০২০ ০০:২২449593
  • সে ও বটে 

    বানর সেনা হলে খান সেনা হবেনা কেন ?

    পক্ষীরাজ তো ন্যাজ নেই ক্যানো ?

  • S | 2001:620:20d0::24 | ১২ জুলাই ২০২০ ০০:১২449592
  • সোফিয়া ভেঙে ফেলা হয়েছে নাকি? জানতাম না তো।

    বাকি সঠিক কথা। যারা বামিয়ান ভেঙেছে আর যারা বাবরি মসজিদ ভেঙেছে, দুপক্ষই বর্বর, টেররিস্ট।
  • চাচা | 217.78.1.101 | ১২ জুলাই ২০২০ ০০:০৬449591
  • S | 2001:41d0:601:1100::27ea | ১১ জুলাই ২০২০ ১৮:৪০449640

    হ্যাঁ অনেকটা অযোধ্যার মতন। ছিল মসজিদ। বানর সেনার তান্ডবে হয়ে গেল মন্দির।

     খুব সত্যি 
    ফাঁকা মাঠ  ছিল রাম জন্মভুমি শান্তি র ধর্ম হলো মসজিদ তারপর আবার রামলালা ফিরে এলো 
    আরো ইন্টারেস্টিং 
    হাগিয়া সোফিয়া মসজিদ চার্চ মসজিদ 
    বামিয়ান  বৌদ্ধস্তূপ -শান্তির ধর্ম ধ্বংসস্তূপ 
    সোমনাথ মন্দির -আলিমুদ্দিন

    এ সব এই জায়েজ 
     

  • a | 220.244.240.202 | ১১ জুলাই ২০২০ ২৩:৪৮449590
  • অরিনবাবু কি এখানে আসেন? বা অন্য কেউ জদি ওনার এমেল আইডি জানেন তাহলে আমাকে guha.ayan জিমেলে জানালে খুব উপক্র্ত হই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত