এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:7c1d:7fd8:4118:b826 | ০১ মার্চ ২০২১ ২২:২৮474083
  • "সিদ্দিকি যে প্রচন্ড সাম্প্রদায়িক, মেল শভিনিস্ট এক  ধর্মগুরু....." - পিটির কি ​​​​​​​এ ​​​​​​​নিয়ে কোন সন্দেহ আছে? 

  • PT | 203.110.242.22 | ০১ মার্চ ২০২১ ২২:২৬474082
  • "সিদ্দিকি যে প্রচন্ড সাম্প্রদায়িক, মেল শভিনিস্ট এক  ধর্মগুরু....." এবং আরো সব কি কি সে ব্যাপারে অর্ণবেরও কোন সন্দেহ নেই। লাইভ হচ্ছে এখন। জোট বিরোধীরা শুনে নিন । আরো অনেক মশলা পেয়ে যাবেন।

  • r2h | 49.206.8.60 | ০১ মার্চ ২০২১ ২২:২১474081
  • টি'র অরণ্যদার প্রতি প্রশ্নটার আমি উত্তর দিই। আজ যদি মোদি খুব ভালো ভালো কথা বলে, ভাত কাপড় ছাতের কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে তাহলে কোনটা নেব?
    আগেরটাই নেব, খারাপটাই নেব, কারন দস্যু রত্নাকর বাল্মিকী হয়েছেন না বুড়ো বাঘ সুবর্ণকঙ্কন হাতে নিয়ে ঢং করছে তা কে বলবে।

    যদিও আমার বাম মঞ্চে ধর্মগুরু, এটা হাস্যকরের থেকে বেশি খারাপ কিছু লাগেনি, এইসব করে যদি বিজেপিকে আটকানো যায়, বাম ভোট বাড়ে, এমনকি বামফ্রন্ট আবার ফিরে আসে, তাহলে তাই হোক। মিসোজিনি মেল শভিনিজম এলজিবিটি ওসব বলে লাভ নেই। সুভাষ মুখার্জি কি সব বলেছিলেন না, আমি আগে ব্রাহ্মণ তারপর সিপুএম? ওসব মেনে নিতে পারলে এ আর কি এমন দোষ করেছে।

    বামফ্রন্ট এলে তো ভালোই, তৃণমূল চোরতর, তারওপর কবে বিজেপি সবশুদ্ধু হয়ে যায়। আর আমি যদি ভোট দিই তাহলে কার জেতার সম্ভাবনা বেশি এই ভেবে দেবো না, মানে এই করে কি লাভ, জেতা ঘোরার ওপর বাজি ধরা না, সম্ভাবনা ক্ষীণ হলেও কে জিতলে ভালো হয় বলে মনে করি সেই ভেবেই দেবো।

    আমার মত ভোটার নিশ্চয় আছে আরো।

    তবে ঐ একশো পা আর দরকারে একশো একে ছেঁটে ফেলা, ওটা তো এত সোজা না।

  • T | 103.151.156.66 | ০১ মার্চ ২০২১ ২২:১৬474080
  • বাই দ্য ওয়ে, জনতা আশা করি অধীরবাবুর বক্তব্য শুনে নিয়েছেন। কালকের ইন্টারাপশন ও সেলিম এপিসোড নিয়ে। আকাদাকেও আর অডিও অ্যানালিসিস করতে হ'ল না। ;)) 

    কত সহজেই বিবিধ গল্প ফেঁদে নেওয়া যায়।

  • aranya | 2601:84:4600:5410:7c1d:7fd8:4118:b826 | ০১ মার্চ ২০২১ ২২:০৮474079
  •  ব্রিগেডে আব্বাস ঠিকঠাক  বলেছেন। আমার মনে হয় ওটা তার ছদ্মবেশ, কিন্তু মূল পয়েন্ট অন্য - আব্বাসের মত চূড়ান্ত সাম্প্রদায়িক লোককে দিয়েও ভাল কাজ করান যেতে পারে কিনা, অনির্বাণ যেমন লিখেছেন। 


    কৌশল হিসাবে কাজ করতে পারে। দেখা যাক। কাজ করলে খুবই খুশী হব। বিজেপি অতি অপছন্দের দল। লেসার ইভিল হিসাবে মমতা-কে সমর্থন করতেও বিচ্ছিরি লাগে, এতই সুবিধাবাদী লোক উনি, সিঙ্গুরে ৮০%-র ওপর কাজ হয়ে যাওয়া একটা কারখানাকে সাবোতাজ করলেন, জাস্ট নিজে ক্ষমতায় আসার জন্য, রাজ্য ভোগে গেলেও কিছু যায় আসে না। 


    @টি 

  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:48b0:6be:754f:fa89 | ০১ মার্চ ২০২১ ২২:০৭474078
  • কিন্তু ঘোষিত ভাবে? ঘোষণাটা দেখতে পাই? 

    • সিএস | 49.37.5.248 | ০১ মার্চ ২০২১ ২১:১৬474068
    • আমি 'প্রথম' শত্রু লিখেছিলাম। তিনো হয়ে বিজেপিতে পৌঁছন, বামেদের।

  • T | 103.151.156.66 | ০১ মার্চ ২০২১ ২২:০৪474077
  • বড়েস, ইলেকশনেই কী হবে কেউ জানে না। :) ইলেকশনের পরের কথা তো বহুদূর। ওয়েইসির সার্কাস যাতে পবতেও রিপিট না হয় তার জন্যই অ্যাত কিছু। 

  • S | 2a0f:9100:110:a::2 | ০১ মার্চ ২০২১ ২২:০০474076
  • একটা কথা জানতে চাই। ধরা যাক ইলেকশানের পর বিজেপিকে আটকাতে তিনো-কঙ্গ-বাম একটা জোটের প্রয়োজন হল। সেই জোটে কি আব্বাসের জায়্গা হবে? বিহারে তো ওয়াসি মাইনরিটি ভোট কেটে বিজেপিকে ক্ষমতায় রাখলো।

  • T | 103.151.156.66 | ০১ মার্চ ২০২১ ২১:৫৬474075
  • অরণ্যদা, এইসব জুলুসের স্পিচ যেমন আছে, তেমনি খুব উদার, ধর্মনিরপেক্ষ, চাগ্রী চাই, খাবার চাই, এসবের স্পিচও আছে। এইবার কোনটা তাহলে নেবেন? 
    অনির্বাণ মাইতি যেমন লিখেছে, ধর্মনিরপেক্ষতার পরিসরে যদ্দুর যাওয়া যায় তদ্দুরই যাওয়া যাবে। একশো পা একসাথেই যাওয়া হবে। একশো একতম স্টেপে যদি আব্বাস বেগড়বাঁই করে তবে কাঁচি করতে পাঁচ মিনিটও লাগবে না।

  • দীপ | 2402:3a80:ab4:b92c:5ddd:f042:c719:decf | ০১ মার্চ ২০২১ ২১:৫৩474074
  • ফেসবুকে পেলাম।


    "যা হল, ভালোই হল। খুবই ভালো হল। এর থেকে ভালো আর কিছু হতে পারত না। ফ্রান্সের খুনকে খোলাখুলি সমর্থন করা, অভিনেত্রী নুসরতের মত "বেশ্যাকে" গাছে বেঁধে পেটাতে চাওয়া, কাফের মুনাফেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদগার করা ভাইজানের সাথে ভারতের একমাত্র স্বঘোষিত "অসাম্পোদায়িক" দলটি জোট বাঁধায় তসলিমাকে রাজ্য থেকে তাড়ানো দিয়ে যা শুরু হয়েছিল, তার বৃত্তটি সম্পূর্ণ হল।"


    অবশ্য অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?

  • T | 103.151.156.66 | ০১ মার্চ ২০২১ ২১:৫৩474073
  • @সিএস, আমি কংগ্রেসের সঙ্গে জোটেরও বিরোধী। কিন্তু বাস্তব পরিস্থিতি তো দেখতে হবে। নো ডাউট বিজেপি সবচেয়ে বড়ো শত্রু। পশ্চিমবঙ্গে তাকে রোখার একমাত্র অপশন হ'ল সরকারবিরোধীতার স্পেসটা কোনো রকম ভাবেই না ছাড়া। সেটা করার একমাত্র উপায় হচ্ছে তৃণমূল বিরোধীতাটা বাড়ানো। মিডিয়া ক্রমশঃ যে বাইনারিটা তৈরী করার চেষ্টা করছে যে খেলাটা আসলে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে, সেটাকে সরিয়ে নিয়ে তৃণমূল বনাম লেফটের জায়গায় নিয়ে যেতে হবে যাতে ভোটের দিন ভোটারের কাছে প্রধান অপশন এই দুটোই থাকে। এই হচ্ছে সিম্পল রিজন, আগে লিখেছি।

    রাণীমার ভালো কাজগুলো তো মানতেই হবে। বামেদের পতনের প্রধাণ কারণ ছিল দুহাজার আটের পঞ্চায়েতে পতন, যা আদতে হয়েছিল র‍্যাশনিং এ প্রচুর জালি ব্যাপারের জন্য। রাণীমা ক্ষমতায় আসার পর এই দিকটায় ছড়ান নি। অ্যাকচুয়ালি প্রথমে ছড়াচ্ছিলেন, পরে সুব্রতকে দায়িত্ব দেওয়ার পর ব্যাপারটা স্মুথলি চলতে থাকে। ছড়িয়েছেন টেট ত্রিফলা এইসবে।পোস্ট দুহাজার ষোলো দলের উপর রাণীমার কন্ট্রোল আর কিছু নেই। যারা করার করে নিয়েছে। তো, সরকারবিরোধীতার স্বর উচ্চগ্রামে নিয়ে যেতে হলে এইগুলোর ব্যাপারে তো বলতেই হবে। বিজেপি চলে আসবে ভেবে যদি আমি টেটশ্রীর ছবিতে মালা দিয়ে তৃণমুলের সঙ্গে জোটে যাই তো যারা চাগ্রী পাচ্ছে না তাকে গিয়ে কী বলব যে দ্যাখো ভাই ভবিষ্যতে তোমার ছেলের ইশকুলের সিলেবাসে যাতে শ্যামার জীবনী না পড়তে হয় তারজন্য আপাতত তোমার চাগ্রীর ব্যাপারে কিশু করার নেই? চুরি চলতে দিতে হবে! সে তো জুতো নিয়ে তাড়া করবে। এই সব সাধারণ কথা।

    বিজেপিকে উত্তরবঙ্গেই রুখতে হবে। পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহলেও রুখতে হবে। দুই চব্বিশ পরগণার বিস্তীর্ণ অংশ তৃণমূলের কব্জার বাইরে। চোদু মেড়োগুলো কাকদ্বীপে অবধি গিয়ে সভা করছে মানে জল কোনখানে গড়িয়েছে সে তো দেখতে হবে। এটা তৃণমূলও জানে। মুসলিম ভোটের একটা লার্জ শেয়ার বিজেপিতে গ্যাছে। দচপর বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল যা করেছে তারপর এটা হতই। এজন্য আব্বাস মোর্চায় এলে ওরা খুশিই হবে। আব্বাস নিয়ে খুব একটা উচ্চবাচ্য করতে দেখলেন নাকি রাণীমাকে :))

    এইসব তো হচ্ছে পরিস্থিতি। এখন লিবারেলরা কোলায় চুমুক দিয়ে বলবেন ও বাবাগো মাগো, ওই দ্যাকো, মিসোজিনি। আব্বাসকে টানছে মানে হিঁদু ভোট সব বিজেপিতে। মানে আব্বাস দাঙ্গা করবে অতেব নিজেদের সুরক্ষিত রাখতেই সরোল, নিটোল ও গোলগাল হিঁদু বিজেপিতে যাচ্ছে। মানে পব র হিঁদু হচ্ছে সেই ক্লাস যারা যেকোনো সময়ে বিজেপিতেই যাবে, ইহা তাদের বার্থ রাইট, এবং ওঁদের দোষের কিছু না, ওঁরা ছাগল তো ননই। মানে সেই প্রবাদপ্রতিম 'যেতই, সুযোগের অপেক্ষায় ছিল' কেস। ঃ))))
     

  • aranya | 2601:84:4600:5410:7c1d:7fd8:4118:b826 | ০১ মার্চ ২০২১ ২১:৪০474072
  • সিদ্দিকি যে প্রচন্ড সাম্প্রদায়িক, মেল শভিনিস্ট এক  ধর্মগুরু - এ নিয়ে কোন সন্দেহ নেই। ওর আগেকার স্পীচ শুনেছি, গুটিকয় মুসলিম বন্ধু যারা পঃ বঙ্গে আছে, তাদের সাথে আলুচানাও হয়েচে। 


    পলিটিকস মেকস স্ট্রেঞ্জ বেড ফেলোস। কৌশল হিসাবে বিবিধ জোট হতে পারে, তবে সিদ্দিকি-র প্রকৃত রূপ সবারই জানা।

  • PT | 203.110.242.22 | ০১ মার্চ ২০২১ ২১:৩৬474071
  • "ফলে দলিত-মুসলিম ইউনিটির বিজেপি বিরোধী রাজনীতিটা ভোটের সময়ে এসে তিনোদের দুর্বল করার লক্ষ্যেই দাঁড়িয়ে যেতে পারে, যাতে বিজেপিরই লাভ।"
    কোন জোট হয়নি লোকসভার ভোটে। তাও তিনোরা ল্যাজে-গোবরে হয়েছিল।

    ভয়টা কি তাহলে তাহলে ব্লক ভোটটা ভাগ হয়ে যাওয়া নিয়ে? প্রগতিশীলেরাও চাইছেন যে সংখ্যালঘুরা দলা পাকিয়ে থাকুন? তিনোপ্রেমীরা ও তিনোর ঢালধারীরা নাক টিপে এটা দেখে ফেলুনঃ

  • aranya | 2601:84:4600:5410:7c1d:7fd8:4118:b826 | ০১ মার্চ ২০২১ ২১:৩৫474070
  • ১৭৩ না কটা আসন য্যান দরকার - ১৪৭ পেলে বাকিটা অমিত শাহ স্যার ম্যানেজ করতে পারবেন ? !! 

  • সিএস | 49.37.5.248 | ০১ মার্চ ২০২১ ২১:১৬474068
  • আমি 'প্রথম' শত্রু লিখেছিলাম। তিনো হয়ে বিজেপিতে পৌঁছন, বামেদের।

  • S | 2a0f:9100:110:a::2 | ০১ মার্চ ২০২১ ২১:১৫474067
  • আমার ধারণা বিজেপি একা ১৪৭ টা সীট পাবেনা। কিন্তু ওদের দরকারও নেই। তিন সংখ্যায় যেতে পারলে, বাকীটা তিনো ভেঙেই নিয়ে আসবে। এইভাবে তো অন্য রাজ্যেও হল।

  • পলিটিশিয়ান | 76.174.114.1 | ০১ মার্চ ২০২১ ২১:০৫474066
  • ইয়েচুরি তো বলেছেন বামের প্রধান শত্রু বিজেপি। অন্য কিছু জানা থাকলে সিএস যদি জানান তো বাধিত হব।

  • dc | 2405:201:e010:5026:4483:6ded:d771:e535 | ০১ মার্চ ২০২১ ২১:০৫474065
  • এদিকে ডিসিডেন্ট কং আনন্দ শর্মার মতে আইএসফের সাথে জোট করার আগে হাইকমান্ডের সাথে আলোচনা করা উচিত ছিল। কোন রকম কমিউনালিজমের সাথেই সহযোগিতা করা উচিত নাঃ 

    "Congress's alliance with the ISF and similar parties goes against its core ideology, and the secularism advocated by Gandhi and Nehru, which is the soul of the Congress. These issues should have been discussed by the Congress Working Committee (CWC)," Mr Sharma tweeted in Hindi. 

    "In the fight against communalism, the Congress cannot be selective. We must fight against communalism in all forms. The West Bengal Congress chief's presence and support is shameful, he has to explain his stand," he added.

    https://www.ndtv.com/india-news/west-bengal-election-2021-congress-vs-congress-over-bengal-alliance-should-have-discussed-2381364?pfrom=home-ndtv_bigstory

    তাহলে প্রশ্ন ​​​​​​​হলো, ​​​​​​​কং ​​​​​​​কি ​​​​​​​জোটসঙ্গী ​​​​​​​সিপিএমকে ​​​​​​​বোঝাবে ​​​​​​​এরকম ​​​​​​​কমিউনাল ​​​​​​​দের ​​​​​​​সাথে ​​​​​​​জোট ​​​​​​​করা ​​​​​​​উচিত ​​​​​​​না? ​​​​​​​

  • Du | 47.184.33.160 | ০১ মার্চ ২০২১ ২০:৪৫474064
  • ভারত পেট্রোলিয়ামের ট্যাংকার  রাস্তা জ্যাম করে এমনিতেও  বিজেমুল 1 aar ২ 

  • সিএস | 49.37.5.248 | ০১ মার্চ ২০২১ ২০:৪১474063
  • T-র দুটো পোস্ট পড়ে মনে হলঃ

    মুসলমান-্দলিত- আদিবাসী জোটের চেষ্টা তো ওয়াইসি আর আম্বেডকরের নাতি (?) মহারাষ্ট্রে করেছিল, ভোটে মনে হয় এক সাথে লড়েনি। ইউপিতেও হয়ত ওয়াইসি ঐ পথে যাবে, এখানেও সিদ্দিকির সাথে ওয়াইসির জোট হলে (এখনও কী হতে পারে ?) ঐ লাইন থাকত মনে হয়। এই জোটের মূল কারণ হল বিজেপি বিরোধিতা কারণ বিজেপি আদর্শগতভাবেই এই গোষ্ঠীগুলির পক্ষে নয়, শুধুই ভাত-্কাপড়ের সমস্যা এই জোটের কারণ নয় বলে মনে হয়।

    সিপিএমের একটা মত মনে হয় এরকম যে ওয়াইসির দিকে সিদ্দিকিকে না যেতে দিয়ে, নিজেদের দিকে টেনে এনে, সিদ্দিকিকে কিছুটা প্রোগ্রেসিভ করে তোলা যাবে। (নম্বর দিতে চাইলে এই কারণে সিপিএম নম্বর পেতে পারে।)

    কিন্তু কুটকুট করে এই জন্য, যে ঘোষিতভাবেই বাম-্কং-এর প্রথম শত্রু তিনোরাই। ফলে দলিত-মুসলিম ইউনিটির বিজেপি বিরোধী রাজনীতিটা ভোটের সময়ে এসে তিনোদের দুর্বল করার লক্ষ্যেই দাঁড়িয়ে যেতে পারে, যাতে বিজেপিরই লাভ।

    (তবে, এসবই লিবারেল - উদ্গার, আর লিবারেলদের জন্য প্রশান্ত কিশোর ছাড়া বিশেষ কেউ নেই।)

  • Abhyu | 47.39.151.164 | ০১ মার্চ ২০২১ ২০:৪০474062
  • আব্বাস সিদ্দিকির সাথে "ধর্ম হল আফিং" দলের জোট করাটা খুব খারাপ হয়েছে আমার মনে হয়।

  • aka | 2600:1005:b117:1f60:9515:2abe:3406:c897 | ০১ মার্চ ২০২১ ২০:২৬474061
  • একটা সাম্প্রদায়িক, মেল শভিনিস্ট তাকে নিয়ে সিপিএমকে মুসলিম কার্ড খেলতে হচ্ছে। কি হাল, কি হাল। কবে যে বিজেপির সাথে আঁতাত হবে সেই দিনের অপেক্ষায় আছি। সেলিমের মতন একজন যদি হিন্দু বাম নেতা আসে, আরএসএস ক্রমে আসিবে। 

  • ভোটরাগ | 2a0b:f4c2::1 | ০১ মার্চ ২০২১ ১৯:৪৮474060
  • হাতে আর মাত্র ২৬ দিন। জোরকদমে দলের হয়ে প্রচার শুরু করেছে তৃণমূল, বিজেপি এবং বাম–কং জোট। ইতিমধ্যেই বামেদের ‘‌টুম্পা’‌ প্যারোডি আর ‘‌ফ্ল্যাশ মব’‌–এ মেতেছে শহর। তেমনই ‘‌জয় বাংলা’‌ সুর তুলেছে তৃণমূল সরকার। এরই মধ্যে ভোটের আগে ‘‌জয় বাংলা রাগ’‌ তৈরি করলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও গায়ক কবীর সুমন। ফেসবুকে এই রাগের কথা জানান তিনি। বলেন, এই রাগে বাংলা খেয়াল বন্দিশ এবং আধুনিক বাংলা গান তিনি বানাবেন। সময়োপযোগী গান যেমন বানাবেন, তেমনই নিজ কণ্ঠে গাইবেনও।

  • PT | 203.110.242.22 | ০১ মার্চ ২০২১ ১৯:৩৭474059
  • পবতে আর বিজেপি বলে কিছু নেইকো। তৃণমূল১ আর তৃণমূল২ কইলেই হয়। বেচারা ভোটাররা এবার বেজায় সমস্যায় পড়বে।জশ জানিয়েছিল যে সে দিদির আশীর্বাদ নিয়ে বিজেপিতে যাচ্ছে আর ইনিও তথৈবচ। 


    "প্রশ্ন ওঠে, হঠাৎ তৃণমূলের সমর্থক হয়েও বিজেপি-তে আসার সিদ্ধান্ত কেন নিলেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, “অনেকেই তৃণমূলের সমর্থক ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই আবার বিজেপি-তে গিয়েছেন। আমারও মনে হয়েছিল, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলেই যোগ দিতে হবে।" <https://www.anandabazar.com/elections/west-bengal-assembly-election/west-bengal-assembly-election-actress-srabanti-chatterjee-joins-bjp-on-monday-dgtl/cid/1268958>

  • kc | 188.71.225.100 | ০১ মার্চ ২০২১ ১৯:০৮474058
  • রানীমার ব্যাথা আছে এবার, যেভাবে মুলোদের প্রায় সবকটা ফান্ড ম্যানেজারদের বসিয়ে অথবা নিয়ে নিল বিজেপি, এবার দিদির লড়াই বেশ কঠিন।

  • র২হ | 2401:4900:2733:935b:c0ef:7577:bf01:d335 | ০১ মার্চ ২০২১ ১৮:৪০474056
  • রানীমা জিতবেন সে তো ঠিক আছে, খুবই সুখের কথা।


    কিন্তু জিতে যদি বিজেপি হয়ে যান? ভাইপোকেও তো সিবিআই ধরেছে। চিন্তা কী আর একরকম। 

  • হেহেহেহে | 2a03:e600:100::34 | ০১ মার্চ ২০২১ ১৮:৩১474055
  • উদিকে বালস্য বাল বালঠাকরে মরার পরে বম্বের রাস্তায় উন্মাদনা দেকে দুটো বাচ্চামেয়ে এত ভীড় কেন বেকার অসুবিধে টাইপস কিসব লিখেছিল বলেভপুলিশে তাদের তুলে নে আটকে রেখেছিল। আকাবাবু তখন মানুষের সেন্টেমেন্টি বুঝতে কয়েছিলেন। বালবাবুর মিত্যুর মতন বড়সড় ব্যপারে পাব্লিকের সেন্টিমেন্টি না বুঝলে জেলে ত যেতেই হবে। তবে কিনা বালবাবুও মুসলমান নাম দেখলেই ক্ষেপে উঠতেন আকাবাবুও উঠছেন।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত