এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::40:ed90 | ০৪ অক্টোবর ২০২০ ২২:৫৯462112
  • আমি কেমিস্ট্রির অধ্যাপক দীপন্কর স্যারের ক্লাস করেছি। 

  • syandi | 2a01:c23:7856:5d00:9c40:5b85:6a01:3f75 | ০৪ অক্টোবর ২০২০ ২২:৫৮462111
  • অটোজ ,আপনি যে দীপঙ্করবাবুর কথা লিখেছে তিনি অন্য কেউ। শান্তিনিকেতনের দীপঙ্করদা ২০০১ বা ২০০২ এ মারা গেছেন।  

  • Atoz | 151.141.85.8 | ০৪ অক্টোবর ২০২০ ২২:৫৬462110
  • :|:, আমার ২২ঃ৪৭ এর প্রশ্ন টা প্লীজ দেখবেন . :-)  

  • s | 100.36.157.137 | ০৪ অক্টোবর ২০২০ ২২:৫১462109
  • বাহ, কত চেনা নাম। দুনিয়াটা সত্যি ছোটো। কুট্টু, মিতুন, সৌরভ, অ্যানি। অলকাদির ক্লাস ও করেছি ভরপুর।

  • syandi | 2a01:c23:7856:5d00:9c40:5b85:6a01:3f75 | ০৪ অক্টোবর ২০২০ ২২:৫১462108
  • লিঙ্ক দিতে গিয়ে ছড়িয়েছি, ধন্যবাদ টিম। আপনি সঠিক লোকেরই অর্থাৎ উৎপলের লিঙ্ক দিয়েছেন। চেনেন নাকি ওকে? KK-দি, আমিও তোমাকে নিশ্চয়ই চিনি যদিও ঠিক বুঝতে পারছি না তুমি কে। এর পর থেকে তুই সম্বোধন করলেই ভালো লাগবে। আর তোমাদের ব্য়াচের যাদের নাম বললে তাদের সবাইকেই চিনি। তোমার কোন ডিপার্টমেন্ট ছিল? ইচ্ছা না করলে অবশ্য না জানাতেই পারো,কিছু মনে করব না।।

  • Atoz | 151.141.85.8 | ০৪ অক্টোবর ২০২০ ২২:৪৭462107
  • আচ্ছা, অনেক অনেক বছর আগে, সেই অষ্টাশি উননব্বুই সালের দিকে, একজন বাঙালি বিজ্ঞানী, তাঁর নামও দীপঙ্কর, তিনি সেই আলোর চেয়ে বেশি গতিবেগসম্পন্ন সুপারলুমিনাল পার্টিকল নিয়ে কী যেন কাজ করে খুবই খবরে এসেছিলেন। মনে আছে আপনাদের কারুর? তিনিই কি এই দীপঙ্কর চট্টোপাধ্যায় ? নাকি তিনি অন্য কেউ? এখন তিনি কোথায়?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.85.133 | ০৪ অক্টোবর ২০২০ ২২:৪৫462106
  • টিম, স্যান্ডি , কেকে , ধন্যবাদ ঃ, বেশ মজা হল -) 

  • Tim | 2607:fcc8:ec45:b800:dd43:a6ba:db94:5ef4 | ০৪ অক্টোবর ২০২০ ২২:২৫462105
  • স্যান্ডির লিংকটা ঠিকমত আসেনি। এখন গুরুর নতুন কলে ব্র‌্যাকেট দিতে হয়না। ছাত্রাবস্থায়  ইউভি পাশের পাড়া ও রাইভাল ইশকুল ছিলো। :)


     http://www.phys.virginia.edu/People/personal.asp?UID=uc5j

  • kk | 97.91.195.43 | ০৪ অক্টোবর ২০২০ ২২:২২462104
  • স্যান্ডি,

    আমি কুট্টুর ব্যাচমেট। যদিও অন্য ডিপার্টমেন্ট। তোমার ডিপার্টমেন্টেরই আমাদের ব্যাচের ছিলো ইন্দ্রানী (অ্যানী), মিতুন, সৌরভ এরা। চেনো নিশ্চয়ই। অ্যানী আমার রুমমেট ছিলো হস্টেলে। তোমাকেও হয়তো চিনি ঃ))

  • syandi | 2a01:c23:7856:5d00:9c40:5b85:6a01:3f75 | ০৪ অক্টোবর ২০২০ ২০:৪১462103
  • বোধিদা, আপনার ডিপার্টমেন্টতুতো জুনিয়র ইউনিভারসিটি ওফ ভারজিনিয়া ফিজিক্সের অধ্য়াপক। আমার খুব ঘনিষ্ট বন্ধু সে। হাই টেম্পেরাচার সুপারকন্ডাক্টিভিটি নিয়ে কাজ করে এবং খুব হাই কোয়ালিটি জার্নাল ছাড়া সে পেপার পাবলিশ করে না। নেচার ফিজিক্সে শালাটার প্রচুর পাবলিকেশান। বন্ধুগর্বে আমার মাজে মাঝে মাটিতে পা পড়ে না :-)


    <http://www.phys.virginia.edu/People/personal.asp?UID=uc5j>

  • syandi | 2a01:c23:7856:5d00:9c40:5b85:6a01:3f75 | ০৪ অক্টোবর ২০২০ ২০:৩৫462102
  • দীপঙ্করদা বেশ গুণী মানুষ। সেই আমলের  হুমবোল্ড ফেলো, আবার বাংলা সাহিত্যে রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত। উনি বোধ হয় অমর্ত্য সেনের ক্লাসমেট ছিলেন পাঠভবনে।

  • syandi | 2a01:c23:7856:5d00:9c40:5b85:6a01:3f75 | ০৪ অক্টোবর ২০২০ ২০:৩১462101
  • :I:, চক্রবর্তী নয় চট্টোপাধ্যায় হবে। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.85.133 | ০৪ অক্টোবর ২০২০ ২০:২৮462100
  • চট্টোপাধ্যায় ই হবে মনে হয়, ভাবছিলাম কে ভুল ধরে দেখি:-))))

  • :|: | 174.254.193.46 | ০৪ অক্টোবর ২০২০ ২০:১৭462099
  • স্যান্ডি ১৭।২৪: আপনি দীপঙ্কর চক্রবৰ্তী কথা বলছেন আর বোধিসত্ত্ব বলছেন দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথা। দুজনেই কি একই লোকের কথা আলোচনা করছেন? 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.85.133 | ০৪ অক্টোবর ২০২০ ২০:০৮462098
  • হ্যাঁ সমর দা নেই এটা শুনেছি, খুব খারাপ লেগেছিল। উনি আমায় বলে শুধু না, যারা পড়াশুনোয় তেমন ভালো না, তাদের সবাই কে দেখলেই খুব সিরিয়াস মুখ করে, খুব জেনুইনলি, একটা কথা বলতেন, 'তোমায় নিয়ে করব বলতো?' তখন হাসাহাসি করতাম নিজেরা, পরে দেখেছি, কলেজ ইউনি শুধু না সারা জীবনেও ওরকম বলার লোক বেশি থাকে না। খুব স্নেহশীল ছিলেন। আমি রাজনীতি করতাম বলে , যখন পোস্টারে নাম দেখা গেল, তখন একদিন খুব বিব্রত হয়ে উনি বললেন, তার মানে কি ক্লাস করবি না? কি করি, আমি একস্ট্রা ক্লাস নি , সিনিয়র দের, চলে আসিশ, আগে পরে তোকে নিয়ে বসব,  বা অন্তত সন্ধের দিকে ল্যাবে আসিশ কিছু কিছু ক্লাস নিয়ে নেব। কল্পনা করা যায় না।  


    উনি যখন স্ট্রাসবুর্গ গেলেন লো টেম্পারেচার ল্যাবে, তখন উনি আরো অনেক ছাত্র ও গবেষক দের সেখানে যাওয়ার ব্যাবস্থা করেন , তখন  সুপার কন্ডাকটিভিটি ইত্যাদির বাজার ভালো, আমার ধারণা অসীম দা র উদ্যোগে ই ট্রিয়েস্টে র  ইনস্টিটিউট এ আর সি ই আর এন এ, ও সমর দার উদ্যোগে স্ট্রাসবুর্গ এ গবেষকরা প্রায় i যাতায়াত করতে পারতো, কাজ করতে পারতো, আমি ঠিক জানি না , সে টা কতটা সরকারী বোঝাপড়া ছিল বা সত্যি ই বোঝাপড়া ছিল কিনা, কিন্তু বিশ্বভারতীর অনেকেই পড়াশুনো করতে যেতেন। আমার এতটা মনে থাকার একটাই কারণ, ওনার ল্যাব থেকে একটা সায়েন্টিফিক আমেরিকান আমি ঝেড়ে দিয়েছিলাম, তাতে লো টেম্পারেচার ফিজিক্স এ আমাদের বয়সী ছেলে মেয়েদের আগ্রহ বাড়ানোর জন্য , কয়েকটা আর্টিকল ছিল, সেটা অনেকদিন ফেরত দি ই নি, ঘুরতাম ফির্তাম নেড়ে চেড়ে দেখতাম। পরে একদিন আমার দ্বারা বিশেষ কিসু হবার নয় সম্যক বুঝে ওঠার পরে, লুকিয়ে গিয়ে ওনার ল্যাবে রেখে এসেছিলাম :-))

  • syandi | 2a01:c23:7c6c:b300:f120:5338:9516:c505 | ০৪ অক্টোবর ২০২০ ১৭:৪১462097
  • ওহ আপনি ফোটনদার পরের ব্যাচ ? তাহলে গৌরবদাকেও চেনেন নিশ্চয়। আর সমরদা কিছুদিন আগে মারা গেছেন, জানেন হয়ত। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.85.133 | ০৪ অক্টোবর ২০২০ ১৭:৩৪462095
  • ও বলেই দিয়েছেন , কেমিস্ট্রি , থ্যাংক ইউ। চেনা নাম গুলো দেখে খুব মজা লাগলো। গুরুচন্ডালির পাতার আমার নানা বেঁড়ে পাকামি, অতীতের বন্ধু দের কাছ থেকে লুকোনো গেল না দেখে লজ্জাই লাগছে :-) 


    তথাগত আমার ছোটো ভাই । ভাই er 'মত' বলতে কষ্ট হয় বলে বলতে পারি না। ভাই এর চেয়েও বেশি। আত্মীয়তা নেই, তবে বন্ধুত্ত্ব টা হয়তো সে কারণেই আছে। আমি বিদেশে গেলে ওদের বাড়িতে থাকার চেষ্টা করি।  


    তখন ঐ ছোটো জায়গার মজা একটা ছিল। ডঃ রাও / অলকা রাও দের ছেলে আমাদের আগের ব্যাচ ছিল স্কুলে। পাঠভবনে। ভাবলে গায়ে কাঁটা দেয়, ডঃ রাও,  আমাকে এটা ওটায় আগ্রহ আছে দেখে, স্কুলে পড়ার সময় রুথ মুরের পুলিত্জার প্রাইজ পাওয়া , কয়েল অফ লাইফ পড়তে দিয়েছিলেন। প্রীতম দা , রনবীর দা অসীম দা, সমর দা সবাই অসম্ভব স্নেহ করতেন। আমি পরে মাথা গরম একটই মুহুর্তে পড়াশুনো আচমকা ছেড়ে দেবার পরে আর লজ্জায় ওনাদের সংগে দেখা করিনি :-))))

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.85.133 | ০৪ অক্টোবর ২০২০ ১৭:৩৪462096
  • ও বলেই দিয়েছেন , কেমিস্ট্রি , থ্যাংক ইউ। চেনা নাম গুলো দেখে খুব মজা লাগলো। গুরুচন্ডালির পাতার আমার নানা বেঁড়ে পাকামি, অতীতের বন্ধু দের কাছ থেকে লুকোনো গেল না দেখে লজ্জাই লাগছে :-) 


    তথাগত আমার ছোটো ভাই । ভাই er 'মত' বলতে কষ্ট হয় বলে বলতে পারি না। ভাই এর চেয়েও বেশি। আত্মীয়তা নেই, তবে বন্ধুত্ত্ব টা হয়তো সে কারণেই আছে। আমি বিদেশে গেলে ওদের বাড়িতে থাকার চেষ্টা করি।  


    তখন ঐ ছোটো জায়গার মজা একটা ছিল। ডঃ রাও / অলকা রাও দের ছেলে আমাদের আগের ব্যাচ ছিল স্কুলে। পাঠভবনে। ভাবলে গায়ে কাঁটা দেয়, ডঃ রাও,  আমাকে এটা ওটায় আগ্রহ আছে দেখে, স্কুলে পড়ার সময় রুথ মুরের পুলিত্জার প্রাইজ পাওয়া , কয়েল অফ লাইফ পড়তে দিয়েছিলেন। প্রীতম দা , রনবীর দা অসীম দা, সমর দা সবাই অসম্ভব স্নেহ করতেন। আমি পরে মাথা গরম একটই মুহুর্তে পড়াশুনো আচমকা ছেড়ে দেবার পরে আর লজ্জায় ওনাদের সংগে দেখা করিনি :-))))

  • syandi | 2a01:c23:7c6c:b300:f120:5338:9516:c505 | ০৪ অক্টোবর ২০২০ ১৭:২৮462094
  • বোধিদা, আপনি বললে খেলবনা। তুমি বললে খুশি হব। আর তুই বললে আরো খুশি হব।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.85.133 | ০৪ অক্টোবর ২০২০ ১৭:২৪462093
  • খুব আনন্দ হল শুনে। আমিও শিক্ষা ভবন ফিজিক্স।  আপনি কোন বিভাগে ছিলেন?

  • syandi | 2a01:c23:7c6c:b300:f120:5338:9516:c505 | ০৪ অক্টোবর ২০২০ ১৭:২৪462092
  • আসলে আমি কুট্টুদা অর্থাৎ তথাগত দাশগুপ্তর দুই বছরের জুনিয়র যদিও আমার মেজর অন্য সাবজেক্টে। আর দীপঙ্কর চক্রবর্তীকে চিনতাম ভালভাবেই যদিও ওনার ক্লাসে বসা হয় নি কারণ উনি সাবসিডিয়ারি সাবজেক্ট পড়াতেন না। তবে ক্লাসমেটদের মুখে ওনার পড়ানোর এবং খাওয়ানোর সুনাম শুনেছি। আর বোধ হয় এরকম ম্যারাথন ক্লাস নিতেন ফিজিক্সের অসীমদা (AKR) আর খাওয়াতেনও। আর আমাদের ডিপার্টমেন্টে এরকম একটানা ক্লাস নিতেন রাওদা। প্রফেসর অলকা রাও-এর যে অপার স্নেহ, প্রশ্রয় এবং পারসোনাল লেভেলে সাহায্য পেয়েছি তা মনে করলে আজও কৃতজ্ঞতায় মাথা নিচু হয়ে আসে। এছাড়া আপনাদের ডিপার্টমেন্টের BKT অর্থাৎ অধ্যাপক বিনয় তালুকদারের পাণ্ডিত্য়ের কথাও অনেক ক্লাসমেট বলত। প্রীতমদা বা রণবীরদা রা সাবজেক্টের অতি গভীরে প্রবেশ না করলেও বেশ পপুলার টিচার ছিলেন। মোট কথা ফিজিক্স ফ্য়াকাল্টি বেশ ভালো ছিল সেসময়। 

  • sayan | 2a01:c23:7c6c:b300:f120:5338:9516:c505 | ০৪ অক্টোবর ২০২০ ১৭:০৩462091
  • বোধিদা, আমি শান্তিনিকেতনের প্রাক্তনী। পাঁচটা বছর শিক্ষাভবনে কাটিয়ে ১৯৯৯ তে বের হই। ঐসময়ে নন্দসদন হস্টেলে সায়ন আমার হস্টেলমেট ছিল।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.85.133 | ০৪ অক্টোবর ২০২০ ১৪:৫১462090
  • ১৫০০/-বোধহয় সবাইকে দেয় না:-))))

  • KAUSHIK BARDHAN | ০৪ অক্টোবর ২০২০ ১০:৪২462089
  • প্রতি সন্ধ্যায় ১৫০০ টাকায় টিভি চ্যানেলে প্রতিবাদ ফেরি করা বুদ্ধিজীবীগুনোর সন্ধান চাই।


    ওদের কলমের ডগায় কোন ব্র্যান্ডের কন্ডোম লাগিয়েছে,  একটু জেনে নিতাম।


    ওদের শিড়দাড়ায় কি বিদেশী তেল লাগালে আর একটুও দাড়াচ্ছে না?

  • i | 203.219.27.59 | ০৪ অক্টোবর ২০২০ ০৮:০৬462088
  • অর্ণব সুনিধি র এই তো তোমার আলোকধেনুর শুরুতে কর্ডটা শুনে হালফিলের আজও তাকে মনে পড়ে গানটা উঁকি দিল টুক করে। আর কারো এরকম মনে হয়েছে?

    ইন্টারস্টেলার সিনেমার থিম মিউজিক আর সানাই মিলিয়ে সুনিধির বন্ধু রহো রহো সাথে শুনেছেন ?

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a19:544d:94e9:3df5:b5e2:c88b | ০৪ অক্টোবর ২০২০ ০৭:৫২462087
  • syandi | 2a01:c23:7c32:2700:105d:8513:9cac:7435 | ০৩ অক্টোবর ২০২০ ২৩ঃ২১


    স্যান্ডি কি শান্তিনিকেতন  এর প্রাক্তন ছাত্র  নাকি নাকি ওনাদের ঢাকার বন্ধু? আমি আনন্দ পাঠশালা পাঠভবন উত্তরশিক্ষা শিক্ষাভবন মিলিয়ে মিড‌ সেভেনটিজ থেকে একেবারে আর্লি নাইনটিজ। আমরা ওখানেই থাকতাম।

  • একক | ০৪ অক্টোবর ২০২০ ০১:০৭462086
  • :))  :)

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:9c55:1cd1:f3d0:223e | ০৩ অক্টোবর ২০২০ ২৩:৫৯462085
  • একক;-))) নিউরো সাইন্স এর সুমন্ত্র চট্টোপাধ্যায় এর বাবা দীপঙ্কর বাবুর মাঝে মাঝে খেয়াল চাপত আন্ডারগ্র্যাড এ একেকটা পেপার নিতেন। স্কূলেও পড়াতে ন মাঝে মাঝে। তো কি একটা কারণে , কনটেক্সট টা মনে নেই, কেউ একটা ছেলে স্যার গপ্পের মুডে আছেন দেখে, বলেছে , স্যার থার্মোডিনামিক্সের অঙ্ক তো মোটামুটি পেরে  যাই, ভিসুয়ালাইজ করতে পারিনা, আসলে আমাদের ব্যাচে অন্য একজন স্যার মাঝে মাঝে ফেইনম্যান লেকচারস রেফার করতেন , কেউ কেউ হয়তো নেড়েও দেখতো, তাই তখন ভিসূয়ালাইজ ইত্যাদি লোকের মাথায় ঘুরপাক , তো তাতে স্যার বললেন শোন এনট্রপির সেরা ভিসুয়ালাইজেশন সুকূমার রায় এর দেওয়া, নিঝূম নিশুতি রাতে একা একা তেতালাতে খালি খালি খিদে কেন পায় রে:--))))মুড ভালো থাকলে স্যার ক্লাসে রীতিমত আড্ডা দিতেন , আর দুর্দান্ত পড়াতেন বললে কম বলা হয়। একটা বিচিত্র অভ্যেস ছিল, বুধবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা সাতটা টানা ক্লাস নিতেন, আবার খাওয়া দাওয়ার দায়িত্ব ও নিয়ে নিতেন।

  • syandi | 2a01:c23:7c32:2700:105d:8513:9cac:7435 | ০৩ অক্টোবর ২০২০ ২৩:২১462084
  • সায়ন ছোকরা ভালই গায়। দেখেও ভালো লাগে যে এই সেদিনের সায়ন আজ বিখ্যাত গায়ক। 

  • @Tech Team | 43.251.171.184 | ০৩ অক্টোবর ২০২০ ২৩:২০462083
  • কোনো লেখার লাস্ট কমেন্টগুলো দেখতে যাতে সেই লেখাটা না খুলতে হয় , শুধু কমেন্ট দেখা  যায় এমন ব্যবস্থা করা সম্ভব? খামোকা  কমেন্ট পড়তে গিয়ে লেখাটার রিডারশিপ বাড়ানোর মানে নেই তাই না? 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত